মিতালী এক্সপ্রেস একটি আন্তর্জাতিক মানসম্পন্ন যাত্রীবাহী ট্রেন যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে যাতায়াত করে। [][] এটিই তৃতীয় ট্রেন যা এই দুই দেশের মধ্যে চলাচল করে। ১৯৬৫ সালে ভারত পাকিস্তানের যুদ্ধের পরে বন্ধ হয়ে যায় এই রুট। এটি চালু হয় ৫৬ বৎসর পর। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে ২০২১ সালের ২৭শে মার্চ, এই ট্রেন সার্ভিস চালু করা হয়।[] ট্রেনের বগি একই থাকে তবে ইঞ্জিন পরিবর্তন হয় যাওয়া আসায়, এর ফলে যাত্রীদের সীমান্তে ট্রেন পরিবর্তন করতে হয় না। মিতালী এক্সপ্রেস ট্রেনের টিকিট কেনার জন্য আগে থেকেই বৈধ ভিসা এবং পাসপোর্ট প্রয়োজন হয়। টিকিট বাংলাদেশের ঢাকার ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এবং ভারতের শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে পাওয়া যায়। এটি ১৮ জুলাই ২০২৪ থেকে বন্ধ আছে।

মিতালী এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনআন্তর্জাতিক ট্রেন
প্রথম পরিষেবা১ জুন ২০২২; ২ বছর আগে (2022-06-01)[]
২৬শে মার্চ ২০২১ (উদ্বোধন)
শেষ পরিষেবা১৮ জুলাই ২০২৪; ৯ মাস আগে (2024-07-18)
বর্তমান পরিচালকভারতীয় রেলওয়ে, বাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুনিউ জলপাইগুড়ি জংশন রেলওয়ে স্টেশন (NJP)
বিরতি৩ (কারিগরিগত বিরতি)
শেষঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন (DKC)
ভ্রমণ দূরত্ব৫৯৫ কিলোমিটার (৩৭০ মাইল)
যাত্রার গড় সময়১১.৩০ ঘণ্টা
পরিষেবার হারসাপ্তাহিক দুই দিন
যাত্রাপথের সেবা
শ্রেণীএসি-প্রথম+এসি চেয়ার গাড়ি: ১০টি
আসন বিন্যাসহ্যাঁ
ঘুমানোর ব্যবস্থাহ্যাঁ
অটোরেক ব্যবস্থাআছে
খাদ্য সুবিধাহ্যাঁ
পর্যবেক্ষণ সুবিধাআছে
বিনোদন সুবিধানা
মালপত্রের সুবিধাআছে
কারিগরি
ট্র্যাক গেজব্রডগেজ ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
পরিচালন গতিবিরতিসহ ৪৫.১৯ কিলোমিটার প্রতি ঘণ্টা (২৮.০৮ মাইল প্রতি ঘণ্টা)
পথের মানচিত্র
কিমি
.0 নিউ জলপাইগুড়ি
৫৬.৫.0 হলদিবাড়ী
সীমান্ত
৬৬.৯.0 চিলাহাটি
১৩৪.৫.0 পার্বতীপুর
৫১১.২.0 ঢাকা ক্যান্টনমেন্ট
চিলাহাটি-পার্বতীপুর-
সান্তাহার-দর্শনা রেলপথ
Up arrow
হলদিবাড়ি–নিউ
জলপাইগুড়ি রেলপথ
হলদিবাড়ী
ভারত
বাংলাদেশ
সীমান্ত
চিলাহাটি
মীর্জাগঞ্জ
ডোমার-দেবীগঞ্জ সড়ক
ডোমার
এশিয়ান হাইওয়ে ক্রসিং
তরণীবাড়ী
নীলফামারী
নীলফামারী কলেজ
বউ বাজার রেলসেতু
দারোয়ানী
উত্তরা ইপিজেড
খয়রাতনগর
এন৫
চিনি মসজিদ
সৈয়দপুর রেলওয়ে কারখানা ও জাদুঘর
সৈয়দপুর
ঢাকা-রংপুর মহাসড়ক
সৈয়দপুর বিমানবন্দর
বেলাইচন্ডি
Left arrow পার্বতীপুর-পঞ্চগড়
Right arrow পার্বতীপুর-বুড়িমারী
পার্বতীপুর জংশন
মধ্যপাড়া কঠিন শিলা খনি
ভবানীপুর
বড়পুকুরিয়া কয়লা খনি
আর৫৫৬
স্বপ্নপুরী
ফুলবাড়ী
বিরামপুর
দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়ক
ডাঙ্গাপাড়া
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট
হিলি
বাগজানা
পাঁচবিবি
পাঁচবিবি-কামদিয়া সড়ক
জয়পুরহাট-ধামইরহাট সড়ক
জয়পুরহাট রেলওয়ে ফুট ওভারব্রিজ
জয়পুরহাট
দেবীপুর রেল গেট
উড়ি ব্রিজ
জামালগঞ্জ
জয়পুরহাট-আক্কেলপুর মহাসড়ক
আক্কেলপুর
হলহলিয়া রেল সেতু
হলহলিয়া রেল গেট
জাফরপুর
কোলা-গনিপুর রেলগেট
তিলকপুর
ছাতিয়ান গ্রাম
ছাতিয়ানগ্রাম রেলগেট
বগুড়া-নওগাঁ মহাসড়ক
Right arrow সান্তাহার-কাউনিয়া রেলপথ
সান্তাহার জংশন
সান্তাহার রেলওয়ে ইয়ার্ড
সান্তাহার সাইলো
হেলালিয়ার হাট
রাণীনগর
চক বলরাম সেতু
সাহাগোলা
আত্রাই
আহসানগঞ্জ
আত্রাই নদী
বিহারিপুর সড়ক
বীরকুটশা
কুছামাড়িয়া রেলসেতু
মাধনগর
মাধনগর রেলসেতু
মহিষমারি রেলসেতু
গুমানি রেলসেতু
নলডাঙ্গার হাট
বাসুদেবপুর
আওয়াল রেলসেতু
নাটোর
ঢাকা-নাটোর মহাসড়ক
ইয়াছিনপুর
মালঞ্চি
বড়াল রেলসেতু
Left arrow আব্দুলপুর-রাজশাহী-রোহনপুর রেলপথ
আব্দুলপুর জংশন
আজিমনগর
ঈশ্বরদী বাইপাস
Right arrow ঈশ্বরদী-সিরাজগঞ্জ লাইন
ঈশ্বরদী জংশন
ঈশ্বরদী ইপিজেড
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
পাকশী
হার্ডিঞ্জ ব্রিজ l লালন শাহ সেতু
Left arrow ভেড়ামারা-রায়টা লাইন (বিলুপ্ত)
ভেড়ামারা
মিরপুর
মিরপুর রেলসেতু
কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়ক
পোড়াদহ জংশন
Right arrow
পোড়াদহ-কালুখালী-
গোয়ালন্দ ঘাট লাইন
হালসা
কুমার নদ
আলমডাঙ্গা
মুন্সীগঞ্জ
মমিনপুর
চুয়াডাঙ্গা
গাইদঘাট
জয়রামপুর
দর্শনা জংশন
Right arrow দর্শনা–যশোর–খুলনা লাইন
দর্শনা
বাংলাদেশ
ভারত
সীমান্ত
গেদে
Down arrow শিয়ালদহ-রানাঘাট-গেদে লাইন
সূত্র: বাংলাদেশ রেলওয়ে মানচিত্র

যদিও ট্রেনটি ২৬শে মার্চ ২০২১ তারিখে উদ্বোধন করা হয়েছিল, কিন্তু কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারি পরিপ্রেক্ষিতে, উদ্বোধনের পর থেকে এর বাণিজ্যিক চালানো স্থগিত করা হয়েছিল। [] যাইহোক, ট্রেনটি ১ই জুন ২০২২-এ প্রথম বাণিজ্যিকভাবে চালানো হয়। [][]

ইতিহাস

সম্পাদনা

২৬ মার্চ ২০২১ সালে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যৌথভাবে নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালী এক্সপ্রেস ট্রেন পরিষেবার সূচনা করেন।[] বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর উদ্‌যাপন করতে প্রধানমন্ত্রী মোদী ঢাকায় এসেছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী (পঞ্চাশ বছর) উপলক্ষে এই ট্রেন পরিষেবার উদ্বোধন করা হয়।

নামকরণ

সম্পাদনা

নতুন ট্রেনটির নামের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চারটি ভিন্ন নাম প্রস্তাব করেছিলেন রেল কর্মকর্তারা। যেগুলি ছিল মিতালী, সম্প্রীতি, সুহৃদ এবং বন্ধু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিতালী নামটি বেছে নেন।

মিতালী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি হয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের চিলাহাটি, নীলফামারী, পার্বতীপুর, হিলি, নাটোর, ঈশ্বরদী আর টাঙ্গাইল হয়ে ঢাকায় এসে পৌঁছায়।[]

পরে ট্রেনটি বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে, তারপর পার্বতীপুর এবং চিলাহাটিতে যেয়ে থামে। তারপর সীমান্ত অতিক্রম করে হলদিবাড়ি যায়। ঢাকা ও চিলাহাটির মধ্যে দূরত্ব ৪৫৩ কিলোমিটার এবং চিলাহাটি ও নিউ জলপাইগুড়ির মধ্যে দূরত্ব ৭১ কিলোমিটার। চিলাহাটিতে যাওয়ার পর ভারতে ভ্রমণকারী যাত্রীদের জন্য ট্রেনটিতে দুটি অতিরিক্ত কোচ যুক্ত করা হয়। তারপর ট্রেনটি বাংলাদেশ থেকে সীমান্ত অতিক্রম করে ভারত যায় এবং নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি হলদিবাড়িতে একবার থামে।

সময় ও হার

সম্পাদনা

উদ্বোধনের পর থেকে, দ্বি-সাপ্তাহিকভাবে চালিত এই ট্রেনটি রবিবার ও বুধবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এবং সোমবার ও বৃহস্পতিবার ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছেড়ে যায়।

শিলিগুড়ি থেকে ঢাকা পর্যন্ত প্রায় ছয়শ’ কিলোমিটার রেলপথ পাড়ি দিতে সময় লাগে সাড়ে প্রায় ১১ ঘণ্টা। ভারতীয় সময় সকালে নিউ জলপাইগুড়ি জংশন রেলওয়ে স্টেশন থেকে যাত্রী নিয়ে রাতে মিতালী পৌছায় ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে। এরপর পরদিন বাংলাদেশ সময় সকালে ঢাকা থেকে যাত্রী নিয়ে রাতে ফের শিলিগুড়িতে পৌছায়।

নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা
ট্রেন নং স্টেশন প্রবেশ প্রস্থান অঞ্চল
১৩১৩১ নিউ জলপাইগুড়ি ০৮:৪০ এনইএফআর
ঢাকা ক্যান্টনমেন্ট ২০:০০ বিআর
ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি
ট্রেন নং স্টেশন প্রবেশ প্রস্থান অঞ্চল
১৩১৩২ ঢাকা ক্যান্টনমেন্ট ০৭:২৫ বিআর
নিউ জলপাইগুড়ি ১৮:৪৫ এনইএফআর


আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "India-Bangladesh Train Service Begins From June"www.india.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২২ 
  2. প্রতিবেদক, জ্যেষ্ঠ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "জলপাইগুড়ির পথে 'মিতালী এক্সপ্রেস' চালুর ঘোষণা ২৭ মার্চ"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২১-০৩-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২২ 
  3. "প্রধানমন্ত্রীর পছন্দ 'মিতালী এক্সপ্রেস', ভারতের সম্মতিতে হবে চূড়ান্ত"দ্য ডেইলি স্টার। ২০২১-০৩-২১। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২২ 
  4. "ঢাকা-জলপাইগুড়ি ট্রেন উদ্বোধন ২৭ মার্চ"সমকাল। ২০২১-১০-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২২ 
  5. "Mitali Express: Third India-Bangladesh train service to begin from THIS date"DNA India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২২ 
  6. "Mitali Express: Third India-Bangladesh passenger train to run from today"Livemint (ইংরেজি ভাষায়)। ১ জুন ২০২২। সংগ্রহের তারিখ ১ জুন ২০২২ 
  7. প্রতিবেদক, নিজস্ব। "ভিসা চালু হলে চলবে 'মিতালী এক্সপ্রেস'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২১ 
  8. "ঢাকা-শিলিগুড়ি রেল: নতুন সংযোগে ভারতীয়দের কী লাভ"বিবিসি বাংলা। ২৬ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২১