তামিলনাড়ু ক্রিকেট দল

(মাদ্রাজ ক্রিকেট দল থেকে পুনর্নির্দেশিত)

তামিলনাড়ু ক্রিকেট দল ভারতের তামিলনাড়ু রাজ্যের প্রতিনিধিত্ব করে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত একটি ঘরোয়া ক্রিকেট দল।এটি সাদা বলের ঘরোয়া সার্কিটের অন্যতম প্রভাবশালী দল। দলটি রঞ্জি ট্রফিতে খেলে, ভারতের ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্টের সর্বোচ্চ স্তর এবং লিস্ট এ টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি এবং সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। তারা দুবার রঞ্জি ট্রফি জিতেছে এবং নয়বার রানার্স-আপ হয়েছে।[] তারা এমন দল যারা বিজয় হাজারে ট্রফি এবং সৈয়দ মুশতাক আলী ট্রফি প্রায়শই জিতেছে। তারাই প্রথম দল যারা সৈয়দ মোশতাক আলী ট্রফি জিতেছিল। মাদ্রাজ রাজ্যের নাম পরিবর্তন করে তামিলনাড়ু করার আগে ১৯৭০-৭১ মৌসুম পর্যন্ত দলটি মাদ্রাজ নামে পরিচিত ছিল। তামিলনাড়ুই একমাত্র দল যারা ভারতে পাঁচটি ভিন্ন ভিন্ন ভারতীয় ঘরোয়া ট্রফি (রঞ্জি ট্রফি, ইরানি ট্রফি, সৈয়দ মুশতাক আলী ট্রফি, বিজয় হাজারে ট্রফি এবং দেওধর ট্রফি) জিতেছেন।

তামিলনাড়ু ক্রিকেট দল
কর্মীবৃন্দ
অধিনায়কসাই কিশোর (এফসি)
দীনেশ কার্তিক (এলএ)
ওয়াশিংটন সুন্দর (টি২০)
কোচসুলক্ষণ কুলকার্নি
মালিকতামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন
দলের তথ্য
রং  হলুদ   গাঢ় নীল
প্রতিষ্ঠা১৮৬৪
স্বাগতিক মাঠএম এ চিদাম্বরম স্টেডিয়াম
ধারণক্ষমতা৫০,০০০
ইতিহাস
প্রথম শ্রেণী অভিষেকমেরিলেবোন ক্রিকেট ক্লাব
১৯২৭ সালে
মাদ্রাজ ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, মাদ্রাজ
রঞ্জি ট্রফি জয়
ইরানি কাপ জয়
দেওধর ট্রফি জয়
বিজয় হাজারে ট্রফি জয়
সৈয়দ মুশতাক আলী ট্রফি জয়
দাপ্তরিক ওয়েবসাইটটিএনসিএ

হোম গ্রাউন্ড

সম্পাদনা

দলটি এম এ চিদাম্বরম স্টেডিয়ামে অবস্থিত, বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি এম এ চিদাম্বরমের নামে নামকরণ করা হয়েছে। ১৯১৬ সালে প্রতিষ্ঠিত, এটির ধারণক্ষমতা ৩৮,০০০ এবং ১৯৯৬ সালে ফ্লাডলাইট প্রতিষ্থাপন করা হয়েছিল।[]

সাফল্য

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Ranji Trophy winners list : Teams who have won most Indian championships"fastcricket.com 
  2. "MA Chidambaram Stadium | India | Cricket Grounds | ESPN Cricinfo"Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৬-১০-২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা