চরতী ইউনিয়ন

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার একটি ইউনিয়ন

চরতী বাংলাদেশের চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

চরতী
ইউনিয়ন
১নং চরতী ইউনিয়ন পরিষদ
চরতী চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
চরতী
চরতী
চরতী বাংলাদেশ-এ অবস্থিত
চরতী
চরতী
বাংলাদেশে চরতী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৮′২৯″ উত্তর ৯১°৫৮′৪৫″ পূর্ব / ২২.১৪১৩৯° উত্তর ৯১.৯৭৯১৭° পূর্ব / 22.14139; 91.97917 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাসাতকানিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানরুহুল্লাহ চৌধুরী
আয়তন
 • মোট২৩.৭১ বর্গকিমি (৯.১৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৯,৮৮৩
 • জনঘনত্ব১,৩০০/বর্গকিমি (৩,৩০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩৯.০৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৮৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

চরতী ইউনিয়নের আয়তন ৫৮৫৯ একর (২৩.৭১ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী চরতী ইউনিয়নের লোকসংখ্যা ২৯,৮৮৩ জন। এর মধ্যে পুরুষ ১৪,৫৪৯ জন এবং মহিলা ১৫,৩৩৪ জন।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

সাতকানিয়া উপজেলার উত্তর-পশ্চিমাংশে চরতী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে কাঞ্চনা ইউনিয়ন, বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নপুকুরিয়া ইউনিয়ন; পূর্বে আমিলাইশ ইউনিয়ন, চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নবরমা ইউনিয়ন; উত্তরে চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়ন এবং পশ্চিমে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

চরতী ইউনিয়ন সাতকানিয়া উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সাতকানিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৫ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • চরতী
  • দ্বীপ চরতী
  • পানি চরতী
  • মধ্যম চরতী
  • দক্ষিণ চরতী
  • দক্ষিণ ব্রাহ্মণডেঙ্গা
  • দক্ষিণ কেশুয়া
  • দুরদুরী
  • রূপনগর
  • সুইপুরা
  • তালগাঁও
  • তুলাতুলী
  • দক্ষিণ তুলাতুলী
  • উত্তর তুলাতুলী
  • উত্তর ব্রাহ্মণডেঙ্গা
  • উত্তর পুটিবিলা

[]

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

চরতী ইউনিয়নের সাক্ষরতার হার ৩৯.০৮%।[] এ ইউনিয়নে ১টি কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৭টি মাদ্রাসা, ১৩টি প্রাথমিক বিদ্যালয় ও ৩টি কিন্ডারগার্টেন রয়েছে।[]

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
কলেজ

[]

মাধ্যমিক বিদ্যালয়

[]

মাদ্রাসা

[]

প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর তুলাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর ব্রাহ্মণডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চরতী দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চরতী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তালগাঁও আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ কেশুয়া নুরুল হোছাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ তুলাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ ব্রাহ্মণডেঙ্গা ইন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দুরদুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দ্বীপ চরতী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ব্রাহ্মণডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য চরতী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রূপনগর সুইপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

[]

কিন্ডারগার্টেন
  • ইমাম আবু হানিফা মডেল কেজি স্কুল
  • চরতী ইভেন চাইল্ড কেয়ার ইনস্টিটিউট
  • দ্বীপ চরতী আইডিয়াল স্কুল

[]

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

চরতী ইউনিয়নে যোগাযোগের প্রধান ৩টি সড়ক সাতকানিয়া-চরতী সড়ক ও নলুয়া-চরতী সড়ক বৈলতলী-দ্বীপচরতি সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

খাল ও নদী

সম্পাদনা

চরতী ইউনিয়নের উপর দিয়ে সর্পিলাকারে বয়ে চলেছে সাঙ্গু নদী। এছাড়া এ ইউনিয়নে প্রবাহিত হচ্ছে দক্ষিণ চরতী খাড়াখালী খাল, বাংলা বাজার চিকন খাল, তালগাঁও ব্রাহ্মণখালী খাল এবং তুলাতুলী মরাখালী খাল।[]

হাট-বাজার

সম্পাদনা

চরতী ইউনিয়নের প্রধান ৩টি হাট/বাজার হল দ্বীপ চরতি শাহ আব্দুল ফকির বাজার, তুলাতুলী ঈশ্বর বাবুর হাট এবং দুরদুরী খতির হাট।[১০]

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • চরতী ইউনিয়নের বৌদ্ধ বিহার
  • সাঙ্গু নদী
  • পানি চরতী বিল
  • দ্বী চরতি ঘাট
  • দ্বীপচরতি রাঙ্গিনির চর

[১১]

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান: রুহুল্লাহ চৌধুরী
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ রহিমুল্লাহ চৌধুরী
০২ যুগেশ চন্দ্র মহাজন
০৩ পরিত চন্দ্র মহাজন
০৪ ফয়েজ আহমদ
০৫ বেলায়েত হোসেন
০৬ আবদুল হক চৌধুরী
০৭ আহমদ মিয়া চৌধুরী
০৮ নুরুল হোসাইন চৌধুরী
০৯ বজল আহমদ চৌধুরী
১০ নুর হোসেন চৌধুরী
১১ নুর মোহাম্মদ চৌধুরী
১২ আসহাব উদ্দীন চৌধুরী
১৩ ডাঃ মুহাম্মদ রেজাউল করিম
১৪ রুহুল্লাহ চৌধুরী ২০২২-বর্তমান

[১২]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সাতকানিয়া উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. "এক নজরে চরতি ইউনিয়ন - চরতী ইউনিয়ন - চরতী ইউনিয়ন"charatiup.chittagong.gov.bd। ২০ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৭ 
  3. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - চরতী ইউনিয়ন - চরতী ইউনিয়ন"charatiup.chittagong.gov.bd। ১১ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৭ 
  4. "কলেজ - চরতী ইউনিয়ন - চরতী ইউনিয়ন"charatiup.chittagong.gov.bd 
  5. "মাধ্যমিকবিদ্যালয় - চরতী ইউনিয়ন - চরতী ইউনিয়ন"charatiup.chittagong.gov.bd 
  6. "মাদ্রাসা - চরতী ইউনিয়ন - চরতী ইউনিয়ন"charatiup.chittagong.gov.bd 
  7. "প্রাথমিকবিদ্যালয় - চরতী ইউনিয়ন - চরতী ইউনিয়ন"charatiup.chittagong.gov.bd 
  8. "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - চরতী ইউনিয়ন - চরতী ইউনিয়ন"charatiup.chittagong.gov.bd 
  9. "খাল ও নদী - চরতী ইউনিয়ন - চরতী ইউনিয়ন"charatiup.chittagong.gov.bd। ২০ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৭ 
  10. "হাট বাজারের তালিকা - চরতী ইউনিয়ন - চরতী ইউনিয়ন"charatiup.chittagong.gov.bd 
  11. "দর্শনীয়স্থান - চরতী ইউনিয়ন - চরতী ইউনিয়ন"charatiup.chittagong.gov.bd। ২০ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৭ 
  12. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - চরতী ইউনিয়ন - চরতী ইউনিয়ন"charatiup.chittagong.gov.bd। ২০ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা