কাশ্মীর কি কলি
১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ভাষার চলচ্চিত্র
কাশ্মীর কি কলি (হিন্দি: कश्मीर की कली, অনুবাদ 'কাশ্মীরের কুঁড়ি') হচ্ছে ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র। শক্তি সামন্তের পরিচালনায় চলচ্চিত্রটিতে শাম্মী কাপুর, শর্মিলা ঠাকুর, প্রাণ এবং নাজির হুসাইন মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন।[১][২]
কাশ্মীর কি কলি | |
---|---|
পরিচালক | শক্তি সামন্ত |
প্রযোজক | শক্তি সামন্ত |
রচয়িতা | রঞ্জন বসু রমেশ পান্থ |
শ্রেষ্ঠাংশে | শাম্মী কাপুর শর্মিলা ঠাকুর প্রাণ নাজির হুসাইন |
সুরকার | ও. পি. নৈয়ার এস এইচ বিহারী (গীতি) |
চিত্রগ্রাহক | ভি. এন. রেড্ডি |
সম্পাদক | ধর্মবীর |
পরিবেশক | শক্তি ফিল্মস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৬৮ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
বিষয়বস্তু
সম্পাদনাধনী পুরুষ রাজীব লাল কাশ্মীর প্রদেশের গরিব মেয়ে চম্পা চামেলির প্রেমে পড়েন। চম্পা রাজীবকে পছন্দ করে ফেলেন কিন্তু চম্পার বাবা দিনু বন ব্যবস্থাপক মোহনের সঙ্গে একটা ঝামেলায় পড়েন, দিনু মোহনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন কিন্তু সেটা পরিশোধ করতে পারছেননা, যেহেতু পরিশোধ করতে পারছেননা তাই মোহন দিনুর মেয়ে চম্পাকে বিয়ে করতে চান ধারের টাকা পাবার বদলে। রাজীবের চম্পাকে বিয়ে করার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা পোহাতে হয় কিন্তু শেষমেশ রাজীব চম্পাকে বিয়ে করতে সক্ষম হন।
অভিনয়ে
সম্পাদনা- শাম্মী কাপুর - রাজীব লাল
- শর্মিলা ঠাকুর - চম্পা চামেলি
- প্রাণ - মোহন লাল
- নাজির হুসাইন - দিনু
গানের তালিকা
সম্পাদনা# | গান | গায়ক/গায়িকা |
---|---|---|
১ | "কাহিঁ না কাহিঁ দিল লাগানা পাড়েগা" | মোহাম্মদ রফি |
২ | "ইয়ে চান্দ সা রোশন চ্যাহরা" | মোহাম্মদ রফি |
৩ | "সুবহানাল্লাহ হাসিন চ্যাহরা" | মোহাম্মদ রফি |
৭ | "হায় দুনিয়া উসিকি, জামানা উসিকা" | মোহাম্মদ রফি |
৫ | "ইশারো ইশারো মেঁ দিল লেনেওয়ালে" | মোহাম্মদ রফি, আশা ভোঁসলে |
৬ | "মেরি জান বাল্লে বাল্লে" | মোহাম্মদ রফি, আশা ভোঁসলে |
৭ | "দিওয়ানে হুয়া বাদাল" | মোহাম্মদ রফি, আশা ভোঁসলে |
৮ | "বালমা খুলি হাওয়া মেঁ" | আশা ভোঁসলে |
৯ | "ফির ঠেস লাগি দিল কো" | আশা ভোঁসলে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Ramesh, K. V. (২ সেপ্টেম্বর ২০১৭)। "Come September again"। The Hindu। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৮।
- ↑ "Shankar-Jaikishan were the original choice for Kashmir Ki Kali"। Rediff.com। ২৬ জুন ২০১২। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে কাশ্মীর কি কলি (ইংরেজি)