অ্যান ইভেনিং ইন প্যারিস
১৯৬৭ এর ভারতীয় চলচ্চিত্র
অ্যান ইভেনিং ইন প্যারিস হচ্ছে ১৯৬৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র। শক্তি সামন্তের পরিচালনা এবং প্রযোজনায় চলচ্চিত্রটির কাহিনী লিখেছিলেন শচীন ভৌমিক এবং রমেশ পান্থ; নায়ক-নায়িকা ছিলেন শাম্মী কাপুর এবং শর্মিলা ঠাকুর। চলচ্চিত্রটিতে শর্মিলা ঠাকুর সুইমস্যুট পরিধান করেছিলেন, ১৯৬০-এর দশকে ভারতীয় চলচ্চিত্রে এই ধরনের পোশাক পরাটা সাধারণ ছিলোনা।[১][২] চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক ছিলেন শঙ্কর জয়কিষণ, তাদের সুর করা গানগুলো তুমুল জনপ্রিয়তা পেয়েছিলো।[৩]
অ্যান ইভেনিং ইন প্যারিস | |
---|---|
![]() | |
পরিচালক | শক্তি সামন্ত |
প্রযোজক | শক্তি সামন্ত |
রচয়িতা | শচীন ভৌমিক রমেশ পান্থ |
শ্রেষ্ঠাংশে | শাম্মী কাপুর শর্মিলা ঠাকুর প্রাণ |
সুরকার | শঙ্কর জয়কিষণ |
চিত্রগ্রাহক | ভি. গোপী কৃষ্ণ |
সম্পাদক | গোবিন্দ দালবাদি |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১৬৮ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
অভিনয়ে সম্পাদনা
- শাম্মী কাপুর - শ্যাম কুমার
- শর্মিলা ঠাকুর - দীপা/রূপা/সুজি
- প্রাণ - শেখর
গানের তালিকা সম্পাদনা
# | গান | কণ্ঠশিল্পী(গণ) |
---|---|---|
১ | "আজি, এ্যাসা মউকা ফির কাহাঁ মিলেগা" | মোহাম্মদ রফি |
২ | "দিওয়ানে কে নাম তো পুছো" | মোহাম্মদ রফি |
৩ | "হোগা তুমসে কাল ভি সামনা" | মোহাম্মদ রফি |
৪ | "এ্যাকেলে এ্যাকেলে কাহাঁ জা রাহে হো" | মোহাম্মদ রফি |
৫ | "আসমান সে আয়া ফারিশতা" | মোহাম্মদ রফি |
৬ | "মেরা দিল হ্যায় তেরা, তেরা দিল হ্যায় মেরা" | মোহাম্মদ রফি |
৭ | "রাত কে হামসাফার থাককে ঘার কো চালে" | মোহাম্মদ রফি, আশা ভোঁসলে |
৮ | "যুবি যুবি যলেম্বু" | আশা ভোঁসলে |
৯ | "লে জা লে জা মেরা দিল" | শারদা রাজন আইনগর |
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ Manjima Bhattacharjya, "Why the bikini is badnaam", Times of India, 25 November 2007
- ↑ Rasti Amena (৮ ডিসেম্বর ২০২০)। "B'day special: 5 amazing facts about Sharmila Tagore aka Begum Ayesha Sultana"। siasat.com।
- ↑ Gayatri Rao (২৯ মার্চ ২০১৭)। "Aasman se aaya farishta – Rafi/Sharmila – Shankar-Jaikishan – Shammi/Sharmila An Evening in Paris (1967)"। lemonwire.com।