আব্দুল ওয়াদুদ (জেনারেল)
বাংলাদেশি সামরিক ব্যক্তিত্ব
আব্দুল ওয়াদুদ (লেফটেন্যান্ট জেনারেল) বাংলাদেশ সেনাবাহিনীর তিন তারকা পদস্থ একজন সাবেক কর্মকর্তা। বর্তমানে তিনি সামিট পাওয়ারের বস্থাপনা পরিচালক।[১]
আব্দুল ওয়াদুদ | |
---|---|
আনুগত্য | বাংলাদেশ |
পদমর্যাদা | লেফটেন্যান্ট জেনারেল |
নেতৃত্বসমূহ | প্রিন্সিপাল স্টাফ অফিসার - বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ |
প্রাথমিক ও শিক্ষাজীবন
সম্পাদনাঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[২]
কর্মজীবন
সম্পাদনাতিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও ইঞ্জিনিয়ার ইন চিফ হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে অবসর গ্রহণের পর তিনি সামিট পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে যোগ দেন।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "2 army officers promoted to lieutenant general"। The Daily Star। ২৪ মে ২০১০। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৬।
- ↑ ক খ "Wadud new MD of Summit Power"। businessnews24bd.com। ২২ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৬।