শক্তি সামন্ত
ভারতীয় চলচ্চিত্র পরিচালক
শক্তি সামন্ত (১৩ জানুয়ারি ১৯২৬ - ৯ এপ্রিল ২০০৯) ছিলেন একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। তিনি ১৯৫৭ সালে শক্তি ফিল্মস নামে একটি প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন। তিনি তার পরিচালিত হাওড়া ব্রিজ, চায়না টাউন, কাশ্মীর কী কলি, অ্যান ইভেনিং ইন প্যারিস, কাটি পতঙ্গ, এবং অমর প্রেম চলচ্চিত্রের জন্য প্রসিদ্ধ।[১][২]
শক্তি সামন্ত | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ৯ এপ্রিল ২০০৯ মুম্বই, ভারত | (বয়স ৮৩)
পেশা | চলচ্চিত্র পরিচালক, প্রযোজক |
পুরস্কার | ফিল্মফেয়ার পুরস্কার |
তিনি আরাধনা (১৯৬৯), অনুরাগ (১৯৭৩) এবং অমানুষ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। অমানুষ চলচ্চিত্রটি বাংলা ভাষায়ও নির্মাণ করেন। এছাড়া তিনি ১৯৮৪ সালে একটি যৌথ প্রযোজনার চলচ্চিত্রসহ ছয়টি বাংলা ভাষার চলচ্চিত্র নির্মাণ করেন।
মৃত্যু
সম্পাদনা৯ এপ্রিল ২০০৯
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাপরিচালনা
সম্পাদনা- বহু (১৯৫৫)
- ইন্সপেক্টর (১৯৫৬)
- হিল স্টেশন)১৯৫৭)
- শেরু (১৯৫৭)
- হাওড়া ব্রিজ (১৯৫৮)
- ডিটেক্টিভ (১৯৫৮)
- ইনসান জাগ উঠা (১৯৫৯)
- জালি নোট (১৯৬০)
- সিঙ্গাপুর (১৯৬০)
- ইসি কা নাম দুনিয়া হ্যায় (১৯৬২)
- নটি বয় (১৯৬২)
- চিনা টাউন (১৯৬২)
- এক রাজ (১৯৬৩)
- কাশ্মীর কি কলি (১৯৬৪)
- সাওয়ান কি গাথা (১৯৬৬)
- অ্যান ইভিনিং ইন প্যারিস (১৯৬৭)
- আরাধনা (১৯৬৯)
- কাটি পতং (১৯৭০)
- পাগলা কঁহি কা (১৯৭০)
- জানে-আনজানে (১৯৭১)
- অমর প্রেম (১৯৭২)
- অনুরাগ (১৯৭২)
- চরিত্রহীন (১৯৭৪)
- আজনবী (১৯৭৪)
- অমানুষ (১৯৭৫)
- মেহবুবা (১৯৭৬)
- অনুরোধ (১৯৭৭)
- আনন্দ আশ্রম (১৯৭৭)
- দ্য গ্রেট গাম্বলার (১৯৭৯)
- খোয়াব (১৯৮০)
- বরসাত কি এক রাত (১৯৮১)
- আযাশ (১৯৮২)
- আওয়াজ (১৯৮৪)
- আলাগ আলাগ (১৯৮৫)
- আর পার (১৯৮৫)
- অন্যায় অবিচার (১৯৮৫)
- অন্ধ বিচার (১৯৯০)
- দুশমন (১৯৯০)
- গীতাঞ্জলি (১৯৯৩)
- দেবদাস (২০০২)
প্রযোজনা
সম্পাদনা- বালিকা বধূ (১৯৭৬)
- অচেনা অতিথি (১৯৯৭)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Reinventing itself"। Screen। ১২ ডিসেম্বর ২০০৮। ৯ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১০।
- ↑ Dinesh Raheja (১১ এপ্রিল ২০০৯)। "Shakti Samanta his Aradhana came true"। MiD DAY। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে শক্তি সামন্ত (ইংরেজি)