পদ্মা দেবী
পদ্মা দেবী (১৯১৭-১৯৮৩) নির্বাক চলচ্চিত্র এবং প্রথম দিকের সবাক চলচ্চিত্রের একজন জনপ্রিয় ভারতীয় বাংলা বলিউড চলচ্চিত্র অভিনেত্রী ছিলেন। চলচ্চিত্রে অভিনয় ছাড়াও তিনি ভারতীয় চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। ধীরুভাই দেসাই পরিচালিত এবং সরাজ ফিল্ম কোম্পানির প্রযোজনায় সমুদ্র দেবী (১৯৩১) ছবিতে মূল ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছেন।[১]
পদ্মা দেবী | |
---|---|
শ্রীমতী পদ্মা দেবী | |
জন্ম | নীলিমা ১৯১৭ |
মৃত্যু | ১ ফেব্রুয়ারি ১৯৮৩ | (বয়স ৬৫–৬৬)
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৩১–১৯৭৯ |
উল্লেখযোগ্য কর্ম |
|
প্রাথমিক জীবন
সম্পাদনাপদ্মা দেবী ১৯১৭ খ্রিষ্টাব্দে ব্রিটিশ ভারতের বাংলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস মাদারীপুর। তার প্রকৃত নাম নীলিমা।[১]
চলচ্চিত্র জীবন
সম্পাদনা১৯৩১ খ্রিষ্টাব্দে পদ্মা দেবী সমুদ্রদেবী চলচ্চিত্রের মাধ্যমে তার কেরিয়ার শুরু করেছিলেন। পদ্মা ছিলেন ভারতীয় সিনেমার প্রথম দিকের অ্যাকশন নায়িকাদের একজন।[২]
পদ্মা দেবী অভিনীত কিসান কন্যা প্রথম দেশীয়ভাবে তৈরি রঙিন চলচ্চিত্র যা ১৯৩৭ খ্রিষ্টাব্দে মুক্তি পেয়েছিল। চলতি দুনিয়া, হিন্দুস্তান হামারা, যিনি রাম তিনি কৃষ্ণো এক-ই দেহে রামকৃষ্ণ, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, মা ভবানী আমার মা এবং আরও অনেক চলচ্চিত্রে তিনি ব্যাপক প্রশংসিত হয়েছিলেন।[৩]
তিনি বেশ কিছু চলচ্চিত্রে গান গেয়েছিলেন, এর মধ্যে উল্লেখযোগ্য সতী মহানন্দা (১৯৩৩), মহারানি (১৯৩৪), বেহেন কা প্রেম (১৯৩৫), সংদিল সমাজ (১৯৩৬), কিষাণ কন্যা (১৯৩৭), জামানা (১৯৩৮)।[৪] হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি পদ্মা বাংলা ও কান্নদা ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন।
নির্বাচিত চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাপদ্মা দেবী তার কেরিয়ারে শতাধিক ছবিতে অভিনয় করেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য তালিকা:[৫][৬]
বছর | চলচ্চিত্র | কাস্ট | পরিচালক | স্টুডিও / প্রযোজক |
---|---|---|---|---|
১৯৩১ | সমুদ্র দেবী | পদ্মা দেবী, জেবুনিসা, চন্দ্র রাও কদম, পওয়ার, আতা মোহাম্মদ | ধিরুভাই দেসাই | সরোজ ফিল্ম কোম্পানী |
১৯৩২ | হিন্দ কেশারি | পদ্মা, সুলতান আলম, ইনামদার | হোমি মাস্টার | জয়ন্ত পিকচার্স |
১৯৩২ | ভ্যানেরসেনা | পদ্মা, বসন্তराव পাহেলওয়ান, ইনামদার | হোমি মাস্টার | জয়ন্ত ছবি |
১৯৩২ | পরওয়ানা | পদ্মা, নূরে ওয়াতান, কামলা কুমারী, রাম কুনওয়ার, রহিম, এল্লেভেলি, শুবি, এ ইসাক, আগা, কেসারি সিং | তিনি খতিব | নিউ পশ্চিম ভারতের ফিল্ম কোম্পানির |
১৯৩২ | টুফান মেল | যশবন্ত দাভে, পদ্ম, নারায়ণ পাই, আদি প্যাটেল, মাঞ্চি থুথী, জেবিএইচ ওয়াদিয়া | জেবিএইচ ওয়াদিয়া | ওয়াদিয়া ব্রাদার্স |
১৯৩২ | বনরাজ কেশারী | নবীনচন্দ্র, পদ্ম, বসন্ত ভান্ডারী, বাবুরাও আপনে, ভীম, ভগবানদাস, লোবো | হর্ষদ্রাই মেহতা | মেহতা লুহার প্রোডাকশনস |
১৯৩৩ | জগত মোহিনী | পদ্মা, সুলতান আলম, ইনামদার | হোমি মাস্টার | জয়ন্ত ছবি |
১৯৩৩ | কুরুক্ষেত্র | বালাসাহেব যাদব, মাধবराव যোশি, পদ্ম, নন্দ্রেেকর, শ্লিনি, শারদা, আনসুয়া, হংস | সর্দার বালাসাহেব যাদব | ছত্রপতি সিনেমা |
১৯৩৩ | লাল-ই-ইয়ামান | পদ্মা, মোহিনী, বোমান শ্রফ, ফিরোজ দস্তুর, মাস্টার মোহাম্মদ, সায়ানী আতিশ, জল খাম্বাটা | জেবিএইচ ওয়াদিয়া | ওয়াদিয়া মুভিটোন |
১৯৩৩ | পৃথ্বীরাজ সংযোগিতা | পদ্মা দেবী, নবীনচন্দ্র, রফিক গজনভী, কিশোরী, আলতেকার, দত্তর | নারায়ণराव সরপোটদার | মহারাষ্ট্র সিনেমা |
১৯৩৩ | সতী মহানন্দা | পদ্মা দেবী মুবারক, মধুকর গুপ্তে শিরীন বানু, শান্তারাম রাজা পন্ডিত, কামলাভাতি | বাবুরাও প্যাটেল | গন্ধর্ব সিনেটোন |
১৯৩৩ | অ্যামাজন | সায়ানি, পদ্ম, আলাভ্যালি, আবুল হক, বোমান শ্রফ, মাঞ্চি টুথি | এএইচ এএসকা | ওয়াদিয়া ব্রাদার্স |
১৯৩৩ | ঘূর্ণি | সায়ানী, বোমন শ্রফ, পদ্মা, আদি প্যাটেল, লভজি লাভাঙ্গিয়া, জোসি মেহতা | এইচবিএইচ ওয়াদিয়া | ওয়াদিয়া ব্রাদার্স |
১৯৩৪ | বাগ ই মিসার | পদ্মা দেবী, এস নাজির, বোমন শ্রফ, জামনা, জল খাম্বট্ট, ফিরোজ দস্তুর, সায়ানী অতীশ, মাস্টার মোহাম্মদ, মুন্চি থুথি, মিনু কুপার | জেবিএইচ ওয়াদিয়া | ওয়াদিয়া মুভিটোন |
১৯৩৪ | বালা জোবান | মোবারক, পদ্মা দেবী, শ্রীন বানু, এম.গুপ্তে, বদরী প্রসাদ, গুলব, মধুকর গুপ্তে, নন্দু খোতে, মারুতি পাহেলওয়ান, রাজা পণ্ডিত, গোলাম হুসেন, মাস্টার কমলাকার | বাবুরাও প্যাটেল | গন্ধর্ব সিনেটোন |
১৯৩৪ | মহারাণী | মোবারক, পদ্মা দেবী, শিরিন বানু, এন ছাপেকার, সুরভে, রাজা পণ্ডিত | বাবুরাও প্যাটেল | গন্ধর্ব সিনেটোন |
১৯৩৫ | বাহন কা প্রেম | পদ্মা দেবী, রফিক গজনভী, জোহরাবাই, লক্ষ্মী নারায়ণ, সুলতানা, সাদিক, আজুরি | জে কে নন্দ | সমৃদ্ধি চলচ্চিত্র |
১৯৩৫ | পায়পরদেসী Saiyan | মুবারক, পদ্মা দেবী, শিরী, আজুরি, নান্দু খতে রাজা পন্ডিত, ইয়াসমিন, শুরভে, সোফিয়া, ভাস্কর, | বাবুরাও প্যাটেল | গন্ধর্ব সিনেটোন |
১৯৩৬ | চালক ছোর | ইশ্বরলাল, পদ্ম, দীক্ষিত, ঘোরি, কেশারি, চার্লি, রেওয়াশঙ্কর, খাতুন, রাম আপ্তে, শান্ত, রাজা স্যান্ডো | রাজা স্যান্ডো | রঞ্জিত ফিল্ম সংস্থা |
১৯৩৬ | Jwalamukhi | পদ্মা দেবী, ইশ্বরলাল, খাতুন, শান্তা দেবী, ঘরি, ভুপাত্রাই, চার্লি | ডিএন মাধোক | রঞ্জিত ফিল্ম সংস্থা |
১৯৩৬ | পাসিং শো | জয়ন্ত, পদ্মা দেবী, উমাকান্ত, শিরিন, জাহাঙ্গীর, ইসমাইল, এম লুহার, লল্লুভাই | দ্বারকা খোসলা | প্রকাশের ছবি |
১৯৩৬ | সাংডিল সমাজ | নাজির, সরদার আক্তার, পদ্মা দেবী, গোপ, কমলাকার, ওমকার, কমলা ভারেকার, সাদিক আলী, হরি শিবদাসানী | রাম দারয়ানি | দরিণী প্রোডাকশন |
১৯৩৭ | কিসান কন্যা | পদ্মা দেবী, গোলাম মো।, সাedদ আহমেদ, জিল্লু, নিসার, গণি | মতি গিদওয়ানি | ইম্পেরিয়াল পিকচার্সের আরদেশির ইরানি |
১৯৩৭ | অরেটেইন (দুই মহিলা) | পদ্মা দেবী, গোলাপ, রফিক গজনভী, গোলাম মোহাম্মদ, বাবা ব্যাস, সাদি আহমেদ, লক্ষ্মী | মতি গিদওয়ানি | ইম্পেরিয়াল ছবি |
১৯৩৮ | কিস লিয়ে | মোহিনী, গোলাম মোহাম্মদ, পদ্মা দেবী, গোলাম রসুল, রফিক গজনভী, আসুজি | জে কে মেহতা | ইম্পেরিয়াল ফিল্মস |
১৯৩৮ | শরীফ ডাকু | নবীনচন্দ্র, পদ্মা দেবী, নূর জাহান, গোলাম হুসেন, এফএম বাট, মুখতার, বাবুরাও | জিআর শেঠি | জয়ভারত চলচ্চিত্র |
১৯৩৮ | জামানা | নাজির, পদ্মা দেবী, হাসা ওয়াদকর, দার, এ মাজেদ, বসন্ত, আমিনা, ব্যানসি কারনাটাকি, গোপি, গুলাব | রাম Daryani | কৃষ্ণ চলচ্চিত্র |
১৯৩৯ | অভিনেত্রী কিওন বানী | উষা রানি, আশিক হুসেন, পদ্মা দেবী, রফিক গজনভী, ডব্লিউএম খান, আবদুল, মুখতার | জিআর শেঠি | ফেডারেল ফিল্ম এক্সচেঞ্জ |
১৯৯৯ | কৌন কিসি কা | শোভনা সমরথ, খুরশীদ, পদ্মা দেবী, নাজির, মোবারক, গোপ, কেএন সিং, মারুতি রাও, বিবিজন | সি। লুহার | হিন্দুস্তান |
১৯৪০ | চালতি দুনিয়া | পদ্মা দেবী, রফিক গজনভী, লক্ষ্মী, গোলাম রসুল, লীলাবতী, | গুঞ্জল, বি। মারজবান | মনসুখ ছবি |
১৯৪০ | হিন্দুস্তান হামারা (আমাদের ভারত) | যমুনা বড়ুয়া, নন্দরেেকর, পদ্মা দেবী, হরি শিবদাসানী | রাম দারানী | ফিল্ম কর্পোরেশন অফ ইন্ডিয়া |
১৯৪১ | বসন্তসেনা | লক্ষ্মী বাই, সুবাইয়া নাইডু, আর। নগেন্দ্র রাও, পদ্মা দেবী, চন্দ্রম্মা, সরোজম্মা, সুন্দরম্মা, বেবি বিনোদা, জিভি কৃষ্ণমূর্তি রাও, জিআর স্যান্ডো | রামায়ের শিরুর | মায়াপ্পা চেট্টিয়র, আর নগেন্দ্র রাও, সুবাইয়া নাইডু |
১৯৪২ | ভক্ত কবির | ভরত ভূষণ, মেহতাব, মাজহার খান রমেশ সিনহা, পদ্মা দেবী, ভনমালী দাস, জ্ঞানী, রাই মোহন | রামেশ্বর শর্মা | ইউনিটি প্রোডাকশন্স |
১৯৪২ | মমতা | যুবরাজ দারা, পুষ্প রানী, কালাওয়তী, পদ্মা দেবী, আকবর, এন মোহাম্মদ, পুতান | আইএ হাফিজি | ইন্দ্রপুরী স্টুডিও |
১৯৪২ | মহাকবি কালিদাস | করুণু ব্যানার্জি, ছবি বিশ্বাস, উলহাস, মেনাকা দেবী, পদ্মা দেবী | নীরেন লাহিড়ী | মোটিমাল থিয়েটারস |
১৯৪৪ | শেশ রক্ষা | অনিল চ্যাটার্জী, দীপঙ্কর দে, সুমিত্র মুখোপাধ্যায়, সন্তু মুখোপাধ্যায়, মহুয়া রায়চৌধুরী, সাবিত্রী চ্যাটার্জী, সত্য বন্দ্যোপাধ্যায়, বিমল দেব, সন্তোষ দত্ত, অমিত দে, দেবনাথ চ্যাটার্জী, মিহির পাল, ভারতী দেবী, পদ্ম দেবী, আলোকা গাঙ্গুলি, ইন্দুলেখা দেবী | শঙ্কর ভট্টাচার্য | দিলীপ সরকার |
১৯৪৬ | খুশ নসিব | রুক্মিণী দেবী, পদ্মা দেবী, বিঠালদাস পাঁচোটিয়া, ইন্দিরা, গুলব, আঘা | বিঠালদাস পাঁচোটিয়া | ইন্দ্রপুরী স্টুডিও |
১৯৪৭ | পাগডান্দি | আক্তার, ওম প্রকাশ, পদ্ম, আশা পোসলে, দুর্গা মোটা, কালাভত, শ্যামলাল | রাম নারায়ণ দাভে | পাঁচোলি আর্ট |
১৯৫৩ | বউ ঠাকুরাণীর হাট | উত্তম কুমার, পাহাড়ি সান্যাল, সংভূ মিত্র, ভানু বন্দ্যোপাধ্যায়, মঞ্জু দে, নরেশ মিত্র, পদ্মা দেবী, নীতীশ মুখোপাধ্যায়, রামা দেবী | নরেশ মিত্র | এমার প্রোডাকশনস |
১৯৫৩ | সাড়ে চুয়াত্তর | তুলসী চক্রবর্তী, মোলিনা দেবী, উত্তম কুমার, সুচিত্রা সেন, ভানু ব্যানার্জি, জহোর রায়, নবদ্বীপ হালদার, গুরুদাস ব্যানার্জি, পদ্মা দেবী, ধনঞ্জয় ভট্টাচার্য, শ্যামল মিত্র, মনবেন্দ্র মুখোপাধ্যায়, দ্বিজেন মুখার্জি | নির্মল দে | |
১৯৫৪ | মা ও ছালে | ছবি বিশ্বাস, অনুভা গুপ্ত, মোলিনা দেবী, পদ্মা দেবী, সাধোনা বোস | গুণাময় বন্দ্যোপাধ্যায় | শ্রী ভারতলক্ষ্মীর ছবি |
১৯৫৫ | আমার সাইগল | পাহাড়ি সান্যাল, টন্ডন, জি মুঙ্গেরি, আক্তার জাহান, পদ্মা দেবী | নিতিন বোস | সিরিয়ার প্রোডাকশনস |
১৯৫৬ | সাহেব বিবি গোলাম | সুমিত্রা দেবী, উত্তম কুমার, ছবি বিশ্বাস, নীতিশ মুখোপাধ্যায়, ছায়া দেবী, পদ্মা দেবী, পাহাড়ি সান্যাল, অনুভা গুপ্ত, জহর গাঙ্গুলি, ভানু বন্দ্যোপাধ্যায়, কানু বন্দ্যোপাধ্যায়, হরিধন বন্দ্যোপাধ্যায়, নবদ্বীপ হালদার | কার্তিক চ্যাটার্জী | সরকার প্রোডাকশনস |
১৯৫৭ | নীলাচলে মহাপ্রভু | অসীম কুমার, দিপ্তি রায়, অহিন্দ্র চৌধুরী, ধীরাজ ভট্টাচার্য, নীতীশ মুখপাধ্যায়, কানু বন্দ্যোপাধ্যায়, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায়, পদ্মা দেবী, ছবি বিশ্বাস, সুমিত্র দেবী, মোলিনা দেবী | কার্তিক চট্টোপাধ্যায় | উদয় চিত্রাধ্যম |
১৯৮৫ - ছবি চিত্রাঃ | বারী থেক পলিয়ে (পালাতে) | কালী বন্দ্যোপাধ্যায়, সতীন্দ্র ভট্টাচার্য, নৃপতি চ্যাটার্জী, শ্রীমান দীপক, শৈলেন ঘোষ, কৃষ্ণ জয়া, পরম ভরক লাহিড়ী, জ্ঞানেশ মুখোপাধ্যায়, কেশ্তো মুখার্জি, পদ্মা দেবী, নীতি পণ্ডিত, জহর রায় | ঋত্বিক ঘটক | চিত্রকালপা |
১৯৫৮ | জলসাঘর (সংগীত ঘর) | ছবি বিশ্বাস, পদ্মা দেবী, পিনাকী সেন গুপ্ত, গঙ্গাপদ বোস, তুলসী লাহারী, কালী সরকার, ওস্তাদ ওয়াহেদ খান, রওশন কুমারী, বেগম আক্তার | সত্যজিৎ রায় | সত্যজিৎ রায় |
১৯৬০ | ক্ষুদিতা পাশান | সৌমিত্র চ্যাটার্জী, ছবি বিশ্বাস, অরুন্ধতী দেবী, দিলীপ রায়, পদ্মা দেবী, রবিন বন্দ্যোপাধ্যায় | তপন সিনহা | হেমেন গাঙ্গুলি |
১৯৬৩ | উত্তর ফাল্গুনী | সুচিত্রা সেন, বিকাশ রায়, ছায়া দেবী, দিলীপ মুখার্জি, পদ্মা দেবী, কালীপদ চক্রবর্তী, পাহাড়ি সান্যাল, জহর গাঙ্গুলি, সীতা মুখোপাধ্যায়, অজিত বন্দ্যোপাধ্যায় | অসিত সেন | উত্তম কুমার |
১৯৬৪ | সানঝ অর সাভেরা | মীনা কুমারী, গুরু দত্ত, মেহমুদ, শুভা খোট, মনমোহন কৃষ্ণ, পদ্মা দেবী, জগদেব, হরিন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ব্রহ্ম ভরদ্বাজ, কানু রায়, রশিদ খান | হৃষীকেশ মুখোপাধ্যায় | সেবন্তীলাল শাহ |
১৯৬৪ | কাশ্মীর কি কালী | শাম্মি কাপুর, শর্মিলা ঠাকুর, পদ্মা দেবী, প্রাণ, নাজির হুসেন, ধুমাল, অনুপ কুমার, মদন পুরী, বীর সাকুজা, সুন্দর, মৃদুলা রানী, টুন টুন, পদ্মা চব্বান, সুজাতা | শক্তি সামন্ত | শক্তি সামন্ত |
১৯৬৬ | নেতাজি সুভাষচন্দ্র বসু | অভি ভট্টাচার্য, জয়মালা, বিপিন গুপ্ত, পদ্মা দেবী, নিরঞ্জন শর্মা, লীলা মিশ্রা, আর দয়াল, সুদর্শন শেঠি | হেমেন গুপ্ত | আদর্শলোক |
১৯৭৬ | জান অরণ্য | প্রদীপ মুখার্জি, কল্যাণ সেন, সত্য বন্দ্যোপাধ্যায়, পদ্মা দেবী, দীপঙ্কর দে, আরতি ভট্টাচার্য, গৌতম চক্রবর্তী, লিলি চক্রবর্তী, বিমল চ্যাটার্জী, বিমল দেব, সন্তোষ দত্ত, উৎপল দত্ত, রবি ঘোষ, অপর্ণা সেন | সত্যজিৎ রায় | সিন্ধু ফিল্মস (সুবীর গুহ) |
১৯৭৯ | অরুণ বরুণ ও কিরণমালা | তরুন কুমার, দিলীপ রায়, মাস্টার পার্থো, মাস্টার সুপ্রতিম, তপতী মান্না, পদ্মা দেবী, নিমু ভৌমিক, সত্য বন্দ্যোপাধ্যায়, আল্পনা গোস্বামী, ছায়া দেবী | বরুন কাবাসি | ডলফিন ফিল্মস |
মৃত্যু
সম্পাদনা১৯৮৩ খ্রিষ্টাব্দের পহেলা ফেব্রুয়ারি পদ্মা দেবী মৃত্যবরন করেন।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে পদ্মা দেবী (ইংরেজি)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Rajadhyaksha, Ashish; Willemen, Paul (১৯৯৯-০৬-২৬)। Encyclopaedia of Indian cinema (ইংরেজি ভাষায়)। British Film Institute।
- ↑ "Padma Devi – Cineplot.com" (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৮-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৬।
- ↑ "Padma Devi - Movies, Biography, News, Age & Photos"। BookMyShow। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৬।
- ↑ "Padma Devi | Movies, Singer - Bollywood MuVyz"। Padma Devi | Movies, Singer - Bollywood MuVyz (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৮-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৬।
- ↑ says, Vidur Sury। "Padma Devi – Filmography – Cineplot.com" (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৮-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৬।
- ↑ "PADMA DEBI: Film / Movie Information"। www.citwf.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]