উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/Moheen Reeyad
- নিচের আলোচনাটি প্রশাসকত্বের একটি সফল আবেদন হিসেবে সংগৃহীত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না।
- সমর্থন — ২২; বিরোধিতা — ০; নিরপেক্ষ — ০। প্রশাসকত্বের আবেদন সফল হিসেবে সমাপ্ত। --বেলায়েত (আলাপ | অবদান) ১৫:৩৩, ৯ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
Moheen Reeyad
প্রশাসকত্বের আবেদনের সরঞ্জাম | |
---|---|
সম্পাদনা সংখ্যা | |
নিবন্ধ তৈরি করেছেন | |
সম্পাদনা সারাংশ ব্যবহার | |
মাস অনুসারে | |
বৈশ্বিক অবদান | |
বৈশ্বিক তথ্য |
এই প্রার্থীর সম্পর্কে আপনার মতামত জানান (১৪/০/০); শেষ হবে: ৭ এপ্রিল ২০১৫ ১৮:২৫ (ইউটিসি)
মনোনয়ন
উইকিপিডিয়ার সাথে আমার সম্পৃক্ততা ২০০৮ সাল থেকে হলেও সম্পাদনা শুরু করি ২০১০ সালের দিকে। বর্তমানে আমি বাংলা উইকিপিডিয়ার সক্রিয় অবদানকারীদের একজন। এ পর্যন্ত বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধ তৈরি করেছি ৫০০+, সম্পাদনা সংখ্যা ২৩,০০০+ এবং বৈশ্বিক অবদান সংখ্যা ২৯,০০০+। মূলত সকল নামস্থানেই অবদান রাখার মধ্য দিয়ে নিয়মিত বাংলা উইকিকে সমৃদ্ধ করার প্রয়াশে সক্রিয় অবদান রেখে আসছি। উইকিপিডিয়ায় নিয়মিত নিবন্ধ তৈরীর পাশাপাশি, পুরাতন নিবন্ধসমূহের মানোন্নয়ন, সৌন্দর্যবর্ধন, ধ্বংসপ্রবণতা রোধ, নিরপেক্ষতা যাচাই, নতুন ব্যবহারকারীদের সহায়তা প্রদানের মাধ্যমে উৎসাহ প্রদান ইত্যাদি কাজ করে থাকি। বাংলা উইকিপিডিয়ায় ৩০০+ টেমপ্লেট, কিছু-সংখ্যক উইকিবই, প্রবেশদ্বার, উইকিপ্রকল্পের পাতা তৈরি এবং ২০০+ চিত্র আপলোড করেছি এবং মডিউল পাতাসমূহেও অবদান রেখেছি। আমি প্রায়ই উইকিপিডিয়া নামস্থানের পাতাসমূহ, প্রসাশকত্বের পাতাসমূহ, উইকিপিডিয়ার নীতি নির্ধারণের পাতাসমূহ তৈরি এবং অনুবাদের কাজ করে থাকি। ফলে শুরু থেকেই নির্দিষ্ট কোনো বিষয়ের বদলে বাংলা উইকিপিডিয়াকে আকর্ষণীয় করে তোলার উদ্দেশ্যে যে কোনো ধরণের বিষয়েই আমি অবদান রেখে আসছি। এছাড়াও ধ্বংশপ্রবণতা রোধ করতে রোলব্যাক সরঞ্জাম ব্যবহার এবং নিবন্ধের উল্লেখযোগ্যতা এবং যাচাইযোগ্যতার প্রসঙ্গে নিয়মিত আলোচনায় অংশ নিয়ে থাকি।
বাংলা উইকি ছাড়াও উইকিঅভিধান, উইকিবই, উইকিসংকলন, উইকিমিডিয়া কমন্স, উইকিউপাত্ত, মেটা-উইকি ইত্যাদি প্রকল্পসমূহে অবদান রাখার পাশাপাশি উইকিমিডিয়া ইনকিউবেটরে প্রায়ই কিছু-কিছু বাংলা অনুবাদের কাজ করি। পাশাপাশি অফলাইন উইকিপিডিয়া কার্যক্রমেও নিয়মিতভাবে যুক্ত রয়েছি। চট্টগ্রাম এবং চট্টগ্রামের বাইরে একাধিক উইকিপিডিয়া কর্মশালায় কাজ করেছি। "উইকিপিডিয়া চট্টগ্রাম সম্প্রদায়" নামে একটি সম্প্রদায় গঠনের মধ্য দিয়ে চট্টগ্রামের নিয়মিত মাসিক আড্ডা (উইকিসম্মিলন) এবং নতুন উইকিপিডিয়ান বৃদ্ধি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমানে বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে আয়োজিত কর্মসূচীর আয়োজক হিসেবেও কাজ করছি। এছাড়াও আমি উইকিমিডিয়া বাংলাদেশ অপারেশন্স কমিটির সদস্যদের একজন।
প্রশাসকত্বের আবেদন করছি কারণ, বাংলা উইকিপিডিয়ায়া বর্তমানে নতুন ব্যবহারকারীর সংখ্যা আগের চেয়ে অনেক বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ধ্বংসপ্রবণ সম্পাদনার হার বেড়েছে। বাংলা উইকিপিডিয়ায় ১৪ জন প্রশাসক থাকলেও এদের মধ্যে ৬ জন প্রশাসকই বর্তমানে সক্রিয় নন। ৩৫ হাজারের বেশি নিবন্ধের পরিচর্যার জন্য যা সাদৃশ্যপূর্ণ নয়। প্রশাসকত্বের সরঞ্জাম ব্যবহার করে আমি ধ্বংসপ্রবণ সম্পাদনা রোধ, অনুরোধকৃত পাতা অপসারণ, কপিরাইট বিতর্কিত চিত্র অপসারণ, বাতিলকৃত কপিরাইট বিষয়ের সংস্করণ অপসারণ, মানোন্নয়ন প্রয়োজন এমন সংরক্ষিত নিবন্ধ এবং মিডিয়াউইকি পাতাসমূহের উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন সম্প্রসারণমূলক কাজে নিজেকে যুক্ত করতে চাই। পাশাপাশি প্রশাসকদের প্রতি অন্যান্য ব্যবহারকরীদের অনুরোধগুলোও নিয়মিতভাবে সমাধান করার চেষ্ঠা চালিয়ে যাবো। এছাড়াও বর্তমানে বাংলা উইকিপিডিয়ায় আমার স্বয়ংক্রিয় পরীক্ষক, ফাইল মুভার, নিরীক্ষক এবং রোলব্যাকার অধিকার রয়েছে।
আশা করবো উইকিপিডিয়া সম্প্রদায়ের অভিজ্ঞ এবং নিয়মিত সম্পাদকরা এই আবেদনে সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন। ধন্যবাদ। মহীন রীয়াদ (আলাপ) ১৮:২৫, ৩১ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
আবেদনকারীর প্রতি প্রশ্ন
প্রিয় প্রার্থী, আবেদনের জন্য আপনাকে ধন্যবাদ। দয়া করে নিচের মৌলিক প্রশ্নগুলির উত্তর দিন:
- ১. আপনি কি প্রকারের ও কেন প্রশাসকত্বের কাজ করতে আগ্রহী?
- উ: প্রশাসকত্বের সরঞ্জাম ব্যবহার করে আমি মূলত ধ্বংসপ্রবণ সম্পাদনা রোধ, অনুরোধকৃত পাতা অপসারণ, কপিরাইট বিতর্কিত চিত্র অপসারণ, বাতিলকৃত কপিরাইট বিষয়ের সংস্করণ অপসারণ, মানোন্নয়ন প্রয়োজন এমন সংরক্ষিত নিবন্ধ এবং মিডিয়াউইকি পাতাসমূহের উন্নয়ন ইত্যাদি সম্প্রসারণমূলক কাজের পাশাপাশি প্রশাসকদের প্রতি অন্যান্য ব্যবহারকরীদের অনুরোধগুলোও সমাধানের কাজ করতে আগ্রহী।
- ২. বাংলা উইকিপিডিয়াতে আপনার সর্বশ্রেষ্ঠ অবদান কি এবং কেন?
- উ: বাংলা উইকিপিডিয়াতে এ-যাবৎ ৫৬০ টি নিবন্ধ তৈরি করেছি। যার মধ্যে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ইতিহাস, আলিয়া ভাট, এভ্রিল লেভিগ্নি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার, লাল নীল দীপাবলি বা বাঙলা সাহিত্যের জীবনী, ২০১২ (চলচ্চিত্র), মেঘমল্লার, মির্জা আগা বাকের, রশিদ চৌধুরী, হিপি ইত্যাদি সম্প্রসারিতভাবে লেখা হয়েছে। এছাড়াও একুশে পদক, স্বাধীনতা পুরস্কার ও বাংলাদেশ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ের বেশকিছু তালিকা পাতা তৈরি করেছি। তালিকা: উইকিমিডিয়া চ্যাপ্টারের তালিকা, বাংলাদেশ-সম্পর্কিত বিষয়ের তালিকা, বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের তালিকা, সলিল চৌধুরীর চলচ্চিত্রের তালিকা, হুমায়ুন আজাদের গ্রন্থতালিকা, জন ডেনভারের ডিস্কতালিকা, ডেসপিক্যাবল মি (ফ্র্যানসাইজ)। প্রবেশদ্বার: প্রবেশদ্বার:কবিতা, প্রবেশদ্বার:মহীনের ঘোড়াগুলি, প্রবেশদ্বার:হুমায়ুন আজাদ; উইকিবই: বই:মহীনের ঘোড়াগুলি, বই:ডোরেমন। এছাড়াও আমার তৈরি বেশিরভাগ নিবন্ধই বাংলা উইকিপিডিয়ার নিবন্ধ ক্রাইটেরিয়া অনুসারে দীর্ঘ নিবন্ধের যোগ্যতা রাখে।
সমর্থন
- সম্পূর্ণ
সমর্থন জানাচ্ছি; Kishorsopnoneel (আলাপ) ১৮:৩৪, ৩১ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
- মহীন ভাই বাংলা উইকিপিডিয়ার অন্যতম নিয়মিত একজন ব্যবহারকারী এবং অভিজ্ঞও বটে। আশাকিরি টুলটি তিনি সঠিকভাবেই ব্যবহার করতে পারবেন।
সমর্থন করছি। --যুদ্ধমন্ত্রী আলাপ ২১:৩২, ৩১ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন; Souravdgx (আলাপ) ১০:০৬, ১ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
- সম্পূর্ণ
সমর্থন জানাচ্ছি| --মিনার মাহমুদ (আলাপ) ১৬:২০, ১ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন জানাচ্ছি। -- Raihan Rana (আলাপ) ১৭:২৮, ১ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন করছি। -- Suvray ১৭:৪৮, ১ এপ্রিল ২০১৫ (ইউটিসি)
সমর্থন করছি। --Minister of Welfare CHATMHP07 (আলাপ) ১৮:০৩, ১ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
- আমি মনে করি মহীন ভাইয়ের প্রশাসক হওয়ার জন্য যোগ্য একজন প্রার্থী। উইকিতে তিনি যেভাবে অবদান রেখে যাচ্ছেন, তার প্রতিত্তোরে তাকে প্রশাসক করা সময়ের দাবি। আশা করি কর্তৃপক্ষ মহীন ভাইয়ের আবেদনে সাড়া দিবেন এবং চট্টগ্রামের উইকিপিডিয়ানদের জন্য একজন অভিভাবক উপহার দিবেন। শক্ত
সমর্থন জানাচ্ছি।--ইকবাল হোসেন (আলাপ) ০৪:৪২, ২ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন। প্রশাসক হয়ে মহীন ভাইয়ের উইকি-কর্মকাণ্ড আরো জোরালো হবে বলেই আমার বিশ্বাস।--অংকন (আলাপ) ০৯:৫৯, ২ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন করছি। - Intakhab ctg (আলাপ) ১০:১৯, ২ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন রইল।--রাফায়েল রাসেল (আলাপ) ১০:৫৪, ২ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন মহীন ভাই বাংলা উইকির নিয়মিত অবদানকারীদের একজন, অনেকদিন থেকেই তাকে দেখছি উইকিতে উল্লেখযোগ্য কাজ করতে। আশা করছি প্রশাসক হওয়ার মাধ্যমে প্রশাসকত্বের টুলসগুলো ব্যবহার করে বাংলা উইকির অগ্রহতিতে উত্তোরত্তর ভূমিকা রাখবেন। – তানভির (আলাপ) ১১:০৮, ২ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন --আফতাব (আলাপ) ১৪:০৩, ২ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
- অবশ্যই
সমর্থন -- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:৪৮, ২ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন --অনি (আলাপ) ১৩:৪০, ৩ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন জানাচ্ছি। -- Fahaad Ameen (আলাপ) ১৩:৪০, ৩ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন করছি।--Kafil bappy (আলাপ) ১৬:৫১, ৫ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন; --রাউফ রাহমান (আলাপ) ১১:৫৬, ৬ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন - যোগ্য প্রার্থী। উইকিপিডিয়ার অগ্রযাত্রায় চট্টগ্রামের আরেকজন প্রশাসক যোগ হচ্ছেন - এটাও দৃষ্টিনন্দন! :) অগ্রিম শুভকামনা, মহীন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০১:১৪, ৮ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন সময় শেষ জেনেও এখানে সমর্থন দিচ্ছি। বাস্তব জীবনের ব্যস্ততার দরুন গত কয়েকদিন এদিকে আসা হয় নি। যাই হোক, মহীন ভাই শুভ কামনা রইল। আশা করি প্রশাসক হিসেবে বাংলা উইকিকে অন্য মাত্রায় নিতে সাহায্য করবেন। --প্রত্যয় (স্বাগতম) ১০:৩১, ৮ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন একটু দেরীতে হলেও। — মাসুম ইবনে মুসা কথোপকথন ০৬:৩২, ৯ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন একটু দেরীতে হল - --Aasif (আলাপ) ১৫:১৭, ৯ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]