ছায়া ও ছবি

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র

ছায়া ও ছবি একটি ভারতীয় বাংলা সিনেমা যা পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি। ছবিটিতে অভিনয় করেছেন কোয়েল মল্লিক, আবির চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার। ছবিটির গল্প পরিচালক কৌশিক গাঙ্গুলি নিজেই লিখেছেন। ছবিটি ২৫ শে আগস্ট ২০১৭ তে মুক্তি পায়।

ছায়া ও ছবি
ছায়া ও ছবি চলচ্চিত্রের পোস্টার
পরিচালককৌশিক গাঙ্গুলি[]
প্রযোজকনিসপাল সিং
রচয়িতাকৌশিক গাঙ্গুলি
কাহিনিকারকৌশিক গাঙ্গুলি
শ্রেষ্ঠাংশেকোয়েল মল্লিক
আবির চট্টোপাধ্যায়
ঋত্বিক চক্রবর্তী
প্রিয়াঙ্কা সরকার
সুরকারইন্দ্রদীপ দাশগুপ্ত
চিত্রগ্রাহকগোপি ভাগত
সম্পাদকসুভজিত সিংহা
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকসুরিন্দর ফিল্মস
মুক্তি
  • ২৫ আগস্ট ২০১৭ (2017-08-25)
দেশভারত
ভাষাবাংলা

অভিনয়ে

সম্পাদনা
  • আবির চট্টোপাধ্যায়
  • কোয়েল মল্লিক[]
  • ঋত্বিক চক্রবর্তী
  • প্রিয়াঙ্কা সরকার
  • চূর্ণী গাঙ্গুলি
  • বরুণ চন্দ্র

সঙ্গীত

সম্পাদনা

ইন্দ্রজিত দাশগুপ্তের রচনা এবং প্রসেনের লেখা গানের মাধ্যমে ছবিটির গান গুলো সাজানো হয়েছে।

গানের নাম সময় শিল্পী
১- "একলা একলা" ৩.৪৫ শ্রেয়া ঘোষাল
২- "ছেড়া ড্রয়িং খাতা" ২.২৯ পাপন
৩- "ইহ কাঞ্চা" ৬.২৮ অরিজিৎ সিং
৪- আরেকটু উঠলেই ২.০১ অনিন্দ্য চট্টোপাধ্যায়, শ্রীজিত মিত্র

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Chaya O Chobi Bengali film"nowrunning.com। ২৭ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৭ 
  2. "Koel mallick"। ২৫ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৭