Roshu Bangal
বাংলায় মন্তব্য করুনসম্পাদনাপ্রিয় রসু, আমি খেয়াল করলাম আপনি এখানে ইংরেজিতে একটি বার্তা দিয়েছেন। বাংলা উইকিপিডিয়ায় আমরা সকল মাতৃভাষা বাংলা ব্যবহারকারীর নিকট হতে বাংলায় লেখা আশা করি। আপনার যদি বাংলায় ইনপুট জনিত কোন সমস্যা না থাকে তাহলে আপনাকে বাংলায় লিখতে অনুরোধ করছি। কোন সফটওয়্যার ছাড়াই বাংলা অক্ষর টাইপ করার জন্য সাহায্য:বাংলা টাইপিং দেখুন। আপনাকে ধন্যবাদ --আফতাব (আলাপ) ১৪:০৮, ৩০ আগস্ট ২০১৫ (ইউটিসি)
গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিসম্পাদনাসুধী, বাংলা উইকিপিডিয়ায় অবদানের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনি নিশ্চই জানেন, উইকিপিডিয়ার প্রায় সকল লেখা বা অন্যান্য মিডিয়া ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক লাইসেন্সের আওতাভুক্ত। সম্প্রতি একটি আলোচনার মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, আমরা না জেনেই উক্ত লাইসেন্সের একটি ধারা লঙ্ঘন করে যাচ্ছি। আমরা প্রায় সময়ই ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করে বাংলাতে যুক্ত করে থাকি। লাইসেন্স-এর শর্তানুসারে, কোন কিছু অন্য উইকিমিডিয়া প্রকল্প থেকে অনুবাদ করলে মূল প্রকল্পের লেখকদের স্বীকৃতি প্রদান করতে হয়। আমরা ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করলেও ইংরেজি উইকিপিডিয়ার লেখকদের স্বীকৃতিপ্রদান করি না অনেক সময়ই। যারা বিশেষ:ContentTranslation ব্যবহার করে অনুবাদ করেন, তাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃতি প্রদান হয়ে যায়। যারা ম্যানুয়ালি অনুবাদ করেন, তারা খুব সহজেই নিচের যেকোন একটি পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে স্বীকৃতিপ্রদান করতে পারেন:
এখন থেকে বাংলা উইকিপিডিয়ার সকল সম্মানিত ব্যবহারকারীগণকে এই স্বীকৃতিপ্রদানের চর্চা করার অনুরোধ করছি। একইসাথে যেহেতু এটা সম্পর্কে একটি নতুন নীতিমালা তৈরি করতে হবে সুতরাং আমরা আপনাকে উইকিপিডিয়া:উইকিপিডিয়ার অভ্যন্তরে অনুলিপি করা পাতাটির অনুবাদে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। কোন প্রশ্ন থাকলে আলোচনাসভায় বার্তা রাখার অনুরোধ করছি। আপনার সম্পাদনা আনন্দময় হোক। ধন্যবাদ। বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষে, জানুয়ারি 2016সম্পাদনাউইকিপিডিয়ায় স্বাগতম। সম্প্রতি আপনার তৈরি একটি পাতা, আলোচনা:পর্নোগ্রাফি, সম্ভবত উইকিপিডিয়ার নতুন পাতা তৈরি সম্পর্কিত কিছু নীতিমালা অনুসরন করে নি, তাই এই পাতাটি কিছুক্ষনের মধ্যেই অপসারিত হবে (এখনো যদি না হয়ে থাকে)। দয়া করে পরীক্ষা-নিরীক্ষার জন্য খেলাঘর ব্যবহার করুন, এবং নিবন্ধ উইজার্ড ব্যবহার করতে পারেন। নিবন্ধ তৈরি সম্পর্কে আরো বিস্তারিত তথ্যের জন্য আপনার প্রথম নিবন্ধ পাতাটি পড়ে নিন। উইকিপিডিয়ায় অবদান সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের ভূমিকা পাতাটি পড়ে দেখতে পারেন। ধন্যবাদ।টেমপ্লেট:Z43 কায়সার আহমাদ (আলাপ) ০৫:১৩, ৩০ জানুয়ারি ২০১৬ (ইউটিসি) আপনি রাসেলের চায়ের কেতলি পাতায় সামসময়িক কেটে সমসাময়িক লিখেছেন। আমার জানামতে সামসময়িক শুদ্ধ শব্দ। বিষয়টি বিবচেনা করার অনুরোধ থাকল। --অভিজিৎ দাস (আলাপ) ১২:০৮, ৯ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি) বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণসম্পাদনাসুধী, অনুবাদসম্পাদনাআমি দেখলাম, ধর্মের সমালোচনা নিবন্ধটি আপনি আংশিক অনুবাদ করে এখানে প্রকাশ করেছেন। দয়া করে এটা ভবিষ্যতে করবেন না। বিষয়বস্তুঅনুবাদ টুলে আপনি, সেভ করার অপশন পাবেন। সম্পুর্ন অনুবাদ হলে তারপর প্রকাশ করবেন। --জয়ন্ত (আলাপ - অবদান) ১৪:১১, ২৭ আগস্ট ২০১৬ (ইউটিসি) ছোট ছোট সম্পাদনাসম্পাদনাসুধী, দয়া করে ছোট ছোট সম্পাদনা করবেন না যেমন আপনি করছেন ধর্মের সমালোচনা নিবন্ধে, এতে প্রচুর ট্রাফিকের সৃষ্টি হয়, ফলে পর্যালোচনায় অসুবিধা হয়ে থাকে। সম্পাদনা করার পর প্রাক-দর্শন বোতাম ব্যবহার করে সম্পাদনা ঠিক হয়েছে কিনা দেখে নিয়ে একসঙ্গে অনেকগুলি সম্পাদনা করার পর সংরক্ষণ করুন। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৬:০৬, ৩১ আগস্ট ২০১৬ (ইউটিসি)
মাল্টিপল স্ক্লেরোসিসসম্পাদনাসুধী, আপনি আমাকে উক্ত বিষয়ে অনুবাদ করার জন্য অনুরোধ করেছেন। এই বিষয়ে ইংরেজী অনুবাদের নিবন্ধটিকে সুরক্ষিত করে রাখা হয়েছে। ফলে রেফারেন্স গুলো দিতে আমার সমস্যা হচ্ছে।আমি নাম্বার দিয়ে রেখেছি। আপনি যদি নাম্বার অনুযায়ী রেফারেন্স সংযুক্ত করে দেন তাহলে ভালো হত। ধন্যবাদ। Fahim fanatic (আলাপ) ১৩:৩১, ১১ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
আপনাকে ধন্যবাদ। বিবর্তন বিরোধিতার মত বড় নিবন্ধ আমার প্রথম অনুবাদ হিসেবে বাছাই করা সম্ভবত ভুল হয়েছিল। যাই হোক আমার আপনার একটু সহায়তা প্রয়োজন। এক্সকিউ২৮ নামক নিবন্ধ আগেই অনুবাদ করা হয়েছিল। তবে সে অনুবাদে বেশ কিছু অংশ বাদ পড়েছে। সম্প্রতি আমি কিছু কিছু বাক্য সংযোজন করেছি। কিন্তু সেই নিবন্ধে পুনরাবৃত্তিক গবেষণা বলে যে section টা আছে তার মধ্যে একটা প্যারা অনুবাদ হয়নি যা দরকারী। কিন্তু এই প্যারাটি আমি প্রাঞ্জল ভাষায় অনুবাদ করতে পারছি না। তাই আপনি যদি এই প্যারাটি অনুবাদ করে দেন তাহলে নিবন্ধটি সম্পূর্ণভাবে অনুবাদ করা হয়ে যাবে। পুনরাবৃত্তিক গবেষণার ২য় অনুচ্ছেদটি অনুবাদ করতে হবে। ধন্যবাদ Fahim fanatic (আলাপ) ১৫:৪৩, ১৪ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
মাল্টিপল স্ক্লেরোসিস নিবন্ধের যে নতুন ট্যাগদ্বয় সংযোজন করেছি সেখানে আমি মুল ইংরেজি লেখাটা <-অনুবাদ > এর মধ্যে রেখে দিয়েছি যাতে আপনি একবার রিভিউ করে প্রয়োজনীয় অংশ সংযোজন বা বিযোজন করতে পারেন। আর বরাবরের মত এই নিবন্ধে আমি তথ্যসুত্র সংযোজন করতে পারি নি, আপনি নাম্বার অনুযায়ী যদি করে দেন তাহলে ভালো হয়। আমার নিজের কিছু ব্যস্ততা থাকায় খুব একটা নিয়মিত হতে পারছি না। তবে আশা করি দুইমাস পর নিয়মিত হতে পারব। এছাড়াও বিবর্তন বিরোধিতা নিবন্ধের ঠিক কিভাবে টেম্পলেট গুলোর তথ্য আমি আপনাকে জানাব তা আমি ঠিক বুঝতে পারছি না। তবে আমিও বিবর্তন বিরোধিতা নিবন্ধের একটা টেম্পলেট সংযোজন করেছিলাম বাংলা উইকিকে ডেস্কটপ ভার্সনে রেখে এতে করে একদম মুল নিবন্ধ ডেস্কটপ ভার্সন হবার পর মুল নিবন্ধকেই উৎস সম্পাদনায় নিয়ে যাই। এতে করে সকল টেম্পলেট গুলো শো করে। আর যেসব টেম্পলেটের তথ্য বাংলা উইকিতে সংযোজিত নয়,সেগুলো রেড হয়ে থাকে। যার ফলে আমি ইংরেজি উইকির টেম্পলেটের তথ্য কপি করে বাংলা টেম্পলেটে পেস্ট করে দেই। আমি জানিনা এতে আপনার কোনো উপকার হবে কি না, তারপরেও যদি হয় এই প্রত্যাশায়। Fahim fanatic (আলাপ) ১৯:০২, ২৪ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি) {{subst:RFDNote|1=লিজা}} রসু (আলাপ · অবদান · ইমেইল) ২৩:১৮, ২৫ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি) সুধী, আমি ইংরেজি নতুন নিবন্ধ 'God of the gaps' বাংলা ভাষায় পরিপূর্ণ ভাবে অনুবাদ করতে চাই। কিন্তু এই নিবন্ধের শিরোনাম কী দেওয়া যায়, তা জানার জন্য আপনার পরামর্শ চাই। Fahim fanatic (আলাপ) ১৬:১৩, ২৪ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি) প্রসঙ্গ : ইবরাহীম তশ্নাসম্পাদনাইবরাহীম তশ্না পাতায় আপনার সম্পাদনায় আন্তরিক কৃতজ্ঞতা জানাই। উইকিতে আমি নতুন, ঊইকি-ভাষা এখনো আমার আত্মস্থ নয়। আপনাদের সহযোগিতা চাই। আশাকরি আপনি এ মহান তাপসী সম্পর্কে সম্যক ধারণা পেয়েছেন। তাঁকে তুকে ধরতে আপনাদের নির্দেশিকা আমার খুবই প্রয়োজন। কৃতজ্ঞতা স্বীকারসম্পাদনাইবরাহীম তশ্না সংক্রান্ত পরামর্শে আমি উৎসাহী। ধন্যবাদ জানাই। হ্যা, আমি নবাগত, এজন্য বুঝতে কষ্ট হচ্ছে। আপনাদের সহায়তা পেলে আমি দ্রুত শিখে নেব। এ ব্যাপারে সহযোগীতা চাইছি। প্রসঙ্গ : ইবরাহীম তশ্নাসম্পাদনাজনাব, আমি 'ইবরাহীম' এভাবেই ইবরাহীম তশ্নার স্বহাতে লিখিত প্রাচীন পাণ্ডুলিপিতে পেয়েছি। ওটার তথ্যসূত্র কিভাবে সংযুক্ত করবো? ও পাণ্ডুলিপি তো কেবলি আমার সংগ্রহে! কৃতজ্ঞতায় সরওয়ার ফারুকী প্রসঙ্গ : ইবরাহীম তশ্নাসম্পাদনাধন্যবাদ অগ্রজ। নিঃসন্দেহে আপনার পরামর্শ নির্দেশনামূলক। ইবরাহীম তশ্না যাবতীয় তথ্য জাতীয় এবং স্থানীয় স্বীকৃত প্রতিষ্ঠান, গ্রহণযোগ্য ব্যক্তিত্ব দ্বারা সম্পাদিত। আমি উইকি-ভাষা আত্মস্থ করতে পারিনি বলে অনেক গোলমাল করে ফেলছি। আর তাঁর নামের বানান অনেকে অনেকভাবে লিখেছেন। আমি তশ্নার স্বলিখিত বানানের অনুসরণ করেছি। কৃতজ্ঞতা জানাই। (সরওয়ার (আলাপ) ২৩:১৮, ৩০ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)) প্রসঙ্গ : ইবরাহীম তশ্নাসম্পাদনাআপনাদের সহযোগীতায় আমি সফলভাবে সম্পাদনা সমাপ্ত করতে পারব বলে দৃঢ় বিশ্বাসী। (সরওয়ার (আলাপ) ২৩:২৫, ৩০ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)) কৃতজ্ঞতা স্বীকারসম্পাদনাজনাব, ইসমাঈল আলম পাতায় আপনার সম্পাদনা আমাকে আনন্দিত করেছে। আমি শিখছি। আমি ইবরাহীম তশ্না পাতাটিও ধীরেধীরে উইকি-নির্দেশনা মতো আপডেট করে নেব। আপনাদের পরামর্শ আমাকে সমৃদ্ধ করছে। ধন্যবাদান্তে সরওয়ার ফারুকী কৃতজ্ঞতা স্বীকারসম্পাদনাজনাব, ইসমাঈল আলম পাতায় আপনার সম্পাদনা আমাকে আনন্দিত করেছে। আমি শিখছি। আমি ইবরাহীম তশ্না পাতাটিও ধীরেধীরে উইকি-নির্দেশনা মতো আপডেট করে নেব। আপনাদের পরামর্শ আমাকে সমৃদ্ধ করছে। ধন্যবাদান্তে সরওয়ার ফারুকী (সরওয়ার (আলাপ) ১২:১৭, ১ অক্টোবর ২০১৬ (ইউটিসি)) প্রসঙ্গ: ইসমাঈল আলমসম্পাদনাজনাব, আপনি ঠিকই বলেছেন। আমি প্রথমে বুঝতে পারিনি। এখন মুছে ফেলতে পারছি না। আমাকে মুছে ফেলার নিয়মটা শেখানো যাবে? ধন্যবাদ জানাই (সরওয়ার (আলাপ) ০০:৩৩, ২ অক্টোবর ২০১৬ (ইউটিসি)) প্রসঙ্গ: ইসমাঈল আলমসম্পাদনাপ্রথমে আমি খেলাঘরে ট্রায়েল দিয়েছিলাম। ওখান থেকে আশিক শাওন নামে এক ভাই সম্পাদনা করেছিলেন। তারপর আমি আবার পাতা হিসেবে যোগ করি। এখন আমি চাইছি খেলাঘর থেকে সম্পাদিত অংশ মুছে দেয়া হোক, আর পাতাটি আরো সম্পাদনার মধ্য দিয়ে পূর্ণাঙ্গতা পাক। (সরওয়ার (আলাপ) ০০:৪০, ২ অক্টোবর ২০১৬ (ইউটিসি)) কৃতজ্ঞতা স্বীকারসম্পাদনাএ দেয়া-নেয়া, সহযোগিতা, সম্পাদনা- আমি দারুণ উপভোগ করছি! আমার হাতে আরো অনেক কাজ জমা, আমি উইকিতে দক্ষ নয় বলে এখনো সকল তথ্য সংযুক্ত করিনি। ধীরেধীরে করব ইনশাআল্লাহ। আপনাদের সহায়তা আমাকে উৎসাহী করছে। ধন্যবাদ (সরওয়ার (আলাপ) ০০:৫৯, ২ অক্টোবর ২০১৬ (ইউটিসি)) চমৎকার বার্তা পাঠে আপনার মনোব্যথা বুঝতে পেরেছি। জি, আমরা কষ্ট করতে রাজি নই। আর গবেষণায় সকলে আনন্দ পায় না। যদিও এর প্রয়োজন অনস্বীকার্য। আমি প্রবাসী। দুবাই থাকি। নবেম্বর নাগাদ দেশে ফিরছি ইনশাআল্লাহ। আমার সংগ্রহে থাকা সকল ডকুমেন্ট দেশে। এজন্য সুনির্দিষ্টভাবে আমার পাতাসমূহে তথ্যসূত্র সংযুক্ত করতে বেগ পেতে হচ্ছে। পাতাটি কোনরকমভাবে জিন্দা রাখতে চাই। দু'মাস পরে আমি সঠিকভাবে কাজটা আপডেট করতে পারব। আপনাদের সহযোগিতা আমাকে উৎসাহী করছে। (সরওয়ার (আলাপ) ১৩:০৫, ২ অক্টোবর ২০১৬ (ইউটিসি)) কামাল আতাতুর্ক এর ইতিহাসসম্পাদনাকামাল আতাতুর্ক যদি ধ্বংসাত্বক কাজ করে থাকেন তাহলে সেটা জানানোর অধিকার কি আমার নেই? আপনার জন্য একটি পদক!সম্পাদনা
উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :)সম্পাদনাসুপ্রিয় Roshu Bangal, কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে, বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বানসম্পাদনাসুপ্রিয় Roshu Bangal, Invitation to Rejoin the Healthcare Translation Task Forceসম্পাদনাYou have been a medical translators within Wikipedia. We have recently relaunched our efforts and invite you to join the new process. Let me know if you have questions. Best Doc James (talk · contribs · email) 12:34, 6 August 2023 (UTC) বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!সম্পাদনাপ্রিয় সুধী, আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে। সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে! আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)। আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন: আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে। আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন। অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি) বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদান আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছেসম্পাদনাপ্রিয় সবাই, আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে। আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে। আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন। বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।
|