রাসেল টিফিন
রাসেল ব্লেয়ার টিফিন (ইংরেজি: Russell Blair Tiffin; জন্ম: ৪ জুন, ১৯৫৯) রোডেশিয়ার সলিসবারিতে জন্মগ্রহণকারী বর্তমান একদিনের আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার। পূর্বে তিনি টেস্ট ক্রিকেটে আম্পায়ারিত্ব করেছেন। ১৯৯৫ সাল থেকে তিনি আইসিসি’র সেরা আম্পায়ার তালিকায় সদস্য হিসেবে রয়েছেন। ২০০৮ সালের বসন্তে শুরু হওয়া নতুন ঘরানার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম আম্পায়ার ছিলেন তিনি।
ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | রাসেল ব্লেয়ার টিফিন |
জন্ম | সলিসবারি, রোডেশিয়া | ৪ জুন ১৯৫৯
উচ্চতা | ৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মিটার) |
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি |
ভূমিকা | আম্পায়ার |
ঘরোয়া দলের তথ্য | |
বছর | দল |
ওল্ড হারারিয়ান্স | |
আম্পায়ারিং তথ্য | |
টেস্ট আম্পায়ার | ৪৪ (১৯৯৫–২০০৯) |
ওডিআই আম্পায়ার | ১২৭ (১৯৯২–বর্তমান) |
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | |
| |
উৎস: Cricinfo, ৩ মে ২০১৩ |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাদেশের উত্তরাঞ্চলীয় টেঙ্গুই এলাকায় বসবাসকারী তার পরিবারের সদস্যরা কৃষক ছিলেন। ব্যাঙ্কেট প্রাথমিক বিদ্যালয় এবং হারারেতে অবস্থিত প্রিন্স এডওয়ার্ড হাইস্কুল অধ্যয়ন করেন টিফিন। সেখানে খেলার মাঠে উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হতেন তিনি। তিন বছর সামরিক বাহিনীতে চাকুরি করে তিনি ম্যাশোনাল্যান্ড দলের পক্ষ হয়ে খেললেন। এছাড়াও, ক্যাস্ট্রল জিম্বাবুয়ে দলের ম্যানেজার ছিলেন। ১৯৮৬ সালে আম্পায়ার হয়েছিলেন কিন্তু মে, ২০০২ সাল পর্যন্ত চাকুরি চালিয়ে যান। এরপর তিনি পূর্ণাঙ্গকালীন আম্পায়ার নিযুক্ত হন।
আম্পায়ার জীবন
সম্পাদনা২০০১ সালের এপ্রিল মাসে রাসেল টিফিন আইসিসি’র সেরা আম্পায়ার তালিকার অন্যতম সদস্যরূপে মনোনীত হন। ফেব্রুয়ারি, ২০০৪ সালে অশোকা ডি সিলভা ও ডেভিড অর্চার্ডের সাথে তিনিও চুক্তিনামা নবায়ণে স্বাক্ষর করেননি।[১] ৪৪টি টেস্টে আম্পায়ারিত্ব করেন যা যে-কোন জিম্বাবুয়ের আম্পায়ারের চেয়ে বেশি। তা সত্ত্বেও তিনি নিয়মিতভাবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করে যাচ্ছেন। এপর্যন্ত শতাধিক একদিনের আন্তর্জাতিকের আম্পায়ার হয়েছেন যা বিশ্ব ক্রিকেটে তাকে সবচেয়ে বেশি আম্পায়ারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে রাসেল টিফিন (ইংরেজি)
- Profile from CricketArchive
- Zimbabwe's Elite-Panel Umpire: Russell Tiffin, Cricinfo, 17 October 2002
- ICC Umpires and Referees