রনজি ট্রফি

(Ranji Trophy থেকে পুনর্নির্দেশিত)

রনজি ট্রফি ভারতের একটি ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা। বিভিন্ন শহর ও রাজ্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ বা অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডের সমজাতীয় এই প্রতিযোগিতাটির নামকরণ হয়েছে নওয়ানগরের জাম সাহিব কুমার শ্রী রঞ্জিতসিংজির নামে, যিনি রনজি নামে পরিচিত ছিলেন।

রনজি ট্রফি
দেশভারত ভারত
ব্যবস্থাপকভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড
খেলার ধরনপ্রথম-শ্রেণীর ক্রিকেট
প্রথম টুর্নামেন্ট১৯৩৪
শেষ টুর্নামেন্ট২০২১-২২
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন এবং নক-আউট
দলের সংখ্যা২৭
বর্তমান চ্যাম্পিয়নসৌরাষ্ট্র (১ম শিরোপা)
সর্বাধিক সফলমুম্বাই (৪১টি শিরোপা)
সর্বাধিক রানওয়াসিম জাফর (১০১৪৩)
[১৯৯৬-২০১৬]
সর্বাধিক উইকেটরাজিন্দর গোয়েল (৬৪০)
[১৯৫৮-১৯৮৫]
২০২২–২৩ রঞ্জি ট্রফি

অংশগ্রহনকারী দল সম্পাদনা

তালিকা ও ঘরের মাঠ সম্পাদনা

গাঢ় রঙে আন্তর্জাতিক মাঠগুলো দেখানো হলো

নাম ঘরের মাঠ
বাংলা ইডেন গার্ডেন্স
বাংলা ক্রিকেট অ্যাকাডেমি মাঠ
ওড়িষ্যা বিকাশ ক্রিকেট গ্রাউন্ড , কটক
DRIEMS গ্রাউন্ড , কটক
KIIT স্টেডিয়াম, ভুবনেশ্বর
ঝাড়খন্ড JSCA আন্তর্জাতিক স্পোর্টস কমপ্লেক্স , রাঁচি
কিনান স্টেডিয়াম , জামশেদপুর
অসম বর্ষাপাড়া স্টেডিয়াম , গুয়াহাটি
মেঘালয় মেঘালয় ক্রিকেট আসোসিয়েশন স্টেডিয়াম , শিলং
নাগাল্যান্ড নাগাল্যান্ড ক্রিকেট আসোসিয়েশন স্টেডিয়াম , ডিমাপুর
ত্রিপুরা মহারাজা বীর বিক্রম কলেজ স্টেডিয়াম , আগরতলা
বিহার মঈন উল হক স্টেডিয়াম
গোয়া গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন একাডেমি মাঠ
পুডুচেরি ক্রিকেট অ্যাসোসিয়েশন পুডুচেরি গ্রাউন্ড
কর্ণাটক এম. চিন্নাস্বামী স্টেডিয়াম

কেএসসিএ ক্রিকেট স্টেডিয়াম বেলাগাভি

ডিআর বেন্দ্রে ক্রিকেট স্টেডিয়াম হুবলি

কেএসসিএ ক্রিকেট স্টেডিয়াম কমপ্লেক্স আলুর

জাস্ট ক্রিকেট একাডেমি ও গ্রাউন্ড রাজানুকুন্টে

কেএসসিএ ক্রিকেট স্টেডিয়াম শিবমোগা

শ্রীকান্তদত্ত নরসিংহ রাজা ওয়াডেয়ার গ্রাউন্ড মাইসুরু

The following 37 teams currently participate in the Ranji Trophy:

denotes newly added teams for the 2018–19 season

মানচিত্রে সম্পাদনা

পয়েন্ট সিস্টেম সম্পাদনা

  • সম্পূর্ণ জয় - 6 পয়েন্ট
  • বোনাস পয়েন্ট - ইনিংস বা 10 উইকেটে জয়ী হলে 1 পয়েন্ট
  • ড্রয়ের খেলা, 1 ম ইনিংসের লিড অর্জন - 3 পয়েন্ট
  • ড্রয়ের খেলা, 1 ম ইনিংসের রানে পিছিয়ে থেকে - 1 পয়েন্ট
  • কোন ফলাফল নেই - 1 পয়েন্ট
  • হার - 0 পয়েন্ট

দলভিত্তিক পরিসংখ্যান সম্পাদনা

শেষ ৪ বছরের (২০১৬-১৭ থেকে)
নাম চ্যাম্পিয়ন চূড়ান্তখেলা সেমিফাইনাল কোয়ার্টারফাইনাল
বিদর্ভ ২ বার ২ বার ২ বার ২ বার
সৌরাষ্ট্র ১ বার ২ বার ২ বার ২ বার
গুজরাত ১ বার ১ বার ২ বার ৪ বার
বাংলা ১ বার ২ বার ২ বার
মুম্বাই ১ বার ১ বার ২ বার
দিল্লি ১ বার ১ বার ১ বার
কর্ণাটক ৩ বার ৪ বার
কেরালা ১ বার ২ বার
তামিলনাড়ু ১ বার ১ বার
ঝাড়খন্ড ১ বার ১ বার
ওডিশা ২ বার
অন্ধ্র ১ বার
জম্মু কাশ্মীর ১ বার
গোয়া ১ বার
রাজস্থান ১ বার
উত্তর প্রদেশ ১ বার
উত্তরাখন্ড ১ বার
মধ্য প্রদেশ ১ বার
হায়দরাবাদ ১ বার
হরিয়ানা ১ বার

মৌসুম ভিত্তিক পরিসংখ্যান সম্পাদনা

মৌসুম বিজয়ী রানার আপ সর্বাধিক রান সর্বাধিক পঞ্চাশ (বা বেশি) সর্বাধিক উইকেট সর্বাধিক পাঁচ উইকেট এক ইনিংসে ফাইনাল ম্যাচের মাঠ উৎস
২০০৮-০৯ মুম্বাই উত্তরপ্রদেশ ওয়াসিম জাফর (১২৬০) ওয়াসিম জাফরঅজিঙ্কা রাহানে (৯) ধবল কুলকার্নিরবীন্দ্র জাদেজা (৪২) লক্ষ্মীপতি বালাজি , সামাদ ফাল্লাহ , ধবল কুলকার্নি , মনীশ পরমার ও রবীন্দ্র জাদেজা (৪) রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদ ২০০৮-০৯
২০০৯-১০ মুম্বাই কর্ণাটক মনীষ পাণ্ডে (৮৮২) মনীষ পাণ্ডে (৮) অভিমন্যু মিথুন (৪৭) রণদেব বোস , লব অভিলাষ এবং অভিমন্যু মিথুন (৩) শ্রীকান্তদত্ত নরসিংহ রাজা ওয়াদিয়ার গ্রাউন্ড, মহীশূর ২০০৯-১০
২০১০-১১ রাজস্থান বড়োদরা বদ্রীনাথ (৯২২) অমিত বর্মা (৮) ভার্গব ভট্ট (৪৭) ভার্গব ভট্ট (৪) মতি বাগ স্টেডিয়াম, বড়োদরা ২০১০-১১
২০১১-১২ রাজস্থান তামিলনাড়ু রবিন বিস্ট (১০৩৪) রবিন বিস্ট (৮) টিপি সুধীন্দ্র (৪০) টিপি সুধীন্দ্র ও অশোক দিন্দা (৪) এম. এ. চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই ২০১১-১২
২০১২-১৩ মুম্বাই সৌরাষ্ট্র জীবনজোত সিং (৯৯৫) অভিষেক নায়ার (১১) ঈশ্বর পাণ্ডে (৪৮) ঈশ্বর পাণ্ডে (৫) ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই ২০১২-১৩
২০১৩-১৪ কর্ণাটক মহারাষ্ট্র কেদার যাদব (১২২৩) মহেশ রাওয়াত, অঙ্কিত বাওনে, ফৈজ ফজল ও কেদার যাদব (৮) ঋষি ধাওয়ান (৪৯) ঋষি ধাওয়ান (৬) রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদ ২০১৩-১৪
২০১৪-১৫ কর্ণাটক তামিলনাড়ু রবিন উথাপ্পা (৯১২) শ্রেয়াস আইয়ার (৮) বিনয় কুমার ও শার্দুল ঠাকুর (৪৮) স্বরূপম পুরকায়স্থ ও শার্দুল ঠাকুর (৫) ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই ২০১৪-১৫
২০১৫-১৬ মুম্বই সৌরাষ্ট্র শ্রেয়াস আইয়ার (১৩২১) শ্রেয়াস আইয়ার (১১) শাহবাজ নাদীম (৫১) রবীন্দ্র জাদেজা (৬) মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, পুনে ২০১৫-১৬
২০১৬-১৭ গুজরাত মুম্বই প্রিয়াঙ্ক পাঞ্চাল (১৩১০) রাহুল সিং ও প্রিয়াঙ্ক পাঞ্চাল (৯) শাহবাজ নাদীম (৫৬) অশোক দিন্দা ও অনুপম সংকলেছা (৫) হোলকার স্টেডিয়াম, ইন্দোর ২০১৬-১৭
২০১৭-১৮ বিদর্ভ দিল্লি মায়াঙ্ক আগারওয়াল (১১৬০) মায়াঙ্ক আগারওয়াল (৭) জলজ সাক্সেনা (৪৪) রাজনীশ গুরবানী (৫) হোলকার স্টেডিয়াম, ইন্দোর ২০১৭-১৮
২০১৮-১৯ বিদর্ভ সৌরাষ্ট্র ওয়াসিম জাফর (১০৩৭) প্রিয়াঙ্ক পাঞ্চাল ও শেলডন জ্যাকসন (৯) ধর্মেন্দ্ৰসিংহ জাদেজা (৫৯) অনিকেত চৌধুরী (৭) বিদর্ভ ক্রিকেট সংস্থা স্টেডিয়াম, নাগপুর ২০১৮-১৯
২০১৯–২০ সৌরাষ্ট্র বাংলা সরফরাজ খান (৯২৮) দেবদূত পাদিক্কাল (৭) জয়দেব উনাদকাট (৬৭) জয়দেব উনাদকাট (৭) সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থা স্টেডিয়াম ২০১৯-২০
২০২০-২১ কোভিড-১৯ মহামারীর কারণে বাতিল হয়
২০২১-২২

বহিঃসংযোগ সম্পাদনা