শ্যামল মিত্র
শ্যামল মিত্র (১৪ জানুয়ারি ১৯২৯ – ১৫ নভেম্বর ১৯৮৭) পশ্চিম বাংলার এক প্রখ্যাত গায়ক, সুরকার ও সঙ্গীত শিল্পী। পঞ্চাশ ও ষাটের দশকের সবচেয়ে জনপ্রিয় গায়কদের অন্যতম। তাঁর অনেক গান আজও বাঙালি শ্রোতাদের কাছে আদৃত। তাঁর সুর করা জনপ্রিয় চলচ্চিত্র হল আনন্দ আশ্রম ও অমানুষ। তাঁর পুত্রের নাম সৈকত মিত্র।[১]
শ্যামল মিত্র | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্ম | ১৪ জানুয়ারী ১৯২৯ নৈহাটি, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ |
মৃত্যু | ১৫ নভেম্বর ১৯৮৭ |
ধরন | বাংলা ক্লাসিকাল গান |
পেশা | নেপথ্য গায়ক, সঙ্গীত পরিচালক |
কার্যকাল | ১৯৪৯ - ১৯৮৭ |
জন্ম ও প্রারম্ভিক জীবন
সম্পাদনাশ্যামল মিত্রের জন্ম বৃটিশ ভারতের অবিভক্ত চব্বিশ পরগনা জেলার নৈহাটিতে। অবশ্য তাঁদের আদি নিবাস ছিল হুগলি জেলার শিয়াখালার নিকটবর্তী পাতুল গ্রামে। পিতা ছিলেন নৈহাটির খ্যাতনামা চিকিৎসক সাধনকুমার মিত্র। তিনি চাইতেন শ্যামল তাঁর মত একজন চিকিৎসক হন। কিন্তু ছোটবেলা থেকেই শ্যামল মিত্র খুব গান ভালবাসতেন। মাতা প্রতিভাময়ী এবং স্থানীয় গায়ক মৃণালকান্তি ঘোষের অনুপ্রেরণায় সঙ্গীতেই আকৃষ্ট হন এবং সেই মতো সঙ্গীত শিক্ষা চলতে থাকে। ভারতীয় গণনাট্য সংঘের সদস্যরা প্রায়ই তাঁদের বাড়িতে বাবার কাছে আসতেন। তাদের সূত্রে তরুণ শ্যামল মিত্রের যোগাযোগ ঘটে সলিল চৌধুরীর সঙ্গে। তিনি ভগিনী রেবাকে নিয়ে ভারতীয় গণনাট্য সংঘ আয়োজিত পথসভায় প্রথম গাইলেন ও আলোর পথযাত্রী।
শ্যামলের প্রাথমিক শিক্ষা স্থানীয় স্কুলে। হুগলি মহসিন কলেজ থেকে আই.এ এবং কলকাতার বঙ্গবাসী কলেজ থেকে বি.এ পাশ করেন। তাঁর সঙ্গীত শিক্ষার গুরু সুধীরলাল চক্রবর্তী পরে শেখেন সতীনাথ মুখোপাধ্যায়ের কাছে।
সঙ্গীত জীবন
সম্পাদনা১৯৪৮ খ্রিস্টাব্দে শ্যামল মিত্র প্রথম রেকর্ড করেন সুধীরলাল চক্রবর্তীর সুরে। বিখ্যাত সুরকার সুবল দাশগুপ্ত, অনুপম ঘটক, হিমাংশু দত্ত, রবিন চট্টোপাধ্যায়ের সুরে অনেক গান গেয়েছেন। তাঁর রেকর্ডের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। প্রথম প্লে ব্যাক গায়ক হিসেবে ১৯৪৮ সালে 'সুনন্দার বিয়ে'তে সাড়া ফেলেন। অনেক ছবির সংগীত পরিচালক ছিলেন তিনি। হিন্দি চলচ্চিত্রে বেশ কয়েকটি হিন্দি গানের সুরও তার দেওয়া।[২]
উল্লেখযোগ্য গান সমূহ
সম্পাদনা- স্মৃতি তুমি বেদনার
- আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
- ওই আঁকা বাঁকা যে পথ
- কেন তুমি ফিরে এলে
- দূর নয় বেশি দূর ওই
- ধরো কোন এক শ্বেত পাথরের প্রাসাদে
- নাম রেখেছি বনলতা
- রাজার পঙ্খী উইড়্যা গেলে
- কি নামে ডেকে
- শুভ্র শঙ্খ রবে (মহালয়া)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ সৈকত মিত্র। "গানের জন্য ছেলেকে তাড়িয়ে দিয়েছিলেন বাবা"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারী ২০১৮।
- ↑ দ্বিতীয় খন্ড, অঞ্জলি বসু সম্পাদিত (২০০৪)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৩৩৯।