২০২১–২২ রঞ্জি ট্রফি

২০২১–২২ রঞ্জি ট্রফি হল ভারতের প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা রঞ্জি ট্রফির ৮৭তম আসর।[][] দুটি পর্বে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রথম গ্রুপ পর্ব ১৭ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ[] ও নক-আউট পর্ব ৬ থেকে ২৬ জুন পর্যন্ত।[][] কোভিড-১৯ মহামারীর জন্য প্রতিযোগিতা শুরু হতে অনেকটা দেরি হওয়ায় পূর্বের আসরের মত পাঁচটি গ্রুপ করা হয়নি বরং আটটি এলিট গ্রুপে দলগুলিকে বিভক্ত করা হয় এবং প্লেট গ্রুপ রাখা হয়।[] আটটি এলিট গ্রুপের প্রতিটির প্রথম স্থানাধিকারী দলগুলি নক-আউট পর্বে উত্তীর্ণ হয় এবং আটটি দলের মধ্যে প্রথম সাতটি সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ পায় এবং সর্বশেষ দলটি প্লেট গ্রুপের শীর্ষ স্থানাধিকারী দলের সঙ্গে প্রাক-কোয়ার্টার ফাইনাল ম্যাচে অবতীর্ণ হয়।[]

২০২১–২২ রঞ্জি ট্রফি
রঞ্জি ট্রফি
তারিখ১৭ ফেব্রুয়ারি – ২৬ জুন ২০২২
তত্ত্বাবধায়কবিসিসিআই
ক্রিকেটের ধরনপ্রথম-শ্রেণীর ক্রিকেট
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিননক-আউট
আয়োজক ভারত
বিজয়ীমধ্যপ্রদেশ[] (১ম শিরোপা)
রানার-আপমুম্বই
অংশগ্রহণকারী দলসংখ্যা৩৮
খেলার সংখ্যা৬৫
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়সরফরাজ খান (মুম্বই)
সর্বাধিক রান সংগ্রহকারীসরফরাজ খান (৯৮২) (মুম্বই)
সর্বাধিক উইকেটধারীশামস মুলানি (৪৫) (মুম্বই)

প্রতিযোগিতার প্রথম রাউন্ডেই বিহারের সাকিবুল গাজি প্রথম-শ্রেণীর ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে অভিষেক ম্যাচে ত্রিশতরান করেন।[] ফাইনালে মধ্যপ্রদেশ মুম্বইকে ৬ উইকেটে হারিয়ে প্রথম বারের জন্য বিজয়ী হয়।[][১০]

দলগুলির গ্রুপ অনুযায়ী বিভাজন:[১১]

গ্রুপ এ (রাজকোট) গ্রুপ বি (কটক) গ্রুপ সি (চেন্নাই) গ্রুপ ডি (আহমেদাবাদ) গ্রুপ ই (ত্রিবান্দ্রম)
গ্রুপ এফ (দিল্লি) গ্রুপ জি (হরিয়ানা) গ্রুপ এইচ (গুয়াহাটি) প্লেট গ্রুপ (কলকাতা)

গ্রুপ পর্ব

সম্পাদনা

গ্রুপ এ

সম্পাদনা
অব দল খেলা হা টাই ড্র ফহ পয়েন্ট রা/উ যোগ্যতা অর্জন
মধ্যপ্রদেশ ১৪ ২.১৪৭ কোয়ার্টার‌-ফাইনালে উন্নীত
কেরালা ১৪ ১.৬৪৮
গুজরাট ১.১০৫
মেঘালয় ০.২৩৪
৬ মার্চ ২০২২ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: ইএসপিএন ক্রিকইনফো

গ্রুপ বি

সম্পাদনা
অব দল খেলা হা টাই ড্র ফহ পয়েন্ট রা/উ যোগ্যতা অর্জন
বাংলা ১৮ ১.৩০৮ কোয়ার্টার‌-ফাইনালে উন্নীত
হায়দ্রাবাদ ১২ ১.১৯৬
বরোদা ০.৯৩৮
চণ্ডীগড় ০.৬৯৪
৬ মার্চ ২০২২ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: ইএসপিএন ক্রিকইনফো

গ্রুপ সি

সম্পাদনা
অব. দল খে হা ফহ ড্র পয়েন্ট কোশেন্ট
কর্ণাটক ১৬ ১.৬৮১
রেলওয়েজ ১০ ১.৩২৪
জম্মু ও কাশ্মীর ০.৭৮২
পুদুচেরি ০.৫৪৮
  •   কোয়ার্টার-ফাইনালে উত্তীর্ণ

গ্রুপ ডি

সম্পাদনা
অব. দল খে হা ফহ ড্র পয়েন্ট কোশেন্ট
মুম্বই ১৬ ১.৮৯৩
সৌরাষ্ট্র ১৪ ১.৪৪১
ওড়িশা ০.৪৫৩
গোয়া ০.৭৯১

গ্রুপ ই

সম্পাদনা
অব. দল খে হা ফহ ড্র পয়েন্ট কোশেন্ট
উত্তরাখণ্ড ১২ ১.৩৯৮
অন্ধ্রপ্রদেশ ১.১৮৩
সার্ভিসেস ০.৮৭২
রাজস্থান ০.৭২৩

গ্রুপ এফ

সম্পাদনা
অব. দল খে হা ফহ ড্র পয়েন্ট কোশেন্ট
পাঞ্জাব ১৬ ১.৪৬৬
হরিয়ানা ১.১০২
হিমাচল প্রদেশ ১.০০৬
ত্রিপুরা ০.৫৮১

গ্রুপ জি

সম্পাদনা
অব. দল খে হা ফহ ড্র পয়েন্ট কোশেন্ট
উত্তরপ্রদেশ ১৩ ০.৯৫৩
বিদর্ভ ১২ ২.১১৬
মহারাষ্ট্র ০.৮৯৮
অসম ০.৬৪৫

গ্রুপ এইচ

সম্পাদনা
অব. দল খে হা ফহ ড্র পয়েন্ট কোশেন্ট
ঝাড়খণ্ড ১২ ০.৯৫৮
ছত্তিশগড় ১০ ০.৯০৬
তামিলনাড়ু ১.০৩৫
দিল্লি ১.০৬৯

প্লেট গ্রুপ

সম্পাদনা
অব. দল খে হা ফহ ড্র পয়েন্ট কোশেন্ট
নাগাল্যান্ড ১৯ ২.৩০৪
মণিপুর ১০ ১.০৬২
সিকিম ১.২২৭
অরুণাচল প্রদেশ ০.৫৭১
বিহার ১.২৪৯
মিজোরাম ০.৪৬৬

নক-আউট পর্ব

সম্পাদনা
  প্রাক্ কোয়ার্টার-ফাইনাল
এইচ১  ঝাড়খণ্ড ৮৮০ ও ৪১৭/৬
পি১  নাগাল্যান্ড ২৮৯

কোয়ার্টার-ফাইনাল সেমি-ফাইনাল ফাইনাল
         
এইচ১ ঝাড়খণ্ড ২৯৮
বি১ বাংলা ৭৭৩/৭ডি. ও ৩১৮/৭ডি.
বি১ বাংলা ২৭৩ ও ১৭৫
এ১ মধ্যপ্রদেশ ৩৪১ ও ২৮১
এফ১ পাঞ্জাব ২১৯ ও ২০৩
এ১ মধ্যপ্রদেশ ৩৯৭ ও ২৬/০
এ১ মধ্যপ্রদেশ ৫৩৬ ও ১০৮/৪
ডি১ মুম্বই ৩৭৪ ও ২৬৯
ডি১ মুম্বই ৬৪৭/৮ডি. ও ২৬১/৩ডি.
ই১ উত্তরাখণ্ড ১১৪ ও ৬৯
ডি১ মুম্বই ৩৯৩ ও ৫৩৩/৪ ডি.
জি১ উত্তরপ্রদেশ
সি১ কর্ণাটক ২৫৩ ও ১১৪
জি১ উত্তরপ্রদেশ ১৫৫ ও ২১৩/৫

ফাইনাল

সম্পাদনা
২২–২৬ জুন ২০২২
ফাইনাল
স্কোরকার্ড
৩৭৪ (১২৭.৪ ওভার)
সরফরাজ খান ১৩৪ (২৩৪)
গৌরব যাদব ৪/১০৬ (৩৫.৪ ওভার)
৫৩৬ (১৭৭.২ ওভার)
যশ দুবে ১৩৩ (৩৩৬)
শামস মুলানি ৫/১৭৩ (৬৩.২ ওভার)
২৬৯ (৫৭.৩ ওভার)
সরফরাজ খান ৪৫ (৪৮)
কুমার কার্তিকেয় ৪/৯৮ (২৫ ওভার)
১০৮/৪ (২৯.৫ ওভার)
হিমাংশু মন্ত্রী ৩৭ (৫৫)
শামস মুলানি ৩/৪১ (১৩ ওভার)
  • মুম্বই টসে জয়ী হয় ও ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • পার্থ সাহানী (মধ্যপ্রদেশ)-এর প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে।
  1. ১৯৪৫–৪৬ ও ১৯৫২–৫৩ আসরে মধ্যপ্রদেশ হোলকার নামে খেলেছিল ও শিরোপা জয়লাভ করেছিল। ২০২১–২২ তাদের মধ্যপ্রদেশ নামে প্রথম শিরোপা জয়লাভ।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Ranji Trophy returns as BCCI announces full 2021-22 domestic season"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২১ 
  2. "BCCI announces India's domestic season for 2021-22"The Board of Control for Cricket in India। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২১ 
  3. "Ranji Trophy: BCCI permits 20 players, 2 Covid reserves"CricBuzz। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২২ 
  4. "BCCI unveils two-phased plan for Ranji Trophy"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২২ 
  5. "Bengaluru to host Ranji Trophy knockouts from June 4"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২ 
  6. "Ranji Trophy to begin on February 10"CricBuzz। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২২ 
  7. "FAQs: Everything you wanted to know about the 2021-22 Ranji Trophy"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২২ 
  8. "Ranji Trophy: Bihar's Sakibul Gani creates world record on first-class debut with incredible triple-century"Hindustan Times। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২২ 
  9. "Dubey, Shubham, Patidar, bowlers fashion Madhya Pradesh's maiden Ranji Trophy title"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২২ 
  10. "Mumbai vs Madhya Pradesh highlights, Ranji Trophy Final 2022: Madhya Pradesh beat Mumbai by 6 wickets to win their maiden Ranji Trophy title"The Times of India। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২২ 
  11. "65 matches, 9 venues, 2 phases: Ranji Trophy after 22 months"The Indian Express। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২২ 

বহিঃসংযোগ

সম্পাদনা