সাহায্য:চিত্রের সাথে পরিচয় (দৃশ্যমান সম্পাদনা)/১

ভূমিকা
উইকিপিডিয়ায় ছবি সংযোজন

চিত্র আপলোড
উইকিমিডিয়া কমন্স

চিত্র সংযোজন
একটি ছবি হাজার কথার সমান

বিবরণ সম্পাদনা
আমি কী দেখতে চাই?

গ্যালারি
একাধিক ছবির জন্য

সারাংশ
এক নজরে যা শিখেছেন



Image-x-generic.svg

উইকিপিডিয়ার কোন নিবন্ধে লেখার পাশাপাশি নতুন ছবি যুক্ত করা যেতে পারে। আপনি হয় উইকিমিডিয়া কমন্সে ইতোমধ্যে আছে এমন ছবি যুক্ত করতে পারেন, অথবা এক/একাধিক নতুন ছবি আপলোড করতে পারেন। ছবি উইকিমিডিয়া কমন্সে সংরক্ষণ করা হয় যেন সেগুলো বিভিন্ন ভাষার একাধিক নিবন্ধে ব্যবহার করা যায়, এমনকি উইকিপিডিয়ার বাইরেও বিনামূল্যে (কিছু শর্তসহ) ব্যবহার করা যেতে পারে। এই টিউটোরিয়াল আপনাকে প্রাসঙ্গিক নিয়ম এবং নির্দেশিকা সহ ছবি আপলোড এবং যুক্ত করার প্রক্রিয়ার সাথে পরিচয় করিয়ে দিবে।