বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী
বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী সংক্ষেপে বাংলাদেশের সাবেক তথ্যমন্ত্রী হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে সকল দপ্তর ও সংস্থারও মন্ত্রী। বাংলাদেশের স্বাধীনতার পর মন্ত্রণালয়টি গঠিত হলেও এটিকে বিভিন্ন সময় নাম পরিবর্তন করে তথ্য ও বেতার, তথ্য মন্ত্রণালয়, এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় করা হয়।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী | |
---|---|
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় | |
মনোনয়নদাতা | প্রধানমন্ত্রী |
নিয়োগকর্তা | রাষ্ট্রপতি |
মেয়াদকাল | ৫ বছর |
ওয়েবসাইট | moi.gov.bd |
তালিকা
সম্পাদনাএই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করা সকল মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীর তালিকা দেওয়া হয়েছে।
- রাজনৈতিক দল
আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকার/নির্দলীয়
ক্রম | নাম | আলোকচিত্র | পদবী | যোগদান | অব্যাহতি | রাজনৈতিক দল | তথ্যসূত্র | |
---|---|---|---|---|---|---|---|---|
১ | তাজউদ্দীন আহমদ | প্রধানমন্ত্রী | ২৯ ডিসেম্বর ১৯৭১ | ১২ জানুয়ারি ১৯৭২ | বাংলাদেশ আওয়ামী লীগ | [১] | ||
২ | শেখ মুজিবুর রহমান | প্রধানমন্ত্রী | ১৩ জানুয়ারি ১৯৭২ | ১৩ এপ্রিল ১৯৭২ | বাংলাদেশ আওয়ামী লীগ | [২] | ||
৩ | মিজানুর রহমান চৌধুরী | মন্ত্রী | ১৩ এপ্রিল ১৯৭২ | ১৬ মার্চ ১৯৭৩ | বাংলাদেশ আওয়ামী লীগ | [২][৩] | ||
৪ | শেখ আবদুল আজিজ | মন্ত্রী | ১৬ মার্চ ১৯৭৩ | ৪ অক্টোবর ১৯৭৩ | বাংলাদেশ আওয়ামী লীগ | [৩] | ||
৫ | তাহেরউদ্দিন ঠাকুর | প্রতিমন্ত্রী | ৪ অক্টোবর ১৯৭৩ | ৫ নভেম্বর ১৯৭৫ | বাংলাদেশ আওয়ামী লীগ, বাকশাল | [২] | ||
৬ | এম কোরবান আলী | মন্ত্রী | ২৬ জানুয়ারি ১৯৭৫ | ১৫ আগস্ট ১৯৭৫ | বাংলাদেশ আওয়ামী লীগ, বাকশাল | [২][৪] | ||
৭ | জিয়াউর রহমান | ডিসিএমএলএ | ১০ নভেম্বর ১৯৭৫ | ১৮ সেপ্টেম্বর ১৯৭৬ | নির্দলীয় | [৪] | ||
৮ | শামসুল হুদা চৌধুরী | মন্ত্রী | ২৪ নভেম্বর ১৯৮১ | ১২ ফেব্রুয়ারি ১৯৮২ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | [৪] | ||
৯ | নূর মুহাম্মদ খান | প্রতিমন্ত্রী | ২৭ নভেম্বর ১৯৮১ | ১১ ফেব্রুয়ারি ১৯৮২ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | [৪] | ||
১০ | আমিনুর রহমান শামসুদ দোহা | উপদেষ্টা | ৩১ মার্চ ১৯৮২ | ১০ মে ১৯৮২ | নির্দলীয় | [৪] | ||
১১ | সৈয়দ নাজমুদ্দীন হাশেম | মন্ত্রী | ২ জুলাই ১৯৮২ | ৮ মার্চ ১৯৮৪ | নির্দলীয় | [৪] | ||
১২ | এম শামসুল হক | মন্ত্রী | ৮ মার্চ ১৯৮৪ | ১৫ জানুয়ারি ১৯৮৫ | নির্দলীয় | [৪] | ||
১৩ | এ আর ইউসুফ | মন্ত্রী | ১৯ জানুয়ারি ১৯৮৫ | ৪ জুলাই ১৯৮৫ | নির্দলীয় | [৪] | ||
১৪ | শাহ মোয়াজ্জেম হোসেন | মন্ত্রী | ৪ আগস্ট ১৯৮৫ | ৯ জুলাই ১৯৮৬ | জাতীয় পার্টি | [৪] | ||
১৫ | আনোয়ার জাহিদ | মন্ত্রী | ৯ জুলাই ১৯৮৬ | ? | জাতীয় পার্টি | [৪] | ||
১৬ | আনিসুল ইসলাম মাহমুদ | মন্ত্রী | ২৪ জানুয়ারি ১৯৮৮ | ২৭ মার্চ ১৯৮৮ | জাতীয় পার্টি | [৪] | ||
১৭ | সৈয়দ দীদার বখত | প্রতিমন্ত্রী | ৪ ফেব্রুয়ারি ১৯৮৯ | ২৩ ডিসেম্বর ১৯৮৯ | জাতীয় পার্টি | [৪] | ||
১৮ | মীজানূর রহমান শেলী | মন্ত্রী | ২ মে ১৯৯০ | ৬ ডিসেম্বর ১৯৯০ | জাতীয় পার্টি | [৪] | ||
১৯ | নাজমুল হুদা | মন্ত্রী | ২০ মার্চ ১৯৯১ | ১৯৯৩ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | [৫] | ||
২০ | এম শামসুল ইসলাম | মন্ত্রী | ১৯৯৩ | জানুয়ারি ১৯৯৬ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | [৬] | ||
২১ | মুহাম্মদ হাবিবুর রহমান | প্রধান উপদেষ্টা | ৩০ মার্চ ১৯৯৬ | ২৩ জুন ১৯৯৬ | তত্ত্বাবধায়ক সরকার | [৭] | ||
২২ | আবু সাইয়িদ | প্রতিমন্ত্রী | ২৩ জুন ১৯৯৬ | ১৫ জুলাই ২০০১ | বাংলাদেশ আওয়ামী লীগ | [৮] | ||
২৩ | আব্দুল মুয়ীদ চৌধুরী | উপদেষ্টা | ১৫ জুলাই ২০০১ | ১০ অক্টোবর ২০০১ | তত্ত্বাবধায়ক সরকার | |||
২৪ | আব্দুল মঈন খান | মন্ত্রী | ১০ অক্টোবর ২০০১ | ১১ মার্চ ২০০২ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |||
২৫ | তরিকুল ইসলাম | মন্ত্রী | ১২ মার্চ ২০০২ | ৬ মে ২০০৪ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |||
২৬ | এম শামসুল ইসলাম | মন্ত্রী | ৬ মে ২০০৪ | ২৯ অক্টোবর ২০০৬ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |||
২৭ | আব্দুস সালাম পিন্টু | উপমন্ত্রী | ১৩ মার্চ ২০০৬ | ২৯ অক্টোবর ২০০৬ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |||
২৮ | মাহবুবুল আলম | উপদেষ্টা | ২৯ অক্টোবর ২০০৬ | ১১ জানুয়ারি ২০০৭ | তত্ত্বাবধায়ক সরকার | |||
২৯ | মইনুল হোসেন | উপদেষ্টা | ১৪ জানুয়ারি ২০০৭ | ৮ জানুয়ারি ২০০৮ | তত্ত্বাবধায়ক সরকার | [৯] | ||
৩০ | ফখরুদ্দীন আহমদ | প্রধান উপদেষ্টা | ২১ জানুয়ারি ২০০৮ | জানুয়ারি ২০০৯ | তত্ত্বাবধায়ক সরকার | [১০] | ||
৩১ | আবুল কালাম আজাদ | মন্ত্রী | ৬ জানুয়ারি ২০০৯ | ১১ জানুয়ারি ২০১৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | [১১] | ||
৩২ | হাসানুল হক ইনু | মন্ত্রী | ১২ জানুয়ারি ২০১৪ | ৬ জানুয়ারি ২০১৯ | মহাজোট (বাংলাদেশ)/জাসদ | [১২] | ||
৩৩ | হাছান মাহমুদ | মন্ত্রী | ৭ জানুয়ারি ২০১৯ | ১০ জানুয়ারি ২০২৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | [১৩] | ||
৩৪ | মুরাদ হাসান | প্রতিমন্ত্রী | ১৯ মে ২০১৯ | ৭ ডিসেম্বর ২০২১ | বাংলাদেশ আওয়ামী লীগ | [১৪][১৫] | ||
৩৫ | মোহাম্মদ এ আরাফাত | প্রতিমন্ত্রী | ১১ জানুয়ারি ২০২৪ | ৬ আগস্ট ২০২৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | [১৬] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ হোসেন তওফিক ইমাম (২০০৪)। বাংলাদেশ সরকার ১৯৭১। আগামী প্রকাশনী। আইএসবিএন 984-401-783-1।
- ↑ ক খ গ ঘ Craig Baxter; Syedur Rahman (২০০৩)। Historical Dictionary of Bangladesh (Third সংস্করণ)। Lanham, Maryland: Scarecrow Press। পৃষ্ঠা 206–210। আইএসবিএন 0-8108-4863-5।
- ↑ ক খ Newberry, Daniel O. (১৭ মার্চ ১৯৭৩)। "New Bangladesh Cabinet"। WikiLeaks। WikiLeaks cable: 1973DACCA01186_b। ১৭ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৬।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড খালেদা হাবিব। বাংলাদেশঃ নির্বাচন, জাতীয় সংসদ ও মন্ত্রিসভা ১৯৭০-৯১।
- ↑ "Litany Of Allegations"। The Daily Star। ২০০৭-০২-০৫। ২০২১-০২-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-১০।
- ↑ "Ex-BNP minister Shamsul Islam passes away"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৪-২৭। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৭।
- ↑ Rahman, Syedur (২০১০-০৪-২৭)। Historical Dictionary of Bangladesh। আইএসবিএন 9780810874534।
- ↑ "Cabinet Division - Bangladesh - Information and Services - List of Ministers and Advisors"। Cabinet.gov.bd। ২০১৪-০২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-১২।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই"। বিডিনিউজ। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২৪।
- ↑ "Chief Adviser's Office, Bangladesh"। web.archive.org। ২০ জুলাই ২০০৮। ২০ জুলাই ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২৪।
- ↑ "Cabinet Division - Bangladesh - Information and Services - List of Ministers and Advisors"। web.archive.org। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২৪।
- ↑ "Cabinet Division - Bangladesh - Information and Services - List of Ministers and Advisors"। web.archive.org। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২৪।
- ↑ "মন্ত্রিপরিষদ বিভাগ"। cabinet.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২৪।
- ↑ "মাননীয়-প্রতিমন্ত্রিগণ"। web.archive.org। ২৮ নভেম্বর ২০২০। Archived from the original on ২৮ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২৪।
- ↑ "তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ"। যুগান্তর (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২৪।
- ↑ "তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হলেন মোহাম্মদ এ আরাফাত"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২৪।