বন্ধন (২০০৪-এর চলচ্চিত্র)

২০০৪-এর রবি কিনাগী পরিচালিত বাংলা চলচ্চিত্র

বন্ধন হল ২০০৪ এর বাংলা রোমান্টিক পারিবারিক চলচ্চিত্র যার পরিচালক রবি কিনাগী[২][৩] এবং প্রযোজনা করে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জিৎ ও দ্বৈত ভূমিকা কোয়েল মল্লিক আর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন ভিক্টর ব্যানার্জি। ছবিটি ২০০৪ সালের অন্যতম বৃহত্তম হিট ছবি এবং বছরের সর্বাধিক উপার্জনকারী বাংলা ছবি।[৪] ছবিটি দু-দুটি ছবির পুনঃনির্মাণ, তেলুগু ছবি সন্তোষাম এবং তামিল ছবি উননাই থেইডিজিৎ গাঙ্গুলী ছবিটির সংগীত পরিচালক করেছেন এবং গানগুলিও সমানভাবে জনপ্রিয়তা পেয়েছে ।

বন্ধন
বন্ধন চলচ্চিত্রের পোস্টার
পরিচালকরবি কিনাগী
প্রযোজকশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
কাহিনিকাররবি কিনাগী
শ্রেষ্ঠাংশেজিৎ
কোয়েল মল্লিক
ভিক্টর ব্যানার্জি
সুরকারজিৎ গাঙ্গুলী [১]
সম্পাদকসুরেশ উরস
প্রযোজনা
কোম্পানি
মুক্তি২০০৪
স্থিতিকাল১৬৭ মিনিট
দেশ ভারত
ভাষাবাংলা

পটভূমি সম্পাদনা

গল্পটি মূল চরিত্রগুলির মধ্যে অন্যতম, মিনা কোয়েল মল্লিক গল্পটি বর্ণনা করছে এবং পরিবারের সদস্যদের পরিচয় করিয়ে দিচ্ছে। প্রত্যেকে অত্যন্ত বিনয়ী এবং তাকে খুব ভালবাসত, তবে তার বাবা ভিক্টর ব্যানার্জি খুব কঠোর এবং রাগী ব্যক্তি ছিলেন। মিনা আজ আর নেই। তার স্বামী রোহিত জিৎ এবং ছেলে রনিকে (মাস্টার অংশু) নিয়ে সিঙ্গাপুরে থাকেন তবে মিনার পরিবারের সাথে তাদের কোনও যোগাযোগ নেই কারণ মিনা তার পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছিলেন। বর্তমানে চুমকি, মিনার মামত বোন বিয়ে করতে চলেছে। তার মা সবিত্রী দেবী এবং তাঁর পরিবারের বেশিরভাগই চান রোহিতকে বিবাহের অংশীদার করতে চান তবে তার বাবা এর তিব্র বিরোধী। তবে সাবিত্রী দেবী একগুঁয়ে এবং শেষ পর্যন্ত রোহিতকে বিয়ের জন্য আমন্ত্রণ জানাতে সক্ষম হন। প্রতাপ নারায়ণ (ভিক্টর ব্যানার্জি)ও তার ছেলেকে বাদ দিয়ে পুরো পরিবারেই রোহিতকে স্বাগত জানায়। রোহিতকে দুজনই নিয়মিত অপমান করলেও সে প্রতিবাদ করেন না। তিনি কেন পরিবারে অবাঞ্ছিত সে বিষয়ে তিনি তার ছেলে রনিকে ব্যাখ্যা করেন। এদিকে মিনার যমজ বোন, রিনা কোয়েল মল্লিক বাড়িতে আসে। রনি তার মা ভেবে তাকে পেয়ে খুব খুশি। রোহিতও রিনার মধ্যে যেন তার মিনাকে খুজে পায় এবং সে রিনাকে ভালবাসতে লাগে। রিনাও এগিয়ে আসে এবং দুজন-দুজনকে ভালবাসতে শুরু করে।

এদিকে রোহিত এবং রনিকে আস্তে আস্তে প্রতাপ নারায়ণ গ্রহণ করেছেন কিন্তু রিনার বিয়ে অন্য জায়গায় স্থির হয়ে গেলে বিষয়টি আবার জটিল হয়। রিনা রোহিতকে বিয়ে করার জন্য জোর দেয় কিন্তু রোহিত আর আগের ভুল করতে চায় না, সে পারিবারিক প্রত্যাখার মুখোমুখি হতে আর চান না। এরই মধ্যে রিনার লেখা একটি চিঠি রোহিতকে সম্বোধন করা প্রতাপ নারায়ণের হাতে পড়ে এবং তিনি আবার রোহিতকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। বিষয়গুলি অবশেষে নিষ্পত্তি হয়ে যায় এবং প্রতাপ নারায়ণ রোহিতকে ফিরে পেতে স্টেশনে যান। ছবিটিতে বাকি অংশে দেখে যাবে কি করে রোহিত এবং রিনা মিলিত হয়।

অভিনয় সম্পাদনা

প্রধান ভূমিকায় অভিনয় করেছেন জিৎ ও দ্বৈত ভূমিকা কোয়েল মল্লিক আর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন ভিক্টর ব্যানার্জি, ঐন্দ্রিলা সেন এবং অন্যান্য শিল্পীবৃন্দ।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. http://svf.in/movie/bandhan/
  2. "Rabi Kinagi"। www.citwf.com। ১০ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০০৯ 
  3. "The great role reversal of Tollywood"newindianexpress.com। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৫ 
  4. Bhattacharya, Arnab (২৪ ডিসেম্বর ২০০৪)। "Old, old hat"। www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ২০০৮-১১-১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা