১৫ আগস্ট
তারিখ
(আগস্ট ১৫ থেকে পুনর্নির্দেশিত)
<< | আগস্ট | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
৩১ | ||||||
২০২৫ |
১৫ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২২৭তম (অধিবর্ষে ২২৮তম) দিন। বছর শেষ হতে আরো ১৩৮ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ১২৮১ - গোয়েথালস প্রধান প্রকৌশলী হিসাবে স্টিভেন্সের স্থলাভিষিক্ত জাপান আক্রমণ করতে গিয়ে কুবলাই খানের নৌবহর ঝড়ে পতিত হয়ে ধ্বংস হয়। ইতিহাসে এ ঘটনা ডিভাইন উইন্ড বা দৈব বাতাস বলে পরিচিত।
- ১৮৫৪ - বাংলায় প্রথম ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানির হাওড়া হতে হুগলি পর্যন্ত রেল চলাচল শুরু করে।
- ১৮৭২ - ইংল্যান্ডে প্রথম গোপন ব্যালটে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
- ১৮৭৫ - ব্রিটিশবিরোধী রাজনৈতিক সংগঠন ইন্ডিয়ান লীগের জন্ম।
- ১৮৮৯ - মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব কলকাতার প্রসিদ্ধ ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয়।
- ১৯১৪ - পানামা খালের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
- ১৯৪৫ - জাপান যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করে।
- ১৯৪৭ - (২৯ শ্রাবণ, ১৩৫৪ বঙ্গাব্দ,শুক্রবার) ব্রিটিশ শাসন হতে মুক্তি পেয়ে ভারত স্বাধীন রাষ্ট্র হিসাবে জন্ম নেয়।
- ১৯৪৭ - পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ গভর্নর জেনারেল হিসাবে শপথ গ্রহণ করেন।
- ১৯৪৮ - কোরীয় উপদ্বীপ বিভক্ত হয়ে দক্ষিণ কোরিয়া স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে।
- ১৯৬০ - আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্র ফরাসী উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে৷
- ১৯৬৫ - ভারতে প্রথম দূরদর্শন প্রদর্শিত হয়।
- ১৯৭১ - অপারেশন জ্যাকপট সংগঠিত হয়।[১]
- ১৯৭৫ - বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সামরিক অভ্যুত্থানে তার পরিবারের অধিকাংশ সদস্যসহ নিহত হন।
- ১৯৭৫ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সৌদি আরব।
- ১৯৮২ - ভারতে প্রথম রঙিন টেলিভিশনে দূরদর্শনের সম্প্রচার শুরু হয়।
- ২০০৫ - ইহুদীবাদী ইসরাইল ফিলিস্তিনীদের প্রতিরোধের মুখে গাজা উপত্যকা থেকে পিছু হটতে বাধ্য হয়৷
- ২০০৬ - বাংলাদেশের কাছে পরপর দুইবার হোয়াইট ওয়াশ হয় কেনিয়া।
- ২০০৮ - ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের ১০০০০ মিটার দৌড়ের ফাইনালে তিরুনেশ দিবাবা ২৯:৫৪.৬৬ সময়ে নতুন অলিম্পিক রেকর্ড স্থাপন করেন। একই দিনে মহিলাদের ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শেষ হবার সাথে সাথে মহিলাদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শুরু হয়।
- ২০২১ - তালেবান কর্তৃক কাবুল দখলকৃত হয়।
জন্ম
সম্পাদনা- ১৭৭১ - ওয়াল্টার স্কট, স্কটল্যান্ডীয় ঐতিহাসিক উপন্যাস রচয়িতা এবং কবি। (মৃ.২১/০৯/১৮৩২)
- ১৮৭২ - অরবিন্দ ঘোষ, বাঙালি রাজনৈতিক নেতা, আধ্যাত্মিক সাধক এবং দার্শনিক। (মৃ.০৫/১২/১৯৫০)
- ১৮৭৩ - রমাপ্রসাদ চন্দ ,ভারতীয় বাঙালি ইতিহাসবিদ এবং পুরাতত্ত্ববিদ।(মৃ.২৮/০৫/১৯৪২)
- ১৮৭৯ - ইথেল ব্যারিমোর, মার্কিন অভিনেত্রী, অস্কার বিজয়ী। (মৃ. ১৯৫৯)
- ১৮৯২ - লুই দ্য ব্রোয়ি, ফরাসি পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ১৯৮৭)
- ১৯০০ - সন্তোষ কুমার মিত্র, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী শহীদ।(মৃ.১৬/০৯/১৯৩১)
- ১৯১২ -
- আমির খাঁ, ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী। (মৃ.১৩/০২/১৯৭৪)
- ওয়েন্ডি হিলার, ইংরেজ অভিনেত্রী, ডেম উপাধি প্রাপ্ত ও অস্কার বিজয়ী। (মৃ. ২০০৩)
- ১৯১৫ - সত্যেন্দ্রনাথ মৈত্র সারা ভারতে আধুনিক রীতিতে সাক্ষরতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ। (মৃ.৫/০৬/১৯৯৬)
- ১৯১৭ - খোদেজা খাতুন, বাংলাদেশী শিক্ষাবিদ, লেখক ও সমাজ কর্মী। (মৃ. ১৯৯০)
- ১৯২২ - সৈয়দ ওয়ালীউল্লাহ, একজন বাঙালি কথাশিল্পী। (মৃ. ১৯৭১)
- ১৯২৬ -
- সুকান্ত ভট্টাচার্য, বাংলা সাহিত্যের প্রগতিশীল চেতনার কিশোর কবি। (মৃ.১৩/০৫/১৯৪৭)
- পণ্ডিত প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি উচ্চাঙ্গ কণ্ঠসঙ্গীত শিল্পী। (মৃ.১৯৯৭)
- ১৯৩১ - শরৎকুমার মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি কবি। (মৃ.২০২১)
- ১৯৩৭ - নয়ীম গহর, বাংলাদেশী গীতিকার। (মৃ. ২০১৫)
- ১৯৩৮ - প্রাণ কুমার শর্মা, ভারতীয় কার্টুনিস্ট ও কমিকস লেখক।
- ১৯৪৫ - আল্যাঁ জুপে, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী।
- ১৯৪৫ - খালেদা জিয়া, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।
- ১৯৪৭ - রাখী গুলজার, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
- ১৯৫১ - লায়লা আরজুমান বানু, বাংলাদেশী রাজনীতিবিদ।
- ১৯৬৮ - আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন, বাংলাদেশী রাজনীতিবিদ।
- ১৯৭৩ - মারজুক রাসেল, বাংলাদেশী কবি, গীতিকার, মডেল এবং অভিনেতা।
- ১৯৮৯ - ঈশ্বর পাণ্ডে, ভারতীয় ক্রিকেটার।
মৃত্যু
সম্পাদনা- ৭৬৭ - আবু হানিফা, ফিকহশাস্ত্রের একজন প্রখ্যাত বিশেষজ্ঞ এবং হিজরী প্রথম শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ ইসলামী ব্যক্তিত্ব। (জ. ৬৯৯)
- ১৮৩৬ - ইতালীয় নোবেল বিজয়ী লেখক গারসিয়া ডেলেডা।
- ১৯১০ - গিরিশ চন্দ্র সেন, ইসলামবিষয়ক পণ্ডিত ও ব্রাহ্মধর্ম-প্রচারক।
- ১৯৪২ - মহাত্মা গান্ধীর ব্যক্তিগত সচিব মহাদেব দেসাই।
- ১৯৬০ - এরল হোমস, ইংরেজ ক্রিকেটার।
- ১৯৬৯ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়নের ছাত্র আব্দুল মালেক শহিদ হন।
- ১৯৭৫
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও প্রথম রাষ্ট্রপতি। (জ. ১৯২০)
- বেগম ফজিলাতুন্নেসা, বাংলাদেশের প্রথম ফার্স্ট লেডি এবং প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের স্ত্রী। (জ. ১৯৩০)
- শেখ কামাল, শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও ঢাকা আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা। (জ. ১৯৪৯)
- শেখ জামাল, শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র ও বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার। (জ. ১৯৫৪)
- শেখ রাসেল, শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র। (জ. ১৯৬৪)
- সুলতানা কামাল খুকী, বাংলাদেশী ক্রীড়াবিদ। (জ. ১৯৫২)
- আবদুর রব সেরনিয়াবাত, বাংলাদেশের রাজনীতিবিদ এবং প্রাক্তন ভূমি প্রশাসন, ভূমি সংস্কার ও ভূমি রাজস্ব ও বন্যানিয়ন্ত্রণ, পানিসম্পদ ও বিদ্যুৎ মন্ত্রী। (জ. ১৯২১)
- শেখ ফজলুল হক মনি, বাংলাদেশী রাজনীতিবিদ, সাংবাদিক এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা। (জ. ১৯৩৯)
- ১৯৭৮ - বাণীকুমার নামে সুপরিচিত বৈদ্যনাথ ভট্টাচার্য, ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, গীতিকার, প্রযোজক ও নাট্য পরিচালক। (জ. ১৯০৭)
- ১৯৯৪ - হরপ্রসাদ মিত্র, কবি ও সাহিত্য সমালোচক।
- ২০১৮ -অজিত ওয়াড়েকর, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার।(জ.১৯৪১)
- ২০২০ - মুর্তজা বশীর, প্রখ্যাত চিত্রশিল্পী।
- ২০২১ - গের্ড মুলার, জার্মান ফুটবলার (জ. ১৯৪৫)
- ২০২৩ -
- মহম্মদ হাবিব, ভারতীয় ফুটবলার। (জ. ১৯৪৯)
- বিন্দেশ্বর পাঠক,ভারতীয় সমাজবিজ্ঞানী , সামাজিক উদ্যোক্তা এবং সুলভ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা। (জ.১৯৪৩)
- ২০২৪ - রাম নারায়ণ আগরওয়াল, প্রখ্যাত ভারতীয় মিসাইল বিজ্ঞানী। (জ.১৯৪১)
ছুটি ও অন্যান্য
সম্পাদনা- ভারতের স্বাধীনতা দিবস (১৯৪৭)।
- বাংলাদেশের জাতীয় শোক দিবস।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মুক্তিযুদ্ধের ইতিহাস, মুহম্মদ জাফর ইকবাল(পৃ ১১)"। ২৭ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ১৫ আগস্ট সংক্রান্ত মিডিয়া রয়েছে।