গুরু (২০০৩-এর চলচ্চিত্র)
২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার চলচ্চিত্র
গুরু হল ২০০৩ -এ মুক্তিপ্রাপ্ত স্বপন সাহা পরিচালিত বাংলা ভাষার ভারতীয় চলচ্চিত্র, এতে মিঠুন চক্রবর্তী, তাপস পাল, শুভেন্দু চট্টোপাধ্যায় এবং যীশু সেনগুপ্ত প্রমুখ অভিনয় করেছেন।[১][২] চলচ্চিত্রটি রজনীকান্ত অভিনীত তামিল ব্লকবাস্টার বাদশা চলচ্চিত্রের পুনর্নির্মাণ, যা নিজেই হিন্দি হাম চলচ্চিত্রের ওপর ভিত্তি করে নির্মীত এবং সম্প্রতি বাংলাদেশে এফ আই মানিক পরিচালিত মান্না ও পূর্ণিমা অভিনীত সুলতান চলচ্চিত্রটি ২০০১ সালে পুননির্মীত হয়।
গুরু | |
---|---|
পরিচালক | স্বপন সাহা |
প্রযোজক | সুরিন্দর ফিল্মস |
শ্রেষ্ঠাংশে | মিঠুন চক্রবর্তী তাপস পাল রচনা ব্যানার্জী যীশু সেনগুপ্ত লাবণী সরকার শুভেন্দু চট্টোপাধ্যায় |
সুরকার | বাবুল বোস |
মুক্তি | ২০০৩ |
স্থিতিকাল | ১৩৫ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ৩ কোটি ভারতীয় রুপি |
কাহিনি
সম্পাদনাগুরু একটি অপরাধ বিষয়ক চলচ্চিত্র, যেখানে মিঠুন চক্রবর্তী (রাজা/গুরু) প্রতিশোধের চরিত্রে অভিনয় করে।
অভিনয়ে
সম্পাদনা- মিঠুন চক্রবর্তী - রাজা/গুরু চরিত্রে
- তাপস পল - ইকবাল (ক্যামিয়ো) চরিত্রে
- যিশু সেনগুপ্ত - জিৎ চরিত্রে
- রচনা ব্যানার্জি - রিঙ্কি চরিত্রে
- শুভেন্দু চট্টোপাধ্যায় - শ্যাম বাবু চরিত্রে
- লাবনী সরকার - রিনা রায় চরিত্রে
- কৌশিক ব্যানার্জী - কেদার নাথ চরিত্রে
- লকেট চ্যাটার্জী - মৌ চরিত্রে
- দুলাল লাহিড়ী - রিঙ্কির বাবা চরিত্রে
- কল্যাণী মণ্ডল
- সন্ধিতা চ্যাটার্জী।
সঙ্গীত
সম্পাদনাগুরু | |
---|---|
কর্তৃক সাউণ্ড-ট্রেক্ | |
মুক্তির তারিখ | ২০০৩ |
স্টুডিও | সুরিন্দর ফিল্মস |
ঘরানা | ফিল্মের সাউন্ডট্র্যাক |
গুরু থেকে একক গান |
সকল গানের গীতিকার গৌতম সুস্মিত; সকল গানের সুরকার বাবুল বোস।
নং. | শিরোনাম | গায়ক | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "ভদ্রা ফাল্গুন চৈত্র আষার শ্রাবন" | বিনোদ রাঠোর | ৪:১৮ |
২. | "তাকেই বলে ভালোবাসা" | সাধনা সরগম, বাবুল সুপ্রিয় | ৫:০৩ |
৩. | "অলিতে গলিতে জানা গেল নাম (আমি রাধা তুমি শ্যাম)" | শান, শ্রেয়া ঘোষাল | ৪:২৮ |
মুক্তি
সম্পাদনাচলচ্চিত্রটি ২০০৩ সালে মুক্তি পায় এবং বাংলায় ব্যাপক সাফল্য অর্জন করেছিল।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Guru (2003) Bengali Action Movie By Mithun Chakraborty"। youtube। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৪।
- ↑ "Bengali Tollywood Movies-Guru(2003)Bengali"। bengalitollywood। ২৩ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে গুরু (ইংরেজি)
- https://www.imdb.com/title/tt1464537/
- http://www.gomolo.in/Movie/Movie.aspx?mid=15272 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ নভেম্বর ২০১৯ তারিখে
- http://www.bengalitollywood.com/movies/Bengali-Tollywood/Guru-2003 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ নভেম্বর ২০১৯ তারিখে