উইকিপিডিয়া:আলোচনাসভা/সংগ্রহশালা/২০০৭/৫-৮

আলোচনাসভার সংগ্রহশালা
+ জানুয়ারি - এপ্রিল মে - আগস্ট সেপ্টেম্বর - ডিসেম্বর
২০০৪/০৫ সবচেয়ে পুরাতন
২০০৬ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০০৭ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০০৮ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০০৯ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১০ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১১ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১২ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৩ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৪ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৫ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৬ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৭ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৮ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৯ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০২০ ১ থেকে ৪ ৫ - ৬ ৭ - ৮ ৯ -১০ ১১ - ১২
২০২১ ১ - ২ ৩ - ৪ ৫ - ৬ ৭ - ৮ ৯ - ১০ ১১ - ১২
২০২২ ১ - ২ ৩ - ৪ ৫ - ৬ ৭ - ৮ ৯ - ১০ ১১ - ১২
২০২৩ ১ - ২ ৩ - ৪ ৫ - ৬ ৭ - ৮ ৯ - ১০ ১১ - ১২
২০২৪ ১ - ২ ৩ - ৪ ৫ - ৬ ৭ - ৮ ৯ - ১০ ১১ - ১২
সংগ্রহশালার সূচিপত্র‎‎


vandals

ip address থেকে সম্পাদনা করার ক্ষমতা সীমিত করে দেয়া উচিত। এখন থেকে vandalদের সংখ্যা বাড়বে। --অর্ণব (আলাপ | অবদান) ২৩:৫৩, ৮ মে ২০০৭ (UTC)

প্রচারের কারণে আগের তুলনায় ইদানিং vandal এর পরিমাণ কয়েক গুণ বেড়েছে, অর্ণব ভাই ঠিক যে সামনে তা আরও বাড়বে। কিন্তু ip address থেকে সম্পাদনা করার ক্ষমতা সীমিত এখনই না করে আরও কিছুদিন সময় দেওয়া উচিত। কারণ এখনও অনেকেই উইকিপিডিয়া সম্পর্কে জানে না, বা জানলেও জানে যে উইকিপিডিয়ায় যে কেউ রেজিষ্ট্রেশন ছাড়াই সম্পাদনা করতে পারেন। প্রচারণার মাধ্যমে আরও কিছু নিয়মিত ব্যবহারকারী তৈরি করার পরে ক্কমতাটি সীমিত করা উচিত। তবে vandal দের বিরুদ্ধে আমাদের আরও সচেতন হতে এবং সাইটটিতে সার্বোক্ষনিক দৃষ্টি রাখতে হবে।--বেলায়েত ০৪:৩৯, ৯ মে ২০০৭ (UTC)
এই নিয়মটা কেমনঃ ip address থেকে সম্পাদনা করা যাবে, কিন্তু নতুন নিবন্ধ সৃষ্টি করা যাবে না। --অর্ণব (আলাপ | অবদান) ০৫:১৪, ৯ মে ২০০৭ (UTC)
আমার মতে আইপি হতে সম্পাদনা সীমাবদ্ধ করার বদলে ভ্যান্ডাল আইপিগুলোকে প্রতিরোধ করাটাই অনেক ভালো। নতুন ব্যবহারকারীরা এসেই যদি দেখে যে তাদের অবদান সীমাবদ্ধ, সেটা ঠিক হবে না। বাংলা উইকিপিডিয়ার চাইতে ইংরেজি উইকিপিডিয়াতে ভ্যান্ডালের আক্রমণ অনেক বেশি। সেখানেও কিন্তু প্রধান পাতার নিবন্ধকেও সুরক্ষিত করে রাখা হয় না। সবাই সম্পাদনা করতে পারবে, এটা উইকিপিডিয়ার একটা মৌলিক ধারণা। আমাদের দরকার হলে আরো দুই একজন প্রশাসক নিয়োগ করে আইপি ভ্যান্ডালদের প্রতিরোধ করতে হবে। --রাগিব (আলাপ | অবদান) ০৮:৫৬, ৯ মে ২০০৭ (UTC)
কিন্তু এখানে ইংরেজি উইকির মত নিবেদিতপ্রাণ ভ্যান্ডাল ফাইটার প্রশাসক কোথায় পাবেন? কঠিন হবে। --অর্ণব (আলাপ | অবদান) ১১:৫৫, ৯ মে ২০০৭ (UTC)
Vandal per admin বরং বাংলা উইকিপিডিয়াতে অনেক অনেক কম। আমার দৈনিক revert এর হার থেকে এটা আমি নিশ্চিত। --রাগিব (আলাপ | অবদান) ১৬:২৫, ৯ মে ২০০৭ (UTC)
কিন্তু ইংরেজি উইকিতে ওরা সব সময় ঠেকে শেখে, আমাদের তো সেটা করার দরকার নেই। আর এ পর্যন্ত anynymous ip থেকে নিবন্ধ সৃষ্টি হয়েছে, এ রকম instance খুবই কম। সমস্যার মূলে আঘাত করলে সমস্যা সৃষ্টিও হবে না। --অর্ণব (আলাপ | অবদান) ১৪:৩৫, ১০ মে ২০০৭ (UTC)
উদাহরণ দেয়াটা কঠিন কাজ না। ডাঃ সপ্তর্ষি কর্মক্ষেত্র থেকে প্রায়ই anonymous ip হতে নিবন্ধ তৈরী করেছেন। এছাড়া অনেক সময় অনেক বর্তমানে সক্রিয় উইকিপিডিয়ানও লগ ইন না করেই কাজ করে থাকেন। যাহোক, সেরকম ভ্যান্ডালিজম এর সমস্যা যদি হয়, এবং অ্যাডমিনেরা তা মোকাবেলা করতে না পারে, তাহলেই অন্য ব্যবস্থা নেয়া উচিৎ। সমস্যা আদৌ হবে কি না, তাই প্রশ্ন। --রাগিব (আলাপ | অবদান) ০৮:২১, ১১ মে ২০০৭ (UTC)
এব্যাপারে আমি রাগিব ভাইয়ের সাথে একমত। তবে অর্ণব ভাইয়ের প্রস্তাবিত উপায়টা দরকার পরলে ভবিষ্যতে কাজে লাগতেও পারে।়০৫:১৭, ১২ মে ২০০৭ (UTC)
আমাকে দুই দিন আগে anon ip থেকে তৈরি করা ১০-১২টা নিবন্ধ মুছতে হল। এরকম মোছামুছির কাজ যদি অন্য কারও ভাল লাগে, আমার আপত্তি নেই। কিন্তু anon ip থেকে নিবন্ধ সৃষ্টি ব্যান করলে এটা করতে হত না। --অর্ণব (আলাপ | অবদান) ০৫:৩০, ১২ মে ২০০৭ (UTC)

বিভিন্ন ইভেন্ট

আমরা অনেক উইকিপিডিয়ানই উইকিপিডিয়ায় অবদান রাখার সাথে সাথে সশরীরে বিভিন্ন ক্যাম্প ও সেমিনারে বাংলা উইকিপিডিয়ার বিভিন্ন প্রচার প্রচারণা এবং ওয়ার্কশপ করছি। আমার মনে হয় এ গুলো নিয়ে একটি উইকিপিডিয়া নেমস্পেসে একটি পাতা করা যেতে পারে যাতে এ ধরণের খরব গুলো থাকবে। এর ফলে অন্য উইকিপিডিয়ান তা জানতে পারবেন বাংলাদেশে তথা পৃথিবীর কোথায় বাংলা উইকিপিডিয়াকে নিয়ে কি হচ্ছে। দয়াকরে পাতাটির শিরনাম কি হতে পারে এ ব্যাপারে সাহায্য করুন। ধন্যবাদ।--বেলায়েত ১৭:১৫, ৯ জুন ২০০৭ (UTC)

সাম্ভাব্য নামের তালিকাঃ
  1. বাস্তব জীবনে উইকিপিডিয়া সম্পর্কিত অনুষ্ঠান
  2. বাস্তব উইকি-অনুষ্ঠান
  3. উইকিপিডিয়া ইভেন্ট
  4. উইকিকে নিয়ে সঙ্ঘটিত অনুষ্ঠান
  5. উইকি ঘটনা
  6. উইকি আড্ডা
  7. বাস্তব জীবন উইকি চর্চা
  8. উইকি-ওয়ার্কশপ
  9. উইকিপিডিয়া ওয়ার্কশপ
  10. স্থানীয় উইকিম্যানিয়া
  11. উইকি ক্যাম্প (উইকি শিবির ?)
  12. উইকি সেমিনার (উইকি আলোচনাসভা)
  13. হাতেকলমে উইকিপিডিয়া

--সপ্তর্ষি(আলাপ | অবদান) ০০:০০, ১০ জুন ২০০৭ (UTC)

আমি ইতিমধ্যে উইকিপিডিয়া:Community Portal পাতায় একটি পরিচ্ছেদ তৈরি করেছি। যাতে এ ধরণের ইভেন্ট গুলোর খরব ছবি সহ পোষ্ট করা যাবে। ধন্যবাদ।--বেলায়েত ১০:০৯, ১০ জুন ২০০৭ (UTC)

এ ধরণের পৃষ্ঠা তৈরী খুবই জরুরী। আমার মনে হয় উইকিপিডিয়া সম্প্রদায় সংবাদ নামটি উপযোগী। ভেবে দেখতে পারেন। -- মুহাম্মদ ১০:১৮, ১০ জুন ২০০৭ (UTC)

কিছু পরিবর্তন আবশ্যক

অনেক গুলো ইংরেজী টার্মকে বাংলা করে ফেলা হয়েছে যা বেখাপ্পা দেখাচ্ছে। সেগুলোকে ঠিক করা দরকার। তেমনি একটি হলো 'পাসওয়ার্ড' কে 'শব্দচাবি' লেখা। সবাই কি মনে করেন? — TRIVUz (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

ইংরেজি টার্মকে বাংলা করা বেখাপ্পা লাগবে কেন? password-এর concept-টা কি ইংরেজি ভাষার একক সম্পত্তি যে বাংলা করা যাবে না? --অর্ণব (আলাপ | অবদান) ২৩:০৫, ২৭ জুন ২০০৭ (UTC)

'শব্দচাবি' টা আমার ভালোই লেগেছে--Raiyan ০৪:৪৫, ১ আগস্ট ২০০৭ (UTC)

ইংরেজি উইকিতে ভাষা আন্দোলন

ইংরেজি উইকিপিডিয়ার ভাষা আন্দোলনের নিবন্ধটি এখন ফীচার্ড আর্টিকল ক্যান্ডিডেট হিসাবে রয়েছে। ইতিমধ্যেই এর অনেক উন্নতি সাধন করা হয়েছে। আপনারা যদি নিবন্ধটির প্রার্থীতা সম্পর্কে আপনাদের মতামত ও মন্তব্য পেশ করতে চান, তাহলে এই পাতায় গিয়ে তা প্রদান করতে পারেন।

আর বাংলাতে নিবন্ধটা অনুবাদের কাজও শুরু করা যেতে পারে। --রাগিব (আলাপ | অবদান) ২০:১৯, ১ জুলাই ২০০৭ (UTC)

১৬,০০০ ভুক্তি

বাংলা উইকিপিডিয়ায় এখন ১৬,০০০ ভুক্তি রয়েছে। সিতারা বেগম নিবন্ধটি ১৬,০০০ তম নিবন্ধ।--বেলায়েত ১৮:১৬, ৭ জুলাই ২০০৭ (UTC)

উইকিপিডিয়া পরিসংখ্যান

আমরা যারা উইকিপিডিয়ার স্বার্থে কাজ করি, তাদের Overview এবং Rankings এ দুটো পরিসংখ্যান দেখে রাখলে বা নিয়মিত চোখ রাখলে উইকিপিডিয়ার অবস্থান সম্পর্কে ধারণা পেতে পারেন। নির্দিষ্ট পাতায় ভাষার কোড খুজে নিন।--বেলায়েত ১৯:০৭, ৭ জুলাই ২০০৭ (UTC)

প্রবেশদ্বার:ধর্ম

আমি ধর্মের উপর একটি প্রবেশদ্বার তৈরি করেছি। অনুগ্রহ করে প্রধান পাতায় ধর্ম ও দর্শণ"- এই লিঙ্ক দিয়ে দিন। মুনতাসির ০৫:৫৮, ১৬ জুলাই ২০০৭ (UTC) করা হয়েছে। -- মুহাম্মদ ১৫:০৬, ১৬ জুলাই ২০০৭ (UTC)

নির্বাচিত চিত্র

প্রধান পাতায় নির্বাচিত চিত্র তথা নির্বাচিত ছবি যোগ করা উচিত। ইংরেজি উইকিপিডিয়া বা কমন্স থেকে ছবি নিয়ে কাজটি অনায়াসেই করা যায়। উপরন্তু প্রধান পাতায় একটি জায়গা খালি থেকে যাচ্ছে। সেটি পূর্ণ করলে আরও ভাল লাগবে। এ নিয়ে মন্তব্য করুন। -- মুহাম্মদ ১৫:০৮, ১৬ জুলাই ২০০৭ (UTC)

প্রধান পাতার একটি সাব পেইজ খুলে ফাংশনটি ইম্পলিমেন্ট করার চেষ্টা করুন। করার পরে সবার মতামত নিন। পজিটিভ মত পেলে একে প্রধান পাতায় দেওয়া যাবে।--বেলায়েত ১৫:২১, ১৬ জুলাই ২০০৭ (UTC)
আমিও মুহাম্মদের সাথে একমত। জায়গাটা খালি খালি লাগে। --রায়হান আবীর ১৮:৩২, ৬ আগস্ট ২০০৭ (UTC)

নির্বাচিত ছবি বা চিত্রের পরিক্ষামূলক সংস্করণ করা হয়েছে। দেখুন ব্যবহারকারী:Bellayet/testpage এবং মতামত দিন। ধন্যবাদ।--বেলায়েত ১৮:০৮, ১৩ আগস্ট ২০০৭ (UTC)

enabling Patrolled edits

প্রশাসকরৃন্দ, বাংলাউইকিপিডিয়ায় সাম্প্রতিক পরিবর্তণ সমূহ আরও নিখুত রুপে পর্যবেক্ষণের স্বার্থে patrolled edit এনাবল করতে চাই। আপনারা মতামত দিন।--বেলায়েত ০৫:০২, ২৫ আগস্ট ২০০৭ (UTC)

দুঃখের বিষয়, এই patrolled edit বিষয়টি আমি পরিষ্কার নই। যদিও বাগ অনুরোধের পাতায় ভোট দিয়েছি। বিষয়টি একটু পরিষ্কার কে বললে আমার জন্য ভাল হয়। উইকির অনেক কিছুই এখনও আমি বুঝিনা। i need to learn. -- ‍‍মুহাম্মদ ১৫:১১, ২৫ আগস্ট ২০০৭ (UTC)
আসলে এটা কোন সম্পাদনা গুলোর একটি স্ট্যাটাস, যেমন নতুন নিবন্ধ তৈরির জন্য 'ন' এবং অনুলেখ্য সম্পাদনার জন্য 'অ' স্ট্যাটাস দেখায় সাম্প্রতিক পরিবর্তনে। পেট্রোল এডিট হল সাম্প্রতিক পরিবর্তণের সম্পাদনার তালিকায় সম্পাদনার পাশে লাল রঙের '!' দেখাবে যা দ্বারা বুঝা যাবে এ সম্পাদনা সংস্করণটি কোন প্রশাসক দ্বারা পর্যবেক্ষিত হয় নাই, যদি এ চিহ্ন না থাকে তাহলে বুঝতে হবে এ সংস্করণটি কোন প্রশাসক দ্বারা পরীক্ষিত হয়েছে এবং তিনি তা পরীক্কিত বলে চিহ্নিত করছেন এর মানে এ সম্পাদনাটি একটি ভাল সম্পাদনা (ভ্যান্ডাল নয়) যাতে অন্য প্রশাসকদের ঐ সম্পাদনা সংস্করণটি খুলে দেখতে না হয়। তাতে প্রশাসকদের সময় বাচঁবে এবং সহজেই সাম্প্রতিক পরিবর্তন দেখে বুঝতে পারবে কোন সম্পাদনা পর্যন্ত এতিপূর্বে পর্যবেক্ষণ করা হয়েছে।--বেলায়েত ১৫:২৪, ২৫ আগস্ট ২০০৭ (UTC)
প্রশাসকবৃন্দ, বাংলা উইকিপিডিয়ায় এখন Patrolled Edits বৈশিষ্টটি যুক্ত হয়েছে। এখন থেকে কোন প্রশাসক কোন সম্পাদনা সংস্করণ পর্যবেক্ষণের পর সে সংস্করণটি পরীক্ষিত বলে ঘোষণা দিতে পারবেন। তাতে অন্য প্রশাসকদের একই সংস্করণ পর্যবেক্ষণের সময় নষ্ট হবে না এবং প্রশাসকবৃন্দ আরও নিবির ভাবে সম্পাদনা সমূহ পর্যবেক্ষন করতে পারবেন। কিভাবে করবেন?

এখন থেকে সাম্প্রতিক পরিবর্তন পাতায় প্রতিটি অপরীক্ষিত সম্পাদনার পাশে লাল রঙের একটি '!' চিহ্ন দেখতে পাবেন। এতে বোঝা যাবে এটি সম্পাদনাটি কোন প্রশাসক দ্বারা পরীক্ষিত/পর্যবেক্ষিত হয় নাই, সম্পাদনার পার্থক্য দেখতে পরিবর্তন সংযোগে ক্লিক করলে পাতায় পার্থক্যের উপরে [পরীক্ষিত বলে চিহ্নিত করুন] সংযোগ দেখতে পাবেন। নতুন নিবন্ধের ক্ষেত্রে সরাসরি ক্লিক করলে পাতার নিচে [এই নিবন্ধটিকে পরীক্ষিত বলে চিহ্নিত করুন] সংযোগ দেখতে পাবেন। এসকল সংযোগে ক্লিক করে আপনি নিবন্ধ বা সম্পাদনাকে পরীক্ষিত বলে চিহ্নিত করতে পারবেন।--বেলায়েত ০৩:৩২, ২৯ আগস্ট ২০০৭ (UTC)

সাইটের নাম Wikipedia থেকে উইকিপিডিয়া করা

আপনার আপনাদের ব্রাউজারের উপরে উইন্ডো টাইটেল এ খেয়াল করলে দেখতে পাবেন বাংলা উইকিপিডিয়া সাইটে এখনও Wikipedia দেখায়। আমার মনে হয় এটা পরিবর্তন করে উইকিপিডিয়া করার সময় হয়েছে। এর জন্য সকল ব্যবহারকারী বিশেষ করে প্রশাসকদের মতামত এবং আলোচনা প্রয়োজন। দয়াকরে আপনার মতামত প্রকাশ করুন।--বেলায়েত ১৫:২০, ২৮ আগস্ট ২০০৭ (UTC)

পক্ষে

  1. বাংলা উইকিপিডিয়ার এখনো অনেক লোকালাইজেশন করা বাকী। এধরণের কাজ গুলো মাঝে মাঝেই করে ফেলা উচিত।--বেলায়েত ১৫:২০, ২৮ আগস্ট ২০০৭ (UTC)
  2. করতে পারলে করে ফেলুন। আর লোকালাইজেশন করাটা খুব কঠিন কিছু না। আমার মনে আছে প্রথম দিকে স্ট্রিং অনুবাদ করতে চার-পাঁচ দিনের বেশি লাগেনি। এরপর অবশ্য অনেক নতুন বার্তা যোগ হয়েছে। তবে উইকির কাজ চালানোর জন্য যেগুলি দরকার সেগুলি প্রায় সবই অনুবাদ হয়ে আছে। --অর্ণব (আলাপ | অবদান) ১৫:৪০, ২৮ আগস্ট ২০০৭ (UTC)
  3. হ্যাঁ, এটি করা খুবই জরুরি। করে ফেলা যায়। বেলায়েত ভাই, করে ফেলেন। আর আমাকে একটু জানাবেন, কিভাবে করলেন। -- মুহাম্মদ ১৬:০৯, ২৮ আগস্ট ২০০৭ (UTC)
    1. হ্যাঁ ,এটা করলে খুবই চমৎকার হবে। তবে একই সাথে উপরে লেখা HOW TO READ AND WRITE IN UNICODE BANGLA এবং MUST READ FOR CONTRIBUTORS এর বাংলা করা গেলে খুব খুশি হবো। এছাড়া ভুল password দিলে যখন image প্রবেশ করাতে বলে তখন বিস্তারিত ব্যাখ্যা tab এ click করলে info গুলো এখনও english এ আসে। এদিকে please একটু লক্ষ করবেন।--Frdayeen ১৪:৪৮, ১ সেপ্টেম্বর ২০০৭ (UTC)Frdayeen
    2. "How to read and write in bangla" must stay in english for people who are not able to visualize bangla font, isnt it? --সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৯:৩৬, ১ সেপ্টেম্বর ২০০৭ (UTC)

বিপক্ষে

নিরপেক্ষ

সম্মানিত উইকিপিডিয়ানগণ, বাংলা উইকিপিডিয়ার সাইটের নাম Wikipedia থেকে বাংলায় উইকিপিডিয়া করা হয়েছে। এ ধরণের আরও কি কি পরিবর্তন হতে পারে বা দেখতে চান তা জানাতে পারেন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:৪৪, ৩ ডিসেম্বর ২০০৭ (UTC)

স্থানীয়করণের পরিসংখ্যান

মেটা উইকির লোকালাইজেশন স্ট্যাটিস্টিক্স অনুসারে বাংলা বেশ পিছিয়ে। ১৬৯২টি সিস্টেম বার্তার মাত্র ৯২টি অনুদিত হয়েছে। এমনকি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার লোকালাইজেশনও অনেক এগিয়ে (উত্তম সিংহ একাই ওটা করেছেন)। তাই আসুন, আমরা এক এক করে বাকি বার্তাগুলোকেও অনুবাদ করে ফেলি। --রাগিব (আলাপ | অবদান) ০৩:০৩, ২৯ আগস্ট ২০০৭ (UTC)

আমি ইতিমধ্যে বেটাউইকি (Betawiki) তে কাজ শুরু করেছি। সেখানে বাংলাউইকিপিডিয়ায় অনুবাদ করা সব স্ট্রিং আমি সেখানে ইম্পোর্ট করেছি। এখনো ১২০০ স্ট্রিং বাকি আছে। Betawiki তে আপনাদের সাহায্য প্রয়োজন।--বেলায়েত ০৩:২৮, ২৯ আগস্ট ২০০৭ (UTC)