ব্যবহারকারী আলাপ:ANKAN/বার্তা সংকলন-০৫

আপনার জন্য একটি পদক! সম্পাদনা

  পর্যালোচক পদক
প্রিয় অংকন ভাই, আপনি অনেক পরিশ্রম করে নিরলস ভাবে বিশেষ এডিটাথনের মোট ৭৮টি নিবন্ধ পর্যালোচনা করেছেন। তাই আপনার এই অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ~ ♦MS_Sakib♦ (কিছু বলবেন?) ১০:২৭, ২৪ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@MS Sakib: অনেক ধন্যবাদ আপনাকে! পরবর্তীতেও এরকম আগ্রহী অবদান বজায় থাকুক এই কামনা করি। উইকি যাত্রা আনন্দময় হোক! — অংকন (আলাপ) ১৭:৩৭, ২৫ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ মোঃ নাজমুস সাকিব ১১১ (আলাপ) ১৪:৫৪, ১ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

পেশাদারি কুস্তি এডিটাথনে আপনাকে আমন্ত্রণ! সম্পাদনা

 

প্রিয় ANKAN,
আশা করছি করোনার এই মহামারীতেও আপনার পরিবারসহ সুস্থ ও ভালো আছেন। আপনি জানেন যে বাংলা উইকিপিডিয়া বাংলা ভাষায় রচিত একটি মুক্ত অনলাইন বিশ্বকোষ। কিন্তু অন্যান্য ভাষার উইকিপিডিয়ার তুলনায় বাংলা উইকিপিডিয়া নিবন্ধবৈচিত্র‍্যে অনেকটাই পিছিয়ে রয়েছে; বিশেষ করে পেশাদারি কুস্তি বিষয়ক নিবন্ধ নেই বললেই চলে। ফলশ্রুতিতে পেশাদারি কুস্তিবিষয়ক নিবন্ধঘাটতি পূরণের লক্ষ্যে আগামী ১৫ই জুলাই থেকে ৩১শে জুলাই পর্যন্ত সম্প্রদায়ের বিশেষ উদ্যোগে পেশাদারি কুস্তিবিষয়ক এডিটাথন-এর আয়োজন করা হয়েছে। উক্ত এডিটাথনে অংশগ্রহণপূর্বক পেশাদারি কুস্তিবিষয়ক নিবন্ধ প্রণয়নের মাধ্যমে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার জন্য আপনার কাছে বিশেষ অনুরোধ রইল। উইকিপিডিয়ায় আপনার পদচারণা (প্রকৃতপক্ষে অঙ্গুলীচারণা) শুভ হোক।
-- ধন্যবাদান্তে,
আয়োজক কমিটির পক্ষে,
নকীব বট (আলাপ) ১১:৫৫, ১৩ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

সংগ্রহশালা তৈরিতে সাহায্যের প্রস্তাব সম্পাদনা

প্রিয় অঙ্কনদা,

আশা করি ভালই আছেন। আপনি সম্ভবত জেনে থাকবেন যে আলাপ পাতার সংগ্রহশালা ব্যবস্থাপনার জন্য আমার তৈরি স্ক্রিপ্ট কাজের অনুমতি পেয়েছে। তাই যদি আপনি আপনার আলাপ পাতার পুরনো বার্তাগুলো স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহশালায় স্থানান্তরিত করতে চান, তবে আপনার আলাপ পাতার (এই পাতাটিতেই) সবার উপরে {{স্বয়ংক্রিয় সংগ্রহশালা|max-day=7|current-index=1}} যুক্ত করুন। টেমপ্লেটটির অন্যান্য সেটিং সম্পর্কে জানতে টেমপ্লেট:স্বয়ংক্রিয় সংগ্রহশালা/নথি দেখুন। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০৫:২৫, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় নকীব, তোমার কাজ সম্পর্কে জেনে ভালো লাগলো। আমি আরো খানিকটা দেখে সেটিংসটি চালু করব, আমাকে জানানোর জন্য ধন্যবাদ তোমাকে। — অংকন (আলাপ) ০৫:৩২, ১১ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

গর্বিত নটর ডেমিয়ান সম্পাদনা

গর্বিত নটর ডেমিয়ান পদক
চিত্র:Logo of Notre Dame College.jpg

সুপ্রিয় অংকনদা,
নটর ডেম কলেজ” নিবন্ধটিকে বাংলা উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধ হওয়ায় আপনাকে অভিনন্দন! -- আদিভাই (আলাপ) ১৮:৪১, ১০ আগস্ট ২০২০ (ইউটিসি)
উত্তর দিন

 
সুপ্রিয় আদিভাই, তোমাদের গোটা দলকে অভিনন্দন, কারণ এই কাজটা তোমরাই বাস্তবায়ন করেছ। আশা করি পরবর্তীতে তোমরা একসাথে বাংলা উইকিকে আরো ভালো কাজ উপহার দিতে পারবে। সেই কাজের জন্য অগ্রিম ধন্যবাদ তোমাদেরকে। — অংকন (আলাপ) ০৫:৩৩, ১১ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

লক্ষ্য এবার লক্ষ/নিবন্ধ/ইতিহাস এই সম্পর্কে সম্পাদনা

আসসালামুয়ালাইকুম। আমি শাহেদ ইকবাল, লক্ষ্য এবার লক্ষ বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার এই মহৎ উদ্দ্যোগে আমি নিম্নোক্ত নিবন্ধ গলোর মধ্যে কিছু নিবন্ধ অনুবাদ করতে ইচ্ছুক। ১। Ancient Technology ২। History of Mobile Phones ৩। History of Radar ৪। History of Aviation ৫। History of Television ৬। Medieval Technology

আমি একজন প্রকৌশলী । প্রযুক্তির এই বিষয়গুলো সম্পর্কে আমার ধারণা আছে । আশা করি আমি ভালো ভাবে বাংলায় নিবন্ধ লিখতে পারবো ইনশা আল্লাহ।

আমি নিবন্ধ গুলোতে আমার নাম সংযুক্ত করতে পারছি । আশা করি সাহায্য করবেন । ধন্যবাদ।

Shahed94

লক্ষ্য এবার লক্ষ/নিবন্ধ/ইতিহাস এই সম্পর্কে সম্পাদনা

আসসালামুয়ালাইকুম আমি আবু নোমান মোহাম্মদ ইকবাল (শাহেদ) , User Name: Shahed 94 আমি উইকিপিডিয়ার বাংলা নিবন্ধের লক্ষ্য এবার লক্ষ/নিবন্ধ/ইতিহাস এ নিম্নোক্ত নিবন্ধ গুলো লিখতে ইচ্ছুক

১। Ancient technology ২। History of Mobile Phone ৩। History of Radar ৪। History of Aviation ৫। History of Television ৬। Medieval Technology

কিন্তু আমি নিবন্ধ গুলোর পাশে আমি আমার নাম সংযুক্ত করতে পারছি না । আশা করি আপনি সাহায্য করবেন। ধন্যবাদ ।

@Shahed94: আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। আপনি যে নিবন্ধগুলোতে আগ্রহ প্রকাশ করেছেন, তার অধিকাংশ পূর্বেই তৈরি করা হয়ে গেছে। একমাত্র সর্বশেষ নিবন্ধটি তৈরি করা হয়নি। আপনি অবশ্যই সেটি তৈরি করতে পারেন। এই পাতাটিতে কাঙ্ক্ষিত নিবন্ধের পাশে নিজের নাম যুক্ত করুন। এই পাতার শীর্ষেই প্রয়োজনীয় তথ্যাবলী দেয়া আছে। কিছু মাস পরে প্রযুক্তির বিষয় নিয়ে এডিটাথন হবে, আপনি তখনও অংশ নিবেন বলে আশা করি। ধন্যবাদ — অংকন (আলাপ) ১৫:২৩, ২৮ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আমন্ত্রণ সম্পাদনা

 
হ্যালো! প্রিয় উইকিপিডিয়ান, আপনাকে অন্যান্য বন্ধুসুলভ নিমন্ত্রকদের সাথে চাঘরে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। নতুন উইকিপিডিয়ানদের সাথে আলাপ, প্রশ্ন জিজ্ঞাসা এবং উইকিপিডিয়া সম্পর্কে জানার জন্য এটি একটি দারুণ জায়গা। দয়াকরে আমাদের সাথে আপনিও যোগ দিন!

~ইসমাইল (আলাপ) ১৬:১৭, ৫ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বার্তা সম্পাদনা

assalamualaikum, I want to contribute at health sector , could u please tell me in which month It will be available ? — Tanvir Mushfique Taamim (আলাপঅবদান) ০০:৪০, ১৪ সেপ্টেম্বর ২০২০‎ এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Tanvir Mushfique Taamim: আপনার আগ্রহের জন্য ধন্যবাদ জানাই। আপনি যেকোনো সময় স্বাস্থ্যবিষয়ক নিবন্ধ নিয়ে কাজ করতে পারেন। স্বাস্থ্যর রূপরেখা পাতায় আপনি স্বাস্থ্যসম্পর্কিত বিভিন্ন নিবন্ধের নাম পাবেন, সেখান থেকে বেছে নিয়ে ইংরেজি নিবন্ধের অনুবাদ করতে পারেন। শুভেচ্ছা রইল। — অংকন (আলাপ) ০৬:৪৮, ১৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

I want to contact with U vhaia , to know the procedures in details .....please give me your email id or fb id .....TIA — — Tanvir Mushfique Taamim (আলাপঅবদান) ১৬:১৮, ১৪ সেপ্টেম্বর ২০২০‎ এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Tanvir Mushfique Taamim: আপনি আমার আলাপ পাতায় এখনের মত আপনার সমস্যার জন্য বার্তা রাখতে পারেন। ব্যক্তিগত যোগাযোগ আবশ্যিক হলে আমার আলাপ পাতায় গেলেই ইমেইল করার অপশন পাবেন। তবে আলাপ পাতায় বার্তা দিতে উৎসাহিত করছি। আর বার্তা রাখার পরে চারটি টীল্ডা চিহ্ন (~~~~) ব্যবহার করে স্বাক্ষর প্রদান করুন। ধন্যবাদ। — অংকন (আলাপ) ১৫:০৯, ১৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

হাইনরিচ বার্গহাউস নিবন্ধটি পর্যালোচনা প্রসঙ্গে সম্পাদনা

অনুগ্রহপূর্বক হাইনরিচ বার্গহাউস নিবন্ধটি পর্যালোচনা করুন। ধন্যবাদ। Md. Abdul Ahad Khan (আলাপ) ১২:৫৫, ১৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

  করা হয়েছে। আশা করি অবদান রাখা অব্যাহত রাখবেন। ধন্যবাদ। — অংকন (আলাপ) ১৫:০৪, ১৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র নিবন্ধটি পর্যালোচনা প্রসঙ্গে সম্পাদনা

হাইনরিচ বার্গহাউস নিবন্ধটি পর্যালোচনার জন্য আন্তরিক ধন্যবাদ। এবার অনুগ্রহপূর্বক ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র নিবন্ধটি পর্যালোচনা করুন। আপনার জন্য রইল অগ্রিম ধন্যবাদ। Md. Abdul Ahad Khan (আলাপ) ১২:১৯, ২২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Md. Abdul Ahad Khan: যথাসময়ে পর্যালোচকগণ সকল নিবন্ধই পর্যালোচনা করবেন। ধন্যবাদ। — অংকন (আলাপ) ১৭:০৬, ২৭ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুন সম্পাদনা

হ্যালো ANKAN/বার্তা সংকলন-০৫: অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুন! বিষয়: "The Community Insights survey is coming!"আপনার যদি প্রশ্ন থাকে, ইমেল surveys@wikimedia.org

(Please check your email! Subject: "The Community Insights survey is coming!" If you have questions, email surveys@wikimedia.org.)

Samuel (WMF) (আলাপ) ০০:২৬, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

কিভাবে উইকিপিডিয়া এডিটাথনে অংশ গ্রহণ করব? সম্পাদনা

কিভাবে উইকিপিডিয়া এডিটাথনে অংশ গ্রহণ করব? Win Fariha (আলাপ) ০৪:১২, ৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Win Fariha: WP:লক্ষ্য এবার লক্ষ পাতাটি পড়ে নিন, সেখানে বিস্তারিত দেওয়া আছে। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৬:০৭, ৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন সম্পাদনা

 

সুপ্রিয় ANKAN,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনা সম্পাদনা

আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে আলোচনা করতে আজ, ৬ নভেম্বর রাত ৮ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করা হয়েছে। আলোচনা গুগল মিটে অনুষ্ঠিত হবে। আপনাকে আমি এই আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন ব্যবহারকারী যে কাউকে স্বাগতম।

আপনাকে এখানে সাক্ষর করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আলোচনার লিংক https://meet.google.com/dxo-ezyk-cbn

আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
রাজীব/Marajozkee (আলাপ) ১০:১৮, ৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

গত মাসের অপসারণ আলোচনা এখনো শেষ না হবার কারণ কি সম্পাদনা

@ANKAN:, উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আহমেদ রাজীব হায়দার (২য় মনোনয়ন) এটা দেখুন। পাভেল ল. (আলাপ) ১১:৫৫, ১২ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল কলের পর প্রতিক্রিয়া সম্পাদনা

আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে আলোচনা করতে ৬ নভেম্বর রাত ৮ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করে ছিলাম। যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যারা অংশগ্রহণ করতে পারেনি তাদের সবাইকে পরবর্তী আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। আমাদের আলোচনার উপর ভিক্তি করে আপনাদেরকে এই ফর্মটি পূরণ করার মাধ্যমে প্রতিক্রিয়া জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। এই প্রতিক্রিয়া যারা অংশগ্রহণ করেছিলেন এবং যারা অংশগ্রহণ করেননি, এমনকি নিয়মিত, অ-নিয়মিত এবং নতুন ব্যবহারকারীদেরও জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ!

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

জনি (আলাপ) শুক্রবার ২২:২৯, ২৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনা (বৈশ্বিক কথোপকথন) সম্পাদনা

বৈশ্বিক কথোপকথন অনুষ্ঠান উপলক্ষে আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে দ্বিতীয় দফায় আলোচনা করতে আজ, ১৯ নভেম্বর রাত ৭:৩০ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করা হয়েছে। আলোচনা গুগল মিটে অনুষ্ঠিত হবে। আপনাকে আমি এই আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন ব্যবহারকারী যে কাউকে স্বাগতম।

আপনাকে এখানে সাক্ষর করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আলোচনার লিংক https://meet.google.com/dxo-ezyk-cbn

আপনাকে স্বাগতম।

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ০৫:২৫, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনার সময় নির্বাচন সম্পাদনা

আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনা করতে দুটি সময় নির্বাচন করেছি, আপনারা আপনাদের পছন্দ মত মতামত ২৩ নভেম্বর-এর মধ্যে দিতে পারেন। সবার মতামত অনুসারে ২৪ নভেম্বর আলোচনার জন্য একটি সময় নির্বাচন করে জানিয়ে দেয়া হবে।

আপনার বাংলা উইকিপিডিয়ার আলোচনাসভায় অথবা ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত দিতে পারেন।

২৬ নভেম্বর সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়)
২৭ নভেম্বর সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়)

বিঃদ্রঃ আমাদের আজকের (১৯ নভেম্বর) আলোচনায় ৪ জন ২৭ নভেম্বর এবং ১ জন ২৬ নভেম্বর সমর্থন দিয়েছেন।

আমাদের আজকের (১৯ নভেম্বর) আলোচনায় বিনিময় করা লিংক গুলো দেখতে এখানে চাপুন

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৭:৫০, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনা (তৃতীয় দফা) সম্পাদনা

সবার মতামত অনুসারেে আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনা করতে আগামীকাল, ২৭ নভেম্বর রাত ৭:৩০ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করা হয়েছে। আলোচনা গুগল মিটে অনুষ্ঠিত হবে। আপনাকে আমি এই আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন ব্যবহারকারী যে কাউকে স্বাগতম।

আপনাকে এখানে সাক্ষর করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আলোচনার লিংক https://meet.google.com/dxo-ezyk-cbn

আপনাকে স্বাগতম।

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৯:৩১, ২৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনার সারসংক্ষেপ সম্পাদনা

আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আমি জনি এবং রাজীব আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার এবং আলোচনায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। আমরা উইকিমিডিয়া ২০৩০ আন্দোলনের কৌশলের সুপারিশ এবং এর উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া ও বাস্তবায়ন করার উদ্দেশ্যে তিন দফায় আলোচনা করেছি। আমাদের এই আলোচনায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও নেপাল থেকে উইকিমিডিয়ান অংশগ্রহণ করেছেন। সকল অংশগ্রহণকারীর প্রতি রইলো বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আমাদের তিন দফায় আলোচনার উপর ভিক্তি করে উইকিমিডিয়া ফাউন্ডেশনে তিনটি সুপারিশ এবং দশটি উদ্যোগের প্রতিবেদন দেয়া হবে। এই জন্য আপনাদের সবাইকে এই ফর্মটি পূরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ফর্মটি ২৮ নভেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত পূরণের জন্য খোলা থাকবে। এর পরে সময়সীমা শেষ হওয়ার কারণে এই ফর্মটি বন্ধ হয়ে যাবে।

৫ এবং ৬ ডিসেম্বরের বৈশ্বিক কথোপকথনে অংশগ্রহণের জন্য এই নিবন্ধন ফর্মটি চালু করা হয়েছে, নিবন্ধন ফর্মটি ৪ ডিসেম্বর পর্যন্ত পূরণের জন্য খোলা থাকবে, সবাইকে নিবন্ধন ফর্মটি পূরণের জন্য অনুরোধ করা হচ্ছে।

আমাদের আজকের (২৭ নভেম্বর) আলোচনায় বিনিময় করা লিংক গুলো দেখতে এখানে চাপুন

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৮:১৩, ২৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

নটর ডেম কর্মশালা ও এডিটাথন ২০২০ (পর্যালোচনা) পদক সম্পাদনা

কৃতজ্ঞতা স্মারক
• নটর ডেম এডিটাথন ও কর্মশালা ২০২০ •

 

সুপ্রিয় পর্যালোচক,
উইকিমিডিয়া বাংলাদেশ” ও “নটর ডেম ইংলিশ ক্লাব” আয়োজিত "নটর ডেম কর্মশালা ও এডিটাথন ২০২০"-এ নিবন্ধ পর্যালোচনায় উল্লেখযোগ্য ভূমিকা রাখায় আপনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। উইকিপিডিয়ায় আপনার অগ্রযাত্রা শুভ হোক, এই কামনায় - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১৭:০২, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বিশেষ এডিথাটনে ২০২০ এর পুরুস্কার বিতরণী সম্পর্কে সম্পাদনা

প্রিয় অংকন ভাই,


আশা করি, এই দুর্যোগের সময়ে ভালো ও সুস্থ আছেন। আমি অতি বিনয়ের সাথে জানাতে চাই যে, আমি উইকিপিডিয়া বিশেষ এডিথাটনে ২০২০ এ অংশগ্রহণ করি এবং এডিথাটনে আমার একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে। পরবর্তীতে আমাকে একটি ফর্ম পূরণ করতে দেওয়া হয়। আমি সেই ফর্মটি পূরণ করি। আজ তা পূরণ করার পর প্রায় ৫ মাস বা তার অধিক হয়ে গিয়েছে কিন্তু উল্লেখিত পুরস্কার পায়নি। উল্লেখ্য যে, আমি এই এডিটাথনে প্রথম স্থান লাভ করি। তারপর আমি ব্যক্তিগত ব্যস্ততার কারণে আর উইকিপিডিয়াতে তেমন অবদান রাথতে পারেনি। এথন আমার অবসরে এডিটাথনটির কথা মনে পড়ে যাওয়ায় আমি জানতে আগ্রহী হচ্ছি যে, এই এডিটাথনটির পুরুস্কার বিতরণ কি সম্পন্ন হয়েছে নাকি আমার কোনো ভূল হয়েছিল ফর্মটি পূরণের সময়।


আপনার কাছে আমার আবেদন এই যে, আমাকে এডিটাথনটির পুরুস্কার বিতরণী সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

T. Galib (আলাপ) ১৭:১৩, ১১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@T. Galib: আপনার তথ্য আমরা পেয়েছি। কিন্তু বর্তমান অবস্থাসাপেক্ষে আমরা পুরস্কার দেয়ার প্রয়োজনীয় অফলাইন কাজ সম্পন্ন করতে পারছি না। উইকিমিডিয়া বাংলাদেশ থেকেও পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকল জনসম্পৃক্ততামূলক অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এমতাবস্থায় আমরা পুরস্কারের জন্য যে প্রক্রিয়া অনুসরণ করতে হবে তা করতে পারছি না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এবং বিনীত অনুরোধ জানাব ধৈর্যধারণের জন্য।   শুভেচ্ছাসহ — অংকন (আলাপ) ১৩:৪২, ১১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@ANKAN: ধন্যবাদ, আশা করি, আপনারা পরিস্থিতি স্বাভাবিক হলে পুরস্কার বিতরণের আগে আমাকে জানাবেন।

T. Galib (আলাপ) ২০:৪৮, ১১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@T. Galib: অবশ্যই জানানো হবে।   শুভেচ্ছাসহ — অংকন (আলাপ) ১৫:৪৪, ১১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী টেমপ্লেট সম্পাদনা

ভাইয়া, আপনি যে টেমপ্লেট দিয়ে নটর ডেম কর্মশালা ২০২০ এর গুগল ফর্মের বার্তা দিয়েছেন, তাতে আমি {{subst:....}} যোগ করে দিচ্ছি। তাতে করে টেমপ্লেটটির জায়গায় মূল বার্তাটি প্রতিস্থাপিত হবে। আশা করি আপনার কোনো সমস্যা হবে না। আর আপনার ব্যবহারকারী উপপাতায় কোনো সমস্যা হলেও অংশগ্রহণকারীদের আলাপ পাতায় মূল বার্তা অক্ষুণ্ন থাকবে। — আদিভাইআলাপ১৮:০০, ১১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Meghmollar2017: অনেক অনেক ধন্যবাদ। − অংকন (আলাপ) ১৩:৩৭, ১৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ প্রতিযোগিতা ২০২১ সম্পাদনা

উইকিপিডিয়া:নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২১ এর নিয়মাবলিতে এটা লিখা উচিৎ ছিল নিবন্ধ ইংরেজি থেকে অনুবাদ করলে সম্পূর্ণ অনুবাদ করতে হবে। কিভাবে কাজ নিয়মাবলি সাজিয়েছেন আমি জানিনা। তবুও বললাম। নাইম (আলাপ) ১৫:০৩, ৩০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@ইফতেখার নাইম: প্রতিযোগিতার মূল পাতা থেকে শুরু করে গোটা ব্যাপারটা খসড়া অবস্থায় আছে এবং এটার শুরুর তারিখ বা কোনোকিছুই ঠিক করা হয়নি। নিয়মাবলী এখনো তৈরি করা হয়নি, খসড়া অবস্থায় কিছু লেখা আছে। মূল নিয়মাবলী তৈরির সময় গোটা প্রক্রিয়া পরিষ্কারভাবে উল্লেখ করা থাকবে। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। ― অংকন (আলাপ) ১৫:২৫, ৩০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:লক্ষ্য এবার লক্ষ - ফরম পূরণ করুন সম্পাদনা

 

সুপ্রিয় অবদানকারী,
লক্ষ্য এবার লক্ষ এডিটাথন ২০২০-এ অংশগ্রহণের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেয়া এক বা একাধিক নিবন্ধ এডিটাথনে গৃহীত হয়েছে। আয়োজক দল পুরস্কার প্রদানের উদ্দেশ্যে তথ্য সংগ্রহ করছে। তাই আমরা আপনাকে এই ফরমটি পূরণ করতে অনুরোধ করছি। এডিটাথনের আয়োজক দলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ও আপনার প্রতি শুভকামনা রইল! — অংকন (আলাপ) ১৯:১৪, ৩০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আফতাবুজ্জামান-এর করা প্রশ্ন (১৬:৪৭, ১০ ফেব্রুয়ারি ২০২১) সম্পাদনা

পরীক্ষা। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪৭, ১০ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Md Sumso uddin Rony-এর প্রশ্ন (১৯:০১, ১২ ফেব্রুয়ারি ২০২১) সম্পাদনা

Thanks --Md Sumso uddin Rony (আলাপ) ১৯:০১, ১২ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Md Sumso uddin Rony: শুভেচ্ছা নেবেন। আপনি এখানে ক্লিক করলে কিছু "পরামর্শকৃত সম্পাদনা" দেখতে পাবেন। সেখান থেকে আপনার পছন্দসই বিষয় বেছে নিতে পারেন। শুরুতে সেগুলোতে ক্লিক করে দেখুন, আপনাকে ধাপে ধাপে বুঝিয়ে দেয়া হবে এরপরে কী করতে হবে। একবার চেষ্টা করে দেখুন। যেকোনো প্রশ্নের জন্য নির্দ্বিধায় আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। ― অংকন (আলাপ) ১৯:১৫, ১২ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

এস এম মামুনুর রশীদ-এর প্রশ্ন (০৭:৫৫, ১৩ ফেব্রুয়ারি ২০২১) সম্পাদনা

আমার একাউন্ট কিভাবে সাজাবো --এস এম মামুনুর রশীদ (আলাপ) ০৭:৫৫, ১৩ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@এস এম মামুনুর রশীদ: শুভেচ্ছা নেবেন। বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাই। আপনি এখানে ক্লিক করলে সরাসরি নীড়পাতায় চলে যাবেন। নীড়পাতায় আপনি অবদান রাখতে আগ্রহী এমন বিষয় বেছে নিয়ে কাজ করতে পারবেন। নীড়পাতার ডানে ব্যবহারকারীর পৃষ্ঠা লেখা আছে, সেখানে ক্লিক করে আপনি অন্যদের জন্য নিজের কিছু তথ্য যুক্ত করতে পারেন। তবে শুরুতে যদি নীড়পাতা থেকে দেয়া সম্পাদনার পরামর্শ অনুযায়ী কিছু কাজ করেন, তাহলে পরের কাজগুলো করা আপনার জন্য সহজ হবে। এছাড়া কোনো সমস্যার জন্য আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। — অংকন (আলাপ) ০৯:০৯, ১৩ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

মহামারী > মহামারি সম্পাদনা

ভাইয়া, সাম্প্রতিককালে মহামারি সংক্রান্ত কিছু আলোচনা ও স্থানান্তর লক্ষ্য করলাম। তাতে অন্যান্য সকল কিছুর মাঝে “মহামারী” বানানের শুদ্ধতা নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। বাংলা বানানের নিয়ম অসংস্কৃত শব্দ হিসেবে “মহামারি” বানান প্রমিত হবে। ২০১৫ সালের বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান গ্রন্থে “মহামারি” বানান অন্তর্ভুক্ত হয়েছে। [১] ধন্যবাদান্তে — Meghmollar2017আলাপ০৯:৪৯, ১৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Meghmollar2017: ধন্যবাদ প্রশ্নটির জন্য এবং চাইলে এই অংশের আলাপ ঐ আলাপ পাতায় তুলে দিতে পারো। আমরা বাংলা উইকিপিডিয়ায় এখনো এইসমস্ত ক্ষেত্রে হ্রস্ব-ই কার ব্যবহার করিনা, যেমনটা বিষয়শ্রেণীর আলোচনাতেও খেয়াল করেছ। আমরা যেহেতু পুরাতন রীতিটা উইকিপিডিয়ায় ব্যবহার করি তাই একই কারণে এখনো "মহামারী" ব্যবহৃত হওয়া উচিত, "মহামারি" নয়। ― অংকন (আলাপ) ০৯:৫৫, ১৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
বিষয়টি সেই পৃষ্ঠাতে অন্য আলোচনায় উল্লেখ করেছিলাম, যদিও তখন উপরের আলোচনা লক্ষ্য করিনি। আমরা পুরনো বানান অনুসরণ কেন করি, তার ধারণা সেই সমস্ত আলোচনা থেকে হয়েছে। তবে আপনি যদি লক্ষ্য করেন, আফতাব ভাইও “মহামারি”, “অতিমারি” ইত্যাদির পক্ষে বলেছেন; বাংলা সংবাদপত্রগুলোও তা-ই লিখছে। আমার মনে হয়, এতটা রক্ষণশীলতা বাংলা উইকির জন্যই ক্ষতির কারণ হচ্ছে। — Meghmollar2017আলাপ১০:০৬, ১৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017: আমার তোমার কথাটা বুঝতে পেরেছি। তবে এক্ষেত্রে সম্প্রদায়কে বিভিন্ন দিক বিচার করে সিদ্ধান্ত নিতে হবে। বাংলা একাডেমিরটা মানতে হবে এমন না, বাংলা উইকিপিডিয়া তার নিজের রীতিতে চলতেই পারে। উল্লেখ করি যে "করোনাভাইরাসের" হতে "কোভিড-১৯" করতে ব্যক্তিগতভাবে আমি জোর দিয়েছি, কারণ এর সঠিকতা (রোগের মহামারী হতে হবে)। এটা নিয়ে সন্দেহ বা দ্বিমত ছিল না। তবে হ্রস্ব বা দীর্ঘ কারটা অন্য আলোচনা, এবং সেটার পরিধি আরো অনেক বিস্তৃত। আর রক্ষণশীলতার ব্যাপারেও সবাইকে সিদ্ধান্ত নিতে হবে, কোনদিকে সেটা হলে ক্ষতি নেই আর কোথায় আছে। — অংকন (আলাপ) ১০:১৬, ১৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Nayan M S-এর প্রশ্ন (২১:২৭, ১৬ ফেব্রুয়ারি ২০২১) সম্পাদনা

বঙ্গ আর বাংলা কী আলাদা ? --Nayan M S (আলাপ) ২১:২৭, ১৬ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Nayan M S: প্রথমেই উইকিপিডিয়ায় স্বাগতম জানাই। আপনার প্রশ্নটি কি আপনি আরেকটু ব্যাখ্যা করতে পারবেন? কারণ অনেকক্ষেত্রেই এটা প্রেক্ষাপটনির্ভর হয়ে থাকে। যেমন ভাষার ক্ষেত্রে সর্বদা "বাংলা" ব্যবহৃত হয়, তবে অঞ্চল বা ঐতিহাসিক ক্ষেত্রে "বঙ্গ" ব্যবহৃত হয় কিছু স্থানে (যেমন পশ্চিমবঙ্গ, বঙ্গভঙ্গ আন্দোলন)। এছাড়া যেকোনো প্রশ্নের জন্য নির্দ্বিধায় আমাকে জানাতে পারেন। ধন্যবাদ আপনাকে! ― অংকন (আলাপ) ০৩:৫৭, ১৭ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Niutron inventor james chad week নিয়ে Resma Akther-এর করা প্রশ্ন (০৪:৪৮, ১৮ ফেব্রুয়ারি ২০২১) সম্পাদনা

How can I make a page? --Resma Akther (আলাপ) ০৪:৪৮, ১৮ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Resma Akther: প্রথমেই বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম জানাই। আপনি এখানে নতুন নিবন্ধ তৈরি করতে পারবেন। তবে উইকিপিডিয়ায় অবদান রাখার কিছুটা কঠিন কাজ সেটা। আপনি কী নিয়ে উইকিপিডিয়ায় নিবন্ধ লিখতে চান? যদি নিউট্রন আবিষ্কারক জেমস চ্যাডউইক নিয়ে আপনি আগ্রহী হোন, তাহলে এই নিবন্ধে গিয়ে আরো তথ্য যুক্ত করতে পারেন। এক্ষেত্রে James Chadwick এই ইংরেজি নিবন্ধটি থেকে কিছু অংশ বাংলায় অনুবাদ করে নতুন তথ্য যুক্ত করা সম্ভব। এছাড়া আপনার আগ্রহের বিষয়ে কিছু সহজ কাজের মাধ্যমে আপনি নতুন নিবন্ধ লেখার প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন। সহজ কাজগুলো করার জন্য আপনি নীড়পাতায় ক্লিক করে নিজের পছন্দসই বিষয় নির্বাচন করতে পারেন। এছাড়া যেকোনো প্রশ্নের জন্য নির্দ্বিধায় আমাকে জানান। ধন্যবাদ! — অংকন (আলাপ) ০৪:৫৬, ১৮ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

পুনঃপর্যালোচনা সম্পাদনা

আসসালামুয়ালাইকুম। লাদাখের ইতিহাস নিবন্ধের অভিযোগকৃত অনুবাদ সম্পূর্ন করা হয়েছে,তাই আবার পর্যালোচনার অনুরোধ রইল । ধন্যবাদ।--Hasnat Tasnim (আলাপ) ১০:২০, ১০ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

BTS Armies সম্পাদনা

They're really good at listening the bts songs .they are fan of JK and V Resma Akther (আলাপ) ০৪:৫৭, ১৮ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Resma Akhter: আপনার প্রশ্নটি আরো ব্যাখ্যা করার অনুরোধ রইলো। অবদান রাখার ক্ষেত্রে কোনো সমস্যা হলে আমাকে জানান। এ ক্ষেত্রে আপনার আগের প্রশ্নটির উত্তর সহায়ক হতে পারে। ধন্যবাদ। -- অংকন (আলাপ) ০৬:৫১, ২০ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

মনোয়ার চৌধুরী সুকেল-এর প্রশ্ন (১৮:২০, ১৯ ফেব্রুয়ারি ২০২১) সম্পাদনা

মানুষ কোন কাছে বুদ্ধিজীবীদের কথাও মানে না। --মনোয়ার চৌধুরী সুকেল (আলাপ) ১৮:২০, ১৯ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@মনোয়ার চৌধুরী সুকেল: বাংলা উইকিপিডিয়ায় স্বাগত জানাই। আমি আপনার প্রশ্নটি বুঝতে পারিনি, আপনি কি আরো ব্যাখ্যা করতে পারবেন? ধন্যবাদ। -- অংকন (আলাপ) ০৬:৪৯, ২০ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Emon Khapa-এর প্রশ্ন (১৬:১৮, ২০ ফেব্রুয়ারি ২০২১) সম্পাদনা

Hi --Emon Khapa (আলাপ) ১৬:১৮, ২০ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Emon Khapa: শুভেচ্ছা নেবেন। বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাই। আপনি এখানে ক্লিক করে অবদান রাখতে আগ্রহী এমন বিষয় বেছে নিয়ে কাজ করতে পারবেন। নীড়পাতায় আপনাকে কাজ করতে পারেন এমন বিষয় নিয়ে পরামর্শ দেয়া হবে। এ বিষয়ক কোনো সমস্যার জন্য আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। — অংকন (আলাপ) ১৭:১৭, ২০ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Saiful mirdha-এর প্রশ্ন (০৫:১৩, ২১ ফেব্রুয়ারি ২০২১) সম্পাদনা

online Notun Kore toiri korbo kivabe Jante Sathi --Saiful mirdha (আলাপ) ০৫:১৩, ২১ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Saiful mirdha: প্রথমেই বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম জানাই। আপনি এখানে নতুন নিবন্ধ তৈরি করতে পারবেন। তবে উইকিপিডিয়ায় অবদান রাখার কিছুটা কঠিন কাজ সেটা। আপনি কী নিয়ে উইকিপিডিয়ায় নিবন্ধ লিখতে চান? আপনি যদি চলমান প্রতিযোগিতায় অংশ নিতে চান, তবে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা পাতাটি দেখুন। আপনার আগ্রহের বিষয়ে কিছু সহজ কাজের মাধ্যমে আপনি নতুন নিবন্ধ লেখার প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন। সহজ কাজগুলো করার জন্য আপনি নীড়পাতায় ক্লিক করে নিজের পছন্দসই বিষয় নির্বাচন করতে পারেন। এরপর বিভিন্ন ধরণের সম্পাদনা করতে পারবেন। এছাড়া যেকোনো প্রশ্নের জন্য নির্দ্বিধায় আমাকে জানান। ধন্যবাদ! — অংকন (আলাপ) ১০:৪৭, ২১ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Jigisha Rahman-এর প্রশ্ন (০৫:৩৯, ২১ ফেব্রুয়ারি ২০২১) সম্পাদনা

Hello,How can I submit a topic? --Jigisha Rahman (আলাপ) ০৫:৩৯, ২১ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Jigisha Rahman: প্রথমেই বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম জানাই। আপনার প্রশ্নটি কি আরেকটু ব্যাখ্যা করবেন? আপনি ঠিক কোন বিষয় জমা দিতে চাইছেন? উইকিপিডিয়া একটি অনলাইন বিশ্বকোষ এবং এখানে যে কেউ অবদান রাখতে পারে, আপনিও চাইলেই অবদান রাখতে পারবেন এখানে। ― অংকন (আলাপ) ১০:৪৯, ২১ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

মোঃ আখের হোসেন-এর প্রশ্ন (১৭:১৫, ২২ ফেব্রুয়ারি ২০২১) সম্পাদনা

কীভাবে ভালো মানের ইডিটর হওয়া যায়? --মোঃ আখের হোসেন (আলাপ) ১৭:১৫, ২২ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@মোঃ আখের হোসেন: আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। উইকিপিডিয়ায় যে কেউ অবদান রাখতে পারে, এজন্য ভালো মানের অবদানকারী বা এডিটর হ্তে হবে এমন কিছুই নয়। আপনি সহজ কিছু সম্পাদনা করার মাধ্যমে ধীরে ধীরে দক্ষ হয়ে উঠতে পারেন, পরবর্তীতে নিয়মিত অবদান রাখা অব্যাহত রাখতে পারেন। এখানে ক্লিক করলে সরাসরি নীড়পাতায় চলে যাবেন। নীড়পাতায় আপনি অবদান রাখতে আগ্রহী এমন বিষয় বেছে নিয়ে কাজ করতে পারবেন। নীড়পাতার ডানে ব্যবহারকারীর পৃষ্ঠা লেখা আছে, সেখানে ক্লিক করে আপনি অন্যদের জন্য নিজের কিছু তথ্য যুক্ত করতে পারেন। তবে শুরুতে যদি নীড়পাতা থেকে দেয়া সম্পাদনার পরামর্শ অনুযায়ী কিছু কাজ করেন, তাহলে পরের কাজগুলো করা আপনার জন্য সহজ হবে। এছাড়া কোনো সমস্যার জন্য আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। — অংকন (আলাপ) ১৪:৪৫, ২৩ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ সম্পাদনা

 

সুপ্রিয় অবদানকারী,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১। এ প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট তালিকা হতে বাংলা উইকিপিডিয়ার বিদ্যমান নিবন্ধসমূহের মানোন্নয়ন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত পূর্বের নিবন্ধ প্রতিযোগিতায় আপনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তাই এ বছরের প্রতিযোগিতায়ও আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজক দলের পক্ষে — অংকন (আলাপ) ~~

Saruwar Hossain-এর প্রশ্ন (০৭:২২, ২৬ ফেব্রুয়ারি ২০২১) সম্পাদনা

আমি কি ভাবে উইকিপিডিয়ায় আমার প্রোফাইলে ছবি যুক্ত করতে পারি --Saruwar Hossain (আলাপ) ০৭:২২, ২৬ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Saruwar Hossain: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। বাংলা উইকিপিডিয়ার বিভিন্ন নিবন্ধে ছবি থাকে। তবে প্রোফাইল বলতে আপনি সম্ভবত ব্যবহারকারী পাতা বুঝিয়েছেন। ছবি সংযোজনের জন্য এখানে টিউটোরিয়াল দেখতে পাবেন। তবে এক্ষেত্রে কপিরাইটের দিকে লক্ষ্য রাখবেন। নিজের তোলা ছবি আপনি যুক্ত করতে পারেন যা বিভিন্ন নিবন্ধে ব্যবহার করা যেতে পারে। এছাড়া উইকিপিডিয়ায় নিজের পছন্দসই অন্যান্য ব্যাপারে অবদানের জন্য নীড়পাতা থেকে পছন্দসই বিষয় বেছে নিতে পারেন। ধন্যবাদ। — অংকন (আলাপ) ১৬:১২, ২৬ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১/অংশগ্রহণকারী নিয়ে Shafiul Alam Choton-এর প্রশ্ন (২৩:০৮, ২ মার্চ ২০২১) সম্পাদনা

আসসালামু আলাইকু, আমাদের কাজ টা কী এই সাইটে একটু ডিটেইলসে সব বলবেন দয়া করে --Shafiul Alam Choton (আলাপ) ২৩:০৮, ২ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Shafiul Alam Choton: ওয়ালাইকুম আসসালাম। আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। আপনি সম্ভবত অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১ নিয়ে জানতে চাইছেন। এ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদ করে বাংলা উইকিপিডিয়ায় ইতিমধ্যে আছে এমন নিবন্ধ সম্পূর্ণ করতে হবে আপনাকে। আর সফলভাবে অনুবাদ শেষ করতে পারলে রয়েছে পুরস্কার। এ প্রতিযোগিতার মূল পাতায় গেলে আপনি বিস্তারিত নিয়মাবলী দেখতে পাবেন। যদি আপনার অবদান রাখতে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে সাপ্তাহিক সমন্বয় সভায় অংশ নিতে পারেন, যেখানে একজন অভিজ্ঞ অবদানকারী আপনাকে সহায়তা করবে। প্রতিযোগিতার মূল পাতাতে এ ব্যাপারেও তথ্যাবলী যুক্ত করা আছে। যেকোনো সমস্যার জন্য আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। — অংকন (আলাপ) ০৫:৪৭, ৩ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী:Arique21 নিয়ে পায়েল পন্ডিত-এর প্রশ্ন (১৩:৩১, ৩ মার্চ ২০২১) সম্পাদনা

আমি নিবন্ধ অনুবাদ করতে যায়।কিভাবে করব বুঝতে পারছিনা।সাহাযয় করুন --পায়েল পন্ডিত (আলাপ) ১৩:৩১, ৩ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@পায়েল পন্ডিত: আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। আপনি সম্ভবত অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১ নিয়ে জানতে চাইছেন। এ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদ করে বাংলা উইকিপিডিয়ায় ইতিমধ্যে আছে এমন নিবন্ধ সম্পূর্ণ করতে হবে আপনাকে। আর সফলভাবে অনুবাদ শেষ করতে পারলে রয়েছে পুরস্কার। এ প্রতিযোগিতার মূল পাতায় গেলে আপনি বিস্তারিত নিয়মাবলী দেখতে পাবেন। যদি আপনার অবদান রাখতে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে সাপ্তাহিক সমন্বয় সভায় অংশ নিতে পারেন, যেখানে একজন অভিজ্ঞ অবদানকারী আপনাকে সহায়তা করবে। প্রতিযোগিতার মূল পাতাতে এ ব্যাপারেও তথ্যাবলী যুক্ত করা আছে। যেকোনো সমস্যার জন্য আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। — অংকন (আলাপ) ১২:৪৯, ৪ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Subhendu007-এর প্রশ্ন (০৮:৫২, ৪ মার্চ ২০২১) সম্পাদনা

ধন্যবাদ --Subhendu007 (আলাপ) ০৮:৫২, ৪ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Subhendu007: শুভেচ্ছা নেবেন। বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাই। আপনি কি নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আগ্রহী? এখানে ক্লিক করলে সরাসরি নীড়পাতায় চলে যাবেন। নীড়পাতায় আপনি অবদান রাখতে আগ্রহী এমন বিষয় বেছে নিয়ে কাজ করতে পারবেন। এছাড়া কোনো সমস্যার জন্য আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। — অংকন (আলাপ) ১৩:০৪, ৪ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Humayunkabirknu-এর প্রশ্ন (১১:৩২, ৪ মার্চ ২০২১) সম্পাদনা

আপনি আমার মেন্টর কিভাবে? একটু বুঝিয়ে বলবেন? --Humayunkabirknu (আলাপ) ১১:৩২, ৪ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Humayunkabirknu: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। বাংলা উইকিপিডিয়ায় যারা নতুন অ্যাকাউন্ট তৈরি করেন, তাদেরকে সহায়তার জন্য কিছু স্বেচ্ছাসেবক কাজ করেন। নতুনদের সম্পাদনার ক্ষেত্রে কোনো সমস্যার ক্ষেত্রে তারা সহায়তা করেন। নতুন অ্যাকাউন্ট তৈরি করার পর স্বয়ংক্রিয়ভাবে এরকম স্বেচ্ছাসেবকদের একজন যুক্ত হয়ে যান, যাকে নবাগতের মেন্টর বলা হয়। আমি এমনই একজন স্বেচ্ছাসেবক, এবং বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখার ক্ষেত্রে আপনার কোনো প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করব। শুভকামনা! ― অংকন (আলাপ) ১২:৫৪, ৪ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

SAMIMUR RAHMAN SUMON-এর প্রশ্ন (১৩:১৪, ৪ মার্চ ২০২১) সম্পাদনা

মহাবলি হনুমানের ১পর্ব --SAMIMUR RAHMAN SUMON (আলাপ) ১৩:১৪, ৪ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

মহাবলী হনুমান নিয়ে SAMIMUR RAHMAN SUMON-এর প্রশ্ন (১৩:৩৪, ৪ মার্চ ২০২১) সম্পাদনা

মহাবলি হনুমানের ১ পর্ব --SAMIMUR RAHMAN SUMON (আলাপ) ১৩:৩৪, ৪ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@SAMIMUR RAHMAN SUMON: প্রথমেই বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম জানাই। আপনার প্রশ্নটি কি আরেকটু ব্যাখ্যা করবেন? আপনি ঠিক কোন বিষয়ে জানতে চাইছেন? ― অংকন (আলাপ) ০৮:৫৬, ৬ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী আলাপ:ANKAN নিয়ে Yamin arafat-এর প্রশ্ন (০৩:০৪, ৫ মার্চ ২০২১) সম্পাদনা

আমার মাদরাসার পরিচিতি এখানে রাখতে কিভাবে রাখবো?? --Yamin arafat (আলাপ) ০৩:০৪, ৫ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Yamin arafat: শুভেচ্ছা নেবেন। উইকিপিডিয়ায় বিভিন্ন বিষয়ে নিবন্ধ থাকে, তবে সেক্ষেত্রে নিবন্ধকে এই নীতিমালায় উত্তীর্ণ হতে হয়। আপনি যদি মনে করেন উল্লেখযোগ্য, তবে তা নিয়ে নিবন্ধ লিখতে পারেন। যদি ইতিমধ্যেই নিবন্ধটি থাকে, তবে উক্ত নিবন্ধের পাতায় গিয়ে প্রয়োজনীয় তথ্য যুক্ত করতে পারেন। এক্ষেত্রে নিবন্ধে কাজ করার সময় সমস্যা হলে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। ― অংকন (আলাপ) ০৮:৫৯, ৬ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Abdulkaderrimon10-এর প্রশ্ন (২০:৫২, ৫ মার্চ ২০২১) সম্পাদনা

আমার নামে উইকিপিডিয়া তৈরি করতে হবে। --Abdulkaderrimon10 (আলাপ) ২০:৫২, ৫ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Abdulkaderrimon10: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। উইকিপিডিয়ায় নিবন্ধ তৈরির জন্য এই নীতিমালা পূরণ করতে হয়। এরপরে স্বেচ্ছাসেবার ভিত্তিতে কেউ নিবন্ধটি তৈরি করেন। তবে এক্ষেত্রে আপনি নিজে আপনার নিজের নিবন্ধ তৈরি করতে পারবেন না, সেটা নীতিমালা লঙ্ঘন হবে। আপনি এই পাতায় নিবন্ধের তৈরির জন্য অনুরোধ করতে পারেন। ধন্যবাদ। ― অংকন (আলাপ) ০৯:০৫, ৬ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

সংগ্রহশালা তৈরিতে পুনরায় সাহায্যের প্রস্তাব সম্পাদনা

প্রিয় অংকন ভাই,

আশা করি ভালই আছেন। আপনি সম্ভবত জেনে থাকবেন যে আলাপ পাতার সংগ্রহশালা ব্যবস্থাপনার জন্য আমার তৈরি স্ক্রিপ্টটি মোটামুটি প্রায় এক বছর ধরে বিভিন্ন আলাপ পাতার সংগ্রহশালা ব্যবস্থাপনা করছে। তাই যদি আপনি আপনার আলাপ পাতার পুরনো বার্তাগুলো স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহশালায় স্থানান্তরিত করতে চান, তবে আপনার আলাপ পাতার (এই পাতাটিতেই) সবার উপরে {{স্বয়ংক্রিয় সংগ্রহশালা|max-day=7|current-index=4|archive-pattern=/পুরাতন বার্তা সংকলন $}} যুক্ত করুন। টেমপ্লেটটির অন্যান্য সেটিং সম্পর্কে জানতে টেমপ্লেট:স্বয়ংক্রিয় সংগ্রহশালা/নথি দেখুন। ধন্যবাদ। ‐নকীব সরকার বলুন... ১৭:৪৩, ৬ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকিপ্রকল্প নটর ডেম কলেজে যোগদানের আমন্ত্রণ সম্পাদনা

সুপ্রিয় ANKAN, শুভেচ্ছা নেবেন। আপনাকে উইকিপ্রকল্প নটর ডেম কলেজে যোগদানের আমন্ত্রণ জানাচ্ছি। উইকিপ্রকল্প নটর ডেম কলেজ হলো এমন একটি সম্মিলিত প্রয়াস, যেখানে উইকিপিডিয়ানরা, বিশেষ করে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা, সম্মিলিতভাবে নটর ডেম কলেজ সংশ্লিষ্ট নিবন্ধগুলো তৈরি ও নিবন্ধগুলোর মানোন্নয়ন করে থাকেন। এই উইকিপ্রকল্পে অংশগ্রহণের জন্য আপনি আপনার নাম এখানে যুক্ত করতে পারেন। এছাড়া আপনি আপনার ব্যবহারকারী পাতায় {{ব্যবহারকারী উইকিপ্রকল্প নটর ডেম কলেজ}} যুক্ত করতে পারেন। এতে আপনার নাম উইকিপ্রকল্প নটর ডেম কলেজের সদস্যবৃন্দ বিষয়শ্রেণীতে যুক্ত হবে।

শুভেচ্ছান্তে—
উইকিপ্রকল্প নটর ডেম কলেজের পক্ষে, বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১১:৫৯, ১১ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্ৰথের প্রকৃত নাম কি নিয়ে Rakes molla-এর প্রশ্ন (১৩:৪৫, ১৬ মার্চ ২০২১) সম্পাদনা

বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্ৰথের প্রকৃত নাম কি --Rakes molla (আলাপ) ১৩:৪৫, ১৬ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Rakes molla: শুভেচ্ছা নেবেন। বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাই। আপনি বাংলা সাহিত্য নিয়ে আরো জানতে বাংলা সাহিত্য নিবন্ধটি দেখতে পারেন। এখানে মূলত বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখার ব্যাপারে (নিবন্ধের মানোন্নয়ন, বানান সংশোধন, ইত্যাদি কাজে) সহায়তা করা হয়। আপনি কি এমন নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আগ্রহী? এখানে ক্লিক করলে সরাসরি নীড়পাতায় চলে যাবেন। নীড়পাতায় আপনি অবদান রাখতে আগ্রহী এমন বিষয় বেছে নিয়ে কাজ করতে পারবেন। এছাড়া এ সংশ্লিষ্ট কোনো সমস্যার জন্য আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। — অংকন (আলাপ) ০৫:০৬, ১৭ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Rajaul Karim Sohel-এর প্রশ্ন (১৫:১২, ১৭ মার্চ ২০২১) সম্পাদনা

অভিনন্দন ! আশা করি ভালো আছেন ? আমি নতুন একজন ব্যবহারকারী, তবে আমি উইকিপিডিয়া অনেকদিন ধরেই ব্যবহার আসছি । এ পর্যায়ে অমর একুশে আমি কিভাবে ভালো করতে পারি ? --Rajaul Karim Sohel (আলাপ) ১৫:১৩, ১৭ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Rajaul Karim Sohel: আপনাকে স্বাগত জানাই বাংলা উইকিপিডিয়ায়। আমি ভালো আছি। আপনি সম্ভবত অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১ নিয়ে জানতে চাইছেন। এ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য বাংলা উইকিপিডিয়ায় ইতিমধ্যে আছে এমন নিবন্ধ ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদ করে সম্পূর্ণ করতে হবে আপনাকে। আর সফলভাবে অনুবাদ শেষ করতে পারলে রয়েছে পুরস্কার। এ প্রতিযোগিতার মূল পাতায় গেলে আপনি বিস্তারিত নিয়মাবলী দেখতে পাবেন। যদি আপনার অবদান রাখতে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে সাপ্তাহিক সমন্বয় সভায় অংশ নিতে পারেন, যেখানে একজন অভিজ্ঞ অবদানকারী আপনাকে সহায়তা করবে। প্রতিযোগিতার মূল পাতাতে এ ব্যাপারেও তথ্যাবলী যুক্ত করা আছে। অবদান রাখা সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। — অংকন (আলাপ) ১৬:১৯, ১৭ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া আলোচনা:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১ নিয়ে Mehebuba Hasan-এর প্রশ্ন (০৭:৪১, ১৯ মার্চ ২০২১) সম্পাদনা

আমি ইতিহাস নিয়ে লিখছি ।প্রতিযোগিতার শর্ত অনুযায়ী বিষয়ের পাশে নিজের নাম লিখতে হবে কিভাবে লিখব একটু বুঝিয়ে বলবেন?আমি লিখতে চেষ্টা করেছি পারিনি --Mehebuba Hasan (আলাপ) ০৭:৪১, ১৯ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Mehebuba Hasan: আপনার আগ্রহের জন্য ধন্যবাদ জানাই। আপনি এই তালিকাতে গিয়ে উৎস সম্পাদনাতে বা মোবাইল থেকে হলে ডানের পেন্সিল আইকনে ক্লিক করলে একটা পাতা লোড হবে। সেখানে নিচের উদাহরণের মত ~~~~ চিহ্ন যুক্ত করবেন। ধরা যাক আপনি নামের নিবন্ধে কাজ করবেন।
| ১ || [[দ্বিতীয় এলিজাবেথ]] || [[:en:Elizabeth II|Elizabeth II]] || ~~~~
লক্ষ্য করুন, আমি একদম ডানের স্থানে ~~~~ চিহ্ন যুক্ত করেছি। আপনি অ্যাকাউন্টে লগ-ইন করা অবস্থায় আপনার পছন্দমত নিবন্ধের নামের ডানে এভাবে এই চিহ্ন যুক্ত করে পাতাটি সংরক্ষণ করলে স্বয়ংক্রিয়ভাবে আপনার নাম যুক্ত হবে। এছাড়া কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমাকে জানান। শুভকামনা।  অংকন (আলাপ) ০৪:১৬, ২০ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

কাপ্তান-এর প্রশ্ন (০৫:৫০, ২০ মার্চ ২০২১) সম্পাদনা

অনুগ্রহপূর্বক " ব্যবহারকারী:কাপ্তান/মেজর আব্দুল ওয়াহেদ চৌধুরী " নিবন্ধটি পর্যালোচনা করুন। ধন্যবাদ। কাপ্তান --কাপ্তান (আলাপ) ০৫:৫০, ২০ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@কাপ্তান: নিবন্ধের গঠনশৈলী ঠিক আছে, কিছু ক্ষেত্রে বাক্য পরিবর্তনের প্রয়োজন আছে। তবে নিবন্ধের ভূমিকার পরের একটি বড় অংশে কোনো তথ্যসূত্র নেই, ঐতিহাসিক তথ্যের জন্য তথ্যসূত্র প্রদান করা জরুরী। ― অংকন (আলাপ) ০৫:২৮, ২২ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

রাজ দাস-এর প্রশ্ন (১৮:০১, ২১ মার্চ ২০২১) সম্পাদনা

পৃথিবীর জীবনে করোনা আশীর্বাদ না অভিশাপ --রাজ দাস (আলাপ) ১৮:০১, ২১ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

রাজ দাস-এর প্রশ্ন (১৮:০৮, ২১ মার্চ ২০২১) সম্পাদনা

বিংশ শতকে সংঘটিত কৃষক আন্দোলন নিয়ে গবেষণা মূলক জার্নাল লিখতে চাইছি। আমি কিছুটা লিখেছি কিন্তু বুঝতে পারছি না। এ-ই ধরনের কাজে ভালো ধরনের ভূমিকা ও উপসংহারের প্রয়োজন দয়া করে একটু বলে দেবেন। --রাজ দাস (আলাপ) ১৮:০৮, ২১ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@রাজ দাস: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ যেখানে বিভিন্ন বিষয়ে আপনি তথ্য নিতে পারেন বা নিজে থেকে তথ্য যুক্ত করতে পারেন। গবেষণামূলক জার্নালের ক্ষেত্রে ভূমিকা বা উপসংহার লেখার ব্যাপারে কীভাবে সহায়তা করতে পারি সেটা বুঝতে পারিনি। তবে আপনি এই সম্পর্কিত নিবন্ধগুলো দেখতে পারেন, যেমন তেভাগা আন্দোলন, টঙ্ক আন্দোলন। ধন্যবাদ। ― অংকন (আলাপ) ০৫:১৯, ২২ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

কাপ্তান-এর প্রশ্ন (০৭:২৪, ২৪ মার্চ ২০২১) সম্পাদনা

সম্পূর্ণ সুরক্ষিত " মেজর আব্দুল ওয়াহেদ চৌধুরী " নামে পাতাটি সুরক্ষা প্রত্ত্যাহার করে প্রকাশে সাহায্য করুন । এই পাতাটি বর্তমানে সম্পূর্ণ সুরক্ষিত এবং শুধুমাত্র প্রশাসকবৃন্দই পাতাটি সম্পাদনা করতে পারবেন যাহা বর্তমানে বিক্ল্প হিসেবে আমি ' ব্যবহারকারী:মেজর আব্দুল ওয়াহেদ চৌধুরী নামে পাতাটি উন্নয়ন করছি । কাপ্তান (আলাপ) ১১:০০, ২৪ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@কাপ্তান: আমি প্রশাসক নই, তাদের দৃষ্টি আকর্ষণের জন্য প্রশাসকদের আলোচনাসভায় লিখুন। ধন্যবাদ। ― অংকন (আলাপ) ১২:২৫, ২৪ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Picci kobi jihad-এর প্রশ্ন (০৪:০৯, ২৫ মার্চ ২০২১) সম্পাদনা

hi.how can i participate here --Picci kobi jihad (আলাপ) ০৪:০৯, ২৫ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Picci kobi jihad: আপনাকে স্বাগত জানাই বাংলা উইকিপিডিয়ায়। আপনি সম্ভবত অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১ নিয়ে জানতে চাইছেন। এ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য বাংলা উইকিপিডিয়ায় ইতিমধ্যে আছে এমন নিবন্ধ ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদ করে সম্পূর্ণ করতে হবে আপনাকে। আর সফলভাবে অনুবাদ শেষ করতে পারলে রয়েছে পুরস্কার। এ প্রতিযোগিতার মূল পাতায় গেলে আপনি বিস্তারিত নিয়মাবলী দেখতে পাবেন। যদি আপনার অবদান রাখতে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে সাপ্তাহিক সমন্বয় সভায় অংশ নিতে পারেন, যেখানে একজন অভিজ্ঞ অবদানকারী আপনাকে সহায়তা করবে। প্রতিযোগিতার মূল পাতাতে এ ব্যাপারেও তথ্যাবলী যুক্ত করা আছে। অবদান রাখা সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। — অংকন (আলাপ) ০৮:১৫, ২৬ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Water resource management পাতাটির শিরোনাম পরিবর্তনের আবেদন সম্পাদনা

প্রিয় অংকন ভাই,

আশা করি ভালো আছেন। সাম্প্রতিক পরিবর্তনগুলো চেক করার সময় আমি Water resource management -পাতাটি লক্ষ করি। পাতাটির শিরোনাম ইংরেজিতেই রয়েছে। এ কারণে, পাতাটির শিরোনাম পরিবর্তন করার আবেদন জানাচ্ছি। ধন্যবাদ।--T. Galib (আলাপ) ০০:৪০, ২৬ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

সুপ্রিয় @T. Galib:, এটা ঠিক   করা হয়েছে, জানানোর জন্য ধন্যবাদ। আশা করি আপনিও ভালো আছেন।  অংকন (আলাপ) ০৮:১৪, ২৬ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Joy Chandra Roy jbl-এর প্রশ্ন (১০:৫৩, ২৬ মার্চ ২০২১) সম্পাদনা

Good afternoon . explain ab+ blood group --Joy Chandra Roy jbl (আলাপ) ১০:৫৩, ২৬ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Joy Chandra Roy jbl: আপনাকে স্বাগত জানাই উইকিপিডিয়ায়। রক্তের গ্রুপ সম্পর্কে জানতে এই নিবন্ধটি পড়তে পারেন: রক্তগ্রুপ। এই নিবন্ধটি অসম্পূর্ণ, আপনি চাইলে Blood type-এই ইংরেজি নিবন্ধ থেকে অনুবাদ করে বাংলায় এটা শেষ করতে পারেন। এ ব্যাপারে যেকোনো সমস্যার জন্য আমাকে নির্দ্বিধায় জানান। ধন্যবাদ। ― অংকন (আলাপ) ১৫:৫২, ২৭ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী:Bangladesh News online নিয়ে Bangladesh News online-এর প্রশ্ন (২১:৫৮, ২৭ মার্চ ২০২১) সম্পাদনা

প্রফাইলে কি ছবি দেওয়া যায় --Bangladesh News online (আলাপ) ২১:৫৮, ২৭ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Bangladesh News online: এই প্রশ্নের উত্তরের পূর্বে একটা জিনিস বলে রাখতে চাই, আপনার ব্যবহারকারী নাম সুস্পষ্ট বিজ্ঞাপন, যা নীতিমালার বাইরে এবং গ্রহণযোগ্য নয়। আর প্রশ্নের ব্যাপারে, বাংলা উইকিপিডিয়ার বিভিন্ন নিবন্ধে ছবি থাকে। প্রোফাইল বলতে কী বুঝিয়েছেন সেটা ব্যাখ্যা করলে ভালো হয়, কারণ উইকিপিডিয়ায় পৃথকভাবে প্রোফাইল বলে কিছু নেই। ব্যবহারকারী পাতায় ছবি থাকতে পারে তবে সেটাও বিজ্ঞাপনের জন্য নয়। — অংকন (আলাপ) ০৬:৪৬, ৩০ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১/নিবন্ধ তালিকা নিয়ে Nafisa Anjum Zeba-এর প্রশ্ন (০৩:৫৮, ২৯ মার্চ ২০২১) সম্পাদনা

আমি যে কাজটি করছি সেই বিষয় কাজ চলছে সেটা কিভাবে জমা দিব? মানে আমি কি লেখা সম্পূর্ণ করে তারপর জমা দিবো নাকি আগেই বলে নিতে হবে যে আমি ওই বিষয়ের উপর কাজ করছি?আমার বয়স মাত্র ১৭। ভুল হলে মারজনা করবেন। --Nafisa Anjum Zeba (আলাপ) ০৩:৫৯, ২৯ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Nafisa Anjum Zeba: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি এই তালিকা থেকে নিবন্ধ বেছে নিয়ে উৎস সম্পাদনাতে বা মোবাইল থেকে হলে ডানের পেন্সিল আইকনে ক্লিক করবেন। একটা পাতা লোড হবে, সেখানে আপনার বেছে নেয়া নিবন্ধের পাশে ~~~~ চিহ্ন যুক্ত করবেন। তাহলে বোঝা যাবে যে এই নিবন্ধটি নিয়ে আপনি কাজ করছেন। এরপরে নিবন্ধের সম্পূর্ণ অনুবাদ শেষ হলে জমা দেয়ার জন্য প্রতিযোগিতার মূল পাতায় দেখতে পাবেন "আপনার মানোন্নয়নকৃত নিবন্ধ জমা দিন" লেখা আছে। এটাতে ক্লিক করলে পর ওখানে বলে দেয়া আছে, কীভাবে জমা দিতে হবে। আর উইকিপিডিয়ায় বয়স কোনো সমস্যাই নয়, ভুল-ত্রুটি সবার হয় (আমারও অনেক হয়েছে) এবং এটার জন্য দ্বিধা করবেন না। অবদান রাখা সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য এরপরে আমাকে নির্দ্বিধায় জানাতে পারেন। ধন্যবাদ।  অংকন (আলাপ) ০৬:৩৮, ৩০ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১/নিবন্ধ তালিকা নিয়ে Mumta Hena Mim-এর প্রশ্ন (১০:৫৩, ৩০ মার্চ ২০২১) সম্পাদনা

আমি অনুবাদ করতে চাইছি‌। কিন্তু এখানে যে তালিকা রয়েছে, তা তো সব ই বাংলায় অনুবাদ করা আছে। এটা কি করে আবার অনুবাদ সম্ভব? এর‌ আগে কিছু সম্পাদনা করেছি। --Mumta Hena Mim (আলাপ) ১০:৫৩, ৩০ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Mumta Hena Mim: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এই প্রতিযোগিতার প্রতিটি নিবন্ধই বাংলায় ইতিমধ্যে আছে। আপনাকে এটার ইংরেজি সংস্করণ থেকে সম্পূর্ণটা বাংলায় অনুবাদ করে বাংলা ভাষার নিবন্ধটা সম্পূর্ণ করে তুলতে হবে। লক্ষ্য করবেন যে ইংরেজি নিবন্ধগুলোতে অনেক বেশি তথ্য আছে যা বাংলায় নেই। সেইসব তথ্য সম্পূর্ণরূপে অনুবাদ করে শেষ করাই এই প্রতিযোগিতার লক্ষ্য। এছাড়া কোনো প্রশ্নের জন্য নির্দ্বিধায় জানান আমাকে। শুভকামনা।  অংকন (আলাপ) ০৭:২৬, ৩ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আঙ্কল টমস্‌ কেবিন নিয়ে Nafisa Anjum Zeba-এর প্রশ্ন (১৭:৪৫, ৩০ মার্চ ২০২১) সম্পাদনা

আমার আগের প্রস্নের জবাব দেয়ার জন্য অনেক ধন্যবাদ। আমার আরেকটা প্রশ্ন আছে। ইংলিশ উইকিপেডিয়াতে যেসব নিল রং এ শব্দ আছে বাংলাতেও কি ওই শব্দের কোন পরিবর্তন করতে হবে? --Nafisa Anjum Zeba (আলাপ) ১৭:৪৫, ৩০ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Nafisa Anjum Zeba: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এটা নিয়ে আপনাকে কিছু করতে হবে না। নীল রঙ বোঝায় যে নিবন্ধটা ইতিমধ্যে ঐ ভাষার উইকিপিডিয়ায় আছে। বাংলায় নিবন্ধটা না থাকলে লাল দেখাতে পারে। এটা নিয়ে চিন্তার কিছু নেই। ― অংকন (আলাপ) ০৭:২৯, ৩ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Md Murad Hussain-এর প্রশ্ন (০৭:২২, ৩১ মার্চ ২০২১) সম্পাদনা

কিভাবে নিজের সম্পর্কে তথ্য যোগ করবো --Md Murad Hussain (আলাপ) ০৭:২২, ৩১ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Md Murad Hussain: শুভেচ্ছা নেবেন। বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাই। আপনি এখানে ক্লিক করলে সরাসরি নীড়পাতায় চলে যাবেন। নীড়পাতায় আপনি অবদান রাখতে আগ্রহী এমন বিষয় বেছে নিয়ে কাজ করতে পারবেন। মূলত উইকিপিডিয়ায় এ ধরণের বিষয়ের তথ্যের জন্য তৈরি। নীড়পাতার ডানে ব্যবহারকারীর পৃষ্ঠা লেখা আছে, সেখানে ক্লিক করে আপনি অন্যদের জন্য নিজের কিছু তথ্য যুক্ত করতে পারেন। তবে শুরুতে যদি নীড়পাতা থেকে দেয়া সম্পাদনার পরামর্শ অনুযায়ী কিছু কাজ করেন, তাহলে পরের কাজগুলো করা আপনার জন্য সহজ হবে। ধন্যবাদ। — অংকন (আলাপ) ১০:৫৫, ৩ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Abdul alim mia-এর প্রশ্ন (১৬:১৩, ১ এপ্রিল ২০২১) সম্পাদনা

জ্বী আমি আপনার কাছে অনেক তথ্যা দিবো এই গুলি দিয়ে নতুন নতুন ইউকিপিডিয়াতে আপলোড দিবেন।আশা করি সহযোগিতা করবেন।ধন্যবাদ আপনাকে --Abdul alim mia (আলাপ) ১৬:১৩, ১ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Abdul alim mia: শুভেচ্ছা নেবেন। বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাই। আপনার কাছে তথ্য থাকলে আপনি তথ্যসূত্র অর্থাৎ যেখান থেকে তথ্য পেয়েছেন, কোনো দৈনিক সংবাদপত্র বা বই, সহ নিজেই উক্ত নিবন্ধে যুক্ত করে দিতে পারবেন। নিবন্ধের ডানে উপরে সম্পাদনা অপশনে, কিংবা মোবাইল থেকে হলে ডানের পেন্সিল আইকনে ক্লিক করে নতুন তথ্য যুক্ত করতে পারেন। তথ্য যুক্ত করার ক্ষেত্রে কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। — অংকন (আলাপ) ১০:৫৪, ৩ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ঠিক আছে। আমি আপনার থেকে সহযোগিতা নিবো।ধন্যবাদ Abdul alim mia (আলাপ) ১১:১০, ৩ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

MD. Mamun Sheikh-এর প্রশ্ন (০২:০০, ২ এপ্রিল ২০২১) সম্পাদনা

আমি কিছু বুঝতে পারছি না,অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন --MD. Mamun Sheikh (আলাপ) ০২:০০, ২ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@MD. Mamun Sheikh: শুভেচ্ছা নেবেন। বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাই। আপনি এখানে ক্লিক করলে সরাসরি নীড়পাতায় চলে যাবেন। নীড়পাতায় আপনি অবদান রাখতে আগ্রহী এমন বিষয় বেছে নিয়ে কাজ করতে পারবেন। নীড়পাতা থেকে দেয়া সম্পাদনার পরামর্শ অনুযায়ী কিছু কাজ করেন, তাহলে ধীরে ধীরে পরের যাবতীয় কাজগুলো করা আপনার জন্য সহজ হবে। এছাড়া কোনো সমস্যার জন্য আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। — অংকন (আলাপ) ১০:৫৬, ৩ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Mohseen Nazir-এর প্রশ্ন (০৭:০৯, ৩ এপ্রিল ২০২১) সম্পাদনা

আমি জানতে চাই এটা কি এবং কিভাবে কাজ করে --Mohseen Nazir (আলাপ) ০৭:০৯, ৩ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Mohseen Nazir: শুভেচ্ছা নেবেন। বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাই। আপনি সম্ভবত বাংলা উইকিপিডিয়া নিয়ে জানতে চাইছেন। উইকিপিডিয়া একটি উন্মুক্ত বিশ্বকোষ, যেখানে বিভিন্ন বিষয়ে তথ্য যুক্ত থাকে। এ সকল নিবন্ধ লেখেন বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা স্বেচ্ছাসেবকেরা, আর পড়েন সারা বিশ্বের মানুষ। আপনিও এখানে অবদান রাখতে পারেন। ধন্যবাদ। — অংকন (আলাপ) ১০:৫৯, ৩ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

DHIMAN CHANDRA DAS-এর প্রশ্ন (০৭:৩৮, ৩ এপ্রিল ২০২১) সম্পাদনা

আমি কি স্থানীয় বিভিন্ন তথ্য ও স্থান বা ঐতিহাসিক ঘটনা এখানে তুলে ধরতে পারব ? --DHIMAN CHANDRA DAS (আলাপ) ০৭:৩৮, ৩ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@DHIMAN CHANDRA DAS: শুভেচ্ছা নেবেন। স্থানীয় তথ্য, স্থান, ঐতিহাসিক ঘটনার তথ্য অবশ্যই যুক্ত করতে পারবেন, যদি তা উল্লেখযোগ্য হয়। যেমন বিভিন্ন জেলাশহর, উপজেলা বিষয়ে নিবন্ধ উল্লেখযোগ্য, কিন্তু গ্রাম বিষয়ের নিবন্ধগুলো সাধারণত উল্লেখযোগ্য নয়। একই ব্যাপারে অন্য়ান্য বিষয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। এখানে বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ। — অংকন (আলাপ) ১১:০২, ৩ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

সনদপত্র সম্পাদনা

নমস্কার। আমার প্রশ্নটি খুবই সংক্ষিপ্ত। অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১ এ প্রবন্ধ জমা দিয়ে তা গৃহীত হওয়ার কতদিনের মধ্যে সনদপত্র পাওয়া যাবে ? Sarthak Basak (আলাপ) ১২:০০, ৩ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Sarthak Basak: নমস্কার। প্রতিযোগিতা শেষে ফলাফল প্রস্তুত করার পর অংশগ্রহণকারীদের থেকে তথ্য গ্রহণ করা হবে। এরপরে পরবর্তী কার্যক্রম শুরু হবে। ধৈর্যধারণের জন্য অনুরোধ জানাচ্ছি।  অংকন (আলাপ) ০৭:৪৫, ৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"ANKAN/বার্তা সংকলন-০৫"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।