বরসাত কি এক রাত
বরসাত কি এক রাত বা অনুসন্ধান হলো ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি-বাংলা দ্বিভাষী চলচ্চিত্র।[১][২][৩] চলচ্চিত্রটির পরিচালক ছিলেন শক্তি সামন্ত, প্রযোজকও ছিলেন তিনি, চলচ্চিত্রটির কাহিনী শক্তিপদ রাজগুরুর উপন্যাস 'অনুসন্ধান' থেকে নেওয়া হয়েছিলো। চলচ্চিত্রটিতে ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, রাখী, আমজাদ খান, উৎপল দত্ত এবং প্রেমা নারায়ণ। চলচ্চিত্রটির বাংলা সংস্করণের নাম ছিলো 'অনুসন্ধান'। সঙ্গীত পরিচালনা করেছিলেন রাহুল দেব বর্মণ (বাংলা সংস্করণ সহ)।
বরসাত কি এক রাত | |
---|---|
![]() হিন্দি সংস্করণের পোস্টার | |
পরিচালক | শক্তি সামন্ত |
প্রযোজক | শক্তি সামন্ত |
রচয়িতা | শক্তিপদ রাজগুরু |
উৎস | শক্তিপদ রাজগুরু কর্তৃক বাংলা উপন্যাস অনুসন্ধান |
শ্রেষ্ঠাংশে | অমিতাভ বচ্চন রাখী আমজাদ খান |
সুরকার | রাহুল দেব বর্মণ |
প্রযোজনা কোম্পানি | শক্তি ফিল্মস |
পরিবেশক | শক্তি ফিল্মস |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১৪২ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি বাংলা |
চলচ্চিত্রটির হিন্দি গান 'আপনে পিয়ার কে সাপ্নে ছাচ হুয়ে' এবং 'কলিরাম কা খুল গায়া ফুল' জনপ্রিয় হয়েছিলো, অপরদিকে বাংলা গানগুলো জনপ্রিয়তা পায়নি।
অভিনয়েসম্পাদনা
- অমিতাভ বচ্চন - অভিজিৎ
- রাখী - রজনী (বাংলা সংস্করণে 'তমসা')
- আমজাদ খান - কলিরাম
- অভি ভট্টাচার্য - রজনী'র বাবা
- উৎপল দত্ত - কলিরামের বাবা সহুজি
- প্রেমা নারায়ণ - গ্রাম্য নর্তকী
- অসিত সেন - পুলিশ পরিদর্শক
সঙ্গীতসম্পাদনা
হিন্দিসম্পাদনা
সবগুলি গানের গীতিকার আনন্দ বকশী; সবগুলি গানের সুরকার রাহুল দেব বর্মণ।
গান | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
১. | "আপনে পিয়ার কে" | কিশোর কুমার, লতা মঙ্গেশকর | |
২. | "হায়ে ভো পারদেসি" | লতা মঙ্গেশকর | |
৩. | "কালিরাম কা ঢোল" | কিশোর কুমার | |
৪. | "মানচালি ও মানচালি" | কিশোর কুমার, আশা ভোঁসলে | |
৫. | "নাদিয়া কিনারে পে" | লতা মঙ্গেশকর |
বাংলাসম্পাদনা
সবগুলি গানের গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার; সবগুলি গানের সুরকার রাহুল দেব বর্মণ।
গান | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
১. | "আমার স্বপ্ন যে" | কিশোর কুমার, লতা মঙ্গেশকর | |
২. | "হায় রে পোড়া বাসি" | লতা মঙ্গেশকর | |
৩. | "হরি বল হরি বল" | কিশোর কুমার | |
৪. | "ফুলকলি রে ফুলকলি" | কিশোর কুমার, আশা ভোঁসলে | |
৫. | "ওঠো ওঠো সূর্যাই রে" | লতা মঙ্গেশকর |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Amitabh Bachchan turns nostalgic as Barsaat Ki Ek Raat completes 37 years of release"। indiablooms.com। ১৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ Hemchhaya De (২৭ অক্টোবর ২০১৮)। "The life and times of Rakhee Gulzar"। www.femina.in।
- ↑ "50 Years of Amitabh Bachchan in Bollywood: Twitterati Celebrates Golden Jubilee of the Legendary Actor in Bollywood"। latestly.com। ১৫ ফেব্রুয়ারি ২০১৯।
বহিঃসংযোগসম্পাদনা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে বরসাত কি এক রাত (ইংরেজি)