মুহাম্মদ ইসমাইল
মুহাম্মদ ইসমাইল (জন্ম: ১ নভেম্বর ১৯৭৮) একজন বাংলাদেশী রসায়নবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য।[১]
অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল | |
---|---|
ষষ্ঠ উপাচার্য | |
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৬ সেপ্টেম্বর ২০২৪ | |
পূর্বসূরী | দিদার উল আলম |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | চট্টগ্রাম, বাংলাদেশ | ১ নভেম্বর ১৯৭৮
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় |
পেশা | অধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
জন্ম ও শিক্ষা
সম্পাদনাইসমাইল ১৯৭৮ সালের ১ নভেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রামের কলাউজান ডা. এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৪ সালে এসএসসি ও চট্টগ্রাম কলেজ থেকে ১৯৯৬ সালে এইচএসসি পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে ২০০১ সালে স্নাতক (সম্মান) (প্রথম শ্রেণিতে দ্বিতীয়) ও ২০০২ সালে স্নাতকোত্তর (প্রথম শ্রেণিতে প্রথম) ডিগ্রি লাভ করেন। তিনি যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২][৩]
কর্মজীবন
সম্পাদনামুহাম্মদ ইসমাইল ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ২০০৮ সালে তিনি বিসিএস প্রশাসন ক্যাডারে মনোনীত হলেও একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। এরই ধারাবাহিকতায় তিনি ২০১০ সালে সহকারী অধ্যাপক, ২০১৮ সালে সহযোগী অধ্যাপক এবং ২০২৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন। এর পাশাপাশি তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রভৃতি প্রতিষ্ঠানে পাঠদান করেছেন। তিনি উল্লেখযোগ্যসংখ্যক দেশী ও বিদেশী সংস্থায় পরামর্শক হিসেবে ভূমিকা পালন করেছেন।[২] ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন[৪] এবং ৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।[৫][৬]
গবেষণা ও প্রকাশনা
সম্পাদনাদেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তার অর্ধশতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। একাধিক জার্নালের রিভিউয়ার হিসেবেও তিনি অবদান রেখেছেন।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নোবিপ্রবির নতুন ভিসি ঢাবি অধ্যাপক ইসমাইল"। দ্য ডেইলি ক্যাম্পাস। ৫ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ ক খ গ "অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল-এর জীবনবৃত্তান্ত" (পিডিএফ)। ঢাকা বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "নোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইসমাইল"। প্রতিদিনের বাংলাদেশ। ৬ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "নোবিপ্রবির উপাচার্য হলেন ড. মুহাম্মদ ইসমাইল"। আজকের পত্রিকা। ৫ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "নোবিপ্রবির নবনিযুক্ত ভিসির যোগদান"। রাইজিংবিডি.কম। ৭ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "নোবিপ্রবি'র নোয়াখালী উপাচার্য হলেন লোহাগাড়ার ড. মোহাম্মদ ইসমাইল"। যায়যায়দিন। ৮ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৪।