প্রিন্সিপাল স্টাফ অফিসার

প্রিন্সিপাল স্টাফ অফিসার (সংক্ষেপে পিএসও) বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান। বাংলাদেশ সেনাবাহিনীর তিন তারকা পদক লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে পরিচালিত হয়। বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। ২৯ ডিসেম্বর ২০২৩ থেকে তিনি এ পদে দায়িত্ব পালন করছেন।[১]

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ প্রিন্সিপাল স্টাফ অফিসার
দায়িত্ব
মিজানুর রহমান শামীম

২৯ ডিসেম্বর ২০২৩ থেকে
নিয়োগকর্তাবাংলাদেশের প্রধানমন্ত্রী
মেয়াদকালকোনো নির্দিষ্ট মেয়াদ নেই
গঠনডিসেম্বর ১৯৭২
ওয়েবসাইটhttps://afd.gov.bd/pso-afd

ভূমিকা এবং কার্যাবলী

সম্পাদনা

প্রিন্সিপাল স্টাফ অফিসার বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আদেশ ও নিয়ন্ত্রণ করা হয়। সশস্ত্র বাহিনী বিভাগ প্রিন্সিপাল স্টাফ অফিসারের কার্যালয়, পাঁচটি অধিদপ্তর এবং একটি প্রশাসনিক কোম্পানি দিয়ে গঠিত।[২]

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরাসরি অধীনে ও তত্ত্বাবধানে পরিচালিত হয় বিভাগটি। প্রাশাসনিক পরিষেবাগুলির উপর কর্তৃত্ব, নির্দেশনা ও নিয়ন্ত্রণ প্রধানমন্ত্রীই রাখেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সমান্তরাল বিভাগ। সশস্ত্র বাহিনী বিভাগ একটি স্বাধীন মন্ত্রণালয় হিসেবে সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে কার্য সম্পাদন করেন।

সংস্থা

সম্পাদনা

সশস্ত্র বাহিনী বিভাগ প্রিন্সিপাল স্টাফ অফিসারের কার্যালয়, পাঁচটি অধিদপ্তর এবং একটি প্রশাসনিক কোম্পানি দিয়ে গঠিত।

পরিচালকের দপ্তর গুলো হল :

  • অপারেশনস এবং পরিকল্পনা অধিদপ্তর।
  • প্রশিক্ষণ অধিদপ্তর।
  • সিভিল এবং মিলিটারি সম্পর্ক অধিদপ্তর।
  • প্রশাসন ও পণ্য সরবরাহ অধিদপ্তর।
  • গোয়েন্দা অধিদপ্তর।

নিয়োগপ্রাপ্ত

সম্পাদনা

নিম্নে ১৯৭২ সাল থেকে এ পর্যন্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারদের তালিকা দেয়া হলো:

নং চিত্র প্রিন্সিপাল স্টাফ অফিসার কার্যালয়ে বসার তারিখ কার্যালয় ত্যাগের তারিখ মেয়াদকাল
মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ামেজর জেনারেল
মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া
১৯৯১১৯৯৬৪–৫ বছর
এ আই এম মোস্তফা রেজা নূরমেজর জেনারেল
এ আই এম মোস্তফা রেজা নূর পিএসসি
২০০৪২০০৬১–২ বছর
জাহাঙ্গীর আলম চৌধুরীমেজর জেনারেল
জাহাঙ্গীর আলম চৌধুরী এনডিসি, পিএসসি
(জন্ম ১৯৫৩)
২০০৬জুন ২০০৭০–১ বছর
মাসুদ উদ্দিন চৌধুরীলেফটেন্যান্ট জেনারেল
মাসুদ উদ্দিন চৌধুরী এনডিইউ, পিএসসি
জুন ২০০৭২ জুন ২০০৮১ বছর
১০আবদুল মুবীনলেফটেন্যান্ট জেনারেল
আবদুল মুবীন এনডিসি, পিএসসি
(জন্ম ১৯৫৫)
৪ জুন ২০০৮১২ জুন ২০০৯১ বছর, ৮ দিন
১১আব্দুল ওয়াদুদলেফটেন্যান্ট জেনারেল
আব্দুল ওয়াদুদ এনডিসি, পিএসসি
১৩ জুন ২০০৯১ জানুয়ারি ২০১৩৩ বছর, ২০৩ দিন
১২আবু বেলাল মোহাম্মদ শফিউল হকলেফটেন্যান্ট জেনারেল
শফিউল হক এনডিসি, পিএসসি
(জন্ম ১৯৫৮)
১ জানুয়ারি ২০১৩২৪ জুন ২০১৫২ বছর, ১৭৪ দিন
১৩মো. মইনুল ইসলামলেফটেন্যান্ট জেনারেল
মো. মইনুল ইসলাম আফডব্লিউসি, পিএসসি
১ জুলাই ২০১৫৩১ জানুয়ারি ২০১৬২১৪ দিন
১৪মোঃ মাহফুজুর রহমানলেফটেন্যান্ট জেনারেল
মোঃ মাহফুজুর রহমান
আরসিডি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি

(জন্ম ১৯৬১)
১ ফেব্রুয়ারি ২০১৬২৪ নভেম্বর ২০২০৪ বছর, ২৯৮ দিন
১৫ওয়াকার-উজ-জামানলেফটেন্যান্ট জেনারেল
ওয়াকার-উজ-জামান
(জন্ম ১৯৬৬)
২৪ নভেম্বর ২০২০২৯ ডিসেম্বর ২০২৩৩ বছর, ৩৫ দিন
১৬মিজানুর রহমান শামীমলেফটেন্যান্ট জেনারেল
মিজানুর রহমান শামীম
(জন্ম ১৯৬৮)
২৯ ডিসেম্বর ২০২৩১৭৩ দিন

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারকে পরানো হলো লেফটেন্যান্ট জেনারেল র‌্যাঙ্ক ব্যাজ"প্রথম আলো। ১ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৪ 
  2. বিভাগ, সশস্ত্র বাহিনী। "Officer's in AFD"www.afd.gov.bd। ২০১৬-১১-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-১২-০২