চরতী ইউনিয়ন
চরতী বাংলাদেশের চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
চরতী | |
---|---|
ইউনিয়ন | |
১নং চরতী ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে চরতী ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৮′২৯″ উত্তর ৯১°৫৮′৪৫″ পূর্ব / ২২.১৪১৩৯° উত্তর ৯১.৯৭৯১৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | সাতকানিয়া উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | রুহুল্লাহ চৌধুরী |
আয়তন | |
• মোট | ২৩.৭১ বর্গকিমি (৯.১৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৯,৮৮৩ |
• জনঘনত্ব | ১,৩০০/বর্গকিমি (৩,৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৯.০৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৮৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাচরতী ইউনিয়নের আয়তন ৫৮৫৯ একর (২৩.৭১ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী চরতী ইউনিয়নের লোকসংখ্যা ২৯,৮৮৩ জন। এর মধ্যে পুরুষ ১৪,৫৪৯ জন এবং মহিলা ১৫,৩৩৪ জন।[২]
অবস্থান ও সীমানা
সম্পাদনাসাতকানিয়া উপজেলার উত্তর-পশ্চিমাংশে চরতী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে কাঞ্চনা ইউনিয়ন, বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়ন ও পুকুরিয়া ইউনিয়ন; পূর্বে আমিলাইশ ইউনিয়ন, চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়ন ও বরমা ইউনিয়ন; উত্তরে চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়ন এবং পশ্চিমে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাচরতী ইউনিয়ন সাতকানিয়া উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সাতকানিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৫ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- চরতী
- দ্বীপ চরতী
- পানি চরতী
- মধ্যম চরতী
- দক্ষিণ চরতী
- দক্ষিণ ব্রাহ্মণডেঙ্গা
- দক্ষিণ কেশুয়া
- দুরদুরী
- রূপনগর
- সুইপুরা
- তালগাঁও
- তুলাতুলী
- দক্ষিণ তুলাতুলী
- উত্তর তুলাতুলী
- উত্তর ব্রাহ্মণডেঙ্গা
- উত্তর পুটিবিলা
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাচরতী ইউনিয়নের সাক্ষরতার হার ৩৯.০৮%।[১] এ ইউনিয়নে ১টি কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৭টি মাদ্রাসা, ১৩টি প্রাথমিক বিদ্যালয় ও ৩টি কিন্ডারগার্টেন রয়েছে।[২]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- চরতী মুহাম্মদিয়া দাখিল মাদ্রাসা
- দক্ষিণ চরতী মজিদিয়া দাখিল মাদ্রাসা
- দ্বীপ চরতী দারুল ইসলাম দাখিল মাদ্রাসা
- আ'লা হযরত ইমাম আহমদ রেজা (রা.) কমপ্লেক্স
- ওসমান বিন্ আফফান বালক-বালিকা মাদ্রাসা
- তুলাতুলী দারুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা
- দক্ষিণ তুলাতুলী রহমানিয়া এবতেদায়ী মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর তুলাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর ব্রাহ্মণডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চরতী দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চরতী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তালগাঁও আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ কেশুয়া নুরুল হোছাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ তুলাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ ব্রাহ্মণডেঙ্গা ইন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দুরদুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দ্বীপ চরতী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ব্রাহ্মণডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য চরতী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রূপনগর সুইপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন
- ইমাম আবু হানিফা মডেল কেজি স্কুল
- চরতী ইভেন চাইল্ড কেয়ার ইনস্টিটিউট
- দ্বীপ চরতী আইডিয়াল স্কুল
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাচরতী ইউনিয়নে যোগাযোগের প্রধান ৩টি সড়ক সাতকানিয়া-চরতী সড়ক ও নলুয়া-চরতী সড়ক বৈলতলী-দ্বীপচরতি সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
খাল ও নদী
সম্পাদনাচরতী ইউনিয়নের উপর দিয়ে সর্পিলাকারে বয়ে চলেছে সাঙ্গু নদী। এছাড়া এ ইউনিয়নে প্রবাহিত হচ্ছে দক্ষিণ চরতী খাড়াখালী খাল, বাংলা বাজার চিকন খাল, তালগাঁও ব্রাহ্মণখালী খাল এবং তুলাতুলী মরাখালী খাল।[৯]
হাট-বাজার
সম্পাদনাচরতী ইউনিয়নের প্রধান ৩টি হাট/বাজার হল দ্বীপ চরতি শাহ আব্দুল ফকির বাজার, তুলাতুলী ঈশ্বর বাবুর হাট এবং দুরদুরী খতির হাট।[১০]
দর্শনীয় স্থান
সম্পাদনা- চরতী ইউনিয়নের বৌদ্ধ বিহার
- সাঙ্গু নদী
- পানি চরতী বিল
- দ্বী চরতি ঘাট
- দ্বীপচরতি রাঙ্গিনির চর
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: রুহুল্লাহ চৌধুরী
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | রহিমুল্লাহ চৌধুরী | |
০২ | যুগেশ চন্দ্র মহাজন | |
০৩ | পরিত চন্দ্র মহাজন | |
০৪ | ফয়েজ আহমদ | |
০৫ | বেলায়েত হোসেন | |
০৬ | আবদুল হক চৌধুরী | |
০৭ | আহমদ মিয়া চৌধুরী | |
০৮ | নুরুল হোসাইন চৌধুরী | |
০৯ | বজল আহমদ চৌধুরী | |
১০ | নুর হোসেন চৌধুরী | |
১১ | নুর মোহাম্মদ চৌধুরী | |
১২ | আসহাব উদ্দীন চৌধুরী | |
১৩ | ডাঃ মুহাম্মদ রেজাউল করিম | |
১৪ | রুহুল্লাহ চৌধুরী | ২০২২-বর্তমান |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "সাতকানিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ "এক নজরে চরতি ইউনিয়ন - চরতী ইউনিয়ন - চরতী ইউনিয়ন"। charatiup.chittagong.gov.bd। ২০ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৭।
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - চরতী ইউনিয়ন - চরতী ইউনিয়ন"। charatiup.chittagong.gov.bd। ১১ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৭।
- ↑ "কলেজ - চরতী ইউনিয়ন - চরতী ইউনিয়ন"। charatiup.chittagong.gov.bd।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - চরতী ইউনিয়ন - চরতী ইউনিয়ন"। charatiup.chittagong.gov.bd।
- ↑ "মাদ্রাসা - চরতী ইউনিয়ন - চরতী ইউনিয়ন"। charatiup.chittagong.gov.bd।
- ↑ "প্রাথমিকবিদ্যালয় - চরতী ইউনিয়ন - চরতী ইউনিয়ন"। charatiup.chittagong.gov.bd।
- ↑ "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - চরতী ইউনিয়ন - চরতী ইউনিয়ন"। charatiup.chittagong.gov.bd।
- ↑ "খাল ও নদী - চরতী ইউনিয়ন - চরতী ইউনিয়ন"। charatiup.chittagong.gov.bd। ২০ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - চরতী ইউনিয়ন - চরতী ইউনিয়ন"। charatiup.chittagong.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - চরতী ইউনিয়ন - চরতী ইউনিয়ন"। charatiup.chittagong.gov.bd। ২০ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৭।
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - চরতী ইউনিয়ন - চরতী ইউনিয়ন"। charatiup.chittagong.gov.bd। ২০ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৭।