১৯৯৮-৯৯ এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশীপ

১৯৯৮-৯৯ এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশীপ ক্রিকেট প্রতিযোগিতা ১৪ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ, ১৯৯৯ তারিখে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।[] ভারত, পাকিস্তানশ্রীলঙ্কা দল প্রথমবারের মতো এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ঐ সময়ে টেস্ট ক্রিকেটের মর্যাদা না থাকায় বাংলাদেশ দল এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করতে পারেনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পরিকল্পনাধীন ৯-দলের সমন্বয়ে টেস্ট ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতা প্রবর্তনের পূর্বে পরীক্ষামূলকভাবে এ প্রতিযোগিতাটি করা হয়েছিল বলে ধারণা করা হয়।[] জানুয়ারি, ১৯৯৯ সালে সফর পরিচালনা, টেলিভিশন স্বত্ত্ব ও নিরাপত্তা বিষয়ের প্রেক্ষিতে প্রতিযোগিতাটি প্রায় বাতিলের পর্যায়ে চলে যাচ্ছিল।[][][]

১৯৯৮-৯৯ এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশীপ
তত্ত্বাবধায়কএশিয়ান ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনটেস্ট
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিনফাইনাল
আয়োজক ভারত
 পাকিস্তান
 শ্রীলঙ্কা
বিজয়ী পাকিস্তান (১ম শিরোপা)
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়পাকিস্তান ওয়াসিম আকরাম
সর্বাধিক রান সংগ্রহকারীশ্রীলঙ্কা মাহেলা জয়াবর্ধনে (২৯৭)
সর্বাধিক উইকেটধারীপাকিস্তান ওয়াসিম আকরাম (১৫)

চূড়ান্ত খেলায় পাকিস্তান ইনিংস ও ১৭৫ রানের ব্যবধানে শ্রীলঙ্কাকে পরাজিত করে প্রথম এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশীপের শিরোপা লাভ করে এবং পুরস্কারের অর্থমূল্য বাবদ $২৫০,০০০ লাভ করে। অন্যদিকে শ্রীলঙ্কা দল $১৪৫,০০০ ও প্রথম-রাউন্ডে পরাজিত ভারত দল $১০০,০০০ পায়।[] ম্যান অব দ্য ম্যাচম্যান অব দ্য সিরিজের অধিকারী ওয়াসিম আকরাম যথাক্রমে $৫,০০০ ও $২০,০০০ লাভ করেন।

খেলার ধরন

সম্পাদনা

রাউন্ড-রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত তিনটি খেলা দলগুলো একে-অপরের বিরুদ্ধে একবার করে অংশ নেয়। শীর্ষ দুই দল প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় মুখোমুখি হয়। জয়ে ১২, টাইয়ে ৬ পয়েন্ট লাভ করবে। ড্র কিংবা পরাজয়ের ক্ষেত্রে কোন পয়েন্ট বরাদ্দ রাখা হয়নি। বোলিংব্যাটিংশৈলীর উপর নির্ভর করে দলগুলোকে বোনাস পয়েন্ট সংগ্রহের বিধান রাখা হয়। কলকাতা, কলম্বো ও লাহোরে ঘূর্ণায়মান পদ্ধতিতে রাউন্ড-রবিন খেলা অনুষ্ঠিত হয়। তবে নিরপেক্ষ মাঠ হিসেবে বাংলাদেশের ঢাকায় চূড়ান্ত খেলা আয়োজন করা হয়।

দলীয় সদস্য

সম্পাদনা
  ভারত[]   পাকিস্তান[]   শ্রীলঙ্কা[]
১ম ও ২য় টেস্ট ১ম টেস্ট ২য় টেস্ট চূড়ান্ত খেলা ১ম টেস্ট ২য় টেস্ট চূড়ান্ত খেলা

এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশীপ

সম্পাদনা

১ম টেস্ট:   ভারত  পাকিস্তান ৬-১০ ফেব্রুয়ারি, ১৯৯৯

সম্পাদনা
৬-১০ ফেব্রুয়ারি, ১৯৯৯
স্কোরকার্ড
১৮৬ (৭৬.২ ওভার)
মঈন খান ৭০ (২৭১)
জাভাগাল শ্রীনাথ ৫/৪৬
২২৩ (৭৬.২ ওভার)
সদাগোপান রমেশ ৭৯ (১৭৬)
শোয়েব আখতার ৪/৭১
৩১৬ (৯৯ ওভার)
সাঈদ আনোয়ার ১৮৮ (২৫৯)
জাভাগাল শ্রীনাথ ৮/৮৬
২৩২ (৯১ ওভার)
ভিভিএস লক্ষ্মণ ৬৭ (১১৯)
শোয়েব আখতার ৪/৪৭
পাকিস্তান ৪৬ রানে বিজয়ী
ইডেন গার্ডেন্স, কলকাতা, ভারত
আম্পায়ার: স্টিভ বাকনর (ওয়েস্ট ইন্ডিজ) ও ডেভ অর্চার্ড (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: সাঈদ আনোয়ার (পাকিস্তান) ও জাভাগাল শ্রীনাথ (ভারত)
১ম টেস্ট শেষে পয়েন্ট তালিকা
দল খেলা জয় ড্র পরাজয় বোনাস
ব্যাটিং
বোনাস
বোলিং
মোট পয়েন্ট
পাকিস্তান ১৭
ভারত
শ্রীলঙ্কা

২য় টেস্ট:   শ্রীলঙ্কা  ভারত ২৪-২৮ ফেব্রুয়ারি, ১৯৯৯

সম্পাদনা
২৪-২৮ ফেব্রুয়ারি, ১৯৯৯
৫১৮/৭ (১৪২.৫ ওভার)
সদাগোপান রমেশ ১৪৩ (২১৪)
রাসেল আর্নল্ড ২/৯৪
৪৮৫ (১৫৯.১ ওভার)
মাহেলা জয়াবর্ধনে ২৪২ (৪৬৫)
অনিল কুম্বলে ৪/১৩৪
৩০৬/৫ (১০৪ ওভার)
শচীন তেন্ডুলকর ১২৪ (২৩৪)
অরবিন্দ ডি সিলভা ২/৫৯
২য় টেস্ট শেষে পয়েন্ট তালিকা
দল খেলা জয় ড্র পরাজয় বোনাস
ব্যাটিং
বোনাস
বোলিং
মোট পয়েন্ট
পাকিস্তান ১৭
ভারত ১০
শ্রীলঙ্কা

৩য় টেস্ট:   পাকিস্তান  শ্রীলঙ্কা ৪-৮ মার্চ, ১৯৯৯

সম্পাদনা
৪-৮ মার্চ, ১৯৯৯
৩২৮ (৮৪.২ ওভার)
রাসেল আর্নল্ড ১২৩ (২০৮)
ওয়াসিম আকরাম ৪/৩০
১৬৫/২ (৫১.১ ওভার)
রাসেল আর্নল্ড ৫৬ (১৫১)
শহীদ নাজির ১/২৭
৩য় টেস্ট শেষে পয়েন্ট তালিকা
দল খেলা জয় ড্র পরাজয় বোনাস
ব্যাটিং
বোনাস
বোলিং
মোট পয়েন্ট
পাকিস্তান ২৫
শ্রীলঙ্কা ১১
ভারত ১০

চূড়ান্ত খেলা:   পাকিস্তান  শ্রীলঙ্কা ১২-১৬ মার্চ, ১৯৯৯

সম্পাদনা
১২-১৬ মার্চ, ১৯৯৯
স্কোরকার্ড
২৩১ (৭৮ ওভার)
অরবিন্দ ডি সিলভা ৭২ (১৬৪)
আরশাদ খান ৫/৩৮
৫৯৪ (১৮৪.৫ ওভার)
ইজাজ আহমেদ ২১১ (৩৭২)
উপুল চন্দনা ৬/১৭৯
১৮৮ (৬৫.৩ ওভার)
হাসান তিলকরত্নে ৫৫ (১৫২)
ওয়াসিম আকরাম ৩/৩৩
পাকিস্তান ইনিংস ও ১৭৫ রানে বিজয়ী
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা, বাংলাদেশ
আম্পায়ার: ডেভিড শেফার্ড (ইংল্যান্ড) ও ডগ কাউয়ি (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইজাজ আহমেদ (পাকিস্তান)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. [১] Asian Test Championship from 14 Feb to 17 March (24 December 1998) 24 December 1998 by Peter Christie
  2. [২] Asian Test Championship: Pakistan to opt out if tour is cancelled 13 January 1999 By Our Sports Reporter
  3. [৩] Asian Test championships may be called off AFP
  4. [৪] Fate of Asian Test event still hangs in balance By Our Special Representative
  5. [৫] Inaugural Asian Test championships 11 February 1999 Sa'adi Thawfeeq
  6. [৬] Asian Test Cricket Championship, February - March 1999 Indian Squad
  7. [৭] Asian Test Cricket Championship, February - March 1999 Pakistani Squad
  8. [৮] Asian Test Cricket Championship, February - March 1999 Sri Lankan Squad

আরও দেখুন

সম্পাদনা