আনন্দ আশ্রম

১৯৭৭-এর শক্তি সামন্ত পরিচালিত বাংলা ভাষার চলচ্চিত্র

আনন্দ আশ্রম শক্তি সামন্ত পরিচালিত ও শৈলজানন্দ মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে তৈরি দ্বিভাষিক চলচ্চিত্র।[১] এই সিনেমাটি ১৯৭৭ সালে মুক্তি পেয়েছিল। এই ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেন উত্তম কুমার এবং শর্মিলা ঠাকুর। অন্যান্য ভূমিকায় অভিনয় করেছিলেন অশোক কুমার, উৎপল দত্ত এবং রাকেশ রোশন, এবং মৌসুমি চট্টোপাধ্যায়। হিন্দি এবং বাংলা ভাষায় আলাদা আলাদা ভাবে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিলো।[২]

আনন্দ আশ্রম
আনন্দ আশ্রম (চলচ্চিত্র).jpg
পরিচালকশক্তি সামন্ত
প্রযোজকশক্তি সামন্ত
রচয়িতাশক্তি সামন্ত
কাহিনিকারশৈলজানন্দ মুখোপাধ্যায়
শ্রেষ্ঠাংশেউত্তম কুমার
শর্মিলা ঠাকুর
উৎপল দত্ত রাকেশ রোশন, মৌসুমী চ্যাটার্জী
সুরকারশ্যামল মিত্র
চিত্রগ্রাহকঅলক দাশগুপ্ত
সম্পাদকবিজয় চৌধুরী
প্রযোজনা
কোম্পানি
নটরাজ স্টুডিও
মুক্তি১৯৭৭
দৈর্ঘ্য১৪১ মিনিট
দেশভারত
ভাষাবাংলা
হিন্দি

কাহিনীসম্পাদনা

ডা: অমরেশ (উত্তম কুমার) বড়লোক বাবার (অশোক কুমার) একমাত্র ডাক্তার পুত্র। সে তার বাবার অমতে আশাকে (শর্মিলা ঠাকুর) বিয়ে করে এবং অন্য জায়গায় গিয়ে সংসার পাতে। সন্তানের জন্ম দিতে গিয়ে আশা মারা যায়। সেই পুত্রসন্তান ডা: সমরেশ (রাকেশ রোশন) ঘটনাচক্রে ঠাকুরদার কাছে মানুষ হয়। সমরেশ আবার সুমিতার (মৌসুমি চট্টোপাধ্যায়) প্রেমে পড়ে। সুমিতা/সুমি ডা: অমরেশের বন্ধু উৎপল দত্তের মেয়ে। সমরেশের আর সুমিতার বিয়ের দিন আবার ডা: অমরেশ এবং তার বাবার মধ্যে মিলন ঘটে এবং ভুল বোঝাবুঝির অবসান হয়।

অভিনয়সম্পাদনা

সংগীতসম্পাদনা

বাংলা গানের তালিকা

হিন্দি গানের তালিকা

তথ্যসূত্রসম্পাদনা

  1. Vijay Lokapally (১০ সেপ্টেম্বর ২০১৫)। "Blast from the past: Anand Ashram (1977)"The Hindu 
  2. "Shakti Samanta was brave, never wanted to compromise: Filmmaker Prabhat Roy"cinestaan.com। ১০ এপ্রিল ২০১৮। 

বহিঃসংযোগসম্পাদনা