ইথিওপিয়া জাতীয় ফুটবল দল

ইথিওপিয়া জাতীয় ফুটবল দল (ইংরেজি: Ethiopia national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ইথিওপিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম ইথিওপিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইথিওপিয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৫২ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৫৭ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে।[৫] ১৯৪৭ সালের ৫ই ডিসেম্বর তারিখে, ইথিওপিয়া প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; ফরাসি সোমালিল্যান্ডে অনুষ্ঠিত উক্ত ম্যাচে ইথিওপিয়া ফরাসি সোমালিল্যান্ডকে ৫–০ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

ইথিওপিয়া
দলের লোগো
ডাকনামওয়ালিয়া ইবেক্স
অ্যাসোসিয়েশনইথিওপিয় ফুটবল ফেডারেশন
কনফেডারেশনক্যাফ (আফ্রিকা)
প্রধান কোচউবেতু আবাতে
অধিনায়কশিমেলিস বেকেলে
সর্বাধিক ম্যাচশিমেলিস বেকেলে (৫৭)
শীর্ষ গোলদাতাগেতানেহ কেবেদে (২৭)
মাঠআদ্দিস আবাবা স্টেডিয়াম
ফিফা কোডETH
ওয়েবসাইটtheeff.org/en/
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১৪৪ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[১]
সর্বোচ্চ৮৬ (সেপ্টেম্বর ২০০৬[২])
সর্বনিম্ন১৫৫ (ডিসেম্বর ২০০১[২])
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১৪০ হ্রাস ২২ (১২ জানুয়ারি ২০২৪)[৩]
সর্বোচ্চ৪০ (জানুয়ারি ১৯৬৮[৪])
সর্বনিম্ন১৪৬ (সেপ্টেম্বর ২০১৯[৪])
প্রথম আন্তর্জাতিক খেলা
ফরাসি সোমালিল্যান্ড ০–৫ ইথিওপিয়া 
(ফরাসি সোমালিল্যান্ড; ৫ ডিসেম্বর ১৯৪৭)[৪]
বৃহত্তম জয়
ফ্রান্স ফরাসি সোমালিল্যান্ড ২–১০ ইথিওপিয়া 
(ইথিওপিয়া; ১ মে ১৯৫৪)[৪]
বৃহত্তম পরাজয়
 ইরাক ১৩–০ ইথিওপিয়া 
(ইর্বিদ, জর্ডান; ১৮ আগস্ট ১৯৯২)
আফ্রিকা কাপ অফ নেশন্স
অংশগ্রহণ১০ (১৯৫৭-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (১৯৬২)

২৪,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট আদ্দিস আবাবা স্টেডিয়ামে ওয়ালিয়া ইবেক্স নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন উবেতু আবাতে এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন মিস্র লিলমাকাসসাহের মধ্যমাঠের খেলোয়াড় শিমেলিস বেকেলে

ইথিওপিয়া এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সে ইথিওপিয়া অন্যতম সফল দল, যেখানে তারা ১টি (১৯৬২) শিরোপা জয়লাভ করেছে।

আনোয়ার সিরাজ, দেগু দেবেবে, আদানে গির্মা, শিমেলিস বেকেলে এবং গেতানেহ কেবেদের মতো খেলোয়াড়গণ ইথিওপিয়ার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং সম্পাদনা

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ১৯৯৩ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ইথিওপিয়া তাদের ইতিহাসে সর্বপ্রথম সর্বোচ্চ অবস্থান (১ম) অর্জন করে এবং ২০১৩ সালের জুন মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ২২তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে ইথিওপিয়ার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১ম (যা তারা সর্বপ্রথম ১৯৫৮ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ২০। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[১]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৪২     অ্যান্টিগুয়া ও বার্বুডা ১০৭২.৬৬
১৪৩     সুরিনাম ১০৭১.৮৫
১৪৪     ইথিওপিয়া ১০৬৮.৭৯
১৪৫     বতসোয়ানা ১০৬৪.৫
১৪৬     ইন্দোনেশিয়া ১০৬৪.০১
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[৩]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৩৮     মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ১৩০৬
১৩৯   ১৪   মালয়েশিয়া ১৩০৪
১৪০   ২২   ইথিওপিয়া ১৩০৩
১৪০   ১১   সুরিনাম ১৩০৩
১৪২   ১০   লেবানন ১২৯৭

প্রতিযোগিতামূলক তথ্য সম্পাদনা

ফিফা বিশ্বকাপ সম্পাদনা

ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
সাল পর্ব অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
  ১৯৩০ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
  ১৯৩৪
  ১৯৩৮
  ১৯৫০
  ১৯৫৪
  ১৯৫৮ ফিফা দ্বারা প্রবেশাধিকার প্রত্যাখ্যান ফিফা দ্বারা প্রবেশাধিকার প্রত্যাখ্যান
  ১৯৬২ উত্তীর্ণ হয়নি
  ১৯৬৬ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
  ১৯৭০ উত্তীর্ণ হয়নি
  ১৯৭৪
  ১৯৭৮
  ১৯৮২
  ১৯৮৬
  ১৯৯০ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
  ১৯৯৪ উত্তীর্ণ হয়নি ১১
  ১৯৯৮ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
    ২০০২ উত্তীর্ণ হয়নি
  ২০০৬
  ২০১০ নিষিদ্ধের কারণে অযোগ্য ঘোষিত অযোগ্য ঘোষিত
  ২০১৪ উত্তীর্ণ হয়নি ১০ ১৪ ১০
  ২০১৮
  ২০২২ অনির্ধারিত অনির্ধারিত
মোট ০/২১ ৪১ ১০ ১০ ২২ ৪৭ ৬৫

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩ 
  2. "The FIFA/Coca-Cola World Ranking"FIFA.com (ইংরেজি ভাষায়)। ১৯ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৮ 
  3. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪ 
  4. "Ethiopia"World Football Elo Ratings। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৪ 
  5. "Ethiopia Football Federation Information"। FIFA। ২২ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৩ 

বহিঃসংযোগ সম্পাদনা