বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান
সেনাপ্রধান (চীফ অব আর্মি স্টাফ বা সংক্ষেপে সিএএস) কিংবা সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর পেশাগত প্রধান/প্রধান কর্মকর্তা। ঢাকা সেনানিবাসে অবস্থিত সেনাবাহিনীর সদরদপ্তর থেকে সেনাপ্রধান তার কার্যাবলী পরিচালনা করেন। সেনাপ্রধানরা চার তারকা জেনারেল বা পূর্ণ জেনারেল পদমর্যাদার হয়ে থাকেন তবে মঈন উদ্দিন আহমেদের আগে সেনাপ্রধানরা পূর্ণ জেনারেল ছিলেন না, ছিলেন লেফটেন্যান্ট জেনারেল। যদিও স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান জেনারেল এম এ জি ওসমানী চার তারকা জেনারেল ছিলেন।
সেনাবাহিনীর প্রধান | |
---|---|
বাংলাদেশ সেনাবাহিনী | |
ধরন | বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান |
সংক্ষেপে | সিএএস |
এর সদস্য | |
যার কাছে জবাবদিহি করে | প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী |
বাসভবন | সেনা ভবন |
আসন | সেনা সদর দপ্তর, ঢাকা সেনানিবাস |
নিয়োগকর্তা | প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পরামর্শ ও সম্মতিতে |
মেয়াদকাল | ৩ বছর, অথবা ৬০ বছর বয়সে, যা আগে আসে |
গঠনের দলিল | সেনাবাহিনী আইন, ১৯৫২ (১৯৫২-এর আইন নং ৩৯) |
পূর্ববর্তী | মুক্তিবাহিনীর কমান্ডার-ইন-চিফ মুক্তিবাহিনীর চিফ অফ স্টাফ |
গঠন | ১২ এপ্রিল ১৯৭১ |
প্রথম | জেনারেল এম. এ. জি. ওসমানী (কমান্ডার-ইন-চিফ) মেজর জেনারেল মোহাম্মদ আবদুর রব (চিফ অফ স্টাফ) |
ডেপুটি | চিফ অফ জেনারেল স্টাফ |
বেতন | ৳১০,৩২,০০০ বার্ষিক |
ওয়েবসাইট | www.army.mil.bd |
বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
ইতিহাস
সম্পাদনা১৯৭২ সালের ৭ এপ্রিল কে এম সফিউল্লাহকে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সেনাপ্রধান নিয়োগ করেন, এর আগে সেনাবাহিনীর পরিচালনার দায়িত্বে ছিলেন এম এ জি ওসমানী যিনি মূলত মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। বস্তুত আব্দুর রব স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান ছিলেন না, তাকে ১৯৭১ সালে মুক্তিবাহিনীর চিফ অফ স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।[১][২][৩][৪]
১৯৭৮ সালে সেনাপ্রধানের পদমর্যাদা লেফটেন্যান্ট জেনারেলে উন্নীত করা হয় (জিয়াউর রহমান অবসর গ্রহণের সময় লে. জেনারেল হয়েছিলেন) এবং তারপর ২০০৭ সালে তা চার তারকা জেনারেলে উন্নীত করা হয়।
নিযুক্ত ব্যক্তি
সম্পাদনানিচের সারণিতে সেনাপ্রধানের কার্যালয়ে বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পদে নিয়োগপ্রাপ্তদের বর্ণনা দেওয়া হয়েছে।
প্রধান সেনাপতি, মুক্তিবাহিনী (১৯৭১–১৯৭২)
সম্পাদনানং | ছবি | প্রধান সেনাপতি | কার্যালয়ে বসার তারিখ | কার্যালয় ত্যাগের তারিখ | মেয়াদকাল | কমিশনের ইউনিট |
---|---|---|---|---|---|---|
১ | জেনারেল এম. এ. জি. ওসমানী পিএসসি (১৯১৮–১৯৮৪) | ১২ এপ্রিল ১৯৭১ | ৬ এপ্রিল ১৯৭২ | ৩৬০ দিন | ৪র্থ আরবান ইনফ্যান্ট্রি |
চিফ অফ স্টাফ, মুক্তিবাহিনী (১৯৭১–১৯৭২)
সম্পাদনানং | ছবি | চিফ অফ স্টাফ | কার্যালয়ে বসার তারিখ | কার্যালয় ত্যাগের তারিখ | মেয়াদকাল | কমিশনের ইউনিট |
---|---|---|---|---|---|---|
১ | মেজর জেনারেল মোহাম্মদ আবদুর রব বীর উত্তম (১৯১৯–১৯৭৫) | ১২ এপ্রিল ১৯৭১ | ৬ এপ্রিল ১৯৭২ | ৩৬০ দিন |
সেনাপ্রধানগণের তালিকা (১৯৭২–বর্তমান)
সম্পাদনানং | ছবি | সেনাপ্রধান | কার্যালয়ে বসার তারিখ | কার্যালয় ত্যাগের তারিখ | মেয়াদকাল | কমিশনের ইউনিট |
---|---|---|---|---|---|---|
১ | কাজী মুহাম্মদ শফিউল্লাহ বীর উত্তম, পিএসসি (জন্ম ১৯৩৪) | মেজর জেনারেল৭ এপ্রিল ১৯৭২ | ২৫ আগস্ট ১৯৭৫ | ৩ বছর, ১৪০ দিন | ইস্ট বেঙ্গল রেজিমেন্ট | |
২ | জিয়াউর রহমান বীর উত্তম, পিএসসি (১৯৩৬–১৯৮১) | মেজর জেনারেল২৫ আগস্ট ১৯৭৫ | ৩ নভেম্বর ১৯৭৫ | ৭০ দিন | ইস্ট বেঙ্গল রেজিমেন্ট | |
৩ | খালেদ মোশাররফ বীর উত্তম, পিএসসি (১৯৩৭–১৯৭৫) | মেজর জেনারেল৩ নভেম্বর ১৯৭৫ | ৭ নভেম্বর ১৯৭৫ † | ৪ দিন | ইস্ট বেঙ্গল রেজিমেন্ট | |
(২) | জিয়াউর রহমান বীর উত্তম, পিএসসি (১৯৩৬–১৯৮১) | লেফটেন্যান্ট জেনারেল৭ নভেম্বর ১৯৭৫ | ২৮ এপ্রিল ১৯৭৮ | ২ বছর, ১৭২ দিন | ইস্ট বেঙ্গল রেজিমেন্ট | |
৪ | হুসেইন মুহাম্মদ এরশাদ এনডিসি, পিএসসি (১৯৩০–২০১৯) | লেফটেন্যান্ট জেনারেল২৯ এপ্রিল ১৯৭৮ | ৩০ আগস্ট ১৯৮৬ | ৮ বছর, ১২৩ দিন | ইস্ট বেঙ্গল রেজিমেন্ট | |
৫ | মোহাম্মদ আতিকুর রহমান জি+ (১৯৩১–২০২৩) | লেফটেন্যান্ট জেনারেল৩১ আগস্ট ১৯৮৬ | ৩০ আগস্ট ১৯৯০ | ৩ বছর, ৩৬৪ দিন | আর্টিলারি কোর | |
৬ | নুরউদ্দীন খান পিএসসি | লেফটেন্যান্ট জেনারেল৩১ আগস্ট ১৯৯০ | ৩০ আগস্ট ১৯৯৪ | ৩ বছর, ৩৬৪ দিন | ইঞ্জিনিয়ার্স কোর | |
৭ | আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রম, পিএসসি (জন্ম ১৯৪৬) | লেফটেন্যান্ট জেনারেল৩১ আগস্ট ১৯৯৪ | ১৯ মে ১৯৯৬ | ১ বছর, ২৬২ দিন | ইস্ট বেঙ্গল রেজিমেন্ট | |
৮ | মুহাম্মদ মাহবুবুর রহমান পিএসসি | লেফটেন্যান্ট জেনারেল২৭ মে ১৯৯৬ | ২৩ ডিসেম্বর ১৯৯৭ | ১ বছর, ২১৭ দিন | ইঞ্জিনিয়ার্স কোর | |
৯ | মুস্তাফিজুর রহমান বীর বিক্রম, এনডিসি, পিএসসি, সি (১৯৪১–২০০৮) | জেনারেল২৪ ডিসেম্বর ১৯৯৭ | ২৩ ডিসেম্বর ২০০০ | ২ বছর, ৩৬৫ দিন | ইঞ্জিনিয়ার্স কোর | |
১০ | এম হারুন-অর-রশিদ বীর প্রতীক, আরসিডিএস, পিএসসি (জন্ম ১৯৪৮) | লেফটেন্যান্ট জেনারেল২৪ ডিসেম্বর ২০০০ | ১৫ জুন ২০০২ | ১ বছর, ১৭৩ দিন | ইস্ট বেঙ্গল রেজিমেন্ট | |
১১ | হাসান মশহুদ চৌধুরী এডব্লিউসি, পিএসসি (জন্ম ১৯৪৮) | লেফটেন্যান্ট জেনারেল১৬ জুন ২০০২ | ১৫ জুন ২০০৫ | ২ বছর, ৩৬৪ দিন | ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্ট | |
১২ | জেনারেল মঈন উদ্দিন আহমেদ এনডিসি, পিএসসি (জন্ম ১৯৫৩) | ১৬ জুন ২০০৫ | ১৫ জুন ২০০৯ | ৩ বছর, ৩৬৪ দিন | ইস্ট বেঙ্গল রেজিমেন্ট | |
১৩ | জেনারেল আবদুল মুবীন এনডিসি, পিএসসি (জন্ম ১৯৫৫) | ১৬ জুন ২০০৯ | ২৫ জুন ২০১২ | ৩ বছর, ৯ দিন | ইস্ট বেঙ্গল রেজিমেন্ট | |
১৪ | জেনারেল ইকবাল করিম ভূঁইয়া পিএসসি (জন্ম ১৯৫৫) | ২৬ জুন ২০১২ | ২৫ জুন ২০১৫ | ২ বছর, ৩৬৪ দিন | ইস্ট বেঙ্গল রেজিমেন্ট | |
১৫ | জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এনডিসি, পিএসসি (জন্ম ১৯৫৮) | ২৬ জুন ২০১৫ | ২৫ জুন ২০১৮ | ২ বছর, ৩৬৪ দিন | আর্মার্ড কোর | |
১৬ | জেনারেল আজিজ আহমেদ এসবিপি, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি+ (জন্ম ১৯৬১) | ২৫ জুন ২০১৮ | ২৪ জুন ২০২১ | ২ বছর, ৩৬৪ দিন | আর্টিলারি কোর | |
১৭ | জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি (জন্ম ১৯৬৩) | ২৪ জুন ২০২১ | ২২ জুন ২০২৪ | ৩ বছর, ১০৯ দিন | পদাতিক কোর | |
১৮ | জেনারেল ওয়াকার-উজ-জামান ওএসপি, এসজিপি, পিএসসি, সিজিএস (জন্ম ১৯৬৬) | ২৩ জুন ২০২৪ | পদাধিকারী | ১১০ দিন | ইস্ট বেঙ্গল রেজিমেন্ট |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ (দলিলপত্র: নবম খন্ড)। তথ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৯৮৪। পৃষ্ঠা ২২১।
- ↑ একাত্তরের বীরযোদ্ধা, খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা (দ্বিতীয় খন্ড)। প্রথমা প্রকাশন। মার্চ ২০১৩। পৃষ্ঠা ৪৩। আইএসবিএন 9789849025375।
- ↑ বঙ্গবন্ধু হ্ত্যাকাণ্ড ফ্যাক্টস্ এণ্ড ডকুমেন্টস্, অধ্যাপক আবু সাইয়িদ, প্রকাশক সেলিম হাসান তরফদার, ৪র্থ সংস্করণ ৯৪ খ্রিঃ
- ↑ হামিদ, লেঃ কর্নেল এম. এ. (১৯৯২)। তিনটি সেনা অভুত্থান ও কিছু না বলা কথা। ঢাকা: শিখা প্রকশনী।