নওয়ানগর ক্রিকেট দল

(নবনগর ক্রিকেট দল থেকে পুনর্নির্দেশিত)

নওয়ানগর ক্রিকেট দল ছিল একটি ভারতীয় ঘরোয়া ক্রিকেট দল যা ১৯৩৬ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর ক্রিকেটে সক্রিয় ছিল, রঞ্জি ট্রফির পশ্চিম অঞ্চলে বারোটি মৌসুমে কাজ করেছিল। এটি গুজরাতের জামনগরে অবস্থিত ছিল, যা তখন নওয়ানগর রাজ্যের অংশ ছিল। [১] [২]

নওয়ানগর ক্রিকেট দল
দলের তথ্য
প্রতিষ্ঠা১৯৩৬
শেষ ম্যাচ১৯৪৭
স্বাগতিক মাঠঅজিতসিংজি গ্রাউন্ড, জামনগর
ইতিহাস
প্রথম শ্রেণী অভিষেকসিন্ধু
১৯৩৬ সালে
গুজরাত কলেজ গ্রাউন্ড, আহমেদাবাদ
রঞ্জি ট্রফি জয়

১৯৩৬-৩৭ সালে নওয়ানগর তার একমাত্র রঞ্জি ট্রফি জিতেছিল যখন এটি ফাইনালে বাংলাকে পরাজিত করেছিল।[৩] [৪] এটির স্থলাভিষিক্ত হয় সৌরাষ্ট্র, যা ১৯৫০-৫১ সালে রঞ্জি ট্রফিতে প্রতিদ্বন্দ্বিতা শুরু করে।

সাফল্য সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. CricketArchive – Nawanagar first-class matches
  2. Nawanagar
  3. "Bengal v Nawanagar"। CricketArchive। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৭ 
  4. "Bengal v Nawanagar"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৭