পশ্চিম ঢেমশা ইউনিয়ন
পশ্চিম ঢেমশা বাংলাদেশের চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
পশ্চিম ঢেমশা | |
---|---|
ইউনিয়ন | |
৯নং পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে পশ্চিম ঢেমশা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫′৪১″ উত্তর ৯২°৩′১২″ পূর্ব / ২২.০৯৪৭২° উত্তর ৯২.০৫৩৩৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | সাতকানিয়া উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | রিদুয়ানুল ইসলাম সুমন (স্বতন্ত্র প্রার্থী) |
আয়তন | |
• মোট | ৪.৯৭ বর্গকিমি (১.৯২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৭,৭০০ |
• জনঘনত্ব | ৩,৬০০/বর্গকিমি (৯,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৩.২০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৮৭ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাপশ্চিম ঢেমশা ইউনিয়নের আয়তন ১২২৭ একর (৪.৯৭ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিম ঢেমশা ইউনিয়নের লোকসংখ্যা ১৭,৭০০ জন। এর মধ্যে পুরুষ ৮,৮১১ জন এবং মহিলা ৮,৮৮৯ জন।[২]
অবস্থান ও সীমানা
সম্পাদনাসাতকানিয়া উপজেলার মধ্যভাগে পশ্চিম ঢেমশা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে ঢেমশা ইউনিয়ন, উত্তরে ঢেমশা ইউনিয়ন ও নলুয়া ইউনিয়ন, পশ্চিমে এওচিয়া ইউনিয়ন এবং দক্ষিণে সাতকানিয়া পৌরসভা অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাপশ্চিম ঢেমশা ইউনিয়ন সাতকানিয়া উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সাতকানিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৫ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- উত্তর রামপুর
- ইছামতি
ইতিহাস
সম্পাদনাডলু নদীর পূর্ব পাশে ৪টি ওয়ার্ড নিয়ে ইছামতি গ্রাম এবং ডলু নদীর পশ্চিম পাশে ৫টি ওয়ার্ড নিয়ে উত্তর রামপুর গ্রাম অবস্থিত। মূলত স্বাধীনতা পরবর্তী সময়ে ঢেমশা ইউনিয়ন থেকে পৃথক হয়ে পশ্চিম ঢেমশা ইউনিয়নের সৃষ্টি। ২০০৩ সালে সাতকানিয়া পৌরসভা গঠনের পর পশ্চিম ঢেমশার তিন চতুর্থাংশ পৌরসভায় অন্তর্ভুক্ত হওয়ার পর ২০০৬ সালের জুন মাসের বাংলাদেশ সরকারের গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে মাদার্শা ইউনিয়নের উত্তর রামপুর গ্রাম পশ্চিম ঢেমশা ইউনিয়নের সাথে সংযুক্ত হয়ে ইছামতি ও উত্তর রামপুর গ্রামদ্বয়ের সমন্বয়ে পশ্চিম ঢেমশা ইউনিয়ন গঠিত হয়।[৩]
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাপশ্চিম ঢেমশা ইউনিয়নের সাক্ষরতার হার ৬৩.২০%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা ও ৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাধ্যমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জনকল্যাণ আদর্শ কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাপশ্চিম ঢেমশা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক ঢেমশা-সোনাকানিয়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনাপশ্চিম ঢেমশা ইউনিয়নে ১৮টি মসজিদ, ৬টি ঈদগাহ ও ৩টি মন্দির রয়েছে।
খাল ও নদী
সম্পাদনাপশ্চিম ঢেমশা ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে ডলু নদী। এছাড়াও রয়েছে কুরালিয়ার ছড়া, ইছামতি খাল এবং হাঙ্গর খাল।[৭]
হাট-বাজার
সম্পাদনাপশ্চিম ঢেমশা ইউনিয়নের প্রধান হাট/বাজার হল গোলার ঘাট বাজার।[৮]
দর্শনীয় স্থান
সম্পাদনা- ইছামতি শাহ মনছুরিয়া মাজার শরীফ[৯]
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: রিদুয়ানুল ইসলাম সুমন[১০]
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | মোজাফ্ফর আহমদ চৌধুরী মোক্তার | |
০২ | আবদুল মজিদ সওদাগর | |
০৩ | ফজল করিম | |
০৪ | আবদুল রাজ্জাক | |
০৫ | মোস্তাফিজুর রহমান | |
০৬ | শামসুল হক | |
০৭ | শহীদুল ইসলাম (ভোলা মিয়া) | |
০৮ | আবু তাহের | |
০৯ | মনজুর আলম | |
১০ | এ জেড এম হেলাল চৌধুরী | |
১১ | সরওয়ার কামাল | ২০১১-২০১৬ |
১২ | আবু তাহের জিন্নাহ | ২০১৬-২০২২ |
০৭ | রিদুয়ানুল ইসলাম সুমন | ২০২২-বর্তমান |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "সাতকানিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ http://paschimdhemsaup.chittagong.gov.bd/site/page/ba6a7b63-2144-11e7-8f57-286ed488c766[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইতিহাস - পশ্চিম ঢেমশা ইউনিয়ন - পশ্চিম ঢেমশা ইউনিয়ন"। paschimdhemsaup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - পশ্চিম ঢেমশা ইউনিয়ন - পশ্চিম ঢেমশা ইউনিয়ন"। paschimdhemsaup.chittagong.gov.bd।
- ↑ "মাদ্রাসা - পশ্চিম ঢেমশা ইউনিয়ন - পশ্চিম ঢেমশা ইউনিয়ন"। paschimdhemsaup.chittagong.gov.bd।
- ↑ "প্রাথমিকবিদ্যালয় - পশ্চিম ঢেমশা ইউনিয়ন - পশ্চিম ঢেমশা ইউনিয়ন"। paschimdhemsaup.chittagong.gov.bd।
- ↑ "খাল ও নদী - পশ্চিম ঢেমশা ইউনিয়ন - পশ্চিম ঢেমশা ইউনিয়ন"। paschimdhemsaup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "হাট বাজারের তালিকা - পশ্চিম ঢেমশা ইউনিয়ন - পশ্চিম ঢেমশা ইউনিয়ন"। paschimdhemsaup.chittagong.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - পশ্চিম ঢেমশা ইউনিয়ন - পশ্চিম ঢেমশা ইউনিয়ন"। paschimdhemsaup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সাতকানিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা"। সিটিজ টাইমস। ৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - পশ্চিম ঢেমশা ইউনিয়ন - পশ্চিম ঢেমশা ইউনিয়ন"। paschimdhemsaup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]