বাংলা উইকিপিডিয়ায় স্বাগতমসম্পাদনা
সুপ্রিয় Md. Abdul Ahad Khan! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১৫:৫১, ১ অক্টোবর ২০১৮ (ইউটিসি) |
বিচারকসম্পাদনা
আমি ইয়াহিয়া সাহেবকে আপনাকে বিচারক পদে নিযুক্ত করার জন্য সুপারিশ করেছি। আপনি বিচারক পদে নিযুক্ত হওয়ার পর কখনোই নিজের নিবন্ধ পর্যালোচনা করবেন না । সর্বদা নিরপেক্ষতা ও যত্নের সঙ্গে নিবন্ধগুলো পর্যালোচনা করবেন। যদি আপনি কারো নিবন্ধ রচনার পদ্ধতি যুক্তিযুক্ত মনে না হয়, তাহলে মন্তব্যে গিয়ে উপযুক্ত কারণ উল্লেখ করবেন ও নিবন্ধটি গ্রহণ করবেন না। যান্ত্রিক, রুক্ষ বা অবোধগম্য অনুবাদ গ্রহণযোগ্য নয়। আফতাবুজ্জামান সাহেবের সাথেও একবার আলোচনা করতে পারেন। চির শুভার্থী, Ppt2003 (আলাপ) ১৭:১৩, ২৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)।
বিচারক ২সম্পাদনা
আফতাবুজ্জামান সাহেব প্রশাসক, তার সিদ্ধান্তের বিরোধিতা করা আমার পক্ষে সম্ভব না। লক্ষ্য এবার লক্ষ এডিটাথনের আয়োজকদের সব নিয়ম-কানুনের সাথে আমি একমত না। কিন্তু যে কারণে আফতাবুজ্জামান সাহেব আপনাকে প্যানেলে নিতে আপাতত রাজি না, একই কারণে আমি তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে পারব না। কারণটা হলো- অভিজ্ঞতার অভাব। তবে আপনার অনুবাদ আমার পছন্দ হয়েছে। আপনি আরো অবদান রাখুন। আমি চেয়েছিলাম বিচারকমণ্ডলী আপনার অংশগ্রহণে বর্ণিল হোক- কিন্তু প্রশাসকবর্গের সিদ্ধান্তই চূড়ান্ত। Ppt2003 (আলাপ) ১৭:২১, ২৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
আন্তঃউইকি ভাষা সংযোগ প্রদান করবেন অনুগ্রহ করে (যেগুলো আপনার নিজের তৈরি করা)সম্পাদনা
@Md. Abdul Ahad Khan:, সুপ্রিয় আব্দুল আহাদ ভাই, আশা করি ভালো আছেন, আপনাকে অনেক নিবন্ধ তৈরি করতে দেখা যায় তবে ওগুলোতে আপনি আন্তঃউইকি সংযোগ (অন্যান্য ভাষার উইকির সঙ্গে বাংলা উইকির সংযোগ) দেননা, কারণ কি? দিতে না পারলে আফতাব ভাই-এর সাহায্য নিন। এখানে আসুনঃ উইকিপিডিয়া:কীভাবে আন্তঃউইকি সংযোগ দিবেন। রাতুল ফাহাদ (আলাপ) ১০:০০, ২০ অক্টোবর ২০২০ (ইউটিসি)
ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুনসম্পাদনা
সুপ্রিয় Md. Abdul Ahad Khan, আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই মুক্ত। উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ও উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন। প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার
বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার পাঠানো হবে ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে। বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম। শুভেচ্ছা সহ, |
পরিবর্ধনসম্পাদনা
থিওডোর শোয়ান নিবন্ধটি কিছুটা সংশোধন করে অসম্পূর্ণ ট্যাগ লাগিয়ে দিয়েছি। সময় পেলে সম্পূর্ণ করার অনুরোধ রইলো।—ইয়াহিয়াআলাপ• ০৭:১২, ৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
উইকিপিডিয়া:লক্ষ্য এবার লক্ষ - ফরম পূরণ করুনসম্পাদনা
সুপ্রিয় অবদানকারী, |
নিবন্ধসম্পাদনা
সুধী আপনি লক্ষ্য এবার লক্ষ এডিটাথন উপলক্ষে টেনডন নিবন্ধ টি শুরু করেছিলেন যা সম্পূর্ণ অনুবাদ করতে হয়তোবা আপনি ভুলে গিয়েছিলেন। আশা করবো নিবন্ধটি সম্পূর্ণ করবেন, শুভেচ্ছা সহ —শাকিল হোসেন আলাপ ১৮:২২, ১ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)