শ্রেয়া ঘোষালের গাওয়া বাংলা গানের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

শ্রেয়া ঘোষাল (জন্ম ১২ মার্চ ১৯৮৪) একজন ভারতীয় প্লেব্যাক গায়িকা। তিনি হিন্দি, তেলেগু, বাংলা, তামিল, মালায়লাম, কন্নড়, মারাঠি, গুজরাটি, অসমীয়া, নেপালি, ওড়িয়া, ভোজপুরি, পাঞ্জাবি, উর্দু এবং টুলু ভাষায় গান করেন।

ইন্ডিয়ান আইডল জুনিয়রের সেটে শ্রেয়া ঘোষাল

তিনি ২০০৩ সালে চলচ্চিত্রের জন্য তার বাংলা গানের কেরিয়ার শুরু করেছিলেন, তিনি চ্যাম্পিয়ন এবং মায়ের আঁচলের মতো চলচ্চিত্রের জন্য গান গেয়েছিলেন। তিনি তার গায়িকির জন্য ২০০৫ সালে শ্রেষ্ঠ মহিলা নেপথ্য গায়কের জন্য আনন্দলোক পুরস্কার এবং ২০০৫ সালে শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক গায়কের জন্য ইটিভি বাংলা চলচ্চিত্র পুরস্কার পান। তিনি বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন - শুভদৃষ্টির জন্য সেরা মহিলা প্লেব্যাক পুরস্কারেও সম্মানিত হন। তিনি বাংলায় ৩১৭টি গান গেয়েছেন।

চলচ্চিত্রের গান

সম্পাদনা

তিনি বাংলায় মোট ২৩২টি চলচ্চিত্রের গান গেয়েছেন।

চলচ্চিত্র না গান সুরকার গীতিকার সহশিল্পী
গুরু "ওলাইট গোলাইট" বাবুল বোস না শান
কর্তব্য "এই মন আমার ধানা" অশোক ভদ্র গৌতম সুস্মিত
মায়ের আঁচল "লজ্জা করে" বাবুল সুপ্রিয়
চলচ্চিত্র নং গান সুরকার গীতিকার সহশিল্পী
বন্ধন "যে কথাটি মনে" জিৎ গাঙ্গুলি গৌতম সুস্মিত সোনু নিগম
"বসে বসে ভাবি" রাঘব চ্যাটার্জি
দাদু নং ১ "ওই চোখেতে" মলয় গাঙ্গুলী বাবুল সুপ্রিয়
"আজ এই শুভদিনে" উদিত নারায়ণ, বাবুল সুপ্রিয়
পরিবার "বুক ফাটপ তবু কেন" অশোক ভদ্র বাবুল সুপ্রিয়
প্রেমী "প্রথম প্রেমের প্রথম ছোঁয়া" জিৎ গাঙ্গুলী গৌতম সুস্মিত শান
১০ "সত্যি সত্যি যদি পরি হয়ে"
১১ "মনে রেখো আমার এ গান (যৌথভাবে)" সোনু নিগম
১২ মনে রেখো আমার এ গান <ছোট>(মহিলা সংস্করণ)
শুধু তুমি ১৩ "গুন গুন গুন গুঞ্জরে, অন্তরে" জুবিন গর্গ সাগরিকা
১৪ "একটুকু ছোঁয়া লাগে" বাবুল সুপ্রিয়
অকৃতজ্ঞ ১৫ "মনে মনে এতদিন" ইমন সাহা গৌতম সুস্মিত শান
আক্রোশ ১৬ "কি করে যে বাঁচি চোখে শ্রাবণ নিয়ে" প্রশান্ত নন্দ প্রিয় চ্যাটার্জি
মস্তান ১৭ "তোর হাসিতে আমি হাসি"
পরিণাম ১৮ "আজকে সবার ঘুমের ছুটি" বাবুল বোস কুমার শানু
১৯ "রাজ প্রসাদে রাজার কুমার"
"পথ ভোলা এক পথিক"
অগ্নি ২০ "ভালবাসি তোমায় সেকি বলা যায়" অশোক ভদ্র
বারুদ ২১ "প্রেমের রাস্তা ধরে" অরবিন্দর সিং উদিত নারায়ণ
রাম লক্ষ্মণ ২২ "কাউকে লাগে না তোমাকে দেখার পর" বাবুল বোস
২৩ "টিক টিক ঘড়ির সাথে"
বাদশা দ্য কিং ২৪ "তোমার ছোঁয়ায় এত আগুন" কুমার শানু
সূর্য ২৫ "আমার বয়স হলো ষোলো" বাবুল বোস
কুলি ২৬ "গ্রিন সিগনাল আমি পেয়ে গেছি" অশোক ভদ্র কুমার সানু
২৭ "প্রেম করার মানুষ" শান
২৮ "মন বড়ো অবুঝ মন"
২৯ "গ্রিন সিগনাল আমি পেয়ে গেছি"( ১১তম সংস্করণ) কুমার শানু
গ্যারাকল ৩০ "মনের কথা খুলে বলি" বাবুল বোস উদিত নারায়ণ
৩১ "তোমায় কত ভালোবাসি গো" শান, বাবুল সুপ্রিয়
ত্যাগ ৩২ "অ্যা শুভ দিনের" অশোক ভদ্র কুমার শানু
তিল থেকে তাল ৩৩ "জীবন সাগরে (মহিলা সংস্করণ)" ভি বালসারা রঞ্জিত দে
৩৪ "কান পেতে শোনো" কুমার শানু
কলকাতার আইটেম ৩৫ "কলকাতার আইটেম" সাঈদ আহমেদ সাঈদ আহমেদ
৩৬ "যা রে যা পাখি সাঈদ আহমেদ
রাজা বাবু ৩৭ "আনচান আনচান কোরে" অশোক ভদ্র গৌতম সুস্মিত
স্বপ্নে দেখা রাজকন্যা ৩৮ "স্বপ্ন দেখছি যারে" বাবুল বোস ধ্রুবজ্যোতি মণ্ডল উদিত নারায়ণ
দেশদ্রোহী (২০০৪) ৩৯ "তুমি আমার বুম বুম" বাপ্পি লাহিড়ী গৌতম সুস্মিত কুমার শানু
সমুদ্র সাক্ষী ৪০ "জীবনর আয়নাতে আমার আমিকে" নচিকেতা চক্রবর্তী
চলচ্চিত্র নং গান সুরকার গীতিকার সহশিল্পী
অবিশ্বাসী ৪১ "তোলো তোলো মুক্তি" বাবুল সুপ্রিয়
৪২ "একটি গানের"
বাজি ৪৩ "যদি আমি তোমাকে" অশোক ভদ্র উদিত নারায়ণ
অগ্নিপথ ৪৪ "মন দিয়ে মন নিয়ে" ইন্দ্রজিৎ কুমার শানু
৪৫ "আপন মানুষ আজ" ইন্দ্রজিৎ
দাদার আদেশ ৪৬ "জানি না কোথায় তুমি" মোহাম্মদ আজিজ, প্রিয়া ভট্টাচার্য
৪৭ "প্রেম কোরেছে মিন্য বিবি" বাবুল সুপ্রিয়
৪৮ "জনমে জনমে" মোহাম্মদ আজিজ, প্রিয়া ভট্টাচার্য
৪৯ "প্রেম জীবনের আশা" শাম
দাদা ৫০ "ধীরে ধীরে কাছে আসা" বাবুল বোস কুমার শানু
৫১ "প্রমাণ করো কৃষ্ণ তুমি"
দেবী ৫২ "জয় কালী জয় মা কালী" অশোক ভদ্র
মানিক ৫৩ "ঝুমুর ঝুমুর নূপুর" বাবুল বোস
৫৪ "কাউকে ভালো লাগে" বাবুল সুপ্রিয়
৫৫ "তোমাকে পেয়ে চেনা পৃথিবী"
৫৬ "কে দেখছে আগে"
শুভদৃষ্টি ৫৭ "শঙ্খ বাজা তোরা"[১] জিৎ গাঙ্গুলী বাবুল সুপ্রিয়
৫৮ "পাগলে কি না বালে"[২]
৫৯ "মন রাগে অনুরাগে"[৩] সোনু নিগম
৬০ "সোনা রোদের হাঁসি দেখে"[৪]
৬১ "তুমি আমার চিরসাথী"[৫]
৬২ "গায়ে হলুদ"[৬]
সংগ্রাম ৬৩ "আমার এই চোখ দিয়ে" অশোক ভদ্র বাবুল সুপ্রিয়
Yuddho ৬৪ "বৈশাখে প্রথম দেখা"[৭] জিৎ গাঙ্গুলী সোনু নিগম
৬৫ "কিছু আশা খোঁজে ভাষা"[৮]
৬৬ "সুরে সুরে আজ ও মন"[৯] সোনু নিগম, বাবুল সুপ্রিয়, সাধনা সরগম
রাজু আঙ্কেল ৬৭ "একটু চেনা একটু জানা" অশোক রাজ রূপ কুমার রাঠোঢ়
৬৮ মন মানে না শান
অজানা ৬৯ সাগর নদী যেমন করে মোহনায় মেশে বাবুল বোস বাবুল সুপ্রিয়
দেবদূত ৭০ সবাই মিল হইচই বাবুল সুপ্রিয়, সাধনা সরগম
৭১ যতো স্বপ্ন আছে এই উদিত নারায়ণ
৭২ "তোমাকে তোমার থেকে"
মায়ের রাজা ৭৩ "কেন আজ আমি সাথীহারা" সুনীল মজুমদার কুমার সানু
চোরে চোরে মাসতুতো ভাই ৭৪ না না না অশোক ভদ্র
তবু ভালবাসি ৭৫ "যাও চলে যাও বন্ধু আমার (দুঃখ)" স্নেহাশীষ চক্রবর্তী
৭৬ "শুধু ভালোবাসা"
৭৭ "খোলা খোলা হাওয়াতে" উদিত নারায়ণ
৭৮ "শুধু ভালোবাসাই (ডুয়েট)" Shaan
রাজমহল ৭৯ "এখানে শুধু আমি" অশোক ভদ্র উদিত নারায়ণ
তোমাকে সেলাম ৮০ "ঘুম ভাঙা দেখে দেখি নতুন এ আলো (মহিলা)" একক
চলচ্চিত্র নং গান সুরকার লেখক সহশিল্পী
হিরো ৮১ "ভালোলাগে স্বপ্নোকে" জিৎ গাঙ্গুলী প্রিয় চট্টোপাধ্যায়, গৌতম সুস্মিত সোনু নিগম
৮২ "জীবন প্রথম আয়তো কথা" শান
৮৩ "মন যাকে খোঁজে (হামিং পার্ট)"
ক্রান্তি ৮৪ "পৃথিবী বদলে গেছে" সোম দাশগুপ্ত, ঋষি চন্দ, সমীধ মুখোপাধ্যায় গৌরীপ্রসন্ন মজুমদার সপ্তক ভট্টাচার্য
৮৫ "পৃথিবী"(ডিজে মিক্স)
এরি নাম প্রেম ৮৬ "ভালোবাসার এই জীবন" জিৎ গাঙ্গুলী প্রিয় চট্টোপাধ্যায় সোহম চক্রবর্তী
৮৭ "তোমাকে কথা দিলম" বাবুল সুপ্রিয়
প্রিয়তমা ৮৮ "তোমাকে চাই"
শিকার ৮৯ "দু চোখে ওই অলতো হাসি" অশোক ভদ্র সরন দত্ত
একাই একশো ৯০ "ঢাক বাজাও" বাপ্পী লাহিড়ী
ঘটক ৯১ "রাটার প্রহর সেশে ভ্ররের পাখি" জিৎ গাঙ্গুলী
সাথী হারা ৯২ "মনের কথা জোড়া মুখেই না বোলতে পারো" বাবুল বোস উদিত নারায়ণ
৯৩ "ঘুম ঝুম রাতে"
কুয়াশা ৯৪ "খুঁজে বেড়াই আমি যে তাকে" সৌমিত্র কুন্ডু
৯৫ "মাঝ রাতে বৃষ্টি পড়ে" কুমার শানু
৯৬ "সিঁথির সিন্দুর" কুমার সানু
নায়ক দ্য রিয়েল হিরো ৯৭ "ধীরে ধীরে কছে আশা" জিৎ গাঙ্গুলী বাবুল সুপ্রিয়
৯৮ "ভালোবাসা যায় ছুয়ে (গুনগুন)" শান
৯৯ "জাখন জীবন হাসি" বাবুল সুপ্রিয়
১০০ "ঝিলমিল স্বপ্নের বৃষ্টিতে"
১০১ "সবার জীবন আসে এই শুভ দিন" সোনু নিগম
অপরাধী ১০২ "ভালোবাসা চিরদিনী" কুমার শানু
১০৩ "এতো ভাল কেউ আজো বাসেনি আমিই" উদিত নারায়ণ
অভিমন্যু ১০৪ "কেউ বোলে পাহাড়ি ফুল" অশোক ভদ্র অভিজিৎ ভট্টাচার্য
অগ্নিশপথ ১০৫ ফেব্রুয়ারির সাত তারিখ শান
মায়ের মর্যাদা ১০৬ "মনে মনে এতদিন যার কথা" ইমন সাহা গৌতম সুস্মিত শান
চলচ্চিত্র নং গান সুরকার লেখক সহশিল্পী
বন্দু ১০৭ "ঝিনুক ঝিনুক মুক্ত হয়" প্রশান্ত নন্দ, শান্তি রাজ শান
১০৮ কথা দিয়েছি তুমি
আমি তোমাকে ভালোবাসি ১০৯ "আমি তোমাকে ভালোবাসি" [১০] জিৎ গাঙ্গুলী
১১০ "ভালোবাসার হাট বড়লো" [১১]
১১১ "দুরে ওই পাহাড় মিশেছে" [১২] বাবুল সুপ্রিয়, শ্বেতা
১১২ "একতা কথা বলবো" [১৩] বাবুল সুপ্রিয়
জীবন সাথী ১১৩ "ভাবনী জীবন আমার"



</br> (ডুয়েট সংস্করণ)
অশোক ভদ্র
সংঘর্ষ ১১৪ "কিছু কথা যায় না বলা" মলয় গাঙ্গুলী শান
লাল কালো ১১৫ "ঝিলমিল ঝিলমিল তারা" জিৎ গাঙ্গুলী চন্দ্রাণী গাঙ্গুলী শান
বং সংযোগ ১১৬ "পাগলা হাওয়ার বাদলের দিন" নীল দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর নচিকেতা চক্রবর্তী
বিধাতার লেখা ১১৭ "চলেছি পথে জানা আজনা" ললিত পণ্ডিত অভিজিৎ ভট্টাচার্য
চলচ্চিত্র নং গান সুরকার লেখক সহশিল্পী
তোমার জনিও ১১৮ "আঁখি আমার আবছা" জলি মুখার্জি অনিক ধর
১১৯ "দিতে চাই তোমায়" (মহিলা সংস্করণ)
১২০ "তোমার জনিও" শান
প্রেমের কাহিনী ১২১ "রিমঝিম এই ধরতে"(ডুয়েট সংস্করণ) জিৎ গাঙ্গুলী
১২২ "সংসার সুখী হয়" বাবুল সুপ্রিয়
১২৩ "সানাই বাজে"
১২৪ "প্রেমের কাহিনী"(মহিলা সংস্করণ)
১২৫ "তুমি চারা" শান
সেদিন দুজোন ১২৬ "সামায়ের মোম্বাতি" চন্দন রায়চৌধুরী
চিতা ১২৭ "মনের কথা রয়না যে আর গোপনে" বাবুল বোস উদিত নারায়ণ
সোম মানে না ১২৮ "চুপি চুপি ভালোবাসা" জিৎ গাঙ্গুলী শান
১২৯ "চোখে চোখ এত কথা"
চলচ্চিত্র নং গান সুরকার লেখক সহশিল্পী
অন্তহীন ১৩০ "যাও পাখি" শান্তনু মৈত্র অনিন্দ্য চ্যাটার্জি, চন্দ্রিল ভট্টাচার্য প্রণব বিশ্বাস
১৩১ "সকাল আসে না"
১৩২ "ফেরারি মন" বাবুল সুপ্রিয়
জ্যাকপট ১৩৩ "আরি আরি" জিৎ গাঙ্গুলী কৌশিক গাঙ্গুলি
ব্রেক ফেল ১৩৪ "যদি প্রশ্ন করো" নীল দত্ত শান
১৩৫ "শোরে শোরে জে"
অমর প্রতিজ্ঞা ১৩৬ তোমাকে সবার থেকে আমি ছিনিয়ে নাইতে এসেছি
চলচ্চিত্র নং গান সুরকার লেখক সহশিল্পী
যদি একদিন ১৩৭ "আজ রোদ্দুর শিখে তোমার আমার হাসি" [১৪] জয় সরকার অনিন্দ্য চ্যাটার্জি, চন্দ্রিল ভট্টাচার্য অর্ণব চক্রবর্তী
১৩৮ "চল ফুল ঝড়াবি চল (অফ বেলায় তোমার কথা)" [১৫] সৌমিত্র রায়
১৩৯ "খোলা চিঠি" [১৬]
অমানুষ ১৪০ "ও আমার ভালোবাসা" জিৎ গাঙ্গুলী প্রিয় চট্টোপাধ্যায়, গৌতম সুস্মিত কুনাল গাঞ্জাওয়ালা
লে ছক্কা ১৪১ "আলী মওলা" ইন্দ্রদীপ দাশগুপ্ত সৃজিত মুখার্জি শান, শাদাব হোসেন
একটি তারার খোঁজে ১৪২ "পাগল মন রে" (ডুয়েট সংস্করণ) প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় অনিন্দ্য চ্যাটার্জি, চন্দ্রিল ভট্টাচার্য শান
১৪৩ "পাগল মন রে" (মহিলা সংস্করণ)
টার্গেট ১৪৪ "সা নি পা নি নি" জিৎ গাঙ্গুলী রাজা চন্দ শান
অরহন ১৪৫ "দিল কো চুরাকে" সুপর্ণা কান্তি ঘোষ হরপ্রসাদ মন্ডল
ওগো বধূ সুন্দরী ১৪৬ "ওগো বধূ সুন্দরী" বাপ্পী লাহিড়ী সঞ্জয় বোস বাবুল সুপ্রিয়
প্রেম বাই চান্স ১৪৭ "উরি উরি মন ঘুরি" রূপঙ্কর বাগচী সাকি শান
অটোগ্রাফ ১৪৮ "চাউল রাস্তায়ে" (মহিলা সংস্করণ) দেবজ্যোতি মিশ্র শ্রীজাত
১৪৯ "উঠছে জেগে শাওকালগুলো" সৃজিত মুখার্জি
নাটোবর নট আউট ১৫০ "মেঘের পালোক" কমলেশ্বর মুখোপাধ্যায়
মন জে কোরে উরু উরু ১৫১ "ও সোম পাখি" জিৎ গাঙ্গুলী প্রসেন সোহম চক্রবর্তী, রানা মজুমদার
কেল্লাফতে ১৫২ "তুমি আমার ভালোবাসা"
বেজনমা ১৫৩ "পীরের এত জ্বালা রে" বাপ্পি লাহিড়ী লিপি বাপ্পি লাহিড়ী
থানা থেকে আসছি ১৫৪ "বাজাই বাশি"(মহিলা সংস্করণ) জিৎ গাঙ্গুলী শরণ দত্ত ( রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অতিরিক্ত কবিতা)
হ্যাংওভার ১৫৫ "হরিয়ে জয়" বাপ্পি লাহিড়ী প্রিয় চট্টোপাধ্যায় বাবুল সুপ্রিয়
ফিল্ম নং গান সুরকার লেখক সহশিল্পী
জানি দেখা হবে ১৫৬ "জানি দেখা হবে" (মহিলা সংস্করণ) রোশান ( ইন্দ্রদীপ দাস গুপ্ত পুনঃনির্মিত) সাহির লুধিয়ানভি (অতিরিক্ত গানের কথা শ্রীজাত )
উরো চিঠি ১৫৭ "সোহর গান" (মহিলা সংস্করণ) কমলেশ্বর মুখোপাধ্যায়
১৫৮ "সারাদিন"(ডুয়েট সংস্করণ) স্যামন্তক সিনহা
বাইশে শ্রাবণ ১৫৯ "গভীরে যাও" (মহিলা সংস্করণ) অনুপম রায়
১৬০ "যে কটা দিন"(ডুয়েট সংস্করণ) সপ্তর্ষি মুখোপাধ্যায়
রোমিও ১৬১ "ঘুম ঘুম ওই চোখে" জিৎ গাঙ্গুলী চন্দ্রাণী গাঙ্গুলী সোনু নিগম
পুনরুত্থান ১৬২ "কি জানি কি যে হলো" (সংস্করণ ১) রবীন্দ্র জৈন চিরঞ্জিত বসু শান
ভোরের আলো ১৬৩ "ঝিরি ঝিরি" জিৎ গাঙ্গুলী প্রিয় চট্টোপাধ্যায় নচিকেতা চক্রবর্তী
ইতি মৃণালিনী ১৬৪ "অজানা কোন গল্প বলে" দেবজ্যোতি মিশ্র সৃজিত মুখার্জি
১৬৫ "বিশে বিশে নীল"(মহিলা সংস্করণ)
ফিল্ম নং গান সুরকার লেখক সহশিল্পী
শয়নকক্ষ ১৬৬ "আরেকটা দিন কত যায়" রূপম ইসলাম
মাখো মুস্তানা ১৬৭ "ও জানে জানা" সমীধ মুখোপাধ্যায় প্রিয় চট্টোপাধ্যায় কুনাল গাঞ্জাওয়ালা
লে হালুয়া লে ১৬৮ "চুপি চুপি চুপি" জিৎ গাঙ্গুলী রাজা চন্দ মোহিত চৌহান
হাতছানি ১৬৯ "ওপারে মায়া ছায়া ঘেরা" দিলীপ দাস পাবক ঘোষ রাঘব চ্যাটার্জি
হেমলক সোসাইটি ১৭০ "ই তো আমি চাই" অনুপম রায়
পাগলু ২ ১৭১ "লাভ ইউ লাভ ইউ ও মাই পাগলু" জিৎ গাঙ্গুলী প্রিয় চট্টোপাধ্যায় মিকা সিং
১৭২ "খুদা জানে" প্রসেন জুবিন গর্গ, শ্যাম ভাট
১৭৩ "লাভ ইউ লাভ ইউ ও মাই পাগলু"
(রিমিক্স সংস্করণ)
প্রিয় চট্টোপাধ্যায় মিকা সিং
একলা আকাশ ১৭৪ "একলা আকাশ"
(মহিলা সংস্করণ)
সন্দীপন রায়
চ্যালেঞ্জ 2 ১৭৫ "এলো যে মা" প্রিয় চট্টোপাধ্যায়, রাজা চন্দ অভিজিৎ ভট্টাচার্য
পঞ্চ আধ্যায় ১৭৬ "বাভরি" শান্তনু মৈত্র অনিন্দ্য চ্যাটার্জি, চন্দ্রিল ভট্টাচার্য
১৭৭ "আগন্তুক" শান
১৭৮ "রহুন তেরে পিছে"
(২য় সংস্করণ)
স্বানন্দ কিরকিরে
৩ কন্যা ১৭৯ "কোনো এক দিন" ইন্দ্রদীপ দাস গুপ্ত শ্রীজাত
১৮০ "ইয়াদ পিয়া কি আয়ে" ওস্তাদ রশিদ খান
অপরাজিতা তুমি ১৮১ "বৃষ্টি বিদায়" শান্তনু মৈত্র অনিন্দ্য চ্যাটার্জি, চন্দ্রিল ভট্টাচার্য
১৮২ "আমাকে বাড়িতে নিয়ে যাও" বনি চক্রবর্তী
১৮৩ "রূপকথার"
(মহিলা সংস্করণ)
ফিল্ম না গান সুরকার লেখক সহশিল্পী
নামতে নামতে ১৮৪ "ঘোর নেশার প্রহর" সিধু শ্রীজাত, সিধু, মীর
প্রলয় ১৮৫ "হাত ধরেছে গাছের পাতা" ইন্দ্রদীপ দাস গুপ্ত শ্রীজাত
মিশর রহস্য ১৮৬ "কেন আজ আকাশ বাতাস"
১৮৭ "বালির শহর" অরিজিৎ সিং
ফিল্ম না গান সুরকার লেখক সহশিল্পী
বুনো হাঁস ১৮৮ "এসেছে রাত" শান্তনু মৈত্র শ্রীজাত পাপন
১৮৯ "বেলা চলে যায়" অনিন্দ্য চ্যাটার্জি, চন্দ্রিল ভট্টাচার্য অনিন্দ্য চ্যাটার্জি
কোকোলি: অ্যা জার্নি অফ লাভ ১৯০ "জোড়ি চাও" মীত ভ্রাতৃদ্বয় শান
ফিল্ম না গান সুরকার লেখক সহশিল্পী
হিরোগিরি ১৯১ "পাঙ্গা" জিৎ গাঙ্গুলী রাজা চন্দ মিকা সিং
তেনেকাহোঁ ১৯২ "চোখ" অর্ণব চক্রবর্তী বৌদ্ধায়ন মুখার্জি
যোগযোগ ১৯৩ "মেরে টু গিরিধর গোপাল" পণ্ডিত দেবজ্যোতি বোস মীরা
বেশ করেছি প্রেম করেছি ১৯৪ "ওই তোর মায়াবী চোখ" জিৎ গাঙ্গুলী প্রসেন জিৎ গাঙ্গুলী
কাঠমুণ্ডু ১৯৫ "এত আলো" অনুপম রায়
শুধু তোমারই জন্য ১৯৬ "শুধু তোমারি জনিও"
(টাইটেল ট্র্যাক)
ইন্দ্রদীপ দাস গুপ্ত প্রসেন অরিজিৎ সিং
চলচ্চিত্র না গান সুরকার লেখক সহশিল্পী
আবার বংস ২০৬ "হৃদমাঝারে রাখবো" নীল দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর
(অতিরিক্ত লিখেছেন নীল দত্ত )
শান, অঞ্জন দত্ত
লোফার ২০৭ "কি যে হলো" বাপ্পী লাহিড়ী লিপি বাপ্পী লাহিড়ী
ছায়া হে ছবি ২০৮ "একলা একলা" ইন্দ্রদীপ দাস গুপ্ত কৌশিক গাঙ্গুলি
সামন্তরাল ২০৯ "তুই ছুঁলি যখন" দীপাংশু অরিজিৎ সিং
ফিল্ম না গান সুরকার লেখক সহশিল্পী
কা খা গা গা ২১০ "নাম না জানা পাখি"



</br> (মহিলা সংস্করণ)
অনিন্দ্য চ্যাটার্জি
২১১ "নাম না জানা পাখি"



</br> (ডুয়েট সংস্করণ)
অরিজিৎ সিং
এক যে ছিলো রাজা ২১২ "এশো হে" ইন্দ্রদীপ দাস গুপ্ত শ্রীজাত ইশান মিত্র
বাগ বান্দি খেলা ২১৪ "কন্যা রে" জিৎ গাঙ্গুলী রিতম সেন সোনু নিগম
ফিল্ম না গান সুরকার লেখক সহশিল্পী
বিবাহো অভিজান ২১৪ "মিছরির দানা" জিৎ গাঙ্গুলী শ্রীজাত জিৎ গাঙ্গুলী
গোত্র ২১৫ "নীল দিগন্তে" অনিন্দ্য চ্যাটার্জি
২১৬ "বৈষ্ণব সে জন"
পরিনিতা ২১৭ "টোমেক" (মহিলা) আরকো
ফিল্ম না গান সুরকার লেখক সহশিল্পী
ধর্মযুদ্ধ ২১৮ "তুমি জোড়ি চাও" ইন্দ্রদীপ দাশগুপ্ত রিতম সেন দেব অরিজিৎ
উরান ২১৯ "জেগে জেগে" জয় সরকার শ্রীজাত
২২০ "ভাঙ্গা ডানা"
২২১ "ও কলকাতা"
২২২ "নবো আনন্দে জাগো" শ্রীকান্ত আচার্য
চলচ্চিত্র না গান সুরকার লেখক সহশিল্পী
টনিক ২২৩ "ই মন এক"(মহিলা) জিৎ গাঙ্গুলী শ্রীজাত একক
প্রেম টেম ২২৪ "কাছে থাকো" শান্তনু মৈত্র অনিন্দ্য চট্টোপাধ্যায় পাপন
২২৫ "প্রেম টেম টাইটেল ট্র্যাক"
এই আমি রেনু ২২৬ "বেশ তো" রানা মজুমদার
২২৭ "চোল চোলে যায়" অরিজিৎ সিং
চলচ্চিত্র না গান সুরকার লেখক সহশিল্পী
এক্স=প্রেম ২২৮ "ভালোবাসার" (মহিলা) সানাই বারিশ
২২৯ "ভালোবাসার" (ডুয়েট) অরিজিৎ সিং
বেলাশুরু ২৩০ "কি মায়া" অনুপম রায়
বিসমিল্লাহ ২৩১ "কেন যে তোমাকে" ইন্দ্রদীপ দাশগুপ্ত
চলচ্চিত্র না গান সুরকার লেখক সহশিল্পী
মনোজমিন ২৩২ "টোকা দিল ভেঙ্গে যাবে" জয় সরকার শ্রীজাত
২৩৩ "মন রে কৃষিকাজ" রামপ্রসাদ সেন

নন-ফিল্মি গান

সম্পাদনা

তিনি বাংলায় ৮৫টি নন-ফিল্মি গান গেয়েছেন।

অ্যালবাম গান সুরকার লেখক সহশিল্পী
বেঁধেছি বীণা [nb 1] "বেঁধেছি বীণা গান শোনাবো" আর ডি বর্মণ সপন চক্রবর্তী
"সুরেরো এই ঝর ঝরনা" সলিল চৌধুরী
"ও পাখি উরে আয়" অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পুলক বন্দ্যোপাধ্যায়
"এনে দে এনে দে ঝুমকা" সলিল চৌধুরী
"ঘুম ঘুম ঘুম রাত নিঝুম" আর ডি বর্মণ সপন চক্রবর্তী
"সাত রাঙা এক পাখি" সুধীন দাশগুপ্ত সুনীল বরণ
"জীবন গান গাহে কে জে" হৃদয়নাথ মঙ্গেশকর সলিল চৌধুরী
"দূরে আকাশ শামিয়ানায়" গৌরী প্রসন্ন মজুমদার
"অলি আমন কোরে নয়" নচিকেতা ঘোষ পুলক বন্দ্যোপাধ্যায়
"আকাশে আজ রেঞ্জার খেলা" সুধীন দাশগুপ্ত
"কোন সে আলোর স্বপ্ন নিয়ে"
"নি সা গা মা পা নি" সলিল চৌধুরী
"আকাশ জুরে স্বপ্ন মায়া" কানু ঘোষ অনল চট্টোপাধ্যায়
"ও তোতা পাখি রে" প্রবীর মজুমদার
অ্যালবাম গান সুরকার লেখক সহ-গায়ক
স্মরনিও জ্ঞানার "গঙ্গা যমুনা নির্মল পানি" অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ভাস্কর বসু
"শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব"
একতি কথা "মন চাই" লক্ষ্মীকান্ত-পেয়ারেলাল | rowspan="12" data-sort-value="" style="background: #ececec; color: #2C2C2C; vertical-align: middle; text-align: center; " class="table-na" | —
"জীবন মোর হয়ো তুমি সাথি"
"এশারে মন কি ভোর" আর ডি বর্মণ
"সব আশা দিয়ে নিভয়ে" মদন মোহন
"বলি বলি মন চাই" ওপি নায়ার
"একটি কথা" আর ডি বর্মণ
"কাতো মোরু পথ যায়" মদন মোহন
"ও ফুলের ডাল আমাই" সলিল চৌধুরী
"বালো তো আরশি তুমি মুক্তি" অভিজিৎ ব্যানার্জী
"গাছে যে দূর চোলে" ওপি নায়ার
"প্রজাপতি প্রজাপতি" সলিল চৌধুরী
"এই চরু কে এশে" ওস্তাদ সগিরুদ্দিন খান
অ্যালবাম গান সুরকার লেখক সহ-গায়ক
কোন গানের সীমানায় "এসো নতুন শতাব্দী" কাজী কামাল নাসের শ্রীতমা
মুখোর পোরাগ "আমি আকাশ হয় জানি" শ্রেয়া ঘোষাল অতনু চক্রবর্তী
"হারানো পাথেরি সে বাঁকে" রূপঙ্কর
"যে সুর বাজায়" সুভা দাশগুপ্ত
"কে আবর পিচু থেকে" অতনু চক্রবর্তী
"মায়াবানো বিহারিণী আমি নই" সুভা দাশগুপ্ত
"তোমার আনেক কথা" রূপঙ্কর
রূপসী রাতে "ছান্দে ছন্দে গানে গানে" আর ডি বর্মণ স্বপন চক্রবর্তী
"থুইলাম রে মন পদ্মপাতাই" নচিকেতা ঘোষ মুকুল দত্ত
"ও শ্যাম যখন তখন" সুধীন দাশগুপ্ত পুলক বন্দ্যোপাধ্যায়
"চোখে নামে বৃষ্টি" আর ডি বর্মণ গৌরীপ্রসন্ন মজুমদার
"কি যেন আজ ভাবছো বসে" অভিজিৎ ব্যানার্জী প্রবোধ ঘোষ
"ছোলকে পোরে কোলকে ফুল" অনল চ্যাটার্জি
"সোম মেতেছে মন মৌরী" সুধীন দাশগুপ্ত
"তোমাই আমার প্রথম" নচিকেতা ঘোষ পুলক বন্দ্যোপাধ্যায়
"মিটিমিটি তারারা" সলিল চৌধুরী
"এই মা জোছনাই" নচিকেতা ঘোষ গৌরীপ্রসন্ন মজুমদার
"ওই আকাশ ক্লান্তি নেই" অভিজিৎ ব্যানার্জী অমিয় দাশগুপ্ত
"বলো কি আছে গো" আর ডি বর্মণ স্বপন চক্রবর্তী
অ্যালবাম গান সুরকার লেখক সহ-গায়ক
ই আকাশ তোমারি "বংশী এক রঙ্গিলা" শ্রেয়া ঘোষাল আরনা সিল
"ভালোবাসার কথা"
"বৃষ্টি থামার একতু পাড়ে" সঞ্জয় বণিক
"বৃষ্টিতে দেখো না" রূপঙ্কর
"ই আকাশ তোমারি" লীলাময় পাত্র
"জে মন জাক না ভেসে" সঞ্জয় বণিক
"সোম জেনো আজ কোটো" শ্রী বরুন
"ওই কালো মেঘে রাত বৃষ্টি" দীপাঞ্জন সাহা
"স্বপ্নেরি গারি চুটিয়ে" রূপঙ্কর
অ্যালবাম গান সুরকার লেখক সহ-গায়ক
যাবো তেপান্তর "আমার গানে ভোরবেলা" শ্রেয়া ঘোষাল রামা সিমলাই
"বাজে যে এ কি রাগিনী" দেবাংশু চক্রবর্তী
"চলো জয়" দিলীপ দাস
"ই ধুসর আঁধারে" রূপঙ্কর
"একটি গজল ধরো না" রতন সাহা
"হাতে ঝাঁনাসামল>(মহিলা সংস্করণ) ঝাঁ"
"জানলা খুলে যখনি" দিলীপ দাস
"কেন এ মন অকারণ" হিমিকা মুখোপাধ্যায়
"ও নাইয়া" চৈতালী
"প্রজাপতি ই সোম" হিমিকা মুখোপাধ্যায়
২০০২ বনমালী রে ডিজিটাল প্রকাশের তারিখ: ১ জানুয়ারী ২০০২
  • লেবেল: সাগরিকা
২০০২ আকাশের মুখোমুখী ডিজিটাল প্রকাশের তারিখ: ১ জানুয়ারী ২০০২
  • লেবেল: সাগরিকা
অ্যালবাম

[ উদ্ধৃতি সিনট্যাক্স পরীক্ষা করুন ] | scope="col" width=23%| গান

সুরকার লেখক সহ-গায়ক
সোম কেমোনার স্টেশন "ডাইখো" জয় সরকার শ্রীজাত
"যা খুশি সারাদিন"
"বন্ধুর কথা রাখিস"
"চিঠিরা ছিলো এলোমেলো"
"চোখের বালি"
"সন্ধে নাম"
"আজ বেছে নে"
"মন কেমনের স্টেশন"
সুরুচি সংঘ পূজা সঙ্গীত "ফুলছে সাগর" জিৎ গাঙ্গুলী চন্দ্রাণী গাঙ্গুলী, অভিজিৎ সেন সোনু নিগম
অ্যালবাম গান সুরকার লেখক সহ-গায়ক
সুরুচি সংঘ পূজা সঙ্গীত "বৈচিত্রের মুক্তি গান একতার মনিহার" জিৎ গাঙ্গুলী মমতা ব্যানার্জি
অ্যালবাম গান সুরকার লেখক সহ-গায়ক
সুরুচি সংঘ পূজা সঙ্গীত "মা গো তুমি সর্বজনীন" জিৎ গাঙ্গুলী মমতা বন্দ্যোপাধ্যায়
অ্যালবাম গান সুরকার লেখক সহ-গায়ক
ঢাক বাজা কাশোর বাজা "ঢাক বাজা কাশোর বাজা" জিৎ গাঙ্গুলী প্রিয় চট্টোপাধ্যায়
অ্যালবাম গান সুরকার লেখক সহ-গায়ক
সুরুচি সংঘ পূজা সঙ্গীত "বৈচিত্রের মুক্তি গান একতার মনিহার" জিৎ গাঙ্গুলী মমতা ব্যানার্জি
অ্যালবাম গান সুরকার গীতিকার সহ-গায়ক
জি বাংলা গান "নতুন ছকে লিখবো জীবন" শান্তনু মৈত্র শ্রীজাত
আমি সিরাজের বেগম "আমি সিরাজের বেগম" ইন্দ্রদীপ দাশগুপ্ত টিবিএ
অ্যালবাম গান সুরকার গীতিকার সহ-গায়ক
মহাপীঠ তারাপীঠ "মহাপীঠ তারাপীঠ" জিৎ গাঙ্গুলী টিবিএ
সুরুচি সংঘ থিম সং "উৎসব" জিৎ গাঙ্গুলী মমতা ব্যানার্জি
অ্যালবাম গান সুরকার গীতিকার সহ-গায়ক
তারাদের শেষ তর্পণ "তারাদের শেষ তর্পণ" (টাইটেল ট্র্যাক) ইন্দ্রদীপ দাশগুপ্ত শ্রীজাত রূপঙ্কর বাগচী

পাদটীকা

সম্পাদনা


তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Sankha Baja Tora song info"MTS India। ২১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৩ 
  2. "Pagaley Ki Na Baley song info"MTS India। ২২ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৩ 
  3. "Mon Rage Anurage song info"MTS India। ২২ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৩ 
  4. "Sona Roder Hanshi Dekhe song info"MTS India। ২১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৩ 
  5. "Tumi Amar Chiro Sathi song info"MTS India। ২১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৩ 
  6. "Gaye Halud song info"MTS India। ২১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৩ 
  7. "Baisakhete Prothom Dekha song info"। Gomolo। ৪ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৩ 
  8. "Kichu Asha Khonje Bhasa song info"। Gomolo। ১৮ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৩ 
  9. "Sure Sure Aaj O Mon song info"। Gomolo। ১ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৩ 
  10. "I Love You song info"। Gomolo। ২২ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৩ 
  11. "Bhalobasha Haat Baralo song info"। Gomolo। ২২ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৩ 
  12. "Dure Oi Pahar Mishechhe song info"। Gomolo। ২৭ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৩ 
  13. "Ekta Katha Bolbo song info"। Gomolo। ২৭ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৩ 
  14. ""Aaj Roddur" song details"। Gomolo। ৬ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৪ 
  15. ""Chal Phul Jhharabi" song details"। Gomolo। ৬ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৪ 
  16. ""Khola Chithi" song details"। Gomolo। ৬ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৪