উইকিপিডিয়া:আলোচনাসভা/সংগ্রহশালা/২০১৫/৯-১২

আলোচনাসভার সংগ্রহশালা
+ জানুয়ারি - এপ্রিল মে - আগস্ট সেপ্টেম্বর - ডিসেম্বর
২০০৪/০৫ সবচেয়ে পুরাতন
২০০৬ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০০৭ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০০৮ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০০৯ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১০ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১১ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১২ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৩ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৪ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৫ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৬ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৭ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৮ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৯ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০২০ ১ থেকে ৪ ৫ - ৬ ৭ - ৮ ৯ -১০ ১১ - ১২
২০২১ ১ - ২ ৩ - ৪ ৫ - ৬ ৭ - ৮ ৯ - ১০ ১১ - ১২
২০২২ ১ - ২ ৩ - ৪ ৫ - ৬ ৭ - ৮ ৯ - ১০ ১১ - ১২
২০২৩ ১ - ২ ৩ - ৪ ৫ - ৬ ৭ - ৮ ৯ - ১০ ১১ - ১২
২০২৪ ১ - ২ ৩ - ৪ ৫ - ৬ ৭ - ৮ ৯ - ১০ ১১ - ১২
সংগ্রহশালার সূচিপত্র‎‎


Introducing the Wikimedia public policy site

Hi all,

We are excited to introduce a new Wikimedia Public Policy site. The site includes resources and position statements on access, copyright, censorship, intermediary liability, and privacy. The site explains how good public policy supports the Wikimedia projects, editors, and mission.

Visit the public policy portal: https://policy.wikimedia.org/

Please help translate the statements on Meta Wiki. You can read more on the Wikimedia blog.

Thanks,

Yana and Stephen (Talk) ১৮:১২, ২ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)

(Sent with the Global message delivery system)

Open call for Individual Engagement Grants

My apologies for posting this message in English. Please help translate it if you can.

Greetings! The Individual Engagement Grants program is accepting proposals until September 29th to fund new tools, community-building processes, and other experimental ideas that enhance the work of Wikimedia volunteers. Whether you need a small or large amount of funds (up to $30,000 USD), Individual Engagement Grants can support you and your team’s project development time in addition to project expenses such as materials, travel, and rental space.

Thanks,

I JethroBT (WMF), Community Resources, Wikimedia Foundation. ২০:৫২, ৪ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)

(Opt-out Instructions) This message was sent by I JethroBT (WMF) (talk) through MediaWiki message delivery.

পশ্চিমবঙ্গে বাংলা উইকিপিডিয়ানদের নিয়ে মিট-আপ

প্রিয়, এই বছর অক্টোবর মাসের শুরুর দিকে কলকাতা শহরে আমি সক্রিয় বাংলা উইকিপিডিয়ানদের নিয়ে একটা মিট-আপের আয়োজন করতে চাইছি, যেখানে বাংলা উইকিপিডিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও আশু প্রয়োজনীয়তা সম্বন্ধে আলোচনা করা হবে এবং আগামী ছয় মাস বা এক বছরের মধ্যে সেগুলিকে রূপায়ণের চেষ্টা করা হবে। বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের সমর্থন পেলে আমি সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটি অথবা উইকিমিডিয়া ইন্ডিয়া বা প্রয়োজনে উইকিমিডিয়ায়া ফাউন্ডেশনের নিকট প্রয়োজনীয় সমর্থনের জন্য আবেদন করব। -- বোধিসত্ত্ব (আলাপ) ১১:৫৭, ১৩ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)

ভালো উদ্যোগ কিন্তু যেহেতু তুমি এটার উদ্যোক্তা সেহেতু তোমার কাছে সাধারণ একজন উইকিপিডিয়ান হিসেবে আমার একটা কমন প্রশ্ন, গুরুত্বপূর্ণ বিষয় ও আশু প্রয়োজনীয়তা সম্বন্ধে আলোচনাতো আমরা স্কাইপি বা আইআরসি বা যেকোন সামাজিক যোগাযোগের মাধ্যমেই করতে পারি, কোন স্থানে একত্র হওয়া কেন? যাইহোক, এটা করতে পারলে ভালোই হবে কিন্তু কিছু বিষয়, যেহেতু সকল উইকিপিডিয়ানদের নিয়েই আলোচনা ফলপ্রসু করতে হবে সেক্ষেত্রে বৃত্তি বা এই ধরণের কিছু করার সুযোগ নাই যারা আগ্রহী হবে তাদের সবাইকে নিতে হবে। যদি তাই হয় তাহলে আমাদের এটা হিসেবে করতে হবে মোট কত টাকা খরচ হচ্ছে এবং এই টাকাটা আসলেই কোন ফল বয়ে আনবে কিনা। উদাহরণস্বরুপ, বাংলাদেশ থেকে কোন উইকিপিডিয়ান গেলে তাকে যাতায়াত, কমপক্ষে একরাতের আবাসন ব্যস্থা সেইসাথে খাওয়ার টাকাটা দিতে হবে। সেক্ষেত্রে যদি ২০ জনও যেতে চায় তাহলে মোট অংক অনেক দাঁড়াবে। যাইহোক, প্রথম প্রশ্নের উত্তর পেলে হয়তা এগুলোও পরিষ্কার হয়ে যাবে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১২:১০, ১৩ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)

প্রিয় নাহিদ, এই মিট-আপে সেই সকল বিষয় সম্বন্ধেই আলোচনা হবে, যেগুলি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় প্রয়োজনীয় বলে মনে করবে। তাঁর রূপরেখা আমরা দুই দেশের উইকিপিডিয়ানরা এখানে বা সামজিক যোগাযোগের ওয়েবসাইটে করে নেব। কিন্তু সেগুলিকে যাতে বিভিন্ন ছোট বা মাঝারি প্রকল্প হিসেবে গ্রহণ করে সুষ্ঠু রূপায়ণ করা সম্ভব হয়, তাঁর রূপরেখা তৈরী করার জন্যই এই মিট-আপের ব্যবস্থা। তা ছাড়া একথা অস্বীকার করার কোন উপায় নেই, যে সামনা সামনি বসে আলোচনা করলে তা অনেকটাই বেশি কার্য্যকরী হয়, সেই কারণে বিভিন্ন ভাষার ও দেশের উইকিপিডিয়ানরা নিজেদের মধ্যে আলোচনা করার জন্য মিট-আপের আয়োজন করে থাকেন। ভারতে বিভিন্ন ভাষার উইকিপিডিয়ার মধ্যে সমন্বয়মূলক কাজকর্ম ইদানিং অনেকটাই বেড়েছে, যা বিভিন্ন মিট-আপে বা সম্মেলনে বা ইভেন্টে একসঙ্গে আলোচনা করার ফলেই সম্ভব হয়েছে। আমি মনে-প্রাণেই চাই যে, বাংলাদেশ থেকে সক্রিয় উইকিপিডিয়ানরা এই মিট-আপে যোগ দিন। কিন্তু তা তখনই সম্ভব হবে যখন আমরা স্কলারশিপের জন্য ফান্ড জোগাড় করতে পারব। তাই স্কলারশিপ নিয়ে এই মুহুর্তে অঙ্গীকার করতে আমি অক্ষম, কিন্তু আমি এই চেষ্টার কোন ত্রুটি করব না, যাতে সীমিত সংখ্যক হলেও বাংলাদেশ থেকে সক্রিয় উইকিপিডিয়ানরা অন্ততঃ এই মিট-আপে যোগ দিতে সক্ষম হন। খুব একটা বড় বাজেটের ইভেন্ট হিসেবে এটিকে দেখো না। কিন্তু ছোট বা মাঝারি আকারের ইভেন্ট করেও যাতে কার্যকরী ফল পাওয়া যায়, সেই চেষ্টা করাটাই আমার মুখ্য উদ্দেশ্য। যেহেতু অক্টোবর মাসের প্রথম দিকে দুর্গাপূজোর আগে এই মিট-আপ করতে চাইছি, তাই হাতে খুব একটা সময় নেই, সেটা অবশ্য স্বীকার করতেই হবে। সম্প্রদায়ের সমর্থন পেলে আমি কালকের মধ্যে সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটিতে প্রয়োজনীয় সমর্থনের জন্য আবেদন করব। এবং তারপর মিট-আপের মূল পাতাটি তৈরী করে তাতে সকলের মতামত চাইব। -- বোধিসত্ত্ব (আলাপ) ১২:৫২, ১৩ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)

চমৎকার এ উদ্যোগকে স্বাগতঃ জানাচ্ছি। - Suvray (আলাপ) ১৪:৫১, ১৩ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)
এই উদ্যোগকে সমর্থন জানাই। - Sumita Roy Dutta (আলাপ) ২০:০৩, ১৩ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)
ধন্যবাদ বোধি। আগের কাজ আগে; প্রথমে সমর্থন পাওয়ার চেষ্টা করা হোক। এরপর এক বা একাধিক অনলাইন আলোচনা করে করণীয় ঠিক করা হোক। অবশ্যই এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। - Ashiq Shawon (আলাপ) ২০:৫৬, ১৩ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)
খুবই ভাল উদ্যোগ। দীর্ঘদিন অসুস্থতার কারণে উইকিপিডিয়ার কোনো মিট-আপে যোগ দিতে পারিনি। আশা করছি, এবার পারব। মিট-আপের তারিখ ও স্থান স্থির হলে জানাবেন। --Jonoikobangali (আলাপ) ২১:৫৭, ১৩ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)
অত্যন্ত ভাল উদ্যোগ। এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। --- ইয়াহিয়া (আলাপ) ১১:০৩, ১৪ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)
চমৎকার উদ্যোগ। আলোচনার বিষয়গুলো নির্ধারণ করা এবং প্রথমিক আলোচনার কাজগুলো অনলাইন কোনো মিটিং করে নিলে ভালো হয়। আলোচনার পর কিছু প্রস্তাবনা এবং স্বীদ্ধান্ত আসবে তবে এগুলোর জন্য তো প্রস্তুতি প্রয়োজন। ---- নাসির খান সৈকতআলাপ ১১:৩৮, ১৪ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)
বোধি, তোমার এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। কিভাবে সাহায্য করতে পারি জানিও। ‍‍‍‍‍কল্যাণ সরকার (আলাপ) ১২:১৭, ১৪ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)
সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ। একটি ইভেন্ট পাতা তৈরী করা হয়েছে, যেখানে এই সম্মিলন সম্বন্ধে তথ্য হালনাগাদ করা হবে। সম্প্রদায়ের সকলকে এই পাতায় প্রয়োজনীয় বিষয়বস্তু সম্বন্ধে আলোচনায় অংশ গ্রহণ করে সম্মেলনের দিক-নির্দেশ করতে অনুরোধ করি। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:১৮, ১৪ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)
আলোচনায় অনেক বিষয় উঠে এসেছে যার সাথে একমত পোষণ করছি। এছাড়াও ইতোমধ্যে মেটায় এনড্রোসমেন্ট জানিয়েছি। বাকিরাও এখানে তাদের সমর্থন জানিয়ে দিলে ভালো হবে। ভালো ফল পাওয়ার আশা রাখছি। ~ মহীন (আলাপ) ১৭:৩৬, ১৪ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)
খুব ভালো উদ্যোগ। প্রয়োজনীয়ও। আমি নিজে কিছু বিষয় নিয়ে আলোচনার জন্য এ'রকম একটি মুখোমুখি আলোচনাসভার সুযোগের জন্য একরকম মুখিয়ে ছিলাম। venue হিসেবে যে জায়গার কথা উঠে এসেছে, তা যোগাযোগব্যবস্থার দিক থেকে খুবই ভালো। তবে জানি না, একটু বেশি অংশগ্রহণকারীর পক্ষে জায়গাটা তেমন উপযুক্ত হবে কিনা। যাইহোক, খুবই ভালো উদ্যোগ, সন্দেহ নেই। আমার দিক থেকে যোগদানের প্রবল ইচ্ছে রইলো। --Arindam Maitra (আলাপ) ০২:০০, ১৫ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)
উদ্যোগটা ভালো। আলোচনার বিষয়গুলো আগে ঠিক করলে পুরো উদ্যোগটা ফলপ্রসু হবে। আর সে বিষয়গুলো ঠিক করেই সিদ্ধান্ত নেয়াটা ভালো হবে। --নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ০৭:৫৭, ১৬ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)
সমর্থনের জন্য সকলকে আবারো ধন্যবাদ। হাছিব ভাই, এই পাতায় সম্ভাব্য আলোচ্য বিষয়গুলি তুলে ধরা হচ্ছে। -- বোধিসত্ত্ব (আলাপ) ১০:২৮, ১৬ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)
  সমর্থন - ভালো প্রস্তাব। বোধি আমায় জানিও কি ভাবে সাহায্য করতে পারি।-Pasaban (আলাপ) ১২:০২, ১৬ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)
  সমর্থন - Biswarup Ganguly (আলাপ) ১২:০৯, ২০ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)

নিবন্ধ

https://bn.wikipedia.org/wiki/দালহৌসি

https://bn.wikipedia.org/wiki/ডালহৌসি,_ভারত ১.উপরোক্ত দুটি পাতা কি একত্রীত করার দরকার? নাহলে কেন এই দুটি পাতা আলাদা থাকবে সেটি জানতে আগ্রহী।

২ Infobox Indian Jurisdiction Infobox settlement উপরোক্ত দুটি টেমপ্লেট কখন কোনটি ব্যাবহার করব? ইংরাজিতে বেশীরভাগ শহরের ক্ষেত্রে দ্বিতীয়টি ব্যাবহার হয়, কিন্তু বাংলায় অনুবাদে কখনো কখনো প্রথমটি ব্যবহার হয়।বিস্তারিত জানতে পারলে সুবিধা হয়। ধন্যবাদ।


Sumita Roy Dutta (আলাপ) ০৮:৪৯, ১৫ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)

১. দুটি পাতা একই স্থানের উপর লেখা। একত্রীত করতে হবে। ২. সকল ক্ষেত্রে Infobox settlement ব্যবহার করেন। Infobox Indian Jurisdiction এখন আর ব্যবহার হয় না। --আফতাব (আলাপ) ১২:৪৯, ১৫ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)
@Sumita Roy Dutta: আপনার ব্যবহারকারী:Sumita Roy Dutta/common.js পাতায় এই কোডটি যোগ করেন। তাহলে এই নিবন্ধগুলিতে যেয়ে সম্পাদনারত থাকা অবস্থায় আরও (ইতিহাস দেখুনের পাশে) থেকে "তথ্যছক ভারতের নগর এলাকা → settlement" ক্লিক করে করলে Infobox Indian Jurisdiction স্বয়ংক্রিয়ভাবে Infobox settlement-এ রুপান্তরিত হয়ে যাবে। এখানের অনেকগুলি নিবন্ধে দেখবেন Infobox settlement দেয়া আছে কিন্তু তথ্যছকের সব প্যারামিটার দেখবেন "তথ্যছক ভারতের নগর এলাকা"র, সেগুলির ক্ষেত্রেও এটি ব্যবহার করতে পারেন।
migrateIIJ = { auto_replace: off };
importScriptURI('//bn.wikipedia.org/w/index.php?title=ব্যবহারকারী:AftabBot/তথ্যছক_ভারতের_নগর_এলাকা_প্রতিস্থাপন.js&action=raw&ctype=text/javascript');

--আফতাব (আলাপ) ১৪:৪৬, ১৫ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)

উইকিমিডিয়া হাইলাইটস, আগস্ট ২০১৫

উইকিমিডিয়া ব্লগ হতে আগস্ট ২০১৫ এর হাইলাইটস সমূহ।
 
About · Subscribe · Distributed via MassMessage (wrong page? Correct it here), ২১:৩৭, ১৬ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)

সূরা-য় আয়াতসমূহের বঙ্গানুবাদ সংযোজন প্রসঙ্গে

আমি আল-কোরআন-এর সূরাগুলোকে একটি নির্দিষ্ট ফর্মে আনার চেষ্টা করছি অনেক দিন ধরেই; অনেকগুলোকে ইতিমধ্যে এনেছিও। প্রতিটি সূরার নিবন্ধে লিংক হিসাবে এদের মূল আরবী ভাষায় প্রদত্ত সূরাটির পাশাপাশি বাংলাইংরেজী অনুবাদ এবং তাফসীর সংযুক্ত করা থাকছে বিধায় মূল নিবন্ধে এদের আয়াত বাংলায় অনুবাদ বা তাফসীর গ্রন্থে প্রদত্ত বিবরণ দেয়ার কোনো যৌক্তিকতা আছে বলে আমার মনে হয় না; বরং অন্যান্য তথ্য প্রদানই বেশি যৌক্তিক। আরেকটি বিষয় মনে রাখা আবশ্যক - কোনো কোনো সূরা ২'শতাধিক আয়াতও ধারণ করছে ফলে একই ফর্মে আনতে গেলে সেগুলো সম্ভবত উইকির মূল উদ্দেশ্য ব্যহত করার পাশাপাশি রচণা শৈলীও বিনষ্ট করবে। - Ashiq Shawon (আলাপ) ১৯:২৫, ১৬ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)

  সমর্থন- আশিক ভাই ঠিকই বলেছেন। লিঙ্ক দিলেই যথেষ্ট। তাছাড়া এই লেখা কোন না কোন ওয়েবসাইট থেকে সরাসরি কপি পেস্ট করা হয়েছে। যেহেতু অনুবাদ গুলি পাবলিক ডোমেইন নয়, সেহেতু কপিরাইট লঙ্ঘনের দোষেও দুষ্ট। বাকি সূরাগুলি সম্বন্ধিত নিবন্ধগুলিও চেক করা দরকার। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৯:৩৯, ১৬ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)
ধন্যবাদ, বোধি। আমি সবগুলো সূরাকেই একই ফর্মে আনার চেষ্টা করছি; একটু সময় লাগবে - তবে করা যাবে বলে আশা করছি। - Ashiq Shawon (আলাপ) ২০:২৮, ১৬ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)

উইকিপিডিয়ার ১৫তম জন্মদিন

উইকিপিডিয়া এবং উইকিমিডিয়া আন্দোলনের ১৫তম জন্মদিন শীঘ্রই আসছে! জানুয়ারি ১৫, ২০১৬ সালে উদযাপন করতে আমরা পরিকল্পনা করতে আগ্রহী।

১৫তম জন্মদিন উদযাপনের পরিকল্পনা করতে, মেটাতে উইকিপিডিয়া ১৫'র জন্য একটি পাতা তৈরি করা হয়েছে। নিম্নলিখিত বিষয় নিয়ে পরিকল্পনা করা হবে:

  1. ১৫তম জন্মদিন স্থানীয়ভাবে উদযাপন করতে ইভেন্ট পরিকল্পনা করা এবং সম্মিলনের জন্য সংস্থান।
  2. জন্মদিনের ছবি, ভিডিও, গল্প, উইকিপিডিয়া বিষয়বস্তু, এবং অন্যান্য মিডিয়া ছড়িয়ে দিতে আরও তথ্য।
  3. আপনার ইভেন্ট কভার করতে স্থানীয় মিডিয়াকে জানাতে টিপস।

মেটার পাতার অনেক অনুচ্ছেদ এখন ফাঁকা আছে, কিন্তু জানুয়ারিতে জন্মদিন উদযাপন করতে পরবর্তী কয়েক মাস ধরে পাতার মধ্যে আরো তথ্য যোগ করার জন্য আমরা আপনার সাথে কাজ করবো। উইকিপিডিয়ার ১৫তম জন্মদিনে কি দেখতে চান তা জানাতে বিনা দ্বিধায় যোগ, সম্পাদনা এবং আলোচনা করুন।

আমরা আপনার সাথে উদযাপন করতে অপেক্ষায় থাকলাম!

-উইকিমিডিয়া ফাউন্ডেশনের যোগাযোগ দল

JSutherland (WMF) (আলাপ) ২২:৫৪, ১৭ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)

বাংলা উইকিপিডিয়ার অফিসিয়াল ইমেইল

সুধী,
ইতিমধ্যেই হয়তো সবাই জেনে গেছেন কিন্তু বাংলা উইকিপিডিয়ার ইমেইল চালু হয়েছে কিন্তু আলোচনাসভায় ঘোষণা নাই, এজন্যই এই ক্রস-পোস্টটি দেওয়া। উইকিমিডিয়ার বাংলা প্রকল্পসমূহের জন্য নতুন একটি ইমেইল এড্রেস চালু করা হয়েছে। এখানে বাংলা উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার অন্যান্য বাংলা প্রকল্পগুলো সম্পর্কে বিভিন্ন তথ্যের জন্য অনুসন্ধান করতে পারেন।
ইমেইল ঠিকানাটি হল: info-bn wikimedia.org এখন থেকে এই ঠিকানাটিই অফিসিয়াল ইমেইল হিসেবে ব্যবহার করা হবে। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:১৪, ১৮ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)

উইকিকনফারেন্স ইন্ডিয়া ২০১৬ - আমন্ত্রক শহরের প্রথম দরপত্র আহ্বান

সুধী,

উইকিকনফারেন্স ইন্ডিয়া ২০১৬ নামক ভারতীয় উইকিমিডিয়া সম্প্রদায়ের জাতীয় সম্মেলনে আমন্ত্রক শহরের দরপত্র জমা দেওয়ার জন্য আপনাকে আমরা অনুরোধ করি। দুইটি রাউন্ডে এই দরপত্র জমা নেওয়া হবে। সম্প্রদায়ের অংশগ্রহণকে অনুপ্রাণিত করার জন্য প্রথম রাউন্ডটি খুবই সরল রাখা হয়েছে। স্থানীয় সম্প্রদায়ের সমর্থন ও শক্তি সম্বন্ধে নিশ্চিত হওয়া এই রাউন্ডের লক্ষ্য। এই রাউন্ডে উত্তীর্ণ প্রথম পাঁচটি শহর দ্বিতীয় তথা অন্তিম রাউন্ডে অংশ নিয়ে বিস্তারিত ভাবে পরিকল্পনা করে দরপত্র জমা দেওয়ার সুযোগ পাবে।

প্রথম রাউন্ডের দরপত্রের মানদণ্ড

  • শহরে অন্ততঃ একটি ঘরোয়া বিমানবন্দর থাকতে হবে।
  • আপনার শহরে এই সম্মেলন পরিচালনা করতে দায়বদ্ধ সক্রিয় উইকিপিডিয়ানদের উইকি স্বাক্ষর থাকতে হবে।
  • স্থানীয় আলোচনাসভায় দরপত্র জমা দেওয়ার প্রস্তাবে উইকিপিডিয়া সম্প্রদায়ের যে সমর্থন রয়েছে, তার লিঙ্ক থাকতে হবে।
  • সম্মেলনে ৫০০ জন অংশগ্রহণকারী অংশ নেবেন ধরে নিয়ে বাজেট পরিকল্পনা করতে হবে, যার মধ্যে ১০০ জন বৃত্তিপ্রাপকদের তিনদিনের জন্য থাকার খরচ যুক্ত থাকবে।
  • এই ধরণের সম্মেলন পরিচালনা করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

অনুগ্রহ করে, ১৮ অক্টোবর, ২০১৫ রাত্রি ১১:৫৯ মিনিটের পূর্বে এই পাতায় আপনার দরপত্র জমা দিন।

ধন্যবাদান্তে,

উইকিকনফারেন্স ইন্ডিয়া ২০১৬ স্বেচ্ছাসেবকবৃন্দ

Only one week left for Individual Engagement Grant proposals!

(Apologies for using English below, please help translate if you are able.)

There is still one week left to submit Individual Engagement Grant (IEG) proposals before the September 29th deadline. If you have ideas for new tools, community-building processes, and other experimental projects that enhance the work of Wikimedia volunteers, start your proposal today! Please encourage others who have great ideas to apply as well. Support is available if you want help turning your idea into a grant request.

I JethroBT (WMF), Community Resources ২১:০১, ২২ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)

টুইঙ্কল সমস্যা

আমি ইংরেজি উইকিপিডিয়ায়় যখন টুইঙ্কল এর সাহায্য এ অপসারণ ট্যাগ যোগ করেছি।তখন স্বংয়ক্রিয় ভাবে নিবন্ধ প্রণেতাককে জানাচ্ছে। কিন্তু বাংলা উইকিপিডিয়ায় জানাচ্ছে না।এই সমস্যা কেন হচ্ছে?বুঝতে পারছিনা।$R (আলাপ) ০৮:৫৮, ২৫ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)

এটি একটি জানা সমস্যা। ঠিক করার চেষ্টা করা হচ্ছে। তবে খুব শিঘ্রই যে এটি ঠিক করা হবে সে ব্যাপারে আমি কোন কথা দিতে পারছি না। --আফতাব (আলাপ) ১৪:২৮, ২৫ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)

ধ্বংসপ্রবণতা

এখানে সম্পাদনা পরীক্ষা করলে দেখা যাবে 119.30.38.191 এই আইপি এড্রেস থেকে প্রতিনিয়ত ধ্বংসপ্রবণতা করা হচ্ছে। আমমি অনেক সম্পাদনা বাতিল করেছি আমার আবেদন প্রশাসকগণ এই আইপি এড্রেস কে ব্লক করে দেওয়া হক।$R (আলাপ) ১০:১২, ২৯ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)

মাত্র ৮টি ধ্বংসপ্রবণতার জন্য কি সরাসরি ব্লক করে দেয়া উচিত হবে? এই ঠিকানাকে নজরে রাখা হল। --আফতাব (আলাপ) ১৩:৫১, ২৯ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)

উইকিপ্রকল্প ট্যাগ

ইংরেজি উইকিতে প্রত্যেক পাতায় প্রকল্পের ট্যাগ লাগানো থাকে। এটি দেখতে সুন্দর লাগে। এছাড়া ব্যাকারণ ঠিক না ভুল। যথেষ্ট তথ্যসূত্র আছে কিনা তাও দেওয়া হয়। দয়া করে এই পাতাটি দেখুন তাহলে বুঝততে পারবেন আমি কি বলতে চাচ্ছি https://en.wikipedia.org/wiki/Talk:Benapole_Modern_English_Institute এরকম প্রকল্প ট্যাগ তৈরি করতে চাই। কিন্তু বুঝতে পারচ্ছিনা। সাহায্য করুন।$R (আলাপ) ১৬:০৯, ২ অক্টোবর ২০১৫ (ইউটিসি)

পাতার সৌন্দর্যের জন্য ট্যাগ লাগানো হয় না। এই ট্যাগগুলি বিভিন্ন প্রকল্পের অংশ হিসাবে মূল্যায়ন, পরিসংখ্যান, রক্ষণাবেক্ষণের জন্য যোগ করা হয়। বাংলা উইকিতে এই রকম ট্যাগ যোগ করা প্রসঙ্গে আলোচনা হচ্ছে। এই পাতার একদম উপরে উইকিপ্রকল্প টেমপ্লেট অনুচ্ছেদ ও উইকিপিডিয়া আলোচনা:সম্মিলন/কলকাতা ১৪#বট দেখুন। --আফতাব (আলাপ) ১৬:১৮, ২ অক্টোবর ২০১৫ (ইউটিসি)

Extension:ShortUrl সক্রিয় করার আবেদন বাগজিয়ায় করা হয়েছে

অপ্রয়োজনীয় তথ্য প্রসঙ্গে

আমি বাংলাদেশের বিভিন্ন জেলা সম্পর্কিত নিবন্ধগুলো পর্যবেক্ষনের সময় লক্ষ্য করলাম যে অধিকাংশ নিবন্ধতে ঐ জেলার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় খুলনা জেলা নিবন্ধের কথা। এখানে স্কুল পর্যায়ের একাধিক প্রতিষ্ঠানের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। একটি জেলায় অনেকগুলো স্কুল কলেজ আছে। কেউ যদি সবগুলো প্রতিষ্ঠানের নাম অন্তর্ভূক্ত করতে চায় সেক্ষেত্রে কি হবে? কোনটা রাখা হবে আর কোনটা বাদ দেয়া হবে! এক্ষেত্রে আমার প্রস্তাবনা হচ্ছে নিবন্ধগুলো থেকে স্কুল পর্যায়ের প্রতিষ্ঠানগুলো বাদ দেয়া। ফেরদৌসুর রহমান ১১:৫২, ৩ অক্টোবর ২০১৫ (ইউটিসি)

বাদ দেয়া প্রসঙ্গে একমত না। গুরুত্বপূর্ণ হলে যে কোন শিক্ষাপ্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত যেতে পারে। তবে গণহারে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করার পক্ষে নই। --আফতাব (আলাপ) ১৩:২১, ৩ অক্টোবর ২০১৫ (ইউটিসি)
কিন্তু সেই গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত হবে কিসের ভিত্তিতে? ফেরদৌসুর রহমান
যে শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধ উইকিপিডিয়ায় আছে সেগুলি গুরুত্বপূর্ণ বলে ধরে নেয়া যেতে পারে। যেগুলি নাই সেগুলির ক্ষেত্রে তথ্যসূত্রসহ যোগ করতে হবে। --আফতাব (আলাপ) ১৩:৫৪, ৪ অক্টোবর ২০১৫ (ইউটিসি)
আফতাব ভাইয়ের সঙ্গে সম্পূর্ণ একমত। কায়সার আহমাদ (আলাপ) ১৩:৫৯, ৪ অক্টোবর ২০১৫ (ইউটিসি)
আপতাব ভাইয়ের সাথে সম্পূর্ণ   একমত $R (আলাপ) ১৪:১১, ৪ অক্টোবর ২০১৫ (ইউটিসি)


বেটা নাকি বিটা?

ইতঃপূর্বে এ' বিষয়ে আলোচনা হয়ে থাকতে পারে, তবু জিজ্ঞ্যাস্য এই যে- বানান-টা কি বেটা (পরিবর্তন) না বিটা (পরিবর্তন)? দ্রষ্টব্য- en:Beta। ধন্যবাদান্তে --টিটো দত্ত (কথা কও, কথা কও, অনাদি অতীত. . .) ০৮:০৫, ১৫ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)

en:Beta-এর ক্ষেত্রে উচ্চারণ সবসময় বিটা শুনে এসেছি এবং বাংলাদেশে এটাই ব্যবহার করা হয় কিন্তু en:Software release life cycle-এর Beta কে ‘বেটা’ হিসেবে উচ্চারণ করা হয়, যেমন বেটা ভার্সন। অন্যান্যদের মতামতও আশা করছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ১২:৩৪, ২৪ নভেম্বর ২০১৫ (ইউটিসি)
আমি কলেজে কম্পিউটার/তথ্য প্রযুক্তি বিষয়টি পড়াচ্ছি দীর্ঘদিন যাবৎ। আমি নিজে যখন শিখেছি - তখনও দুটোই শিখেছি, নিজেও পড়ানোর সময় দুটোই বলি। কাজেই বাংলাদেশে এই দুটোই প্রচলিত বলা চলে। - Ashiq Shawon (আলাপ) ১১:৪৮, ২৮ নভেম্বর ২০১৫ (ইউটিসি)
আশিক ভাই, গ্রিক আলফাবেটের Beta-কেও বেটা উচ্চারণ করা হয় নাকি? আমাদের এখানে কোন ক্ষেত্রে কি ব্যবহার করব সেটার একটা ঐক্যমত্যে পৌঁছানো প্রয়োজন।--যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৫৭, ২৮ নভেম্বর ২০১৫ (ইউটিসি)
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমাদেরকে দুজন স্যার গণিত পড়াতেন - দু'জন দুটি বলতেন; অথচ দুজনেই ঢাবির প্রাক্তন শিক্ষার্থী! আবার জাবিতেও একই ব্যাপার ছিলো, পরিসংখ্যান পড়ানোর সময় একাধিক প্রফেসর একেকভাবে উচ্চারণ করতেন! (আসলে আমি বলতে চাচ্ছি, বাংলাদেশের প্রেক্ষিতে বিশুদ্ধ উচ্চারণ নির্ণয় করা দুরূহ বিষয়।) কাজেই এসব বিষয়ে ঐক্যমতের ভিত্তিতে যেকোন একটিকে গ্রহণ করতে হবে আমাদের। - Ashiq Shawon (আলাপ) ১২:২৪, ২৮ নভেম্বর ২০১৫ (ইউটিসি)

Wikibadge

উইকিপিডিয়ানদের অবদানগুলো সহজে জানার কোনো পদ্ধতি নেই। এক একজন এক এক ধরনের কাজ করে থাকেন। কেউ নতুন নিবন্ধ তৈরী করেন আবার অনেকের আগ্রহ আগের নিবন্ধগুলোর মান উন্নয়ন করা। আবার সবাই যে শুধু যে নিবন্ধ সম্পাদনা করাে এমন নয়। আমি বহুদিন থেকে একটা প্রজেক্ট করতে চাই যেখানে যে যেমন কাজ করবে তার উপর নির্ভর করে তাকে অনলাইন ব্যাজ দেয়া হবে। যেমন কেউ ৫টি নতুন নিবন্ধ তৈরী করলো সেজন্য সে একটি ব্যাজ পাবে, আবার ১০টি নিবন্ধ তৈরী করেলে অন্য একটি ব্যজ পাবে। নিবন্ধ সংখ্যা বাড়ার সাথে সাথে নতুন নতুন ব্যাজ যুক্ত হতে থাকবে ব্যবহারকারীর প্রোফাইলে। এটি শুধুমাত্র নিবন্ধের জন্য না, অন্যান্য সকল নাম স্থান যেমন আলাপ পাতা, সাহায্য পাতা, পোর্টাল ইত্যাদি সবগুলোর জন্যই আলাদা আলাদা ব্যাজ হবে।

নিচের লিংকে এই পরিকল্পনাটি লেখা শুরু করেছি, সকলের মতামত আশা করছি। IdeaLab/WikiBadge ---- নাসির খান সৈকতআলাপ ১৪:৫২, ২৬ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)

  সমর্থন - খুব ভালো প্রস্তাব ও অত্যন্ত প্রয়োজনীয়। কোন টুল স্বয়ংক্রিয় ভাবে এই কাজ করলে তো ভালোই হয়। পরিকল্পনাটিকে কিভাবে বাস্তবায়িত করা যায়, তা আইডিয়াল্যাবে আলোচনা করা জরুরি। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:২৫, ২৬ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)
  সমর্থন - চমৎকার প্রস্তাবকে স্বাগতঃ জানাচ্ছি! যদিও সকল নিবন্ধই কম-বেশী গুরুত্বপূর্ণ; তা স্বত্ত্বেও নিবন্ধের ভাষাশৈলী, নিবন্ধের মান, গুরুত্বতা, বাইটের ব্যবহার, অন্যান্য উইকির তুলনায় বাংলা উইকিতে নিবন্ধের অবস্থান ইত্যাদি বিষয়াবলী স্কোর/পয়েন্ট/রেটিং আকারে (মান: ১০০) নিবন্ধের শীর্ষে তুলে ধরা যেতে পারে। এছাড়াও ব্যবহারকারীকে স্কোর/পয়েন্ট/রেটিং আকারে একটিমাত্র ব্যাজ প্রদান করা হবে যা স্বয়ংক্রীয়ভাবে পরিবর্তিত হবে! তা নাহলে ব্যাজে ভরে যাবে! ভেবে দেখা যেতে পারে। - Suvray (আলাপ) ১৬:৪৫, ২৬ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)
  সমর্থন - শুভকামনা থাকলো। সফল হোক আপানার এ উদ্যোগ। --মাসুম-আল-হাসান রকি (আলাপ) ১৭:৩৫, ২৬ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)
  সমর্থন দিচ্ছি, চমৎকার প্রস্থাব। সুব্রতদার সাথে একমত; নিবন্ধ সংখ্যা বাড়ার সাথে সাথে (বা অন্যান্য কাজের সংখ্যা বা মানবৃদ্ধির সাথে সাথে) নতুন ব্যাজ এসে পুরানো ব্যাজকে স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপন করবে - বিষয়টা এরকম হলেই বেশি ভালো হয়।
কোনো নির্দিষ্ট কাজের ক্ষেত্রের সর্বশেষ ব্যাজটি দেখার অপশন রাখা যেতে পারে, তবে আমার মনে হয় একটি মাত্র ব্যাজই আপডেট না করে একাধিক থাকলে ভালো। https://coderbits.com/nasir8891/badges এই লিংকটি দেখতে পারেন। আমার বেশ ভালো মনে হয়েছে এটি, এমন কিছু একটা তৈরী করতে চাই।---- নাসির খান সৈকতআলাপ ১৫:০৫, ২৮ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)
  সমর্থন উইকিব্যাজ নতুনদের কাজে আরো উৎসাহ দেবে।$R (আলাপ) ১৪:১৪, ৪ অক্টোবর ২০১৫ (ইউটিসি)
  সমর্থন ---রাজু (আলাপ) ১৫:৩৫, ৪ অক্টোবর ২০১৫ (ইউটিসি)
  সমর্থন ভাল সিদ্ধান্ত। কিন্তু একটি বিষয়, নতুন ব্যবহারকারীরা ব্যাজের মানবৃদ্ধির আশায় অগঠনমূলক সম্পাদনা করবে। কায়সার আহমাদ (আলাপ) ১১:১৬, ১৫ অক্টোবর ২০১৫ (ইউটিসি)
  সমর্থন নতুনরা এতে করে আরো বেশি কাজ করার আগ্রহ পাবে। অনেকে পরিশ্রম করতে করতে একসময় থেমে যায়। এটা করা যায় নিয়মিত অফলাইন কার্যক্রম বাড়ানোর মাধ্যমে কিন্তু আপনি যে উদ্যগ নিয়েছেন তাতে করে অনলাইনেও চিয়ার আপ করানো সম্ভব এসব নতুন উইকিপিডিয়ানদের কে। আমি রাজশাহী উইকিপিডিয়া কমিউনিটির হয়ে স্বাগতম জানাচ্ছি এবং আপনার এই প্রকল্প সফল হোক এই কামনা করি। Nahid Hossain ১০:৩৪, ২৭ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

উইকিব্যাজ প্রদান নিয়ে সবাই একমত পোষন করলেও এটি কেন ঠিকমত দেয়া হয় না?--শাহাদাত সায়েম (আলাপ) ০২:১৯, ২৮ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)

Reimagining WMF grants report

(My apologies for using English here, please help translate if you are able.)

Last month, we asked for community feedback on a proposal to change the structure of WMF grant programs. Thanks to the 200+ people who participated! A report on what we learned and changed based on this consultation is now available.

Come read about the findings and next steps as WMF’s Community Resources team begins to implement changes based on your feedback. Your questions and comments are welcome on the outcomes discussion page.

With thanks, I JethroBT (WMF) ১৬:৫৬, ২৮ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)

উপরের পাতাটি অনুবাদ করা আমোদের জন্য অত্যন্ত জরুরি। এটি EDP-এর সাথে সম্পর্কিত এবং এই নীতিমালার ভিত্তিতেই আমাদের বাংলা উইকিপিডিয়ায় লোকাল আপলোড চালু রয়েছে। সবাইকে এক/দু লাইন করে অনুবাদে আমন্ত্রন জানাচ্ছি। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:০৪, ২ অক্টোবর ২০১৫ (ইউটিসি)


সুধী, আপনারা জানেন আগামী ১৫ই জানুয়ারি উইকিপিডিয়া ১৫ বছরে পদার্পণ করছে। বিশ্বের অন্যান্য সম্প্রদায়ের সাথে আমরা এটি বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে পালন করতে চাই। উইকিপিডিয়া:উইকিপিডিয়া ১৫-পাতাটি শুরু করেছি। আমরা কিভাবে এটি পালন করতে পারি সে সম্পর্কিত আপনাদের কোন পরামর্শ থাকলে উক্ত পাতার আলাপ পাতায় শুরু করতে পারেন। এখন পর্যন্ত তিনটি আইডিয়া পেয়েছি, আশাকরি দু/এক দিনের মধ্যেই পাতাগুলো হালনাগাদ করতে পারবো।--যুদ্ধমন্ত্রী আলাপ ২১:০১, ১৪ অক্টোবর ২০১৫ (ইউটিসি)

সিলাকান্থ সংকট

আসল মাছটার নাম সিলাকান্থ, কিন্তু ঐ নামের নিবন্ধটা একটা বিশেষ প্রজাতির সিলাকান্থের ইংরেজি ও অন্যান্য নিবন্ধের সাথে যুক্ত আছে। এদিকে কোয়েলাসান্থ নামে একটা একটু ভাল নিবন্ধ আছে, ইংরেজি Coelacanth এর সাথে এটা যুক্ত। অনুরোধ রইল সিলাকান্থ আর কোয়েলাসান্থ পাতা দুটোকে কোয়েলাসান্থ শিরোনামের অধীনে জুড়ে দিয়ে সিলাকান্থ শিরোনামে স্থানান্তর করে দেওয়া হোক।--ব্যা করণ (আলাপ) ১৪:১৬, ৩১ অক্টোবর ২০১৫ (ইউটিসি)

  করা হয়েছে --আফতাব (আলাপ) ১৪:৪৭, ৩১ অক্টোবর ২০১৫ (ইউটিসি)

জাপানি লিপির বাংলা প্রতিবর্ণীকরণ

জাপানি ভাষার লেখাগুলো বাংলায় অধিকাংশ ক্ষেত্রে ইংরেজি মারফত করা হয় বলে ভুল থেকে যায়। অধম জাপানি শিখছে, তাই প্লিজ প্রস্তাবটা একটু গম্ভীরভাবে পড়ে দেখুন :) । এশীয় মাসে জাপানের ইতিহাসের কয়েকটা অনুবাদ করার কথা ভাবা হয়েছে; ঐক্যমত্য হলে সুবিধে হয়।

মোট ৪৬ টা উচ্চারণভিত্তিক হরফের মাধ্যমে জাপানিতে সমস্ত কিছু লেখা যায়। ইংরেজিতে একটা প্রামাণ্য প্রতিবর্ণীকরণ হয়ে গেছে, সেই অনুযায়ী নীচে প্রতিটা অক্ষর ও তার ইংরেজিটা দেওয়া হল। বাংলাগুলো প্রামাণ্য নয়, আমার বুদ্ধিতে যেটা সবচেয়ে কাছাকাছি মনে হয়েছে তাই দেওয়া হচ্ছে। ছকটা দেখে নিন তারপর প্রস্তাবে আসছি।

মূল ব্যঞ্জনধ্বনি
- あ.a.আ い.i.ই う.u.উ え.e.এ お.o.ও
ক.K か.ka.কা き.ki.কি く.ku.কু け.ke.কে こ.ko.কো
স.শ.S さ.sa.সা し.shi.শি す.su.সু せ.se.সে そ.so.সো
ত.ৎ.T た.ta.তা ち.chi.চি つ.tsu.ৎসু て.te.তে と.to.তো
ন.N な.na.না に.ni.নি ぬ.nu.নু ね.ne.নে の.no.নো
হ.H は.ha.হা ひ.hi.হি ふ.fu.ফু へ.he.হে ほ.ho.হো
ম.M ま.ma.মা み.mi.মি む.mu.মু め.me.মে も.mo.মো
য়.Y や.ya.য়া × ゆ.yu.য়ু × よ.yo.য়ো
র.R ら.ra.রা り.ri.রি る.ru れ.re ろ.ro
ওয়.W わ.wa × × × を.wo
× ん.n.ন্‌.ং × × × ×

বর্তমানে বাংলা উইকিপিডিয়ায় নীচের ভ্রান্তিগুলো রয়েছে:

১। ট বর্গ জাপানিতে নেই। ইংরেজিতে যেসব জাপানি বানানে t আর d লেখে সেগুলোর উচ্চারণ সব সময় যথাক্রমে 'ত' আর 'দ'। নিনটেন্ডো, টোকিও, কিয়োটো ভুল কথা। হবে নিন্তেন্দো, তৌক্যৌ, ক্যৌতো। এবং এই অনুযায়ী অন্যান্য অনেক কিছু।

২। বর্ণগুলোর সাথে ছোট করে য়া, য়ু আর য়ো লাগিয়ে যুক্ত বর্ণ তৈরি হয়; যেমন とうきょう (তো.উ.কি.য়ো.উ→তৌক্যৌ) এর きょう অর্থাৎ ক্যৌ অংশটা কিন্তু কিয়ো লেখা অনুচিত, যেহেতু কিয়ো শব্দটার মূল জাপানি বানান হবে きよう (কি.য়ো.উ)। দুটো বানানে よ (য়ো) এর আয়তনের তফাৎ আছে। ইংরেজিতে きょう=kyo আর きよう=kiyou লিখে বোঝানো হয়। আমরা টোকিও, কিয়োটো ইত্যাদি বানান দেখতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু আশা করি বাংলায় জাপানি কথা এতটা ঘন ঘনও ব্যবহার করা হয় না যে এই অভ্যাস পালটানো অসম্ভব।

৩। さ (সা), す(সু), せ (সে), そ(সো) এর পাশে দুটো করে দাগ দিয়ে হয় ざ (za), ず (zu), ぜ (ze) আর ぞ (zo)। ইংরেজি Z এর যথার্থ বাংলা সমমানের বর্ণ নেই। তবে জ এর নীচে বিন্দু দিয়ে জ়=Z একাধিক জায়গায় দেখা গেছে, আর লাগসই মনে হয়েছে। অন্তঃস্থ 'য' কম লাগসই মনে করি (এখন কামিকাযি পাতায় এটা করা আছে) কারণ 'Z' এর সাথে 'য' এর আদর্শ উচ্চারণের (ইয়) কোনো মিল নেই। এদিকে শুধু 'জ' দিয়ে কাজ চালাতে গেলে ja, ju, jo এর সাথে বিভ্রান্তির সৃষ্টি হবে। তাই প্রস্তাব রইল ざ (za), ず (zu), ぜ (ze) আর ぞ (zo) এর বাংলা যথাক্রমে জা়, জ়ু, জ়ে আর জ়ো লেখা হোক।

সক্রিয় সদস্যরা অনুগ্রহ করে মতামত দেবেন। প্রস্তাব গ্রাহ্য হলে পুরোনো পাতাগুলোতেও এক নিয়ম চালু করা যাবে। আর ভবিষ্যতে যাঁরা জাপানের উপর অন্যান্য নিবন্ধে কাজ করতে আসবেন তাঁদের এই সংক্রান্ত সুবিধার্থে কি কোনো পাতা বানিয়ে রাখা যায়? ধন্যবাদ!--ব্যা করণ (আলাপ) ১৬:০৭, ১ নভেম্বর ২০১৫ (ইউটিসি)

প্রথমে, উইকিপিডিয়ার কাজ নতুন বানানরীতি প্রচলন নয়, যে বানান যেমনভাবে প্রচলিত আমি সেই প্রচলিত নামটিই রাখার পক্ষে। অপনার কথায় যুক্তি আছে কিন্তু কেউ তৌক্যৌ লিখে ইন্টারনেটে সার্চ করবে না এবং নিবন্ধে এসে যদি দেখতে পায় এটার বানান এভাবে লিখা তাহলেও ইউজাররা মিসলিড হওয়ার সম্ভাবনাই বেশি। যেগুলোর বানান এখনো প্রচলিত সেগুলোর ক্ষেত্রে কিভাবে বানানরীতি সেটার দোহাই দিয়ে শব্দের শুরুতে ৎ দিয়ে শুরু করারও আমি ঘোর বিরোধী। কারন জাপানে বা অন্য ভাষায় এটা নেই বলে এটা দিতে হবে এমন কথা নেই, বাংলা উইকিপিডিয়া বাংলা ভাষাভাষীরাই পড়বেন, অন্য কেউ নয়। প্রচলিত বানানরীতির ব্যাপারে এর পূর্বে অনেক আলোচনা হয়েছে এবং সেখানে প্রচলিত বানানই ব্যবহার করার ঐক্যমত্য হয়েছে, উদ্ভট নতুন কোন নাম নয়। তবে আলোচনা চলুক, আমার আপত্তি নেই।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৪১, ১ নভেম্বর ২০১৫ (ইউটিসি)
ট ড ওয়ালা বানানগুলোয় পুনর্নির্দেশ দিয়ে দিলে সার্চ সমস্যার সমাধান হবে না? আর জ় টা চলবে তো?--ব্যা করণ (আলাপ) ০১:৫৩, ২ নভেম্বর ২০১৫ (ইউটিসি)
সর্বান, বাংলা ভাষায় জাপানি শব্দের প্রতিবর্ণীকরণ সংক্রান্ত এই পাতায় দিক্‌-নির্দেশনা রয়েছে। একবার দেখে নিতে পারো। যদিও ইংরেজী মারফত, তবুও টোকিও, কিয়োটো শব্দগুলি অত্যন্ত প্রচলিত, তাই সেগুলি পরিবর্তন না করাই ভালো। সেক্ষেত্রে প্রতিবর্ণীকরণগুলিকে ইটালিক্সে নিবন্ধে রাখতে পারো। এই বিষয়ে একটি প্রস্তাবিত নীতি বেশ কিছু দিন ধরে রয়েছে। -- বোধিসত্ত্ব (আলাপ) ০২:৫৯, ২ নভেম্বর ২০১৫ (ইউটিসি)
অনেক ধন্যবাদ।--ব্যা করণ (আলাপ) ০৩:১৮, ২ নভেম্বর ২০১৫ (ইউটিসি)

নিবন্ধ অনুবাদে অ্যাট্রিবিউশন (আরোপণ) প্রদান করা

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। সকল উইকিপিডিয়ানের প্রতি দৃষ্টি আকর্ষন করছি। আপনারা সকলেই জানেন উইকিপিডিয়ারর সকল লেখা ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন/শেয়ার-আলাইক লাইসেন্সের আওতাভুক্ত ও আমরা এই লাইসেন্সের সাথে একমত হয়েই আমাদের লেখা প্রকাশ করি। কিন্তু আমরা অনেকেই জানিনা যে নিবন্ধ অনুবাদ করে উইকিতে প্রকাশের সময় আমরা নিজেদের অজান্তেই এই লাইসেন্সের একটি শর্তের (অ্যাট্রিবিউশন) লঙ্ঘন করে যাচ্ছি। এই লাইসেন্সে বলা আছে "আপনাকে লাইসেন্স লিংক প্রদানসহ যথাযথ কৃতিত্ব প্রদান করতে হবে"। সম্প্রতি একটি আলোচনায় এই বিষয়টি আমাদের দৃষ্টিতে আনা হয়। তাই সকলকে নিবন্ধ প্রকাশের সময় আপনাদের অনূদিত নিবন্ধের জন্য অ্যাট্রিবিউশন (আরোপণ) প্রদান করতে অনুরোধ করছি। (এটি শুধুমাত্র অনূদিত নিবন্ধের জন্য; নিজের লিখিত নিবন্ধের জন্য কিছু করতে হবে না)

কিভাবে প্রদান করবেন? খুব সোজা, একটি নিবন্ধ তৈরির সময় সম্পাদনা সারাংশে উল্লেখ করে দিলেই হল। যেমন: "[[:en:অমুক]] নিবন্ধের অনুবাদ"। সম্পাদনা সারাংশে কমপক্ষে একবার এটি প্রদান করলেই হবে। অথবা নিবন্ধের আলাপ পাতায় {{অনূদিত পাতা}} টেমপ্লেটটি যোগ করে দিলেই হবে।

ধন্যবাদ। আফতাব (আলাপ) ২২:১৬, ২ নভেম্বর ২০১৫ (ইউটিসি)

বাংলা উইকিপিডিয়ার জন্য অন্য উইকিমিডিয়া সাইট থেকে কন্টেন্ট কপি এবং অনুবাদ করে আনা খুবই স্বাভাবিক ব্যাপার। শুরুতে আমরা অবাধে অন্য উইকিমিডিয়া সাইট থেকে কন্টেন্ট কপি এবং অনুবাদ করতে পারতাম কোন প্রাপ্তি স্বীকার না করেই কারণ তখন উইকিমিডিয়ার সকল সাইট (কমন্স বাদে) জিএফডিএল লাইসেন্স ব্যবহৃত হত এবং দুটো সাইটই একই লাইসেন্সের হওয়াতে আমরা অবাধে তা করতে পারতাম। কিন্তু যখন থেকে ক্রিয়েটিভ কমন্স শেয়ার অ্যালাইক ৩.০ যুক্ত করা হয়েছে, তখন থেকে মূল লেখক বা অবদানকারীর অবদানের স্বীকৃতি প্রদান জরুরী হয়েছে কারণ এই লাইসেন্সে এই বিষয়টি উল্লেখ রয়েছে। ফলে এখন আমাদের অন্য কোন উইকিমিডিয়া সাইট অথবা একই লাইসেন্সের অন্য কোন সাইট থেকে কন্টেন্ট কপি এবং অনুবাদ করে আনতে মূল অবদানকারীদের অবদানের স্বীকৃতি স্বরুপ তাদের নাম উল্লেখ করতে হবে নতুবা মূল পাতার লিংক শেয়ার করে প্রাপ্তি স্বীকার করতে হবে। এতে সুবিধা হল এখন একই লাইসেন্সের যেকোন ওয়েব সাইট থেকেও একই রকমের প্রাপ্তি স্বীকার করে কণ্টেন্ট আমরা বাংলা উইকিপিডিয়ায় কপি বা অনুবাদ করতে পারবো।
এটি বাংলা উইকিপিডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পলিসি তাই এই বিষয়ে একটি পলিসি পাতা খোলার অনুরোধ জানাচ্ছি। এ জন্য ইংরেজি উইকিপিডিয়ার en:Wikipedia:Copying within Wikipedia পাতাটি বাংলা ভাষায় অনুবাদ করা যেতে পারে। তাছাড়া লাইসেন্সের ধারাগুলো পরিস্কার করে বাংলায় একটি লাইসেন্স পাতা করা যেতে পারে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:০১, ৩ নভেম্বর ২০১৫ (ইউটিসি)
পলিসিটি আমার পছন্দ হয়েছে। অবশ্যই এটা করা যেতে পারে। মূল পাতার লিংক শেয়ার করতে চাইলে সেটা কোথায় করতে হবে? ফের দৌস
আপনার প্রশ্নটি বোঝতে পারি নাই। মূল পাতার লিংক শেয়ার মানে কি, কিভাবে ক্রেডিট প্রদান করবেন সেটি বুঝিয়েছেন?--যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৫২, ৮ নভেম্বর ২০১৫ (ইউটিসি)
মূল পাতার লিংক কোথাও শেয়ার করতে হবে না। মূল পাতার লিংক সম্পাদনা সারাংশে অথবা আলাপ পাতায় শুধু উল্লেখ করতে হবে (আপনার আলাপ পাতায় গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে বিস্তারিত)। এখন আমাদের উইকিপিডিয়া:উইকিপিডিয়ার অভ্যন্তরে অনুলিপি করা নীতিমালাটি অনুবাদ করা বাকি। --আফতাব (আলাপ) ১৪:০৭, ৮ নভেম্বর ২০১৫ (ইউটিসি)

Community Wishlist Survey

Wikimania 2016 scholarships ambassadors needed

Hello! Wikimania 2016 scholarships will soon be open; by the end of the week we'll form the committee and we need your help, see Scholarship committee for details.

If you want to carefully review nearly a thousand applications in January, you might be a perfect committee member. Otherwise, you can volunteer as "ambassador": you will observe all the committee activities, ensure that people from your language or project manage to apply for a scholarship, translate scholarship applications written in your language to English and so on. Ambassadors are allowed to ask for a scholarship, unlike committee members.

Wikimania 2016 scholarships subteam ১০:৪৮, ১০ নভেম্বর ২০১৫ (ইউটিসি)

উইকিপিডিয়া ১৫ উদযাপন

সুধী, সকলেই নিশ্চয়ই অবগত আছেন যে, উইকিপিডিয়ার ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে বিভিন্ন অনলাইন ও অফলাইন আয়োজনে উদ্যোগ নেয়া হয়েছে। এলক্ষ্যে প্রয়োজনীয় অর্থের জন্য উইকিমিডিয়া ফাউন্ডেশনের Project and Event Grants-এ একটি প্রস্তাবনা জমা দেয়া হয়েছে। সকলের কাছে অনুরোধ রইলো প্রস্তাবনাটির Endorsements অংশে আপনার সমর্থন/মতামত জানানোর। ধন্যবাদ।  – তানভির (আলাপ) ২১:৫৭, ১০ নভেম্বর ২০১৫ (ইউটিসি)

লক্ষ করুন

অনুগ্রহ করে লক্ষ্য করুন https://bn.wikipedia.org/wiki/%E0%A6%86%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AA:%E0%A6%95%E0%A7%87%E0%A6%87%E0%A6%A8#kane_.E0.A6.8F.E0.A6.B0_.E0.A6.B8.E0.A6.A0.E0.A6.BF.E0.A6.95_.E0.A6.A8.E0.A6.BE.E0.A6.AE.E0.A7.87.E0.A6.B0_.E0.A6.AC.E0.A6.BE.E0.A6.A8.E0.A6.BE.E0.A6.A8_.E0.A6.95.E0.A6.BF.3F.3F SETHNoman (Message Wall) ০২:২৫, ১২ নভেম্বর ২০১৫ (ইউটিসি)

Highlight or Discuss your community issues in CIS-A2K's policy handbook

Hello,
Currently at CIS-A2K, we are working on a handbook called "Indic Wikipedia Policies and Guidelines Handbook" where we are discussing a number of things such as: Creating new policies, Modifying existing ones; and to explain these we had to discuss Village Pump, Consensus etc. The book is in English, but we hope to translate and print the book in a few Indian languages.

Now,

a) We are eager to add your frequently asked questions on policies and guidelines, and discuss the difficulties you are facing to manage, enforce or deal with any policy on your Wikipedia.

For this reason, we are inviting you to ask questions or discuss things related to your Wikipedia's policies and guidelines.

Selected questions or discussions will be published in our handbook and askers/participants will be given credits in the book.

and/or

b) We are also inviting you to preview the handbook and give your feedback to improve it. ' Please fill this form and let us know if you want to join this survey

Regards. --টিটো দত্ত (কথা কও, কথা কও, অনাদি অতীত. . .) ০৯:১৫, ১৭ নভেম্বর ২০১৫ (ইউটিসি)

আলাপ পাতা টেমপ্লেটে বানান ভুল

হঠাৎ নজরে পড়ল আলাপ পাতা টেমপ্লেটে "চারটি টিন্ডা (~~~~) যোগ করার মাধমে..." লেখা আছে। প্লিজ বানানটা কেউ ঠিক করে দিন।--ব্যা করণ (আলাপ) ০৫:২৫, ১৮ নভেম্বর ২০১৫ (ইউটিসি)

টেমপ্লেটটি এডিট প্রোটেকটেড। এখন প্রশাসকদের হস্তক্ষেপের জন্য অপেক্ষা করতে হবে। ফের দৌস ১৪:১৮, ১৮ নভেম্বর ২০১৫ (ইউটিসি)
ধন্যবাদ। ঠিক করে দিয়েছি। সম্পাদনা সুরক্ষিত টেমপ্লেটগুলির সমস্যা সেগুলির আলাপ পাতায় জানালে হবে। --আফতাব (আলাপ) ১৪:৫৩, ১৮ নভেম্বর ২০১৫ (ইউটিসি)

ভাল নিবন্ধ মর্যাদা প্রত্যাহার করা উচিত

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডসমূহের তালিকা কোন নিবন্ধ নয় বরং একটি তালিকা। ভালো নিবন্ধ না হওয়ার শর্ত অনুযায়ী কোন তালিকা ভালো নিবন্ধ হতে পারে না। তাই এর ভালো নিবন্ধের মর্যাদা প্রত্যাহার করে ভালো তালিকার জন্য মনোনীত হওয়া উচিত।--সাজিদ রেজা করিম (আলাপ) ০৯:১২, ২১ নভেম্বর ২০১৫ (ইউটিসি)

cuisine

প্রিয় সবাই, 'Cuisine'-এর অর্থ হিসেবে আমরা জানি রান্নাশৈলী বা রন্ধনশৈলী বা রন্ধনপ্রণালী। কিন্তু বাংলা উইকিতে cuisine-এর বাংলা প্রতিশব্দ হিসেবে একটি শব্দ ব্যবহার করা উচিত। কিছু অভিধান ঘেটে রন্ধনশৈলীই সবচেয়ে বেশি উপযুক্ত প্রতিশব্দ মনে হল। এছাড়া গুগল সার্চে বাংলা ভাষায় 'রন্ধনপ্রণালী'র চাইতে 'রন্ধনশৈলী'-এর ব্যবহার বেশি পরিলক্ষিত হল। এখন সবার কাছে মতামত চাইছি, কোনটি উইকিতে ব্যবহার করা সমীচীন হবে?  – তানভির (আলাপ) ১৭:১৬, ২১ নভেম্বর ২০১৫ (ইউটিসি)

রান্না শৈল্পিক একটা কাজ, সে হিসেবে রন্ধনশৈলী ব্যবহারে সমর্থন  --যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৪২, ২১ নভেম্বর ২০১৫ (ইউটিসি)
"রন্ধনপ্রণালী" শব্দের পক্ষে। -Intakhab ctg (আলাপ) ১০:২৬, ২২ নভেম্বর ২০১৫ (ইউটিসি)
রন্ধনশৈলী; শব্দটা নান্দনিক তাই ব্যবহারে সমর্থন।--রাফায়েল রাসেল (আলাপ) ১০:৪৬, ২২ নভেম্বর ২০১৫ (ইউটিসি)
আমিও রন্ধনশৈলী ব্যবহারের পক্ষে। এটি শ্রুতিমধুর, এছাড়া রান্না যে একশরণের শিল্প - তা এ শব্দটির মাধ্যমে ব্যক্ত হয়।  – তানভির (আলাপ) ১৫:৪৪, ২২ নভেম্বর ২০১৫ (ইউটিসি)
রন্ধনশৈলী   সমর্থন --রাজু (আলাপ) ১৬:৩৭, ২২ নভেম্বর ২০১৫ (ইউটিসি)

উইকিপিডিয়ানদের আড্ডা

সুধী,
আগামী ২৭শে নভেম্বর শুক্রবার বিকেল ৪টা থেকে আমরা বাংলা উইকিপিডিয়ানরা বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্কের অফিসে আড্ডা দেব। মূল উদ্দেশ্য হলো উইকিপিডিয়ার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা এবং বাংলা উইকিপিডিয়ার ভালো নিবন্ধগুলো পর্যালোচনা করা। যেহেতু নিবন্ধ পর্যালোচনাও করবো সেহেতু সাথে আপনার ল্যাপটপ নিয়ে আসতে ভুলবেন না। আড্ডাটি উন্মুক্ত, আপনিও চলে আসতে পারেন :)

  • স্থানঃ বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, শেলটেক নিরিবিলি, ২০১০/২ (দ্বিতীয় তলা), কাটাবন, ঢাকা-১২০৫ (গুগল ম্যাপে অবস্থান)
  • তারিখঃ ২৭শে নভেম্বর, শুক্রবার বিকেল ৪টা থেকে ৬টা

--যুদ্ধমন্ত্রী আলাপ ১২:৪৭, ২৩ নভেম্বর ২০১৫ (ইউটিসি)

This is a message regarding the proposed 2015 Free Bassel banner. Translations are available.

Hi everyone,

This is to inform all Wikimedia contributors that a straw poll seeking your involvement has just been started on Meta-Wiki.

As some of your might be aware, a small group of Wikimedia volunteers have proposed a banner campaign informing Wikipedia readers about the urgent situation of our fellow Wikipedian, open source software developer and Creative Commons activist, Bassel Khartabil. An exemplary banner and an explanatory page have now been prepared, and translated into about half a dozen languages by volunteer translators.

We are seeking your involvement to decide if the global Wikimedia community approves starting a banner campaign asking Wikipedia readers to call on the Syrian government to release Bassel from prison. We understand that a campaign like this would be unprecedented in Wikipedia's history, which is why we're seeking the widest possible consensus among the community.

Given Bassel's urgent situation and the resulting tight schedule, we ask everyone to get involved with the poll and the discussion to the widest possible extent, and to promote it among your communities as soon as possible.

(Apologies for writing in English; please kindly translate this message into your own language.)

Thank you for your participation!

Posted by the MediaWiki message delivery 21:47, 25 November 2015 (UTC) • TranslateGet help

প্রধান পাতার জন্য ভালো নিবন্ধের সূচনাংশ পর্যালোচনা

সম্প্রতি বেশ কয়েকটি নিবন্ধ ভালো নিবন্ধ হিসাবে উত্তীর্ণ করা হয়েছে। আমি প্রধান পাতায় যোগের জন্য প্রাথমিকভাবে ভালো নিবন্ধের কিছু সূচনাংশ তৈরি করেছি। নিচের আলাপ পাতায় যেয়ে সূচনাংশগুলি পর্যালোচনা/কাটছাঁট করার অনুরোধ করছি।

সূচনাংশগুলি পর্যালোচনা/কাটছাঁট করার পর প্রধান পাতায় দেয়া হবে। --আফতাব (আলাপ) ২১:২৪, ২৮ নভেম্বর ২০১৫ (ইউটিসি)

আফতাবনাহিদ, নিবন্ধগুলিকে ভালো নিবন্ধ হিসাবে উত্তীর্ণ করার উদ্যোগ সত্যই প্রশংসনীয়। কিন্তু একটা জিনিষ লক্ষ্য করলাম, সব কটি নিবন্ধেই কিছু না কিছু লাল লিঙ্ক রয়ে যাচ্ছে। সেগুলিকে নীল না করে কি ভালো নিবন্ধ হিসেবে গণ্য করা ঠিক কি না সেটা নিয়ে একটু বিভ্রান্ত হয়ে পড়ছি। -- বোধিসত্ত্ব (আলাপ) ২১:৩৩, ২৮ নভেম্বর ২০১৫ (ইউটিসি)
নির্বাচিত নিবন্ধের ক্ষেত্রে শুধুমাত্র লাল লিংক নীল করতে হয়, ভালো নিবন্ধের ক্ষেত্রে এর বাধ্যবাধকতা নেই আসলে; তবে বাংলা উইকিপিডিয়ার প্রেক্ষাপটেই আমাদের কিছু লাল লিংক থেকে যাবে, সময়ের পরিক্রমায় আশাকরি সেগুলোও ঠিক হয়ে যাবে। আসলে আমাদের ভালো বা কোয়ালিটি নিবন্ধের প্রকল্পগুলোকে একটু প্যুাশ করা প্রয়োজন বাংলা উইকির স্বার্থেই।--যুদ্ধমন্ত্রী আলাপ ২২:১৬, ২৮ নভেম্বর ২০১৫ (ইউটিসি)
আফতাব ভাইয়ের জন্য   সমর্থন রইল আর নাহিদ ভাইয়ের সাথে   একমত Sethtalk ০৬:১৪, ২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

Community Wishlist Survey

MediaWiki message delivery (আলাপ) ১৪:৩৮, ১ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

নামকরণ ও সম্পাদনা রীতি।

১। ওয়াটারহুইল (উদ্ভিদ) নিবন্ধের নাম মালাক্কা ঝাঁঝি হলে বাংলা উইকিপিডিয়ায় বেশি মানানসই হওয়ার কথা। তথ্য সূত্র- http://www.bd-pratidin.com/editorial/2015/05/31/84614

২। বাংলা উইকিপিডিয়ার দুইটি নিবন্ধ হেনরিক শিন্‌কিয়েউইচ, একোল নর্মাল সুপেরিয়র। আমি মারি ক্যুরি নিবন্ধটি সম্পাদনার সময় উৎস ভাষায় নিবন্ধগুলোর নাম প্রথমে লিখেছিলাম অনেকটা এভাবে [[Henryk Sienkiewicz|হেনরিক সিয়েঙ্কিয়েইচজ]] এবং [[École Normale Supérieure|ইকোল নরমাল সুপিরিয়র]] (অর্থাৎ ইংরেজি নিবন্ধের নাম অনুসারে) পরবর্তীতে নীল লিংক দেখতে পেয়ে সঠিক বাংলা ব্যবহার করেছি। কিন্তু যদি এই নিবন্ধ দুটি মারি ক্যুরি নিবন্ধে উল্লেখের পরে কোন এক সময় সৃষ্টি হত তবে কিন্তু উৎস ভাষায়ও বাংলা লেখা রাখতে গিয়ে আমি লিখতাম হেনরিক সিয়েঙ্কিয়েইচজইকোল নরমাল সুপিরিয়র তখন নিবন্ধ হওয়ার পরও লিংক থাকত লাল। আর প্রতিবর্ণীকরণ সবার পক্ষে করা সঠিকভাবে করা সম্ভব নয় এবং করলেও সেটাতে যে ঠিকঠিক কাজ হবে তা ধরে নেয়া যায় না। যেমন- মারি ক্যুরি নিবন্ধের শীর্ষে একটি নীল লিংক রঞ্জনবিদ্যা। এটি একসময় লাল লিংক ছিল রেডিওলজি রূপে। পরবর্তীতে আমি ইংরেজিতে এভাবে লিখেছিলাম [[Radiology|রেডিওলজি]] এবং লিংক হয়ে গেল রেডিওলজি তথা নীল। প্রমাণঃ

https://bn.wikipedia.org/w/index.php?title=%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF_%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF&diff=1771342&oldid=1771154

কেননা বেশিরভাগ ভিনদেশী নিবন্ধেই নামের ইংরেজি রূপ পুনঃনির্দেশ করা থাকে।আমার মতে এসব ক্ষেত্রে উৎস ভাষায় নিবন্ধের নামে যেটুকু অংশ পাঠকের দৃষ্টিতে আসবে না ততটুকু বাংলায় লেখার বাধ্যবাধকতা শিথিল করা হোক (এবং ইংরেজি নাম পুনঃনির্দেশ করাকে আলাপ পাতা তৈরির মত অনিবার্য বিষয় করা যেতে পারে)। যদি লেখার কোন অংশে অসঙ্গতি থাকে তবে অনভিজ্ঞতায় অনিচ্ছাকৃত ভুলের জন্য অগ্রীম দুঃখ প্রকাশ করছি।--Sajibur (আলাপ) ১৩:৫৪, ৩ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

বাংলা উইকিপিডিয়া প্রচারের উদ্দেশ্যে বৃহত্তর বেহালা বইমেলাতে স্টল

সুধী, বাংলা উইকিপিডিয়া ও তার সম্পর্কিত ভগিনী প্রকল্পসমূহের প্রচারের উদ্দেশ্যে উইকিমিডিয়া ভারত শাখার বাংলা ও কলকাতা স্পেশাল ইন্টারস্ট গ্রুপদ্বয়ের পক্ষ থেকে বৃহত্তর কলকাতা বইমেলাতে একটি স্টল দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বইমেলা শুরু হয়েছে গতকাল। চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। ‍‍‍কল্যাণ সরকার (আলাপ) ১৮:৪০, ৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

শুভ কামনা রইলো। স্টলে আসলে কী কী কার্যক্রম হবে?  – তানভির (আলাপ) ১৯:০৯, ৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
  সমর্থন; বাংলা উইকিপিডিয়ার জয় হোক।ইকবাল হোসেন (আলাপ) ০৩:০০, ৬ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
বাংলা উইকি প্রচারের জন্য ভাল উদ্যোগ।শুভ কামনা রইল। কায়সার আহমাদ (আলাপ) ০৩:০৬, ৬ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

বাধা দান প্রসঙ্গে

সুপ্রিয় উইকিপিডিয়ানগণ, Jobayer rahman shadhin নামের একপ্টি এক্যাউন্ট থেকে পাতা খালিসহ বিজ্ঞাপন প্রচারের জন্য পাতা তৈরি করা হচ্ছে। বারবার সতর্ক করা সত্বেও সে তার কাজ চালিয়ে যাচ্ছে। এখানে পরীক্ষা করলে বুঝতে পারবেন। সে বিজ্ঞাপন প্রচারের জন্য Modern Science In Our EveryDay Life নামক নিবন্ধ তৈরি করেছে। যাতে আমি ইতিমধ্যে অপসারণ ট্যাগ লাগিয়েছি। আমার মতে তাকে সাময়িক ভাবে সাতে দিনের জন্য বাধা দেওয়া হক।` Sethtalk ০৮:২০, ৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

উইকিম্যানিয়া ২০১৬

সুধী, ২০১৬ সালে উইকিপিডিয়ানদের সবচেয়ে বড় সম্মেলন বর্ষিক উইকিম্যানিয়া ইতালির ইনু লারিওতে অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীদের জন্য বৃত্তি গ্রহণ শুরু হয়েছে। বাংলা উইকিপিডিয়া সম্প্রদ্বায়ের আগ্রহী প্রার্থীরা বৃত্তির আবেদন করতে পারেন। বিস্তারিত: এখানে। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৩৯, ৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

Your attention please: VisualEditor feedback will soon be centralized on www.mediawiki.org

Hello again. Please excuse the English. দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুন. আপনাকে ধন্যবাদ!

This is an update from the VisualEditor team about redirecting local pages for VisualEditor feedback to the board on mediawiki.org. This is now technically feasible and will happen in early 2016. It applies to several wikis where such pages are inactive or have low traffic, including this wiki. We think this will help us in being more effective while processing feedback from a larger pool of wikis, not just the biggest ones. Please read our previous announcement for more information; we thought we would double-check that this community is informed and agrees with the change. Please notice that if at least one community member here expressly commits to taking care of the local page, the redirect will not be necessary at this time, though. If you'd like to step up and be that person, please let me know within one week: we'll need to establish a clear process as soon as possible so that this person knows when and how to escalate issues to Phabricator or to Community Liaisons, and can receive useful tips based on our experience.

Thanks for your understanding, Elitre (WMF) ১৮:০৮, ১৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

This is a message from the Wikimedia Foundation. Translations are available.

 

As many of you know, January 15 is Wikipedia’s 15th Birthday!

People around the world are getting involved in the celebration and have started adding their events on Meta Page. While we are celebrating Wikipedia's birthday, we hope that all projects and affiliates will be able to utilize this celebration to raise awareness of our community's efforts.

Haven’t started planning? Don’t worry, there’s lots of ways to get involved. Here are some ideas:

Everything is linked on the Wikipedia 15 Meta page. You’ll find a set of ten data visualization works that you can show at your events, and a list of all the Wikipedia 15 logos that community members have already designed.

If you have any questions, please contact Zachary McCune or Joe Sutherland.

Thanks and Happy nearly Wikipedia 15!
-The Wikimedia Foundation Communications team

Posted by the MediaWiki message delivery, ২০:৫৮, ১৮ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুনসাহায্য

Password strength RFC

Hello

We have started an RFC on meta to increase password requirements for users that have accounts which can edit মিডিয়াউইকি:Common.js, have access to checkuser or have access to Oversight.

These types of accounts have sensitive access to our sites, and can cause real harm if they fall into malicious hands. Currently the only requirement is the password is at least 1 letter long. We would like to make the minimum be 8 letters (bytes) long and also ban certain really common passwords.

By increasing requirements on passwords for accounts with high levels of access, we hope to make Wikimedia wikis more secure for everyone. Please read the full text of the proposal here, and make your voice heard at the RFC

ধন্যবাদ

দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুন

(WMF সিকিউরিটি টিমের পক্ষ থেকে) BWolff (WMF) (talk) ০৭:০২, ২১ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

Delivered using the distribution list

আজকের নির্বাচিত ছবি

আজকের নির্বাচিত ছবি সেকশন টা কেও ফিক্স করছে না কেন ? 103.229.83.212 (আলাপ) ১০:৪৯, ২১ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

Community Wishlist Survey

(Apologies for posting this in English. Translations are very welcome.)

Hi everyone,

The 2015 Community Wishlist Survey is over, and now the Community Tech team's work begins on the top 10 features and fixes.

In November and December 2015, we invited contributors from all Wikimedia projects to submit proposals for what they would like the Community Tech team to work on for the purpose of improving or producing curation and moderation tools for active contributors.

634 people participated in the survey, where they proposed, discussed and voted on 107 ideas. There was a two-week period in November to submit and endorse proposals, followed by two weeks of voting. The top 10 proposals with the most support votes now become the Community Tech team's backlog of projects to evaluate and address.

You can see the whole list with links to all the proposals and Phabricator tickets on this page: 2015 Community Wishlist Survey.

For everybody who proposed, endorsed, discussed, debated and voted in the survey, as well as everyone who said nice things to us recently: thank you very much for coming out and supporting live feature development. We're excited about the work ahead of us. -- DannyH (WMF) (আলাপ) ২১:৪৪, ২১ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনা অনুযায়ী উইকিপিডিয়ানদের তালিকা তৈরি

ইংরেজি উইকিপিডিয়ার দেখলাম এই পাতাটি রয়েছে। আমার মনে হয় বাংলা উইকিপিডিয়াতেও এরকম একটি পাতা তৈরি করা উচিত। আমি জানি বিভিন্ন টুল ব্যবহার করে সম্পাদন সংখ্যা দেখা যায়। কিন্তু উইকিপিডিয়ায় পাতাটি থাকলে সবার দেখতে সুবিধা হবে। এছাড়াও উইকিপিডিয়ার পাঠকরাও সম্পাদকদের সম্বন্ধে জানতে পারবে। এ বিষয়ে সকলের মতামত প্রত্যাশা করছি।--সাজিদ রেজা করিম ১১:১৫, ২২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

তালিকা তৈরি করলে আপনাকে স্বাগতম। কিন্তু পুরু পাতাটা মনে হয় না অন্য কেউ অনুবাদ করতে আগ্রহ প্রকাশ করবে। আগের অভিজ্ঞতা থেকে বলছি। আপনি যদি করতে চান তাহলে, দয়া করে অর্ধেক করে রেখে দিয়েন না।--যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৩৩, ২২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
আমার মতে ১০০০০ জনের বদলে প্রাথমিকভাবে ৫০০ জনের তালিকা তৈরি করা উচিত। পরবর্তিতে হালনাগাতের জন্য কোন স্ক্রিপ্ট ব্যবহার করা যেতে পারে।--সাজিদ রেজা করিম ১১:৫৩, ২২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
খুব ভালো একটি প্রস্তাব। আপনি প্রথমে ২৫ / ৫০ বা ১০০ জনের জন্য তৈরী করুন; পরবর্তীতে এটাকে বাড়ানো যাবে। - Ashiq Shawon (আলাপ) ০৯:১৮, ২৭ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)

প্রিয় সবাই, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ উইকিপিডিয়া ১৫ বছর পূর্তি অনুষ্ঠানের স্থান ও সময় নিশ্চিত করেছে। আগ্রহী উইকিপিডিয়ানরা অনুষ্ঠানে যোগদানের জন্য অনুগ্রহ করে আয়োজনের মূল পাতায় সরবরাহ করা ফর্ম পূরণ করুন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:২০, ২৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

বাংলা উইকিপিডিয়া প্রচারের উদ্দেশ্যে দমদম বইমেলা ২০১৬তে অংশগ্রহন

সুধী, বাংলা উইকিপিডিয়া ও তার সম্পর্কিত প্রকল্পসমূহের প্রচারের উদ্দেশ্যে উইকিমিডিয়া ভারত শাখার বাংলা ও কলকাতা স্পেশাল ইন্টারস্ট গ্রুপদ্বয়ের পক্ষ থেকে দমদম বইমেলা ২০১৬তে একটি স্টল দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বইমেলা শুরু হবে ১লা জানুয়ারি ২০১৬ এবং চলবে আগামী ১০ই জানুয়ারি পর্যন্ত। ‍‍‍এই প্রসঙ্গে আপনাদের উপস্থিতি ও সমর্থন একান্ত প্রয়োজনীয় । ধন্যবাদ ! Atudu (আলাপ) ০৫:৫৫, ২৭ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

  পছন্দ--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৪২, ২৭ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
  সমর্থন--রাফায়েল রাসেল (আলাপ) ১৯:২১, ৩১ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

RTRC

{{সাহায্য করুন}} হ্যালো,

আমি সেথ আর। প্রিয় প্রশাসকবৃন্দ আমি নিয়মিত সম্পাদক। আমি আমার পছন্দে RTRC যোহ করেছি এছাড়াও mycommons.js এ ইনস্টল করেছি। কিন্তু RTRC নামক অপশনে ক্লিকের সাথে সাথে বলা হয়েছে; <blockqoute>এই পাতাটি ইচ্ছা করে খালি রাখা হয়েছে</blockqoute> আমি বুঝলাম এটা কি করে করব??প্রশাসকবৃন্দের সাহায্য চাচ্ছি। Sethtalk ০৮:১৫, ২৭ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

রিফ্রেশ দিলেই একটা কিছু ঘটবে মানে লাইভ সাম্প্রতিক পরিবর্তন দেখতে পারবেন। আর আলোচনাসভায় সাধারণত সাহায্য করুন টেমপ্লেট না ব্যবহার করলেও চলবে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:২৭, ২৭ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

সূত্রপূরণ

 
সূত্রপূরণ সরঞ্জামের স্ক্রিনশর্ট

বাংলা উইকিপিডিয়ার জন্য সূত্রপূরণ নামক একটি সরঞ্জামের স্থানীয়করণ করা হয়েছে। এটি এমন একটি সরঞ্জাম যা অনাবৃত তথ্যসূত্রকে আধা স্বয়ংক্রিয়ভাবে বিস্তৃত/পূরণ করতে পারে। সরঞ্জামটি ব্যবহার করতে বিশেষ:MyPage/common.js-এ mw.loader.load('//bn.wikipedia.org/w/index.php?title=ব্যবহারকারী:Zhaofeng_Li/Reflinks.js&action=raw&ctype=text/javascript'); যোগ করতে হবে বা সরাসরি https://tools.wmflabs.org/refill/ ঠিকানায় যেয়েও ব্যবহার করা যাবে।

যদি সরঞ্জামে বাংলা দেখা না যায় তাহলে https://tools.wmflabs.org/refill/ লিঙ্কে যেয়ে শীর্ষে ডান দিকের Languages লেখায় ক্লিক করে bn - বাংলা নির্বাচন করতে হবে।
এই সমরঞ্জাম সম্পর্কে বিস্তারিত জানতে, ব্যবহারকারী:Zhaofeng Li/reFill দেখুন। --আফতাব (আলাপ) ১৫:২২, ২৭ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

লক্ষ্য করুণ

প্রিয় উইকিপিডিয়ান, অনুগ্রহ করে আলাপ:আসুস#নাম এখানে গুরুত্বপূর্ণ আলোচনা দরকার। সকলের মতামত প্রয়োজন। Sethtalk ১৫:২৬, ২৭ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

ট্যাক্সোনমি

ট্যক্সোনমিতে বিভিন্ন পরিভাষার সর্বসম্মত অনুবাদ প্রয়োজন, নইলে কাজ করতে গিয়ে সমস্যা হচ্ছে। নীচে একটা সম্ভাব্য তালিকা দেওয়া হল যেগুলি প্রায়ই ব্যবহার করতে হয়, সেগুলিকে গাঢ় করা হল।

  • Superdomain: মহাক্ষেত্র Y (আলোচনা অনুসারে)
  • Domain: ক্ষেত্র Y (আলোচনা অনুসারে)
  • Superkingdom: মহাজগৎ Y
  • Kingdom: জগৎ  Y
  • Subkingdom: উপজগৎ Y
  • Superdivision: মহাবিভাগ Y
  • Superphylum: মহাপর্ব Y
  • Division: বিভাগ Y
  • Phylum: পর্ব  Y
  • Subdivision: উপবিভাগ Y
  • Subphylum: উপপর্ব Y
  • Infraphylum: অধোপর্ব Y
  • Microphylum: ?[ক্ষুদ্র পর্ব]
  • Nanophylum: ?[অতি ক্ষুদ্র পর্ব]
  • Superclass: মহাশ্রেণী Y
  • Class: শ্রেণী  Y
  • Subclass: উপশ্রেণী Y
  • Infraclass: অধোশ্রেণী অধঃশ্রেণী Y
  • Magnorder: অধিবর্গ Y
  • Superorder: মহাবর্গ Y
  • Order: বর্গ  Y
  • Suborder: উপবর্গ Y
  • Infraorder: অধোবর্গ Y[অধি-বর্গ]
  • Section: ?শাখা
  • Subsection: ?উপশাখা
  • Superfamily: মহাপরিবার Y
  • Family: পরিবার  Y
  • Subfamily: উপপরিবার Y
  • Supertribe: মহাগোত্র
  • Tribe: গোত্র
  • Subtribe: উপগোত্র
  • Alliance: ?সম্বন্ধ
  • Genus: গণ  Y
  • Subgenus: উপগণ Y
  • Series: ?ধারা[বিন্যাস]
  • Subseries: ?উপধারা[উপ-বিন্যাস]
  • Species group: প্রজাতি দল(?)
  • Species subgroup: প্রজাতি উপদল(?)
  • Species complex: প্রজাতি সমষ্টি(?)
  • Species: প্রজাতি  Y
  • Subspecies: উপপ্রজাতি Y
  • Variety: (?) প্রকার[জাত]
  • Form: ?রূপ
  • Magnorder: ?
  • Parvorder : ?

এই ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত হলে {{Taxobox}} আপডেট করা হোক। - বোধিসত্ত্ব (আলাপ) ১৯:২১, ১৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

Infraclass/Infraclassis টাকে অধঃশ্রেণী করা আছে। ওটাই থাকুক না...ব্যাকরণের একটা নিয়মও আছে মনে হয়, ও কার টা এখানে হওয়ার কথা না...--ব্যা করণ (আলাপ) ১৫:৪৫, ২০ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
Domain আর Superdomain দুটো স্তর রয়েছে। এগুলোর জন্য হয়তো একটা আলাদা শব্দ দরকার? সংসদ ইংরেজি-বাংলা অভিধান Domain এর মানে বলছে "(কাহারও) অধিকৃত বা আয়ত্ত বা শাসিত বিষয় অথবা বস্তু; জমিদারি; রাজ্য; এলাকা।" তো Kingdom এর বাংলা জগৎ ইতোমধ্যেই বহুল প্রচলিত হয়ে গেছে। জগৎ-এর চেয়ে বেশি ব্যাপ্তি বোঝাতে রাজ্য বা এলাকা তো চলে না। তো ক্ষেত্র আর মহাক্ষেত্র চালানো যায় কি?

Series আর Subseries কে ধারা আর উপধারা বলা যায় কি?

Microphylum ও Nanophylum এর অনুবাদ যথাক্রমে কণাপর্বঅণুপর্ব দেওয়া যায় কি?

Form এর অনুবাদ রূপ হতে পারে কি?

Alliance হতে পারে সম্বন্ধ, বা আঁতাত, বা অন্য কিছু...

Section ও Subsection কে শাখা আর উপশাখা বলা যায় কি?

আর এই কথাগুলোর অধিকাংশেরই অন্য মানে হয়। তো এদের উপর যে নিবন্ধগুলো তৈরি হবে তাদের শিরোনামে "(জীববিদ্যা)" কথাটা জোড়া থাকলে হয়তো ভাল হয়।--ব্যা করণ (আলাপ) ০৩:০৩, ২১ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

@ব্যা করণ এবং Bodhisattwa: আচ্ছা, টেমপ্লেট:Taxonomy কে যদি টেমপ্লেট:শ্রেণীবিন্যাসবিদ্যা? হিসেবে বাংলা করি তাহলে কি অর্থগত কোন ভুল হবে? --আফতাব (আলাপ) ২২:৩৮, ২৮ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
অবশ্যই না! প্লিজ বাংলাতেই করে দাও আফতাব।--ব্যা করণ (আলাপ) ০৮:৫৩, ২৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
আফতাব, অবশ্যই না! কোন সমস্যা নেই। -- বোধিসত্ত্ব (আলাপ) ১১:৪৯, ২৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
@ব্যা করণ এবং Bodhisattwa: করেছি। এরপরের কাজ টেমপ্লেট:Taxobox colour টেমপ্লেটে সম্ভাব্য সকল বাংলা, বাংলিশ (ইংরেজি উচ্চারণ বাংলায়) বানান যোগ করা। টেমপ্লেটের ইংরেজি সরানোর দরকার নেই। সবকিছু = rgb লেখার আগে | দিয়ে যোগ করতে হবে --আফতাব (আলাপ) ১৫:১৮, ২৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
@Aftabuzzaman: টেমপ্লেট:Taxobox colour বাংলা/বাংলিশ যোগ   করা হয়েছে -- বোধিসত্ত্ব (আলাপ) ০৫:২৪, ৩০ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
@Aftabuzzaman:, @ব্যা করণ এবং Bodhisattwa:। [বন্ধনীতে] সংশোধন এনেছি ও প্রয়োজনীয় পদক্ষেপ নিন। Super-কে ‘মহা’ না ধরে ‘অতি’ ব্যবহার করা যেতে পারে। যেমন: Superman (অতিমানব; কিন্তু মহামানব নয়)! আর, অতি/মহা/উপ-এর পাশে (-) হাইফেন থাকবে। যেমন: উপ-প্রজাতি (উপপ্রধানমন্ত্রী না ধরে উপ-প্রধানমন্ত্রী)। - Suvray (আলাপ) ১১:৩৪, ৬ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
@Suvray:। হাইফেনে আপত্তি আছে আমার; উপবন, উপনদী, উপজাতি, উপনিবেশ ইত্যাদি বিবেচ্য। এদিকে Supercontinent এর বাংলা অনেক নিবন্ধে আর উইকিপিডিয়ার বাইরেও অতিমহাদেশ করা আছে তাই Super এর সাধারণ বাংলা অতি হতেও পারে। আমার যে কোনওটাতেই চলবে। অন্যান্য মত কী? @Aftabuzzaman এবং Bodhisattwa:--ব্যা করণ (আলাপ) ১৩:১৩, ৬ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
অনুচ্ছেদটি মূলতঃ জীববিদ্যা সম্পর্কীয়। পাঠ্য-পুস্তকে অধিকাংশেরই বাংলা নেই। সমাসবদ্ধ পদ, উপসর্গ, বিরামচিহ্নের ব্যবহার ইত্যাদিও আলোচ্য বিষয়ের সাথে জড়িত। তবে, অর্থগত দিকতো রয়েছেই। শব্দের প্রচলিত অর্থ ও জীববিদ্যার অর্থ কিন্তু ভিন্নতা প্রকাশ করে। সেদিকে দৃষ্টি রেখে অগ্রসর হওয়া উচিত। ভবিষ্যতে প্রয়োজনে পরিবর্তন করা যাবে। - ১৬:৪৮, ৬ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)

প্রধান পাতা আজকের নির্বাচিত ছবি

আচ্ছা, আমরা এক কাজ করতে পারি না? প্রধান পাতায় আজকের নির্বাচিত ছবিতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সম্পর্কিত কিছু ছবিও রাখতে পারি। এক্ষেত্রে, অমরা কমন্সের Category:Valued images of Bangladesh, Category:Valued images of West Bengal, Category:Quality images of Bangladesh, Category:Quality images of West Bengal, Category:Featured pictures of Bangladesh, Category:Featured pictures of West Bengal থেকে ছবি নির্বাচন করতে পারি। তবে এসব ক্যাগাগরিতে যেহেতু ছবি খুব বেশি নেই তাই ছবি যখন পাওয়া যাবে না আমরা তখন আগের নিয়মই অনুসরণ করবো। এছাড়া একই বিষয়ের একাধিক ছবি ও পূর্বে ব্যবহার হয়েছে, এরকম ছবি পুনরায় ব্যবহার না করার পক্ষে। আপনাদের মূল্যবান মতামত আশা করছি। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:২৯, ১৫ অক্টোবর ২০১৫ (ইউটিসি)

হ্যাঁ করা যেতে পারে। ফের দৌস
  একমত , পাঠক যেহেতু বাংলা ভাষাভাষী, সেহেতু ছবিও এ অঞ্চলের হলে ভালই হয়। --রাফায়েল রাসেল (আলাপ) ০৯:৫৩, ১৯ অক্টোবর ২০১৫ (ইউটিসি)
  সমর্থন উত্তম প্রস্তাব। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:১০, ১৯ অক্টোবর ২০১৫ (ইউটিসি)
  সমর্থন ভাল উদ্যোগ । করা যেতে পারে। কায়সার আহমাদ (আলাপ) ১৪:৩৯, ১৯ অক্টোবর ২০১৫ (ইউটিসি)
কোন কোন চিত্র পূর্বে ব্যবহার হয়েছে সেগুলোর একটি লগ রাখার জন্য কমন্সে একটি টেমপ্লেট তৈরি করেছি। প্রত্যেকটি চিত্র আজকের নির্বাচিত চিত্র-এ যুক্ত করার পর উক্ত চিত্রে c:Template:POTD bnwiki টেমপ্লেটটি যুক্ত করে দিলে সব ব্যবহৃত চিত্রগুলো c:c:Category:Bengali Wikipedia POTD বিষয়শ্রেণীতে যুক্ত হবে। চিত্র প্রথমে এই ধারা অনুসারে নির্বাচন করছি: একদিন বাংলাদেশের চিত্র, পরের দিন পশ্চিমবঙ্গের চিত্র... এভাবেই চলতে থাকবে। উপরের বিষয়শ্রেণীর চিত্র যদি শেষ হয়ে যায় তখন আগের নিয়মে কমন্সের চিত্রগুলোই দিতে থাকবো। এছাড়াও বিশেষ দিনে বিশেষ চিত্র যদি থাকে সেটি দেওয়া যেতে পারে। আলোচনাটি বেশ কিছুদিন যাবত চলছে সুতরাং ধরে নিচ্ছি কারো কোন আপত্তি নেই। আমি নভেম্বর থেকে প্রধান পাতায় এটি কার্যকর করার জন্য কাজ করছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:০২, ২৬ অক্টোবর ২০১৫ (ইউটিসি)
  সমর্থন সুন্দর প্রস্তাব। সমর্থন রইলো।  – তানভির (আলাপ) ০৭:৪৮, ১ নভেম্বর ২০১৫ (ইউটিসি)

পশ্চিমবঙ্গের বদলে ভারতের ছবি

বেশ কয়েক দিন ধরে আজকের নির্বাচিত চিত্রে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের চিত্র স্থান পাচ্ছে, এবং এই অসাধারণ উদ্যোগের জন্য নাহিদের জন্য কোন প্রশংসাই যথেষ্ট নয়। আমার অনুরোধ, শুধুমাত্র পশ্চিমবঙ্গের ছবি না রেখে সারা ভারতের ছবিই যেন আজকের নির্বাচিত চিত্রে স্থান পায়, কারণ পশ্চিমবঙ্গে ভারতের একটি অঙ্গরাজ্য মাত্র। সম্প্রদায়ের সমর্থন কামনা করি। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:১৮, ১২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)

আমার আপত্তি নাই :) --যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:২১, ১২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)