বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম সম্পাদনা

আমি উপজেলা চেয়ারম্যান ও আসনের এমপির নাম যুক্ত করছি সম্পাদনা

আমি আগামীতে ও ইউকিপিডিয়ার মাধ্যমে সকল কিছু মানুষকে জানাতে চাই Abdul alim mia (আলাপ) ১৮:১৭, ১৩ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

মোহাম্মদ ইউনুস (রাজনীতিবিদ)‎‎ সম্পাদনা

এই ব্যক্তি মৃত্যুবরণ করেছেন লিখছেন দেখলাম। কিন্তু আমি কোন সূত্র পাচ্ছি না। কোন সূত্র দিতে পারবেন?--আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০১, ২৭ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আজকে মারা গেছে বাংলাদেশ সময় রাত ৮. ৩০ মিনিটের সময় ঢাকা পিজি হসপিটালে Abdul alim mia (আলাপ) ১৮:০৪, ২৭ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আমি তা বুঝেছি। আমি কোন পত্রিকার বরাত দিয়ে নিশ্চিত হতে চাচ্ছি। পত্রিকার কোন সূত্র দরকার। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০৫, ২৭ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

সুত্র আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু অফিসিয়াল পেইজে ডুকে দেখেন তা হলে পেয়ে যাবেন ইংরেজিতে আবদুল মতিন খসরু লিখে সার্চ দিবেন Abdul alim mia (আলাপ) ১৮:০৬, ২৭ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

কালকে পাবেন কুমিল্লার পত্রিকাতে পাবেন জাতীয়তে পাবেন Abdul alim mia (আলাপ) ১৮:০৭, ২৭ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

কুমিল্লার একটি পত্রিকার ওয়েবসাইট থেকে তথ্যসূত্র যুক্ত করেছি। ~ নাহিয়ান আলাপ ১৮:২৪, ২৭ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ সম্পাদনা

সুপ্রিয় Abdul alim mia,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২ সম্পাদনা

সুপ্রিয় Abdul alim mia,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

জুলাই 2021 সম্পাদনা

  স্বাগতম, আমি MdsShakil। সম্প্রতি আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, নিবন্ধটি সম্পাদনা করেছেন, কিন্তু সেখানে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। আপাতত আপনার সংযোজিত তথ্যগুলো অপসারণ করা হয়েছে, তবে আপনি অবশ্যই নির্ভরযোগ্য উৎসের তথ্যসূত্র উল্লেখ করে আপনার সংযোজিত তথ্যগুলো পুনরায় সংযোজন করতে পারবেন। আপনি যদি মনে করেন এখানে আমার কোনো ভুল হচ্ছে, অথবা এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ —শাকিল হোসেন আলাপ ০৮:৫৬, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

একমাস আমি যেভাবে দেই এইভাবে দিয়ে রাখেন আমার অনেক উপকার হবে আপনি সংশোদন কইরেন না Abdul alim mia (আলাপ) ১৬:৩৬, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আপনার কীভাবে কি উপকার হবে? আপনি কি আমাকে এই সম্পাদনা টির কারণ ব্যাখা করতে পারবেন। আরেকটি কথা অনুগ্ৰহ পূর্বক তথ্যসূত্র যোগ দেওয়া বাদে এইরকম পরিবর্তন করবেন না —শাকিল হোসেন আলাপ ১৭:২৮, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ সম্পাদনা

প্রিয় Abdul alim mia,
আশা করি কোভিড-১৯ বৈশ্বিক মহামারী পরিস্থিতিতেও ভাল আছেন। চলতি বছরের গত ১লা সেপ্টেম্বর থেকে উইকিপিডিয়ায় লিঙ্গ-ব্যবধান হ্রাস এবং দক্ষিণ এশীয় নারীদের সম্পর্কে জীবনী তৈরি করার উদ্দেশ্যে বাংলা উইকিপিডিয়াতে শুরু হয়েছে উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ নিবন্ধ প্রতিযোগিতা, যা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই প্রতিযোগিতা অভিজ্ঞ, অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই উন্মুক্ত। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রয়েছে। বিস্তারিত জানতে পারবেন এখানে

প্রতিযোগিতায় আপনাকে স্বাগত....
শুভেচ্ছান্তে,
উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ আয়োজক দল ০৮:৫৪, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)