ব্যবহারকারী আলাপ:Ashiq Shawon/ইতিহাসের খেরোখাতায় ২০১৫

আপনাকে বৃত্তি প্রদান করা হয়েছে! সম্পাদনা

 
 

প্রিয় Ashiq Shawon, শুভেচ্ছা নিবেন।
আপনি কিছুদিন আগে বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা সন্মেলনের বৃত্তিতে আপনার নিজের নাম অন্তর্ভুক্ত করেছিলেন।

অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, আয়োজক কমিটি আপনাকে বৃত্তি প্রদান করার জন্য নির্বাচিত করেছে। এই সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনার ইমেইল ঠিকানায় পাঠানো হয়েছে। দয়া করে আপনার ইমেইল পরীক্ষা করুন। কোন প্রশ্ন থাকলে info wikimedia.org.bd ঠিকানায় যোগাযোগ করুন।
-আয়োজক কমিটি

পঞ্জিকা সম্পাদনা

কেমন আছেন? অনেক দিন পর উইকিপিডিয়ায় আপনার উপস্থিতি দেখে ভালো লাগলো। দেখলাম, আপনি মাসের কয়েকটি নিবন্ধে মাসের পঞ্জিকা যোগ করছেন। আপনাকে এটা কষ্ট করে যোগ করতে হবে না। আমি কালকের মধ্যেই বট দিয়ে এই কাজ করে দিব। টেমপ্লেট:মাসের পঞ্জিকা ঠিক করা কিছুটা বাকি আছে। এটা ঠিক করেই যোগ করে দিব। --আফতাব (আলাপ) ১৬:২৯, ২৯ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

হা হা; অনেক ধন্যবাদ। ভালো আছি। ঠিক আছে বাদ দিলাম। :) -- Ashiq Shawon (আলাপ) ১৬:৩৩, ২৯ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

উইকিপ্রকল্প ইসলামে আপনাকে আমন্ত্রণ! সম্পাদনা

 

উইকিপ্রকল্প ইসলামে অংশগ্রহণ করার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এটি ইসলামমুসলমানদের সাথে সম্পর্কিত নিবন্ধসমূহের মানোন্নয়ন ও সংস্কারের জন্য উৎসর্গীকৃত একটি প্রকল্প।

বর্তমানে আমরা এ প্রকল্পের উন্নতিকল্পে কাজ করছি; আপনিও আমাদের সাথে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে ইসলামী নিবন্ধগুলিকে মানসম্মত পর্যায়ে আনতে সাহায্য করতে পারেন। ধন্যবাদ আপনাকে; আপনার উইকি সম্পাদনা শুভ হোক।

 মাসুম ইবনে মুসা  কথোপকথন ১২:৫৩, ৮ জুন ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ; সচেষ্ট থাকবো আপনাদের সহায়তা করার জন্য। - Ashiq Shawon (আলাপ) ১৩:০২, ৮ জুন ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

নতুন নিবন্ধপাতা আরাওয়াক প্রসঙ্গে সম্পাদনা

সুপ্রিয় আশিকভাই

আরাওয়াক পাতাটি আমি সবে শুরু করেছি। ওর উপর এখনও অনেক কিছু লেখার আছে। তবে আপাতত যেটুকু লিখেছি, তার সমর্থনে দু'টি তথ্যসূত্র উল্লেখ করে দিয়েছি। সেই কারণে আপনার দেওয়া "unrefereced" ট্যাগটি আমি পাতা থেকে সরিয়ে দিলাম। অন্য ট্যাগটি রেখে দিয়েছি, কারণ নিবন্ধটি এখনও পর্যন্ত যথেষ্ট ছোটই। যত দ্রুত সম্ভব আমি নিবন্ধটি সম্পূর্ণ করার চেষ্টা করবো। নমস্কার জানবেন। --Arindam Maitra (আলাপ) ০৩:৫৬, ২৭ জুন ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

June 2015 সম্পাদনা

  উইকিপিডিয়ায় স্বাগতম, আমি Nasirkhan। যদিও উইকিপিডিয়া যে কেউই সম্পাদনা করতে পারেন, কিন্তু আমি  হাণিতিক ধ্রুবক-এ আপনার এক বা একাধিক সাম্প্রতিক অবদান বাতিল করেছি। কারণ এই সম্পাদনাগুলো গঠনমূলক ছিল না বরং ধ্বংসপ্রবনতা হিসেবে বিবেচিত হয়েছে। অনুগ্রহপূর্বক যে-কোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে বিশ্বকোষীয় ও কোনো গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটিও পড়ে নিন। আপনি যদি মনে করেন যে সম্পাদনা বাতিলের কাজটি সঠিক হয়নি, অথবা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ! -- নাসির খান সৈকতআলাপ ১০:০৪, ২৮ জুন ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

খোঁজখবর সম্পাদনা

আশিক ভাই, আশা করি ভালো আছেন? একটি বিষয়, যখন কোন নিবন্ধ অপসারণের প্রস্তাব করবেন অনুগ্রহ করে উক্ত প্রস্তাবনাটি ঐ মাসের লগে যুক্ত করবেন। উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/প্রমাণ ঘনত্ব-এ আপনি দেখতে পারবেন ‘লগ দেখুন’ নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করলে আপনাকে ঐ মাসের লগে নিয়ে যাবে। পাতাটি সম্পাদনা মোডে নিয়ে {{উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/প্রমাণ ঘনত্ব}} এরকম করে বসিয়ে দিবেন। ভালো থাকবেন।--যুদ্ধমন্ত্রী আলাপ ২০:০৬, ৩০ জুন ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ঠিকাছে, নাহিদ। মনে থাকবে। ধন্যবাদ। - Ashiq Shawon (আলাপ) ১৭:৪৯, ১ জুলাই ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ঈদ মোবারক সম্পাদনা

 
ঈদ মোবারক

ঈদ মোবারক!
ঈদের মতো আনন্দময় হোক প্রতিটি দিন। ঈদ আপনার ও আপনার পরিবারে বয়ে আনুক অন্তিম সুখ। আল্লাহ আমাদেরকে তাঁকে চিনার,জানার ও বুঝার তৌফিক এনায়েত দান করুন।আমিন ।

ইকবাল হোসেন (আলাপ) ১৫:০৯, ১৭ জুলাই ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

অনেক অনেক ধন্যবাদ। - Ashiq Shawon (আলাপ) ২৩:৫৮, ১৭ জুলাই ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

July 2015 সম্পাদনা

  Hi Ashiq Shawon. Thank you for your work on patrolling new pages and tagging for speedy deletion. I'm just letting you know that I declined your deletion request for ল্যাটিন আমেরিকান বুম, a page that you tagged for speedy deletion, because the criterion you used or the reason you gave does not cover this kind of page. Please take a moment to look at the suggested tasks for patrollers and review the criteria for speedy deletion. Particularly, the section covering non-criteria. Such pages are best tagged with proposed deletion, proposed deletion for biographies of living persons, or sent to the appropriate deletion discussion. --মহীন রীয়াদ (আলাপ) ০৫:৪০, ২৯ জুলাই ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

লেখাটি এখা থেকে কপি-পেস্ট করা - কাজেই মুছে ফেলা যায়। - Ashiq Shawon (আলাপ) ১৪:৫৯, ২৯ জুলাই ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিপিডিয়ার প্রশাসকত্ব সম্পাদনা

বাংলা উইকিপিডিয়ায় আপনার প্রশাসকত্বের আবেদন সফল হয়েছে। অভিনন্দন। আশা রাখি ভবিষ্যতে আপনার অবদানের ব্যাপ্তী বৃদ্ধি পাবে এবং উইকিপিডিয়ার রক্ষণাবেক্ষণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। - বেলায়েত

অভিনন্দন আশিক ভাই। আশা করি আপনাকে নিয়মিত দেখতে পাব। গত বছরের মত হঠাত করে দীর্ঘ সময়ের জন্য হারিয়ে যাবেন না ;) --আফতাব (আলাপ) ১২:৪১, ৪ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
আপনাকে ধন্যবাদ; বেলায়েত ভাই।
হা হা; আফতাব। চেষ্টা করবো লেগে থাকতে; তবে অদৃষ্টের উপরতো আর কারো হাত নেই - কাজেই কিছুই আগে থেকে বলা যায় না ;) । অনেক ধন্যবাদ। - Ashiq Shawon (আলাপ) ১৫:৩৮, ১০ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

আইপি বাধাদান সম্পাদনা

আশিক ভাই, আইপি বাধাদানের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। একই আইপি অনেক ব্যবহারকারী ব্যবহার করেন। সেক্ষেত্রে যদি বাধা দিতেই হয় কিছুক্ষণ বা কয়েকদিনের জন্য দিলে ভালো। এছাড়া বাধাদানের সময় সব অপশন থেকে টিক চিহ্ন উঠিয়ে দেবেন। চিহ্ন না উঠালে অন্য কেউ একই আপপি থেকে লগইনকৃত থাকলেও সম্পাদনা করতে পারবে না।--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:১৬, ১৩ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

যেসব আইপি থেকে গালাগালি করা হয় সেগুলো সরাসরি ব্লক করে দেবার পক্ষে আমি; সেজন্যই ঐভাবে বাঁধা দিয়েছি। তবুও স্মরণ থাকবে বিষয়টি। জানানোর জন্য ধন্যবাদ। - Ashiq Shawon (আলাপ) ২০:০০, ১৩ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
কারণ থাকলে সরাসরি ব্লক করা নিয়ে আপত্তি নাই কিন্তু একই আপনি অন্য আরেকজন ভালো মানুষ কালকে যদি ব্যবহার করে উইকিতে সম্পাদনা করতে চায় তার কি সমাধান? আমাদের এটা খেয়াল রাখতে হবে যেন একজনের জন্য অন্য আরেকজন দোষী না হন। ব্রডব্যন্ড আইপি ও মোবাইল আইপিগুলো সাধারণত এক আইপি একই নেটওয়ার্কের সবাই ইউজ করেন।--যুদ্ধমন্ত্রী আলাপ ২০:৪৯, ১৩ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
অ! ঠিকাছে; মনে থাকবে। - Ashiq Shawon (আলাপ) ২০:৫৮, ১৩ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

নোটিশ সম্পাদনা

প্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ উইকিপিডিয়া:আলোচনাসভায় একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে। আলোচনার বিষয় পশ্চিমবঙ্গে বাংলা উইকিপিডিয়ানদের নিয়ে মিট-আপ। আপনাকে ধন্যবাদ। বোধিসত্ত্ব (আলাপ) ১৩:০৪, ১৩ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ বোধি। - Ashiq Shawon (আলাপ) ২০:০১, ১৩ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা সম্পাদনা

 
সুপ্রিয়, Ashiq Shawon। Night Khalifa-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৮:২৫, ১ অক্টোবর ২০১৫ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।উত্তর দিন

$R (আলাপ) ১৮:২৫, ১ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

অনুরোধ সম্পাদনা

আশিক ভাই, প্রথমত- আমার আপলোড করা ছবিগুলো একটু দেখবেন। লাইসেন্স সমস্যা আছে কিনা। দ্বিতীয়ত- আমার পুনঃস্থাপন সম্পাদনাগুলো একটু চেক করবেন। কেননা আমি চাই না আমার জন্য অন্য ব্যবহারকারীর অবদান ধ্বংস হোক। ভাল কিছু করতে না পারলেও, খারাব যেন না করি। অগ্রীম ধন্যবাদ। কায়সার আহমাদ (আলাপ) ০৬:০৪, ৪ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

আপনি খুব ভালো কাজ করছেন। তবে অসম্পূর্ণ এবং কাজ চলছে জাতীয় কাজগুলো শেষ করে 'ট্যাগ'টি সরিয়ে ফেললেই ভালো - কারণ, সাধারণত অন্য কেউই এইসব কাজে আর নিজেকে জড়ায় না (মানে, আপনাকেই আপনার কাজ শেষ করতে হবে - ২য় কেউ এসে এটি করে না; যেমনটি আমরা ইংরেজী উইকিতে করতে দেখি)। আচ্ছা আমি দেখবো; অনেক ধন্যবাদ। - Ashiq Shawon (আলাপ) ০৭:০১, ৪ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
আশিক ভাই, আপনাকে ধন্যবাদ। যতটুকু সম্ভব ট্যাগ যেন না থাকে সেরকম সম্পাদনার চেষ্ঠা অবশ্যই করব। আসলে আমাদের সমস্যা হচ্ছে আমরা কেউ অন্যের নিবন্ধে হাত দিতে চাই না। তবে আমাদের এটি থেকে বেড়িয়ে আসা উচিৎ। কিন্তু আসবে কে আমিতো নিজেই সেরকম। কায়সার আহমাদ (আলাপ) ০৯:৪১, ৪ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
একেবারেই যে কেউ করেনা - তা নয়; কেউ কেউ করেও! ;) - Ashiq Shawon (আলাপ) ১৫:৩৫, ৪ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

জিঙ্গাসা সম্পাদনা

ভাই শিক্ষকদের নাম সংযোজন করলে সমস্যা হবে কোন Mohammad Zahid Hasan (আলাপ) ০৬:৪০, ৫ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

নাম যুক্ত করা কি বিশ্বকোষের কাজের অন্তর্ভূক্ত? বিশ্বকোষ তথ্য যোগান দেবে; কে কোথায় কি করেন তা জানানো এর কাজ না। তবে কোনো প্রখ্যাত ব্যক্তিত্ব যদি এই প্রতিষ্ঠানে কখনো শিক্ষকতা করে থাকেন তবে তার নাম উল্লেখ করা যেতে পারে। আপনি বিদ্যালয় সম্পর্কিত অন্যান্য নিবন্ধ দেখুন (বাংলা এবং ইংরেজী - উভয় উইকিপিডিয়াতেই দেখে নিন।। - Ashiq Shawon (আলাপ) ০৬:৪৪, ৫ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

তসলিমা নাসরিন সম্পাদনা

বড় ভাই, তসলিমা নাসরিন পাতায় আমার সম্পাদনে কি সমস্যার কারণে বাতিল করা হল। বুঝতে পারলাম না। কায়সার আহমাদ (আলাপ) ১০:১০, ৯ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

বাতিল নয়; বোধিস্বত্ত্বের করা সম্পাদনা আর আপনারটি একই ছিলো - আমি কেবল ওটাতে আস্থা রেখেছি। এধরনের 'প্রোটেক্টেট' নিবন্ধে সাধারণত: প্রশাসক বা অতি-অভিজ্ঞ অবদানকারীদের রচিত সংস্করণের উপর আস্থা রাখা উচিৎ বলে আমি মনে করি; যদিও আপনি যথেষ্ট অভিজ্ঞ কিন্তু যেহেতু দুটো ভার্সনের মধ্যে খুব বড় কোন পার্থক্য নেই কাজেই তারটিতেই আমি আস্থা রেখেছি এটা ভেবে নিয়েই যে সে সম্ভবত: কোন একটি বিশেষ ফরমেট অনুসরণ করেই ওটি রেখেছে।
হতাশ হবার কিছু নেই - এটা জাস্ট একটা ফরমেট ধরে নিয়েই করেছি; বিশেষ কোন কারণ নেই। ধন্যবাদান্তে - Ashiq Shawon (আলাপ) ১০:১৯, ৯ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
ভাই, দুটো সম্পাদনার মধ্যে কোন পার্থক্য নেই। কিন্তু আমি এতটুকু করেছি, {{তথ্যছক লেখক}} অনুসারে তথ্যছকে birthdate টাকে স্পেস দিয়ে birth date। এতে করে জন্ম তারিখ ও স্থান দুটো দৃশ্যমান হয়। যা আগে দৃশ্যমান ছিল না। এখন দেখুন আবার অদৃশ্য হয়েছে। যাহোক মনে কিছু নিয়েন না। হতাশ নয় জানার ইচ্ছে থেকে প্রশ্ন করা। যাতে করে ভবিষ্যতে এরকম ভুল না হয়। আপনাকে অনেক ধন্যবাদ। কায়সার আহমাদ (আলাপ) ১০:৪০, ৯ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ; ভুলটি ধরিয়ে দেবার জন্য। রিভার্ট করে দেয়া হলো। :) - Ashiq Shawon (আলাপ) ১০:৪৯, ৯ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনা গ্রহণযোগ্য নয় কেন? সম্পাদনা

শাওন ভাই হার্ড ডিস্ক ড্রাইভ নিবন্ধটির সম্পাদনা কেন রোলব্যক করা হচ্ছে ব্যাখ্যা করবেন কি? আগের বার রোলব্যাক করার পর যতটুকু রেফারেন্সে ত্রুটি ছিল তা সংশোধন করেছিলাম। তবুও কেন আবার রোলব্যাক করা হল?? তাছাড়া আমার অনুবাদও সেখানে রয়েছে সেটিও কি অগ্রহণযোগ্য??? তাছাড়া আপনি কোন কারন দেখান নি কেন রোল ব্যাক করা হল। বুঝিয়ে বলুন তো ঘটনা কি? উজ্জ্বল সরকার (আলাপ) ১৮:২৩, ৯ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

প্রথমটিই পুনরায় আপলোড করেছেন ভেবে রোলব্যাক করা হয়েছিলো; এখন আবার রিভার্ট করে দিলাম। অনুগ্রহ পূর্বক কাজ শেষ হলে কাজ চলছে ট্যাগটি অপসারন করবেন। ধন্যাদ - Ashiq Shawon (আলাপ) ১৮:৩৪, ৯ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

অনুবাদে সাহায্য সম্পাদনা

ভাইয়া, শুভেচ্ছা নিবেন । আমি একটি নিবন্ধ ইংরেজী উইকিপিডিয়া থেকে অনুবাদ করতে গিয়ে সমস্যায় পড়েছি। আপনি যদি সাহায্য করতেন তবে উপকৃত হতাম। ইংরেজী উইকি তে shapla salique আর বংলা উইকিতে শাপলা শালিক Shahadat.natore6400 (আলাপ) ০৬:১০, ১২ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

পুনঃনির্দেশ পাতা সম্পাদনা

আশিক ভাই, পুননির্দেশ পাতা সমূহ অপসারণ করা কি জরুরি। অপসারণ না করে রাখলে সমস্যা কি? কেননা কেউ নেটে সার্চ দিলে মাইটভাঙ্গা ইউনিয়ন নামে সার্চ দেয় না, শুধু মাইটভাঙ্গা নামেই সার্চ দেয়। তাই সহজে খুজে পেতে পুননির্দেশ সমুহ রাখলে সমস্যা হওয়ার কথা না। ধন্যবাদ। নামহীন পন্ডিত (আলাপ) ১২:৩৯, ১৬ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

অযথা উইকিকে ভারি করে কি লাভ-রে, ভাই? কেবল মাইটভাঙ্গা নামে সার্চ দিয়ে দেখুনতো - ফলাফল পান কি-না? আমি কিন্তু পেয়েই মুছেছি। এমন কি, আমি ইংরেজী পৃষ্ঠাগুলোও রাখতে রাজী নই। বাংলা উইকিতে কেবল বাংলা এবং বিশুদ্ধ উচ্চারণে লেখা নিবন্ধগুলোই থাকবে - থাকা উচিত। ধন্যবাদ। - Ashiq Shawon (আলাপ) ১২:৫১, ১৬ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

আইপি ব্লক সম্পাদনা

আশিক ভাই, এই আইপি ব্লকে আমার অবজেকশন রয়েছে। মাত্র একটি সম্পাদনা।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:৫৬, ২৩ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় নাহিদ,
ইনি শুধু এই একটি লেখাতেই নিয়মিত ইচ্ছে মতো সম্পাদনা করে যাচ্ছে; ত্যাক্ত হয়ে যাচ্ছি। এই আইপিকে কয়েকদিনের জন্য ব্লক না করলে (আপাততঃ ৭ দিনের জন্য করেছি) সে এখনই আবার এই লেখাটিতে এসে নিজের ইচ্ছে মতো সম্পাদনা করতেই থাকবে। নিবন্ধের 'ইতিহাস' পর্যালোচনা করলে দেখা যাবে যে, সে এই কাজে ক্লান্তিহীন - কিন্তু আমরাতো তা নই! তবে, ইচ্ছে হলে তুমি ব্লক উঠিয়ে দিয়ে এই নিবন্ধটি নিজের ওয়াচ লিস্টে রেখে পরীক্ষা করে দেখতে পারো; আমার আপত্তি নেই তাতে। :) - Ashiq Shawon (আলাপ) ০৯:০৭, ২৩ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

নোটিশ সম্পাদনা

প্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভায় একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে। আলোচনার বিষয় ব্যবহারকারী:বব২৬-কে বাধাদানের আবেদন। আপনাকে ধন্যবাদ। যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:১৬, ৪ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ভুল বানান? সম্পাদনা

শুভদিন, আপনি আজকে আমার সম্পাদনা "বিসমিল্লাহির রহমানির রহিম"-কে "ভুল বানান" কারণ দয়ে মুছে দিছেন। "বিসমিল্লাহির রহমানির রহিম" - বানানটাও সঙ্গে প্রচলিত (উদাহরণঃ সরকারি নথি) থাকার কারণে আমি "বিসমিল্লাহির রহমানির রহিম" পাতা-কে # REDRICT করে দিচ্ছি বিসমিল্লাহির রাহমানির রাহীম-তে। আশা করি এটা করাটা ঠিক। ধন্যবাদ। বব২৬ (আলাপ) ১২:২৪, ৪ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

কোথাও কেউ কোন কিছু যদি ভুল বানানে লিখে তবে সেটাও আমাকে মেনে নিতে হবে - আমি এই ধরনের শিশু-সুলভ যুক্তিতে বিশ্বাসী নই। দয়া করে ভবিষ্যতে আমার কৃত সম্পাদনার পরবর্তীতে এধরণের ভুল বানান যুক্ত করবেন না। - Ashiq Shawon (আলাপ) ১৬:৪৯, ৪ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

মুহাম্মাদ পাতা সুরক্ষিতকরণ প্রসঙ্গে সম্পাদনা

আশিক স্যার, প্রথমেই শুভেচ্ছা নেবেন| আমার মনে হয় মুহাম্মাদ পাতাটি সম্পাদনার সুরক্ষিতকরণের ক্ষেত্রে আইপি থেকে সম্পাদনা বাধা দিয়ে নিবন্ধিত আইডি থেকে সম্পাদনার সুযোগ রাখা উচিৎ| তা না হলে আমাদের মত নিয়মিত সম্পাদকরাও সেখানে নির্ভরযোগ্য সম্প্রসারণ করতে চাইলেও তা করার সুযোগ পাবে না| এ ব্যপারে আপনার মতামত আশা করছি| শরীফ (আলাপ) ০৭:৫৬, ৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

করা হলো। অনুগ্রহ করে কেবলমাত্র একটি বিশেষ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় - বরং বৈশ্বয়িক দৃষ্টিভঙ্গী্ থেকে এধরণের নিবন্ধগুলোকে সম্পাদনা করবেন।
আরেকটি কথা, উইকিতে আমরা সবাই ব্যবহারকারী; কেউই ছাত্র-শিক্ষক-সাধারণ জনতা নই, সবাই সবার সুহৃদ-ভাই। - ধন্যবাদান্তে Ashiq Shawon (আলাপ) ০৯:৩০, ৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পাদনা

সুধী, বাংলা উইকিপিডিয়ায় অবদানের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনি নিশ্চই জানেন, উইকিপিডিয়ার প্রায় সকল লেখা বা অন্যান্য মিডিয়া ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক লাইসেন্সের আওতাভুক্ত। সম্প্রতি একটি আলোচনার মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, আমরা না জেনেই উক্ত লাইসেন্সের একটি ধারা লঙ্ঘন করে যাচ্ছি। আমরা প্রায় সময়ই ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করে বাংলাতে যুক্ত করে থাকি। লাইসেন্স-এর শর্তানুসারে, কোন কিছু অন্য উইকিমিডিয়া প্রকল্প থেকে অনুবাদ করলে মূল প্রকল্পের লেখকদের স্বীকৃতি প্রদান করতে হয়। আমরা ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করলেও ইংরেজি উইকিপিডিয়ার লেখকদের স্বীকৃতিপ্রদান করি না অনেক সময়ই। যারা বিশেষ:ContentTranslation ব্যবহার করে অনুবাদ করেন, তাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃতি প্রদান হয়ে যায়। যারা ম্যানুয়ালি অনুবাদ করেন, তারা খুব সহজেই নিচের যেকোন একটি পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে স্বীকৃতিপ্রদান করতে পারেন:

  • নিবন্ধ তৈরির সময় সম্পাদনা সারাংশে লিখুন অমুক উইকিপিডিয়ার অমুক নিবন্ধের অনুবাদ। যেমন, ইংরেজি থেকে নিবন্ধ অনুবাদ করলে সারাংশে লিখবেন, [[:en:ইংরেজি নিবন্ধের নাম]] থেকে অনুবাদ। নিবন্ধ তৈরির সময় একবার সারাংশে এটি উল্লেখ করলেই চলবে।
  • অথবা, সংশ্লিষ্ঠ নিবন্ধের আলাপ পাতায় {{অনূদিত পাতা}} টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। উদাহরণ হিসেবে দেখুন, আলাপ:২০০৩ বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

এখন থেকে বাংলা উইকিপিডিয়ার সকল সম্মানিত ব্যবহারকারীগণকে এই স্বীকৃতিপ্রদানের চর্চা করার অনুরোধ করছি। একইসাথে যেহেতু এটা সম্পর্কে একটি নতুন নীতিমালা তৈরি করতে হবে সুতরাং আমরা আপনাকে উইকিপিডিয়া:উইকিপিডিয়ার অভ্যন্তরে অনুলিপি করা পাতাটির অনুবাদে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। কোন প্রশ্ন থাকলে আলোচনাসভায় বার্তা রাখার অনুরোধ করছি। আপনার সম্পাদনা আনন্দময় হোক। ধন্যবাদ।

বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষে,
নাহিদ (আলাপ) ও আফতাব (আলাপ)
বৃহস্পতিবার ১৪:৫৬, ০৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

অনুবাদে সাহায্য সম্পাদনা

ভাইয়া, শুভেচ্ছা নিবেন। আমি বিগ পেইন্টিং নাম্বার ৬ নিবন্ধটি ইংরেজী Big Painting No. 6 নিবন্ধ থেকে অনুবাদ করেছি কিন্তু তা সঠিক ও বোধগম্য করতে ব্যার্থ হয়েছি। অনুগ্রহ করে অনুবাদে সাহায্য করলে উপকৃত হতাম। --- শাহাদাত সায়েম (আলাপ) ০৩:৪৬, ৭ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ভুল স্বীকার সম্পাদনা

প্রিয় আশিক শাওন!
আমি নতুন ব্যাবহারকারী হিসেবে কিছু ভুল করেছি। তবে নিজের ছবি সাধারনের বলে চালায়নি। আমার উল্লিখিত সরকারী ওয়েবসাইটে পাতা সংশ্লিষ্ট লিংক ছিল কিন্তু নির্দিষ্ট ছিলনা। লিংক সুনির্দিষ্ট ছিলনা স্বীকার করছি। এ ধরনের ভুল পুনরায় না করার চেষ্টা করব। আশা করছি আপনার পরামর্শ কাজে লাগবে। ১১:১৪, ১১ নভেম্বর ২০১৫ (ইউটিসি)

ইত্যাদি সম্পাদনা

আশিক দা,


১) প্রথমে আমি আপনার কাছে যানতে চাই যে, বাংলায় লিখিত বাক্যের শেষে দাড়ি (।) ব্যাবহার করা হয় নাকি ফুলস্টপ (.)?

২)বাংলাদেশের মুদ্রা টাকা-এর কোনো চিহ্ন এখনো দাপ্তরিক ভাবে প্রকাশ করা হয়নি।(?) যার চিহ্ন হিসেবে (ট) কেই ব্যবহার করা হয়। তার পরও লাল টিপ পাতাটি পুর্বাস্থাতে ফেরত নিয়েছ?

৩) আর একটা কথা, আমার মনা হয় রাজ্যভাষারাষ্ট্রভাষা -র মধ্যে পার্থক্য তোমার যানা নেই?

রাজ্য ভাষা যেটা শুধু রাজ্য সরকারের দাপ্তরিক ভাষা কেন্দ্র সরকারের নয়। আশা করি রাজ্য আর কেন্দ্র সরকারের মধ্যে পার্থক্য আপনার যানা থাকবে!!

যাইহক আমার করা সম্পাদন গুলি আর এক বার দেখেনিও। অবশ্য আমি পরিক্ষার খাতাতে তো লিখিনি যার জন্যে তোমাকে অনুরোধ করব। ইচ্ছে হলে দেখেনিও। কিন্তু বাংলা দাড়ি আর ফুলস্টপ টা দেখেনিও আজিজ (আলাপ) ২০:১৪, ১১ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

সানারপাড় রওশন আরা কলেজ সম্পাদনা

ভাইয়া,কলেজের একটা ছবি দিয়ে দিবেন? আমি নতুন ভালো বুঝিনার উইকি।আজকেই আমার প্রথম দিন। Zahidul71 (আলাপ) ১৫:৩৬, ২০ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

কলেজের ছবি আপলোড করতে হবে আগে; আপনি পড়ুন - তাহলে বুঝতে পারবেন কিভাবে উইকিতে ছবি আপলোড করতে হবে। - - - Ashiq Shawon (আলাপ) ১৫:৪৯, ২০ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

মনেকরা সম্পাদনা

আমি আপনার আলাপ পাতায় কয়েকদিন হলো কিছু যানতে চেয়েছিলাম কিন্তু নাতো আপনি আমার আলাপ পাতাতে কিছু জানালেন আর না আপনার টাতেই জবাব দিলেন!!আমি দুখী (আলাপ) ১৮:০৯, ২০ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

' ' - এটা টাকার চিহ্ন (সংকেত) হিসাবে উইকিতে আমরা ব্যবহার করে থাকি; কাজেই এটা সরানোর কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয়নি এবং এই সম্পাদনাটিকে আমার মনে হয়েছে কেবল নিজের নামে একটি সম্পাদনা সংযোজন করার প্রয়াস; কাজেই এটি নিয়ে আলোচনারও কিছু খুজে পাইনি।
অপর যেসব বিষয়ের অবতারণা করা হয়েছে সেই বার্তায় - সেগুলোর কোনো লিংক / কারণ বলা হয়নি; তাই উত্তর দেবার আগে বিশ্লেষণ করার উপায় নেই যে ঠিক কেন এই প্রশ্নের অবতারণা করা হলো।
এবং, সর্বশেষ যেই বিষয়টা, অন-লাইন বা অফ-লাইন, সর্বত্রই আমি কার্টেসী মেন্টেইন করাটাকে গুরুত্ব দেই (উইকিরও এটি একটি গাইড-লাইন, যেটি মেনে চলার জন্য নির্দেশিকাতেও উল্লেখ আছে)।
আশা করি বুঝাতে পেরেছি। - - - Ashiq Shawon (আলাপ) ০৩:২৯, ২১ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

আপনি ভুল করছেন সম্পাদনা

প্রিয় Ashiq Shawon আপনি বারবার কিছু না দেখেই আমার কারা সম্পাদনা পূর্বাবস্থায় নিয়েছেন। আপনাকে অনুরোধ করছি এরকম করবেননা!! আমি আপনার অবদান লক্ষ করলাম তাতে আপনি নিজে কনো মৌলিক অবদান রাখেননি, বেশিরভাগ আপনি, কারোর দ্বারা সম্পাদিত অবস্থা থেকে পূর্বাবস্থাতে নিয়েছেন। এর জন্যে আমি আপনাকে অনুরোধ করছি, মৌলিক অবদান না রাখতে পরলে অন্তত বাংলা উইকিপিডিয়ার উন্নতিতে ব্যাঘাত সৃষ্টি করবেননা!!

                                                   ধন্যবাদ

আলাপ পাতা সম্পাদনা

আলাপ পাতা টেমপ্লেট যোগ করে শুধু শুধু ১ ঘণ্টা কষ্ট করলেন। আমাকে বলেই হতো, বট দিয়ে করে দিতাম। আমি বটটি কম্পিউটার থেকে চালাই, এই জন্য সব সময় আলাপ টেমপ্লেট যোগ করতে মনে থাকে না। --আফতাব (আলাপ) ২২:২৩, ২৭ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

এটা বললে পিটুনি খাবে! কতটা কষ্ট করলাম!!! উইকি এশিয়া মাসের সাথে সংশ্লিষ্টতা থাকতে পারে ভেবে শুধুমাত্র নভেম্বর মাসেরগুলোতে যোগ করেছি - বাকীগুলোতে এক্ষুণি করে দাও, ভাই! আরো অন্ততঃ হাজার দশেক আছে (কাল কাজটি করার সময় রেশিও দেখেতো অমনটাই মনে হলো)! --- Ashiq Shawon (আলাপ) ০৮:৪৩, ২৮ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

রিয়াজ নিবন্ধে - তথ্যসূত্র উদ্ধৃতি ত্রুটি সম্পাদনা

প্রিয় আবু শায়েখ মোহাম্মদ আশিকুর রহমান শাওন ভাই, আমি দীর্ঘদিন পর উইকিতে ফিরে রিয়াজ নিবন্ধের তথ্যসূত্র উদ্ধৃতি ত্রুটি সংশোধন করেছি। কিন্তু আমি ঠিক বুঝতে পারছিনা আপনি কি বুঝে এই সংশোধন সম্পাদনাটি মুছে দিলেন। যাইহোক, সম্পাদনাটি আপনি আবার দেখুন এবং পূর্বের অবস্থায় ফিরিয়ে আনুন। ধন্যবাদান্তে --এস এম হেমায়েত (আলাপ) ১১:৪৭, ২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ভাই হেমায়েত,
ভালো নিবন্ধ হওয়াতে ওখানে কেউ উদ্ধৃতি বা এই জাতীয় কিছুতে এডিট করা-মাত্র সেটি রিভার্ট করে দেয়ায় এই ঘটনাটি ঘটেছে; কারণ ভালো নিবন্ধগুলো সচরাচর প্রশাসকদের নজর তালিকায় থাকে এবং তারা নিয়মিত এগুলো যাচাই-বাছাই করে থাকেন। যাই হোক, আপনার সম্পাদনা পুনরুদ্ধার করা হলো। অসংখ্য ধন্যবাদ, জানানোর জন্য। - শুভেচ্ছান্তে Ashiq Shawon (আলাপ) ০৬:৫৭, ৩ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

একটি প্রশ্ন? সম্পাদনা

আপনি কোন জেলার লোক জানালে কৃতজ্ঞ হব? Tasnimpk (আলাপ) ১৩:০৮, ৬ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

আমি সম্পূর্ণ নিঃর্মোহ এবং নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে উইকিতে অবদান রাখি; কাজেই আমি কোন এলাকার সেটা আমার সম্পাদনা ও কার্যক্রম দেখে না-জানা এবং না-বুঝতে পারাটাই ভালো। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা ভালো লাগা-খারাপ লাগাটাকে উইকির সম্পাদনায় গুরুত্ব দেবার কিছু নেই। একান্ত ব্যক্তিগত একটি প্রশ্ন করেছেন যদিও, এবং এধরণের প্রশ্ন করার যৌক্তিকতা এধরণের ওপেন-স্ফিয়ারে প্রশ্নবোধক হলেও উত্তরটা দিচ্ছি - হবিগঞ্জ আমার নিজ জেলা; তবে বর্তমানে ঢাকাতে স্থায়ী, যদিও চাকুরী-সূত্রে সিলেটে থাকি বেশির ভাগ সময়। আশা করি, আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। - Ashiq Shawon (আলাপ) ২০:০৫, ৬ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

জেলার বিখ্যাত ব্যক্তিত্ব তালিকা থেকে নাম অপসারণ সম্পাদনা

আমার কৃতকর্ম নীতির বিরুদ্ধে গেলে দুঃখিত! তবে আমি যে নামগুলো অপসারণ করেছি সেগুলো সম্পর্কিত উইকিপিডিয়া পাতায় স্পষ্টভাবে অন্য জেলার নাম উল্লেখ করা আছে! যেমন রোজী আফসারী এর উইকিপিডিয়া পাতায় লক্ষীপুর জেলা স্পষ্ট উল্লেখ থাকায় আমি তার নাম নোয়াখালী জেলার কৃতী ব্যক্তিত্ব তালিকা থেকে অপসারণ. করে লক্ষীপুর জেলায় সংযুক্ত করেছি! বাকিগুলি ও তদ্রূপ! অভীক (আলাপ) ১৭:০০, ৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

সেক্ষেত্রে তাদের জন্মকালীন সময় তারা ঐ জেলার ভূক্ত ছিলেন কি-না সেটিও বিবেচ্য করা উচিত। যেমন, অনেকেই আছেন বর্তমানে ঢাকাতে স্থায়ী বসবাস করছেন (উদাহরণ স্বরূপ আমার কবীর নানার কথা বলা যায়)। আরেকটি তথ্য, অবশ্যই ভূক্তির বিষয়ে তথ্যসূত্র উল্লেখ করবেন। - Ashiq Shawon (আলাপ) ১৭:০৮, ৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:উইকিপিডিয়া ১৫/অনলাইন সম্পাদনা

সুপ্রিয় Ashiq Shawon,
উইকিপিডিয়া ১৫ অনলাইন নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি প্রতিযোগিতা শেষ হওয়ার পর অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে পুরস্কার ডাকযোগে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে, সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ফর্মে সরবরাহ করা আপনার ইমেইল ঠিকানা অনুসারে আপনার সাথে যোগাযোগ করা হবে। ধন্যবাদ।

উইকিপিডিয়া ১৫ আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বুধবার ১৭:১৬, ০৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

আজমিরীবাবার মাজার নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

আজমিরীবাবার মাজার নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আজমিরীবাবার মাজার পাতায় আলোচনা করা হবে, এটি একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।

অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Ibrahim Husain Meraj (আলাপ) ১০:২৭, ২৮ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

"Ashiq Shawon/ইতিহাসের খেরোখাতায় ২০১৫"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।