১৯৮৫ সালের বাংলাদেশী চলচ্চিত্রের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
১৯৮৫ সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের তালিকা। এ বছর ৬৫টি চলচ্চিত্র মুক্তি পায়।[১]
মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহ
সম্পাদনামুক্তির তারিখ |
চলচ্চিত্র | পরিচালক | অভিনয়ে | ধরন | টীকা | তথ্য সূত্র | |
---|---|---|---|---|---|---|---|
জুলাই | ১২ | মিস ললিতা | জিল্লুর রহমান | ওয়াসিম, রোজিনা | রোমান্স | ||
দহন | শেখ নিয়ামত আলী | হুমায়ুন ফরীদি, ববিতা, ডলি আনোয়ার, আবুল খায়ের | সামাজিক | ৩টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে নান্টেস থ্রি কন্টিনেন্টাল উৎসবে প্রদর্শিত হয় |
[২] | ||
মা ও ছেলে | কামাল আহমেদ | শাবানা, আলমগীর, রেহানা জলি | সামাজিক | ৩টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | |||
রামের সুমতি | শহীদুল আমিন | জয়, ববিতা, প্রবীর মিত্র | সামাজিক | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রামের সুমতি গল্প অবলম্বনে নির্মিত ২টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে |
|||
তিন কন্যা | শিবলি সাদিক | চম্পা, ববিতা, সুচন্দা, সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন | সামাজিক | ব্লকব্লাস্টার হিট ২টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে |
|||
সুরুজ মিয়া | কাজল আরেফিন | তারিক আনাম খান, রোজিনা, সুবর্ণা মুস্তাফা, রাইসুল ইসলাম আসাদ | সামাজিক | ||||
প্রেমিক | মঈনুল হোসেন | ববিতা, জাফর ইকবাল, নূতন | রোমান্স | ৩টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | [৩] | ||
সাহেব | নারায়ণ ঘোষ মিতা | রোজিনা, ফারুক, আনোয়ার হোসেন ও খলিল | |||||
শুভরাত্রি | সি বি জামান | সামাজিক | |||||
অন্যায় অবিচার | শক্তি সামন্ত | মিঠুন চক্রবর্তী, রোজিনা, নূতন | সামাজিক, অ্যাকশন | হিন্দি ভাষায়ও নির্মিত |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "History of Bangladeshi Film [বাংলা চলচ্চিত্রের ইতিহাস]"। চলচ্চিত্র.কম। ৫ অক্টোবর ২০০৭। ১৪ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৬।
- ↑ রাশেদ শাওন (অক্টোবর ২৪, ২০১২)। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৬।
- ↑ লিয়াকত হোসেন খোকন। "কিংবদন্তি: রোমান্টিক নায়ক জাফর ইকবাল"। দৈনিক আমার দেশ। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]