জুটি (ক্রিকেট)
জুটি (ইংরেজি: Partnership) ক্রিকেট খেলার পরিভাষাবিশেষ। দুইজন ব্যাটসম্যানকে সর্বদাই মাঠে অবস্থান করতে হয়। তবে, যে-কোন সময়ে কেবলমাত্র একজন ব্যাটসম্যানকে স্ট্রাইকারের ভূমিকায় অবতীর্ণ হতে হয়। দুইজন ব্যাটসম্যানের ঐ জুটি তখনই শেষ হবে যখন - তাদের কেউ আউট হবে বা রিটায়ার হবে বা ইনিংস ঘোষণা হলে বা ওভার শেষ হয়ে গেলে বা দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইনিংসের মাঝখানে পরিত্যক্ত ঘোষণা করা হলে বা খেলার পরিবেশ বিপজ্জ্বনক হলে।
বিভিন্ন ক্রিকেট পরিসংখ্যানবিদগণ এ জুটিতে রান সংগ্রহ, তা অতিরিক্ত রান কিনা, কত মিনিট সময় ব্যয় ও কতসংখ্যক বল মোকাবেলা করেছেন - তা তুলে ধরেন। প্রায়শঃই নির্দিষ্ট উইকেটে কি ধরনের ভূমিকা রেখেছে তা বর্ণনা করা হয়ে থাকে। যেমন - তৃতীয় উইকেট জুটি বা উদ্বোধনী জুটি বা প্রথম উইকেট জুটি হিসেবে বলা হয়। যদি কোন কারণে মূল ব্যাটসম্যান মাঠ থেকে রিটায়ার হার্ট হয়েছেন কিন্তু অপরাজিত অবস্থায় মাঠ ত্যাগ করেছেন, তাহলে একাধিক ব্যাটসম্যানের সমন্বয়ে জুটি হতে পারে।
ব্যাটিং জুটি
সম্পাদনাব্যাটিংকালে জুটির গুরুত্বতা অপরিসীম। সাধারণতঃ দলের সেরা ব্যাটসম্যানদ্বয় একত্রে মুক্তভাবে নিজস্ব ধরনে খেলে থাকেন। অনেকক্ষেত্রে এর ব্যতিক্রম হতে পারে। যেমন: মার্কাস ট্রেসকোথিক আক্রমণাত্মক স্ট্রোকপ্লেয়ার ও মাইক অ্যাথারটন রক্ষণাত্মক ভঙ্গীমায় বাঁধার প্রাচীর গড়ে তুলে ইংল্যান্ডের পক্ষে অনেকগুলো সফলতম উদ্বোধনী জুটি গড়েছেন। তবে, স্ট্রাইক পরিবর্তনের মাধ্যমে নিজেদের পছন্দের বোলারদের মোকাবেলায় উদ্বুদ্ধ করে থাকেন ও সাড়া দেয়ার মাধ্যমে রান সংগ্রহে ভূমিকা রাখেন। উদ্বোধনী জুটি ব্যাপক অর্থে নতুন বল মোকাবেলা করতে হয়। পরবর্তী জুটিতে এ চাপ কমে যায়, প্রায়শঃই স্পিন বোলিংয়ে পুরনো বলের মুখোমুখি হতে হয় ও এক পর্যায়ে দ্বিতীয় নতুন বলকে মোকাবেলা করতে হতে পারে।
সচরাচর বলা হয়ে থাকে যে, বামহাতি ও ডানহাতি ব্যাটসম্যানের মধ্যকার জুটি অন্য একইজাতীয় জুটির তুলনায় অধিক সফলতার স্বাক্ষর রাখে।[১] বেসবলের ক্ষেত্রে এ ধরনের বিষয়টি ‘লেফটি-রাইটি সুইচ’ নামে পরিচিত।
বোলিং জুটি
সম্পাদনানির্দিষ্ট দুইজন বোলার প্রায়শঃই বিভিন্ন খেলায় একত্রে অনেকগুলো ওভার বোলিং করতে থাকলে সচরাচর তাদেরকে বোলিং জুটিরূপে পরিচিতি ঘটানো হয়। [২]
উইকেট অনুযায়ী টেস্টে রেকর্ডধারী জুটি
সম্পাদনানভেম্বর, ২০২০ সাল অনুযায়ী সঠিক:[৩]
উইকেট | রান | জুটি | ব্যাটিংকারী দল | ফিল্ডিংয়ে অবস্থানকারী দল | মাঠ | মৌসুম |
---|---|---|---|---|---|---|
১ম | ৪১৫ | গ্রেইম স্মিথ ও নিল ম্যাকেঞ্জি | দক্ষিণ আফ্রিকা | বাংলাদেশ | চট্টগ্রাম | ২০০৮ |
২য় | ৫৭৬ | রোশন মহানামা ও সনাথ জয়াসুরিয়া | শ্রীলঙ্কা | ভারত | কলম্বো | ১৯৯৭ |
৩য় | ৬২৪ | মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা | শ্রীলঙ্কা | দক্ষিণ আফ্রিকা | কলম্বো | ২০০৬ |
৪র্থ | ৪৪৯ | অ্যাডাম ভোজেস ও শন মার্শ | অস্ট্রেলিয়া | ওয়েস্ট ইন্ডিজ | হোবার্ট | ২০১৫-১৬ |
৫ম | ৪০৫ | ডোনাল্ড ব্র্যাডম্যান ও সিড বার্নস | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | সিডনি | ১৯৪৬-৪৭ |
৬ষ্ঠ | ৩৯৯ | বেন স্টোকস ও জনি বেয়ারস্টো | ইংল্যান্ড | দক্ষিণ আফ্রিকা | কেপ টাউন | ২০১৬ |
৭ম | ৩৪৭ | ক্লেয়ারমন্ট দেপিয়াজা ও ডেনিস অ্যাটকিনসন | ওয়েস্ট ইন্ডিজ | অস্ট্রেলিয়া | ব্রিজটাউন | ১৯৫৪-৫৫ |
৮ম | ৩৩২ | জোনাথন ট্রট ও স্টুয়ার্ট ব্রড | ইংল্যান্ড | পাকিস্তান | লর্ডস | ২০১০ |
৯ম | ১৯৫ | এমভি বাউচার ও প্যাট সিমকক্স | দক্ষিণ আফ্রিকা | পাকিস্তান | জোহেন্সবার্গ | ১৯৯৮ |
১০ম | ১৯৮ | জো রুট ও জেমস অ্যান্ডারসন | ইংল্যান্ড | ভারত | নটিংহাম | ২০১৪ |
যে-কোন উইকেটে শীর্ষ ১০ টেস্ট জুটি
সম্পাদনা১৮ মার্চ, ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক:[৪]
উইকেট | রান | জুটি | ব্যাটিংকারী দল | ফিল্ডিংয়ে অবস্থানকারী দল | মাঠ | মৌসুম |
---|---|---|---|---|---|---|
৬২৪ | ৩য় | মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা | শ্রীলঙ্কা | দক্ষিণ আফ্রিকা | কলম্বো | ২০০৬ |
৫৭৬ | ২য় | রোশন মহানামা ও সনাথ জয়াসুরিয়া | শ্রীলঙ্কা | ভারত | কলম্বো | ১৯৯৭ |
৪৬৭ | ৩য় | অ্যান্ড্রু জোন্স ও মার্টিন ক্রো | নিউজিল্যান্ড | শ্রীলঙ্কা | ওয়েলিংটন | ১৯৯০-৯১ |
৪৫১ | ২য় | ডোনাল্ড ব্র্যাডম্যান ও ডব্লিউ এইচ পন্সফোর্ড | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | সিডনি | ১৯৩৪ |
৪৫১ | ৩য় | মুদাসসর নজর ও জাভেদ মিয়াঁদাদ | পাকিস্তান | ভারত | হায়দ্রাবাদ, পাকিস্তান | ১৯৮২-৮৩ |
৪৪৯ | ৪র্থ | অ্যাডাম ভোজেস ও শন মার্শ | অস্ট্রেলিয়া | ওয়েস্ট ইন্ডিজ | বেলেরিভ ওভাল | ২০১৫-১৬ |
৪৪৬ | ২য় | কনরাড হান্ট ও গারফিল্ড সোবার্স | ওয়েস্ট ইন্ডিজ | পাকিস্তান | দি ওভাল | ১৯৫৭-৫৮ |
৪৩৮ | ২য় | মারভান আতাপাত্তু ও কুমার সাঙ্গাকারা | শ্রীলঙ্কা | জিম্বাবুয়ে | বুলাওয়ে | ২০০৪ |
৪৩৭ | ৪র্থ | মাহেলা জয়াবর্ধনে ও থিলান সামারাবীরা | শ্রীলঙ্কা | পাকিস্তান | করাচী | ২০০৮-০৯ |
৪২৯* | ৩য় | জ্যাকুয়েস রুডল্ফ ও বোয়েতা ডিপেনার | দক্ষিণ আফ্রিকা | বাংলাদেশ | চট্টগ্রাম | ২০০৩ |
উইকেট অনুযায়ী প্রথম-শ্রেণীর ক্রিকেটে রেকর্ডধারী জুটি
সম্পাদনা১৪ অক্টোবর, ২০১৬ তারিখ অনুযায়ী সঠিক:[৫]
উইকেট | রান | জুটি | ব্যাটিংকারী দল | ফিল্ডিংয়ে অবস্থানকারী দল | মাঠ | মৌসুম |
---|---|---|---|---|---|---|
১ম | ৫৬১ | ওয়াহিদ মির্জা ও মনসুর আখতার | করাচী হোয়াইটস | কোয়েটা | করাচী | ১৯৭৬-৭৭ |
২য় | ৫৮০ | রাফাতুল্লাহ মোহমান্দ ও আমির সাজ্জাদ | ওয়াপদা | এসএসজিসি | শেখুপুরা | ২০০৯-১০ |
৩য় | ৬২৪ | মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা | শ্রীলঙ্কা | দক্ষিণ আফ্রিকা | কলম্বো | ২০০৬ |
৪র্থ | ৫৭৭ | বিজয় হাজারে ও গুল মোহাম্মদ | বরোদরা | হোলকার | বরোদরা | ১৯৪৬-৪৭ |
৫ম | ৫২০* | চেতেশ্বর পুজারা ও রবি জাদেজা | সৌরাষ্ট্র | ওড়িশা | রাজকূট | ২০০৮-০৯ |
৬ষ্ঠ | ৪৮৭* | জর্জ হ্যাডলি ও ক্লেরেন্স পাসাইলাইগু | জ্যামাইকা | লর্ড টেনিসন একাদশ | কিংস্টন | ১৯৩১-৩২ |
৭ম | ৪৬০ | ভুপিন্দার সিং ও পঙ্কজ ধর্মানি | পাঞ্জাব | দিল্লি | দিল্লি | ১৯৯৪-৯৫ |
৮ম | ৪৩৩ | আর্থার সিমস ও ভিক্টর ট্রাম্পার | অস্ট্রেলিয়া | ক্যান্টারবারি | ক্রাইস্টচার্চ | ১৯১৩-১৪ |
৯ম | ২৮৩ | জন চ্যাপম্যান ও আর্নল্ড ওয়ারেন | ডার্বিশায়ার | ওয়ারউইকশায়ার | ব্ল্যাকওয়েল | ১৯১০ |
১০ম | ৩০৭ | অ্যালেন কিপাক্স ও হল হুকার | নিউ সাউথ ওয়েলস | ভিক্টোরিয়া | এমসিজি | ১৯২৮-২৯ |
* = নিরবচ্ছিন্ন জুটি
যে-কোন উইকেটে প্রথম-শ্রেণীর ক্রিকেটে রেকর্ডসংখ্যক জুটি
সম্পাদনা১৪ অক্টোবর, ২০১৬ তারিখ অনুযায়ী সঠিক:[৬]
উইকেট | রান | জুটি | ব্যাটিংকারী দল | ফিল্ডিংয়ে অবস্থানকারী দল | মাঠ | মৌসুম |
---|---|---|---|---|---|---|
৬২৪ | ৩য় | মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা | শ্রীলঙ্কা | দক্ষিণ আফ্রিকা | কলম্বো | ২০০৬ |
৫৯৪* | ৩য় | এসএম গুগলে ও এআর বনে | মহারাষ্ট্র | দিল্লি | মুম্বই | ২০১৬-১৭ |
৫৮০ | ২য় | রাফাতুল্লাহ মোহমান্দ ও আমির সাজ্জাদ | ওয়াপদা | এসএসজিসি | শেখুপুরা | ২০০৯-১০ |
৫৭৭ | ৪র্থ | বিজয় হাজারে ও গুল মোহাম্মদ | বরোদরা | হোলকার | বরোদরা | ১৯৪৬-৪৭ |
৫৭৬ | ২য় | রোশন মহানামা ও সনাথ জয়াসুরিয়া | শ্রীলঙ্কা | ভারত | কলম্বো | ১৯৯৭ |
৫৭৪* | ৪র্থ | এফএমএম ওরেল ও সিএল ওয়ালকট | বার্বাডোস | ত্রিনিদাদ | পোর্ট অব স্পেন | ১৯৪৫-৪৬ |
৫৬১ | ১ম | ওয়াহিদ মির্জা ও মনসুর আখতার | করাচী হোয়াইটস | কোয়েটা | করাচী | ১৯৭৬-৭৭ |
৫৫৫ | ১ম | পি হোমস ও এইচ সাটক্লিফ | ইয়র্কশায়ার | এসেক্স | লেটন | ১৯৩২ |
৫৫৪ | ১ম | জেটি ব্রাউন ও জে টানিক্লিফ | ইয়র্কশায়ার | ডার্বিশায়ার | চেস্টারফিল্ড | ১৮৯৮ |
৫৩৯ | ৩য় | এসডি জোগিয়ানি ও আর জাদেজা | সৌরাষ্ট্র | গুজরাত | সুরাট | ২০১২-১৩ |
* নিরবচ্ছিন্ন জুটি
উইকেট অনুযায়ী একদিনের আন্তর্জাতিকে রেকর্ডধারী জুটি
সম্পাদনা৫ মে, ২০১৯ তারিখ অনুযায়ী সঠিক:[৭]
উইকেট | রান | জুটি | ব্যাটিংকারী দল | ফিল্ডিংয়ে অবস্থানকারী দল | মাঠ | মৌসুম |
---|---|---|---|---|---|---|
১ম | ৩৬৫ | জন ক্যাম্পবেল ও শাই হোপ | ওয়েস্টইন্ডিজ | আয়ারল্যান্ড | ডাবলিন | ৫ মে, ২০১৯ |
২য় | ৩৭২ | ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস | ওয়েস্টইন্ডিজ | জিম্বাবুয়ে | ক্যানবেরা | ২৪ ফেব্রুয়ারি, ২০১৫ |
৩য় | ২৫৮ | ড্যারেন ব্র্যাভো ও দিনেশ রামদিন | ওয়েস্টইন্ডিজ | বাংলাদেশ | বাসেতেরে | ২৫ আগস্ট, ২০১৪ |
৪র্থ | ২৭৫* | মোহাম্মদ আজহারউদ্দিন ও অজয় জাদেজা | ভারত | জিম্বাবুয়ে | কটক | ৯ এপ্রিল, ১৯৯৮ |
৫ম | ২৫৬* | ডেভিড মিলার ও জেপি ডুমিনি | দক্ষিণ আফ্রিকা | জিম্বাবুয়ে | হ্যামিল্টন | ১৫ ফেব্রুয়ারি, ২০১৫ |
৬ষ্ঠ | ২৬৭* | গ্রান্ট এলিয়ট ও লুক রঙ্কি | নিউজিল্যান্ড | শ্রীলঙ্কা | ডুনেডিন | ২৩ জানুয়ারি, ২০১৫ |
৭ম | ১৭৭ | জোস বাটলার ও আদিল রশীদ | ইংল্যান্ড | নিউজিল্যান্ড | বার্মিংহাম | ৯ জুন, ২০১৫ |
৮ম | ১৩৮* | জাস্টিন কেম্প ও অ্যান্ড্রু হল | দক্ষিণ আফ্রিকা | ভারত | কেপ টাউন | ২৬ নভেম্বর, ২০০৬ |
৯ম | ১৩২ | অ্যাঞ্জেলো ম্যাথিউস ও লাসিথ মালিঙ্গা | শ্রীলঙ্কা | অস্ট্রেলিয়া | মেলবোর্ন | ৩ নভেম্বর, ২০১০ |
* = নিরবচ্ছিন্ন জুটি
রান অনুযায়ী ওডিআইয়ে সর্বোচ্চ রানের জুটি
সম্পাদনা৫ মে, ২০১৯ তারিখ অনুযায়ী সঠিক:[৮]
উইকেট | রান | জুটি | ব্যাটিংকারী দল | ফিল্ডিংয়ে অবস্থানকারী দল | মাঠ | মৌসুম |
---|---|---|---|---|---|---|
১ম | ৩৭৫ | ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস | ওয়েস্ট ইন্ডিজ | জিম্বাবুয়ে | ক্যানবেরা | ২৪ ফেব্রুয়ারি, ২০১৫ |
২য় | ৩৬৫ | জন ক্যাম্পবেল ও শাই হোপ | ওয়েস্ট ইন্ডিজ | আয়ারল্যান্ড | ডাবলিন | ৫ মে, ২০১৯ |
৩য় | ৩৩১ | শচীন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড় | ভারত | নিউজিল্যান্ড | হায়দ্রাবাদ | ৮ নভেম্বর, ১৯৯৯ |
৪র্থ | ৩১৮ | সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড় | ভারত | শ্রীলঙ্কা | টানটন | ২৬ মে, ১৯৯৯ |
৫ম | ৩০৪ | ইমাম-উল-হক ও ফখর জামান | পাকিস্তান | জিম্বাবুয়ে | বুলাওয়ে | ২০ জুলাই, ২০১৮ |
৬ষ্ঠ | ২৯২ | তামিম ইকবাল ও লিটন দাস | বাংলাদেশ | জিম্বাবুয়ে | সিলেট | ৬ মার্চ, ২০২০ |
৭ম | ২৮২* | কুইন্টন ডি কক ও হাশিম আমলা | দক্ষিণ আফ্রিকা | বাংলাদেশ | কিম্বার্লী | ১৫ অক্টোবর, ২০১৭ |
৮ম | ২৮২ | উপুল থারাঙ্গা ও তিলকরত্নে দিলশান | শ্রীলঙ্কা | জিম্বাবুয়ে | পল্লেকেলে | ১০ মার্চ, ২০১১ |
৯ম | ২৭৫* | মোহাম্মদ আজহারউদ্দিন ও অজয় জাদেজা | ভারত | জিম্বাবুয়ে | কটক | ৯ এপ্রিল, ১৯৯৮ |
১০ম | ৩৭২ | জেমস মার্শাল ও ব্রেন্ডন ম্যাককুলাম | নিউজিল্যান্ড | আয়ারল্যান্ড | আবেরদিন | ১ জুলাই, ২০০৮ |
* = নিরবচ্ছিন্ন জুটি
- শচীন তেন্ডুলকর ও সৌরভ গাঙ্গুলী উদ্বোধনী জুটিতে সর্বাধিক রান সংগ্রহের বিশ্বরেকর্ড গড়েন। তারা একত্রে ১৩৬ ইনিংসে ৬,৬০৯ রান করেন। তন্মধ্যে, ২১টি শতরান ও ২৩টি অর্ধ-শতরানের জুটি ছিল। উদ্বোধনী জুটিতে ২১টি শতরানের জুটিও বিশ্বরেকর্ডরূপে স্বীকৃত।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Kartikeya Date: Is there an advantage to having left-right pairs at the crease?"। www.espncricinfo.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৯।
- ↑ "Cricket's deadly bowling duos: Where do James Anderson and Stuart Broad rank?"। Sky Sports (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১১।
- ↑ "Records - Test matches - Partnership records - Highest partnerships by wicket - ESPNcricinfo"।
- ↑ "Records - Test matches - Partnership records - Highest partnerships for any wicket - ESPNcricinfo"।
- ↑ "Records - First-class matches - Partnership records - Highest partnerships by wicket - ESPNcricinfo"।
- ↑ "Records - First-class matches - Partnership records - Highest partnerships for any wicket - ESPNcricinfo"।
- ↑ "Records - One-Day Internationals - Partnership records - Highest partnerships by runs - ESPNcricinfo"।
- ↑ "Records - One-Day Internationals - Partnership records - Highest partnerships for any wicket - ESPNcricinfo"।
বহিঃসংযোগ
সম্পাদনা- A few marathon partnerships ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ মে ২০০৬ তারিখে from The Hindu
- Partnerships from Howstat
- List of record partnerships in Tests from ESPN.com
- Tests - Partnership Records from cricinfo.com
- first-class partnership records from CricketArchive ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ মার্চ ২০১৬ তারিখে