২৫তম বাচসাস পুরস্কার
২৫তম বাচসাস পুরস্কার হল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি কর্তৃক প্রদত্ত বাচসাস পুরস্কারের পঞ্চবিংশতম আয়োজন। ২০০৩ সালের চলচ্চিত্র, টেলিভিশন, মঞ্চ ও সঙ্গীতের বিভিন্ন ক্ষেত্রে সেরা অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। এই আয়োজনে ৫৪টি বিভাগে ৫২ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। আধিয়ার শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সর্বাধিক ৬টি বিভাগে পুরস্কার অর্জন করে।[১]
২৫তম বাচসাস পুরস্কার | ||||
---|---|---|---|---|
পুরস্কার দেওয়া হয় | ২০০৩ সালে চলচ্চিত্র, টেলিভিশন, মঞ্চ ও সঙ্গীতে অবদানের জন্য | |||
পুরস্কার প্রদান করে | বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি | |||
আয়োজক | বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি | |||
প্রদান | জুন ২০০৪ | |||
স্থান | হোটেল শেরাটন, ঢাকা, বাংলাদেশ | |||
উপস্থাপক | দেবাশীষ বিশ্বাস | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | আধিয়ার | |||
শ্রেষ্ঠ অভিনেতা | ফেরদৌস আহমেদ বউ শাশুড়ীর যুদ্ধ | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | শাবনূর বউ শাশুড়ীর যুদ্ধ | |||
সর্বাধিক পুরস্কার | আধিয়ার (৬টি) | |||
|
বিজয়ীদের তালিকা
সম্পাদনাচলচ্চিত্র
সম্পাদনাআজীবন সম্মাননা ও স্মারক পুরস্কার
সম্পাদনা- চলচ্চিত্র: সুভাষ দত্ত
- সঙ্গীত: আব্দুল জব্বার ও আপেল মাহমুদ
- আজিজ মিসির সমালোচক পুরস্কার: অরুন চৌধুরী (নাট্যকার)
- বিশেষ সম্মাননা পুরস্কার: মিতালী মুখার্জী (কণ্ঠশিল্পী)
টেলিভিশন
সম্পাদনাবিভাগ | বিজয়ী | টেলিভিশন কর্ম |
---|---|---|
শ্রেষ্ঠ টেলিফিল্ম | স্ত্রীর পত্র | |
শ্রেষ্ঠ নির্দেশক | মুস্তাফা মনোয়ার | স্ত্রীর পত্র |
শ্রেষ্ঠ অভিনেতা | আহমেদ রুবেল | লি |
শ্রেষ্ঠ অভিনেত্রী | গোলাম ফরিদা ছন্দা | স্ত্রীর পত্র |
শ্রেষ্ঠ টিভি সিরিয়াল | রঙের মানুষ | |
শ্রেষ্ঠ পরিচালক | সালাউদ্দিন লাভলু | রঙের মানুষ |
শ্রেষ্ঠ নাট্যকার | সেলিম আল দীন ও সালাউদ্দিন লাভলু | রঙের মানুষ |
শ্রেষ্ঠ অভিনেতা | এটিএম শামসুজ্জামান | রঙের মানুষ |
শ্রেষ্ঠ অভিনেত্রী | শমী কায়সার | স্বরবর্ণ থিয়েটার |
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | আ খ ম হাসান ও প্রাণ রায় | রঙের মানুষ |
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | ওয়াহিদা মল্লিক জলি | রঙের মানুষ |
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক | সালাউদ্দিন লাভলু | রঙের মানুষ |
শ্রেষ্ঠ টিভি নাটক | দুই কামরার সংসার | |
শ্রেষ্ঠ পরিচালক | সাজ্জাদ হোসেন দোদুল | লোভ |
শ্রেষ্ঠ নাট্যকার | মোহন খান | থাকা না থাকার মাঝখানে |
শ্রেষ্ঠ অভিনেতা | মাহফুজ আহমেদ | থাকা না থাকার মাঝখানে |
শ্রেষ্ঠ অভিনেত্রী | তাজিন আহমেদ | কথার কথা |
রুমানা রশীদ ঈশিতা | থাকা না থাকার মাঝখানে | |
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | জামাল উদ্দিন হোসেন | দিগন্তে দিঘুলী |
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | আফরোজা বানু | দিগন্তে দিঘুলী |
শ্রেষ্ঠ উপস্থাপক | হানিফ সংকেত | ইত্যাদি |
শ্রেষ্ঠ বিনোদনমূলক অনুষ্ঠান | হানিফ সংকেত (নির্দেশক) | ইত্যাদি |
শ্রেষ্ঠ তথ্যমূলক অনুষ্ঠান | তৃতীয় মাত্রা |
মঞ্চনাটক
সম্পাদনাবিভাগ | বিজয়ী |
---|---|
শ্রেষ্ঠ মঞ্চ নাটক | তৃণ পরনে শাল মঞ্জুরী |
শ্রেষ্ঠ মঞ্চদল | লোক নাট্যদল সিদ্ধেশ্বরী |
শ্রেষ্ঠ নাট্যকার | সৈয়দ মঞ্জুরুল ইসলাম |
শ্রেষ্ঠ অভিনেতা | এসকে বুখারী |
শ্রেষ্ঠ অভিনেত্রী | ত্রপা মজুমদার |
শ্রেষ্ঠ সেট ডিজাইন | মুস্তাফা মনোয়ার |
সঙ্গীত
সম্পাদনাবিভাগ | বিজয়ী |
---|---|
শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী | আসিফ আকবর |
শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী | ডলি সায়ন্তনী |
শ্রেষ্ঠ ব্যান্ডদল | হাসান (স্বাধীনতা) |
শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী (ব্যান্ড) | আইয়ুব বাচ্চু |
শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী (ব্যান্ড) | তিশমা |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ আফসার আহমেদ (২৮ জুন ২০০৪)। "32nd BACHSAS Awards: A glitzy night: Recognition of outstanding media talents"। দ্য ডেইলি স্টার। ১৮ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৬।