অভিযান (১৯৮৪-এর চলচ্চিত্র)
অভিযান রাজ্জাক পরিচালিত ১৯৮৫ সালের নাট্য চলচ্চিত্র।[১] ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খ্যাতনামা সাহিত্যিক সৈয়দ শামসুল হক। এটি তিন বন্ধুর ব্যবসায়িক অভিযানের গল্প। এতে অভিনয় করেছেন নায়ক রাজ রাজ্জাক, জসিম,[২] ইলিয়াস কাঞ্চন,[৩] অঞ্জনা রহমান, রোজিনা প্রমুখ।
অভিযান | |
---|---|
পরিচালক | রাজ্জাক |
রচয়িতা | সৈয়দ শামসুল হক |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আনোয়ার পারভেজ |
চিত্রগ্রাহক | মাহফুজুর রহমান খান |
সম্পাদক | সৈয়দ আওয়াল |
পরিবেশক | রাজলক্ষ্মী প্রডাকশন্স |
মুক্তি | ১৯৮৫ |
দৈর্ঘ্য | ১৪৬ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
এই চলচ্চিত্রের চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান ৯ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (রঙ্গিন) বিভাগে পুরস্কার অর্জন করেন।[৪]
কাহিনী সংক্ষেপ সম্পাদনা
রাজু, রউফ ও রতন তিন বন্ধু। তারা তিনজনে মিলে নতুন ব্যবসায় শুরু করে। তারা রহমানের কাছ থেকে তার কনস্ট্রাকশন সাইটের জন্য মালামাল যোগান দেওয়ার চুক্তি পায়। নদীপথে যাত্রাকালে তারা কুসুমকে নদী থেকে উদ্ধার করে। তিনজনই তাদের নৌকায় একা একটি মেয়েকে পেয়ে তাকে পটানোর তালে থাকে। অন্যদিকে রহমানের পুরনো ব্যবসায়িক শত্রু শরীফ তাদের আক্রমণ করে যাতে তারা তাদের মালামাল ঠিকমত নিয়ে যেতে না পারে। তারা এসবের মোকাবেলা করে সময়মত তাদের কাজ সমাধা করতে বদ্ধ পরিকর।
কুশীলব সম্পাদনা
- রাজ্জাক - রাজু
- জসিম - রউফ
- ইলিয়াস কাঞ্চন - রতন
- অঞ্জনা রহমান - রিটা
- রোজিনা - কুসুম
- খলিল উল্লাহ খান - রহমান
- আহমেদ শরীফ - শরীফ
- আখতার হোসেন - শরীফের বন্ধু
- লুতফর রহমান - সারেং
- ফিরোজ
- ইদ্রিস
- ইয়াসমিন
- লতা
- আব্দুল মতিন
- গোলাম রফিক
সঙ্গীত সম্পাদনা
অভিযান চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আনোয়ার পারভেজ। গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী, এন্ড্রু কিশোর, খুরশিদ আলম ও রুনা লায়লা।
সম্মাননা সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ আশরাফী, দিদার (১০ এপ্রিল ২০১৪)। "নায়ক রাজ রাজ্জাক : জীবন্ত কিংবদন্তি"। দৈনিক আজাদী। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ডিসেম্বরে 'জসিম উৎসব'"। পরিবর্তন ডটকম। নভেম্বর ২৬,২০১৬। ২৮ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৭। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ "ঝুঁকি নিতে নারাজ ইলিয়াস কাঞ্চন"। যায়যায়দিন। ১০ এপ্রিল ২০১৪। Archived from the original on ২১ আগস্ট ২০২০। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৭।
- ↑ "'এখন অনেকেই চলচ্চিত্র বানাচ্ছেন না, শেষ করছেন'"। বাংলা মুভি ডেটাবেজ। জুলাই ৩, ২০১৩। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৭।
বহিঃসংযোগ সম্পাদনা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে অভিযান (ইংরেজি)