রাজু আঙ্কল
২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত হরনাথ চক্রবর্তী পরিচালিত চলচ্চিত্র
(রাজু আঙ্কেল থেকে পুনর্নির্দেশিত)
রাজু আঙ্কল হরনাথ চক্রবর্তী পরিচালিত ২০০৫ সালের একটি বাংলা চলচ্চিত্র এবং এটি পীযূষ সাহা প্রযোজিত একটি ছবি যাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জী এবং সায়ন্তনী ঘোষ। ছবিটির সংগীত পরিচালনা করেছেন অশোক রাজ।
রাজু আঙ্কল | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
পরিচালক | হরনাথ চক্রবর্তী |
প্রযোজক | প্রিন্স এন্টারটেইনমেন্ট পি৪ |
শ্রেষ্ঠাংশে | প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সায়ন্তনী ঘোষ রঞ্জিত মল্লিক রাজেশ শর্মা কাঞ্চল মল্লিক অরুন বান্দ্যপাধ্যায় অনামিকা সাহা |
সুরকার | অশোক রাজ |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ₹৪ কোটি |
আয় | ₹১১ কোটি |
অভিনয়শিল্পী
সম্পাদনা- প্রসেনজিৎ চট্টোপাধ্যায় - রাজু
- সায়ন্তনী ঘোষ - নীলা
- রঞ্জিত মল্লিক
- রাজেশ শর্মা - দিলীপ রায়
- কাঞ্চন মল্লিক - কেষ্ট
- মনু মুখোপাধ্যায়
- অরুণ বন্দ্যোপাধ্যায় - রমেন
- অনামিকা সাহা - নীলিমা
- দোলন রায়
- নীলাভরা সেট [১]
সাউন্ডট্র্যাক
সম্পাদনাগান | গায়ক |
---|---|
রাতের নাম দু চোখে | সোনু নিগম |
আমরা সবাই রাজা | বাবুল সুপ্রিয়, দীপ মালা |
একতু চেনা একতি জানা | রূপ কুমার রাঠোদ, শ্রেয়া ঘোষাল |
মোন মনে না | শান, শ্রেয়া ঘোষাল |
মার মার জনতা | অমিত কুমার |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Raju Uncle (2005) Cast and Crew"। gomolo.com। ২০১৫-০৭-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-২৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- গোমলোতে রাজু আঙ্কেল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ নভেম্বর ২০১৯ তারিখে