ব্যবহারকারী আলাপ:Sumasa/সংগ্রহশালা ১

সাম্প্রতিক মন্তব্য: কুউ পুলক কর্তৃক ৮ মাস আগে "অনুবাদে" অনুচ্ছেদে
সংগ্রহশালা ১ সংগ্রহশালা ২

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

অক্টোবর 2017

  স্বাগতম, আমি NahidSultan। আমি লক্ষ্য করেছি যে সম্প্রতি আপনি উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি) পাতায় একটি পরীক্ষামূলক সম্পাদনা করেছেন। অভিনন্দন আপনার পরীক্ষাটি সংরক্ষিত হয়েছিল, আপনি যদি আরও পরীক্ষা নিরীক্ষা করতে চান, তবে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনার পরীক্ষামূলক সম্পাদনাটি অপসারণ করা হয়েছে। আপনি যদি মনে করেন, যে এই কাজটি ভুল হয়েছে অথবা এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:০১, ২৫ অক্টোবর ২০১৭ (ইউটিসি)

খেলাঘরে পরীক্ষা-নিরীক্ষা সম্বন্ধে

সুপ্রিয়, লক্ষ করেছি যে আপনি উইকিপিডিয়ার খেলাঘরে পরীক্ষামূলক নিবন্ধ তৈরির প্রচেষ্টা চালিয়েছেন। আপনি দীর্ঘ সময়ের জন্য পরীক্ষা চালাতে চাইলে আপনার ব্যক্তিগত খেলাঘর ব্যবহার করতে পারেন। কারণ, খেলাঘরের ক্যাশ সময়ে সময়ে পরিষ্কার করা হয় অথবা যেকেউ সম্পাদনা করতে পারে। ধন্যবাদ! আ হ ম সাকিব (আলাপ) ২১:৪৭, ৮ নভেম্বর ২০১৭ (ইউটিসি)

জানুয়ারি 2018

  উইকিপিডিয়ায় স্বাগতম, আমি NahidSultan। যদিও উইকিপিডিয়া যে কেউই সম্পাদনা করতে পারেন, কিন্তু আমি আপনার এক বা একাধিক সাম্প্রতিক অবদান বাতিল করেছি। কারণ এই সম্পাদনাগুলো গঠনমূলক ছিল না বরং ধ্বংসপ্রবণতা হিসেবে বিবেচিত হয়েছে। অনুগ্রহপূর্বক যে-কোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে বিশ্বকোষীয় ও কোনো গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটিও পড়ে নিন। আপনি যদি মনে করেন যে সম্পাদনা বাতিলের কাজটি সঠিক হয়নি, অথবা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ! যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:১৩, ২১ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)

নিবন্ধ সম্পাদনা

সুধী, আপনি এর পূর্বেও করেছেন এবং আপনাকে বলা হয়েছে। আপনি নিবন্ধে বানান সংশোধন করছেন ঠিক আছে, এটি একটি ভালো কাজ। এবং আপনার বানান সংশোধন কিছু কিছু ঠিক থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই আপনি কাজ বাড়াচ্ছেন। যেমন, সিস্টেমে ক্যাটাগরির বাংলা দেয়া আছে “বিষয়শ্রেণী” যেটা আপনি “বিষয়শ্রেণিতে” পরিবর্তন করছেন, এছাড়া আরও অসংখ্য পাতার নাম বা বিশেষ পাতাসমূহের নামগুলোও নিবন্ধ থেকে পরিবর্তন করে দিচ্ছেন যার ফলে সেগুলো আর কাজ করছে না। সুতরাং দয়া করে থামুন, উইকিপিডিয়াতে কিভাবে অবদান রাখবেন এ বিষয়ে আরও পড়ুন এবং আস্তে আস্তে অবদান রাখুন।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:২১, ২১ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)

সম্পাদনা

দাদা, আপনার সাম্প্রতিক সম্পাদনার জন্যে অনেকক্ষেত্রেই গোলমাল হয়ে যাচ্ছে। এর আগেও আপনাকে হয়ত অনেকেই এই বিষয়ে সতর্ক করেছেন। আপনার বানান সংশোধন ও কাজের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি কিছু কিছু বানান একটু দেখে ঠিক করবেন। উদাহরণস্বরূপ বিষয়শ্রেনী/শ্রেণি এই পরিবর্তনে একটা নিবন্ধের গুরুত্বপূর্ন অংশটাই উঠে যাচ্ছে। ধন্যবাদ। Pinakpani (আলাপ) ১৫:১৭, ২৩ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)

জনৈকের জবানবন্দি

ভাই, পৃথিবীর প্রত্যেক মানুষকেই কারো-না-কারো কাছে নিজের কৃতকর্মের জন্যে জবাবদিহি করতে হয়। ধরে নিন এটাও আমার জবাবদিহি। বাংলা উইকিপিডিয়ায় আমি কিছু সময় পেলেই কাজ করি। প্রাইভেট কোম্পানি থেকে অবসর নিলেও বর্তমানে দু-জায়গায় আংশিক সময়ের কাজ করার সুবাদে সময় বিশেষ পাইনা। তার মধ্যে ছুটির দিনে গুগল ম্যাপে কাজ করছি। আমার কার্যকরতায় কেউ কেউ নাকি ধ্বংসপ্রবণতা দেখছেন! একটা কথ পরিষ্কার করে জানাতে চাই যে, গত তিন দশক বাংলা বই এবং সংবাদপত্র প্রকাশনার সঙ্গে যুক্ত আছি। পশ্চিমবঙ্গের শিশুশ্রেণি থেকে দ্বাদশশ্রেণি পর্যন্ত যাবতীয় পাঠ্য বই পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির 'বানানবিধি' অনুযায়ী ছাপা হয়। এমনকি আমার লেখা দশটি শিশুপাঠ্য বইয়ের টাইটেল পেজে 'পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির বানানবিধি অনুসৃত' কথাটা লিখে দিতে বাধ্য হয়েছি। এটাই দস্তুর। ফলে আমার উইকিপিডিয়াতে সম্পাদনা তার বাইরে কী করে হয়? তবে যেভাবেই হোক নিজেকে আপনাদের মতে মত মেলাবার চেষ্টা করতে হবে। না-হলে একশো শতাংশ সম্পাদনা অপসারিত হলে থাকলটা কী? sukan (আলাপ) ১৭:৪৮, ২৩ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)

শুভেচ্ছা নিবেন। আপনার সম্পাদনা ধ্বংসপ্রবণতা হিসেবে বিবেচনার কারণ কিন্তু আপনি ভুল আমরা সঠিক এই রকম কিছু নয়। আপনি সম্পাদনার সময় কিছু বিষয়শ্রেণী: পরিবর্তন করে বিষয়শ্রেণি: করে দেন। এখানে ণী কে ণি করার ফলে পাতার বিষয়শ্রেণীকরণ বাদ হয়ে যায়। কারণ মিডিয়াউইকি সফটওয়্যার এটা ধরতে পারে না। আর নিবন্ধের নাম ধরুন শ্রেণী আছে, কিন্তু আপনি যদি তা শ্রেণি করেন তবে নিবন্ধে সেই লিঙ্ক অকার্যকর হয়ে যায়। --আফতাব (আলাপ) ১৮:০৯, ২৩ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)

বাংলা উইকিপিডিয়া কলকাতা সম্প্রদায়ের সাথে যুক্ত হওয়ার আহ্বান

নমস্কার Sumasa

আশা করি ভালো আছেন। সক্রিয় পশ্চিমবঙ্গ পিডিয়ানদের মধ্যে অবশ্যই আপনি একজন। বাংলা উইকিপিডিয়ার মানোন্নয়নের দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গ-ভিত্তিক অধিকাংশ বাংলা উইকিপিডিয়ানরা সম্প্রতি একটি সম্মিলনে নির্ণ​য় নিয়েছেন যে প্রতি মাসের দ্বিতীয় শনিবার একটি করে সম্মিলনের আয়োজন করা হবে যেখানে উইকিপিডিয়া সহ উইকিমিডিয়া ফাউন্ডেশনের অন্যান্য প্রকল্পগুলির সমস্ত প্রাসঙ্গিক বিষয়ে বিষদে আলাপালোচনা করা হবে। আপনাকেও এই মাসিক মিট​-আপগুলিতে শামিল হতে অনুরোধ ও আমন্ত্রিত করছি। আরো জানতে দয়া করে আরো জানতে দয়া করে সোশ্যাল মিডিয়াতে আমার সাথে জুড়ুন এবং আমার আলাপ পাতায় আমার সাথে যোগাযোগ করুন। আপনাকে অশেষ ধন্যবাদ। -- খাঁ শুভেন্দু (আলাপ) ০৮:০৮, ২ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)

নমস্কার sukan,

আমাদের পশ্চিমবঙ্গের উইকিপিডিয়ান ইউজার গ্রুপের সদস্যরা মাঝে মধ্যেই কলকাতাতে মিটাপ করি এবং নিজেদের সমস্যা ও অভিজ্ঞতার কথা বলি। আপনিও যোগ দিতে পাড়েন সেখানে। আপনি কারগরি সমস্যার কথা বলছেন, তা হলে যোগ দিন মিটাপে সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হবে। আমার মোবাইল নম্বর-৭৭৯৭৬৭৫৪০৮। যোগাযোগ করতে পাড়েন। বা আপনার মোবাইল নম্বর পাঠান আমি যোগাযোগ করব। আমি বনগাঁ- এর কাছেই থাকি , যদি আপনার এদিকে কোথাও বাড়ি হয় তো জানাবেন যোগাযোগ করা যাবে। ধন্যবাদ। খাঁ শুভেন্দু (আলাপ) ১২:৫৯, ৩ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)

উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৮/ব্যাঘ্র প্রকল্প এডিটাথন

উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৮/ব্যাঘ্র প্রকল্প এডিটাথনঃ ২০১৭-২০১৮ সালে, উইকিমিডিয়া ফাউন্ডেশন এবং অনুসন্ধান পরিষেবা ও ক্লাউড কম্পিউটিঙের জন্য বিশ্বখ্যাত কোম্পানী গুগল, সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটি (সিআইএস), উইকিমিডিয়া ভারত তথা বিভিন্ন ব্যবহাকারী দলের সঙ্গে নিবিড় সমন্বয় সাধন করছে এবং বিভিন্ন ভারতীয় ভাষাগুলিতে স্থানীয়ভাবে প্রাসঙ্গিক তথা উচ্চ মানের বিষয়বস্তু তৈরি করার জন্য উইকিপিডিয়া সম্প্রদায়দের উৎসাহ প্রদান করে একটি প্রোগ্রাম পরিচালনা করছে। এই প্রোগ্রামটির মূল উদ্দেশ্য হলো (ক) ইন্টারনেট অ্যাক্সেসের জন্য ল্যাপটপ এবং স্টিপেন্ডের মাধ্যমে সক্রিয় এবং অভিজ্ঞ উইকিপিডিয়া সম্পাদকদের সহায়তা করা এবং (খ) একটি ভাষাভিত্তিক প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা যা বিদ্যমান উইকিপিডিয়া বিষয়বস্তু-গ্যাপ গুলির সমাধান করার লক্ষ্যে কাজ করবে।

ভারতীয় ভাষার উইকিপিডিয়া সম্প্রদায়গুলি যারা এই এডিটাথনে অংশগ্রহন করতে আগ্রহ প্রকাশ করবে, সেই সম্প্রদায়গুলি একসঙ্গে একত্রিত হবে এবং বিষয়বস্তু-গ্যাপ এর উপর একটি লেখা প্রতিযোগিতা গড়ে তুলবে। অংশগ্রহণকারী ভাষা সম্প্রদায়গুলি তিন মাসের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। শীর্ষস্থানীয় ব্যবহারকারীদের জন্য বিশেষ পুরস্কার ছাড়াও উইকিপিডিয়ায় অবদানের জন্য তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিজয়ী সম্প্রদায়কে একটি বিশেষ ক্ষমতায়ন প্রশিক্ষণ ইভেন্টে আমন্ত্রিত করা হবে। এই এডিটাথনে (এখানে) যোগদানের আনুরোধ রইলো। খাঁ শুভেন্দু (আলাপ) ০৮:০০, ১ মার্চ ২০১৮ (ইউটিসি)

উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৮/ব্যাঘ্র প্রকল্প

যোগদান করেছি। Sumasa sukan (আলাপ) ১১:০৪, ১ মার্চ ২০১৮ (ইউটিসি)


আপনার তৈরি ভারতে বাল্যবিবাহ নিবন্ধটি গৃহীত হয়েছে

সুপ্রিয় Sumasa,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি ভারতে বাল্যবিবাহ নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - আফতাব (আলাপ), শনিবার ১৬:১১, ০৩ মার্চ ২০১৮ (ইউটিসি)

== ধন্যবাদ == আমি স্বতঃপ্রণোদিত হয়েই উইকিপিডিয়াতে কাজ করছি। নিজের খুশি-অখুশির জায়গা তো আছেই ! এই মুহূর্তে আমার আখুশির জায়গাটাই পাল্লা ভারী। প্রতিযোগিতায় দ্বিতীয় অনুবাদ-নিবন্ধ 'প্রকাশনা' তৈরি প্রায় শেষের পথে। তবে দুটো কাজই বহরে বড়ো হওয়ায় মাঝে মধ্যেই কারিগরিগত ঝামলায় পড়ছি। সময় বিশেষ দিতে পারিনা। এমনকি কাজ করতে করতে অন্য কেউ ঢুকে পড়ছে পাতায় ! আর এখন তো পাশাপাশি ইংরেজি এবং বাংলা অনুবাদের জায়গায় কাজই করতে পারছিনা। মূল পাতায় আলাদা করে কাগজে লিখে পরে বাংলায় গিয়ে সম্পাদনা করে কাজ করছি। তাতে সময়ও বেশি লাগছে। 'ভারতে শিশু বিয়ে' মূল প্রতিযোগিতার পাতায় শিরোনাম অবিকল লিখেছিলাম, প্রতিযোগিতার বিষয়বস্তুতে এখনো উজ্জ্বলভাবে 'ভারতে শিশু বিয়ে' বর্তমান। দুর্ভাগ্যজনকভাবে সম্পাদনা করে 'ভারতে বাল্যবিবাহ' করা হল। এটা কিন্তু আমার কাছে খুশির খবর নয়। ওই প্রবন্ধটাও একইভাবে মূল পাতায় সম্পাদনা করে শেষ করেছিলাম। যাই হোক, কাজ চালিয়ে যাচ্ছি নিজের মতো করে। আমার কাজ ধ্বংস না সৃষ্টি ভবিষ্যৎ বলবে। ধনবাদসহ, Sumasa sukan (আলাপ) ১৭:৫৭, ৩ মার্চ ২০১৮ (ইউটিসি)

Supporting_Indian_Language_Wikipedias_Program/Support/Internet

Supporting_Indian_Language_Wikipedias_Program/Support/Internet - এখানে দেখুন। খাঁ শুভেন্দু (আলাপ) ০৪:৩৯, ৬ মার্চ ২০১৮ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

  লিঙ্গ সমতা পদক
সুপ্রিয় Sumasa,

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশ এবং সুইডিশ দূতাবাস, ঢাকা আয়োজিত উইকিগ্যাপ এডিটাথন ২০১৮-এ অংশ নিয়ে নারী বিষয়ক এক বা একাধিক নিবন্ধ তৈরি করে উইকিপিডিয়ার বিষয়বস্তুুর লিঙ্গবৈষম্য দূর করতে সাহায্য করায় আপনাকে ধন্যবাদ। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। -নাহিদ সুলতান (আলাপ) বৃহস্পতিবার ১৮:৩০, ০৮ মার্চ ২০১৮ (ইউটিসি)


আপনার তৈরি প্রকাশনা নিবন্ধটি গৃহীত হয়েছে

সুপ্রিয় Sumasa,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি প্রকাশনা নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - আফতাব (আলাপ), রবিবার ১৬:৩৩, ১১ মার্চ ২০১৮ (ইউটিসি)

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮

সুপ্রিয় Sumasa,
উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮-এ অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি প্রতিযোগিতা শেষ হওয়ার পর অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে বাংলাদেশ জাতীয় জাদুঘরে অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের পুরস্কার প্রদান করবে অথবা অনুষ্ঠানে কেউ উপস্থিত না থাকলে পরবর্তীতে তার পুরস্কার ডাকযোগে পাঠানো হবে। সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ফর্মে সরবরাহ করা আপনার ইমেইল ঠিকানা অনুসারে আপনার সাথে যোগাযোগ করা হবে। যদি আপনি ইতিমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন তাহলে দয়া করে দ্বিতীয়বার করবেন না (করলে আমাদের কাজ অনেক বৃদ্ধি পাবে)। ধন্যবাদ।

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮ আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
সোমবার ২৩:৪১, ২৬ মার্চ ২০১৮ (ইউটিসি)

Share your experience and feedback as a Wikimedian in this global survey

WMF Surveys, ১৮:১৯, ২৯ মার্চ ২০১৮ (ইউটিসি)

উল্কা বৃষ্টি গ্রহণ সম্পর্কে

সুধী, আপনাকে ধন্যবাদ পর্যালোচনাতে আগ্রহ প্রকাশ করায় কিন্তু উপরের নিবন্ধটি আপনি পর্যালোচনা করেছিলেন যা বাতিল করেছি। নিবন্ধটি সম্পূর্ণভাবে ইংরেজি থেকে অনুবাদ করা হয়নি এবং বিভিন্ন সমস্যা বিদ্যমান। দয়া করে প্রথমে পড়ুন পর্যালোচকদের কি কি বিষয় দেখা উচিত পর্যালোচনার সময়। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:০৪, ৩১ মার্চ ২০১৮ (ইউটিসি)

ফিরতি বার্তা

 
সুপ্রিয়, Sumasa। আলাপ:সংগীতের ইতিহাস পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৬:১৮, ৩ এপ্রিল ২০১৮ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:১৮, ৩ এপ্রিল ২০১৮ (ইউটিসি)

উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৮/ব্যাঘ্র প্রকল্পে নিবন্ধ গৃহীত

সুপ্রিয় Sumasa,
উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৮/ব্যাঘ্র প্রকল্পে অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশী হবেন যে, আপনার তৈরি দরজি পাখি টুনটুনি নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। আশা করি আগামী দুমাস ধরে আপনি আরো অবদান রাখবেন।

সুমিতা রায় দত্ত ১৫:১৭, ৮ এপ্রিল ২০১৮ (ইউটিসি)

অ্যাং

সুকান্ত বাবু অ্যাং নিবন্ধের আনুবাদ করতে যে সমস্যা ছিল সে সমস্যার একটি সমাধান পাওয়া গিয়েছে। সকালে যোগাযোগ করুন বিস্তারিত বলছি। খাঁ শুভেন্দু (আলাপ) ১৮:১৩, ১০ এপ্রিল ২০১৮ (ইউটিসি)

Reminder: Share your feedback in this Wikimedia survey

WMF Surveys, ০১:১৭, ১৩ এপ্রিল ২০১৮ (ইউটিসি)

Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey

WMF Surveys, ০০:২৭, ২০ এপ্রিল ২০১৮ (ইউটিসি)

কলকাতার ভূ-বিজ্ঞান

বার্তার শিরোনামে দেওয়া নামের যে নিবন্ধটি আপনি ব্যাঘ্র প্রকল্পের জন্য তৈরি করেছেন, সেটির নাম প্রকল্প পাতাতে কলকাতার ভূপ্রকৃতি রয়েছে। আমার অনুরোধ যে হয় নিবন্ধটির নাম পরিবর্তন করুন অথবা ব্যাঘ্র প্রকল্পের এই পৃষ্ঠাতে দেওয়া নামটি পরিবর্তন করুন। আগাম ধন্যবাদান্তে -- পরমাণু আলাপ ০৮:০৩, ২৩ এপ্রিল ২০১৮ (ইউটিসি)

ব্যাঘ্র প্রকল্প ২০১৮

Sumasa আপনি ব্যঘ্র প্রকল্প ২০১৮ তে দারুন কাজ করছেন। চালিয়ে যান নতুন নতুন নিবন্ধের অনুবাদ। আরও বেশ কিছু নতুন নিবন্ধ তৈরি ও জমা আপনার থেকে আশা করে সংগঠন। ধন্যবাদ। খাঁ শুভেন্দু (আলাপ) ০৬:৫৮, ২৭ এপ্রিল ২০১৮ (ইউটিসি)

ব্যাঘ্র প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রজ্ঞপ্তি

নমস্কার Sumasa!
ব্যাঘ্র প্রকল্পে অবদান রাখার জন্য ধন্যবাদ। আপনি আয়োজকের কাছ থেকে প্রাপ্ত মূল বাংলা তালিকার
মধ্য থেকে নিবন্ধ লিখুন যা গৃহীত হবে এবং দরকার হলে প্রতিটি ভারতীয় ভাষার উইকিপিডিয়ায় থাকা উচিৎ নিবন্ধের তালিকাটি
খেয়াল করে লিখুন। অসুবিধা হলে, নিবন্ধ জমা করার বা লেখবার পূর্বে আয়োজক কমিটির সাথে যোগাযোগ করুন। আরো খেয়াল রাখবেন যে, উপযুক্ত তালিকা থেকে হলেও, ১২ই মার্চের পূর্বের লেখা নিবন্ধ ১২ মার্চের পর সম্প্রসারিত হিসাবে জমা দিতে গেলে, পুনরায় কমপক্ষে ৯০০০ বাইট ও ৩০০ শব্দ যোগ করতে হবে। আপনার সুবিধার্থে, এই প্রতিযোগিতা সম্পর্কিত নিম্নলিখিতগুলি অনুগ্রহপূর্বক মনে রাখবেনঃ

  • আপনি যে নিবন্ধটি সম্প্রসারনের জন্য বাছছেন, সেই নিবন্ধের ইতিহাস থেকে দেখে নিন যিনি নিবন্ধটির আদি স্রষ্টা, তিনি ১২ই মার্চের পরে লিখে থাকলে, নিবন্ধ ইতিমধ্যেই ব্যাঘ্র প্রকল্পে জমা করে দিয়েছেন কি না।
  • জমা দেবার সময় নিবন্ধের আলাপ পাতায় {{আলাপ পাতা}}
  • নতুন নিবন্ধ হলে {{ব্যাঘ্র প্রকল্প ২০১৮|}} এবং
  • সম্প্রসারিত হলে {{ব্যাঘ্র প্রকল্প ২০১৮|সম্প্রসারিত=হ্যাঁ}} টেমপ্লেট ব্যবহার করুন।

আপনার লেখা শুভ হোক। ব্যাঘ্র প্রকল্প নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮ আয়োজক কমিটির পক্ষে,
Mouryan (আলাপ) ১০:০৭, ৩ মে ২০১৮ (ইউটিসি)

পৃথিবী বা ধরিত্রী দিবস

আপনার তৈরি পৃথিবী মা-দিন নিবন্ধটিকে ধরিত্রী দিবস নামে ইতিমধ্যে বিদ্যমান নিবন্ধের সাথে একীভূত করার প্রস্তাব করা হয়েছে। আপনি পৃথিবী মা-দিন নিবন্ধে বিষয়বস্তু যোগ করতে পারেন, কিন্তু এগুলি সবই ভবিষ্যতে ধরিত্রী দিবস নিবন্ধে মিলিয়ে দেয়া হতে পারে। দয়া করে পৃথিবী মা-দিন নিবন্ধের উপরে লাগানো একীভবন ট্যাগটা সরাবেন না। আপনি চাইলে পৃথিবী মা-দিন নিবন্ধের আলাপ পাতায় আপনার মতামত রাখতে পারেন। --অর্ণব (আলাপ | অবদান) ০৭:১৮, ১২ জুন ২০১৮ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

  পরিশ্রমী পদক
সাম্প্রতিক ব্যাঘ্র প্রকল্প এডিটাথন ২০১৮ তে আপনার নিরলস অবদানের জন্য এই পদক। সুমিতা রায় দত্ত ০৮:৪৫, ১৬ জুন ২০১৮ (ইউটিসি)


আগামী ৮ই জুলাই ২০১৮ অফলাইন বাংলা উইকি যোগাযোগের বার্তা

সুধী সুকান্ত,

আজই এখানে মতামত জানান। আশা করি ৮ই জুলাই সামনাসামনি উইকি সংক্রান্ত আলোচনা করে সমৃদ্ধ হব।


সুমিতা রায় দত্ত ০৩:২৪, ৪ জুলাই ২০১৮ (ইউটিসি)

সুমিতা রায় দত্ত আপনাকে এবং ইউকি সমষ্টিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। # - সুমস / Sumasa sukan (আলাপ) ০৩:৫৬, ৪ জুলাই ২০১৮ (ইউটিসি)

ইদ মোবারক!

চিত্র:ইদ মোবারক.jpg
কি হবে ঐ বনের পশু খোদারে দিয়ে

কাম ক্রোধাদি মনের পশু জবেহ্ কর্ নিয়ে।
কোরবানী দে তোরা কোরবানী দে
--কাজী নজরুল ইসলাম
আপনার এবং আপনার পরিবারের মহান ত্যাগ মহান আল্লাহর দরবারে কবুল হোক এই কামনায়। সবাইকে ইদের অনেক অনেক শুভেচ্ছা। ইদ মোবারক --IqbalHossain (আলাপ) ১২:২৩, ২১ আগস্ট ২০১৮ (ইউটিসি)

কেমন আছেন দাদা

ভালো আছেন ? Bikram Dutta1 (আলাপ) ১৪:৩৫, ১৪ অক্টোবর ২০১৮ (ইউটিসি)


উইকিপিডিয়া এশীয় মাসে আমন্ত্রণ!

 
উইকিপিডিয়া এশীয় মাস ২০১৮

উইকিপিডিয়া এশীয় মাস ২০১৮ ১লা নভেম্বর শুরু হল! আপনি উইকিপিডিয়া এশীয় মাসে অংশগ্রহণ করবেন আশা রাখি।

-সুমিতা রায় দত্ত ০৯:৪২, ১ নভেম্বর ২০১৮ (ইউটিসি)

-@সুমিতা রায় দত্ত:: উইকিনমস্কার। উইকিপিডিয়া এশীয় মাসে অংশগ্রহণ করলাম।
ধন্যবাদ, শুভরাত।
সুমস / Sumasa sukan (আলাপ) ১৫:২৮, ১ নভেম্বর ২০১৮ (ইউটিসি)


উইকিনমস্কার

পরিচালকদের ধন্যবাদ জানাই। ফর্ম পূরণ করেছি।

সুমস / Sumasa sukan (আলাপ) ১৬:৪১, ২২ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)

সাধারণতন্ত্র দিবস পদক

  সাধারণতন্ত্র দিবস পদক
সুপ্রিয় Sumasa,

ভারতের ৭০তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে বাংলা উইকিপিডিয়াতে আয়োজিত এডিটাথনে ভারত, ভারতের সংবিধান, ভারতের স্বাধীনতা সংগ্রাম প্রভৃতি বিষয় সংক্রান্ত নিবন্ধ সৃষ্টি অথবা মানোন্নয়ন করে বাংলা উইকিপিডিয়ার সমৃদ্ধিতে সহায়তা করার জন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। - খাঁ শুভেন্দু (আলাপ) ১৬:০২, ৩০ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)

ভারতের সাধারণতন্ত্র দিবস এডিটাথনে দ্বিতীয় স্থান অধিকার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার উইকি যাত্রা শুভ হোক। খাঁ শুভেন্দু (আলাপ) ১৭:৩৮, ১ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)

পুরস্কার - উইকি লাভস ওমেন ২০১৯

সুধী,

আপনাকে অনেক ধন্যবাদ উইকি লাভস ওমেন ২০১৯ প্রকল্পে আপনার অবদান রাখার জন্য। আপনার নিবন্ধগুলি গৃহীত হয়েছে। https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfkAuqsMjGWv_wIp4taZNE0YD2X5PyOUM0C4qxhnuMPh5AwAg/viewform এটি ভরে পাঠিয়ে দিন, আপনার প্রাপ্য পুরস্কারটি পাবার জন্য। Nettime Sujata (আলাপ) ১০:২৯, ৪ এপ্রিল ২০১৯ (ইউটিসি)

কলকাতায় বাংলা উইকিপিডিয়ানদের নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ট্রেন​-দ্য-​ট্রেনার (TTT) কর্মশালায় অংশগ্রহণের আহ্বান

নমস্কার! আগামী কাল হইতে তিনদিন-ব্যাপী (২৮, ২৯ ও ৩০শে জুন, ২০১৯ তারিখে) কলকাতার সল্ট লেক্ সেক্টর ৫ এ ইন্ডিস্মার্ট হোটেলে সকল বাংলা উইকিপিডিয়ানদের নিয়ে একটা ট্রেন​-দ্য-​ট্রেনার কর্মশালার আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত সকল অংশগ্রহণকারীদের উইকিপিডিয়া ও উইকিমিডিয়া ফাউন্ডেশনের অন্যান্য প্রকল্পগুলিতে অবদান রাখা ও সম্পাদনা সংক্রান্ত বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনায় এনগেজ করা হবে।

এই কর্মশালা সম্বন্ধে কিছু তথ্য:
সিআইএস-এ২কে গত পাঁচ বছর ধরে প্রতি বছর, ইন্ডিক্ ভাষাগুলির উইকিপিডিয়ানদের জন্য তাঁদের বেঙ্গালুরু কেন্দ্রে একটি বার্ষিক প্রশিক্ষণ-কর্মশালা, টিটিটি আয়োজন করে আসছে। টিটিটি-২০১৯ এ অংশগ্রহণ করার জন্য আমাদের সম্প্রদায় থেকে ব্যবহারকারী:তরুণ সামন্ত নির্বাচিত হন এবং এই কর্মশালা থেকে তিনি অনেক কিছুই শেখার অবকাশ পান। অতীতে, বাংলা উইকি সম্প্রদায়ের আরো একাধিক স্বেচ্ছাসেবীরাও যেমন বোধিসত্ত্ব মন্ডল, অনন্যা মন্ডল, খাঁ শুভেন্দু, পিনাক বিশ্বাস, ইন্দ্রজিত দাস, আমি এবং অন্যান্যরা এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করবার সুযোগ পাই। মূলত পশ্চিমবঙ্গে বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের সুবিধার্থেই তাই তিনদিন ব্যাপি এই টিটিটি-র একটি সংস্করণ কলকাতায় আয়োজন করার নির্ণয় নেওয়া হয়। এই কর্মশালার সম​য়কাল জুড়ে বাংলা উইকি সম্পর্কিত সাধারণ মিট​-আপ ও আলোচনা চলারও অবকাশ রইবে। অংশগ্রহণকারীদের উইকিপিডিয়া সম্পাদনা, উইকিপিডিয়ায় নতুন টুলস, উইকিপাত্ত (যেটাকে বলা যেতে পারে উইকিমিডিয়া প্রকল্পের ভবিষ্যত!) এবং বাংলা ও ইংরেজি উইকিপিডিয়ায় বিভিন্ন চলমান প্রকল্পের বিশদ পরিচিতি দেওয়া হবে। এছাড়াও অংশগ্রহী সম্পাদকগণ; উইকিমিডিয়া সম্পর্কিত যেকোনো নির্দিষ্ট বিষ​য় যেটির উপর তাঁদের প্রশিক্ষণ/ব্যাখ্যার প্রয়োজন সেই সমস্ত প্রশ্নও জিজ্ঞেস করতে পারেন। অংশগ্রহণকারীদের মধ্যে তথ্য আদান-প্রদানের মাধ্যমেও বিভিন্ন জিজ্ঞাসার সমাধান করার একান্ত চেষ্টা করা হবে। এই কর্মশালায় আপনার উপস্থিতি মনের অন্তর থেকে কামনা করছি।

ধন্যবাদান্তে -- Mouryan/মৌর্য্য/మౌర్య (আমার সঙ্গে কথা বলুন ❤) ১৮:৪৫, ২৭ জুন ২০১৯ (ইউটিসি)

আমরা আপনার কাছ থেকে শুনতে চাই

প্রিয় ব্যবহারকারী:Sumasa/সংগ্রহশালা ১,

ভাষা দলটি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের বৃদ্ধিতে সহায়তার জন্য অনুবাদ ব্যবহারের বিষয়টি বিস্তৃত করার জন্য একটি নতুন উদ্যোগ শুরু করছে। আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আপনি বিষয়বস্তু অনুবাদ সরঞ্জামটি দিয়ে বেশ কয়েকটি নিবন্ধ অনুবাদ করেছেন। (bn:উইকিপিডিয়া:আলোচনাসভা#বাংলা_উইকিপিডিয়ার_জন্য_অনুবাদ_সমর্থন_উন্নত_করা) দয়া করে আপনি আপনার স্থানীয় সম্প্রদায়ের আলোচনায় অথবা মিডিয়াউইকি প্রকল্পের আলাপ পাতার আলোচনায় অংশগ্রহণ করুন এবং আপনার মতামত প্রদান করুন। ভাষা দলের পক্ষ থেকে, আপনাকে ধন্যবাদ! Elitre (WMF) ১৩:১১, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

  সম্পাদকের পদক
বাংলা উইকিপিডিয়ায় আপনার অসাধারণ সম্পাদনার জন্য পদক প্রদান করলাম। শাহাদাত হোসেন (আলাপ)বার্তা পাঠান ০৪:২৫, ১৫ জানুয়ারি ২০২০ (ইউটিসি)

ধন্যবাদ


শুভ সকাল শাহাদাতভাই। আশাকরি সপরিবার কুশলে আছেন। আমি গত দু-তিন মাস অফলাইনে লেখালেখি এবং অন্য কাজে জড়িয়ে পড়েছিলাম। আপনার সঙ্গে দীর্ঘ আলাপের অপেক্ষায় আছি।
sukan (আলাপ) ০৪:৪৫, ১৫ জানুয়ারি ২০২০ (ইউটিসি)


Project Tiger 2.0 - Feedback from writing contest participants (editors) and Hardware support recipients

 
tiger face

Dear Wikimedians,

We hope this message finds you well.

We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.

We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the Project Tiger 2.0 writing contest.

Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further.

Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.

Thank you. MediaWiki message delivery (আলাপ) ০৮:০৫, ১১ জুন ২০২০ (ইউটিসি)

Wiki Loves Women South Asia Barnstar Award

 
 

Greetings!

Thank you for contributing to the Wiki Loves Women South Asia 2020. We are appreciative of your tireless efforts to create articles about Women in Folklore on Wikipedia. We are deeply inspired by your persistent efforts, dedication to bridge the gender and cultural gap on Wikipedia. Your tireless perseverance and love for the movement has brought us one step closer to our quest for attaining equity for underrepresented knowledge in our Wikimedia Projects. We are lucky to have amazing Wikimedians like you in our movement. Please find your Wiki Loves Women South Asia postcard here. Kindly obtain your postcards before 15th July 2020.

Keep shining!

Wiki Loves Women South Asia Team

MediaWiki message delivery (আলাপ) ১৩:২৭, ৫ জুলাই ২০২০ (ইউটিসি)

স্বয়ংক্রিয় পরীক্ষণ

 

হ্যালো Sumasa, আপনার অ্যাকাউন্টের সাথে স্বয়ংক্রিয় পরীক্ষণের সুবিধা যোগ করা হয়েছে, কারণ আপনি বিভিন্ন সময়ে মানসম্পন্ন ও গ্রহণযোগ্য সব নিবন্ধ সৃষ্টি করে চলেছেন। এই অধিকার আপনার সম্পাদনায় কোনো প্রভাব ফেলবে না। এটি শুধুমাত্র নতুন পাতা ও সম্পাদনা টহল বা পরীক্ষণের চাপ কমাবে। এই সুবিধাটি সম্পর্কে আরও জানতে উইকিপিডিয়া:স্বয়ংক্রিয় পরীক্ষণ পাতাটি দেখতে পারেন। এছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে তা আমার আলাপ পাতায় রাখতে পারেন। আপনার সম্পাদনা আনন্দময় হোক! আফতাবুজ্জামান (আলাপ) ২৩:২৭, ১০ জুলাই ২০২০ (ইউটিসি)

সংগ্রহশালা তৈরিতে সাহায্যের প্রস্তাব

প্রিয় সুকান্তদা,

আশা করি ভালই আছেন। আপনি সম্ভবত জেনে থাকবেন যে আলাপ পাতার সংগ্রহশালা ব্যবস্থাপনার জন্য আমার তৈরি স্ক্রিপ্ট কাজের অনুমতি পেয়েছে। তাই যদি আপনি আপনার আলাপ পাতার পুরনো বার্তাগুলো স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহশালায় স্থানান্তরিত করতে চান, তবে আপনার আলাপ পাতার (এই পাতাটিতেই) সবার উপরে {{স্বয়ংক্রিয় সংগ্রহশালা|max-day=7|current-index=1}} যুক্ত করুন। টেমপ্লেটটির অন্যান্য সেটিং সম্পর্কে জানতে টেমপ্লেট:স্বয়ংক্রিয় সংগ্রহশালা/নথি দেখুন। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০৬:৩৯, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)

বাংলা উইকিপিডিয়ার ষোড়শ বর্ষে sukan

বিশ্বব্যাপী আছেন যত বাংলা ভাষার সাথি,

আসুন উইকিতে আজ নতুন মালা গাঁথি!

নতুন কথা, নতুন গাথার নতুন ঝোঁক,

দিন বদলে গিয়ে ষোলো কলায় পূর্ণ হোক!

লক্ষ্য এবার লক্ষ

শুভেচ্ছা নিন, বাংলা উইকিপিডিয়াকে এক লক্ষ নিবন্ধের মাইলফলকে পৌঁছাতে চলছে লক্ষ্য এবার লক্ষ। এতে অংশ নিয়ে সাহায্য করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:১২, ১৮ আগস্ট ২০২০ (ইউটিসি)

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

 

সুপ্রিয় Sumasa,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান

সুপ্রিয় Sumasa,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)

লক্ষ্য এবার লক্ষ এডিটাথন পদক

  লক্ষপূরণ পদক
প্রিয় Sumasa,
বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জনের প্রাক্কালে আয়োজিত, ‘লক্ষ্য এবার লক্ষ’ শীর্ষক বিশেষ ধারাবাহিক এডিটাথনে অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এডিটাথনে আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছিল। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত এ এডিটাথনে নিবন্ধ রচনার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জন ত্বরান্বিত করতে ভূমিকা রাখায়, শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন। এডিটাথনের আয়োজক দলের পক্ষে ― অংকন (আলাপ) ১:৫৭, ১৬ জুন ২০২১ (ইউটিসি)

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ

সুপ্রিয় Sumasa,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২

সুপ্রিয় Sumasa,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)

উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন ২০২১

সুপ্রিয় Sumasa,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনের ভোটদান শুরু হয়েছে যা ৩১শে আগস্ট পর্যন্ত চলবে। সম্প্রদায়ের প্রার্থীদের তাদের প্রার্থীতা জমা দিতে বলা হয়েছিল। তিন সপ্তাহ ধরে প্রার্থীদের আহ্বানের পর ২০২১ সালের নির্বাচনে ১৯ জন প্রার্থী রয়েছেন

উইকিমিডিয়া সম্প্রদায়ের নিকট ভোটদানের মাধ্যমে আগামী তিন বছরের মেয়াদে উইকিমিডিয়া আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ এবং ট্রাস্টি বোর্ডের চাহিদা পূরণ করতে সক্ষম প্রার্থীদের নির্বাচিত করার সুযোগ রয়েছে। প্রার্থীদের সম্পর্কে জানুন এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোটদান করুন। ট্রাস্টি হিসেবে কাজ করার জন্য নির্বাচন কমিটি সবচেয়ে বেশি ভোট প্রাপ্ত চারজন প্রার্থীকে নির্বাচন করবে। কীভাবে ভোট দিবেন তা জানতে এই পাতাটি পড়ুন।

নির্বাচন কমিটির পক্ষে,
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ০২:২৩, ১৮ আগস্ট ২০২১ (ইউটিসি)

উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচন ২০২১-এ ভোট দিতে ভুলবেন না

সুপ্রিয় Sumasa,

আপনাকে এই বার্তা প্রেরণ করা হয়েছে কারণ আপনি ২০২১-এর উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটদানের উপযুক্ত। নির্বাচনটি ১৮ই আগস্ট, ২০২১ তারিখে শুরু হয়েছে এবং এটি ৩১শে আগস্ট, ২০২১ পর্যন্ত চলবে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বাংলা উইকিপিডিয়া টির মত প্রকল্প পরিচালনা করে এবং ফাউন্ডেশন একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। ট্রাস্টি বোর্ড উইকিমিডিয়া ফাউন্ডেশনের সিদ্ধান্তগ্ৰহণকারী সংস্থা। ট্রাস্টি বোর্ড সম্পর্কে আরও জানুন

এই বছর সম্প্রদায়ের ভোটদানের মাধ্যমে চারটি আসন নির্বাচিত করতে হবে। বিশ্বজুড়ে ১৯ জন প্রার্থী এই আসনগুলিতে প্রতিদ্বন্দিতা করেছেন। ২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনের প্রার্থীদের সম্পর্কে আরও জানুন

সম্প্রদায়গুলোর প্রায় ৭০,০০০ সদস্যকে ভোট দিতে বলা হয়েছে এবং এর মধ্যে আপনিও রয়েছেন! ভোট দান ৩১ আগস্ট ২৩:৫৯ ইউটিসি পর্যন্ত চলবে তাই বাংলা উইকিপিডিয়া এর সিকিউরপোল-এ যান ও আপনার ভোটাধিকার প্রয়োগ করুন।

আপনি যদি ইতিমধ্যে ভোট দিয়ে থাকেন তাহলে এই বার্তা টি উপেক্ষা করুন এবং ভোট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করলেও একবারই ভোট দিতে পারবে।

নির্বাচন সম্পর্কে আরও জানুনMediaWiki message delivery (আলাপ) ০৬:২৩, ২৮ আগস্ট ২০২১ (ইউটিসি)

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১

প্রিয় Sumasa,
আশা করি কোভিড-১৯ বৈশ্বিক মহামারী পরিস্থিতিতেও ভাল আছেন। চলতি বছরের গত ১লা সেপ্টেম্বর থেকে উইকিপিডিয়ায় লিঙ্গ-ব্যবধান হ্রাস এবং দক্ষিণ এশীয় নারীদের সম্পর্কে জীবনী তৈরি করার উদ্দেশ্যে বাংলা উইকিপিডিয়াতে শুরু হয়েছে উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ নিবন্ধ প্রতিযোগিতা, যা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই প্রতিযোগিতা অভিজ্ঞ, অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই উন্মুক্ত। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রয়েছে। বিস্তারিত জানতে পারবেন এখানে

প্রতিযোগিতায় আপনাকে স্বাগত....
শুভেচ্ছান্তে,
উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ আয়োজক দল ০৮:৫৪, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

চিত্র যোগ পদক

  চিত্র যোগ পদক
সুপ্রিয় Sumasa,
উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১-এ অংশ নিয়ে, উইকিপিডিয়াকে আরও রঙ্গিন এবং প্রাণবন্ত করে তোলার প্রচেষ্টায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আপনাকে এই পদক প্রদান করা হল। আশা করি পৃথিবীর প্রতিটি মানুষের কাছে উন্মুক্ত জ্ঞান ছড়িয়ে দেবার আন্দোলনে আপনার পথচলা অব্যাহত থাকবে। বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ২৩:৩৯, ৪ অক্টোবর ২০২১ (ইউটিসি)
ধন্যবাদ। সকলে ভালো থাকুন।
sukan (আলাপ) ০৪:৫৯, ৫ অক্টোবর ২০২১ (ইউটিসি)

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ পদক

 

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ পদক

প্রিয় Sumasa,
বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত, ‘উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১’ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রতিযোগিতায় আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়। প্রতিযোগিতায় নিবন্ধ রচনার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রা ত্বরান্বিত করতে ভূমিকা রাখায়, শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার পথচলায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন।
প্রতিযোগিতার আয়োজক দলের পক্ষে ― হীরক রাজা, শাকিল হোসেননেট্টিমি সুজাতা ২৩:২৮, ৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)

Thank you for keeping Wikipedia thriving in India

I wanted to drop in to express my gratitude for your participation in this important contest to increase articles in Indian languages. It’s been a joyful experience for me to see so many of you join this initiative. I’m writing to make it clear why it’s so important for us to succeed.

Almost one out of every five people on the planet lives in India. But there is a huge gap in coverage of Wikipedia articles in important languages across India.

This contest is a chance to show how serious we are about expanding access to knowledge across India, and the world. If we succeed at this, it will open doors for us to ensure that Wikipedia in India stays strong for years to come. I’m grateful for what you’re doing, and urge you to continue translating and writing missing articles.

Your efforts can change the future of Wikipedia in India.

You can find a list of articles to work on that are missing from Wikipedia right here:

https://meta.wikimedia.org/wiki/Supporting_Indian_Language_Wikipedias_Program/Contest/Topics

Thank you,

Jimmy Wales, Wikipedia Founder ১৮:১৮, ১ মে ২০১৮ (ইউটিসি)

সুধী,

উইকিপিডিয়া:মহিলা স্বাস্থ্য বিষয়ক নিবন্ধ অভিযান ২০১৮ প্রকল্পটি ২৪ নভেম্বর অব্ধি চলবে। খুশীর আরো একটি খবর সামাজিক স্বাস্থ্য সম্পর্কিত নিবন্ধ তালিকা যুক্ত হয়েছে। আপনার কাছ থেকে আরো নিবন্ধের আশায় আগাম ধন্যবাদ জানাই।

--সুমিতা রায় দত্ত ১৭:০৭, ১০ নভেম্বর ২০১৮ (ইউটিসি)

 এই ব্যবহারকারী উইকিপিডিয়া এশীয় মাস ২০১৮-এ অবদান রেখেছেন।

এশীয় মাস ২০১৮ WAM Address Collection

Congratulations! You have more than 4 accepted articles in Wikipedia Asian Month! Please submit your postal mailing address via this form or email to Email This User before the end of January 10th 2019. The Wikimedia Asian Month team only has access to this form, and they will only share your address with local affiliates to send postcards. All personal data will be destroyed immediately after postcards are sent. Please ask us if you have any question.

Thanks, বিপ্লবী (বিজয় না হওয়া পর্যন্ত, সবসময়!) ১৯:০৪, ২০ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি) (Organizer)

আপনার জন্য একটি পদক!

  সম্পাদকের পদক
সুপ্রিয় Sumasa/সংগ্রহশালা ১!  

উইকিপিডিয়ায় আপনাকে সুইডিশ দূতাবাস এবং উইকিমিডিয়া বাংলাদেশের যৌথ উদ্যোগে ৩ মে থেকে ১৭ মে ১৫ দিনব্যাপী উইকিগ্যাপ এডিটাথনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি। উইকিপিডিয়ায় জেন্ডারভিত্তিক অসমতা দূরীকরণে আয়োজিত উইকিগ্যাপ এডিটাথন ২০১৯-এর অংশ নিয়ে এক বা একাধিক নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃ্দ্ধকরণে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। -ShahadatHossain (আলাপ) ০৯:৫২, ১৯ মে ২০১৯ (ইউটিসি)

 
সুপ্রিয় Sumasa,

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ।

আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বৃহস্পতিবার ৫:৫৫, ০৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

Project Tiger 2.0

Sorry for writing this message in English - feel free to help us translating it

Wikipedia Asian Month 2020 Postcard

 
Wikipedia Asian Month 2020

Dear Participants, Jury members and Organizers,

Congratulations!

It's Wikipedia Asian Month's honor to have you all participated in Wikipedia Asian Month 2020, the sixth Wikipedia Asian Month. Your achievements were fabulous, and all the articles you created make the world can know more about Asia in different languages! Here we, the Wikipedia Asian Month International team, would like to say thank you for your contribution also cheer for you that you are eligible for the postcard of Wikipedia Asian Month 2020. Please kindly fill the form, let the postcard can send to you asap!

  • This form will be closed at February 15.
  • For tracking the progress of postcard delivery, please check this page.

Cheers!

Thank you and best regards,

Wikipedia Asian Month International Team, 2021.01

Wikipedia Asian Month 2020 Postcard

 
Wikipedia Asian Month 2020

Dear Participants and Organizers,

Kindly remind you that we only collect the information for Wikipedia Asian Month postcard 15/02/2021 UTC 23:59. If you haven't filled the Google form, please fill it asap. If you already completed the form, please stay tun, wait for the postcard and tracking emails.

Cheers!

Thank you and best regards,

Wikipedia Asian Month International Team, 2021.01

Wikimedia Wikimeet India 2021 Program Schedule: You are invited 🙏

 
Hello Sumasa,

Hope this message finds you well. Wikimedia Wikimeet India 2021 will take place from 19 to 21 February 2021 (Friday to Sunday). Here is some quick important information:

  • A tentative schedule of the program is published and you may see it here. There are sessions on different topics such as Wikimedia Strategy, Growth, Technical, etc. You might be interested to have a look at the schedule.
  • The program will take place on Zoom and the sessions will be recorded.
  • If you have not registered as a participant yet, please register yourself to get an invitation, The last date to register is 16 February 2021.
  • Kindly share this information with your friends who might like to attend the sessions.

Schedule : Wikimeet program schedule. Please register here.

Thanks
On behalf of Wikimedia Wikimeet India 2021 Team

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ

 

সুপ্রিয় অবদানকারী,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১। এ প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট তালিকা হতে বাংলা উইকিপিডিয়ার বিদ্যমান নিবন্ধসমূহের মানোন্নয়ন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত পূর্বের নিবন্ধ প্রতিযোগিতায় আপনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তাই এ বছরের প্রতিযোগিতায়ও আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজক দলের পক্ষে — অংকন (আলাপ) ~~

WLWSA-2021 Newsletter #6 (তথ্য প্রদানের জন্য অনুরোধ)

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১
১ সেপ্টেম্বর - ৩০ সেপ্টেম্বর, ২০২১ বিস্তারিত দেখুন!

 
উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করুন এবং পুরস্কার ও সনদপত্র প্রদান সহ পরবর্তী ধাপগুলি সম্পন্ন করতে আমাদের সাহায্য করুন৷

আপনার যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তাহলে নির্দ্বিধায় আয়োজক দলের সাথে @ইমেইলে যোগাযোগ করুন অথবা মেটা-উইকি আলাপ পাতায় আলোচনা করুন।

শুভেচ্ছান্তে,
উইকি লাভস উইমেন আয়োজক দল
০৬:১৪, ১৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)

উইকি শিশুদের ভালোবাসে ২০২১ (তথ্য প্রদানের অনুরোধ)

উইকি শিশুদের ভালোবাসে ২০২১
১ অক্টোবর - ১৫ অক্টোবর, ২০২১

 

উইকি শিশুদের ভালোবাসে ২০২১ (উইকি লাভস চিল্ড্রেন) প্রতিযোগিতায় অংশগ্রহণপূর্বক শিশু প্রসঙ্গে নিবন্ধ তৈরির মাধ্যেম বাংলা উকিপিডিয়াকে সমৃদ্ধ করার প্রচেষ্টায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করুন এবং পুরস্কার ও সনদপত্র প্রদান সহ পরবর্তী ধাপগুলি সম্পন্ন করতে আমাদেরকে সহযোগিতা করুন৷

আপনার যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তাহলে নির্দ্বিধায় আয়োজকদের সাথে যোগাযোগ করুন।


শুভেচ্ছান্তে,
Aishik Rehman
আয়োজক, উইকি লাভস চিল্ড্রেন
১৮:৪৪, ১৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)

উইকি শিশুদের ভালোবাসে ২০২১ পদক

 

উইকি শিশুদের ভালোবাসে ২০২১ পদক

প্রিয় Sumasa,
বাংলা উইকিপিডিয়ায় সম্প্রতি আয়োজিত, ‘উইকি শিশুদের ভালোবাসে ২০২১’ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রতিযোগিতায় শিশু বিষয়ক নিবন্ধ তৈরির মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রা ত্বরান্বিত করতে ভূমিকা রাখায়, শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার পথচলায় আপনার সরব ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন।
শুভেচ্ছান্তে,
Aishik Rehman
আয়োজক, উইকি লাভস চিল্ড্রেন
০৭:৪২, ২ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)

অনেক ধন্যবাদ আপনাকে। sukan (আলাপ) ০৮:৪০, ২ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)

"উইকিপিডিয়া এশীয় মাস ২০২২" এডিটাথনে অংশ নিন!

 

বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে উইকিপিডিয়ার বার্ষিক প্রতিযোগিতা উইকিপিডিয়া এশীয় মাসের ২০২২ আসর। মাসব্যাপী অনলাইন এডিটাথনে অংশ নিয়ে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন এবং অর্জন করুন উইকিপদক ও ডিজিটাল শংসাপত্র। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে এই পৃষ্ঠা দেখুন। Aishik Rehman (আলাপ) - ১১:৫৭, ৩ নভেম্বর ২০২২ (ইউটিসি)

হিন্দুধর্ম বিষয়ক শারদীয় এডিটাথন ২০২৩

 

সুপ্রিয় Sumasa,

বাংলা উইকিপিডিয়াতে সনাতন বা হিন্দুধর্ম বিষয়ক নিবন্ধসমূহের মানোন্নয়ন করার উদ্দেশ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রথমবারের মতো শরৎকালীন অনলাইন এডিটাথনের আয়োজন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হিন্দুধর্ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিবন্ধসমূহ তৈরি ও মানোন্নয়ন এবং একই সাথে ইংরেজি নিবন্ধ থেকে নিবন্ধ অনুবাদ ও ইতোমধ্যে অনূদিত নিবন্ধের যান্ত্রিকতা দূর করার মাধ্যমে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করা।

এডিটাথনে আপনার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ কাম্য। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। আপনার সম্পাদনা শুভ হোক। রবিন সাহা ১৯:১৩, ৪ অক্টোবর ২০২৩ (ইউটিসি)

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ

 

সুপ্রিয় Sumasa,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

অনুবাদে

@Sumasa সুধী, ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে অনুবাদ সরঞ্জম ব্যবহার করুন। দেখবেন অনুবাদ করা অনেক সহজ। তথ্যসূত্র, বিষয়শ্রেণী, আন্তঃউইকি সংযোগ ইত্যাদি স্বয়ংক্রিয় তৈরি হয়ে যাবে। — কুউ পুলক  🗩  ০৭:০৯, ২ মার্চ ২০২৪ (ইউটিসি)

"Sumasa/সংগ্রহশালা ১"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।