১৯৮৪ সালের বাংলাদেশী চলচ্চিত্রের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
১৯৮৪ সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের তালিকা। এ বছর ৫৩টি চলচ্চিত্র মুক্তি পায়।[১]
মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহ
সম্পাদনামুক্তির তারিখ |
চলচ্চিত্র | পরিচালক | অভিনয়ে | ধরন | টীকা | তথ্য সূত্র | |
---|---|---|---|---|---|---|---|
ডিসেম্বর | ২৮ | ভাত দে | আমজাদ হোসেন | শাবানা, আলমগীর, রাজিব | সামাজিক | শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ৯টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত প্রথম বাংলাদেশী চলচ্চিত্র |
[২] |
নয়নের আলো | বেলাল আহমেদ | জাফর ইকবাল, সুবর্ণা মুস্তাফা, কাজরী | সামাজিক | ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | |||
চন্দ্রনাথ | চাষী নজরুল ইসলাম | রাজ্জাক, দোয়েল, সুচন্দা, গোলাম মুস্তাফা | সামাজিক | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত চন্দ্রনাথ উপন্যাস অবলম্বনে নির্মিত ৫টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে |
|||
অভিযান | রাজ্জাক | রাজ্জাক, জসিম, ইলিয়াস কাঞ্চন | সামাজিক | ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | |||
সখিনার যুদ্ধ | আমজাদ হোসেন | শাবানা, আনোয়ারা | সামাজিক | ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | |||
চন্দন দ্বীপের রাজকন্যা | ইবনে মিজান | ওয়াসিম, অঞ্জু ঘোষ, জাভেদ | পৌরাণিক, রোমান্স | ||||
প্রিন্সেস টিনা খান | আখতারুজ্জামান | টিনা খান, ওয়াসিম, প্রবীর মিত্র, সুচন্দা | সামাজিক | ||||
পেনশন | রফিকুল বারী চৌধুরী | বুলবুল আহমেদ, ববিতা, সোহেল রানা, সুচন্দা | সামাজিক | ||||
নতুন পৃথিবী | শেখ নজরুল ইসলাম | রাজ্জাক, শাবানা, আলমগীর | সামাজিক | ||||
আগামী | মোরশেদুল ইসলাম | সামাজিক | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "History of Bangladeshi Film [বাংলা চলচ্চিত্রের ইতিহাস]"। চলচ্চিত্র.কম। ৫ অক্টোবর ২০০৭। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৬।
- ↑ রাশেদ শাওন (অক্টোবর ২৪, ২০১২)। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৬।