স্বাগতম বার্তা সম্পাদনা

প্রিয় Hrishikes, উইকিপিডিয়াতে আপনাকে     স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:


  •     টিউটোরিয়াল – উইকিপিডিয়া অবদান রাখার জন্য ধারাবাহিক প্রশিক্ষণমূলক প্রস্তুতি নিতে এটি দেখুন।


কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যেকোন পদ্ধতি অনুসরণ করা:

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল     আবশ্যকীয় নিবন্ধগুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt - Shift - x চাপুন চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে ‘অন্যান্য ভাষাসমূহ’-এর তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • আপনার নতুন নিবন্ধ শুরু করার আগে অনুগ্রহপূর্বক গুগলের মাধ্যমে অনুসন্ধান করুন

  • আপনার প্রথম নিবন্ধটি শুরু করার পূর্বে অনুগ্রহ করে আপনার প্রথম নিবন্ধ পড়ে নিন।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bd ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর   চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 


--- মুনতাসির ০৫:২৪, ২২ সেপ্টেম্বর ২০০৭ (UTC)

নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্পে আপনার মতামত প্রয়োজন সম্পাদনা

প্রিয় অবদানকারী,

বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারী বৃদ্ধি ও নতুন ব্যবহারকারীদের জন্য সম্পাদনার পরিবেশ উন্নয়নের উদ্দেশ্য উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্প সফল করতে আপনার মতামত প্রয়োজন। ইতিমধ্যেই কিছু ব্যবহারকারী তাঁদের মতামত জানিয়েছেন। তাঁদের মতামতের প্রেক্ষিতে আমরা একটি সারকথায় উপনীত হয়েছি, যা এখানে পাওয়া যাবে

সেই সাথে সুনিশ্চিতভাবে কতোগুলো বিষয় নির্ধারণ করার উদ্দেশ্যে আমাদের কয়েকটি প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। অনুগ্রহ করে এই আইডিয়াগুলোর ওপর আপনার মতামত প্রদানসহ ঐ পাতায় উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর প্রদান করে আমাদের এই প্রকল্পটি এগিয়ে নিতে সহায়তা করুন। বাংলা উইকিপিডিয়ার একজন সক্রিয় অবদানকারী হিসেবে আপনার মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেই সাথে এই প্রকল্প সম্পর্কিত যে-কোনো জিজ্ঞাসায় নিঃসঙ্কোচে আমার আলাপ পাতায় বার্তা রাখুন। এছাড়াও tanvir wikimedia.org ঠিকানায় আমাকে ই-মেইলও করতে পারেন। আপনাদের সবার অংশগ্রহণে বাংলা উইকিপিডিয়া আরও সমৃদ্ধ হোক ও দ্রুত গতিতে এগিয়ে যাক! — তানভির রহমানআলাপ১০:২২, ৩ জুন ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ফেসবুকে 'উইকিসংকলন সমন্বয়' এ যোগদানের অনুরোধ সম্পাদনা

ফেসবুকে উইকিসংকলন সমন্বয় নামে একটি গ্রূপ বোধিসত্ত্ব খুলেছে , সেখানে আপনার মত অভিজ্ঞ মানুষের,আমাদের মত নবাগতদের পথপ্রদর্শনের ভীষণ প্রয়োজন, তাই আপনাকে যোগ দিতে অনুরোধ করছি। https://www.facebook.com/messages/conversation-206530056356822 ধন্যবাদ। Sumita Roy Dutta (আলাপ) ০৬:৫৪, ২৯ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক! সম্পাদনা

  সম্পাদকের পদক
প্রিয় সম্পাদক, বাংলা উইকিতে আপনার ৫০০তম সম্পাদনার জন্য আপনাকে এই পদক দেয়া হলো। Ibrahim Husain Meraj (আলাপ) ১১:১৫, ২৮ আগস্ট ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ। Hrishikes (আলাপ) ১৩:২৮, ২৮ আগস্ট ২০১৬ (ইউটিসি)উত্তর দিন


পাল সাম্রাজ্য সম্পাদনা

প্রথমেই পাল সাম্রাজ্য-সংক্রান্ত নিবন্ধটির সম্প্রসারণ সম্পর্কে আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ জানাই। ইংরেজি উইকিপিডিয়া থেকে কোনও নিবন্ধ অনুবাদ করার পর আমি সেটি আমূল পরিমার্জনা করে থাকি। তখনই তথ্য বা বানান-সংক্রান্ত ভুলগুলি যাচাই করে ঠিক করে নিই। এই নিবন্ধটির সম্প্রসারণের কাজ এই শেষ করলাম। এরপর এটি সংশোধন ও তথ্যযাচাইয়ের কাজে হাত দেব। ধ্রুপদি বানানটি ভুল নয়। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির বানানবিধি অনুসারে এইটিই সঠিক বানান (আকাদেমি-প্রকাশিত বানান অভিধান দ্রষ্টব্য)। আমার যতদূর স্মরণে আছে, ২০০৮-০৯ সাল নাগাদ কোনও একটি আলোচনায় আমি এই বানানরীতি ব্যবহারের অনুমতি নিয়েছিলাম। আপনার পরামর্শগুলি মাথায় রাখছি। শীঘ্রই পৃষ্ঠাটি সংশোধিত আকারে দেখতে পাবেন। নমস্কারান্তে --Jonoikobangali (আলাপ) ১৮:৪০, ২৯ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

জগজ্জীবনপুর তাম্রশাসন সম্পাদনা

সুধী, উপরের নিবন্ধের দুটি অনুচ্ছেদ উইকিপিডিয়ার জন্য নয় বরং উইকিসংকলনের জন্য প্রযোজ্য। যদি আপনি ইতিমধ্যে এটা স্থানান্তর না করে থাকেন তাহলে অনুচ্ছেদ দুটি বাংলা উইকিসংকলনে স্থানান্তর করতে পারেন। এরপর তার লিংক এই নিবন্ধের সাথে যুক্ত করে দিতে পারেন। বর্তমানে অনুচ্ছেদ দুটি আমি মুছে দিয়েছি, আপনি পুরাতন সংস্করণ থেকে কপি করেই স্থানান্তর করতে পারবেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৩৮, ১৯ নভেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

User:NahidSultan, বর্তমানে বাংলা উইকিসংকলনে স্ক্যান ছাড়া লেখা গৃহীত হচ্ছে না। এই তাম্রশাসনের মূল পাঠ নবম শতাব্দীর লেখা হিসাবে PD, কিন্তু ১৯৮৭ সালে আবিষ্কৃত হওয়ায় আধুনিক কোন বইতে উদ্ধৃত পাঠের স্ক্যান PD হিসাবে গ্রাহ্য নয়। সেই বইগুলি PD না হওয়ায় উইকিসংকলনে source হিসাবেও গ্রাহ্য নয়। বঙ্গানুবাদ কোথাও প্রকাশিত হয় নি, ওটা অনেক বই/সাইটের সাহায্যে করা আমার নিজের অবদান। এক্ষেত্রে কিভাবে তা উইকিসংকলনে স্থানান্তরিত হতে পারে? ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এই তাম্রশাসনের পাঠের কোথাও না কোথাও online readability কাম্য, উইকিপিডিয়া একটা বিশ্বকোষ হওয়ায় এই পাঠ এখানে থাকতে পারে, এই বিবেচনাতেই আমি ওটা এখানে দিয়েছিলাম। Hrishikes (আলাপ) ১১:৫৪, ১৯ নভেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
প্রথমত, যদি কোন আধুনিক বইয়ে পাবলিক ডোমেইন কিছু থাকে তাহলে সেটা কপিরাইটেড বই হোক বা যাইহোক না কেনো, উদ্ধৃত পাবলিক ডোমেইনের অংশটুকু অবশ্যই সেই কপিরাইটের আওতায় পড়বে না। সেক্ষেত্রে নির্দিষ্ট অংশটুকু অবশ্যই ব্যবহার করা যাবে পাবলিক ডোমেইনে। দ্বিতীয়ত, আমি যদি আপনার কথা বুঝতে না ভুল করে থাকি তাহলে, বাংলা উইকিসংকলন সম্প্রদায় মূল কপির স্ক্যান ছাড়া কিছু গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে, তাই কি? যদি তাই হয় সেটি সম্প্রদায়ের সিদ্ধান্তের ব্যাপার। তবে বাংলা উইকিপিডিয়ায় সাধারণত এরকম পাঠ্য রাখা হয় না যেগুলো উইকিসংকলনে স্থানান্তরের সুযোগ রয়েছে কারণ উইকিসংকলনই তৈরি হয়েছে এটার জন্য। আর বঙ্গানুবাদের ব্যাপারেও একই কথা প্রযোজ্য।--যুদ্ধমন্ত্রী আলাপ ১২:১৪, ১৯ নভেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
ব্যবহারকারী:NahidSultan, এটি আদৌ বাংলা উইকিসংকলনে স্থানান্তরের সুযোগ নেই। বাংলা হরফে এই তাম্রশাসনের মূল পাঠ এখনও শুদ্ধভাবে প্রকাশিত হয় নি (ঢাকা থেকে একটা অশুদ্ধ পাঠ প্রকাশিত হয়েছিল, কিন্তু সেটা online প্রাপ্য নয়); কাজেই আমি যা দিয়েছিলাম, সেটাই বাংলা হরফে একমাত্র মূল পাঠ। পূর্বপ্রকাশিত নয় বলে তা বাংলা উইকিসংকলনে স্থানান্তরের যোগ্য নয়; বঙ্গানুবাদ সম্পর্কেও একই কথা প্রযোজ্য। স্ক্যান-ছাড়া দেওয়া যাবে না এটা বাংলা WS-এর ব্যাপার হলেও, পূর্ব-প্রকাশিত না হলে দেওয়া যাবে না, এটা উইকিসংকলনের general mandate. বঙ্গানুবাদটা আমার original হওয়ায় সেটা কোনভাবেই উইকিসংকলনে স্থানান্তর-যোগ্য নয়। Hrishikes (আলাপ) ১২:৪৬, ১৯ নভেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

পশ্চিমবঙ্গে বাংলা পিডিয়ানদের নিয়ে মিনি মিডিয়া উইকি ট্রেনিং ও ট্রেন​-দ্য-​ট্রেনার কর্মশালা সম্পাদনা

নমস্কার দাদা! আগামী বছরের প্রথম দিকে (৭ ও ৮ই জানুয়ারী, ২০১৭ তারিখে) কলকাতা শহরে সকল বাংলা উইকিপিডিয়ানদের নিয়ে একটা মিনি মিডিয়া উইকি ট্রেনিংট্রেন​-দ্য-​ট্রেনার কর্মশালা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, যেখানে উপস্থিত সকল অংশগ্রহণকারীদের উইকিপিডিয়া ও উইকিমিডিয়া ফাউন্ডেশনের অন্যান্য প্রকল্পগুলিতে অবদান রাখা ও সম্পাদনা সংক্রান্ত বিভীন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনায় এনগেজ করা হবে। সম্মিলনের প্রসঙ্গে সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটির কাছে প্রয়োজনীয় ফান্ডিঙের জন্য শীঘ্রই আবেদনও জানানো হবে। আগ্রহী থাকলে আপনাকে এখানে সমর্থন জানাতে অনুরোধ করছি। এই কর্মশালা আপনার উপস্থিতি একান্তভাবেই কামনা করি। ধন্যবাদ।   -- মৌর্য্য বিশ্বাস​ (আলাপ - অবদান) ১৯:০১, ১৪ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

সরশুনা মহাবিদ্যালয় এ অনুষ্ঠিত উইকিপিডিয়ার কর্মশালা সম্পাদনা

প্রিয় উইকিপিডিয়ান বন্ধুগণ,

পশ্চিমবঙ্গ এর সরশুনা মহাবিদ্যালয় এ অনুষ্ঠিত উইকিপিডিয়ার কর্মশালা-তে অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করার জন্য ধন্যবাদ। এই উইকিপিডিয়ার কর্মশালা ২৩শে জুলাই সরশুনা মহাবিদ্যালয় (4/HB/A, Ho-Chi-Minh Sarani, Sarsuna Upanagari, Sarsuna, Kolkata 700061, West Bengal, India) তে অনুষ্ঠিত হবে। অনুগ্রহ পূর্বক মনে রাখুন-

  1. উইকি কর্মশালা ঠিক ১০ ঘটিকায় শুরু হবে।
  2. দয়া করে আপনার ল্যাপটপ সাথে আনবেন।
  3. আহারের ব্যবস্থা থাকবে। শাকাহারী আহার নির্বাচন গ্রাহ্য হবে।
  4. যদি আপনার অন্য কোনো প্রয়োজন থাকে তবে আয়োজকদের জানান।

আরো বিশদ জানতে এই পাতায় চোখ রাখুন: Wikipedia Orientation Workshop at Sarsuna College, West Bengal, India

আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। ধন্যবাদ। -- অনন্যা মণ্ডল

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান সম্পাদনা

সুপ্রিয় Hrishikes,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন ২০২১ সম্পাদনা

সুপ্রিয় Hrishikes,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনের ভোটদান শুরু হয়েছে যা ৩১শে আগস্ট পর্যন্ত চলবে। সম্প্রদায়ের প্রার্থীদের তাদের প্রার্থীতা জমা দিতে বলা হয়েছিল। তিন সপ্তাহ ধরে প্রার্থীদের আহ্বানের পর ২০২১ সালের নির্বাচনে ১৯ জন প্রার্থী রয়েছেন

উইকিমিডিয়া সম্প্রদায়ের নিকট ভোটদানের মাধ্যমে আগামী তিন বছরের মেয়াদে উইকিমিডিয়া আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ এবং ট্রাস্টি বোর্ডের চাহিদা পূরণ করতে সক্ষম প্রার্থীদের নির্বাচিত করার সুযোগ রয়েছে। প্রার্থীদের সম্পর্কে জানুন এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোটদান করুন। ট্রাস্টি হিসেবে কাজ করার জন্য নির্বাচন কমিটি সবচেয়ে বেশি ভোট প্রাপ্ত চারজন প্রার্থীকে নির্বাচন করবে। কীভাবে ভোট দিবেন তা জানতে এই পাতাটি পড়ুন।

নির্বাচন কমিটির পক্ষে,
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ০২:২৩, ১৮ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন