আমি আপনার কাজ গুলো পরিচালনা করতে পারবো

স্বাগতম বার্তা সম্পাদনা

প্রিয় Hemayet, উইকিপিডিয়াতে আপনাকে     স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:


  •     টিউটোরিয়াল – উইকিপিডিয়া অবদান রাখার জন্য ধারাবাহিক প্রশিক্ষণমূলক প্রস্তুতি নিতে এটি দেখুন।


কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যেকোন পদ্ধতি অনুসরণ করা:

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল     আবশ্যকীয় নিবন্ধগুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt - Shift - x চাপুন চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে ‘অন্যান্য ভাষাসমূহ’-এর তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • আপনার নতুন নিবন্ধ শুরু করার আগে অনুগ্রহপূর্বক গুগলের মাধ্যমে অনুসন্ধান করুন

  • আপনার প্রথম নিবন্ধটি শুরু করার পূর্বে অনুগ্রহ করে আপনার প্রথম নিবন্ধ পড়ে নিন।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bd ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর   চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 


তানভিরআলাপ০৪:৩২, ২০ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

বাংলার নায়ক দ্রুত অপসারণ সম্পাদনা

 
বাংলার নায়ক নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদ বিশিষ্ট বা ১,২০০ অক্ষর বিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। অন্যথায় ট্যাগ লাগানোর দশ দিন পর এই পাতাটি অপসারণ করা হবে।

দ্রুত অপসারণের বিচারধারা মতে, নিবন্ধটি উইকিপিডিয়ার নীতি অনুসারে নয়। অনুগ্রহ করে উইকিপিডিয়ার নিবন্ধের জন্য প্রণীত সাধারণভাবে গ্রহণযোগ্য নীতিমালাটি দেখুন, এবং আপনি চাইলে আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের প্রতি আপত্তি জানাতে পারেন। সেই সাথে ব্যাখ্যা করুন কেনো আপনি বিশ্বাস করেন যে, এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনাকে {{আপত্তি}} ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে এবং নিবন্ধের আলাপ পাতায় আপনার যুক্তি প্রদান করার অনুরোধ করা হচ্ছে। তবে অনুগ্রহ করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ্য করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যাক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়া অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি নির্বিঘ্নে আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন।— তানভিরআলাপ১১:৪৬, ২০ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

বাংলার নায়ক নিবন্ধে রক্ষণাবেক্ষণ ট্যাগ অপসারণ সম্পাদনা

অনুগ্রহ করে নিজের তৈরিকৃত নিবন্ধ থেকে রক্ষণাবেক্ষণ ট্যাগ অপসারণ করবেন না। তবে আপনি আলাপ পাতায় ট্যাগ লাগানো সপক্ষে/বিপক্ষে আলোচনা করতে বা মতামত রাখতে পারেন। এ জন্য ট্যাগে বর্ণিত নির্দেশাবলী অনুসরণ করুন। ধন্যবাদ। — তানভিরআলাপ০৫:২৯, ২১ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

আপনি নিবন্ধটির আলাপ পাতায় {{nocontent-warn}} টেমপ্লেটটি যুক্ত করেছিলেন, কিন্তু এটি শুধুমাত্র ব্যবহারকারী আলাপ পাতায় যুক্ত করার জন্য প্রযোজ্য। যেমন, আপনার আলাপ পাতায় আমি যুক্ত করেছি। নিবন্ধের আলাপ পাতায় কোনো টেমপ্লেট যোগের প্রয়োজন নেই। শুধুমাত্র ওপরের "বিষয় যোগ" লিংকে ক্লিক করে শিরোনাম ও আপনার বক্তব্য আপনি রাখতে পারেন। এবং আপত্তি জানাতে নিবন্ধের পাতায়, খালি নোটিশের নিচে {{আপত্তি}} টেমপ্লেটটি নির্দেশনামতো যুক্ত করুন। কোনো কিছু না বুঝলে বা বুঝতে সমস্যা হলে আমার আলাপ পাতা নিশ্চিন্তে বার্তা রাখুন। ধন্যবাদ। — তানভিরআলাপ০৬:১০, ২১ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনা পরামর্শ সম্পাদনা

হেমায়েত, আপনার কাজ চমৎকার হচ্ছে। এবং একটি নির্দিষ্ট বিষয় চলচ্চিত্র বেছে নেওয়া জন্য আপনাকে সাধুবাদ জানাই। তবে আশা করি শুধু রিয়াজ অভিনিত চলচ্চিত্র নয়, বাংলা ভাষায় তৈরি উল্লেখযোগ্য এবং জনপ্রিয় অন্যান্য চলচ্চিত্রের নিবন্ধেও আপনি অবদান রাখবেন। আপনার জন্য একটি ছোট পরামর্শ হল, আপনার দেওয়া নিবন্ধগুলোতে যদি তথ্যসূত্র যোগ করা যেতো তাহলে আপনার নিবন্ধগুলো আরও অর্থবহ হতো। আশা করি নিবন্ধগুলোতে তথ্যসূত্র যোগ করার প্রয়াস নিবেন। আপনার অবদানের জন্য আবারও ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৪:৩৯, ৩০ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

হেমায়েত কোন ব্লগ পোষ্ট তার লেখকের ব্যক্তিগত মতামত প্রকাশ করে, ব্যক্তিগত মতামত অর্থ্যাৎ ব্লগ পোষ্ট উইকিপিডিয়ার নিবন্ধের তথ্যসূত্র হিসেবে প্রযোজ্য নয়। অনুগ্রহ করে নিবন্ধে ব্লগ পোষ্টকে তথ্যসূত্র হসেবে প্রদান করবেন না।--বেলায়েত (আলাপ | অবদান) ১৪:৫৭, ৫ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

হেমায়েত, রাভিনা নিবন্ধের বিষয়টি উল্লেখযোগ্য না। মানে রাভিনা তার কর্মক্ষেত্রে খুব একটা উল্লেখ করার মত নাম নয়। তাই ওনার সম্পর্কে নিবন্ধ বিশ্বকোষীয় নয়। চিন্তা করে দেখুন তিনি মাত্র চারটি চলচ্চিত্রের সহশিল্পী, তাও প্রধান কোন ভূমিকায় নয়, ফলে অভিনেতা হিসেবে তার গুরুত্ব কতটুকু যে একটি বিশ্বকোষে তার জীবনী থাকবে। এ নিবন্ধটি উল্লেখযোগ্যতার মাপকাঠিতে টিকবে না। তাই এতে আর সময় না দিয়ে অন্য গুরুত্বপূর্ণ নিবন্ধে কাজ করার অনুরোধ করছি।--বেলায়েত (আলাপ | অবদান) ১১:১৮, ১৩ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

বেলায়েত, পরামর্শ দেয়ার জন্য ধনযবাদ। আপনি হয়তো ঠিকই বলেছেন। যা হোক তবুও কাজটি যখন করেই ফেলেছি, চেয়েছিলিম এটিকে মানসম্মত সম্মত পর্যায়ে নিয়ে আসতে কিন্ত তেমন কোন উল্লেখ করার মতো তথ্যসুত্র পেলাম না। সত্যি বলতে কি, আমি অভিনেতা রিয়াজ এর খুব ভক্ত তাই তাঁর সহশিল্পীদের জন্যেও কিছু করতে চেয়েছিলাম। আমি এখনো অনেক বিষয়েই শিশু, আশা করি আপনাদের সকলের সহযোগীতা পেলে আগামীতে ভাল কিছু করতে পারবো। বর্তমানে আমি ঢাকার মতিঝিলে একটি প্রতিষ্ঠানে কর্মরত আছি, তাই অনুরোধ করছি আগামীতে যখন ঢাকাতে উইকিমিটআপ আয়োজন করবেন তখন এই অধমকে একটু জানানোর প্রয়াস নিবেন, এতে করে আমি অনেক বিষয়ে জানতে বা বুজতে পারবো। পরামর্শের জন্য আবারো ধন্যবাদ, সেই সাথে কৃতজ্ঞতাও জ্ঞ্যাপন করছি। হেমায়েত (আলাপ | অবদান)

জনাব হেমায়েত, আপনার কাজ আসলেই সুন্দর হচ্ছে। নবীন হিসেবে খুব সুন্দর এগিয়ে নিচ্ছেন চলচ্চিত্র বিষয়ক নিবন্ধগুলো। আবার এটাও প্রশংসার দাবি রাখে যে, আপনি গুছিয়ে নিতে চাচ্ছেন। এটা খুব ভালো কথা। আসলে নিজের নিবন্ধ, নিজের চেয়ে ভালো আর কে গোছাতে পারে? তাই একটা ছোট্ট পরামর্শ এবং সেটা কাজে লাগালে আপনার নিবন্ধ হয়তো একদিন উইকিপিডিয়ার প্রথম পাতায় যাবার মতো যোগ্যতাও পেয়ে যেতে পারে: আপনি যেহেতু অনেক সময় সার্চ করে তথ্য বের করছেন, সেক্ষেত্রে যে তথ্যটি আপনি নিবন্ধে যোগ করছেন, তার শেষে নিচের কথাগুলো বসিয়ে নিতে পারেন। আর ফাঁকা স্থানগুলোতে যথাযথ তথ্য দিয়ে দিলেই আপনার নিবন্ধ যথেষ্ট গোছগাছ আর মানসম্পন্ন হয়ে উঠবে:
{{Citation
  | last = 
  | first = 
  | author-link = 
  | last2 = 
  | first2 = 
  | author2-link = 
  | title = 
  | place = 
  | publisher = 
  | origyear =
  | year = 
  | month=
  | volume = 
  | edition = 
  | chapter =
  | chapterurl =
  | page =
  | pages =
  | url = 
  | archiveurl =
  | archivedate =
  | doi = 
  | id = 
  | isbn = }}

ভালো থাকবেন। উইকিপিডিয়ার কাজে যেকোনো সহায়তায় সবসময় পাশে আছি, ইনশাল্লাহ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৫:২৩, ১৪ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

ও, বলতে ভুলে গেছি, উপরের কথাগুলো যোগ করার পর নিবন্ধের শেষাংশে {{reflist}} কথাটি বসিয়ে নিতে হবে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৫:২৬, ১৪ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিটআপ ঢাকা ৮ সম্পাদনা

নিবন্ধের তথ্যসূত্র সম্পাদনা

হেমায়েত, নিবন্ধের আলাপের পাতায় তথ্যসূত্রের অপ্রতুলতার কথা জানিয়ে অন্যকে সহায়তা করার জন্য আহ্বান জানালেই আপনার নিবন্ধগুলো উল্লেখযোগ্য তা প্রমাণিত হয় না। চলচ্চিত্রগুলো সুপারহিট বা ব্যবসা সফল ছিল এ কথাগুলো যেহেতু আপনি যোগ করেছেন এবং চেষ্টা করেছেন চলচ্চিত্রটি উল্লেখযোগ্য দাবি করার, এ তথ্যের সূত্রও আপনাকেই দিতে হবে। যদি না পাওয়া যায়, তাহলে ধরে নিতে হবে আপনার দেওয়া তথ্যটি ভুল। যদি তাই হয় তাহলে চলচ্চিত্রটিকে উল্লেখযোগ্য দাবি করা যাবে না। যদি উল্লেখযোগ্য দাবি বা প্রমাণ করা না যায় তাহলে নিবন্ধগুলো অনুল্লেখ্য বিষয় হিসেবে মুছে ফেলার জন্য নিবন্ধের তালিকায় চলে আসে। অনুগ্রহ করে চলচ্চিত্রগুলো ব্যবসা সফল, সুপারহিট, পুরস্কারপ্রাপ্ত এধরনের তথ্যে অন্তত একটি হলেও তথ্যসূত্র যোগ করুন। না হলে আপনি শ্রম এবং সময় এ নিবন্ধগুলোতে ব্যায় করেছেন তা বিফলে পরিণত হতে পারে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:২৪, ২১ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

বেলায়েত, উইকিপিডিয়ার ভালোবাসায় সিক্ত হয়ে আপনাদের সহযোগিতা নিয়ে এগিয়ে জেতে চেয়েছিলাম অনেক দুর। হ্যা, আপনারা আমাকে অনেক পরামর্শ দিয়েছেন যা আমার কাজে কিছুটা হলেও অনুপ্রানিত করেছে। কিন্তু, তারপরও আমার কিছু পরিশ্রম যখন অগ্রহনযোগ্য বলে গন্য হয় তখন খুব খারাপ লাগে। আমি চেয়েছিলাম আপনাদের কারো সাথে সরাসরি দেখা করে কিছু বিষয় ভালোবাবে জেনে নিব, আপনি আশ্বাসও দিয়েছিলেন আমি আপনাদের সকল পরামর্শ দাতাদের কাছে কৃতজ্ঞ, মঈনুল ইসলাম এর দেয়ে পরামর্শের তেমন কিছুই আমি বুঝে উঠতে পারছিলাম না। উনি আমাকে একটি ফরমেট বক্স প্রদান করে, কিন্তু ফাঁকা স্থানগুলোতে কি? তথ্য বসাবো তা ঠিক বুঝে উঠতে পারছি না, কোনকিছু করে তা যদি ফলপ্রসু না হয় সেটা নিয়ে মাথা না ঘামানোই ভালো, তাই আমি সিদ্ধান্ত নিতে যাচ্ছি- আর কোন নিবন্ধ করবো না, কারন আমি আগেই বলেছি- আমি নিজে চলচ্চিত্রগুলো টিভিতে দেখে বেশিরভাগ তথ্য সংগ্রহ করে থাকি, এক্ষেত্রে আমি কিভাবে তথ্যের সত্যতা প্রমানের বিষয়টি উল্লেখ করবো- যা উইকিপিডিয়ার নিবন্ধে গ্রহনযোগ্যতা পাবে। আবশ্য আপনি বলেছিলেন- অফলাইন পত্রিকাকে তথ্যসূত্র হিসেবে দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে পত্রিকার নাম, তারিখ, লেখার নাম (নিবন্ধের নাম), লেখকের নাম, কোন পৃষ্ঠায় ছাপা হয়েছে সে পৃষ্ঠা নম্বর এসব তথ্য দিতে হবে। একাধিক পত্রিকা থেকে তথ্যসূত্র দিতে পারলে তা আরও বেশি গ্রহণযোগ্য হবে। কিন্তু ব্যক্তিমালিকানা প্রতিষ্ঠানে কাজ করে অতটা সময় হয়ে উঠেনা। প্রথমে আপনাদের প্রসংসা পেয়ে আশায় বুক বেধেছিলাম, তবুও বলছি আপনাদের পর্যাপ্ত সহযোগিতা পেলে আমি নিবন্ধের কাজ গুলো করবো, বিশেষ করে রিয়াজ অভিনীত সবগুলো চলচ্চিত্রের নিবন্ধ তো করবোই, এছাড়াও বাংলাদেশী উল্যেখযোগ্য চলচ্চিত্রের নিবন্ধও করবো। কিন্তু আমাকে পথতো দেখান, আমি ঢাকাতে একটি ব্যক্তিমালিকানা প্রতিষ্ঠানে কর্মরত আছি- অফিসের কাজের ফাঁকে যতটুকু সময় পাই ঠিক ততটা সময়ই উইকিপিডিয়ার নিবন্ধ তৈরীতে ব্যস্ত থাকি, বলতে পারেন এটা এখন আমার একটা নেশা যা- মানব জীবনে কোন ক্ষতি করেনা। অফিস থেকে বাসায় ফিরে টিভিসেটের সামনে বসে পড়ি চলচ্চিত্রের সকল তথ্য সংগ্রহের জন্য, যা কিনা সবচেয়ে সঠিক তথ্য, তবুও এখানে ভুল। আমি উইকিপিডিয়ার এই মহান উদ্যোগকে সম্মান জানাই আর প্রচন্ড ভালোবাসি, আর জানেনতো নিশ্চই ভালোবাসার কাঁটা বড়ই যন্ত্রনা দায়ক। যাইহোক, আমার ভুলগুলো তুলে ধরার জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ। হেমায়েত (আলাপ | অবদান) ২১ ডিসেম্বর ২০১০

হেমায়েত ভাই আপনাকে কি বলব ঠিক বুঝতে পারছি না। তবে আপনার কষ্টটুকু বুঝতে পারছি। উইকিপিডিয়া মুক্তবিশ্বকোষ বলা হলেও কিছু কিছু লিমিটেশন আছে। তা অবশ্য এই উইকির স্টান্ডার্ড বজায় রাখার জন্যই। আমি এতটুকু বলছি আপনার মত নিয়মিত একজন উইকিপিডিয়ানকে আমরা হারাতে চাই না। ভাল থাকবেন। --মনিরুজ্জামান (আলাপ) ১৬:০৪, ২১ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন
হেমায়েত, অনুগ্রহ করে হতাশ হবেন না। উইকিপিডিয়ায় আপনি, আমি, আমরা সবাই ব্যস্ত। আমি নিজেও একট প্রতিষ্ঠানে চাকুরী করি। অন্য অনেকেই এখনও পড়াশোনা করছে। আমরা সবাই ই আমাদের অবসর সময়গুলো উইকিপিডিয়ায় দেই। আপনি খুব অল্প সময়েই অনেকগুলো নিবন্ধ শুরু করেছেন। নিবন্ধ লেখাতেই আপনার সময়ের পুরোটা ব্যায় করছেন। এতে কোন সমস্যা নেই। যদি আপনি নিবন্ধ লেখার সময় খেয়াল রাখতেন আসলে আপনি কি বিষয়ের উপরে নিবন্ধ লিখছেন। আপনি একটি চলচ্চিত্র সম্পর্কে নিবন্ধ লিখছেন তা আসলে কতটুকু উল্লেখযোগ্য। চলচ্চিত্রের বেলায় সাধারণত এর জনপ্রিয়তা, বক্স অফিসে ব্যাবসার পরিমাণ, দেশে বিদেশে অর্জিত পুরস্কার এ সকল বিষয় বিবেচনা করে উল্লেখযোগ্যতা মাপা হয়। এটা আপনিও বুঝতে পারছেন। এখন কোন পুরস্কার জেতা চলচ্চিত্রকে সহজেই চিহ্নিত করা যায়। কিন্তু যদি কোন চলচ্চিত্রকে ব্যবসা সফল চলচ্চিত্র বলতে হয় তাহলে অবশ্যই তার একটি যথার্থ তথ্যসূত্র দিতে হবে। না হয় তথ্যটি মনগড়া হয়ে যাবে। এ বিষয়গুলো আসলে আমাদের গড়া কোন নিয়ম নয়। এগুলো উইকিপিডিয়ারই কিছু সাধারণ নিয়ম। যার উপর ভিত্তি করে উইকিপিডিয়া গড়ে উঠেছে এবং উইকিপিডিয়াকে করেছে নির্ভরশীল, উইকিপিডিয়ার তথ্যকে করেছে বিশ্বাসযোগ্য। এ বিষয়গুলোর প্রতি খেয়াল না করলে একসময় উইকিপিডিয়া তার নির্ভরযোগ্যতা হারাবে। আপনি যে তথ্যগুলো যোগ করেছেন তা ভুল একথা কেউ বলেনি। বরং তথ্যগুলোতে যদি তথ্যসূত্র থাকতো তাহলে তা বিশ্বাসযোগ্য হতো। আপনার প্রতি আমার পরামর্শ থাকবে, নতুন কোন নিবন্ধ শুরু করার আগে ভেবে দেখুন এবং যাচাই করুন যে নিবন্ধটি কতটুকু উল্লেখযোগ্য বিষয়ের উপর লিখছেন। রিয়াজের ভক্ত বলে নয় নিরপেক্ষ ভাবে চিন্তা করে দেখুন চলচ্চিত্রটি কতটুকু উল্লেখযোগ্য যে তা সম্পর্কে একটি বিশ্বকোষে নিবন্ধ থাকতে হবে। আর পুরনো নিবন্ধগুলো সংশ্লিষ্ট তথ্যসূত্র খুঁজতে থাকুন, পাওয়া মাত্রই যোগ করে দিন। আপনার হয়তো মনে হতে পারে, অন্যরা আপনাকে কেন তথ্যসূত্র খোঁজার ব্যাপারে সহায়তা করছে না। মনে রাখবেন এখানে সবাই স্বেচ্ছাসেবক এবং প্রত্যেকেই তার নিজের পছন্দনুযায়ী বিষয়ের উপরে কাজ করেন। বাংলা উইকিপিডিয়ার নিয়মিত অবদানকারীর সংখ্যাও খুব বেশি নয়। আপনার আগ্রহের সাথে মিলে যায় এমন অবদানকারী বাংলা উইকিপিডিয়ায় নাও থাকতে পারে। ফলে সময় বেশি লাগলেও নিবন্ধের মানোন্নয়নের কাজটি আপনাকেই করতে হবে। এতে হতাশ বা বিচলিত হলে চলবে না। তাহলে আপনি যে ভাল উদ্দেশ্যে এখানে এসেছেন তা ব্যহত হবে। তাতে বাংলা ভাষী জনগণই এ বিষয়ে তথ্য পাওয়া থেকে বঞ্চিত হবে। তাই বৃহত্তর স্বার্থে আপনাকে অনুরোধ করবো হতাশ না হয়ে, নতুন উদ্দমে নতুন করে কাজ শুরু করুন। অনেক বড় বক্তৃতা দিয়ে ফেল্লাম।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৪৬, ২১ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

হেমায়েত ভাই, আপনার প্রতি কৃতজ্ঞতা যে, আপনি সোৎসাহে অফিসের পাশাপাশি এতোগুলো নিবন্ধ করে ফেলেছেন। আমার দেয়া ফরম্যাটটা না বোঝারই কথা, আমি বোঝার মতো করেই দিইনি। এখন পড়ে সেটা আমারও মনে হচ্ছে। যাহোক, আপনার সুবিধার জন্য বিস্তারিত বলে দিই: উপরে যে ফরম্যাটটা দিয়েছি সেটি আপনি আপনার তুলে দেয়া বক্তব্যের পরে যোগ করবেন। উদাহরণ:
"নায়ক রিয়াজ অমুক ছবিতে অভিনয়ের মাধ্যমে তাঁর চলচ্চিত্রজীবন শুরু করেন।<ref>{{Citation | author = [লেখকের নাম] | title = [নিবন্ধের নাম] | place = [কোথা থেকে প্রকাশিত] | publisher = [প্রকাশনা প্রতিষ্ঠান] | volume = [কততম খণ্ড] | edition = [সংস্করণের তারিখ ও সাল] | chapter = [অধ্যায়ের নাম] | chapterurl = [অধ্যায়টি ইন্টারনেটে থাকলে তার লিংক] | page = [পৃষ্ঠা নম্বর: যে পৃষ্ঠা থেকে তথ্যটি নেয়া হয়েছে] | pages = [বইতে মোট পৃষ্ঠা নম্বর] | url = [তথ্যসূত্রটি ইন্টারনেটে থাকলে তার লিংক বা URL] | archiveurl = [তথ্যটি আর্কাইভ করা হলে তার লিংক] | archivedate = [আর্কাইভের তারিখ] | isbn = [প্রকাশনাটির ISBN কোড]}}</ref>"
এই ফিল্ডগুলো প্রত্যেকটাই যে তথ্য দিয়ে ভরতে হবে এমনটা নয়, তথ্যহীনতায় কিছু কিছু ফাঁকা রাখতে পারবেন। এভাবে তথ্যসূত্র ব্যবহার করার ফলে আপনার ঐ দাবিটিকে (মানে রিয়াজ যে ঐ ছবিটি দিয়েই চলচ্চিত্র জগতে ঢুকেছেন, তা) সাপোর্ট করার জন্য একটি তথ্যসূত্র আপনি দিয়ে দিলেন। কিন্তু আরো সামান্য একটু কাজ বাকি: নিবন্ধের একেবারে নিচের দিকে ==তথ্যসূত্র== অংশে {{reflist}} কথাটি জুড়ে দিন। এবারে ব্যাপারটা যা হবে, তা হলো, আপনার বক্তব্য বা দাবিটির পরে উপরিলেখতে একটা সংখ্যা দেখা যাবে, আর নিচে 'তথ্যসূত্র' অংশে আপনার দেয়া পুরো তথ্যসূত্রটি দেখা যাবে। আপনি পুরো ব্যাপারটার কিছু Live উদাহরণ দেখতে পারেন সিদ্দিকুর রহমান নিবন্ধে।(এরকম আরো বহু নিবন্ধ আছে, আমি উদাহরণস্বরূপ একটার কথা বললাম মাত্র) নিবন্ধটি বের করে প্রথমে একবার পুরোটা দেখে নিন। তারপর সম্পাদনা মোডে নিয়ে আবার দেখুন ভিতরের কলকব্জা। আরো একটু জানার জন্য এই পাতাগুলো দেখতে পারেন: CiteWeb, CiteNews, CiteBook, CiteJournal
...এবার আসুন আপনার হতাশায়। বেলায়েত ভাই মুছে ফেলার কথা বলতেই হতাশ হয়ে গেলেন, আর আমার বিশাল একটা নিবন্ধই মুছে ফেলা হয়েছিলো। কিন্তু ঐ নিবন্ধটি যে মুছে ফেলা হয়েছিলো, সেটা ছিলো আমার জন্য একটা শিক্ষা। শুধু এতোটুকু বলি: খুব সহজে আপনি আপনার নিবন্ধে তথ্যসূত্র যোগ করা শুরু করে দিতে পারেন: গুগলে গিয়ে একবার ইংরেজিতে ("Ranikuthir Baaki Itihash" লিখে) আর একবার বাংলায় ("রানিকুঠির বাকি ইতিহাস" লিখে) সার্চ দিন। দেখবেন, দুই ভাষাতেই আপনি কিছু না কিছু পত্রিকার লিংক পেয়ে যাবেন। তারপর খুব সহজ কাজ: সেখানকার যে তথ্যটি আপনার লেখা নিবন্ধের কোনো তথ্যের সাথে মিলে যায়, ব্যস Ref ট্যাগ বসিয়ে ঝটপট কোঠাগুলো পূরণ করে দিন, ল্যাটা চুকে গেলো।
এগিয়ে যাওয়ার প্রত্যয় থাকুক সঙ্গে। এগিয়ে যান দৃপ্ত পদক্ষেপে, নিয়মতান্ত্রিকভাবে, গড়ে তুলুন মুক্ত এই বিশ্বকোষটিকে মানসম্মতভাবে। আর আমার কোনো কথা যদি না বোঝেন, তাহলে আমার আলাপ পাতায় জানানোর অনুরোধ রাখছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৯:২৪, ২৯ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

ছবি আপলোড সম্পাদনা

তানভীর ভাই, আমার কাছে অনেকগুলো চলচ্চিত্রের ছবি/পোষ্টার স্ক্যান করা আছে যা যুক্ত করলে চলচ্চিত্র বিষয়ের নিবন্ধ গুলো হয়তো আরো মানসম্মত হতে পারত, এর আগে আমি কিছু চলচ্চিত্রের নিবন্ধে ছবি যুক্ত করেছিলাম, কিন্তু সেগুলো কয়েক দিন পর এমনিতেই মুছে যায়। আমার ধারনা- হয়তো আমি পর্যাপ্ত তথ্য প্রদান করতে ব্যার্থ হয়েছি বলেই এমনটি ঘটেছে। যাইহোক, আমি জানতে চাই স্ক্যান করা কোন ছবি/পোষ্টার উইকিপিডিয়ায় কি গ্রহনযোগ্য, যদি গ্রহনযোগ্য হয়ে থাকে তবে আমি কিভাবে তথ্য প্রদান করবো/দেখাব যা হবে দীর্ঘস্হায়ী ও গ্রহনযোগ্য, ধন্যবাদান্তে।--হেমায়েত (আলাপ | অবদান) ১৪:৫৫, ২৯ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

হেমায়েত তারভীর হয়তো আপনার বার্তাটি পায়নি। আপনি তানভীরের আলাপের পাতায় বার্তা রাখুন। তার আলাপের পাতায় বার্তা রাখলে তার কাছে একটি নোটিফিকেশন যাবে। তাতে তিনি জানবেন তার কাছে একটি বার্তা এসেছে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:১১, ২৯ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন
হেমায়েত ভাই, কমন্সে আপনার আপলোডকৃত ছবিগুলো ছিলো ফেয়ার ইউজের আওতাভুক্ত, যা কমন্সে গ্রহণযোগ্য নয়। তবে উইকিপিডিয়ায় আপনি শুধুমাত্র নির্দিষ্ট নিবন্ধের জন্য প্রয়োজন সাপেক্ষে ফেয়ার ইউজের অধীনে ছবি আপলোড করতে পারবেন। চলচ্চিত্রের পোস্টার সেটির মধ্যেই পড়ে। এ ধরনের ছবির একটি নমুনা দেখতে এই পোস্টারটি দেখতে পারেন। এ ধরনের চিত্র উইকিপিডিয়ায় লোকালি আপলোড করতে হবে। আপনি নমুনাটি দেখে প্রয়োজন অনুসারে ছবি আপলোড করতে পারেন। এটি ঠিক যে, ফেয়ার ইউজ অনেক উইকিপিডিয়ায় নীতিসিদ্ধ নয়, এবং বাংলা উইকিপিডিয়াতে এটি উৎসাহিত করা হয় না, তবে এ ধরনের চিত্র ব্যবহারের চল আছে, এবং আপনি তা করতে পারেন। নিবন্ধের মানোন্নয়নে ভূমিকা রাখবে এমন চিত্র আপনি অবশ্যই নীতিসিদ্ধভাবে লোকালি আপলোড করে তা ব্যবহার করতে পারেন। আরও কোনো তথ্য জানতে, বা প্রশ্নে নির্দ্বিধায় আমার আলাপ পাতায় জানান। ধন্যবাদ। ‍‍‍‍— তানভিরআলাপ১৪:২৯, ৩০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন
অফ টপিক: হেমায়েত ভাই, আমার নামের বানানে আমি "ই-কার" ব্যবহার করি। তাই ি-কার ব্যবহারের অনুরোধ। :) — তানভিরআলাপ১৪:৩৩, ৩০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

উইকিপদক সম্পাদনা

  উইকি চলচ্চিত্র পদক
আমি, বেলায়েত হোসেন, ব্যবহারকারী এস এম হেমায়েত হোসেনকে উইকিপিডিয়ায় চলচ্চিত্র বিষয়ক নিবন্ধগুলোতে তার মূল্যবান অবদানের জন্য উইকি চলচ্চিত্র পদক প্রদান করলাম। উইকিপিডিয়ার অগ্রগতিতে ভবিষ্যতেও তিনি তার গুরুত্বপূর্ণ অবদান অব্যাহত রাখবেন এই কামনা করি।

দেবদাস সম্পাদনা

প্রিয় হেমায়েত, ভারত-সম্পর্কিত নিবন্ধগুলি সংশোধন করা উইকিপিডিয়ায় আমার একটা দায়িত্ব। এর জন্য ধন্যবাদ দেওয়ার কিছু নেই। দেবদাসের ছবি, ইংরেজি উইকিপিডিয়ায় যেটা আছে, সেটাকেই উপযুক্ত লাইসেন্স দর্শিয়ে তুলে দিতে পারেন। আপনি নিবন্ধটি আপনার মতো করেই সম্পূর্ণ করুন। ভুল ত্রুটি আমি সংশোধন করে দেবো। শুভেচ্ছান্তে --অর্ণব দত্ত (আলাপ) ১৩:৫২, ১১ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন

কে তুমি? সম্পাদনা

হেমায়েত ভাই, আপনি কি দয়া করে সময় করে "কে তুমি?" চলচ্চিত্রের উপর একটি নিবন্ধ লেখার চেষ্টা করবেন? ছবিটা বেশ তথ্যবহুল। পুরোন দিনের ছবি। আমি খুব মিস করি এজাতীয় ভালো ছবির উপর নিবন্ধ। যদি আপনার আগ্রহের সাথে মিলে, তবে এটা শ্রেফ আমার একটি অনুরোধ মাত্র। আমি এই ছবিটা থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। ভালো থাকবেন। যতটুকু মনে পড়ে ছবিটা সাদাকালো এবং সুজাতা অভিনয় করেছিলেন, মনে হয়। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:৩৬, ৩১ মার্চ ২০১১ (ইউটিসি)উত্তর দিন

অজ্ঞাত ব্যবহারকারী সম্পাদনা

আমার আলাপ পাতায় ঐ বার্তাটি যে অজ্ঞাত ব্যবহারকারী রেখেছেন, তিনি আসলে অজ্ঞাত নন। তিনি হলেন নিবন্ধিত ব্যবহারকারী ইউসুফ মিয়া। এর আগে তাঁর সাথে কয়েকবার যোগাযোগ হয়েছিল। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। এবারে পরামর্শটি ইউসুফ ভাইয়ের আলাপ পাতায় রাখতে পারেন। আমি ইতোমধ্যে তাঁর আলাপ পাতায় "নতুন নিবন্ধ শুরু করতে করণীয়" শীর্ষক একটি আলাদা আলোচনা শুরু করেছি। আপনি সেখানেই পরামর্শ রাখতে পারেন। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:২৬, ১৩ এপ্রিল ২০১১ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:মন্তব্যের অনুরোধ/চলচ্চিত্রের উল্লেখযোগ্যতা সম্পাদনা

উইকিপিডিয়া:মন্তব্যের অনুরোধ/চলচ্চিত্রের উল্লেখযোগ্যতা এইখানে আপনার মতামত আশা করা হচ্ছে। ----জয়ন্ত (আলাপ | অবদান) ০৫:২৬, ৯ মে ২০১১ (ইউটিসি)উত্তর দিন

Invite to WikiConference India 2011 সম্পাদনা

 

Hi Hemayet,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

রানওয়ে(চলচিত্র) সম্পাদনা

ভাইয়া, আমি আপনার ধারনা পছন্দ করছি। আমি মোটামুটি সব ছবিউ দেখি। আমি আপনার সাথে কাজ করতে ইচ্ছুক। একটা পূর্নাংগ শুরু করে দিবেন নাকি???সবাইকে ভয় দেখাই চলেন। আশা (আলাপ) ১৫:৪৭, ১৬ আগস্ট ২০১১ (ইউটিসি)উত্তর দিন

ফেয়ার ইউজ ছবির ব্যবহার সম্পাদনা

মি. হেমায়েত, আপনার ব্যবহৃত কিছু ফেয়ার ইউজ ছবি অপ্রযোজ্য ব্যবহারের কারণে মুছে ফেলতে হলো। শুধুমাত্র প্রয়োজন না হলেই নয়, এমন স্থানেই ফেয়ার ইউজ চিত্র ব্যবহার করা চলে। তাই যেখানে ছবির কাভার বা প্রচ্ছদচিত্র প্রয়োজন, সেখানে ছবির স্ক্রিনশট ব্যবহার না করার অনুরোধ। এছাড়াও রনি ও মি. আসাদের ক্রেডিট দিয়ে আপনি কিছু ছবি আপলোড করেছিলেন, কিন্তু পারমিশন দেননি। তাই ঐ ছবিগুলোও অপসারিত হয়েছে। উপযুক্ত অনুমতি প্রদান সাপেক্ষে ছবিগুলোকে আবার ফিরিয়ে আনা যেতে পারে। ধন্যবাদ। — তানভিরআলাপ১০:৫০, ১৩ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা সম্পাদনা

হেমায়েত ভাই, মাঝে চারদিন উইকিমিডিয়ায় অনুপস্থিত ছিলাম। অতঃপর স্টুয়ার্ড নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় (এখনও ব্যস্ত) আপনার প্রশ্ন/বার্তার উত্তর দিতে দেরি হয়েছে। কিন্তু শেষতক দিয়েছি। ফিরতি বার্তায় অনুগ্রহ করে আরও প্রশ্ন থাকলে তা জানান। দেরির জন্য দুঃখ প্রকাশ করছি, ও প্রশ্নের জন্য ধন্যবাদ। — তানভিরআলাপ০৬:২৯, ১৭ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

আমগীর কবিরের ছবি সম্পাদনা

হেমায়েত ভাই, আপনি বাংলা উইকিপিডিয়াতে আলমগীর কবিরের একটি ছবি আপলোড করেছেন এবং ছবিতে লাইসেন্সে বলেছেন যে তা বাংলাদেশের কপিরাইট অ্যাক্ট অনুযায়ী পাবলিক ডোমেইন। কিন্তু ছবিটি দেখে মনে হচ্ছে ছবিটি আলমগীর কবিরের শেষ বয়সের ছবি, সেমতে ছবিটি ১৯৮০-৮৯ এর মধ্যে তোলা বলে ধারণা করছি। ফলে ছবিটি এই সময়ের মধ্যে বা পরে প্রথম প্রকাশিত হয়েছে বলে ধারণা করছি। যদি তা হয় তাহলে এর প্রথম প্রকাশের বয়স কোনভাবেই ৬০ বছরের বেশি হবে না। ফলে ছবিটি পাবলিক ডোমেইনে প্রকাশ করা যাবে না। আপনার কাছে জানতে চাচ্ছি, ছবিটি আসলে কোন কারণে পাবলিক ডোমেইনে প্রকাশ করা হয়েছে? যদি ছবিটি পাবলিক ডোমেইনে না থাকে তাহলে অবশ্যই ছবিটি উইকিপিডিয়া থেকে অপসারণ করতে হবে। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৫০, ১৯ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

আজাকি-তে স্বাগতম! সম্পাদনা

হেমায়েত ভাই, আশা করি ভালো আছেন। নিশ্চয়ই লক্ষ করেছেন, সম্প্রতি উইকিপিডিয়ার আজাকি আবার সচল হয়েছে। কিন্তু তা সচল রাখার জন্য দরকার আজাকির জন্য অপ্রস্তুত পুরোন প্রস্তাবনাগুলোয় মতামত দেয়া, সেগুলোকে যাচাই করা আর নতুন নতুন ভুক্তি প্রস্তাব করা ও নিয়মিত নজর রাখা। প্রস্তাব করার যাবতীয় নিয়মকানুন ঐ পাতার উপরে লেখা আছে, না বুঝলে আমাকে কিংবা তানভির ভাই অথবা বেলায়েত ভাইকে জানানোর অনুরোধ থাকলো। আর বিদ্যমান নতুন ভুক্তি অ্যাবা, উজি, ইউনাইটেড স্টেটস নেভিসহ পুরোন ভুক্তি হাকালুকি হাওর ইত্যাদির উপর মতামত ও পর্যালোচনা করা যেতে পারে। আমরা সচল থাকলে, এই পাতাটিও সচল থাকবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:১৩, ৩০ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

নট ওয়ান লেস সম্পাদনা

হেমায়েত ভাই, অনেক দিন পর আপনার সাথে যোগাযোগ, আশা করি ভালো আছেন। আপনি চলচ্চিত্র নিয়ে লিখেন বলেই হয়তো কাজটা আপনার ঘাঢ়ে চাপানো :) , দয়া করে নট ওয়ান লেস নিবন্ধটার একটা সদগতি করুন। দুজন মিলে ওটাকে কোনো রকমে তৈরি করেছেন। এখন দরকার ওটার পরিষ্করণ আর তথ্যসূত্র যোগ। লেখার ধরণ দেখে মনে হচ্ছে নিজস্ব অভিমত রয়েছে ওটাতে। একটু যদি দেখতেন। ভালো থাকুন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:৩৭, ২৭ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

হেমায়েত ভাই, অপূর্ব কাজ হয়েছে। আপনি তো আর কারো জন্য কিছু রাখলেন না। :) দারুণ হয়েছে। নিবন্ধটার মান বৃদ্ধি পেয়েছে, এবার দেখতেও ভালো লাগছে। সবচেয়ে বড় কথা, এবার আমার নিজেরই মুভিটা দেখার আগ্রহ তৈরি হয়ে গেছে। জোগাড় করতে হবে দেখছি...। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:১৩, ২৮ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

মেরিল-প্রথম আলো পূরস্কার উল্লেখযোগ্যতা সম্পাদনা

হেমায়েত ভাই, যখনই কোনো নিবন্ধে উল্লেখযোগ্যতার ট্যাগ দেখবেন, তখন নিবন্ধের কন্টেন্ট না বাড়িয়ে নিবন্ধের আলোচনা পাতায় এর উল্লেখযোগ্যতা প্রমাণের চেষ্টাই মুখ্য হওয়া উচিত। কারণ উল্লেখযোগ্যতা প্রমাণে ব্যর্থ হলে ঐ নিবন্ধ মুছে ফেলা হবে, তখন অন্তর্বর্তি সব সম্পাদনা জলে যাবে। মেরিল-প্রথম আলো পূরস্কার নিবন্ধে এখনও উল্লেখযোগ্যতা প্রমাণ হয়নি। নিবন্ধে অনেকগুলো দাবি আছে, যেমন:

  • এটা হল সবচেয়ে নির্ভরযোগ্য এবং জনপ্রিয় প্রথম পুরস্কার প্রদান বেসরকারী উদ্যোগে।
  • মেরিল-প্রথম আলো পূরস্কার প্রতিযোগিতার বিচার কার্য খুবই স্বচ্ছতার সহিত পরিচালনা করা হয়।
  • মেরিল-প্রথম আলো পূরস্কার বাংলাদেশী ফিল্ম ইন্ডাস্ট্রিতে অস্কার এর সমতুল্য উল্লেখ করা হয়ে থাকে।

এই দাবিগুলোর প্রেক্ষিতে তৃতীয় পক্ষের তথ্যসূত্র উল্লেখিত হয়নি। প্রথমত, পত্রিকা কোনো নিবন্ধের উল্লেখযোগ্যতা প্রমাণের মাপকাঠি হতে পারে না, সহায়ক মাধ্যম হতে পারে; দ্বিতীয়ত, দ্যা ডেইলি স্টার ট্রান্সকম-এর একটি উদ্যোগ (প্রথম আলো এবং রেডিওএবিসিও)। সেক্ষেত্রে নিজের পত্রিকায় নিজের উদ্যোগের ঢোল পেটানো হবে এটা স্বাভাবিক। তাই প্রথম আলো, ডেইলি স্টার ব্যতিরেকে তৃতীয় পক্ষীয় তথ্যউৎস থেকে তথ্যের সন্ধান প্রমাণ করা যথোচিত হবে। আপনি উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা এবং Notability (Events) নীতিমালা-নিবন্ধ দুটি পড়ে নিন, তারপর প্রতিটা পয়েন্ট ধরে ধরে নিজেই প্রমাণ করুন যে, হ্যা, এই নিবন্ধটা ওমুক পয়েন্ট মীট করেছে, ওমুক পয়েন্ট মীট করেনি। তখন আপনি নিজেই ধরতে পারবেন, নিবন্ধটির উল্লেখযোগ্যতা নেই।
আপনাকে অনুরোধ করছি একারণে, কারণ আমি জানি, কষ্ট করে গড়া একটা নিবন্ধ মুছে ফেলার কী কষ্ট। আপনি এখানে সেই আলোচনা দেখতে পাবেন, কিভাবে প্রত্যেকটা পয়েন্ট একটা একটা করে যাচাই করা হয়েছে। ...তাই, নিবন্ধের উল্লেখযোগ্যতা প্রমাণ করা গেলেই কেবল আপনার সব পরিশ্রম সার্থক হবে। ভালো থাকবেন। এই ক'দিন উইকিতে থাকবো না, ভালো থাকবেন। বেঁচে থাকলে কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:৩১, ১৫ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্পে আপনার মতামত প্রয়োজন সম্পাদনা

প্রিয় অবদানকারী,

বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারী বৃদ্ধি ও নতুন ব্যবহারকারীদের জন্য সম্পাদনার পরিবেশ উন্নয়নের উদ্দেশ্য উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্প সফল করতে আপনার মতামত প্রয়োজন। ইতিমধ্যেই কিছু ব্যবহারকারী তাঁদের মতামত জানিয়েছেন। তাঁদের মতামতের প্রেক্ষিতে আমরা একটি সারকথায় উপনীত হয়েছি, যা এখানে পাওয়া যাবে

সেই সাথে সুনিশ্চিতভাবে কতোগুলো বিষয় নির্ধারণ করার উদ্দেশ্যে আমাদের কয়েকটি প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। অনুগ্রহ করে এই আইডিয়াগুলোর ওপর আপনার মতামত প্রদানসহ ঐ পাতায় উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর প্রদান করে আমাদের এই প্রকল্পটি এগিয়ে নিতে সহায়তা করুন। বাংলা উইকিপিডিয়ার একজন সক্রিয় অবদানকারী হিসেবে আপনার মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেই সাথে এই প্রকল্প সম্পর্কিত যে-কোনো জিজ্ঞাসায় নিঃসঙ্কোচে আমার আলাপ পাতায় বার্তা রাখুন। এছাড়াও tanvir wikimedia.org ঠিকানায় আমাকে ই-মেইলও করতে পারেন। আপনাদের সবার অংশগ্রহণে বাংলা উইকিপিডিয়া আরও সমৃদ্ধ হোক ও দ্রুত গতিতে এগিয়ে যাক! — তানভির রহমানআলাপ১০:২২, ৩ জুন ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা সম্পাদনা

 
সুপ্রিয়, Hemayet। Wikitanvir-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
০৪:৫৭, ১ জুলাই ২০১২ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।উত্তর দিন

তানভিরআলাপ০৪:৫৭, ১ জুলাই ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা সম্পাদনা

 
সুপ্রিয়, Hemayet। Wikitanvir-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৬:২৭, ৯ জুলাই ২০১২ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।উত্তর দিন

তানভিরআলাপ১৬:২৭, ৯ জুলাই ২০১২ (ইউটিসি)উত্তর দিন

নোটিশ সম্পাদনা

প্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ বর্তমানে একটি আলোচনা উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে।। আলোচনার বিষয় প্রশাসক হওয়ার আবেদন পাবেন। আপনাকে ধন্যবাদ। নাসির খান সৈকতআলাপ ১১:২২, ২৩ অক্টোবর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

নোটিশ সম্পাদনা

প্রিয় সুধি, প্রশাসকদের আলোচনা সভার এই আলোচনায় আপনার দৃষ্টি আকর্ষণ করছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১০:৩২, ৬ জুলাই ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

শুভ নববর্ষ ১৪২১ এর শুভেচ্ছা সম্পাদনা

  আজকের এই শুভ নববর্ষের শুভক্ষনে; বাঙালির সাজ সাজ রবে আপনাকে রাঙাতে আমার পক্ষ থেকে আপনাকে শুভ নববর্ষের বাঙালিয়ানা শুভেচ্ছা জানাচ্ছি এবং এরই সাথে সাথে আপনি এবং আপনার পরিবারের সবার জন্য পান্না ভাত আর ইলিশ মাছ পাঠালাম। তাই পরিবারের সবাই মিলে খুব মজা করে খাবেন এবং ভাল থাকবেন সবসময় এই শুভ কামনায় ; ---- মাসুম ইবনে মুসা  কথোপকথন ১৮:১৮, ১৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
জীর্ণ শীর্ণ পুরনো সব ভেসে যাক নতুনত্বের স্রোতে... নতুন বছরে আপনার জীবন হয়ে উঠুক হাজার রঙে রঙ্গিন, আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। --হেমায়েত (আলাপ) ১১:৫৫, ১৬ এপ্রিল ২০১৪ (ইউটিসি)== অভিনয় প্রতিভাউত্তর দিন

রিয়াজ নিবন্ধে "অভিনয় প্রতিভা" অনুচ্ছেদ সম্পাদনা

ফয়জুল ভাই, রিয়াজ নিবন্ধে অভিনয় প্রতিভা'র যে অনুচ্ছেদটি লিখেছেন তা সত্যিই প্রসংসার দাবিদার। কিন্ত আমি প্রথমে এটি দেখিনি, আর তাই মূল্যায়ন নামে অন্য একটি অনুচ্ছেদ যুক্ত করেছি। যদিও একটির সাথে অন্যটির কোনো মিল নেই, তবুও মূল্যায়ন অনুচ্ছেদের তথ্যসহ কিছু বক্তব্য অভিনয় প্রতিভা অনুচ্ছেদে যুক্ত করে মূল্যায়ন অনুচ্ছেদটি মুছে ফেলা যায় কিনা অনুগ্রহ করে একটু দেখবেন কি? ধন্যবাদ --হেমায়েত (আলাপ) ১২:৩৯, ২৬ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

শির:নাম হিসাবে "মূল্যায়ন" অধিকতর উপযুক্ত মনে হচ্ছে। একীভূতকরণের দায়িত্বটি আপনি পালন করলেই সর্ব্বোত্তম হয়। পরবর্তীতে অবশ্যই আমরা তা পড়বো। --Faizul Latif Chowdhury (আলাপ) ১৪:৩৩, ২৬ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলাদেশ এয়ার ফোর্স একাডেমী সম্পাদনা

নিবন্ধটি পুরোটাই বট-এর সাহায্যে অনুবাদ করেছিলেন। তবে এটি দেখলাম অনেকদিন পূর্বে করেছিলেন তাই সম্ভবত ওটা চোখের আড়ালে পড়ে গিয়েছিল। এবং আপনার এখনকার ক্যাপাবিলিটি নিয়ে আমার কোন সন্দেহ নেই। সময় পেলে একটু নিবন্ধটি বড় করে দিবেন। আর রিয়াজ নিবন্ধ সময়মত দেখতে পারছি না বলে লজ্জিত, তবে রিয়াজ নিবন্ধটিতে কয়েকদিনের জন্য ইডিট না করলে ভালো হয়, তাহলে পর্যালোচনা করতে সুবিধে হবে। যেমন, যে পর্যন্ত পর্যালোচনা করেছিলাম, এখন দেখি তা আবার চেঞ্জ হয়ে গেছে। ভালো থাকবেন।--যুদ্ধমন্ত্রী আলাপ ২২:৫৩, ১৪ জুন ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

File:Belal Ahmed.jpg সম্পাদনা

আপনার আপ করা এই ছবিটি বিভিন্ন মিডিয়ায় ব্যবহার করা হয়েছে। File talk:Belal Ahmed.jpg--যুদ্ধমন্ত্রী আলাপ ২০:০৭, ১৮ আগস্ট ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

চমৎকার কাজ সম্পাদনা

প্রিয় হেমায়েত ভাই চলচ্চিত্র নিয়ে আপনি চমৎকার কিছু নিবন্ধ তৈরী করেছেন। আপনারা এই যাত্রা সম গতিতে চলতে থাকুক এটাই আমাদের প্রত্যাশা। ফেদৌ (টক শো) ১৫:০৭, ১০ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পাদনা

সুধী, বাংলা উইকিপিডিয়ায় অবদানের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনি নিশ্চই জানেন, উইকিপিডিয়ার প্রায় সকল লেখা বা অন্যান্য মিডিয়া ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক লাইসেন্সের আওতাভুক্ত। সম্প্রতি একটি আলোচনার মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, আমরা না জেনেই উক্ত লাইসেন্সের একটি ধারা লঙ্ঘন করে যাচ্ছি। আমরা প্রায় সময়ই ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করে বাংলাতে যুক্ত করে থাকি। লাইসেন্স-এর শর্তানুসারে, কোন কিছু অন্য উইকিমিডিয়া প্রকল্প থেকে অনুবাদ করলে মূল প্রকল্পের লেখকদের স্বীকৃতি প্রদান করতে হয়। আমরা ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করলেও ইংরেজি উইকিপিডিয়ার লেখকদের স্বীকৃতিপ্রদান করি না অনেক সময়ই। যারা বিশেষ:ContentTranslation ব্যবহার করে অনুবাদ করেন, তাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃতি প্রদান হয়ে যায়। যারা ম্যানুয়ালি অনুবাদ করেন, তারা খুব সহজেই নিচের যেকোন একটি পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে স্বীকৃতিপ্রদান করতে পারেন:

  • নিবন্ধ তৈরির সময় সম্পাদনা সারাংশে লিখুন অমুক উইকিপিডিয়ার অমুক নিবন্ধের অনুবাদ। যেমন, ইংরেজি থেকে নিবন্ধ অনুবাদ করলে সারাংশে লিখবেন, [[:en:ইংরেজি নিবন্ধের নাম]] থেকে অনুবাদ। নিবন্ধ তৈরির সময় একবার সারাংশে এটি উল্লেখ করলেই চলবে।
  • অথবা, সংশ্লিষ্ঠ নিবন্ধের আলাপ পাতায় {{অনূদিত পাতা}} টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। উদাহরণ হিসেবে দেখুন, আলাপ:২০০৩ বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

এখন থেকে বাংলা উইকিপিডিয়ার সকল সম্মানিত ব্যবহারকারীগণকে এই স্বীকৃতিপ্রদানের চর্চা করার অনুরোধ করছি। একইসাথে যেহেতু এটা সম্পর্কে একটি নতুন নীতিমালা তৈরি করতে হবে সুতরাং আমরা আপনাকে উইকিপিডিয়া:উইকিপিডিয়ার অভ্যন্তরে অনুলিপি করা পাতাটির অনুবাদে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। কোন প্রশ্ন থাকলে আলোচনাসভায় বার্তা রাখার অনুরোধ করছি। আপনার সম্পাদনা আনন্দময় হোক। ধন্যবাদ।

বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষে,
নাহিদ (আলাপ) ও আফতাব (আলাপ)
বৃহস্পতিবার ১৫:০০, ০৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণ সম্পাদনা

সুধী,
শুভেচ্ছা নেবেন। অতি সম্প্রতি সম্প্রদায়ের আলোচনাসভায় বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণ ও নীতিমালা বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনাটি শেষ হবে আগামী ২৯শে মার্চ। উক্ত বিষয়ে আপনার সুচিন্তিত মতামত জানানোর অনুরোধ করছি। ধন্যবাদ। --নাহিদ সুলতান (আলাপ) বুধবার ৭:২৪, ০২ মার্চ ২০১৬ (ইউটিসি)

উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :) সম্পাদনা

সুপ্রিয় Hemayet,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।

কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন সম্পাদনা

 

সুপ্রিয় Hemayet,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান সম্পাদনা

সুপ্রিয় Hemayet,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন