বঙ্গবাসী কলেজ

কলকাতায় অবস্থিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষা প্রতিষ্ঠান

বঙ্গবাসী কলেজ কলকাতার এক কলেজ। এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে পড়ানো হয়। কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ।

বঙ্গবাসী কলেজ
বঙ্গবাসী কলেজ.jpg
ধরনসরকারি
স্থাপিত২৭ নভেম্বর ১৮৮৭
শিক্ষার্থী২৫৭০ + ৪১০
স্নাতক২৫৫০
স্নাতকোত্তর২০
অবস্থান, ,
শিক্ষাঙ্গননগর, ০.৬০ একর
অধিভুক্তিকলকাতা বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটbangabasi.org
Map

ইতিহাসসম্পাদনা

আচার্য গিরিশচন্দ্র বসু ১৮৮৫ সালে কলকাতার বউবাজার স্ট্রিট এর একটি ভাড়া বাড়িতে বঙ্গবাসী স্কুল‌ প্রতিষ্ঠা করেন যা ১৮৮৭ সালে বঙ্গবাসী কলেজ রূপে আত্মপ্রকাশ করে। ১৯০৩ সালে বঙ্গবাসী কলেজ তার বর্তমান ঠিকানা রাজকুমার চক্রবর্তী সরণী, শিয়ালদহে স্থানান্তরিত হয়। একই সাথে বঙ্গবাসী কলেজ পত্রিকা ১৯০৩ সালে প্রথম‌ প্রকাশিত হয় যা কলকাতার অন্যতম‌ প্রাচীন কলেজ পত্রিকা। বর্তমানে কলেজটিতে প্রতি বছর প্রায় আড়াই হাজার ছাত্রছাত্রী স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করেন।

কোর্সসম্পাদনা

প্রাণিবিদ্যা ব্যতীত নিচে তালিকাভুক্ত কোর্সগুলি অস্নাতক মানের।[১][২]

ভাষা এবং সাহিত্যসম্পাদনা

সামাজিক বিজ্ঞানসম্পাদনা

বাণিজ্যসম্পাদনা

বিজ্ঞানসম্পাদনা

জৈবিক বিজ্ঞানসম্পাদনা

 
প্রয়াত আচার্য গিরিশচন্দ্র বসু স্মারক

সুবিধাসম্পাদনা

ছাত্র পরিষেবা কোষসম্পাদনা

  • শিক্ষার্থী সহায়তা কোষ
  • স্থানসাহায্য কোষ
  • কাউন্সেলিং কোষ
  • মহিলা কোষ
  • অ্যান্টি-র‌্যাগিং কোষ
  • অভিযোগ নিবারণ কোষ
  • সমান সুযোগ কোষ

একাডেমিকসম্পাদনা

অবকাঠামোগতসম্পাদনা

  • সস্তা ক্যান্টিন
  • মিলনায়তন
  • বৈঠকখানা
  • জিমনেসিয়াম
  • পানি
  • খেলার মাঠ
  • সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা

অন্যান্য ক্রিয়াকলাপসম্পাদনা

  • এনএসএস
  • খেলাধুলা এবং গেমস
  • সমাবেশ
  • পুরস্কার বিতরণ
  • শিক্ষার্থীদের মেলা
  • সাংস্কৃতিক কার্যক্রম
  • কম্পিউটার দক্ষতা বিকাশ
  • স্ব প্রতিরক্ষা

উল্লেখযোগ্য শিক্ষার্থীসম্পাদনা

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Bangabasi College | Bangabasi College Home Page"www.bangabasi.ac.in। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৫ 
  2. "Bangabasi College | Introduction to the department [Zoology]"www.bangabasi.ac.in। ২০১৯-১২-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৫