সুরিনাম জাতীয় ফুটবল দল
সুরিনাম জাতীয় ফুটবল দল (ইংরেজি: Suriname national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে সুরিনামের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম সুরিনামের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সুরিনামি ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯২৯ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৬১ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্য হিসেবে রয়েছে।[৪] ১৯১৫ সালের ১৭ই আগস্ট তারিখে, সুরিনাম প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; সুরিনামে অনুষ্ঠিত উক্ত ম্যাচে সুরিনাম ব্রিটিশ গায়ানার কাছে ২–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
![]() | |||
ডাকনাম | সুরিবয় | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | সুরিনামি ফুটবল অ্যাসোসিয়েশন | ||
কনফেডারেশন | কনকাকাফ (উত্তর আমেরিকা) | ||
প্রধান কোচ | ডিন গোরে | ||
অধিনায়ক | ক্লাইডেল কোহিনুর | ||
সর্বাধিক ম্যাচ | মার্লন ফেল্টার (৪৪) | ||
শীর্ষ গোলদাতা | স্টেফানো রিয়সেল (১৪) | ||
মাঠ | আন্দ্রে কামপেরভিন স্টেডিয়াম | ||
ফিফা কোড | SUR | ||
ওয়েবসাইট | svb | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ১৪১ ![]() | ||
সর্বোচ্চ | ৮৪ (আগস্ট ২০০৮) | ||
সর্বনিম্ন | ১৯১ (ডিসেম্বর ২০১৫) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ১১৯ ![]() | ||
সর্বোচ্চ | ৫৪ (জুলাই ১৯৩৪) | ||
সর্বনিম্ন | ১৭২ (ফেব্রুয়ারি ২০১৬) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
![]() ![]() (সুরিনাম; ১৭ আগস্ট ১৯১৫)[৩] | |||
বৃহত্তম জয় | |||
![]() ![]() (সুরিনাম; ২ মার্চ ১৯৪৭) | |||
বৃহত্তম পরাজয় | |||
![]() ![]() (সুরিনাম; ৬ জুন ১৯৪৬) ![]() ![]() (সুরিনাম; ৩০ জুলাই ১৯৫৮) ![]() ![]() (মোন্তেরে, মেক্সিকো; ১৫ অক্টোবর ১৯৭৭) | |||
কনকাকাফ গোল্ড কাপ | |||
অংশগ্রহণ | ২ (১৯৭৭-এ প্রথম) | ||
সেরা সাফল্য | ষষ্ঠ স্থান (১৯৭৭) |
৭,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট আন্দ্রে কামপেরভিন স্টেডিয়ামে সুরিবয় নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় সুরিনামের রাজধানী প্যারামারিবোয় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ডিন গোরে এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন রবিনহুডের গোলরক্ষক ক্লাইডেল কোহিনুর।
সুরিনাম এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, কনকাকাফ গোল্ড কাপে সুরিনাম এপর্যন্ত ২ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৭৭ কনকাকাফ চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ স্থান অধিকার করা।
হামফ্রি মিয়নালস, মার্লন ফেল্টার, স্টেফানো রিয়সেল, গ্লেওফিলো ভ্লিয়টার এবং ক্লিফটন সান্ডভ্লিয়েটের মতো খেলোয়াড়গণ সুরিনামের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিংসম্পাদনা
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ২০০৮ সালের আগস্ট মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে সুরিনাম তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৮৪তম) অর্জন করে এবং ২০১৫ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ১৯১তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে সুরিনামের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৫৪তম (যা তারা ১৯৩৪ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৭২। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১৩৯ | ২ | বুরুন্ডি | ১০৮০.৬২ |
১৪০ | ২ | ইথিওপিয়া | ১০৭৬.৬৭ |
১৪১ | ১ | সুরিনাম | ১০৭৩.৩৯ |
১৪২ | ৩ | সেন্ট কিট্স ও নেভিস | ১০৭২.৩ |
১৪৩ | ৪ | ইসোয়াতিনি | ১০৭০.৪৬ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১১৭ | ১ | লিবিয়া | ১৩৩৮ |
১১৭ | ২৪ | লাতভিয়া | ১৩৩৮ |
১১৯ | ১৩ | লেবানন | ১৩৩৭ |
১১৯ | ১১ | সুরিনাম | ১৩৩৭ |
১২১ | ৭ | সাইপ্রাস | ১৩৩৫ |
প্রতিযোগিতামূলক তথ্যসম্পাদনা
ফিফা বিশ্বকাপসম্পাদনা
ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
১৯৩০ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
১৯৩৪ | |||||||||||||||
১৯৩৮ | প্রত্যাহার | প্রত্যাহার | |||||||||||||
১৯৫০ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
১৯৫৪ | |||||||||||||||
১৯৫৮ | |||||||||||||||
১৯৬২ | উত্তীর্ণ হয়নি | ২ | ০ | ১ | ১ | ১ | ২ | ||||||||
১৯৬৬ | ৪ | ১ | ০ | ৩ | ৮ | ৯ | |||||||||
১৯৭০ | ৪ | ২ | ০ | ২ | ১০ | ৯ | |||||||||
১৯৭৪ | ৪ | ২ | ১ | ১ | ১১ | ৪ | |||||||||
১৯৭৮ | ১০ | ২ | ২ | ৬ | ১৫ | ২৪ | |||||||||
১৯৮২ | ৪ | ২ | ১ | ১ | ৫ | ৩ | |||||||||
১৯৮৬ | ৬ | ১ | ২ | ৩ | ৪ | ১০ | |||||||||
১৯৯০ | প্রত্যাহার | প্রত্যাহার | |||||||||||||
১৯৯৪ | উত্তীর্ণ হয়নি | ৪ | ১ | ২ | ১ | ৪ | ৪ | ||||||||
১৯৯৮ | ২ | ০ | ০ | ২ | ০ | ২ | |||||||||
২০০২ | ৪ | ১ | ১ | ২ | ১ | ২ | |||||||||
২০০৬ | ৪ | ২ | ১ | ১ | ১২ | ৬ | |||||||||
২০১০ | ৯ | ৩ | ২ | ৪ | ১৪ | ২১ | |||||||||
২০১৪ | ৬ | ২ | ১ | ৩ | ৫ | ১১ | |||||||||
২০১৮ | ২ | ০ | ০ | ২ | ১ | ৪ | |||||||||
২০২২ | অনির্ধারিত | অনির্ধারিত | |||||||||||||
মোট | ০/২১ | ৬৫ | ১৯ | ১৪ | ৩২ | ৯১ | ১১১ |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ৩১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২।
- ↑ ক খ গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২।
- ↑ https://www.eloratings.net/Suriname
- ↑ "Ramón Coll, electo Presidente de la Confederación de Futbol de América del Norte, América Central y el Caribe"। La Nación (Google News Archive)। ২৩ সেপ্টেম্বর ১৯৬১।
বহিঃসংযোগসম্পাদনা
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ সুরিনাম জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ জুন ২০১৮ তারিখে (ইংরেজি)
- কনকাকাফ-এ সুরিনাম জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ জুলাই ২০১৯ তারিখে (ইংরেজি)