প্রলয়স্রোত

২৫ জুলাই ২০১৬ তারিখে যোগ দিয়েছেন

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Abazizfahad (আলোচনা | অবদান) কর্তৃক ০৯:৪৭, ১৫ আগস্ট ২০২৩ তারিখে সম্পাদিত হয়েছিল (সাধারণ বিজ্ঞপ্তি: অগঠমূলক সম্পাদনা দেলাওয়ার হোসাইন সাঈদী পাতায়।)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।


সাম্প্রতিক মন্তব্য: Abazizfahad কর্তৃক ৮ মাস আগে "আগস্ট ২০২৩" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

 
এই সাহায্যের আবেদনটির উত্তর প্রদান করা হয়েছে। আপনার যদি আরও সাহায্যের প্রয়োজন হয়, তবে আপনি আপনার আলাপ পাতায় আরেকটি প্রশ্ন করতে পারেন, অথবা আপনি সাহায্যকারী ব্যবহারকারীর আলাপ পাতায় সরাসরি প্রশ্ন করতে পারেন।

১)আমি আজকেই প্রথম। আমার আগ্রহ বিজ্ঞান ভিত্তিক বিষয়গুলো নিয়ে তাই আমি মায়োসিস নিয়ে প্রথমে একটি নিবন্ধ তৈরী করি। কিন্তু কিছুক্ষণের মধ্যে ব্যক্তিগত আক্রমণের অভিযোগে আমাকে সেখানে লিখতে দেওয়া হচ্ছে না। এতে করে মায়োসিস নিয়ে নিবন্ধটা নিয়ে এর চেয়ে বেশি লিখতেও পারছি না। আমি কী জানতে পারি জীববিজ্ঞানের সেলেখায় অন্ধ আক্রমণটা কোথায় ছিল? ২) এন্ড্রয়েড থেকে রেফারেন্স দেওয়ার জন্য বহিঃস্থ লিঙ্ক কিভাবে সংযোজন করব? Fahim fanatic (আলাপ) ২০:০৭, ২৫ জুলাই ২০১৬ (ইউটিসি) Fahim fanatic Fahim fanatic (আলাপ) ২০:০৭, ২৫ জুলাই ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

@Fahim fanatic: আপনাকে কে কিভাবে বাধা দিয়েছে তা বোধগম্য নয়। নিবন্ধটি আপনি ও একটি আইপি ছাড়া কেউ সম্পাদনা করেনি এবং কেউ আপনাকে বার্তাও দেয়নি। তবে আপনি যে নিবন্ধ তৈরি করেছেন তা পূর্ব থেকেই উইকিতে রয়েছে মিয়োসিস নামে। তাই মেয়োসিস কে মিয়োসিস- এ পুনর্নিদেশ করা হল। আপনি চাইলে মিয়োসিস নিবন্ধটি সম্প্রসারণ করতে পারেন। এর জন্য Meiosis এখান থেকে অনুবাদ করতে পারেন। অথবা অন্য কোন সোর্স থেকেও তথ্য সংগ্রহ করতে পারেন, তবে কোন বই, জার্নাল বা ওয়েবসাইট থেকে লেখা হুবহু কপি করবেন না, তা কপিরাইট লঙ্ঘনের আওতায় পড়ে। দ্বিতীয়ত যদি কোন নিবন্ধে বহিঃসংযোগ ট্যাব না থাকে তবে সবার নিচে ==বহিঃসংযোগ == এভাবে দিয়ে এর নিচে লিংক যোগ করতে হবে।কায়সার আহমাদ (আলাপ) ০০:৫৬, ২৬ জুলাই ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

প্রসঙ্গ বিবর্তন বিরোধিতা

সুপ্রিয় ফাহিমভাই

আপনি ‎বিবর্তন বিরোধীতা নামক যে নিবন্ধটিতে হাত দিয়েছেন, সে'কারণে আপনাকে প্রথমেই সাধুবাদ জানাই। তবে কয়েকটি বিষয়ের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। ভালো অনুবাদ তাকেই বলে, যা পড়ে অনুবাদ বলে বোঝা যায় না, বরং কোনও মৌলিক লেখা মনে হয়। আপনাকে আপনার নিজের অনুবাদটিই আরেকবার পড়ে দেখার অনুরোধ করবো। সত্যি সত্যিই কি তা স্বাভাবিক বাংলা হয়েছে? আপনার নিজের কী মনে হয়? একটা উদাহরণ দিই। আপনার অনুবাদের প্রথম লাইনটিই হল, "সেসময় থেকে বিভিন্ন ধরনের সমালোচনা এসেছিল ধর্মীয় জায়গা থেকে বিজ্ঞান সংস্থার তুলনায়।" সেসময় ! কোন্‌সময়? সমালোচনা এসেছিল - কিসের সমালোচনা? অন্তত এই প্রশ্নদু'টির উত্তর আগেই না পাওয়া থাকলে, বাক্যটির তো কোনও মানেই দাঁড়ায় না।

আসলে এইসব ক্ষেত্রে যদি ভালো অনুবাদ করতে চান, প্রথমে যাকে অনুবাদ করতে চান, সেটা বারবার পড়ুন। সেখানে আদতে কী বলতে চাওয়া হচ্ছে তা ভালো করে বুঝে নিন। এরপর বিষয়টি বাংলায় ভেবে নিয়ে, তারপরে নিজের ভাষায় লিখুন। লেখবার সময় অক্ষর ধরে ধরে অনুবাদের চেষ্টা করবেন না। ক'দিন একটু এভাবে অভ্যাস করুন। দেখবেন আপনার অনুবাদের কতটা উন্নতি ঘটেছে।

আশা করবো আপনি দ্রুত আপনার লেখার উন্নতি করতে সক্ষম হবেন ও উইকিপিডিয়ায় সার্থক অবদান রাখতে পারবেন। আন্তরিক শুভেচ্ছা রইলো। --Arindam Maitra (আলাপ) ১৭:৪৬, ২৮ জুলাই ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

বিবর্তন বিরোধিতা অনুবাদ প্রসঙ্গে

সুপ্রিয় Fahim fanatic, বিবর্তন বিরোধিতা পাতাটি অনুবাদ শুরু করায় আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যেই আপনার অনুবাদের ব্যাপারে একজন বার্তা রেখেছে সেই সাথে যোগ করতে চাই, দয়া করে যান্ত্রিক অনুবাদ করবেন না। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি আপনার অনুবাদটিকে সাবলীল বাংলায় নিয়ে আসতে কিন্তু কোন কোন ক্ষেত্রে এতটাই জগাখিচুড়ী পাকিয়ে গিয়েছে মূল বক্তব্য বোঝা সম্ভব হচ্ছে না। দয়া করে সময় নিয়ে বুঝে বুঝে অনুবাদ করুন। যেকোন প্রশ্নে আমার আলাপ পাতায় প্রশ্ন রাখতে পারেন। ধন্যবাদ। S Shamima Nasrin (আলাপ) ০৪:২৪, ১৭ আগস্ট ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি বিড়ালছানা!

 

বাংলা উইকিপিডিয়ায় অনুবাদমূলক পরিশ্রমী সম্পাদনার জন্য আমার তরফ থেকে একটি ছোট্ট উপহার। যদিও নিবন্ধগুলোর আকার একটু বড় হলে আরও ভালো হতো।

রসু (আলাপ · অবদান · ইমেইল) ১৩:৩১, ১০ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

চাইলে নিচের এই দুটি নিবন্ধ অনুবাদে সাহায্য করতে পারেনঃ-

রসু (আলাপ · অবদান · ইমেইল) ১৪:০৭, ১০ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

অসংখ্য ধন্যবাদ। Fahim fanatic (আলাপ) ১৩:৩৫, ১১ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে অবরুদ্ধ করা হয়নি!

আপনাকে অবরুদ্ধ করা হয়নি। আমি নিবন্ধের শিরোনাম পরিবর্তন করায় হয়তো আপনি সম্পাদনা করার পর সংরক্ষণ করতে পারেন নি অথবা সম্পাদনা দ্বন্দ্ব হওয়ার কারণে উইকি সফটওয়্যার আপনাকে সম্পাদনা সংরক্ষণ করতে দেয়নি। আপনার কাজে ব্যাঘাত ঘটলে আমি দুঃখিত। আপনার সম্পাদনা কপি করে এরপর আপনাকে পৃষ্ঠাটি পুনঃলোড করতে অনুরোধ করছি। --আফতাব (আলাপ) ১৬:৫৯, ১৩ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

এক্সকিউ২৮ নিবন্ধ প্রসঙ্গে দুটি কথা

জনাব ফাহিম, উল্লিখিত নিবন্ধটি ব্যাপকভাবে প্রযুক্তিগত/কারিগরি পরিভাষায় ভরপুর। আমি যথেষ্ট চেষ্টা করেছি প্রাঞ্জলভাবে অনুবাদ করতে। তবে একধরনের যান্ত্রিকতা থেকেই গেছে। সাধারণত খাটি বৈজ্ঞানিক বিষয়ে লিখিত, বিশেষত, জিনেটিক এবং মাইক্রোবায়োলজি শাখার নিবন্ধগুলো বাংলায় অনুবাদ করলে আপনা থেকেই কেমন যেন তিক্ত স্বাদ চলে আসে। তবে প্রথম প্রথম সহজবোধ্য নিবন্ধ দিয়েই অনুবাদের অভ্যেসটা শুরু করা উচিৎ। আর অনুবাদের ক্ষেত্রে পাঠক যেন বুঝতে পারে সেটাও মাথায় রাখা উচিৎ। বাংলা উইকিতে বৈজ্ঞানিক নিবন্ধের স্বল্পতার এটিও অন্যতম কারণ। বিজ্ঞানের ধারে কাছেও লোকে আসতে চায় না, স্বেচ্ছায়তো নয়ই। আশা করি বুঝতে পেরেছেন। এবার কাজের কথায় আসি;

  • অনুবাদ টুলটির কয়েকটি ত্রুটি আমি শনাক্ত করেছি। আপনি যদি অনুবাদ টুল ব্যবহারের পর টেমপ্লেট নিয়ে সমস্যায় পরে থাকেন তাহলে অবশ্যই এই আলোচনাটি একবার দেখে নিন। উপকৃত হবেন।

--রসু (আলাপ · অবদান · ইমেইল) ১১:৪৬, ১৫ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আবার একটু বিরক্ত করলাম...

জনাব, ফাহিম,
প্রথমেই বিবর্তন বিরোধীতা বিষয়ক নিবন্ধটিতে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তবে আপনি হয়ত লক্ষ করে থাকবেন যে, ঐ নিবন্ধে ব্যবহৃত একাধিক টেমপ্লেট ইংরেজি ভাষাতেই রয়ে গেছে। আমি টেমপ্লেটগুলি বাংলায় রূপান্তরের একটি উদ্যোগ গ্রহন করেছি। ঐ নিবন্ধের সাথে সম্পর্কিত কোন কোন টেমপ্লেট বাংলায় রূপান্তর প্রয়োজন তা যদি অনুগ্রহ করে জানাতেন তাহলে খুব উপকৃত হোতাম। টেমপ্লেট রূপান্তরের দরূণ নিবন্ধের গঠনশৈলিতে কিছু অনাকাঙ্খিত পরিবর্তন দেখা যেতে পারে। তাই আপনাকে আগেভাগেই জানিয়ে রাখলাম। আর, যেকোন মন্তব্য জানাতে আমার আলাপ পাতায় লিখতে দ্বিধাবোধ করবেন না।
একটু বিরক্ত করলাম, কিছু মনে করবেন না। ধন্যবাদ। -রসু (আলাপ · অবদান · ইমেইল) ১৭:৫৯, ২৩ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

@Fahim fanatic:সাড়াদানের জন্য আপনাকে ধন্যবাদ। কিছু মনে করবেন না, তবে গুরুত্বপূর্ণ ও জটিল টেমপ্লেট তৈরির সময় বাংলা উইকিতে অভিজ্ঞ সম্পাদক কিংবা প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করা উচিৎ। অনেকেই ইংরেজি থেকে কপি পেস্ট করে একই ইংরেজি শিরোনামে টেমপ্লেট তৈরি করে থাকে। যেমনটি আপনি করেছেন। এই আচরণটি অনুচিত বলে গণ্য না হলেও, সাধারণত অনুৎসাহিত করা হয়ে থাকে। সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা আশা করি, যে সম্পাদক তার মৌলিক অধ্যাবসায় কাজে লাগাক। এই আরকি। এবার কাজের কথায় আসি:
  • ব্যবহারকারীদের মধ্যে অনেকেরই উইকি মার্কাপ সম্পর্কে পর্যাপ্ত ধরণা না থাকার কারণে লাল লিংকযুক্ত এবং আরও অন্যান্য ত্রুতিযুক্ত টেমপ্লেট তৈরি করে থাকে। অন্য উইকিপিডিয়া থেকে আমদানি করা টেমপ্লেটগুলো অনেকসময়ই বাংলা উইকির গঠনশৈলির সাথে সাযুজ্যপূর্ণ হয়না। মোটকথা, বেমানান দেখায়। তাছাড়া, বাংলাভাষি পাঠকেরা যখন বিবর্তন বিরোধিতা নিবন্ধটি পড়বে তখন টেমপ্লেটগুলোও বাংলা ভাষাতেই দেখতে চাইবে। উপরন্তু, মার্কাপ ভাষায় সম্পাদনার জটিলতা পরিহারের জন্য অনেকেই এই টেমপ্লেট ত্রুটিগুলো সংশোধনে প্রয়াসি হয় না। ফলে একবার তৈরি হয়ে গেলে, ত্রুটিগলো ওমনিই পড়ে রয়।

আমার পরামর্শগুলো নিম্নরূপ:

  • আপনার তৈরিকৃত টেমপ্লেট:Life timeline এর শিরোনাম হওয়া উচিৎ ছিল {{টেমপ্লেট:জীবনের কালরেখা}}। যেহেতু, টেমপ্লেটটি আপনি তৈরি করেছেন তাই সেটা {{টেমপ্লেট:জীবনের কালরেখা}} শিরোনামে স্থানান্তরের জন্য কেবল আপনিই প্রশাসকদের অনুরোধ করতে পারবেন।
  • তাছাড়া, আপনি হয়ত খেয়াল করে থাকবেন যে, টেমপ্লেট:Human timeline, যেটি আমার তৈরি করা সেটি আমি ইতোমধ্যে বাংলায় রূপান্তরিত করে ফেলেছি। আর, টেমপ্লেট:Life timeline টেমপ্লেটটি বাংলায় রূপান্তরের জন্য আপনার অনুমতি চাচ্ছি।

উইকি মার্কাপ কিভাবে ব্যবহার করবেন, সে সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য এই নিবন্ধটি এবং এই নিবন্ধটি পড়ে দেখতে পারেন। এখানে, টেমপ্লেট তৈরি করার জন্যেও নির্দেশনা রয়েছে। ভালো থাকবেন। রসু (আলাপ · অবদান · ইমেইল) ১৮:৪০, ২৫ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

এমনিই কথা

@ফাহিম ফ্যানাটিক ভাই, আপনি উইকিপিডিয়াতে খুবই ভালো ভালো নিবন্ধ তৈরী করছেন, অনেক অনেক ধন্যবাদ, আমি ফ্রান্সে সমকামীদের অধিকার নামে একটি পাতা তৈরী করেছি, দেখুন তো কেমন হয়েছে। বিশাল খান (বার্তা) ১০ঃ২৭, ২০ জানুয়ারী ২০১৭ (ইউটিসি)


আপনার তৈরি একেশ্বরবাদ সম্পর্কে হিন্দু শাস্ত্র নিবন্ধটি গৃহীত হয়েছে

সুপ্রিয় Fahim fanatic,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি একেশ্বরবাদ সম্পর্কে হিন্দু শাস্ত্র নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - যুদ্ধমন্ত্রী আলাপ, বুধবার ১৫:০৭, ০১ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭

সুপ্রিয় Fahim fanatic,
উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭-এ অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি প্রতিযোগিতা শেষ হওয়ার পর অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে পুরস্কার ডাকযোগে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে, সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ফর্মে সরবরাহ করা আপনার ইমেইল ঠিকানা অনুসারে আপনার সাথে যোগাযোগ করা হবে। যদি আপনি ইতিমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন তাহলে দয়া করে দ্বিতীয়বার করবেন না (করলে আমাদের কাজ অনেক বৃদ্ধি পাবে)। ধন্যবাদ।

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭ আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
শনিবার ১৮:৫৪, ১১ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আপনার তৈরি বাংলাদেশী মার্কিনী নিবন্ধটি গৃহীত হয়েছে

সুপ্রিয় Fahim fanatic,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি বাংলাদেশী মার্কিনী নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - Ibrahim Husain Meraj (আলাপ), মঙ্গলবার ১৯:৪৩, ১৪ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :)

সুপ্রিয় Fahim fanatic,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।

কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন


আপনার তৈরি ডাকাতি নিবন্ধটি গৃহীত হয়েছে

সুপ্রিয় Fahim fanatic,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি ডাকাতি নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - Foysol (আলাপ), শনিবার ১৭:৩৮, ০৮ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন


আপনার তৈরি দ্য ফিঙ্গার নিবন্ধটি গৃহীত হয়েছে

সুপ্রিয় Fahim fanatic,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি দ্য ফিঙ্গার নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - মৈত্রী (আলাপ), রবিবার ২০:২৩, ১৬ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক!

  দলগত কাজের পদক
সুপ্রিয় প্রলয়স্রোত,

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭-এ অংশগ্রহণের জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রতিযোগিতায় অংশ নিয়ে নতুন নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃ্দ্ধকরণে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। -নাহিদ সুলতান (আলাপ) মঙ্গলবার ৯:৪৭, ৩০ এপ্রিল ২০২৪ (ইউটিসি)

ধন্যবাদ নাহিদ ভাই, নিশ্চয়ই উইকিতে আমি আরো অবদান রাখার চেষ্টা করব Fahim fanatic (আলাপ) ১৬:৪২, ২৩ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ অনুবাদের প্রস্তাব

সুপ্রিয় ফাহিম, আপনার কাছে en:Intersex medical interventions নিবন্ধটি অনুবাদের প্রস্তাব জানাচ্ছি। ধন্যবাদান্তে, শরীফ (আলাপ) ০৭:০৮, ১৩ মে ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

শরীফ ভাই, আপনার এই অনুরোধের জন্য ধন্যবাদ। আমি এই মুহুর্তে en:Causes of sexual violence নামে একটি নিবন্ধ করছি, এবং আরো কিছু নিবন্ধ প্রক্রিয়াধীন পর্যায়ে আছে( আমার প্রোফাইল থেকে দেখে নিতে পারেন)। তবে ভবিষ্যতে অন্য যেসব নিবন্ধ অনুবাদ করার পরিকল্পনা আমি করেছি, তাদের মধ্যে এই নিবন্ধটিকে অবশ্যই আমি অগ্রাধিকার দিব। Fahim fanatic (আলাপ) ১৫:০৬, ১৫ মে ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

শরীফ ভাই, প্রথমেই নিজের ব্যর্থতার কথা বলি, আমি পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী, বায়োলজির নই। তাই বায়োলজি বেস নিবন্ধ করলেও আমি মোটামুটি পপ সায়েন্স বেস বায়োলজির অংশই করি। আপনার অনুরোধকৃত নিবন্ধটি আগাগোড়া পুরোটাই বায়োলজি, তারপর আবার মেডিক্যাল সম্পর্কীয়। একারণে অনুবাদ করতে গিয়ে আমার মনে হয়েছে, অনেক অংশে আমার ভুল হতে পারে। প্রসঙ্গত এ নিবন্ধের সাথে আন্তঃসংযোগকৃত আরো অনেক নিবন্ধ্ব ইংরেজিতে উপলব্ধত থাকলেও বাংলাতে অনুবাদ নেই। ফলে মেডিক্যাল বেস সেসব শব্দগুলো(আলাদা করে ব্রাকেটে) পাঠককে বুঝানো নন মেডিক্যাল স্টুডেন্ট হিসেবে আমার জন্য একটু সমস্যার হয়ে যাবে। তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও আপনার অনুরোধ বিনয়ের সাথে প্রত্যাখান করছি। আপনি বায়োলজি বেস অন্য কোনো নিবন্ধ দিয়ে দেখতে পারেন। নিখাদ বায়োলজি বেস নিবন্ধ আশা করি করতে পারব। ধন্যবাদ বিঃদ্রঃ কিছুদিন আগে উইকি প্রতিযোগীতায় বেশ কিছু মেডিক্যাল স্টুডেন্টকে আমি অংশ নিতে দেখেছি। আপনি তাদের মধ্যে কাওকে অনুরোধ করে দেখতে পারেন। Fahim fanatic (আলাপ) ১৪:৩০, ২৪ জুন ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

বিড়ালছানা!

 

HI .YOUR WRITINGS ARE SO BEAUTIFUL.

JULIYET** (আলাপ) ১৫:০৭, ২১ মে ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ জুলিয়েট, আমার অনুবাদ আপনার ভালো লেগেছে জানতে পেরে, ভালো লাগলো। এধরনের উচ্ছ্বসিত মন্তব্যগুলোই আমাদের মত সাধারণ উইকিপিডিয়ানদের উইকির প্রতি আরো দায়িত্বশীল করে তুলে। Fahim fanatic (আলাপ) ১৯:২২, ২১ মে ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

বিড়ালছানা!

 

HI .YOUR WRITINGS ARE SO BEAUTIFUL.

JULIYET** (আলাপ) ১৫:০৭, ২১ মে ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ইদ মোবারক

 
এই ইদ আপনার এবং আপনার পরিবারের সদস্যবৃন্দের জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ইদ মোবারক :) -মেরাজ (আলাপ) ১১:০৬, ২৬ জুন ২০১৭ (ইউটিসি) উত্তর দিন

Origins of Life and Evolution of Biospheres

প্রিয়, আপনার সাম্প্রতিক Origins of Life and Evolution of Biospheres নিবন্ধটি ইংরেজি শিরোনামে থাকায় আমি তা বাংলাতে স্থানান্তর করেছি। নিবন্ধ সম্পাদনা বিষয়ে আপনি যদি পরীক্ষা মূলক সম্পাদনা করতে চান, তাহলে "খেলাঘর" ব্যবহার করতে পারেন। আপনার সম্পাদনা শুভ হোক   Arian Writing আলাপ ১৫:৩৫, ৪ আগস্ট ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

তথ্যছক অনুবাদ

আজকের আপনার করা কয়েকটি নিবন্ধে দেখলাম তথ্যছক অনুবাদ করেননি। ওগুলি অনুবাদ করেন; অনুবাদ না করলে তথ্যছক মুছে ফেলুন বা নিবন্ধে লুকিয়ে রাখুন। ধন্যবাদ আফতাব (আলাপ) ২০:৪০, ৪ আগস্ট ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

Journal-এর বাংলা হিসেবে দয়া করে সাময়িকী ব্যবহার করুন। বাংলা উইকিতে এটি ব্যবহার হয়ে আসছে। অভিধানের এর বাংলা সাময়িকী আছে। --আফতাব (আলাপ) ১৪:৪৪, ৬ আগস্ট ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
@Aftabuzzaman: journal শব্দটির বাংলা অর্থ অভিধানে; দৈনিক সংবাদপত্রও করা হয়েছে। সাময়িকীর অর্থ বাংলা একাডেমীর বাংলা থেকে বাংলা অভিধানে করা হয়েছে: নিত্য নৈমিত্তিক ঘটনার প্রকাশ। এই অর্থ গুলো কোনোভাবেই ইংরেজিতে জার্নাল বলতে যা বুঝায়, সে অর্থকে প্রতিনিধিত্ব করে না। জার্নালে যে আর্টিকেলগুলো লিখা হয়, সেগুলো লক্ষ বছরের পুরাতন বিষয় নিয়েও লেখা হতে পারে। একটা জার্নালের আর্টিকেল কখনোই সংবাদপত্রের উপরে নির্ভর করে না, কিন্তু সংবাদপত্র গুলোকে সময়ে সময়ে জার্নালের উপর নির্ভর করতেও হতে পারে। জার্নালে আর্টিকেলগুলো বিষয়ভিত্তিক শিক্ষার্থী বা বিশেষজ্ঞরাই লিখে থাকেন, সুনির্দিষ্ট জার্নালে সুনির্দিষ্ট বিষয়ে লিখা হয়, কিন্তু সাময়িকীতে সময়ে ঘটা সব বিষয়ে লিখা থাকতে পারে। তাই জার্নালের অর্থ সাময়িকী করে, এর মান নিচের দিকে নেমে যাচ্ছে কিনা, সে বিষয়টা বিবেচনা করার অনুরোধ রইলো। আমি ব্যক্তিগতভাবে জার্নালের অর্থ সাময়িকী করার বিরোধী, তারপরেও যদি এর পারিভাষিক অর্থ না করে, আভিধানিক অর্থ করার পক্ষে আপনারা থাকেন, আমি তা প্রস্তাবিত অর্থ দিয়ে পাল্টে দিব। Fahim fanatic (আলাপ) ১৫:৩৩, ৬ আগস্ট ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
Journal/সাময়িকীতে কিন্তু লক্ষ বছর আগের লেখা প্রকাশিত হয় না বরং লক্ষ বছর আগের বিষয় নিয়ে সমসাময়িক প্রকাশিত গবেষণা/লেখা প্রকাশিত হয়। প্রয়োগভেদে বাংলায় সাময়িকীর বিভিন্ন অর্থ হতে পারে আপনি যা বলেছেন, আপনি ইংরেজির অর্থ ধরেন সেখানেও এর অনেকগুলি অর্থ আছে। এর অর্থ নির্ভর করে এর ব্যবহারের উপর। ইংরেজি জার্নাল যদি একাডেমিক অর্থে ব্যবহৃত হয় তাহলে এর অর্থ একটি কিন্তু যদি newspaper/periodical অর্থে অর্থে ব্যবহৃত হয় তাহলে এর অর্থ আরেকটি। বাংলাও ব্যপাটি একই। সবচেয়ে বড় কথা আমি বাংলায় একাডেমিক/বৈজ্ঞানিক অর্থে সাময়িকীর প্রচুর ব্যবহার দেখতে পাচ্ছি। বলার অপেক্ষা রাখে না নিবন্ধগুলিতে সাময়িকী কি অর্থে ব্যবহৃত হয়েছে তা নিবন্ধ দেখা মাত্রই উপলব্ধ করা সম্ভব। --আফতাব (আলাপ) ১৬:১০, ৬ আগস্ট ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

@Aftabuzzaman:: নিবন্ধের মাঝে জার্নাল শব্দের অর্থ হিসেবে সাময়িকী সংশোধনীটি আনা হলো। Fahim fanatic (আলাপ) ১৩:১২, ৮ আগস্ট ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য কিছু বাকলাভা!

  আমি একজন নাস্তিক। এস তুষার (আলাপ) ১৩:২১, ২৮ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

@এস তুষার: ভাই, আপনাকে স্বাগতম। আমি খুবই আনন্দিত হব যদি আপনি আমার সাথে যুগ্নভাবে আর্টিকেল অনুবাদে কাজ করেন। আপনি আমার মুল আর্টিকেল গুলো দেখতে পাবেন এখানে ব্যবহারকারী:Fahim fanatic/বিষয়ভিত্তিক নিবন্ধ Fahim fanatic (আলাপ) ১৪:৪১, ২৮ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ফাহিম ভাই, ধন্যবাদ। এস তুষার (আলাপ) ১৪:৪৩, ২৮ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

অপসারণ প্রস্তাবনা নিবন্ধ থেকে মুছে ফেলা

সুধী, দয়া করে কোন নিবন্ধ থেকে উন্মুক্ত অপসারণ প্রস্তাবনা মুছে ফেলবেন না। এটি নীতিমালা বিরোধী যা আপনি জসীম উদ্দিন মন্ডল নিবন্ধে করেছিলেন। আমি পুনরায় সেটি ফিরিয়ে এনেছি। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৪৫, ৬ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

তবে আপনি যেটা করতে পারেন তা হল: উক্ত আলাপে আপনার মতামত রাখা বা আপনি প্রস্তাবকারী হলে প্রস্তাব প্রত্যাহার করার কথা উক্ত আলোচনায় লিখে জানানো। আফতাব (আলাপ) ১২:১৭, ৬ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

কপিরাইট সতর্কতা

আরও একটি বিষয় উইকিপিডিয়াতে কোন ওয়েবসাইটের লেখা কপি করে যুক্ত করা যায় না। আপনি উপরের নিবন্ধটির ৮৬% তথ্য এই লিংক থেকে সরাসরি কপি করেছেন। দয়া করে এটি করবেন না। উইকিপিডিয়াতে এটি খুবই সিরিয়াসলি নেওয়া হয় এবং বারংবার কপিরাইট লঙ্ঘনকারীদের সম্পাদনায় বাধা প্রদান করা হয়।--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৫৮, ৬ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ :@Aftabuzzaman: এবং :@NahidSultan:; বিষয়টি আমাকে অবহিত করার জন্য। আমি ভেবেছিলাম উক্ত নিবন্ধটির উইকিতে থাকার যথেষ্ট উল্লেখযোগ্যতা আছে, তাই অপসারণ প্রস্তাবনা অপ্রয়োজনীয়। কিন্তু প্রশাসক প্যানেল থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় উপযাচক হয়ে আমিই, টেম্পলেট টি মুছে দিয়েছি। আপনারা কপিরাইটের প্রসঙ্গ উথ্থাপন করেছেন, আমি বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন নিবন্ধ অনুবাদ করতে গিয়ে দেখেছি, ইংরেজি উইকিপিডিয়ান রা যখন কোনো তথ্য পিয়ার রিভিউড আর্টিকেল থেকে নিচ্ছেন, তারা সেই তথ্যটি আর্টিকেলের এবস্ট্রাক্ট(সারসংক্ষেপ) থেকে হুবহু তুলে দেন। আমি বাংলাদেশের প্রথম সারীর গণমাধ্যমের তথ্যই উইকিতে উল্লেখ করেছি, সম্পুর্ণভাবে রেফারেন্স সহ। তাহলে ঠিক কিভাবে কপিরাইট লঙ্ঘন হচ্ছে, বিষয়টা আমার কাছে পরিস্কার নয়। Fahim fanatic (আলাপ) ১৩:২৪, ৬ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

যদি কোন তথ্য ইংরেজি উইকিপিডিয়ানরা সরাসরি কপি করে থাকেন অন্য মাধ্যম থেকে সেক্ষেত্রে হয় তথ্যটি পাবলিক ডোমেইন লাইসেন্সে রয়েছে অথবা তিনি নিশ্চিতভাবেই কপিরাইট লঙ্ঘন করছেন। এবার আসি তথ্য কপি করে উইকিপিডিয়াতে রেফারেন্স সহ দিলে কিভাবে কপিরাইট লঙ্ঘন হয়। উইকিপিডিয়ার সব লেখা ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন/শেয়ার-আলাইক লাইসেন্সের আওতাভুক্ত এই লাইসেন্সের একটি শর্ত হলো, আপনি চাইলে এই লাইসেন্সে প্রকাশিত কোন তথ্য বানিজ্যিক উদ্দেশ্যে বিক্রি করে দিতে পারবেন। এবার ধরুন, আমি প্রথম আলো থেকে ক্রিকেটের ইতিহাস নিয়ে লেখা একটি সংবাদ কপি করলাম ও প্রথম আলোকে সোর্স হিসেবে ব্যবহার করে সেটি উইকিপিডিয়ার “ক্রিকেটের ইতিহাস” নিবন্ধে যুক্ত করে দিলাম। এবার ধরুন, আফতাব সাধারণ একজন পাঠক এবং সে চিন্তা করলো, ক্রিকেটের ইতিহাস নিয়ে সে একটা বই বের করে বিক্রি করবে। চিন্তা অনুসারে সে দেখতে পেলো উইকিপিডিয়ার তথ্যগুলো ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স তারমানে সে যদি শুধুমাত্র কৃতিত্ব দেয় তাহলেই সে এখান থেকে তথ্য নিয়ে শুধুমাত্র “উইকিপিডিয়া থেকে নেওয়া” এরকম একটা কথা তার বইয়ে যুক্ত করে দিয়ে বাজারে ছেড়ে দিল। এবার, মূল লেখা প্রথম আলোর, আইনগতভাবে প্রথম আলোর সবকিছু কপিরাইটকৃত তারমানে সেগুলো বিক্রি করা আইনত দণ্ডনীয়। এবার এই শাস্তি বা দণ্ডের দায়ভার কার উপরে পরবে?
@NahidSultan:, বুঝলাম, ধন্যবাদ। কিন্তু আমার যতদুর মনে আছে, ওই নিবন্ধটিতে একটা শাখা ছিল, নানাবিধ সংগ্রাম নামে, সেখানে ৪৬ এর দাঙ্গায় তার ভূমিকা, খুদবিরোধী আন্দোলন, ৭১ এ অবদান, এই বিষয়গুলো উঠে এসেছিল। এই বিষয়গুলো কালের কন্ঠে তার সাক্ষাৎকার থেকেই আমি সংগ্রহ করেছি, আমার যতদুর মনে পরে, কথাগুলোকে আমি নামপুরুষ এবং ইনডিরেক্ট ন্যারেশনে ব্যক্ত করেছিলাম। এখন সেই সময়ের ঘটনায় তার অবদান সম্পর্কে অনলাইনে আর কোনো কথাই নেই। তাই এ বিষয়গুলো নিয়ে কাজ করতে হলে, কালের কণ্ঠের সেই সাক্ষাৎকারের উপরেই নির্ভর করতে হবে। তাঁর মৃত্যুতে প্রধান রাজনৈতিক দলগুলো কেন শোকবার্তা দিল, সেটা বুঝার জন্য সেই অংশগুলো উইকিতে থাকা জরুরী ছিল। কিন্তু বর্তমানে আপনারা যেভাবে পাতাটিকে রেখেছেন, এটা দেখে ৯৭ তম বছর বয়সী জসিম মণ্ডলের উল্লেখযোগ্য ঘটনার একটা নগ্ন কঙ্কাল ছাড়া; আর কিছু না বলেই প্রতীয়মান হয়। এটা সত্যি, আমি নিজে থেকে কিছু লিখি নাই, প্রায় পুরোটাই গণমাধ্যমের বক্তব্য, বিষয়টা ঠিক হলো কিনা, আমি আলোচনা পর্বে সাহায্য করুন ট্যাগ লাগিয়ে দিয়ে ও রেখেছিলাম, সেখানে আলোচনা সাপেক্ষেই আপনারা বলে দিতে পারতেন, এটার মানোন্নয়ন কিভাবে করা যায়, তা না করে আপনারা তো পুরো পরিশ্রম টাই পানিতে ফেলে দিয়েছেন।

সবার জন্য উন্মুক্ত গণমাধ্যমের তথ্য পরতে পরতে রেফারেন্স দিয়ে উল্লেখ করা সত্বেও যদি কপিরাইট আইন লঙ্ঘন হয়, তাহলে সত্যি আমি তা করেছি, কিন্তু শুধুমাত্র বাংলাদেশ প্রতিদিন থেকে ৮৬ শতাংশ তথ্য নিয়েছি, এটা রেফারেন্সগুলো ক্রসচেক না করে বলার সত্যতা সামিল করে। গুরুত্বপূর্ণ সাক্ষাৎাকারের চুম্বক অংশগুলো অপসারণ আমার কাছে উইকির স্লোগান, "কেমন হয় যদি সকল তথ্য এক জায়গায় সন্নিবেশিত থাকে" এর সাথে সাংঘর্ষিক বলেই মনে হয়েছে, ধন্যবাদ।

সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, কেও নন ফিকশন বই লিখতে গিয়ে যদি বলে দেয়, সে উইকি থেকে রেফারেন্স নিয়েছে, এটা তার ব্যর্থতা। কারণ উইকির রেফারেন্স বুঝা আর জানার জন্য ব্যবহৃত হয়, সেগুলো কোনোভাবেই একাডেমিক মহলে গ্রহণযোগ্য নয়। আর, পৃথিবীর তাবৎ গণমাধ্যমের তথ্যগুলো যে কোনো বাণিজ্যিক কাজে রেফারেন্স হিসেবে ব্যবহৃত হয়, ২০১৫ সালে যে ভদ্রমহিলা সাহিত্যে নোবেল পেয়েছেন, তিনিও মিডিয়ার তথ্য সরাসরি বইয়ে ব্যবহার করেছেন (রেফারেন্স হিসেবে)।৭১ নিয়ে কোনো গবেষণামুলক বই লিখতে গেলে, আমরা তাদের দেওয়া তথ্য রেফারেন্স দিয়েই সরাসরি উল্লেখ করবো, বা রাজাকারদের কার্যবিধি নিয়ে বই লিখতে গেলে সংগ্রাম পত্রিকার কিয়দাংশ সরাসরিই উল্লেখ করতে হবে, তাহলে সেগুলোও কি কপিরাইট লঙ্ঘন হবে???? Fahim fanatic (আলাপ) ১৫:২০, ৬ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আমি দুঃখিত আপনি কষ্ট করে নিবন্ধটি সাজিয়েছিলেন কিন্তু কপি করলে কিছু করার নেই এখানে যত ভালো বা গুরুত্ব নিবন্ধই থাকুন না কেন, আইনগত বিষয়ে আবেগের কোন স্থান নেই। আপনি কপিরাইটেড সোর্স থেকে যেকোন কিছু সরাসরি কপি করলেই সটো কপিরাইট লঙ্ঘন হবে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৪০, ৬ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন


@NahidSultan: ধন্যবাদ নাহিদ ভাই, বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। আমি ভবিষ্যতে নিজের ভাষায় অবদান রাখব। কিন্তু উক্ত নিবন্ধটির আমার করা কাজটা আমি এখন কিভাবে পাব??? সাধারণ হিস্ট্রী থেকে তো পাচ্ছি না। Fahim fanatic (আলাপ) ১৩:৪৫, ১১ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
ঐ সম্পাদনাগুলি লুকিয়া রাখা হয়েছে। ফলে কেউ ইতিহাস থেকে ঐ লেখাগুলি দেখতে পাবেন না। তবে আপনি চাইলে আপনার কাজের সুবিধার্থে উক্ত লেখাগুলি আমি আপনাকে ইমেইলে পাঠাতে পারি। --আফতাব (আলাপ) ১৭:৪৮, ১১ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
@Aftabuzzaman: ভাই, আমি ইমেইল নিশ্চিত করণ করেছি। Fahim fanatic (আলাপ) ১৮:১৩, ১১ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য এক গ্লাস বিয়ার!

  @ফাহিম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাংলা উইকিতে ভালো ভালো নিবন্ধ আনার জন্য। আমিও স্বপ্ন দেখি এক প্রগতিবাদী বাংলাদেশের। প্রতিভা মনির (আলাপ) ০৫:৪১, ৯ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

@প্রতিভা মনির:ভাই, আমি আপনার উইকিতে কাজ সম্বন্ধে কিছুটা অবগত আছি। আপনিও নিশ্চয় ব্যবহারকারী:Fahim fanatic/বিষয়ভিত্তিক নিবন্ধ সম্বন্ধে অবগত আছেন। আমি আপনার সাথে একান্তে কথা বলতে আগ্রহী। তবে যতদুর পারা যায়, নিরাপত্তাকে মাথায় রেখে আমি আমার সাথে যোগাযোগের জন্য মুল ঠিকানা দিচ্ছি না। আপনি চাইলে এখানে মেসেজ করতে পারেন। https://www.facebook.com/prottoy.pijush.7 ফাহিম (আলাপ) ০৬:১১, ৯ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

@ফাহিম ভাই, আমার এফবি এ্যাকাউন্ট নেই, আমি মুহাম্মাদের সমালোচনা এবং ইসলামের সমালোচনা তৈরি করেছি, ভয় লাগে অনেক, আমার অনেক উইকি সকপাপেটও ছিলো। আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেননা আপাততঃ। প্রতিভা মনির (আলাপ) ০৬:২৪, ৯ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
@প্রতিভা মনির: ভাই, আমি আপনার ভয়ের জায়গাটা বুঝতে পারছি। বাংলা উইকির এডমিনদের প্রতি আমার মোটামুটি নির্ভরতা এবং শ্রদ্ধা আছে, তাই আমি এক বছর ধরে শতাধিক নিবন্ধ করে গিয়েছি, কোনো দুশ্চিন্তা না করেই। প্রায় দেড় বছর ধরে এখানে থাকায়, আমি মোটামুটি এতটুকুই পরামর্শ দিতে পারি যে, আপনি শুধু ধর্মের সমালোচনা সংক্রান্ত নিবন্ধ অনুবাদ করবেন না। নিবন্ধতে একটা ভ্যারাইটি নিয়ে আসুন। আমরা কেওই নিরপেক্ষ নই। কিন্তু নিবন্ধ অনুবাদ করার সময় নিরপেক্ষতা বজায় রাখুন। আর সোশাল মিডিয়ার দ্বারা আমার সাথে কানেক্টেড হতে হলে ওখানে মেসেজ করে, এখানে নক দিয়ে দিয়েন। আর আপনার সাথে কোথাও অসংগতি আচরণ হলে, আমাকে জানাবেন, আমি প্রশাসকের সদস্য না হওয়ায় খুব একটা সহায়তা হয়তো করতে পারব না। তবে সত্যি সত্যি অন্যায় আপনার সাথে হয়ে থাকলে, বিষয়টা নিয়ে আলোচনা করতে পারব, আর নিজেও ভবিষ্যতে সতর্ক থাকবো, এতটুকুই। ভালো থাকুন, উইকিকে সমৃদ্ধ করুন। আর হ্যা, এতটা ভয় পাবেন না। যদি সঠিক, এবং সত্য তথ্য আপনার কাছে জানা থাকে, এবং তাকে যাচাই করার রেফারেন্স থাকে, তাহলে নির্দ্বিধায় বাংলা উইকিতে তা ব্যবহার করুন। ফাহিম (আলাপ) ০৬:৪০, ৯ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

যৌনসঙ্গম পাতায় নিরপেক্ষতা

@ফাহিম ভাই, যৌনসঙ্গম পাতাটিতে আমি কিছুটা লিখেছি, তবে আমার এখনো মনে হয়না যে ওটি পুরোপুরি নিরপেক্ষতাসম্পন্ন হয়েছে, আপনি এখানে দেখুন আমি কিছু মন্তব্য করেছি, ঠিক আছে কিনা? প্রতিভা মনির (আলাপ) ০৩:১২, ১১ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

একমত

@প্রতিভা মনির: আমার কাছে আপনার বক্তব্যকে যুক্তিযুক্ত মনে হয়েছে। ইংরেজি en:sexual intercourse পাতাটি বেশ সমৃদ্ধ। বাংলা পাতাটিকেও এভাবে সমৃদ্ধ করুন। ধন্যবাদ ফাহিম (আলাপ) ০৩:৫৯, ১১ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
@ফাহিম ভাই, আমি জানি আপনি সমকামিতার পক্ষে, তাই আমি যৌনসঙ্গম পাতাটিতে সমকামিতার পক্ষে ভালো মত কিছু লেখতে চাই, আপনি আমাকে বলুন কি লেখলে পাতাটি সত্যিকারের ধর্মনিরপেক্ষ হয়ে উঠবে এবং যৌনতার ক্ষেত্রেও পূর্ণ নিরপেক্ষতা বজিয়ে রাখতে চাই বিধায় সমকামিতা সম্বন্ধে কি লিখব বলে দিন, আর ইংরেজি উইকির সাথে যে পুরোপুরি মিল থাকতে হবে এমন তো কোনো কথা নেই, ইংরেজি সংস্করণ টি আমার কাছে ভালো নিরপেক্ষ মনে হয়নি, ওখানটায় সংজ্ঞাতে যৌনমিলনকে যোনি-শিশ্নের মিলন হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে, আমি বাংলা সংস্করণে ওটির অনুকরণ করার চেষ্টা করেছি, এখন আর করবোনা, আমার মনে হয় বাংলা পাতাটির শিরোনাম 'দৈহিক মিলন' হওয়া উচিত, কারণ সমকামিতায় যৌনাঙ্গের মিলন নেই, আছে শিশ্ন-পায়ুর মিলন আর থাকলেও আছে স্ট্র্যাপ-অন ডিলডো দ্বারা মিলন যা নকল শিশ্ন।

যৌনতা বাঙালি সমাজে (আমাদের বাংলাদেশে) খুবই একটি স্পর্শকাতর বিষয়, বাংলাদেশের অধিকাংশ মানুষই রক্ষণশীলতাবাদী, আপনি আমাকে কোনো লেখা বা লিঙ্ক দিন, যা যৌনতা বিষয়ক এবং উদারপন্থী। প্রতিভা মনির (আলাপ) ০৯:৪০, ১১ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ঠিকই আছে

@ফাহিম ভাই, আমি অভিজিৎ রায় এর লেখা সমকামিতা: একটি বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান বইটি ভালো মত পড়লাম, যৌনসঙ্গম পাতায় (বাংলা এবং ইংরেজি দুটোই) লেখা ঠিকই আছে, কারণ সমকামীরা সংখ্যালঘু, অভিজিৎ এর লেখায় সেটিই প্রকাশ পেয়েছে, তাছাড়া শঙ্করী মুখোপাধ্যায়ের বাংলা সাহিত্যে নারী সমকামিতা বইটি পড়েও আমার একই রকম মনে হয়েছে, তাই যৌনসঙ্গম পাতায় সমকাম সম্বন্ধে যা লেখা আছে সেটিই সঠিক। তারপরেও আপনার যদি অন্যকিছু মনে হয় তাহলে আপনি পাতাগুলো লিখুন, সমকামীরা সংখ্যালঘু বলেই তাদের জন্য আলাদাভাবে 'এলজিবিটি রাইট্স' নামের একটা বিষয় আছে। প্রতিভা মনির (আলাপ) ১০:৫২, ১১ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

@প্রতিভা মনির: ভাই; আমার কয়েকদিন পর এক্সাম আছে আসলে। এরপরে আবার যৌনতা বিষয় নিয়ে আমার পড়াশুনা একেবারেই নেই। ফলে ঠিক কোন শব্দ কোথায় ব্যবহার করতে hoy, সেখানে আমি অজ্ঞ। আর যৌনতা সংক্রান্ত আর্টিকেল করতে আমি কিছুটা অস্বস্তিবোধ করি। তাই আমি এই সুদীর্ঘ শতাধিক আর্টিকেলে এখন পর্যন্ত নিখাদ যৌনতা সংক্রান্ত আর্টিকেল অনুবাদ করি নাই। তবে ভবিষ্যতে করার ইচ্ছা রাখি। আপনি করতে থাকেন। আমি আপনার সাথে ভবিষ্যতে যোগ দিব, কথা দিলাম। ফাহিম (আলাপ) ১৪:১০, ১১ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
@প্রতিভা মনির: আর en:Sexual intercourse পাতায় সমকামিতা নিয়ে আদৌ কি কোথাও আলোচনা হয়েছে??? আমি দেখি নাই। যদি থাকে, তাহলে এক্সাক্টলি কোথায় আছে, জানিয়ে দিন, আমি চেষ্টা করবো, এ বিষয়ে অবদান রাখার। ফাহিম (আলাপ) ১৪:২২, ১১ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
@ফাহিম ভাই, ভালো করে পড়ে দেখুন 'গে' , 'লেসবিয়ান' ওয়ার্ড খুঁজে পাবেন, আপনার ব্রাউজারে 'ফাইন্ড ইন পেজ' দিয়ে সার্চ করতে পারেন। প্রতিভা মনির (আলাপ) ১৪:২৫, ১১ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
@প্রতিভা মনির:; কিন্তু সেখানে আলাদা করে করা নাই। একসাথে সবগুলোই করা হয়েছে। আমি যদি কখনো করি, তাহলে আমি আশেপাশের সমস্ত অংশটাই করবো, শুধু সমকামিতা অংশটা নয়। দেখা যাক, ভবিষ্যতে কি হয়। ফাহিম (আলাপ) ১৪:৩৩, ১১ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
@ফাহিম ভাই, সেটাই তো, সমকামীরা সংখ্যালঘু যে ঐ কারণে। প্রতিভা মনির (আলাপ) ১৪:৩৫, ১১ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপর যৌন নির্যাতনের তালিকা নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

 

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপর যৌন নির্যাতনের তালিকা নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপর যৌন নির্যাতনের তালিকা পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৫৯, ৩ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধের শিরোনাম বাংলা ভিন্ন অন্য হরফে দেওয়া প্রসঙ্গে

ফাহিম ভাই, বাংলা উইকিপিডিয়াতে যে কোন নিবন্ধের শিরোনাম বাংলা ভিন্ন অন্য হরফে দেওয়া যাবে না। আপনি Agonist নামের একটা নিবন্ধ অনুবাদ করেছেন, যার শিরোনাম ইংরেজী হরফে দিয়েছিলেন। অন্য ভাষা থেকে অনুবাদের ক্ষেত্রে বাঙলায় অনুবাদ করে উপযুক্ত নাম দেবেন বা যদি বাংলা প্রতিশব্দ না থাকে তবে সেই শব্দের উচ্চারণ বাংলা হরফে লিখবেন। ধন্যবাদ সাফি বার্তা ১৭:২৩, ১০ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

@Mmrsafy: ভাই, আমি সব নিবন্ধই ইংরেজিতে যে শিরোনামে আছে, বাংলাতেও প্রাথমিকভাবে সে শিরোনামেই করি, এরপর যদি সহজ বাংলা হয়; উদাহরণস্বরুপ: Objections to evolution এর বাংলা বিবর্তন বিরোধিতা এরকম হলে তাৎক্ষণিক ভাবে একে বাংলা নামে স্থানান্তর করি। কিন্তু কিছু নিবন্ধ হয়, যেমন উপরের Agonist বা eisegesis নিবন্ধ, এ ধরনের বিশেষ্যসূচক শিরোনামযুক্ত নিবন্ধের পারিভাষিক বাংলা অর্থ না জানলে, আমি ইচ্ছাকৃতভাবে অন্ততপক্ষে একদিন রেখে দেই, কারণ আমার ধারণা, আমি না জানলেও অন্য কোনো উইকিপিডিয়ান হয়তো বাংলা করে নিবেন। একারণেই আমি বিশেষ্যসূচক নিবন্ধগুলোর ক্ষেত্রে অন্তত যেগুলোর বাংলা থাকতে পারে, এইধরনের নিবন্ধের বাংলা সাথে সাথে করি না। তবে বলতে দ্বিধা নেই, এগোনিষ্ট নিবন্ধটি করে ফেলা উচিত ছিল; যেহেতু এটি জীববিজ্ঞান সংক্রান্ত, তাই এর পারিভাষিক অর্থ থাকবে না; এমনটাঈ যুক্তিযুক্ত। আপনাকে ধন্যবাদ বাংলা শিরোনাম করে দেওয়ায়। ফাহিম (আলাপ) ১৯:২৩, ১৪ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ইংরেজি উইকি থেকে কোনো বর্ণানুক্রমিক তালিকা অনুবাদ প্রসঙ্গে

এধরনের তালিকা বাংলা বর্ণানুক্রমে তৈরি করতে হবে, ইংরেজি বর্ণমালার বর্ণানুক্রমে নয়। অর্ণব (আলাপ | অবদান) ১৬:৪৬, ১৬ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি বিড়ালছানা!

 

@ফাহিম ভাই, আমিও একজন নাস্তিক, বাংলা উইকিপিডিয়াতে আপনার লেখা চলুক দূর্বার গতিতে।

Femin Biyadob (আলাপ) ০৪:৫৯, ২৫ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ইসলামী কাঁচ

সুধী, নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮-এ অংশ নিয়ে উপরের নিবন্ধটি অনুবাদে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। আপনার তৈরি উপরের নিব্ধটি অপসারণ করা হয়েছে। নিয়ম অনুসারে, আপনি ইংরেজি যে নিবন্ধটি অনুবাদ করবেন সেটির কমপক্ষে দুই/তিন প্যারা বাংলাতে অনুবাদ করে নিবন্ধটি তৈরি করার কথা বলা হয়েছে কিন্তু আপনি উপরের নিবন্ধটি কোন অনুবাদ না করে বেশ কয়েকদিন যাবত ফেলে রেখেছেন। অপসারণের পর নিবন্ধটি এখন যে কেউ তৈরি করতে পারবেন। আপনিও ইচ্ছে করলে তৈরি করতে পারবেন যদি ইতিমধ্যে অন্য কেউ তৈরি না করে থাকেন। তবে, দয়া করে নিবন্ধটি তৈরির সময় কমপক্ষে দুই/তিন প্যারা অনুবাদ যুক্ত করুন এবং পরবর্তীতে আপনার সময় অনুসারে আস্তে আস্তে অনুবাদ শেষ করুন। কোন প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। ধন্যবাদ।~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:২১, ৭ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন


আপনার তৈরি ইসলামী কাঁচ নিবন্ধটি গৃহীত হয়েছে

সুপ্রিয় Fahim fanatic,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি ইসলামী কাঁচ নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - মহামতি মাসুম (আলাপ), শনিবার ১০:৩৪, ২৪ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮

সুপ্রিয় Fahim fanatic,
উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮-এ অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি প্রতিযোগিতা শেষ হওয়ার পর অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে বাংলাদেশ জাতীয় জাদুঘরে অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের পুরস্কার প্রদান করবে অথবা অনুষ্ঠানে কেউ উপস্থিত না থাকলে পরবর্তীতে তার পুরস্কার ডাকযোগে পাঠানো হবে। সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ফর্মে সরবরাহ করা আপনার ইমেইল ঠিকানা অনুসারে আপনার সাথে যোগাযোগ করা হবে। যদি আপনি ইতিমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন তাহলে দয়া করে দ্বিতীয়বার করবেন না (করলে আমাদের কাজ অনেক বৃদ্ধি পাবে)। ধন্যবাদ।

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮ আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
সোমবার ২৩:৪১, ২৬ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

আপনার তৈরি কাগজ তৈরি নিবন্ধটি গৃহীত হয়েছে

সুপ্রিয় Fahim fanatic,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি কাগজ তৈরি নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন । আপনার সম্পাদনা শুভ হোক!! --Shahidul Hasan Roman (আলাপ), ১৬:৩৩, ২৯ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা

 
সুপ্রিয়, প্রলয়স্রোত। আলাপ:সমকামিতার ইতিহাস পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১১:১৮, ৩১ মার্চ ২০১৮ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:১৮, ৩১ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা

 
সুপ্রিয়, প্রলয়স্রোত। আলাপ:নিরাপদ যৌনতা পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৪:১৮, ৩১ মার্চ ২০১৮ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:১৮, ৩১ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন


আপনার তৈরি সমকামিতার ইতিহাস নিবন্ধটি গৃহীত হয়েছে

সুপ্রিয় Fahim fanatic,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি সমকামিতার ইতিহাস নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - ~ যুদ্ধমন্ত্রী আলাপ, শনিবার ১৪:২৪, ৩১ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন


আপনার তৈরি রেনেসাঁ মানবতাবাদ নিবন্ধটি গৃহীত হয়েছে

সুপ্রিয় Fahim fanatic,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি রেনেসাঁ মানবতাবাদ নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - ~ যুদ্ধমন্ত্রী আলাপ, সোমবার ৯:৫৮, ০২ এপ্রিল ২০১৮ (ইউটিসি)

আপনার তৈরি ওয়ালপেপার নিবন্ধটি গৃহীত হয়েছে

সুপ্রিয় Fahim fanatic,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি ওয়ালপেপার নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - ~ যুদ্ধমন্ত্রী আলাপ, সোমবার ৯:৫৮, ০২ এপ্রিল ২০১৮ (ইউটিসি)


আপনার তৈরি ১৯৭২ গ্রীষ্মকালীন অলিম্পিক নিবন্ধটি গৃহীত হয়েছে

সুপ্রিয় Fahim fanatic,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি ১৯৭২ গ্রীষ্মকালীন অলিম্পিক নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - ~ যুদ্ধমন্ত্রী আলাপ, মঙ্গলবার ১৫:২৫, ০৩ এপ্রিল ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ব্যঘ্র প্রকল্পে নিবন্ধ তালিকা থেকে লিখুন

সুপ্রিয় Fahim fanatic,

ব্যঘ্র প্রকল্পে অবদানের জন্য ধন্যবাদ। আপনি আয়োজকের কাছ থেকে প্রাপ্ত মূল বাংলা তালিকা
এটির মধ্য থেকে এবং দরকার হলে প্রতিটি ভারতীয় ভাষার উইকিপিডিয়া থাকা উচিত নিবন্ধের তালিকা
দুটি খেয়াল করে লিখুন। আপনার নিবন্ধগুলি এই তালিকায় সম্ভবত নেই। অসুবিধা হলে যোগাযোগ করুন। সুমিতা রায় দত্ত ১১:৫৫, ১৯ এপ্রিল ২০১৮ (ইউটিসি)

Thank you for keeping Wikipedia thriving in India

I wanted to drop in to express my gratitude for your participation in this important contest to increase articles in Indian languages. It’s been a joyful experience for me to see so many of you join this initiative. I’m writing to make it clear why it’s so important for us to succeed.

Almost one out of every five people on the planet lives in India. But there is a huge gap in coverage of Wikipedia articles in important languages across India.

This contest is a chance to show how serious we are about expanding access to knowledge across India, and the world. If we succeed at this, it will open doors for us to ensure that Wikipedia in India stays strong for years to come. I’m grateful for what you’re doing, and urge you to continue translating and writing missing articles.

Your efforts can change the future of Wikipedia in India.

You can find a list of articles to work on that are missing from Wikipedia right here:

https://meta.wikimedia.org/wiki/Supporting_Indian_Language_Wikipedias_Program/Contest/Topics

Thank you,

Jimmy Wales, Wikipedia Founder ১৮:১৮, ১ মে ২০১৮ (ইউটিসি)

তথ্যসূত্র

সমর্পন মাইতি নিবন্ধে কীভাবে তথ্যসূত্রগুলি যোগ করেছেন একটু জানাবেন কি? কোন সরঞ্জাম দ্বারা নিজে তৈরি করে? অন্য উইকি থেকে অনুলিপি করে? --আফতাব (আলাপ) ০০:৩২, ১৩ মে ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

@Aftabuzzaman: ভাই, আমি আপনার প্রশ্নটা ঠিক বুঝি নাই। সমর্পণ মাইতি সম্বন্ধে কোনো তথ্য এর আগে কোনো উইকিতে ছিল না। আমিই প্রথম লিখলাম। উনার সম্বন্ধে তথ্যছক যেটা, সেটা অন্য ব্যক্তিবর্গের তথ্যছকের অনুকরণে করা। আর তথ্যসুত্র (<ref> ট্যাগ দেওয়া) যেগুলো যুক্ত করেছি, সেগুলো মোবাইলে টাইপ করেই লিখেছি, নোটবুকে। কারণ তথ্যসুত্র কিভাবে যুক্ত করতে হয়, তা এখন মুখস্ত হয়ে গিয়েছে। কিন্তু এ প্রশ্নটা কেনো? Fahim fanatic (আলাপ) ০২:১৪, ১৩ মে ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
কিছুদিন ধরে উদ্ধৃতির টেমপ্লেট/সরঞ্জাম বাংলায় হালনাগাদ করেছি। কিন্তু উক্ত নিবন্ধে তার প্রতিফলন দেখতে না পাওয়ায়, কোনকিছু ঠিক হালনাগাদ করতে ভুলে গিয়েছি কিনা তা নিয়ে চিন্তায় পড়েছিলাম। এই জন্য জানতে চাওয়া। আফতাব (আলাপ) ০৩:১০, ১৩ মে ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

Religion and schizophrenia নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

 

Religion and schizophrenia নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/Religion and schizophrenia পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ইয়াহিয়া (আলাপ) ২০:৫৭, ১৩ মে ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

অনুবাদে সাহায্য

একটি অনুবাদ রিকুয়েস্ট ছিল। সময় আর সম্ভব হলে একটি ইমেইল করুন। ধন্যবাদ। S Shamima Nasrin (আলাপ) ১০:২৭, ১৮ মে ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

রোলব্যাক

 

আপনার অ্যাকাউন্টের সাথে "রোলব্যাক" অধিকার যুক্ত করা হয়েছে। আপনার কিছু অবদান পর্যালোচনার পর, আমি বিশ্বাস করি ধ্বংসপ্রবণতা রোধের উদ্দেশ্যে রোল্যব্যাক অধিকারটি ব্যবহার করার জন্য আপনি বিশ্বস্ত এবং আপনি এই অধিকারটি বিশ্বস্ত সম্পাদনা প্রত্যাবর্তন বা ফেরত নেয়ার কাজে অথবা সম্পাদনা যুদ্ধের কাজে ব্যবহার করবেন না। রোলব্যাক সম্পর্কিত আরো তথ্যের জন্য, উইকিপিডিয়া:রোলব্যাক পড়ুন। আপনি যদি রোলব্যাক অধিকারটি আর ব্যবহার করতে না চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমি অধিকারটি আপনার একাউন্ট থেকে প্রত্যাহার করবো। শুভ কামনা ও ধন্যবাদ। ফেরদৌস০৫:০১, ১২ জুন ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ইদ মোবারক!

চিত্র:ইদ মোবারক.jpg
কি হবে ঐ বনের পশু খোদারে দিয়ে

কাম ক্রোধাদি মনের পশু জবেহ্ কর্ নিয়ে।
কোরবানী দে তোরা কোরবানী দে
--কাজী নজরুল ইসলাম
আপনার এবং আপনার পরিবারের মহান ত্যাগ মহান আল্লাহর দরবারে কবুল হোক এই কামনায়। সবাইকে ইদের অনেক অনেক শুভেচ্ছা। ইদ মোবারক --IqbalHossain (আলাপ) ১২:২৩, ২১ আগস্ট ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

আরব–বাংলা সাংস্কৃতিক বিনিময় কর্মসূচী

প্রিয় @Fahim fanatic:, শুভেচ্ছা নেবেন। আরব–বাংলা সাংস্কৃতিক বিনিময় কর্মসূচীতে অংশগ্রহণ করায় আপনাকে ধন্যবাদ। কর্মসূচীর জন্য আপনি রানা দাজানি নিবন্ধটি তৈরি করেছেন, যা প্রতিযোগিতা শুরুর পূর্বেই তৈরি করা হয়েছিল। প্রতিযোগিতার নিয়মানুসারে প্রতিযোগিতার পূর্বে সৃষ্ট কোনো নিবন্ধ গ্রহণ করা না হলেও বিশেষ বিবেচনায় আপনার ভুল অনুধাবন করে নিবন্ধটি গৃহীত হয়েছে। ধন্যবাদ। — অংকন (আলাপ) ১৬:৫৮, ৯ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে ধন্যবাদ, সুপ্রিয় @ANKAN:, বিষয়টি প্রথমে আমি খেয়াল করি নি।--Fahim fanatic (আলাপ) ১৬:২৭, ১০ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

সানা আল সায়েহ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

 

সানা আল সায়েহ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/সানা আল সায়েহ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। IqbalHossain (আলাপ) ০৭:৫৮, ১৬ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া এশীয় মাসে আমন্ত্রণ!

 
উইকিপিডিয়া এশীয় মাস ২০১৮

উইকিপিডিয়া এশীয় মাস ২০১৮ কাল থেকে শুরু হবে! আপনি আগের বছর উইকিপিডিয়া এশীয় মাস-এ অংশগ্রহণ করেছিলেন। আশা করি এই বছরও করবেন। বিপ্লবী (বিজয় না হওয়া পর্যন্ত, সবসময়!) ০৫:৪০, ৩১ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

সুধী,

উইকিপিডিয়া:মহিলা স্বাস্থ্য বিষয়ক নিবন্ধ অভিযান ২০১৮ প্রকল্পটি ২৪ নভেম্বর অব্ধি চলবে। খুশীর আরো একটি খবর সামাজিক স্বাস্থ্য সম্পর্কিত নিবন্ধ তালিকা যুক্ত হয়েছে। আপনার কাছ থেকে আরো নিবন্ধের আশায় আগাম ধন্যবাদ জানাই। রোধক প্রসব নিবন্ধটি শুরু করেছিলেন আশা করি ৯০০০ বাইট ও ৩০০ শব্দে নিবন্ধটি শেষ করবেন।

--সুমিতা রায় দত্ত ১৬:৪৬, ১০ নভেম্বর ২০১৮ (ইউটিসি)

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপর যৌন নির্যাতনের তালিকা নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

 

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপর যৌন নির্যাতনের তালিকা নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/যৌন নির্যাতনের তালিকা (২য় মনোনয়ন) পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২০:৪০, ১৪ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি) {{subst:RFDNote|1=কণ্টাস্থি}} প্রলয় (আলাপ) ১৩:৫৫, ১৯ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

এশীয় মাস ২০১৮ WAM Address Collection

Congratulations! You have more than 4 accepted articles in Wikipedia Asian Month! Please submit your postal mailing address via this form or email to Email This User before the end of January 10th 2019. The Wikimedia Asian Month team only has access to this form, and they will only share your address with local affiliates to send postcards. All personal data will be destroyed immediately after postcards are sent. Please ask us if you have any question.

Thanks, বিপ্লবী (বিজয় না হওয়া পর্যন্ত, সবসময়!) ১৯:০৩, ২০ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি) (Organizer)উত্তর দিন

ইংরেজি শিরোনাম

সুধী, আপনি প্রায়ই ইংরেজি নামে নিবন্ধর শিরোনাম তৈরি করে সেটিকে আস্তে আস্তে সম্পূর্ণ করেন। সাথে সাথে বাংলা শিরোনাম করলে এটিতে কোন সমস্যা নেই তবে, মাঝে মাঝে নিবন্ধগুলো ওরকম ইংরেজি শিরোনামে বেশ কয়েকদিন করে পরে থাকে। দয়া করে বিষয়টি একটু খেয়াল করবেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:২৪, ২০ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আমি যেহেতু মোবাইল থেকে সম্পাদনা করি,তাই বাংলা শিরোনাম, আন্তঃসংযোগ এবং পুনঃনির্দেশের মত কাজগুলোতে অন্তত আধাঘণ্টা সময় লাগে, আমি একারণে প্রথমে নিবন্ধকে সমৃদ্ধ করে তারপর আনুষঙ্গিক কাজগুলো করি। প্রলয় (আলাপ) ০৪:৪১, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আয়মান সাদিক নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

 

আয়মান সাদিক নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আয়মান সাদিক পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০২:৩২, ৬ মার্চ ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক!

  পরিশ্রমী পদক
ধন্যবাদ প্রলয়স্রোত ভাই, যৌনতা, বিবর্তন এবং ধর্ম নিয়ে আপনি অনেক পড়াশোনা করেছেন। পারভেজ সিরাজি (আলাপ) ০৬:১৭, ২৫ জুন ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
 
সুপ্রিয় প্রলয়স্রোত,

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ।

আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বৃহস্পতিবার ৫:৫৫, ০৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

MfD nomination of ব্যবহারকারী:প্রলয়স্রোত/সমকামীদের প্রতি স্বাভাবিক দৃষ্টিভঙ্গি

ব্যবহারকারী:প্রলয়স্রোত/সমকামীদের প্রতি স্বাভাবিক দৃষ্টিভঙ্গি, a page you substantially contributed to, has been nominated for deletion. Your opinions on the matter are welcome; please participate in the discussion by adding your comments at Wikipedia:Miscellany for deletion/ব্যবহারকারী:প্রলয়স্রোত/সমকামীদের প্রতি স্বাভাবিক দৃষ্টিভঙ্গি and please be sure to sign your comments with four tildes (~~~~). You are free to edit the content of ব্যবহারকারী:প্রলয়স্রোত/সমকামীদের প্রতি স্বাভাবিক দৃষ্টিভঙ্গি during the discussion but should not remove the miscellany for deletion template from the top of the page; such a removal will not end the deletion discussion. Thank you. প্রলয় (আলাপ) ০৪:৫৩, ১৪ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Project Tiger 2.0

Sorry for writing this message in English - feel free to help us translating it

Community Insights Survey

RMaung (WMF) ১৪:৩৩, ৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Reminder: Community Insights Survey

RMaung (WMF) ১৫:০৯, ২০ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Reminder: Community Insights Survey

RMaung (WMF) ১৯:০১, ৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

কঠোর পরিশ্রম নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

 

কঠোর পরিশ্রম নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/কঠোর পরিশ্রম পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। মেরাজ (আলাপ) ০৪:১২, ২৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পে আমন্ত্রণ

 

সুধী,
আমরা কয়েকজন বছরব্যাপী বাংলাদেশের উপজেলাসমূহের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্পে কাজ করছি। নিয়মিত একজন অবদানকারী হিসেবে ‘কয়েকটি নিবন্ধ সমৃদ্ধ করতে’ আপনাকেও এই প্রকল্পে আমন্ত্রণ জানাচ্ছি। ২০২০ সালের মধ্যে বাংলাদেশের সব উপজেলার নিবন্ধ বাংলা উইকিপিডিয়াতে সমৃদ্ধ ও মানসম্মত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। যোগদান করুন: বাংলাদেশের উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্প। ধন্যবাদ - নাহিদ সুলতান (আলাপ), বৃহস্পতিবার ১৪:৫৩, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

নাস্তিকদের সাথে বৈষম্য নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

 

নাস্তিকদের সাথে বৈষম্য নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/নাস্তিকদের সাথে বৈষম্য পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না।  ডোরেমন  (ডোরালাপ)🐱 ১৩:০৪, ১৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ঈদ শুভেচ্ছা

  
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

সুপ্রিয় প্রলয়স্রোত,
ইদ নিয়ে আসে আনন্দ, ইদ নিয়ে আসে সুখের বার্তা। কিন্তু আমাদের চারপাশে মহামারী বিস্তারকারী করোনাভাইরাস তার কালো থাবা বিছিয়ে বসে আছে। তাই উৎসব পালনে আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে হবে। আমরা যেন আনন্দ ভাগাভাগি করতে গিয়ে করোনাভাইরাস ভাগাভাগি করে না বসি।

সুপ্রিয় উইকিপিডিয়ান, আপনার এবং আপনার পরিবারের জন্যে পবিত্র ইদ-উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। বাংলা উইকিপিডিয়া আপনার উপস্থিতিতে আরো প্রাণবন্ত ও সমৃদ্ধ হয়ে উঠুক। মহান সৃষ্টিকর্তা আমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করুন।
ইদ মোবারক! ফেরদৌস

প্রদাহ নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

প্রদাহ নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। এখানে নিবন্ধ পাতায় থাকা আরও দেখুন, তথ্যসূত্র, বহিঃসংযোগ, বিষয়শ্রেণী, টেমপ্লেট ইত্যাদি মূল নিবন্ধের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং তথ্যসূত্র হিসাবে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করতে হবে যেন অন্যরা সেটি যাচাই করতে পারে।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুনএফ আর শুভ(বার্তা দিন) ০৮:০৫, ২৫ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

শিশ্নমল নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

শিশ্নমল নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। এখানে নিবন্ধ পাতায় থাকা আরও দেখুন, তথ্যসূত্র, বহিঃসংযোগ, বিষয়শ্রেণী, টেমপ্লেট ইত্যাদি মূল নিবন্ধের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং তথ্যসূত্র হিসাবে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করতে হবে যেন অন্যরা সেটি যাচাই করতে পারে।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুনএফ আর শুভ(বার্তা দিন) ০৯:০১, ২৫ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

প্রদাহ নিবন্ধ

আপনি যত দ্রুত সম্ভব নিবন্ধটিতে দুই বা তিনটি অনুচ্ছেদ যোগ করুন এবং কিছু তথ্যসূত্র দিন। এটা একটা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক নিবন্ধ এবং উইকিতে থাকা উচিত। কিন্তু বর্তমান অবস্থায় নিবন্ধটি খুবই সংক্ষিপ্ত। --অর্ণব (আলাপ | অবদান) ১৩:৩৩, ২৫ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অনলাইন কুস্তি বিষয়ক এডিটাথন ২০২০

 

সুপ্রিয় প্রলয়স্রোত,
শুভেচ্ছা নিবেন, বাংলা উইকিপিডিয়ায় কুস্তি বিষয়ক নিবন্ধের সংখ্যা বৃদ্ধি এবং মান উন্নয়নের লক্ষ্যে উইকিপিডিয়া অনলাইন এডিটাথন কুস্তি-এর আয়োজন করা হয়েছে। এই অনলাইন এডিটাথনটি ১৫ জুলাই ২০২০ থেকে ৩১ জুলাই ২০২০ পর্যন্ত চলবে। এতে আপনার সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।
ধন্যবাদ। ‍‍‍‍ ~ নাহিয়ান আলাপ ১৭:৩৯, ১৭ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

Fahim Saleh

নিবন্ধটি একবার অপসারণ করা হয়েছে, মহীন ভাই নিজেই করেছেন। enwiki-তেও অপসারণ প্রস্তাবনা জানানো হয়েছে, সেখানেও শীঘ্রই অপসারণ করা হবে। তাই অনুগ্রহ করে বারবার এই নিবন্ধটি শুরু করবেননা এবং পাঠাও থেকে পুনর্নির্দেশ সরাবেননা। বিস্তারিত এখানে ~ নাহিয়ান আলাপ ০৭:১৩, ১৮ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুন

হ্যালো প্রলয়স্রোত: অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুন! বিষয়: "The Community Insights survey is coming!"আপনার যদি প্রশ্ন থাকে, ইমেল surveys@wikimedia.org

(Please check your email! Subject: "The Community Insights survey is coming!" If you have questions, email surveys@wikimedia.org.)

Samuel (WMF) (আলাপ) ০২:৫৮, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

Quadriceps femoris muscle নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

Quadriceps femoris muscle নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। এখানে নিবন্ধ পাতায় থাকা আরও দেখুন, তথ্যসূত্র, বহিঃসংযোগ, বিষয়শ্রেণী, টেমপ্লেট ইত্যাদি মূল নিবন্ধের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং তথ্যসূত্র হিসাবে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করতে হবে যেন অন্যরা সেটি যাচাই করতে পারে।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। — আদিভাইআলাপ০৩:৫৭, ১৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

18th century in LGBT rights নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

হ্যালো, এবং উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনাকে এই নোটিশ দেয়া হচ্ছে কারণ আপনি যে পাতাটি তৈরি করেছিলেন তা পরীক্ষামূলক পাতা হিসেবে ট্যাগ করা হয়েছে এবং তা মুছে ফেলা হয়েছে বা খুব শীঘ্রই মুছে ফেলা হতে পারে। পরীক্ষামূলক কিছু করতে চাইলে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনি যদি বিশ্বকোষে অবদান রাখা সম্পর্কে আরও জানতে চান তাহলে স্বাগতম পাতাটি এক নজর দেখে নিন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। — আদিভাইআলাপ১০:২৫, ২০ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

 

সুপ্রিয় প্রলয়স্রোত,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ

 

সুপ্রিয় অবদানকারী,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১। এ প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট তালিকা হতে বাংলা উইকিপিডিয়ার বিদ্যমান নিবন্ধসমূহের মানোন্নয়ন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত পূর্বের নিবন্ধ প্রতিযোগিতায় আপনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তাই এ বছরের প্রতিযোগিতায়ও আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজক দলের পক্ষে — অংকন (আলাপ) ~~

কাজী লুৎফর রহমান বাবু নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

 

কাজী লুৎফর রহমান বাবু নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/কাজী লুৎফর রহমান বাবু পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। —শাকিল হোসেন আলাপ ১৫:০৯, ২৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

চিত্র:কাজী লুৎফর রহমান.jpeg নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

 

বিভিন্ন কারণ দর্শিয়ে চিত্র:কাজী লুৎফর রহমান.jpeg পাতায় উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের অনুরোধ করে একটি ট্যাগ যুক্ত করা হয়েছে। কারণগুলো দেখতে অনুগ্রহপূর্বক পাতাটিতে যান। যদি পাতাটি ইতোমধ্যেই অপসারিত হয়ে থাকে, তাহলে কারণ জিজ্ঞাসা করে আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন —শাকিল হোসেন আলাপ ১৫:৩৭, ২৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান

সুপ্রিয় প্রলয়স্রোত,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ

সুপ্রিয় প্রলয়স্রোত,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২

সুপ্রিয় প্রলয়স্রোত,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

  • Bangladesh: 4:30 pm to 7:00 pm
  • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
  • Nepal: 4:15 pm to 6:45 pm
  • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
  • Live interpretation is being provided in Bangla and Hindi.
  • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), ০৬:৩৩, ২৩ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন ২০২১

সুপ্রিয় প্রলয়স্রোত,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনের ভোটদান শুরু হয়েছে যা ৩১শে আগস্ট পর্যন্ত চলবে। সম্প্রদায়ের প্রার্থীদের তাদের প্রার্থীতা জমা দিতে বলা হয়েছিল। তিন সপ্তাহ ধরে প্রার্থীদের আহ্বানের পর ২০২১ সালের নির্বাচনে ১৯ জন প্রার্থী রয়েছেন

উইকিমিডিয়া সম্প্রদায়ের নিকট ভোটদানের মাধ্যমে আগামী তিন বছরের মেয়াদে উইকিমিডিয়া আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ এবং ট্রাস্টি বোর্ডের চাহিদা পূরণ করতে সক্ষম প্রার্থীদের নির্বাচিত করার সুযোগ রয়েছে। প্রার্থীদের সম্পর্কে জানুন এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোটদান করুন। ট্রাস্টি হিসেবে কাজ করার জন্য নির্বাচন কমিটি সবচেয়ে বেশি ভোট প্রাপ্ত চারজন প্রার্থীকে নির্বাচন করবে। কীভাবে ভোট দিবেন তা জানতে এই পাতাটি পড়ুন।

নির্বাচন কমিটির পক্ষে,
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ০২:২৩, ১৮ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচন ২০২১-এ ভোট দিতে ভুলবেন না

সুপ্রিয় প্রলয়স্রোত,

আপনাকে এই বার্তা প্রেরণ করা হয়েছে কারণ আপনি ২০২১-এর উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটদানের উপযুক্ত। নির্বাচনটি ১৮ই আগস্ট, ২০২১ তারিখে শুরু হয়েছে এবং এটি ৩১শে আগস্ট, ২০২১ পর্যন্ত চলবে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বাংলা উইকিপিডিয়া টির মত প্রকল্প পরিচালনা করে এবং ফাউন্ডেশন একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। ট্রাস্টি বোর্ড উইকিমিডিয়া ফাউন্ডেশনের সিদ্ধান্তগ্ৰহণকারী সংস্থা। ট্রাস্টি বোর্ড সম্পর্কে আরও জানুন

এই বছর সম্প্রদায়ের ভোটদানের মাধ্যমে চারটি আসন নির্বাচিত করতে হবে। বিশ্বজুড়ে ১৯ জন প্রার্থী এই আসনগুলিতে প্রতিদ্বন্দিতা করেছেন। ২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনের প্রার্থীদের সম্পর্কে আরও জানুন

সম্প্রদায়গুলোর প্রায় ৭০,০০০ সদস্যকে ভোট দিতে বলা হয়েছে এবং এর মধ্যে আপনিও রয়েছেন! ভোট দান ৩১ আগস্ট ২৩:৫৯ ইউটিসি পর্যন্ত চলবে তাই বাংলা উইকিপিডিয়া এর সিকিউরপোল-এ যান ও আপনার ভোটাধিকার প্রয়োগ করুন।

আপনি যদি ইতিমধ্যে ভোট দিয়ে থাকেন তাহলে এই বার্তা টি উপেক্ষা করুন এবং ভোট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করলেও একবারই ভোট দিতে পারবে।

নির্বাচন সম্পর্কে আরও জানুনMediaWiki message delivery (আলাপ) ০৬:২৩, ২৮ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ নিবন্ধটি সম্পর্কে

@প্রলয়স্রোত আপনার তৈরি করা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ নিবন্ধটিতে একটি সমস্যা পরিলক্ষিত হয়েছে। আপনার তৈরিকৃত নিবন্ধটির উপাদান বা উপাত্ত কোনো উৎস থেকে প্রতিলিপি করে এখানে আনা হয়েছে। উক্ত নিবন্ধে সম্পাদনা করার মাধ্যমে সমস্যাটির সমাধান করুন। এছাড়া যেকোনো প্রয়োজনে আপনার মেন্টরকে জানান অথবা আমার আলাপ পাতায় বার্তা দিন। ধন্যবাদ। Aishik Rehman (আলাপ) - ১৪:১১, ৩০ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open

Dear Wikimedian,

We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.

We also have exciting updates about the Program and Scholarships.

The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.

For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.

‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.

Regards

MediaWiki message delivery (আলাপ) ১১:২৪, ১৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

(on behalf of the WCI Organizing Committee)

WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline

Dear Wikimedian,

Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.

COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.

Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call

Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (আলাপ) ১৬:২১, ২ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

On Behalf of, WCI 2023 Core organizing team.

নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

 

প্রিয় প্রলয়স্রোত,

শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ দুই মাসব্যাপী বাংলা উইকিপিডিয়ায় নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৩ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন

আয়োজক দলের পক্ষে, AishikBot (আলাপ) ০৫:৫২, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

Invitation to Rejoin the Healthcare Translation Task Force

 

You have been a medical translators within Wikipedia. We have recently relaunched our efforts and invite you to join the new process. Let me know if you have questions. Best Doc James (talk · contribs · email) 12:34, 6 August 2023 (UTC)

আগস্ট ২০২৩

  প্রিয় ব্যবহারকারী, নিবন্ধে আপনার সংযোজন বাতিল করা হয়েছে, কারণ এটি উইকিপিডিয়ার কপিরাইট সংক্রান্ত নীতিমালা অনুসরণ করেনি। অনুগ্রহপূর্বক খেয়াল রাখুন, কপিরাইটকৃত লেখা মুক্ত হিসেবে অনুমতি প্রাপ্ত না হলে তা উইকিপিডিয়ায় ব্যবহার করা যায় না। আইনগত কারণে আমরা তাই কোনো ওয়েবসাইট থেকে কপিরাইটকৃত লেখা বা ছবি গ্রহণ করতে পারি না, এবং এধরনের যে-কোনো প্রকার সংযোজন দ্রুততার সাথে অপসারণ করা হয়। তবে আপনি বহিস্থ কোনো ওয়েবসাইটের লেখাকে সূত্র হিসেবে উল্লেখ করতে পারেন। উইকিপিডিয়া কপিরাইট লঙ্ঘনকে খুব সতর্কভাবে ও মনোযোগের সাথে বিবেচনা করে, এবং বারংবার কপিরাইট লঙ্ঘনকারীদের সম্পাদনায় বাধা প্রদান করা হয়। কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতায় আপনাকে স্বাগতম। Yahya (আলাপ) ১৮:১৯, ১৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

  প্রিয় ব্যবহারকারী, দেলাওয়ার হোসাইন সাঈদী নিবন্ধে আপনার সংযোজন বাতিল করা হয়েছে, কারণ এটি উইকিপিডিয়ার কপিরাইট সংক্রান্ত নীতিমালা অনুসরণ করেনি। অনুগ্রহপূর্বক খেয়াল রাখুন, কপিরাইটকৃত লেখা মুক্ত হিসেবে অনুমতি প্রাপ্ত না হলে তা উইকিপিডিয়ায় ব্যবহার করা যায় না। আইনগত কারণে আমরা তাই কোনো ওয়েবসাইট থেকে কপিরাইটকৃত লেখা বা ছবি গ্রহণ করতে পারি না, এবং এধরনের যে-কোনো প্রকার সংযোজন দ্রুততার সাথে অপসারণ করা হয়। তবে আপনি বহিস্থ কোনো ওয়েবসাইটের লেখাকে সূত্র হিসেবে উল্লেখ করতে পারেন। উইকিপিডিয়া কপিরাইট লঙ্ঘনকে খুব সতর্কভাবে ও মনোযোগের সাথে বিবেচনা করে, এবং বারংবার কপিরাইট লঙ্ঘনকারীদের সম্পাদনায় বাধা প্রদান করা হয়। কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতায় আপনাকে স্বাগতম। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ০৭:৪০, ১৫ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

 
আপনাকে সম্পাদনা করা থেকে ১ মাস সময়ের জন্য বাধাদান করা হয়েছে কারণ আপনি সম্পাদনা অধিকারের অপব্যবহার করেছেন। যখন এই বাধাদানের সময়সীমা শেষ হবে, তখন আমরা আপনাকে উইকিপিডিয়ায় গঠনমূলক সম্পাদনা করার আহ্বান জানাই। আপনি যদি মনে করেন যে আপনার কাছে এই বাধা তুলে নেওয়ার জন্য ভালো কারণ রয়েছে, তাহলে আপনি আপনার আলাপ পাতায় এই লেখা যোগ করে বাধা তুলে নেওয়ার জন্য আবেদন করতে পারেন: {{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}}। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৭:৫৫, ১৫ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

  উইকিপিডিয়ায় স্বাগত জানাচ্ছি। আপনার অন্তত একটি সাম্প্রতিক সম্পাদনা, যেমনটা আপনি করেছেন দেলাওয়ার হোসাইন সাঈদী, গঠনমূলক মনে হয়নি এবং বাতিল করা কিংবা মুছে ফেলা হয়েছে। অনুগ্রহ করে আপনার যেকোনো পরীক্ষা-নিরীক্ষা, যেমনটি আপনি চান, খেলাঘরে করুন। যদিও উইকিপিডিয়াতে সবাইকে সম্পাদনায় স্বাগত জানানো হয়, তাই অনুগ্রহ করে কিছুটা সময় নিয়ে আমাদের নীতিমালা ও নির্দেশাবলী সম্পর্কে ওয়াকিবহাল হয়ে নিন। আপনি এসংক্রান্ত তথ্য পাবেন স্বাগত পাতায় যা আরো জানাবে কিভাবে এই বিশ্বকোষে গঠনমূলক অবদান রাখা যায়। ধন্যবাদ। (نقاش) عبد الله ০৯:৪৭, ১৫ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

কপি ভায়ো ও কিছু কথা!

@প্রলয়স্রোত দাদা, আপনি WP:রচনাশৈলী পড়েছেন কিনা জানিনা। আসলে উইকিপিডিয়ায় লেখার নিজস্ব একটা ধরণ রয়েছে। এখানে পত্রিকার ভাষা সরাসরি তুলে দেওয়া যায়না। নিরেপক্ষভাবে বর্ণনা করতে হয়। আমি আপনার কিছু সম্পাদনা চেক করে দেখলাম। কিন্তু দেখলাম সেগুলো আপনি সরাসরি কপি করে দিয়েছেন, এমনকি আপনি লিখেছেন এটা করা হবে, এটা করা হচ্ছে এমন বাক্য আরকি... দেখুন এখানে , । এমন আরো দেখলাম। এছাড়া আপনি এখানে আলাপ:২০২৩ বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা রেফারেন্স বাদেও মনগড়া তথ্য দিয়েছেন বলে প্রশাসক @Al Riaz Uddin Ripon ভাই বলেছেন।

বলেন ভাই, এগুলো কি ঠিক? আশা করি বিশেষভাবে সতর্ক হবেন। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ০৭:৫৮, ১৫ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

২০২৩ বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

 

২০২৩ বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/২০২৩ বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ০৮:৩৯, ১৫ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন