উইকিপিডিয়া:আলোচনাসভা/সংগ্রহশালা/২০১৫/১-৪

আলোচনাসভার সংগ্রহশালা
+ জানুয়ারি - এপ্রিল মে - আগস্ট সেপ্টেম্বর - ডিসেম্বর
২০০৪/০৫ সবচেয়ে পুরাতন
২০০৬ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০০৭ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০০৮ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০০৯ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১০ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১১ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১২ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৩ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৪ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৫ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৬ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৭ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৮ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৯ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০২০ ১ থেকে ৪ ৫ - ৬ ৭ - ৮ ৯ -১০ ১১ - ১২
২০২১ ১ - ২ ৩ - ৪ ৫ - ৬ ৭ - ৮ ৯ - ১০ ১১ - ১২
২০২২ ১ - ২ ৩ - ৪ ৫ - ৬ ৭ - ৮ ৯ - ১০ ১১ - ১২
২০২৩ ১ - ২ ৩ - ৪ ৫ - ৬ ৭ - ৮ ৯ - ১০ ১১ - ১২
২০২৪ ১ - ২ ৩ - ৪ ৫ - ৬ ৭ - ৮ ৯ - ১০ ১১ - ১২
সংগ্রহশালার সূচিপত্র‎‎

সাধু না চলিত

উইকিপিডিয়ার নিবন্ধে কোন বাংলা লিখলে ভালো?সাধু না চলিত।--116.58.205.227 (আলাপ) ০১:১৩, ৬ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)

চলিত ভাষাতেই লিখতে হবে, যা সহজবোধ্য ও বহুল ব্যবহৃত। এছাড়াও দেখতে পারেনঃ উইকিপিডিয়া:বাংলা বানানের নিয়মউইকিপিডিয়া:বাংলা প্রয়োগবিধি। --অংকন (আলাপ) ০৫:৫২, ৬ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)

টেমপ্লেট:TennisEventInfo

আমার একটি টেমপ্লেট দরকার যেটির নাম {{TennisEventInfo}}। দয়াকরে এটি বাংলা উইকিপিডিয়ায় তৈরী করে সাহায্য করুন।--203.223.94.221 (আলাপ) ১২:১২, ১০ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)

  করা হয়েছে--Dr.Abdullah Al Noman (আলাপ) ১০:২১, ১২ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)

রেফারেন্সের বাংলা অনুবাদ

ইংরেজি উইকিপিডিয়ার রেফারেন্সের বাংলা উইকিতে তথ্যসূত্র।কিন্তু আমার জানামতে এর বাংলা অনুবাদ নির্দেশ অথবা উদাহরণ।— 203.223.94.241 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

আপনার উত্তর --আফতাব (আলাপ) ১৫:৩৮, ১৯ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
আফতাব ভাই   আপনাকে ধন্যবাদ--203.223.94.239 (আলাপ) ১৭:১৭, ১৯ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)

আইজাক নিউটন

আমি মনে করি আইজাক নিউটন নিবন্ধটি সম্পূর্ণ এবং এটি নির্বাচিত নিবন্ধ হওয়া উচিত।আমার আবেদন এটিকে নির্বাচিত নিবন্ধ করুন।--Dr.Abdullah Al Noman (আলাপ) ১১:২২, ২২ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)

Template:Aircraft_spece

আমার এই টেমপ্লেট লাগবে।দয়া করে এটি তৈরী করুন {{Aircraft_specs}}--Dr.Abdullah Al Noman (আলাপ) ০৪:৩১, ২৫ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)

এই টেপ্লেটটি তৈরী করা হয়েছে। এটি অনেক বড় আকারের একটি টেমপ্লেট এবং এর অনেকটা অংশই অনুবাদ করার প্রয়োজন। এখানে জটিল সিন্ট্যাক্স ব্যবহার করা হয়েছে, তই অনুবাদ করার সময় সতর্কতা অবলম্বনের অনুরোধ করছি। কোন নিবন্ধে এটি ব্যবহার করতে চাচ্ছেন, Dr.Abdullah Al Noman? --নাসির খান সৈকতআলাপ ০৬:০০, ২৫ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
এটি এখানে ব্যবহার করেছি ফকার এফ২৭ ফ্রেন্ডশিপ, নাসির।--Dr.Abdullah Al Noman (আলাপ) ০৯:২২, ২৫ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)

কমন্স লাইসেন্স

ছবি আপলোডের কিছু টেমপ্লেট বুঝতে পারছিনা।সেগুলো হলCC-BY-SA-1/2/3/3.5/4--আব্দুল্লাহ আল নাহিয়ান (আলাপ) ১৭:৪১, ২৫ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)

এই নিবন্ধটি দেখুন Creative Commons license টেমপ্লট গুলোর অর্থ সম্পর্কে লেখা রয়েছে। Happiest persoN (আলাপ) ১০:৩০, ২৭ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)

বাংলাদেশে বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃত্তি

প্রিয় সুধী, আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলাদেশ অনুষ্ঠানে বৃত্তি গ্রহণ শুরু হয়েছে। দয়া করে বাংলাদেশ ও ভারতের আগ্রাহী প্রার্থীরা আগামী ২রা ফেব্রুয়ারির মধ্যে বৃত্তি পাতায় আবেদন করুন।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:০৫, ২০ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)

নাহিদ ভাই শুধুমাত্র অংশগ্রহনের জন্য আলাদা ফর্ম আছে নাকি এখানেই আবেদন করতে হবে? ধন্যবাদ --Raju (আলাপ) ০৪:২৯, ২১ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
বৃত্তির জন্য বৃত্তি পাতায় উল্লেখিত গুগল ফর্ম ও নির্দিষ্ট অনুচ্ছেদে নাম যুক্ত করতে হবে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কোন ফর্ম পূরণ করতে হবে কিনা, সেটা এখনো জানি না। অনুষ্ঠান সকলের জন্য উন্মোক্ত রাখার চিন্তা করা হচ্ছে, যদি তাই হয় তাহলে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কোন ফর্ম পূরণ করতে হবে না।-যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৫৮, ২১ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
অনুষ্ঠানের তারিখটা আগে ভাগে জানালে সুবিধা হয়। ছুটিছাটার একটা ঝামেলা আছে তো। ফেদৌ (টক শো) ০৮:৪০, ২১ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
বাংলা উইকিপিডিয়ানদের কোন অগ্রাধিকার প্রবেশাধিকার/ সংরক্ষিত আসন ব্যবস্থার চিন্তা/ পরিকল্পনা আছে কিনা? --Raju (আলাপ) ১৩:৫২, ২৪ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
অনুষ্ঠানইতো বাংলা উইকিপিডিয়ানদের, অবশ্যই।--যুদ্ধমন্ত্রী আলাপ ১১:০৪, ২ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)

ব্যুরোক্রাফট আর ফাইল মুভার ইংরেজি থেকে বাংলা করার জন্য

আমরা বাংলা উইকিতে ইংরেজি এ্যাডমিনকে প্রশাসক শব্দ দ্বারা অনুবাদ করেছি।এটি সঠিক।কিন্তু ব্যুরোক্রাফট আর ফাইল মুভার এই দুই অধিকার ইংরেজিতে শিরোনাম রয়েছে।এই গুলো বাংলা করলে বাংলা গুণমান আরো ভালো হয়।--203.223.94.161 (আলাপ) ০৬:০৯, ১ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)

কয়েকটি বিষয়শ্রেণি তৈরি

আমি গত প্রায় সপ্তাহজুড়ে বাংলাদেশে প্রাপ্ত কচ্ছপগুলোর উপরে সংক্ষিপ্ত নিবন্ধ রচনা করে দিলাম। কেউ যদি কয়েকটি বিষয়শ্রেণী তৈরি করে দেন তবে ভাল হয়। যেসব বিষয়শ্রেণী তৈরি করা যেতে পারে সেগুলো হচ্ছেঃ বিষয়শ্রেণী:বাংলাদেশের কচ্ছপ, বিষয়শ্রেণী:ভারতের কচ্ছপ, বিষয়শ্রেণী:বাংলাদেশের উভচর, বিষয়শ্রেণী:বাংলাদেশের উভচর ইত্যাদি। --সাদি (আলাপ) ০৮:১৮, ৯ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)

  করা হয়েছে--যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:৪০, ৯ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)

উইকিপ্রকল্প টেমপ্লেট

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


সম্প্রতি বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী কলকাতার অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের বাংলা উইকিপিডিয়ানদের মধ্যে আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত হয়েছিল তার মধ্যে একটি সিদ্ধান্ত ছিল : প্রতিটি নিবন্ধের গুণমান বিচারের জন্য ইংরেজী উইকির মতো করে FA, GA, A-class, B-class, C-class, Stub - এই ভাগে ভাগ করা।

ইংরেজি উইকিতে এই টেমপ্লেট গুলি সাধারণত বিভিন্ন প্রকল্পের আওতায় দেয়া হয়। সমস্যা হল ইংরেজি উইকিতে শত শত প্রকল্প আছে। কিন্তু আমাদের পক্ষে এত প্রকল্প ও প্রকল্পের টেমপ্লেট তৈরি করে রক্ষণাবেক্ষণ করা সম্ভব না। তাই আমি এই সব কিছু একটা টেমপ্লেট দ্বারা করতে চাচ্ছি। ঠিক এটার মত

একটি টেমপ্লেট দিয়ে এই সব ট্যাগ করার বিষয়ে আপনাদের মতামত কি? --আফতাব (আলাপ) ১৫:০৮, ১৫ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)

ঠিক কথা, অত প্রকল্প বাংলা উইকিতে নেই। প্রকল্পের আওতায় না দিয়ে সাধারণ ভাবে করা গেলেও চলবে। তবে যেগুলো প্রকল্পের আওতায় করা সম্ভব, সেগুলোতে প্রকল্পের আওতায় দিলে ভালো, যেমন, জীবনী, ভারত, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, চলচ্চিত্র, এই প্রকল্পের অধীনে দেওয়া যেতে পারে। কিন্তু তা না হলেও অসুবিধা নেই। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:১৫, ১৫ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
আমারও মনে হয় যেগুলোর ক্ষেত্রে প্রকল্পের আওতায় আনা সম্ভব, সেগুলোর ক্ষেত্রে সেই প্রকল্পে এনে করলেই বেশি ভাল হয়। বাকিগুলোর ক্ষেত্রে এই টেমপ্লেট ব্যবহার করা যেতে পারে।--অংকন (আলাপ) ১০:১২, ১৬ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
প্রকল্পের আওতায় করতে গেলে অনেকগুলি টেমপ্লেট তৈরি করতে হবে। আমি চাচ্ছি একটা টেমপ্লেট থেকে করতে। প্রকল্পের আওতায় তৈরি করা টেমপ্লেট কিংবা আমার প্রস্তাবিত টেমপ্লেট দুটিই কিন্তু এক ফলাফল দিবে। বুঝিয়ে বলি: {{উইকিপ্রকল্প জীবনী|class=ক}} যে ফলাফল দেয় আমার প্রস্তাবিত {{উইকিপ্রকল্প|প্রকল্প=জীবনী|শ্রেণী=ক}} একই ফলাফল দিবে। (লক্ষ্য করুন, আমরা যদি প্রকল্প=জীবনী পরিবর্তে প্রকল্প=ক্রিকেট দেই তাহলে এটি {{উইকিপ্রকল্প ক্রিকেট|class=ক}}-এ অনুরূপ ফলাফল দিবে। অর্থাৎ আমরা একই টেমপ্লেট বহু প্রকল্পের ক্ষেত্রে ব্যবহার করতে পারব।) --আফতাব (আলাপ) ১৪:৩৬, ১৬ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
সেক্ষেত্রে এই টেমপ্লেটটি বাংলা উইকির জন্য একেবারে উপযুক্ত। বাংলা উইকিতে এই টেমপ্লেট ব্যবহারের ওপর আমার   সমর্থন রইল। ধন্যবাদ আফতাব-- বোধিসত্ত্ব (আলাপ) ১৭:৫৬, ১৬ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
চমৎকার পদক্ষেপ! এবং আমারও   সমর্থন রইল।--অংকন (আলাপ) ০৬:০৭, ১৭ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
এটির জন্য  আপনাকে ধন্যবাদ আর   সমর্থন রইল।এটি দ্রুত তৈরী করা হলে ভাল হয়।--116.58.205.218 (আলাপ) ১১:১৩, ১৮ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
যদি এই টেমপ্লেটটি এরকম হয় তাহলে ভাল হয়। {{উইকিপ্রকল্প |প্রকল্প= |শ্রেণী= |B2= |B3= |B4= |B5= |B6= |গুরুত্ব=}}--203.223.94.242 (আলাপ) ১২:১৩, ১৮ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
আমি একমত। একটি জেনেরিক টেমপ্লেট তৈরি করা হোক, যা সব নিবন্ধেই কাজে লাগালো যাবে। --জয়ন্ত (আলাপ - অবদান) ২১:৩৩, ২৬ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)


টেমপ্লেট কাজ প্রায় শেষ। উদাহরণ এখানে দেখতে পাবেন: আলাপ:২০১৫ এসিসি টুয়েন্টি২০ কাপ
কিছু প্রশ্ন: ১) আপনাদের কি টেমপ্লটের রং পছন্দ হয়েছে? না হলে কি রং দিলে ভালো হয়?
২) বর্তমানে টেমপ্লেটে ৩টি প্যারামিটার ব্যবহার করেছি। শ্রেণী, গুরুত্ব ও ছবি। আর কি কি প্যারামিটার যোগ করা যায়? পরামর্শ দিন।--আফতাব (আলাপ) ০১:২৯, ১ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)
১) রংটা আরেকটু গাঢ় ধরণের হলে ভালো লাগত।
২) আর কোন প্যারামিটার না থাকলেও ক্ষতি নেই।
টেমপ্লেটটার জন্য অসংখ্য ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৫:২৯, ১ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)

আফতাব, প্রথম কথা আমাদের একটা এই ব্যাপারে ডকুমেন্ট করে ফেলা দরকার।

  • ১) টেমপ্লেটের রঙ আপাতত সাদাই থাক।
  • ২)ক,খ,গ,ঘ ইত্যাদি শেনীতিতে ভাগ না করে শ্রেনী/মূল্যায়ন/গুনগত মান হিসাবে আগেরই , নির্বাচিত ( নি), প্রস্তাবিত নির্বাচিত ( প্রনি), ভাল, প্রস্তাবিত ভাল ( প্রভাল), প্রাথমিক ও অসম্পূর্ণ ইত্যাদিতে ভাগ করা হোক। ।

৩) মূল টেমপ্লেটের নাম কি হবে? মূল্যায়ন/ মূল্যায়ন মান বা অন্য কিছু?

--জয়ন্ত (আলাপ - অবদান) ০৫:৩৬, ১ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)

মূল টেমপ্লেটের নাম টেমপ্লেট:উইকিপ্রকল্প বা টেমপ্লেট:উইকিপ্রকল্প মূল্যায়ন বা টেমপ্লেট:উইকিপ্রকল্প নিবন্ধ মূল্যায়ন দেয়া যেতে পারে। আমার মত হল - টেমপ্লেট:উইকিপ্রকল্প মূল্যায়ন
শ্রেণী মধ্যে প্রনি আর প্রভালের বিষয়টা বুঝলাম না। সে যাইহোক এখন এই তুলনাটি ঠিক হল কিনা দেখেন? ক=নির্বাচিত ( নি), প্রস্তাবিত নির্বাচিত ( প্রনি), খ=ভাল, প্রস্তাবিত ভাল ( প্রভাল), গ=প্রাথমিক, ঘ=অসম্পূর্ণ --আফতাব (আলাপ) ১৬:৫৫, ১ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)

--আফতাবভাই, প্রথমেই এই কাজ এতটা এগিয়ে নিয়ে যাবার জন্য   আপনাকে ধন্যবাদ আর   সমর্থন জানাই। আমি এই ব্যপারে খুবই উৎসাহী। জানিনা এই আলোচনা শেষ হয়ে গেছে কিনা; তবুও খেলাঘরে এই সংক্রান্ত আমার ভাবনাগুলি একত্রিত করার চেষ্টা করেছি। অনেক পরে হলেও এই আলোচনায় অংশ নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনার টেমপ্লেটটি দেখলাম। ওটি যদিও আমি যেরকম ভাবে ভেবেছিলাম তার থেকে আলাদা, তবে এভাবেও হুবহু ইংরাজি উইকির মতন করেও করা যেতে পারে। যদি এখনো কোনো কাজ বাকি থাকে বা কোনো আলোচনা চলে, আমি তাতে সর্বতোভাবে অংশ নিতে ইচ্ছুক। -Pasaban (আলাপ) ১৫:১১, ৩০ জুলাই ২০১৫ (ইউটিসি)

আলোচনা এখনো শেষ হয়নি, অল্প একটু হওয়ার পর আর হয়নি। টেমপ্লেট কোন সমস্যা নয়, চাইলে তা পরিবর্তন করা যাবে। হুবুহু ইংরেজি মত করা একটু ঝামেলার। তবে উপরের আলোচনায় নিশ্চই দেখেছেন সবাই ইংরেজির মত না করে আমাদের মনমত একটি টেমপ্লেট তৈরি করার ব্যাপারে একমত হয়েছিল। খেলাঘরে ছক আকারে মান ও গুরুত্ব সংক্রান্ত নতুন প্রস্তাবনা উপস্থাপনের জন্য ধন্যবাদ। আমি ইংরেজি উইকির টেমপ্লেট মাথায় রেখে নতুন করে বাংলায় একটি টেমপ্লেট তৈরি করছি। যাতে আপাতত মান ও গুরুত্ব সংক্রান্ত প্যারামিটার থাকবে (প্রয়োজনে ভবিষ্যতে আরও যোগ করা যাবে)। --আফতাব (আলাপ) ১৬:৪১, ৩১ জুলাই ২০১৫ (ইউটিসি)
পরবর্তী আলোচনার জন্য উইকিপিডিয়া আলোচনা:সম্মিলন/কলকাতা ১৪#বট দেখুন। --আফতাব (আলাপ) ১৬:১৯, ২ অক্টোবর ২০১৫ (ইউটিসি)

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

উইকিডাটা সংযুক্ত করায় সমস্যা

  • কম্পিউটার আয়তন বিষয়শ্রেণীর তালিকা

- নিবন্ধটি উইকিডাটায় সংযুক্ত করতে পারছি না। এটি কোন EDIT বাটন দেখাচ্ছে না।ঘটনা কি? সমাধান কি? উইকি ডাটা লিঙ্ক * https://www.wikidata.org/wiki/Q6613136#sitelinks-wikipedia

ধন্যবাদ

  করা হয়েছে ধন্যবাদ। ---রাজু (আলাপ) ০৯:৩৫, ১২ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)
কেন এরকম হয়েছে ব্যাখ্যা করলে উপকৃত হতাম। ধন্যবাদ। উজ্জ্বল (আলাপ) ০৯:৫৫, ১২ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)
আপনি যখন চেষ্ঠা করেছেন তখন যেকোন সমস্যা হয়েছিল হয় আপনার কানেকশনের অথবা উইকিমিডিয়া বিটস-এর, আমি কিন্তু এখন ঠিকই এডিট বাটন ঠিকিই দেখতে পাচ্ছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৪৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)

Requst for delete this article

এইটি একটূ দেখুন http://bn.wikipedia.org/wiki/মিরপুর_উপজেলা?action=edit Mr.Harry potter07 (আলাপ) ০৪:০৮, ১৭ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)

টুংকলের সাহায্যে অপসারণ প্রস্তাবনা জানালে কিছু সময় পর এমনিতেই নিবন্ধটি অপসারণ করা হয়ে থাকে। তাই এখানে নুতন আলোচনার অবকাশ থাকে না। ধন্যবাদ। --মহীন রীয়াদ (আলাপ) ০৬:১০, ১৭ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)

Auto confirmed users flag

কেন উইকিপিডিয়ায় Auto confirmed user দের flag দেওয়া হয় না কেন?উদারহণ: যেমন:admin দের দেওয়া হয়।--Mr.Harry potter07 (আলাপ) ১১:৪৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)

প্রশাসকসহ কোন দলের ব্যবহারকারীকেই এটা আলাদাভাবে দেওয়া হয় না। এটা মিডিয়াউইকির বাই-ডিফল্ট একটি অধিকার। ব্যবহারকারীর একাউন্ট ৪ দিনের বেশি পুরাতন হলেই এই অধিকারটি স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যান।--যুদ্ধমন্ত্রী আলাপ ১২:৪১, ১৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)

বাংলা উইকিপিডিয়ার ১০ বছর পূর্তি গালা ইভেন্ট‏

প্রিয় সবাই, শুভেচ্ছা। বাংলা উইকিপিডিয়ার ১০ বছর পূর্তি উপলক্ষ্যে ইতিমধ্যে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ কর্মশালা। উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এসব আয়োজনে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করেছে গ্রামীণফোন। সব আয়োজন শেষে এবার ঢাকায় অনুষ্ঠিত হবে 'গালা ইভেন্ট'। আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকার রেডিসন ব্লু হোটেলে দুপুর ১২টা থেকে ৪.৩০টা পর্যন্ত গালা ইভেন্ট অনুষ্ঠিত হবে। এ আয়োজনে প্রতি বিভাগীয় শহরের তিনজন করে সেরা অবদানকারীদের (কর্মশালায় অংশ নিয়ে যারা বেশি অবদান রেখেছেন) পুরস্কৃত করা হবে। এছাড়া সাত বিভাগীয় শহরের ২১ জনের মধ্যে সেরা ৩জন পাবেন আলাদা পুরস্কার। পুরো এ আয়োজনে উপস্থিত থাকবেন উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস। এছাড়াও থাকবেন গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা অ্যালান বঙ্কে, উইকিমিডিয়া ফাউন্ডেশনের গ্লোবাল মোবাইল পার্টনারশিপ পরিচালক ক্যারোলিন স্লোয়েডার ও মোবাইল পার্টনারশিপ এশিয়ার স্মৃতি গুপ্ত।

উক্ত অনুষ্ঠানে অংশগ্রহনে ইচ্ছুক উইকিপিডিয়ানদের এই ফর্মের মাধ্যমে আবেদন করতে অনুরোধ করা হচ্ছে। আবেদন গ্রহণের শেষ তারিখ ২৩শে ফেব্রুয়ারি। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১২:৩২, ১৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)

ইংরেজি উইকিতে কোন ধরণে ইংরেজি ব্যবহার হয়?

ইংরেজি উইকিতে কোন ধরণের ইংরেজি ব্যবহার হয়।আমরা জানি অনেক প্রকারের ইংরেজি আছে।ইউকে,ইউএস,আন্তর্জাতিক,কানাডীয় ইত্যাদি।জানালে অনুবাদ করতে সুবিধা হবে।-203.223.94.184 (আলাপ) ১৫:০৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)

সব ধরনের ইংরেজিই ব্যবহার করা হয় তবে যেহেতু প্রজেক্টটি আন্তর্জাতিক তাই আন্তর্জাতিক মান বজায় রাখা হয়, এটা অনেক সময় নিবন্ধ প্রনেতার ক্যাপাবিলিটির উপর নির্ভর করে। যাইহোক, আপনার প্রতি প্রশ্ন হলো আপনিতো অনুবাদ করবেন বাংলায় সেহেতু এটি কিভাবে আপনাকে অনুবাদে সাহায্য করবে? --যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:২২, ১৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)
নাহিদ ভাই যে ধরণের ইংরেজি ব্যবহার হয় সে বিষয়ে জ্ঞান অর্জন করতে চাই।যদি ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে সুবিধা হয়।--116.58.205.187 (আলাপ) ০৬:২৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)

Requst for delete this article

এইটি একটূ দেখুন http://bn.wikipedia.org/wiki/মিরপুর_উপজেলা?action=edit Mr.Harry potter07 (আলাপ) ০৪:০৮, ১৭ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)

টুংকলের সাহায্যে অপসারণ প্রস্তাবনা জানালে কিছু সময় পর এমনিতেই নিবন্ধটি অপসারণ করা হয়ে থাকে। তাই এখানে নুতন আলোচনার অবকাশ থাকে না। ধন্যবাদ। --মহীন রীয়াদ (আলাপ) ০৬:১০, ১৭ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)

Auto confirmed users flag

কেন উইকিপিডিয়ায় Auto confirmed user দের flag দেওয়া হয় না কেন?উদারহণ: যেমন:admin দের দেওয়া হয়।--Mr.Harry potter07 (আলাপ) ১১:৪৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)

প্রশাসকসহ কোন দলের ব্যবহারকারীকেই এটা আলাদাভাবে দেওয়া হয় না। এটা মিডিয়াউইকির বাই-ডিফল্ট একটি অধিকার। ব্যবহারকারীর একাউন্ট ৪ দিনের বেশি পুরাতন হলেই এই অধিকারটি স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যান।--যুদ্ধমন্ত্রী আলাপ ১২:৪১, ১৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)

বাংলা উইকিপিডিয়ার ১০ বছর পূর্তি গালা ইভেন্ট‏

প্রিয় সবাই, শুভেচ্ছা। বাংলা উইকিপিডিয়ার ১০ বছর পূর্তি উপলক্ষ্যে ইতিমধ্যে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ কর্মশালা। উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এসব আয়োজনে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করেছে গ্রামীণফোন। সব আয়োজন শেষে এবার ঢাকায় অনুষ্ঠিত হবে 'গালা ইভেন্ট'। আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকার রেডিসন ব্লু হোটেলে দুপুর ১২টা থেকে ৪.৩০টা পর্যন্ত গালা ইভেন্ট অনুষ্ঠিত হবে। এ আয়োজনে প্রতি বিভাগীয় শহরের তিনজন করে সেরা অবদানকারীদের (কর্মশালায় অংশ নিয়ে যারা বেশি অবদান রেখেছেন) পুরস্কৃত করা হবে। এছাড়া সাত বিভাগীয় শহরের ২১ জনের মধ্যে সেরা ৩জন পাবেন আলাদা পুরস্কার। পুরো এ আয়োজনে উপস্থিত থাকবেন উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস। এছাড়াও থাকবেন গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা অ্যালান বঙ্কে, উইকিমিডিয়া ফাউন্ডেশনের গ্লোবাল মোবাইল পার্টনারশিপ পরিচালক ক্যারোলিন স্লোয়েডার ও মোবাইল পার্টনারশিপ এশিয়ার স্মৃতি গুপ্ত।

উক্ত অনুষ্ঠানে অংশগ্রহনে ইচ্ছুক উইকিপিডিয়ানদের এই ফর্মের মাধ্যমে আবেদন করতে অনুরোধ করা হচ্ছে। আবেদন গ্রহণের শেষ তারিখ ২৩শে ফেব্রুয়ারি। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১২:৩২, ১৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)

ইংরেজি উইকিতে কোন ধরণে ইংরেজি ব্যবহার হয়?

ইংরেজি উইকিতে কোন ধরণের ইংরেজি ব্যবহার হয়।আমরা জানি অনেক প্রকারের ইংরেজি আছে।ইউকে,ইউএস,আন্তর্জাতিক,কানাডীয় ইত্যাদি।জানালে অনুবাদ করতে সুবিধা হবে।-203.223.94.184 (আলাপ) ১৫:০৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)

সব ধরনের ইংরেজিই ব্যবহার করা হয় তবে যেহেতু প্রজেক্টটি আন্তর্জাতিক তাই আন্তর্জাতিক মান বজায় রাখা হয়, এটা অনেক সময় নিবন্ধ প্রনেতার ক্যাপাবিলিটির উপর নির্ভর করে। যাইহোক, আপনার প্রতি প্রশ্ন হলো আপনিতো অনুবাদ করবেন বাংলায় সেহেতু এটি কিভাবে আপনাকে অনুবাদে সাহায্য করবে? --যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:২২, ১৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)
নাহিদ ভাই যে ধরণের ইংরেজি ব্যবহার হয় সে বিষয়ে জ্ঞান অর্জন করতে চাই।যদি ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে সুবিধা হয়।--116.58.205.187 (আলাপ) ০৬:২৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)


হ্যাশ বাংলা করার অনুরোধ

আফতাব ভাইনাহিদ ভাই আমরা হ্যাশ ব্যবহার ইংরেজিতে123456ইত্যাদি এভাবে আসে।এগুলো কি বাংলা করা সম্বভ?যদি ১২৩৪ ইত্যাদি আসত তাহলে ভালো হত।বর্তমানে হ্যাশ ব্যবহার করলে এমন হয়।

  1. বাংলাদেশ একটি দেশ।

যদি এমন হত তাহলে বেশি ভাল হত।

১.বাংলাদেশ একটি দেশ।
এভাবে হ্যাশ ব্যবহার করুন: # বাংলাদেশ লিখলে "১. বাংলাদেশ" দেখাবে। আর হ্যাশ সবসময় লাইনের শুরু থেকে ব্যবহৃত হয়, এটি মূলত সংখ্যাক্রম ঠিক রাখে। --মহীন রীয়াদ (আলাপ) ০৪:৫৯, ৭ মার্চ ২০১৫ (ইউটিসি)
আমারতো বাংলাতেই দেখাচ্ছে। কোন পাতায় # ইংরেজিতে দেখাচ্ছে জানালে ভালো হয়।

নাসির খান সৈকতআলাপ ০৬:৫৭, ৭ মার্চ ২০১৫ (ইউটিসি)

@নাম না জানা, আপনি মনে হয় মোবাইল থেকে উইকি ব্যবহার করছেন এই জন্য # দিলে তা ইংরেজিতে ফলাফল দেয়। এই সমস্যা বাংলা উইকির না, এটা মিডিয়াউইকি সফটওয়্যারের সমস্যা। --আফতাব (আলাপ) ১৩:৪০, ৭ মার্চ ২০১৫ (ইউটিসি)
আফতাব ভাই,আপনাকে ধন্যবাদখান আল নোমান (আলাপ অবদান)১৫:৫২, ৮ মার্চ ২০১৫ (ইউটিসি)

আলাপ:অভিজিৎ রায়

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


আলাপ:অভিজিৎ রায় পাতায় প্রাসঙ্গিক উল্লেখযোগ্যতার বিষয়ে প্রশাসকগণের দৃষ্টি আকর্ষণ করছি। --মহীন রীয়াদ (আলাপ) ০৮:১৮, ১২ মার্চ ২০১৫ (ইউটিসি)

অপসারণের পক্ষে, আলাপ পাতায়ও একই কথা লিখেছি। ---- নাসির খান সৈকতআলাপ ১৯:১৫, ১২ মার্চ ২০১৫ (ইউটিসি)

অপসারণ হোক বা না হোক, যদি থেকেও যায় তবে নাম বদলে "অভিজিৎ রায় হত্যাকাণ্ড" রাখা উচিৎ| Sharif uddin (আলাপ) ১৯:২২, ১২ মার্চ ২০১৫ (ইউটিসি)

নাম পরিবর্তনের পক্ষে, আলাপ পাতায় বলেছি।--রাফায়েল রাসেল (আলাপ) ০৩:২৩, ১৩ মার্চ ২০১৫ (ইউটিসি)
অপসারণ করার পক্ষে। আর যদিও বা অপসারণ করা না হয় তাহলে অভিজিৎ রায় হত্যাকাণ্ড নামকরণ করা উচিৎ।  মাসুম ইবনে মুসা  কথোপকথন ০৪:৫৭, ২৬ মার্চ ২০১৫ (ইউটিসি)
অপসারণ করা হোক। উল্লেখযোগ্য নয় বলে আমি মনে করি। থাকলে অভিজিৎ রায় হত্যাকাণ্ড নামকরণ করা যুক্তিযুক্ত।

-- Kishorsopnoneel (আলাপ) ০৬:৩৮, ২৬ মার্চ ২০১৫ (ইউটিসি)


উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

টেমপ্লেটে সমস্যা

সব মিলিয়ন-বিলিয়ন স্কেল কে লক্ষ-কোটিতে আনতে গিয়ে মনে হয় টেমপ্লেট:Phanerozoic 220px এ আমি কিছু গোলমাল করে ফেলেছি। অবশ্য গোলমালটা টেমপ্লেট:Period start বা সংশ্লিষ্ট অন্য কোনো টেমপ্লেটেও হয়ে থাকতে পারে। কী হয়েছে বুঝতে পারছি না। এমনিতে স্কেল পরিবর্তনের কাজ ভালই এগোচ্ছে। শুধু ঐ টেমপ্লেটটাকে কেমন করে ঠিক করা যায় কেউ বলবেন প্লিজ?--ব্যা করণ (আলাপ) ০৭:৩৬, ২৪ মার্চ ২০১৫ (ইউটিসি)

ঠিক করা হয়েছে। টেমপ্লেট:Period start-এ স্কেল পরিবর্তন করার এই সমস্যা হয়েছিল। গুরুত্বপূর্ণ বিষয় হল, এখন থেকে আমাদের লক্ষ-কোটির হিসাবে সংখ্যা দিতে হবে। না হলে কিছু পর দেখা যাবে কোথাও লক্ষ-কোটির স্কেল আবার কোথাও মিলিয়ন স্কেল দেয়া হয়েছে, ফলে তখন একটা জগাখিচুড়ি অবস্থার সৃষ্টি হবে। --আফতাব (আলাপ) ১৭:২৪, ২৪ মার্চ ২০১৫ (ইউটিসি)
ধন্যবাদ!--ব্যা করণ (আলাপ) ০১:৩৫, ২৫ মার্চ ২০১৫ (ইউটিসি)

হটক্যাট

আমি মাঝেমাঝে দেখি ইউজাররা হটক্যাটের সাহায্যে বিষয়শ্রেণী যোগ করেছে।হটক্যাট আমি ইউজ করতে চাই।কিভাবে ইউজ করব?--Minister of Welfare CHAT০৪:১৬, ২৬ মার্চ ২০১৫ (ইউটিসি)

আপনার একাউন্ট থেকে লগ ইন করে আমার পছন্দে ক্লিক করে গ্যাজেটগুলিতে ক্লিক করুন। তারপর একদম প্রথম সারিতে সম্পাদনা গ্যাজেটের হটক্যাট এ টিক চিহ্ন দিয়ে নিচের সংরক্ষন করা হোক এ ক্লিক করুন। এরপর নিবন্ধের বিষয়শ্রেণীতে গিয়ে হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী যোগ করুন। ধন্যবাদ আপনাকে।  মাসুম ইবনে মুসা  কথোপকথন ০৪:৫০, ২৬ মার্চ ২০১৫ (ইউটিসি)
Thank you--Minister of Welfare CHAT০৫:৪৪, ২৬ মার্চ ২০১৫ (ইউটিসি)

প্রশাসকত্বের আবেদন

প্রিয়, সম্প্রতি আমি বাংলা উইকিপিডিয়ায় প্রশাসকত্বের আবেদন জানিয়েছি। উইকিপিডিয়ার নিয়মিত ব্যবহারকারীদের উক্ত আবেদনে তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। --মহীন রীয়াদ (আলাপ) ১৯:১৩, ৩১ মার্চ ২০১৫ (ইউটিসি)

গণহারে দ্ব্যর্থতা নিরসন পাতা অপসারণ

বেশ কিছুদিন থেকে দ্ব্যর্থতা নিরসন পাতা অপসারণের নোটিশ পেয়ে আসছি, যার অনেকগুলো আমি তৈরি করেছিলাম কিনা, তা-ই মনে করতে পারছি না। যাহোক, কথা সেটা না, কথা হলো, যদি তৈরি করাই হয়ে থাকে, তার মানে এই নিবন্ধ-নামে দ্ব্যর্থতা ছিল। যেখানে দ্ব্যর্থতা ছিল, সেখানে বাকি নামস্থানগুলোতে নিবন্ধ থাকুক না থাকুক দ্ব্যর্থতা নিরসন পাতা কী দোষ করলো - আমি বুঝতে পারছি না। আর হঠাৎ করে দ্ব্যর্থতাই বা ঘুচে গেল কিভাবে? নিবন্ধ মুছে ফেলায় তো ইতিহাসও দেখতে পারছি না। তাই প্রশ্নটা করা? —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০১:২৯, ৮ এপ্রিল ২০১৫ (ইউটিসি)

একই নামের দুই বা ততোধিক নিবন্ধ থাকলে দ্ব্যর্থতা নিরসন পাতা তৈরি করা হয়। যে পাতাগুলো অপসারণ করার প্রস্তাব দিয়েছিলাম, সেগুলো মূলত একটি নিবন্ধের উপর নির্ভরশীল। যেমনঃ রেনডিশন (দ্ব্যর্থতা নিরসন) বা এএফপি (দ্ব্যর্থতা নিরসন)। এগুলো তো অপ্রয়োজনীয় দ্ব্যর্থতা নিরসন পাতা, তাই নয় কি? Ibrahim Husain Meraj (আলাপ) ০৫:২৮, ৮ এপ্রিল ২০১৫ (ইউটিসি)
ঠিক আছে, বুঝতে পেরেছি। একই বিষয়ে একাধিক পাতা থাকলে দ্ব্যর্থতা নিরসন পাতা লাগবে, অন্যথায় দ্ব্যর্থতা কি থাকছে না? হ্যা, দ্ব্যর্থতা থাকছে। কিন্তু সেই দ্ব্যর্থতার আলোচনাটুকু কি ঐ একক পাতায় সরিয়ে নেয়া হয়? নাকি দুটো লিংক নেই, ব্যস দ্ব্যর্থতা নিরসন পাতা মুছে ফেলা হয়? - এই বিষয়টা নজরে রাখার অনুরোধ করছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:০৮, ১২ এপ্রিল ২০১৫ (ইউটিসি)
প্রিয় দুজন, আমি যেহেতু এরকম পাতা অপসারণ করি সুতরাং আমার ভাবনাটাও জানানোর প্রয়োজনবোধ করলাম :) এরকম অপসারণের ক্ষেত্রে আমি প্রথমেই চেক করি দ্ব্যর্থতা নিরসন পাতাটি অন্য কোন উইকিপিডিয়া আর্টিকেলে লিংক করা আছে কিনা যদি থাকে তাহলে প্রয়োজন অনুসারে ট্যাগ বাতিল করি। সেসকল পাতাসমূহই শুধু অপসারণ করি যেগুলো কোন আর্টিকেলে লিংক করা নেই আবার দ্ব্যর্থতার কথা বলা হয়েছে অথচ একটির বেশি নিবন্ধ তালিকাতে নেই। দ্ব্যর্থতার একমাত্র উদ্দেশ্যই হলো একের অধিক আর্টিকেলগুলোকে একই স্থানে খুঁজে বের করা, আর্টিকেলই না থাকলে দ্ব্যর্থতা নিরসনের প্রয়োজন আছে বলে মনে হয় না।--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:১৯, ১৩ এপ্রিল ২০১৫ (ইউটিসি)

@NahidSultan: -   পছন্দ —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:২৪, ১৩ এপ্রিল ২০১৫ (ইউটিসি)

ভুল পুনর্নির্দেশনা

জাতীয়তা (Nationality) পাতাটাকে জাতি (Nation)-এ পুনর্নির্দেশ করা আছে। এটা একদম ভুল। জাতীয়তা একটা আলাদা জিনিস। তো ওই পুনর্নির্দেশনা পাতাটাকে অনুগ্রহ করে কেউ মুছে দিন, জাতীয়তার উপর আলাদা নিবন্ধ লিখতে হবে। ধন্যবাদ।--ব্যা করণ (আলাপ) ০৪:৩৯, ১০ এপ্রিল ২০১৫ (ইউটিসি)

  করা হয়েছে - Suvray ০৬:২৮, ১০ এপ্রিল ২০১৫ (ইউটিসি)

অবস্থান মানচিত্রে সমস্যা

ভীমবেটকা প্রস্তরক্ষেত্র পাতায় অবস্থান মানচিত্রে কী গণ্ডগোল হচ্ছে বুঝতে পারছি না। ইংরেজির সাথে বাংলা তো মেলানোই আছে মনে হচ্ছে...কেউ একটু দেখবেন প্লিজ...--ব্যা করণ (আলাপ) ০৩:১৯, ১৮ এপ্রিল ২০১৫ (ইউটিসি)

  ঠিক করা হয়েছে --আফতাব (আলাপ) ১৩:৪০, ১৮ এপ্রিল ২০১৫ (ইউটিসি)

স্রেব্রেনিৎসা ও জেপা বিজয়

Hi! July 11, 2015 will be the 20th anniversary of the fall of Srebrenica, but your Wikipedia does not have an article on this topic yet. Please help translate my text Fall of Srebrenica and Žepa and write a honest article about Srebrenica! 20 anniversarier (আলাপ) ০৪:১৮, ১৯ এপ্রিল ২০১৫ (ইউটিসি)

Please test VisualEditor in your language!

 

It is very important to us at the Editing Department that VisualEditor works in every language, for every user.

VisualEditor's editing environment is a browser ContentEditable element. This means that your input method editor (IME) should already know how to work with it. However, to make VisualEditor correctly edit wiki pages, we have to stop browsers in lots of ways from breaking the page.

Sometimes this can interfere with IMEs. To make sure we work in your IME, we need your help: please see wikimedia.github.io/VisualEditor/demos/ve/desktop-dist.html#!pages/simple.html. This is the core system inside VisualEditor which lets you write and edit. It is different from the full editor, and some of the tools you are used to will be missing.

We're interested in particular in whether you can write text at all, what happens when you select different candidate texts, and how VisualEditor behaves in general.

More details, and some early test results, are provided here: mediawiki.org/wiki/VisualEditor/IME_Testing#What_to_test.

We would love to hear from every language, and especially languages which use IMEs, like Japanese, Korean, Indic languages, Arabic and others. Thank you for your help.

Yours,

James Forrester (talk) ০৭:৪১, ২২ এপ্রিল ২০১৫ (ইউটিসি)

আলোচনাসভার স্টাইল পরিবর্তন

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


সুধী, বাংলা উইকিপিডিয়ার আলোচনাসভাটি কিছুটা স্ট্যান্ডারাইজ করতে চাচ্ছি, এজন্য আমি এখানে নতুন একটি স্টাইলও তৈরি করেছি। ডিজাইন পরিবর্তনের পূর্বে সবার পরামর্শ ও মতামত আশা করছি। ডিজাইনে যে কোন ধরণের পরিবর্তন বা কিছু যুক্ত করতে হবে কিনা এ সম্পর্কিত পরামর্শ স্বাগতম।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৫৯, ৩০ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)

উল্লেখ্য, নতুন ডিজাইনটির হেডার ট্যাবগুলো প্রশাসকদের আলোচনাসভা, ব্যুরোক্র্যাটদের আলোচনাসভা ও সাহায্যকেন্দ্রেও যুক্ত হবে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:০২, ৩০ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
  পছন্দ --আফতাব (আলাপ) ১৬:০৭, ৩১ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
  পছন্দ -- ভালো লাগছে। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৭:০০, ৩১ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
  পছন্দ সব একসাথে, ভালো।--রাফায়েল রাসেল (আলাপ) ১৯:১৭, ৩১ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
  পছন্দ--সুন্দর(203.223.94.170 (আলাপ) ০২:০২, ১ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)
  পছন্দ --অংকন (আলাপ) ০৬:৪১, ১ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)
  পছন্দ ভালো হইছে --Raju (আলাপ) ০৯:০০, ১ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)
  পছন্দ --নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ১০:৩০, ১ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)
  Guess we're done here, then  --যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:২৮, ১ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)
  পছন্দ --মহীন রীয়াদ (আলাপ) ০৯:৩২, ৯ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)
  পছন্দ--
  Harry potter

(chat)

০৯:৪৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)

  পছন্দ —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৬:৫০, ২৭ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)


উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

তথ্যছক কাজ করে না

Wikipedia:WikiProject Indian cities এর অধীনে ভারতের অনেক শহরের নিবন্ধ তৈরি করা হয়েছে অনেক আগে। এই নিবন্ধগুলোতে তথ্যছক ঠিকমতো কাজ করে না এবং কোন তথ্য দেখায় না। ব্যাপারটা বোঝার জন্য এই নিবন্ধগুলো দেখতে পারে বাহিরগ্রাম, বাইকোম, ওয়াদগাঁও কসবা। নিম্নলিখিত বিষয়শ্রেণী অন্তর্ভুক্ত

  • বিষয়শ্রেণী:মহারাষ্ট্রের শহর সংক্রান্ত অসম্পূর্ণ নিবন্ধ
  • বিষয়শ্রেণী:কেরালার শহর সংক্রান্ত অসম্পূর্ণ নিবন্ধ
  • বিষয়শ্রেণী:পশ্চিমবঙ্গের শহর।

প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করছি - --রাজু (আলাপ) ০৯:১০, ১৬ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)

মনে হয় এই টেমপ্লেটটা বাংলা উইকিপিডিয়ায় নেই--Mr.Harry potter07 (আলাপ) ০৪:১৮, ১৭ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)

বাংলা উইকিপিডিয়াতে কি কি ধরনের বট প্রয়োজন?

বর্তমানে বাংলা উইকিপিডিয়াতে বেশ কিছু বট সক্রিয় রয়েছে। এগুলো ছাড়া আর কি কি কাজ আমরা বটের মাধ্যমে সয়ংক্রিয়ভাবে করতে পারি? ---- নাসির খান সৈকতআলাপ ১৮:৫৬, ৫ মার্চ ২০১৫ (ইউটিসি)

আগে এই বটটি নিয়মিত পাতার খালি জায়গা পরিস্কার করার কাজ করত। বটটি এখন বন্ধ আছে। খালি জায়গা পরিস্কার করার কাজটি করা যায় কিনা দেখবেন। আর তথ্যসূত্রের তারিখ বাংলা করার স্ক্রিপ্ট আছে আপনার কাছে? থাকলে তারিখ বাংলা করার কাজটি করলে ভালো হত। তারিখ বাংলা বলতে |date= ও |accessdate= বুঝিয়েছি। বাংলা উইকির বেশির ভাগ নিবন্ধের তারিখ ইংরেজিতে, সেগুলি বাংলা করা দরকার। --আফতাব (আলাপ) ০০:৩৬, ৭ মার্চ ২০১৫ (ইউটিসি)
স্বাগতম বার্তা দেওয়ার বটটা খুব একটা সক্রিয় নয়। এছাড়া নিবন্ধের আলাপ পাতায় আলাপ টেমপ্লেটটা কোন বট যোগ করে দিলে ভাল হত। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৪:২৯, ৭ মার্চ ২০১৫ (ইউটিসি)
আফতাব, পাতার খালি জায়গা পরিষ্কার করার বিষয়টি বুঝতে পারিনি। কোনো উদাহারণ আছে?
বোধিসত্ত্ব, স্বাগতম বার্তার বটটি চালু করেছি। ---- নাসির খান সৈকতআলাপ ০৭:৪১, ৭ মার্চ ২০১৫ (ইউটিসি)
উদা: এই রকমএই রকম পরিষ্কারকরণ। --আফতাব (আলাপ) ১৩:৩৮, ৭ মার্চ ২০১৫ (ইউটিসি)

কাজের তালিকা

  1. পাতার খালি জায়গা পরিষ্কার করা
  2. আলাপ পাতার {{আলাপ পাতা}} টেমপ্লেট যোগ করা
  3. পাতায় বিভিন্ন জায়গার ইংরেজিতে লেখা তারিখগুলো বাংলায় পরিবর্তন করা
  4.  Y নতুন ব্যবহারকারীর আলাপ পাতায় 'স্বাগতম বার্তা' যোগ করা

বাংলা অক্ষরের তালিকা

উইকি এডিটরে বাংলা অক্ষরের তালিকা হালনাগাদ করা হচ্ছে, নিচের তালিকার বাইরে কোনো অক্ষরের প্রয়োজন আছে কি?

অ আ ই ঈ উ ঊ ঋ ঌ এ ঐ ও ঔ া ি ী ু ূ ৃ ে ৈ ো ৌ ্য ৗ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ ্ ৷ ॥ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ০ ঽ ় ৰ ৱ ৲ ৳ ৴ ৵ ৶ ৷ ৸ ৹ ৺ ৠ ৡ ৄ ৢ Nasirkhan (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

এই তালিকাটিই ঠিক আছে, আমি শুধু Bengali ganda mark কারেন্সি সাইনটি উইকিসোর্সের প্রোপোস্ড তালিকাতে যুক্ত করেছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৩১, ১৯ এপ্রিল ২০১৫ (ইউটিসি)
আসলে ঠিক কোথায় যোগ করা হচ্ছে? লিংক দিলে ভালো হত। আপনার দেয়া তালিকায় দেখতে পাচ্ছি না। এটি যোগ করুন। ইংরেজি উইকিসংকলনে en:MediaWiki talk:Gadget-charinsert-core.js-এ দেখলাম এটা নিয়ে আলোচনা করা হচ্ছে। সমস্যাটা কি ইংরেজি উইকিসংকলনের না বাংলার? --আফতাব (আলাপ) ১৪:১৪, ১৯ এপ্রিল ২০১৫ (ইউটিসি)
যুক্ত অক্ষরগুলোর দরকার নেই? আর টাকার চিহ্ণ (৳) থাকা উচিত নয় কী?  – তানভির (আলাপ) ১৪:৪৫, ২০ এপ্রিল ২০১৫ (ইউটিসি)
বাংলা বর্ণানুক্রমে বর্তমানে 'ঌ'-এর ব্যবহার নেই। বাংলা একাডেমিও এটা বাদ দিয়েছে। --মহীন রীয়াদ (আলাপ) ১৫:৫৬, ২০ এপ্রিল ২০১৫ (ইউটিসি)

বর্তমানে '৯' তো ব্যাবহৃত হয়না! -- Hnazmul3 (আলাপ) ০৩:৩৪, ২২ এপ্রিল ২০১৫ (ইউটিসি)

ৰ ৱ ৲ ৴ ৵ ৶ ৷ ৸ ৹ ৠ ৡ ৄ ৢ এই বর্ণগুলো বর্তমান বাংলায় ভাষায় ব্যবহার করা হয় না। তবে অসমিয়া ভাষায় ৰ এর ব্যবহার দেখা যায়। অপ্রয়োজনীয় বর্ণ ছেটে ফেলাই উচিত। ফেরদৌস (চ্যাট!) ০৪:৩০, ২৪ মে ২০১৫ (ইউটিসি)

For WikiEditor

Action proposed at 1, draft made at 2 and action taken vide 3, 4, 5, 6 for the following charset:

"bangla":["ঀ","অ","আ","ই","ঈ","উ","ঊ","ঋ","ঌ","এ","ঐ","ও","ঔ","া","ি","ী","ু","ূ","ৃ","ে","ৈ","ো","ৌ","্য","্র","ক","খ","গ","ঘ","ঙ","চ","ছ","জ","ঝ","ঞ","ট","ঠ","ড","ঢ","ণ","ত","থ","দ","ধ","ন","প","ফ","ব","ভ","ম","য","র","ল","শ","ষ","স","হ","ড়","ঢ়","য়","ৎ","ং","ঃ","ঁ","্","৷","॥","১","২","৩","৪","৫","৬","৭","৮","৯","০","ঽ","ৗ","়","ৰ","ৱ","৲","৻","৳","৴","৵","৶","৷","৸","৹","৺","ৠ","ৡ","ৄ","ৢ","ৣ","‘","’","“","”",["zws","​"],["zwnj","‌"],["zwj","‍"]],

Bengali taka sign, anji, ganda present in the set. Curly quotes (used at Bengali Wikisource), zero-width non-joiner (for writing words like মিস্‌মি) included. Deprecated characters like vocalic l (ঌ) included for Wikisource and rare use purpose. Period (৷) and double period (॥) also added. Ra-phala and ya-phala added as proposed by Nasirkhan. Bengali script is used for other languages as well (list at en:Bengali (Unicode block) + Kokborok), so variants of r, w and au-sign added.

Hrishikes (আলাপ) ০২:৫০, ২৩ এপ্রিল ২০১৫ (ইউটিসি)

টেমপ্লেট ডকুমেন্টেশন পাতা স্থানান্তর

টেমপ্লেট ডকুমেন্টেশন পাতাগুলো কেন বাংলায় /নথি পাতায় স্থানান্তর করা হচ্ছে? এই স্থানান্তরে কি বিশেষ কোনো সুবিধা পাওয়া যাবে? আমরা বাংলা উইকিতে সাধারণত ইংরেজি উইকির টেমপ্লেটগুলোই অনুবাদ করে ব্যবহার করি, আর ডকুমেন্টেশন অনুবাদ করা হয়েছে খুবই কম সংখ্যক টেমপ্লেটের ক্ষেত্রে। তাই এই পাতার নাম পরিবর্তন প্রয়োজনীয়তা জানতে চাচ্ছিলাম। ---- নাসির খান সৈকতআলাপ ১৬:৪৯, ২১ এপ্রিল ২০১৫ (ইউটিসি)

টেমপ্লেট নথি অনুবাদ করা হয়নি বলে "/নথি" নামে স্থানান্তর করা যাবে না, বিষয়টা বুঝলাম না। /doc থাকাকালীন যেমন বিশেষ কোনো সুবিধা পাওয়া যায়নি, এখনো তেমন বিশেষ কোনো সুবিধা পাওয়া যাবে না। টেমপ্লেট নথির পাতা টেমপ্লেট:নথি থেকে পরিচালনা হয় যেটা টেমপ্লেটগুলিতে স্বয়ংক্রিয়ভাবে নথির লিংক প্রদান করে। টেমপ্লেট:নথিটি মডিউল ও টেমপ্লেট উভয় নথির জন্য ব্যবহার হয়। মডিউল নথিগুলি "/নথি" নামে থাকায় ও টেমপ্লেট নথিগুলি "/doc" নামে থাকায় মডিউলে "/নথি"গুলি দেখা যাচ্ছিল না। এই জন্য করা হচ্ছে। --আফতাব (আলাপ) ১১:৩০, ২২ এপ্রিল ২০১৫ (ইউটিসি)

Please test VisualEditor in your language!

 

It is very important to us at the Editing Department that VisualEditor works in every language, for every user.

VisualEditor's editing environment is a browser ContentEditable element. This means that your input method editor (IME) should already know how to work with it. However, to make VisualEditor correctly edit wiki pages, we have to stop browsers in lots of ways from breaking the page.

Sometimes this can interfere with IMEs. To make sure we work in your IME, we need your help: please see wikimedia.github.io/VisualEditor/demos/ve/desktop-dist.html#!pages/simple.html. This is the core system inside VisualEditor which lets you write and edit. It is different from the full editor, and some of the tools you are used to will be missing.

We're interested in particular in whether you can write text at all, what happens when you select different candidate texts, and how VisualEditor behaves in general.

More details, and some early test results, are provided here: mediawiki.org/wiki/VisualEditor/IME_Testing#What_to_test.

We would love to hear from every language, and especially languages which use IMEs, like Japanese, Korean, Indic languages, Arabic and others. Thank you for your help.

Yours,

James Forrester (talk) ০৭:৪১, ২২ এপ্রিল ২০১৫ (ইউটিসি)

সেশন ডাটা হারিয়ে যাওয়ার কারণ!

ইদানিং দীর্ঘসময় নিয়ে কোন পাতা লেখার পর সংরক্ষণ করতে চাইলে দুঃখিত! সেশন ডাটা হারিয়ে যাওয়ার কারণে আপনার সম্পাদনাটি সংরক্ষণ করা সম্ভব হয়নি। দয়া করে লেখাটি আবার জমা দেয়ার চেষ্টা করুন। যদি এতেও কাজ না হয়, তবে অ্যাকাউন্ট থেকে বেরিয়ে গিয়ে আবার অ্যাকাউন্টে প্রবেশ করে চেষ্টা করুন এ ধরণের লেখা দেখা যায়। সমস্যাটা অন্যদের হয়? --মহীন রীয়াদ (আলাপ) ১১:০২, ২৫ এপ্রিল ২০১৫ (ইউটিসি)

মূলতঃ বড় ধরনের পাতাগুলোর ক্ষেত্রে অথবা একটু সময় বেশী নিলে এটি ঘটে থাকে। ইদানিং প্রাক-প্রদর্শনের ক্ষেত্রে ‘আপনার পরিবর্তনগুলি প্রাকদর্শন করার চেষ্টা করার সময় একটি ত্রুটি ঘটেছে। HTTP error: timeout’ বাক্য দু’টো আসছে। এক্ষেত্রে করণীয় কি? - Suvray ১২:৩৫, ২৫ এপ্রিল ২০১৫ (ইউটিসি)
সুব্রতদা, আপনার সমস্যাটি উইকিমিডিয়া সার্ভার ও আপনার নেটের স্পিডের উপর নির্ভরশীল। ওয়েবসাইটের সার্ভার নরমালি যে টাইমে রিকোয়েস্ট প্রসেস করে এরচেয়ে বেশি সময় নিলে তাহলেই এই ইররটি দেখায়। এটি যেকোন বড়ধরনের ওয়েবসাইটের (সার্ভার লোড যাদের বেশি থাকে) ক্ষেত্রে ঘটতে পারে। এবং এটি অস্থায়ী, রিফ্রেশ দিলেই ঠিক হয়ে যাবে। @মহীন ভাই, এটা সার্ভার থেকে হয়। এপ্লিকেশন সার্ভারে নরমালি ডিফল্টভাবে একটা টাইম দেওয়া থাকে, কোন ওয়েব ইন্টারফেস ওপেন করার পর যদি ওই লিমিট ক্রস করেন তাহলে এই ইরর দেখাবে। ক্লায়েন্ট আইপি পরিবর্তন হলেও সিকিউর HTTP সার্ভারের ক্ষেত্রেও এমন হতে পারে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:০৫, ২৫ এপ্রিল ২০১৫ (ইউটিসি)
ধন্যবাদ বিষয়টা ব্যাখ্যা করার জন্য। --মহীন রীয়াদ (আলাপ) ১৯:৩৮, ২৭ এপ্রিল ২০১৫ (ইউটিসি)
এমন হয় আসলে মাঝে মাঝে Sufe (আলাপ) ২০:২১, ২৯ জুন ২০১৫ (ইউটিসি)Sufe

"কৃতী ব্যক্তিত্ব"

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


ফলাফল: অধিকাংশ ব্যবহারকারীর মতামত অনুসারে কৃতী ব্যক্তির নাম যুক্ত করার সময় অবশ্যই উল্লেখযোগ্য তথ্যসূত্র যুক্ত করতে হবে।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:৪৪, ২ জুন ২০১৫ (ইউটিসি)

বাংলা উইকির নিয়মিত অবদানকারীরা হয়তো নিশ্চয়ই জানেন, অনেক নতুন ব্যবহারকারী বাংলা উইকিতে এসে প্রথমেই বিভিন্ন উপজেলা/থানার কৃতী ব্যক্তিত্ব অনুচ্ছেদে "কৃতী ব্যক্তিদের" নাম যোগ করেন। নিবন্ধের যথাযথ মানোন্নয়নে সময় না দিয়ে এসব ব্যবহারকারীর মূল লক্ষ্য ও কাজই অনেক সময় শুধু কৃতী ব্যক্তিদের তালিকা বানানোতেই সীমাবদ্ধ থাকে। আমার মতামত/প্রশ্ন হল, আমরা কি এধরণের একটি ঐকমত্যে পৌছতে পারি যে এধরণের কৃতী ব্যক্তিত্ব অনুচ্ছেদে ব্যক্তির নাম যোগ করতে হলে অবশ্যই নির্ভরযোগ্য তথ্যসূত্র সম্বলিত তথ্য যোগ করতে হবে, তা না হলে তথ্যসূত্রবিহীন ব্যক্তিদের নাম মুছে ফেলা হবে? অনেক উপজেলা/থানার নিবন্ধেই দেখছি, নিবন্ধে গুরুত্বপূর্ণ তথ্য (মৌলিক তথ্যাবলি) না থাকলেও কৃতী ব্যক্তিত্ব অনুচ্ছেদে ব্যক্তিদের লম্বা তালিকা রয়েছে।  – তানভির (আলাপ) ০৮:২০, ২৭ এপ্রিল ২০১৫ (ইউটিসি)

  সমর্থন - তথ্যসূত্র বিহীন কৃতি ব্যক্তির তালিকা মুছে দেওয়াই শ্রেয়। কারণ অনেক সময়ই দেখেছি, অনুল্লেখ্য নামও কৃতী বলে চালিয়ে দেওয়া হয়েছে। তবে যিনি তালিকায় নাম যোগ করছেন, তাঁকে একবার বার্তা দিয়ে নিরপেক্ষ তথ্যসূত্র দিতে বলা হলে ভালো হয়, তারপরেও যদি একটি নির্দিষ্ট সময় পরে তথ্যসূত্র না দেওয়া হয়, তবে মুছে দেওয়া হোক। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৮:৪৭, ২৭ এপ্রিল ২০১৫ (ইউটিসি)
  সমর্থন। যেহেতু নতুনদের মধ্যেই এ ধরণের প্রবণতা বেশি সেহেতু আমার মনে হয়, এক্ষেত্রে প্রাথমিকভাবে শুধুমাত্র উইকিপিডিয়ায় পাতা রয়েছে এমন ব্যক্তিদের নাম যুক্ত করার ব্যপারে নির্দেশ করলেই চলে। এতে করে প্রচারণামূলক নাম যোগ করা বন্ধ হবে, পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির নিবন্ধও তৈরি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। --মহীন রীয়াদ (আলাপ) ১৮:০৪, ২৭ এপ্রিল ২০১৫ (ইউটিসি)
  সমর্থন--Motiur Rahman Oni (আলাপ) ১৮:১০, ২৭ এপ্রিল ২০১৫ (ইউটিসি)
  সমর্থন- তথ্যসূত্র সহকারে নাম যোগ করা হলে, তখন নিবন্ধ তৈরি সহজ হবে।--রাফায়েল রাসেল (আলাপ) ১৮:৪৯, ২৭ এপ্রিল ২০১৫ (ইউটিসি)
  একমত --ইকবাল হোসেন (আলাপ) ১৯:০৯, ২৭ এপ্রিল ২০১৫ (ইউটিসি)
বোধিসত্ত্বদার সাথে একমত পোষণ করছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:১৭, ২৮ এপ্রিল ২০১৫ (ইউটিসি)
  একমত - তবে আমি অতিমাত্রায় কড়াকড়ির বিপক্ষে এবং যাদের নামে উইকিপিডিয়ায় পাতা আছে শুধুমাত্র তাদের নাম যোগের বিপক্ষে। কারণ বাংলা উইকিপিডিয়া সম্পূর্ণ নয়। এখনও অধিকাংশ নিবন্ধ তৈরী বাকি।

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।