শ্রীকান্ত আচার্য
শ্রীকান্ত আচার্য (জন্ম ৫ জুলাই)[১] হলেন একজন ভারতীয় আধুনিক গানের শিল্পী, গীতিকার এবং সঙ্গীত পরিচালক। তার রবীন্দ্র সঙ্গীতেও খ্যাতি রয়েছে।[২][৩][৪][৫]
শ্রীকান্ত আচার্য | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্ম | ৫ জুলাই |
উদ্ভব | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
ধরন | আধুনিক, রবীন্দ্র সঙ্গীত |
পেশা | শিল্পী, গীতিকার |
কার্যকাল | ১৯৯৬–বর্তমান |
ওয়েবসাইট | srikantoacharya.com |
প্রাথমিক জীবন
সম্পাদনাশ্রীকান্ত আচার্য ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন এবং তিনি রোহিণী নন্দন আচার্য এবং কনা আচার্যের পুত্র। শ্রীকান্ত আচার্যের মায়ের বাড়ি বিক্রমপুরে। দেশভাগের আগে তাঁর মামারা চলে যান বিক্রমপুর থেকে[৬]। ১৯৯৬ সালে যখন তিনি প্রথম চাকরিবাকরি ছেড়ে গান গাইবার সিদ্ধান্ত নেন, তখন প্রথম যে কোম্পানির সঙ্গে গান রেকর্ডিং এর জন্য চুক্তিবদ্ধ হন, সেই কোম্পানির কর্তৃপক্ষ ট্রেনার হিসেবে সুমিত্রা সেনকে নির্বাচন করেন[৭]। তিনি দক্ষিণী থেকে রবীন্দ্রসঙ্গীতের আনুষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ওস্তাদ আলী আহমেদ খানের কাছ থেকে তবলার প্রশিক্ষণও গ্রহণ করেন।
অভিনয়
সম্পাদনাসঙ্গীতের পাশাপাশি বেশ কিছু নাটকে অভিনয় করেছেন শ্রীকান্ত। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘গোলন্দাজ’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর বাবা সূর্যকুমার অধিকারীর ভূমিকায় অভিনয় করবেন শ্রীকান্ত। এছাড়া জি বাংলার ‘সা রে গা মা পা’ রিয়্যালিটি শো-তে বিচারকের আসনে বসেছেন শ্রীকান্ত। [৮]
ডিস্ক
সম্পাদনাবাংলা অ্যালবাম
সম্পাদনাএক ঝাঁক পাখি (১৯৯৮, সাগরিকা)
স্বপ্ন দেখাও তুমি (১৯৯৯, সাগরিকা)
"বৃষ্টি তোমাকে দিলাম" (২০০০, সাগরিকা)
নদীর ছবি আঁকি (২০০১, সাগরিকা)
মনে পড়ে (২০০২, সাগরিকা)
শুধু ভাল থেকো (২০০৩, আটলান্টিস মিউজিক)
কাছে আছি (২০০৩, সাগরিকা)
ঘুরি (২০০৪, সাগরিকা)
সোনার মেয়ে (২০০৫, প্রাইম মিউজিক)
রোদ্দুর (২০০৬, সা রে গা মা)
আমি নই (২০০৮, শ্রীকান্ত আচার্য প্রোডাকশন)
ঘুম নেই রাত (২০০৮, সারেগামা, কবিতা কৃষ্ণমূর্তির সাথে, রূপঙ্কর)
মুসাফিরানা (২০১১, ওরিয়ন এন্টারটেইনমেন্ট)
মুসাফিরানা ২ (২০১৬, শ্রীকান্ত আচার্য প্রোডাকশন)
রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম
সম্পাদনাহে বন্ধু হে প্রিয় (১৯৯৬, সাগরিকা)
অনুভবে জেনেছিলাম (১৯৯৭, সাগরিকা)
নিভৃত প্রাণের দেবতা (১৯৯৮, সাগরিকা)
নীরব নির্জনে (১৯৯৯, সাগরিকা)
প্রেম এসেছিল ২০০০, সাগরিকা)
হৃদয় আমার (২০০১, সাগরিকা)
রৌদ্র ছায়া (২০০২, সাগরিকা)
পথের ধারে (২০০৬, ভাবনা রেকর্ডস)
চিরসখা (২০০৯, সাগরিকা)
বাজাও তুমি কবি (২০১০, টি-সিরিজ)
অনেক দিনের গান (২০১৪, পিকাসো এন্টারটেইনমেন্ট)
এই নিরালায় (২০১৪, ভাবনা রেকর্ডস)
রবীন্দ্রসঙ্গীত ডুয়েট অ্যালবাম
সম্পাদনাভালোবাসি (২০০১, সাগরিকা, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের সাথে)
মিলেছ মোর প্রাণে (২০০২, সাগরিকা, লোপামুদ্রা মিত্রের সাথে)
রবীন্দ্রসঙ্গীত এর অন্যান্য অ্যালবাম
সম্পাদনাআপন গান, ভলিউম – 1 (২০০০, ভাবনা, সৌমিত্র চ্যাটার্জির সাথে)
আপন গান, ভলিউম – 2 (ভাবনা, সৌমিত্র চ্যাটার্জির সাথে)
চিত্রাঙ্গদা (২০০২, সাগরিকা, গীতি নাট্য)
পথের সাথী (২০০৩, সাগরিকা, ডাঃ রাজীব চক্রবর্তীর সাথে)
উত্তরণ (২০১১, শ্রীকান্ত আচার্য প্রোডাকশন, শ্রাবণী সেন ও রত্না মিত্রের সাথে)
কভার অ্যালবাম
সম্পাদনামনের জানালা (১৯৯৬, সাগরিকা)
নীল ধ্রুবতারা (১৯৯৭, সাগরিকা)
কোনো একদিন (১৯৯৮, সাগরিকা)
উত্তরাধিকার (২০০৩, সাগরিকা)
কভার ডুয়েট অ্যালবাম
সম্পাদনাশুধু দুজনে (১৯৯৮, সাগরিকা, সাধনা সরগমের সাথে)
এঁকেছি দুজনে (১৯৯৯, সাগরিকা, সাধনা সরগমের সাথে)
ভক্তিমূলক অ্যালবাম
সম্পাদনামা আমার (১৯৯৯, সাগরিকা)
শ্রী শ্রী রামকৃষ্ণায়ন (২০০০, সাগরিকা)
সাধনঞ্জলি (২০০১, সাগরিকা)
অমর প্রেম (১৯৯৮, সাগরিকা)
অফারিং (২০০১, রাইম রেকর্ডস)
চলচ্চিত্র
সম্পাদনাশিরোনাম | বছর | ফিল্ম | পরিচালক | মন্তব্য |
---|---|---|---|---|
মেঘ পিয়াঁ | ২০০১ | তিতলি | ঋতুপর্ণ ঘোষ | |
যখন পড়বে না মোর | ২০০৫ | শুভদৃষ্টি | প্রভাত রায় | |
যদি তারে নাই চিনি গো | ২০০৭ | পিতৃভূমি | প্রভাত রায় | |
জীবনমরণের সীমানা ছাড়ায়ে | ২০০৪ | ওয়ারিশ | কৌশিক গাঙ্গুলি | |
মম চিত্তে নিতি নৃত্যে | ২০০২ | আমার ভুবন | মৃণাল সেন | |
দিনগুলি মোর সোনার খাঁচায় | ৬ বালিগঞ্জ প্লেস | পিনাকী চৌধুরী | ||
না না না তোমাকে ছাড়তে পারবো না | ২০০৮ | প্রিয়জন | দিনেন গুপ্ত | |
জীবনমরণের সীমানা ছাড়ায়ে | ২০০৪ | ওয়ারিশ | কৌশিক গাঙ্গুলি | |
খেলা খেলা দিয়ে শুরু | ২০০৮ | খেলা | ঋতুপর্ণ ঘোষ | |
আমার পরান, কেটেছে একেলা, পুরানো সেই, দূরে কোথাও | 2008 | মন আমার: শেষের কবিতা রিভিজিটেড | সুভ্রজিৎ মিত্র | |
কি রঙ্গ তুই, প্রাণ তুমি আর, এই বাংলায়, খ্রিস্টে আর কৃষ্টে, প্রেম ক্লান্ত, জয় যোগেন্দ্র, প্রেমে খান্ত হলাম প্রাণ | ২০১৪ | জাতিস্মর | সৃজিত মুখোপাধ্যায় | |
চিরসখা হে | ২০১৪ | চতুষ্কোণ | সৃজিত মুখোপাধ্যায় | |
আমি মনের, সই আমার, ইমন মোহনো, তোমরা দেখো গো, পূর্ব পশ্চিম, মন পাখি | ২০১৬ | মায়া মৃদঙ্গ | রাজা সেন | |
আবার ভোরের পর নতুন সকাল | ২০১৮ | শঙ্কর মুদি | অনিকেত চট্টোপাধ্যায় |
পুরস্কার
সম্পাদনা২০০০
সম্পাদনা- আনন্দবাজার পুরস্কার "বছরের সেরা পূজা অ্যালবাম - বৃষ্টি তোমাকে দিলাম।"
২০০১
সম্পাদনা- বছরের সেরা পূজা অ্যালবামের জন্য আনন্দবাজার পুরস্কার - নদীর ছবি আঁকি
- সেরা পুরুষ কণ্ঠ - আনন্দলোক পুরস্কার - নদীর ছবি আঁকি
২০০৩
সম্পাদনা- আনন্দলোক পুরস্কার: সেরা পুরুষ প্লেব্যাক গায়ক - আমর ভুবন-তে "মম চিত্তে নিতি নৃত্যে"
- বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন - সেরা পুরুষ প্লেব্যাক অ্যাওয়ার্ড - তিতলি-এ "মেঘ পিয়নের ব্যাগের ভিতর"
২০০৪
সম্পাদনা- বছরের সেরা পূজা অ্যালবামের জন্য আনন্দবাজার পুরস্কার - ঘুড়ি
- সেরা রবীন্দ্রসঙ্গীত অ্যালবামের জন্য আলফা মিউজিক অ্যাওয়ার্ড - জীবন ছবি
২০০৬
সম্পাদনা- বছরের সেরা পূজা অ্যালবামের জন্য আনন্দবাজার পুরস্কার - রোদ্দুর
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Zee Bangla - জন্মদিনের শুভেচ্ছা! Wishing Srikanta Acharya a very happy birthday"। www.facebook.com। ৫ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৪।
- ↑ September 02, নিজস্ব প্রতিবেদক; PM, 2013 at 2:30। "বোকারা যেমন দুঃসাহস দেখায় চাকরি ছেড়ে, আমিও তা-ই করলাম - শ্রীকান্ত আচার্য"। www.prothomalo.com। সংগ্রহের তারিখ ২০২১-০২-২১।
- ↑ "Srikanto Acharya Biography , Filmography & Movie List"। BookMyShow (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০২-২১।
- ↑ "Srikanto Acharya on Moviebuff.com"। Moviebuff.com। সংগ্রহের তারিখ ২০২১-০২-২১।
- ↑ "যে তারা নিভেছে! পুজোয় নতুন গান উপহার শ্রীকান্ত আচার্যের, শুনুন"। EI Samay। সংগ্রহের তারিখ ২০২১-০২-২১।
- ↑ https://www.prothomalo.com/entertainment/বোকারা-যেমন-দুঃসাহস-দেখায়-চাকরী-ছেড়ে-আমিও-তাই
- ↑ https://tv9bangla.com/entertainment/culture/bengali-singer-srikanta-acharya-speaks-his-heart-out-on-rabindrasangeet-artist-sumitra-sens-death-au44-719496.html
- ↑ https://www.anandabazar.com/entertainment/srikanta-acharya-will-act-in-a-play-very-soon-dgtl/cid/1274064